নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৭ই মে জেনারেল জিয়ার জন্য ছিল এক দু:স্বপ্নের দিন

১৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৭



১৯৮১ সালের ১৭ই মে, দিনটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরেকটা সাধারণ দিনের মতো হলেও, জেনারেল জিয়া, ততকালীন বাংলাদেশ মিলিটারী ও পাকিস্তানী মিলিটারীর জন্য এইদিনটি ঠিক একটা সাধারণ দিন ছিলো না; আসলে, জেনারেল জিয়ার জন্য এই দিনটি ছিল ভয়ংকর দু:স্বপ্নের দিন। ৬ বছর জেনারেল জিয়া শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের পথকে ধ্বংস করে আসছিলেন; কিন্তু এক সময় উহা উনার ক্ষমতার বাহিরে চলে যায়, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে। জিয়া নিশ্চয় জানতেন, এখন থেকে উনাকে টিকে থাকার সংগ্রামে লিপ্ত হতে হবে।

শেখ সাহেবের হত্যার খবর পেয়ে কারা খুশীতে আত্মহারা হয়ে উঠেছিলো? তারা ছিলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি; এতে ছিলো অনেক বাংগালী ও পাকিস্তানী সৈন্য বাহিনী। শেখের মৃত্যুতে মুক্তিযুদ্ধের অর্জন শুধু হারিয়ে যায়নি, উহা অনেকটা অপরাধের মতো গণ্য হচ্ছিলো। আবার, মুক্তিযুদ্ধের অর্জন যেহেতু ১৯৭৫ সাল অবধি সারারণ মানুষের ঘরে পৌঁছায়নি, তাঁরা কি হারায়েছিলেন, সেটাও তাঁরা ঠিক মতো জানতেন না; অনেকটা ভার্চুয়াল ক্ষতি, যা পাওয়া যায়নি, সেটা হারানো, তেমন কষ্টের বিষয় নয়!

জেনারেল জিয়া পাকিস্তানের যেকোন জেনারেলের মতো, বার্মার জেনারেলের মতো, মিশরের সৈন্য বাহিনীর জেনারেলদের মতো, চিলির পিনোচেটের মতো একজন জেনারেল ছিলেন; কিন্তু অনেক অনেক বাংগালী উনাকে বাংগালী জাতির নতুন নেতা হিসেবে প্রতিষ্টিত করার কাজে লেগে গেলো; এরা কারা? এরা ১৯৭১ সালের পরাজিত শক্তি!

রাজনীতির 'র' না জেনে, নিতান্ত একজন গৃহবধু হয়ে, এক শক্ত মিলিটারী শক্তির বিপক্ষ হয়ে শেখ হাসিনার বাংলায় প্রবেশ ছিলো সীমাহীন সাহসের পরিচয়। বাংলার মানুষ, যাঁরা আইয়ুব খান ও ইয়াহিয়া খানের পর, জেনারেল জিয়ার মিলিটারী শাসনের বিপক্ষে ছিলেন, তাঁদের জন্য ছিলো এক নতুন আশার আলো।

জেনারেল জিয়া উনার মুক্তিযুদ্ধের অবদানকে কাজে লাগিয়ে অনেক মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন; এসব বিভ্রান্ত মানুষরা রাজনীতি বুঝতেন না, নিজের নাগরিক অধিকার বুঝতেন না; তারা উর্দুভাষী জেনারেলের বিপক্ষে যুদ্ধ করার পর, বাংলাভাষী জেনারেলকে পরিত্রাণের ত্রাতা হিসেবে দেখছিলেন, জেনারেল জিয়া ও ততকালীন মিলিটারী এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়েছিলো ১৯৭১ সালের পরাজিত শক্তি।

১৯৮১ সালের ১৭ই মে, জেনারেল জিয়ার মিলিটারী জীবনের ইতিহাসে একটি দু:স্বপ্নের দিন ছিলো।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি দাবি করে, জিয়াউর রহমান, শেখ হাসিনা কে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করেছিলেন। আপনি লিখলেন, কিন্তু এক সময় উহা উনার ক্ষমতার বাহিরে চলে যায়। ১৯৮১ সালে জিয়ার অবস্থা এত দুর্বল হ‌ওয়ার কথা নয়। জিয়াউর রহমান জনপ্রিয় থাকা অবস্থায় ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন যা আর কোন বাংলাদেশী সরকার প্রধানের বেলায় ঘটেনি...

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়ার বিদায় অনুষ্ঠান হয়েছিল চট্টগ্রামের সার্কিট হাউসে, উনার ইচ্ছা মতো হয়নি উহা।
ধরলাম, জিয়া উনাকে আসতে দেয়ার পক্ষে ছিলেন; বিএনপি'র নেতারাও কি উনার আসার পক্ষে ছিলো?
শেখ হাসিনার বাংলাদেশে আগমনকে নিয়ে নিশ্চয় জিয়া ও ইন্দিরার মাঝে কথা হয়েছে; উহা কি ছিলো অনুমান করা সম্ভব?

বিএনপি'তে যারা ছিলো ও আছে, উহারা কি বাংলাদেশ চেয়েছিলো?

২| ১৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তবে এটা মানতে হবে জেনারেল জিয়া খুবই চতুর ও
মেধাবান ছিলেন। তা নাহলে তিনি এত দিন ভালোর
মুখোশ পড়ে জনগণের সাথে প্রতারণা করতে পারতেন না।
তবে মানুষকে চিরদিন বোকা বানিয়ে রাখা যায়না্। যার কারনে
তার নামের আগে এখন জুড়ে দেওয়া হয়েছে সৈরাচারীর তকমা।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জেনারেলদের মাঝে চতুর (ও ষড়যন্ত্রের গুরু) হওয়ায় উনি মার্শাল এডমিনিষ্ট্রটেটরের পদ দখল করতে পেরেছিলেন। কিন্তু যোগ বিয়োগ করলে একজন ইডিয়ট ছিলেন, এভাবে বেঘোরে মুল্যবান প্রান দেয়া বুদ্ধিমানের কাজ ছিলো না।

৩| ১৭ ই মে, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: জিয়া ছিলো ছুপা রুস্তম।
এবং নিজেকে পন্ডিত ভাবতেন। কিন্তু বাপেরও যে বাপ থাকে সেটা ভুলে গিয়েছিলেন।

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



যেইপথ ধরে এসেছিলেন, সেইপথ ধরে চলে গেছেন; মাঝখানে দেশকে মগের মুল্লুক বানিয়ে গেছেন।

৪| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫

কহেন কবি কালীদাস বলেছেন: জেনারেল জিয়ার সবচে খারাপ দিক হোলও, উনি অনেক সামরিক বাহিনীর লোকজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন।
আর উনার সম্পর্কে বলা হয়, উনি এখন পর্যন্ত ক্ষমতায় যারা ছিলেন তাদের মধ্যে সবচে সৎ বেক্তি ছিলেন।
উনি যে সৎ ছিলেন এই বাপারে আমি এখন পর্যন্ত কোন দ্বিমত পাইনি। উনি উনার কর্ম ফল পেয়েছেন আর্মির হাতেই নিহত হয়ে।

১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



উনি মুক্তিযোদ্ধা সৈনিকদের ফাঁসি দিয়েছিলেন, যার জন্য উনি পরাজিতদের কাছে এখনো জনপ্রিয়।

বাংলাদেশের সবচেয়ে সৎ মানুষ হচ্ছেন গ্রামের কৃষকেরা।
মিলিটারী উনাকে বিদায় দেয়াতে উনি বেঁচে গেছেন, না'হয় উনার ফাঁসী হতো।

৫| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান , বার্মা , থাইল্যান্ড ও আফ্রিকার কিছু দেশে জেনারেল রাজত্ব করে।
উন্নত দেশগুলিতে এটা দেখা যায় না। এমনকি ভারতেও জেনারেলদের এত দাপট নেই।

১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



বার্মা আমাদের চেয়ে ৫ গুণ বড়, জনসংখ্যা ৬ কোটী, মাথাপিছু প্রাকৃতিক সম্পদ ১০০ গুণ বেশী; সেই দেশকে জেনারেলরা এত পেছনে নিয়ে গেছে যে, সেই দেশের মানুষ আরব গিয়ে দাস হচ্ছে। যেখানে মিলিটারী ক্ষমতা দখল করেছে, সেখানে সবকিছু ধ্বংস করেছে ওরা।

৬| ১৭ ই মে, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: জিয়া দুষ্টলোক।

১৮ ই মে, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



৩০ লাখ মানুষ প্রাণ দিয়ে পুর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানায়েছিলো; জিয়া উহাকে আবারো পাকিস্তান বানিয়ে দিয়ে গেছে।

৭| ১৭ ই মে, ২০২০ রাত ৯:৪৩

ching বলেছেন: পাহাড়েও উনার জনপ্রিয়তা আছে।

১৮ ই মে, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


বুটের লাথি না খেলে যাদের ভাত হজম হয় না, তাদের কাছে জিয়া হচ্ছে মহান নেতা।

৮| ১৭ ই মে, ২০২০ রাত ১১:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭১এর পক্ষের কিছু লোক জিয়ার সাথে ছিল।তাদের সম্পর্কে কি বলবেন?

১৮ ই মে, ২০২০ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, পাকীরা যদি বেংগল রেজিমেন্টকে আক্রমণ না করতো, অফিসারেরা বাংলাদেশের হয়ে যু্দ্ধ করতো না; হয়তো, কিছু সৈনিক যুদ্ধ করতো। জিয়া ক্ষমতা দখল করেই পাকি বাহিনীর সাথে আবার বন্ধুত্ব গড়ে তুলেছিলো। '৭১'এর মুক্তিযোদ্ধারা উনার সাথে ছিলো না। তবে, শেখ সাহেব ও তাজুদ্দিনের অসফলতার কারণে কিছু মানুষ, যারা রাজনীতি ও জাতিকে বুঝতো না, তারা জিয়াদের সাথে ছিলো।

৯| ১৭ ই মে, ২০২০ রাত ১১:৪৬

আমি সাজিদ বলেছেন: পোস্টটি ব্যাখার দাবীদার আরো।

১৮ ই মে, ২০২০ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


এখানে ১ টা বিষয় আমি উল্লেখ করেছি যে, ১৯৮১ সালে যেদিন (১৭ই মে) শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে, সেইদিন ইহা ঘটেছে জিয়ার ইচ্ছার বিপক্ষে, জিয়া ভয়ে শেখ হাসিনাকে আসতে দিয়েছিলো, এটুকুই; আর কি ব্যাখ্যার দরকার?

১০| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:৪০

বংগল কক বলেছেন: আমেরিকার কি অবস্থা? লোকজন তো দেখলাম ট্রাম্পকে গালি দিচ্ছে।

১৮ ই মে, ২০২০ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকাকে যেইভাবে ডুবায়েছে, ইহা হয়তো ১০ বছরেও এই সমস্যা থেকে বের হতে পারবে না। কিন্তু ডেমোক্রেটদের কেন্ডিডেট মহা দুর্বল। তারপরও, ভোটের দিন আফ্রিকান আমেরিকানরা সবাই ভোট কেন্দ্রে এলে, ট্রাম্প ঠুশ হয়ে যাবে।

১১| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:০৫

গুরুভাঈ বলেছেন: প্রাত্যাবর্তন দিবস জন্য লিখলেন। জিয়া ছিলো সেই সময়ে ডাকসাইটে সামরিক সাশক, কি ভয়ে, কি আন্দোলনের কারনে শেখ হাসিনাকে দেশে আসতে দিয়েছিলেন?

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



দেশে তখন আন্দোলন করার মতো শক্তি ছিলো না, আওয়ামী লীগ ৩ ভাগে বিভক্ত ছিলো; আমার ধারণা, ইন্দিরা গান্ধী ও জেমারেল জিয়ার মাঝে এই নিয়ে বুঝাপড়া হয়েছিলো, ইন্দিরা গান্ধী জেনারেল জিয়াকে বাধ্য করেছিলো যে, শেখ হাসিনার দেশে ফেরার ও রাজনীতি করার অধিকার আছে; ইহাতে বাধা দিলে ভয়ংকর কিছু ঘটবে।

১২| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫

গুরুভাঈ বলেছেন: সেই টাই, তখনকার রাজনীতিতে এবং বাংলাদেশের বাস্তবতায় হাসিনা কিছু না, দেশ এবং দল তাকে চেনেনা। প্রজন্মের কাছে তখন তার পরিচয় শেখের বেটি। সেই অচেনা, রাজনীতিতে প্রভাবহীনা শেখ হাসিনা'কে কেনো জিয়াউর রহমান দেশে আসতে দিলো তা গবেষনার দাবি রাখে।

১৮ ই মে, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


গবেষণা বিরাট ব্যাপার; বাংলাদেশে কোন রাজনৈতিক বিশ্লষক দেখেছেন?

১৩| ১৯ শে মে, ২০২০ রাত ১২:০৫

আলো-আঁধারি বলেছেন: চর্যাপদ থেকে কিছু অনুবাদ প্রকাশ করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে, আমি ব্লগে নতুন, আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রন রইল।

১৪| ১৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫৫

বঙ্গদুলাল বলেছেন: স্যার, কেমন আছেন? ইতিহাস থেকে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। বহু সময় ধরে আপনার লেখায় কমেন্ট করা হয়না।তবে আমি নিয়মিত আপনার লেখায় চোখ বুলাই।আপনার লেখা,কমেন্টে হিউমার আছে,আনন্দের খোরাক জন্মায়,দারুন উপভোগ্য একই বাস্তবসম্মত।আপনার জীবনের অভিজ্ঞতা বেশি বেশি শেয়ার করুন।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ। আমি চেষ্টা করছি

১৫| ১৯ শে মে, ২০২০ রাত ৯:২০

আল ইফরান বলেছেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইদিন কর্ণেল জানজুয়াকে হত্যা করে চিটাগাং ক্যান্টনমেন্ট থেকে রিভোল্ট করে বের হয়ে এসেছেন সেইদিন থেকেই ওনার কঠিন দিন শুরু হয়ে গিয়েছিলো। উনি চাইলেই রাজাকার আর্মি অফিসার আমজাদের (প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা) মত জীবন বেছে নিতে পারতেন, সেইটা না করে সংগ্রামের পথেই হেটেছেন।
শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন পরিবারতান্ত্রিক নোংরা রাজনীতির সূচনা করে।
আপনার বরং উচিত জিয়াউর রহমানকে ধন্যবাদ দেয়া যে উনি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে মসৃণ করতে সহায়তা করেছেন।

১৯ শে মে, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


পাকীরা বেংগল রেজিমেন্টকে আক্রমণ না করলে, বেংগল রেজিমেন্টের ১ জন অফিসারও মুক্তিযু্দ্ধ করার সম্ভাবনা ছিলো না; কিছু সৈনিক হয়তো যু্দ্ধ করতেন; বেংগল রেজিমেন্টের ১৫০০ শতের বেশী অফিসার ছিলো পুর্ব পাকিস্তানে, এদের থেকে ১১/১২ শত পালিয়ে গিয়েছিলো, যুদ্ধ করেছিলেন ১০০ জনের কাছাকাছি।

মুক্তিযুদ্ধে জেনারেল জিয়ার অবদান ছিলো বিশাল; বাংলাদেশে উনার সামরিক ক্যু ছিলো আইয়ুব ও ইয়াহিয়া থেকেও অধম কাজ। জিয়া কেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়েছিলেন, সেটা ইন্দিরা ও জিয়ার মাঝে সিকরেট ছিলো ও আজো রয়ে গেছে।

১৯ শে মে, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


১ নং সেক্টরে কলিকাতার ১ ভারতীয় ক্যাপ্টেন মাইন নিয়ে কাজ করতেন, উনার আসল নাম ছিলো ক্যাপ্টেন ঘোষ, মুক্তি বাহিনীতে উনার নাম ছিলো ক্যাপ্টেন আলী। জিয়া ক্ষমতা দখল করার পর, ঐ ক্যাপটেন (পরে অন্য পদে ছিলেন) জিয়া ও ইন্দিরা গান্ধীর মাঝে যোগাযোগ রক্ষা করতেন।

১৬| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৩৫

আল ইফরান বলেছেন: জিয়াউর রহমানকে নিয়ে একাডেমিক রিসার্চের অভাব।
ফ্যান্টমস অব চিটাগং (এস এস উবানের) পড়া শেষ করেছি।
অনেক প্রশ্ন মাথার ভিতরে কিলবিল করতেছে, ব্লগে লিখলেই ৫৭ ধারা।
আরেক ঝামেলা।

২৭ শে মে, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


উনি এত দুষ্ট ও নীচু ভুমিকা পালন করেছিলো যে, উনাকে নিয়ে লেখার কিছু আছে বলে আমার মনে হয়নি। আমি উনাকে নিয়ে লিখি কারণ, কিছু বেকুব বাংগালী মনে করেন যে, উনি বাংগালী জাতির কেহ একজন হয়ে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.