![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** হোয়াইট হাউজের ২০০ গজের মধ্যে পুলিশ ও প্রতিবাদকারীদের মাঝে ধাক্কাধাক্কি চলছে , মানুষ হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করছে, অনেকেই আহত হয়েছে; এখনো গ্রেফতার করা হচ্ছে না। মিনিয়াপোলিসে পুলিশ অনেকটা যুদ্ধে যাওয়ার মতো এগুচ্ছে, যতসব লিলিপুটিয়ান ***
*** রাত ১টা বাজছে, আমেরিকা ঘুমাতে যায়নি। মিনিয়াপোলিসে আরেকটা বিল্ডিং'এ আগুন লেগেছে ****
আজকে ৩য় রাত আমেরিকার বড় ১৫/২০টি শহরে পুলিশের বিপক্ষে সহিংস প্রতিবাদ চলছে; ঠিক এই মহুর্তে মিনোেটা রাজ্যের মিলিয়াপোলিস শহরে কারফিউর মাঝে একটি বিল্ডিং ও ১০/১২ টা গাড়ী পুড়ছে। সেখানে সন্ধ্যা ৮টা থেকে কারফিউ চলছে, কিন্তু মানুষ রাস্তা ছাড়েনি।
ঘটনার শুরু হয় গত সোমবারে, জর্জ ফ্লয়েড নামে একজন আফ্রিকান আমেরিকান একটি ২০ ডলারের জালনোট দিয়ে দোকানে কিছু কিনেছিলো। পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ গাড়ীর পাশে নিয়ে যায়; তার হাতে হাতকড়া ছিলো; কিন্তু একজন পুলিশ ওকে মাটিতে ফেলে, তার পিঠে ও ঘাঁড়ে হাঁটু দিয়ে চেপে ধরে রেখে ছিলো প্রায় ৯ মিনিট। প্রথম ২ মিনিট ফ্লয়েড বলছিলো, "আমি শ্বাস নিতে পারছি না"; এই পুলিশের সাথে আরো ৩ জন পুলিশ দাঁড়িয়ে ছিলো কেহ কিছু করেনি; ফ্লয়েডের মৃত্যু হয়।
পুরো ঘটনা ভিডিত করে ১৭ বছরের একটি মেয়ে। এই ধরণের হত্যাকান্ডের বিপক্ষে এই ধরণের সহিংষ প্রতিবাদের দরকার ছিলো।
পুলিশ ৪ জনের চাকুরী চলে গেছে; যেই পুলিশ ফ্লয়েডের পিঠে ও ঘাঁড়ে পা দিয়ে চেপে ধরে রেখেছিলো তার নাম ডেরেক চউভিন, তাকে গ্রেফতার করা হয়েছে ও মানুষ হত্যার জন্য দায়ী করে রিপোর্ট দেয়া হয়েছে। বাকী ৩ জনের বিরুদ্ধেও মামলা করা হবে।
আটলান্টাতে প্রতিবাদকারীরা কয়েকজন পুলিশকে তাড়িয়ে সিএনএন বিল্ডিং'এ নিয়ে যায়; মানুষ সিএনএন বিল্ডিং এর লবি ভেংগে ফেলেছে।
মিনিয়াপোলিস শহরে ২০০টির বেশী দোকান ভেংগে লুট করা করা হয়েছে ও কয়েকটি পোড়ায়ে দেয়া হয়েছে। আজ রাতে মিনোসেটার ২ শহরে কারফিউ দেয়া হলেও মানুষ কারফিউ ভংগ করেছে। কালিফোরনিয়ার কয়েক শহরে প্রতিবাদ ভয়ংকর আকার ধারণ করেছে।
মনে হচ্ছে, করোনা নিয়ে মানুষ সরকারের উপর হতাশ ছিলো, রাগান্বিত ছিলো; এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ ক্ষোভে ভেংগে পড়েছে। এই মহুর্তে ওয়াশিংটনেও মানুষ পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে।
৩০ শে মে, ২০২০ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
এটার আউটকাম কিছু নেই, করোনাতে সরকারের অসফলতা, ট্রাম্পের উল্টাপাল্টা বক্তব্য মানুষকে ক্ষুব্ধ করেছে, সেটার বহির্প্রকাশ।
২| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:১৫
আমি সাজিদ বলেছেন: করোনা পরের সময়ে ইউরোপ আমেরিকা এমনকি নরডিক দেশগুলোতে কি ইমিগ্রান্ট ও গায়ের রঙ্গের উপর ভিত্তি করে ঝামেলাগুলো বাড়বে? ভিডিওটা দেখলাম। এতোক্ষন সফোকেশন করে রাখলো নি বেন্ট করে, এইটা সুস্থ কোন আইন রক্ষাকারী করতে পারে না৷ কেমন যেন লাগলো!
৩০ শে মে, ২০২০ সকাল ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
যারা স্কুল কলেজে ভালো করছে না, তাদের অনেকই পুলিশে ঢুকে যাচ্ছে; এসব ইডিয়টরা এই ধরণের সমস্যার জন্ম দিচ্ছে।
করোনার পরে, ইউরোপের লোকজন বাইরের কাউকে সহজে নেবে না।
৩| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেকার সমস্যার কারনে সারা বিশ্বেই বিশৃঙ্খলা দেখাদিবে।যেকোন কারনে মানুষ লুট তরাজ করবে।হত্যা ছিনতাই অনেক বেড়ে যাবে।উন্নত দেশেরই এই হাল গরিব দেশের কি অবস্থা হবে।
৩০ শে মে, ২০২০ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
সঠিক।
আমেরিকার কাছে সম্পদ আছে, তারা ১/২ বছর সামলাতে পারবে।
এখন যা ঘটছে, তা ক্ষোভের কারণে। ইহার দরকার ছিলো
৪| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:২৩
রাশিয়া বলেছেন: কি একটা অসুস্থ সময়ে আমরা বাস করছি? আফ্রো - আমেরিকানের উপর নির্যাতন হয়েছে বলে কি কেবল তাদেরকেই প্রতিবাদ করতে হবে? সাদাদের কোন দায় নেই? আমি তো মনে করি সাদাদেরই আরো অগ্রবর্তী হয়ে আন্দোলনে নামা উচিত এই সময়ে এসেও রেসিজম টিকিয়ে রাখার প্রতিবাদে।
৩০ শে মে, ২০২০ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
সাদারা সাথে আছে। কালিফোর্নিয়ায় শুধু সাদারা নেমেছে; অনেক শহরে যেখানে আফ্রিকান আমেরিকান নেই, সেখানে সাদারা একা নেমেছে রাস্তায়।
৫| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:৩৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মানুষের অনেক বিষয় নিয়েই ক্ষোভ ছিল - সামাজিক বৈষম্য, করোনা সামলাতে সরকারের ব্যর্থতা, শীর্ষ পদে পাগলা দাশু ট্রাম্পের মতো একটি দায়িত্বজ্ঞানহীনের নিয়মিত আবোল তাবোল প্রলাপ, কিছু কিছু সাদা পুলিশ অফিসারের চরম রেসিস্ট আচরণ। এই সব পুঞ্জীভূত ক্ষোভ এখন অনেকটা স্ফুলিঙ্গের মতোই বিস্ফোরণের সৃষ্টি করেছে গোটা আমেরিকা জুড়ে। আমেরিকার বিকেন্দ্রীকরণ রাজ্যপ্রশাসনগুলো অনেক প্রাজ্ঞ - এরা আমাদের দেশের মতো প্রতিক্রিয়া দেখতে গিয়ে পুলিশকে লেলিয়ে গুলি বা হত্যা করার পর্যায়ে অবস্থাকে নিতে দিবে না বলেই মনে হচ্ছে। রাজপথে থাকা জনগণের ক্রোধ কমে আসলে তখন তারা তাদের প্ল্যান মতোই পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করা শুরু করবে। বিতর্কিত পুলিশ অফিসারদের বিচার শুরু করার পাশাপাশি চিহ্নিত দাঙ্গাবাজদের গ্রেপ্তার শুরু হবে।
৩০ শে মে, ২০২০ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, মানুষের মনে ক্ষোভ জমা হয়েছিলো।
৬| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন লড়াই করে তখন আমার খুব ভালো লাগে।
বাঙ্গালীরাও লড়াই করে। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। রাস্তায় নেমে কিছু বলবে সে সাহস তাদের নেই।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
যাঁরা শক্ত বাংগালী ছিলেন, তাঁরা ১৯৫২, ১৯৬৯, ১৯৭০,১৯৭১ সালে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ও যু্দ্ধ করে গেছেন।
৭| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই খারাপ ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
মানুষ ক্ষোভে ফেটে পড়েছে।
৮| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭
ঢাবিয়ান বলেছেন: কয়েক মিলিয়ন মানুষের চাকুরি নাই, হতাশা , তার ওপড় করোনাতঙ্ক ! হেইট ক্রাইম, সহিংষতা ইত্যাদি আরো বাড়বে বলে মনে হচ্ছে।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
করোনা এদেরকে ভীত না করায়, আমেরিকানদের বেশী প্রাণহানী ঘটেছে। এই প্রতিবাদের দরকার ছিলো।
৯| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৫১
সাহাদাত উদরাজী বলেছেন: গত কয়েক দিন ধরে দেখছি, জর্জ ফ্লয়েডের ভিডিওটা দেখেছি। কল্পনাও করা যায় না, মেনিয়াপলিশ শহর তো বলা চলে পুড়িয়েই দেয়া হয়েছে!
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
মানউষ যা করেছে সঠিক হয়েছে, পুলিশ বুঝুক; ট্রাম্প বুঝুক
১০| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:০৯
রোকসানা লেইস বলেছেন: কালোদের উপর নির্যাতন সব সময় চলছে। কিছুদিন আগে একজন কালো লোক ভ্যানে কিছু জিনিস তুলছিল। তাকেও পুলিশ এরেস্ট করতে গেল। অবৈধ মাল নিয়ে যাচ্ছে বলে। অথচ লোকটা ডাক্তার এবং হোমলেসদের জন্য মাস্ক হ্যান্ড সেনেটাইজার ইত্যাদি নিয়ে যাচ্ছিল।
আইডি দেখাতে বললে আইডি সাথে নাই বলার সাথে সাথে ঝামেলা শুরু করে পুলিশ।
বাড়ির সামনে কে আইডি নিয়ে ঘুরে।
ওর বউ বাচ্চা বাসা থেকে বেরিয়ে এলে আইডি দেখে পুলিশ চলে যায়।
বর্ণবাদী এই মনোভাব পরিবর্তন হওয়ার জন্য এই আন্দোলনটা কার্যকরি হোক।
তবে দোকানপাট লুট। বাড়ি ঘরে আগুন দেয়াটা কেমন হচ্ছে্ আরো নিরিহ মানুষের সমস্যা করা।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
পুলিশ ষ্টেশন, দোকান, অফিস যা সামনে পড়েছে তা ক্ষোভের আগুনে জ্বলেছে, ভালো হয়েছে; এরা আমেরিকান, এরা বিচার না হওয়া অবধি না থামা উচিত।
১১| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:২৬
খায়রুল আহসান বলেছেন: আমেরিকার মত দেশে এরকম তীব্র, অগ্নিস্ফূলিঙ্গ প্রতিবাদ এর আগে শেষ কবে হয়েছিল কে জানে! তবে পুলিশটিকে একজন ঠান্ডা মস্তিষ্কের হত্যাকারী বলেই মনে হলো। ট্রাম্প বাবাজীর পুনঃনিওবাচিত হবার স্বপ্নটা বুঝি ভেস্তে গেল!
১৭ বছরের যে মেয়েটি এ ভিডিও চিত্রটি ধারণ করেছে, আশাকরি সে নিরাপদে থাকবে।
আপনি তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন। আশাকরি প্রতিমন্তব্যগুলোতে আরো কিছু নিজস্ব মন্তব্য/পর্যবেক্ষণ বা ডিডাকশন দিবেন।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা মেয়ের ব্যাপারে খেয়াল রাখছে, এটা নিয়ে কথা হয়েছে, মিনোসেটার গভর্ণর মেয়েকে ধন্যবাদ দিয়েছেন। পুলিশের মাঝে কিছু অজগর আছে।
১২| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:০৪
বিজয় নিশান ৯০ বলেছেন: আপনি কি প্রতিবাদে সামিল হয়েছেন
৩০ শে মে, ২০২০ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
না, আমি সামিল হইনি, আমি সামিল হবো।
১৩| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:১৮
মীর আবুল আল হাসিব বলেছেন: আচ্ছা আপনি একটা বিষয় আমাকে ক্লিয়ার করেনঃ-
আমেরিকার মানুষ তো অনেক বুদ্ধিমান। তো, তারা ট্রাম্প এর মতো একটা ছাগলকে কেন নির্বাচিত করলো?
৩০ শে মে, ২০২০ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার মানুষজন রাজনীতিবিদদের ধারাবাহিক মিথ্যা ও দলীয় অন্ধত্বের প্রতিবাদ করতে গিয়ে অরাজনৈতিক ট্রাম্পকে ভোট দিয়েছিলো।
১৪| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:৩৮
জুন বলেছেন: আমেরিকা নিজেদের উন্নত বলে যত যাই বলুক দিন শেষে তারা বহু যুগ পেছনেই পরে আছে। এই ২০২০ পর্যন্ত প্রায় ২৫০ বছরে একজন নারী প্রেসিডেন্ট তারা নির্বাচিত করে নাই। এক হিলারী ক্লিনটন, ন্যান্সি পোলেসী মেডেলিন অলব্রাইট ছাড়া আর কোন নারী রাজনৈতিক বা এডমিনিস্ট্রেশন এর উচু পদে উঠেছিলেন কি না মনে পরে না। নারীরা ভোটাধিকারও পেয়েছিল কত পরে।
এছাড়া আমেরিকায় বড় ধরনের কোন আন্দোলনই শেষ পর্যন্ত বিশাল কোন পরিবর্তনের মুখ দেখেছে বলে আমার অন্তত মনে পরে না এই যাবত। সবই রাজনীতির ঘোরপ্যাচে হারিয়ে গেছে একসময়। এটা আমার এনালাইসিস চাদগাজী।
৩০ শে মে, ২০২০ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
নারী রাজনীতিবিদদের বেলায় আমেরিকা পেছনে আছে, সঠিক। কিন্তু হিলারী মিথ্যা কথা বলায় নিজেই ফেঁসে গিয়েছিলো; ন্যান্সি পোলেসী প্রেসিডেন্টের কাছাকাছি পোষ্টে আছে; মেডেলিন অলব্রাইট ছিলেন অসৎ
১৫| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ ,খুনাখুনি সব কিছু দূর হয়ে যাওয়া উচিত ।
বর্ণবাদ দূর হয়ে যাওয়া উচিত ।
মানুষে মানুষে সুন্দর সম্পর্ক থাকা দরকার ।
পৃথিবীটা আমাদের সবার।
৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো মানব সভ্যতার বিবিধ ধাপ
১৬| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
জুন বলেছেন: হিলারির সমর্থন করছি না কিন্ত সত অসতের কথাই যদি বলেন এক্ষেত্রে ট্রাম্পকে নির্বাচিত করার ব্যাপারে কি বলবেন? আর আমার বক্তব্য হলো এই যুগে আমেরিকায় যত বড় জ্বালাও পোড়াও আন্দোলনই হোক শেষ পর্যন্ত ফলাফল শুন্যই থাকে। আমার পর্যালোচনা।
৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
এসব জ্বালাও পোড়াও'এর কারণে, দাস প্রথা বন্ধ হয়েছে, আফ্রিকান আমেরিকান ও নারীরা ভোট দিচ্ছে! এগুলোর দরকার আছে।
আমেরিকান রানীতিবিদরা "যুদ্ধ নিয়ে মিথ্যাচার করে আসছে", মানুষ তাদের শাস্তি দেয়ার জন্য ট্রাম্পকে ভোট দিয়েছিলো, ইহাও কাজ করেনি।
১৭| ৩০ শে মে, ২০২০ রাত ১০:০১
কল্পদ্রুম বলেছেন: বিক্ষুব্ধ আমেরিকান বাঙ্গালিতে তফাৎ নেই দেখি।জ্বালাও পোড়াও ভাঙচুরের ভিতরে অনেকে লুট করার সুযোগ নিচ্ছে।বিক্ষুদ্ধ জনতা একটা সময় কি নিয়ে আন্দোলন শুরু করছিলো সেটা ভুলে যায়।দোষীরা যখন গ্রেফতার হয়েছে।এখন বিক্ষোভকারীদের থামানো উচিত।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকান আমেরিকানদের অনেকের পড়ালেখা নেই, চাকুরী করে না, এটা লুট করার ফলে প্রতিবাদের মুল উদ্দেশ্য হারিয়ে যায়।
১৮| ৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৭
শের শায়রী বলেছেন: মুরুব্বী আমি চাচ্ছি ট্রাম্প আর একবার ক্ষমতায় আসুক এবং খুব সম্ভবতঃ আসবেও
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
এপ্রিল মাস অবধি ট্রাম্পের আসার সম্ভাবনা ছিলো ৭০/৮০ ভাগ; আজকে ৫৫ ভাগ। এই সপ্তাহে সে অনেক অন্যায় করেছে, যারা ভুক্তভোগী, তারা ভোটের দিন বের হলে ট্রাম্প থাকবে না; সমস্যা হলো, কালো আমেরিকা সাদা কেন্ডিডেটকে (বাইডেনকে ) ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে আসার সম্ভাবা কম।
১৯| ৩১ শে মে, ২০২০ রাত ১:৪১
রাকু হাসান বলেছেন:
আব্রাহাম লিংকন ,মার্টিন লুথার কিং যাদের নিয়ে আন্দোলন করেছিলেন সে দলে সাদা অনেক ছিল । তারাই আজ কালোদের সাদে নেমেছে। কিছু সাদা লিংকন,লুথার কে ধারণ করেন । েএরাই বোধহয় প্রকৃত আমিরিকান ,সংস্কার আন্দোলনের পর থেকে। কিন্তু আমিরিকায় বর্ণবাদ জিনিসটা প্রকট হয়েছে ট্রাপ্ম আসার পর থেকে । ওবামার আমলে বলতে গেলে নিয়ন্ত্রণেই ছিল এসব । যারা বর্ণবাদ পোষণ করেন তারা ট্রাম্পকে চান। দ্বিতীয় বার ট্রাম্পকে নির্বাচিত করে আমিরিকানরা মনে হয়েছে ভুল করছে । প্রথমটাও ভুল ছিল বলে মনে করি । তবে ট্রাম্প তার ঢেলা একজন দেশপ্রেমিক বলতে হবে। বর্তমান আন্দোলনে শক্তি প্রয়োগ করলে ভুল করবে ..এটা এশিয়া বা মধ্যপ্রাচ্য নয় । সেটা ট্রাম্প প্রশাসন সহ অন্য সাবেক সরকারও ভালো করে বুঝার কথা।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প এখনি ২য় বার নির্বাচিত হয়নি, ভোট নভেম্বরে।
২০| ৩১ শে মে, ২০২০ রাত ২:৩৪
কালো যাদুকর বলেছেন: আজকে ডেমোতে যেতে পারি। আমাদের মেইন হাইওয়ে বন্ধ। পরিস্থিতি মোটেই ভাল না।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন এলাকায়? গেলে করোনার কথা মনে রাখবেন।
২১| ৩১ শে মে, ২০২০ রাত ২:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো হইছে। সাদাদের দেশে কালোরা কি করে? গেছিলো তো দাস হোয় এখন অধিকার চায়, সেম সেম। সব কয়টারে পিডাইয়া আমেরিকার কালোদের দেশ হাইতিতে পাঠিয়ে দেয়া দরকার
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের সরবাংগীন উন্নতির পেছনে সাদাদের কর্ম ও অবদান বেশী; কালোদের সুযোগ আছে, তারা সুযোগ নিতে জানে না।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২০ সকাল ১০:০৫
আমি সাজিদ বলেছেন: বিগত ২০ বছরের মধ্যে এইটাই কি মেরিকায় সবচেয়ে বড় কৃষনাঙ্গ আন্দোলন? আউটকাম কি হতে পারে? শুভ সকাল।