নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে রোববার, ষষ্ঠদিন সব শহরে বিক্ষোভ শুরু হয়েছে

০১ লা জুন, ২০২০ রাত ৩:১৬



এই মহুর্তে আমেরিকার সকল বড় শহরে বিক্ষোভ শুরু হয়েছে: মায়ামি, ফিলাডেলফিয়া, অষ্টিন, নেসভিল, ওয়াশিংটনে বিক্ষোভ চলছে। ফিলাডেলফিয়া শহরে পুলিশের গাড়ীতে আগুন জ্বলছে। ট্রাম্পের পক্ষে একটি টেলিভিশন ষ্টেশন, ফক্স-৫ চ্যানেল বিক্ষোভের বিপক্ষে ম্যাঁওপ্যাঁও করে চলছে। সেখানে কয়েকজন কালো নেতাকে ভাড়া করে নিয়ে এসেছে; সমস্যা হলো, এসব নেতাদের কথা কেহই শুনছে না। ট্রাম্প কিছু বলছে না, সে ভয় পাচ্ছে যে, সে বলার পর, মানুষ যদি না থামে তার ২ পয়সাও মুল্য থাকবে না, ইহা ভোটের জন্য ভয়ংকর রেকর্ড হতে পারে।

ট্রাম্পের এটর্নী জেনারেল ও কয়েকজন ন্যাশনাল সিকিরিটির লোকজন ভয় টয় দেখায়েছে, কিছুই হয়নি। আজকে সিনেটর পিনেটররা আইন মাইনের কথা বলছে; কিন্তু মনে হচ্ছে, নিজেরাই ভয় পেয়ে গেছে।

পুলিশ ৩০০০'এর মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে, ইহা কি ভুল হয়েছে কিনা দেখা যাবে; গ্রেফতারকৃতদের মুক্তি চেয়ে বিক্ষোভ আরো দীর্ঘায়িত হয়ে যেতে পারে।

আজকে এই মহুর্তে শুধু লসএন্জেলস ও ফিলাডেলফিয়ায় সহিংসতা দেখা দিয়েছে; ফিলাডেলফিয়ার আফ্রিকান আমেরিকানরা ভয়ংকরভাবে দরিদ্র, এখানে সমস্যা হবে। আজ রাতে অনেক শহরে কারফিউ থাকবে; কিন্তু গতকাল কোন শহরে কারফিউ মানা হয়নি।

গাড়ী রেখে কালিফোর্নিয়ার ওকল্যান্ডে হাইওয়ে উঠার রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষভকারীরা, এতে নাগরিকদের কয়েক'শ গাড়ী আটকা পড়ে গেছে; ইহা অবশ্যই বেকুবী, মানুষ বিক্ষোভকারীদের বিপক্ষে চলে যাবে।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ ভোর ৪:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এর শেষ কোথায় ইউরোপ আবার ইনডারেক্টলি সমর্থন করেছে আন্দোলন কারিদের।অন্য দেশে ছড়িয়ে পরলেতো বিরাট আঁকার ধারন করবে।যত দ্রুত এর একটা সমাধান হবে সেটা হবে সকলের জন্য মঙ্গল।সাবধানে থাকবেন

০১ লা জুন, ২০২০ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আজকের পর থেকে প্রাকৃতিকভাবে ক্ষোভ কমে আসবে। পুলিশ যদি গ্রেফতার করে, ইহা আরো গড়াবে।

২| ০১ লা জুন, ২০২০ ভোর ৪:২৫

কানিজ রিনা বলেছেন: কতটা ক্ষোভ থাকলে মানুষ এভাবে ফেটে
পরে,কারফিউ করোনার মত ভয়ংকর কিছুই
মানছেনা।
ট্রাম্পের ব্যাক্তিত্ব থাকলে পদত্যাগ করত।
আমাদের দেশের রাজনীতির কাছে পৌছে
গেছে। বিক্ষোভকারীরা শিক্ষিত নাকি অশিক্ষিত?

০১ লা জুন, ২০২০ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের সমস্যা আমেরিকায় অনেকদিন থেকে, ক্রমে কমে আসছে। মানউষ ট্রাম্পের পদত্যাগ চাচ্ছে না এখনো।

৩| ০১ লা জুন, ২০২০ ভোর ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



আমিরিকার এই উত্তাল বিক্ষোভটির প্রভাব হংকং ইস্যুর উপর কিরূপ প্রভাব ফেলবে সে সম্পর্কে আপনার পুর্বে পোষ্টে মন্তব্যে ঘরে
আমার বলা কথাগুলির কিছুটা নমুনা নীচের এই লিংকটিতে গিয়ে দেখতে পারেন ।
US double standards on domestic riots and Hong Kong turmoil mocked on Chinese internet
https://www.globaltimes.cn/content/1190110.shtml
তবে এই উত্তাল বিক্ষোভটি প্রসঙ্গে Global Times তার সম্পাদকীয়তে লিখেছে Beautiful sight’ extends from HK to US, এটিউ প্রনিধান যোগ্য । তবে Global Times (Click This Link) তার সম্পাদকীয়ের শেষে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভটি ফলপ্রসু কোন লক্ষ্যে পরিচালিত হবেনা না, তবে মৌখিক আক্রমণ এবং বাক-পাসিংয়ের অনুশীলনগুলিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যাই ঘটুক না কেন, আমেরিকা অবশ্য সর্বদা বিশ্বাস করবে যে তার রাজনৈতিক ব্যবস্থাটি সেরা।তার মানে আমিরিকার বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার কারণেই বিক্ষোভটি স্বল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে আসবে।

০১ লা জুন, ২০২০ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, এই ধরণের ক্ষোভ বিক্ষোভ আসে। ট্রাম্প সাধারণ মানুষ নিয়ে বেশী মাথা ঘামাচ্ছে না; আসলে, পুলিশও সাধারণ মানুষের মাঝে পড়ে। আমেরিকার ধনীদের নীতি হলো, সাধারণ মানউষকে বিক্ষোভ করতে দাও, ওদের ক্ষোভ এক সময় কমে আসবে।

হংকং'এর কপাল ভেংগেছে, ওরা চীনের অন্য মানুষদের মতো হয়্বে যাবে ক্রমে; তবে, তারা অন্য চীনাদের চেয়ে বুদ্ধিমান ও মানবিক হওয়ায়, ওদের ট্রেডিশন হয়তো আরো কিছু বছর বেঁচে থাকবে।

৪| ০১ লা জুন, ২০২০ ভোর ৪:২৭

কল্পদ্রুম বলেছেন: জেমি ফক্স (চিনবেন না সম্ভবত।হলিউডের সেলিব্রিটি।ব্লাক) সে মিডিয়ার সামনে লোকজন নিয়ে বিক্ষোভের পক্ষে সমর্থন দিয়েছে।হলিউডের ব্লাক কমিউনিটির সমর্থন বিক্ষোভকারীদের মোরাল বুস্টার হিসেবে কাজ করবে।

০১ লা জুন, ২০২০ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ সাদা শিল্পী, লেখক, প্রফেশানেল, শিক্ষকেরা এসব অন্যায়ের বিপক্ষে সাপোর্ট দেয়; সমস্যা হচ্ছে ধনীরা, ব্যবসায়ীরা, রাজনীতিবিদ ও কিছু নিম্নমধ্যবিত্ত সাদা।

৫| ০১ লা জুন, ২০২০ সকাল ৮:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
লসএঞ্জেলস, সান্টা মনিকা ও ডালাসে সান্ধ্যআইন জারি করা হয়েছে। অনেককে হাত বেঁধে রাস্তার পাসে বসিয়ে রাখা হয়েছে
বিক্ষোভ কারিরা বেশীরভাগই সাদা, স্প্যানিশ স্পিকিং সাদাও আছে। কালো ২০%

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমি একটুখানি খারাপ অনুভব করছিলাম, ঘুমায়েছিাম; এখন দেখছি, ম্যানহাটন মোটামুটি লুট হয়ে গেছে

৬| ০১ লা জুন, ২০২০ সকাল ৯:১১

ডার্ক ম্যান বলেছেন: এই ঘটনায় চীন রাশিয়া ইরানের হাত থাকতে পারে

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা চীন, ইরান তো দুরের কথা, খোদার কথাও শুনে না।

৭| ০১ লা জুন, ২০২০ সকাল ৯:২০

খাঁজা বাবা বলেছেন: আন্দোলনে কি ডেমোক্রেটদের অংশগ্রহন বা ইন্ধন আছে?
আন্দোলনে কি শুধু কালোরাই আছে?

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


ডেমোক্রেটদের হাত ও কিছু চরমপন্হীও আছে

৮| ০১ লা জুন, ২০২০ সকাল ১০:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ডার্কম্যান:
আপনি একদম ট্রাম্পের সুরেই কথা বললেন - সে ও তার অনুসারী গভর্নররা এই ঘটনার পিছনে রাশিয়া, চীন, বামপন্থী ও ধর্মীয় (কোন ধর্মকে ইঙ্গিত করেছে বুজছেন নিশ্চয়ই) সন্ত্রাসী চক্রের হাত আছে বলে বেড়াচ্ছে।

আসলে আমেরিকার মানুষের অনেক বিষয় নিয়েই ক্ষোভ ছিল - সামাজিক বৈষম্য, করোনা সামলাতে সরকারের ব্যর্থতা, শীর্ষ পদে পাগলা দাশু ট্রাম্পের মতো একটি দায়িত্বজ্ঞানহীনের নিয়মিত আবোল তাবোল প্রলাপ, কিছু কিছু সাদা পুলিশ অফিসারের চরম রেসিস্ট আচরণ। এই সব পুঞ্জীভূত ক্ষোভ এখন অনেকটা স্ফুলিঙ্গের মতোই বিস্ফোরণের সৃষ্টি করেছে গোটা আমেরিকা জুড়ে।

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



সঠিক

৯| ০১ লা জুন, ২০২০ সকাল ১০:১৮

গুরুভাঈ বলেছেন: এই আন্দোলনে জামায়াত শিবির ঢুকে গেছে, বিএনপির ইন্ধন আছে। এমন জ্বালাও পোড়ও কাম্য নয়

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:



লন্ডন ও নিউইয়র্ক থেকে জামাত শিবির বাংলাদেশের জংগীদের টাকা পাঠিয়ে আসছে আজীবন

১০| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন: এ দেশের রাজনীতি অস্থিরতার মত আমেরিকানদের হাতে হয়তো পেট্রোলববোমা থাকার দরকার ছিল।

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:



গতকাল মোলোটোভ ককটেল বোমা ব্যবহৃত হয়েছে

১১| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৩৭

হাসান রাজু বলেছেন: বিক্ষোভ শুরু মাত্র (ষষ্ট।দিন) । আপনার ৩১শে মে ' র পোস্ট পড়ে যে কেউ মনে করবে এতক্ষণে আমেরিকা বুঝি রাবনের লঙ্কার মত জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে।

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা নিশ্চয় লেবানন, বা সিরিয়া নয়, এখানে রাস্তায় টায়ার পোড়ালে উহাকে লংকার মতো ধরতে হবে।

১২| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: . . . . . . . এতে নাগরিকদের কয়েক'শ গাড়ী আটকা পড়ে গেছে; ইহা অবশ্যই বেকুবী, মানুষ বিক্ষোভকারীদের বিপক্ষে চলে যাবে।

হা হা হা . . . . । হাসাইলেন । রাস্তায় বিক্ষোভ চলছে সেই বিক্ষোভে গাড়ি আটকা পরবেনা তো কি আটকা পরবে ? কৈ মাছ !

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:



এটা হলো জাতিগত সাংস্কৃতিক দুরত্ব; এটা ঢাকা নয় যে, শাহবাগ দখল করে বিক্ষোভ চলবে

১৩| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের পাগলামী আর কত দিন চলবে ???

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


কি হচ্ছে বুঝা মুশকিল; ট্রাম্প ও ক্যাপিটেলিষ্টরা মিলে কোন ষড়যন্ত্র করছে কিনা, ওরা ভোট নিয়ে চিন্তিত। এটাকে কেন্দ্র করে কালোদের ভয় লাগিয়ে দিতে পারে।

১৪| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:১৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: ট্রাম্প কি কথা না বলে থাকে?
https://www.bd-pratidin.com/international-news/2020/06/01/534918

০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প বিক্ষোভ না থামিয়ে, উহাতে ঘি ঢালছে

১৫| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: এই করোনার সময়ে আমেরিকার জনগন খুব বেশি বাড়াবাড়ি করছে।

০১ লা জুন, ২০২০ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:



আজকে রাতে ইহা ভয়ানক রূপ নিয়েছে

১৬| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:০৫

আমি সাজিদ বলেছেন: বিক্ষোভ কিভাবে দমাতে হয় এইগুলা আমেরিকার আমাদের কাছ থেকে শেখার দরকার আছে। কিভাবে অধিকারের জন্য বিক্ষোভ তুল্র রাস্তায় দাঁড়াতে হয় এইগুলা আমাদের মানুষের শেখার আছে। কয়েকবছর আগে বাংলাদেশের স্কুল পড়ূয়াদের যে আন্দোলন হয়েছে নিরাপদ সড়কের দাবীতে তা বাংলাদেশের স্বাধীনতা ও স্বৈরাচার পতনের আন্দোলনের পর সবচেয়ে বড় গনমানুষের আন্দোলন বলে মনে হয় আমার।

০১ লা জুন, ২০২০ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:



স্কুলের ছেলেরা আন্দোলন করা ঠিক ছিলো না। যারা স্কুলে থাকতে আন্দোলন করেছে, ওরা ডাকাত নাগরিক হবে।

১৭| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১

আমি সাজিদ বলেছেন: মুরব্বী, একজন সহপাঠীকে বাস পিষে ফেলার পর যদি বসে থাকে তাহলে এমন পিষে ফেলার অভ্যেসটা বাস চালকদের পেয়ে বসবে। আপনি বোধহয় দেশে আসেন না অনেকদিন, তাই দেখেন নি ঢাকা শহরে গণপরিবহন কিভাবে নিরীহ মানুষকে প্রতিদিন পিষে ফেলে। স্কুল বালকদের আগের প্রজন্মের ব্যর্থতার দায়ভার নিয়ে তারা যখন রাস্তায় প্রতিটি গাড়ির জন্য আলাদা চেন করলো, ভি আই পির রং সাইডে চলা গাড়ি ঘুরালো, সেটা দেশের অব্যবস্থাপনায় একটা চড়। আগের ব্যর্থ প্রজন্মগুলোকে চড়। এদের হাতেই দেশ এগিয়ে যাবে। এরা অন্যায়কে অন্যায় বলতে পারে।

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি বেশীরভাগ সময়ে দেশে থাকি; স্কুলের বাচ্চারা যখন রাস্তায় নেমেছিলো, আমি তখন দেশের বাইরে; ওরা যতটুকু করেছে, সেটা অনেকের জন্য শিক্ষা; তবে, সেটা মুল্য দিতে হবে; ভবিষ্যতে এসব ছেলেমেয়েরা জীবনে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করবে না।

১৮| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

আমি সাজিদ বলেছেন: আপনার এই পোস্টের সাপেক্ষে একটু অপ্রাসঙ্গিক। তবুও বলি, কর্মক্ষম হলে কেন ৮ ঘন্টা কাজ করবে না এই বাচ্চারা? একদিক দিয়ে এইটাও ঠিক, ওদের আন্দোলন করার কথা ছিলো না। আপনার মতে ওদের যারা হাতুড়ি দিয়ে মারলো সেইসব চাঁদাবাজ-নেশাখোর ছেলেপেলেরা কি ৮ ঘন্টা কাজ করবে?

০২ রা জুন, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


যারা হাঁতুড়ি মেরেছে, ওরা ক্যাডার, ওদের কাজ মানুষ পিটানো, এটাই তাদের জীবিকা।

বয়সের একটা সময়ে, সঠিক ধরণের দায়িত্ব ক্রমেই মানুষকে দা্যিত্বশীল করে তোলে; বাংলাদেশের পরিবেশে স্কুল জীবনে বয়সের তুলনায় বড় কাজ, সামাজিক আন্দোলনে অংশ নেয়ায়, এরা নিজেদের ম্যানেজার ইত্যাদিকে পাত্তা দেবে না।

১৯| ০১ লা জুন, ২০২০ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাথামোটা বিশ্ব প্রেমিক লুল ট্রাম্প বিক্ষোভকারীদের
ভয়ে বাঙ্কারে ১ ঘণ্টা লুকিয়ে ছিলেন

০২ রা জুন, ২০২০ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


সে নিজের ইচ্ছায় গিয়েছে, নাকি সিক্রেট সার্ভিসের কারণে যেতে হয়েছে, বলা মুশকিল।

২০| ০২ রা জুন, ২০২০ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশের বর্বরোচিত নিপীড়নে শ্বাসরোধ করে হত্যার
প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভে সামিল হচ্ছে
হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দমনে দেশটির প্রায় ২২টি অঙ্গরাজ্যের
৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত
অন্তত ১ হাজার ৬৬৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিওর
কন্যা চিয়ারা ডি ব্লাসিও রয়েছেন।

০২ রা জুন, ২০২০ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:




সঠিক।

২১| ০২ রা জুন, ২০২০ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাসান রাজু ভাই অনেক দিন আপনার কোন খোঁজ নাই।
আবার নিয়মিত হবেন সেই প্রত্যাশায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.