নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আফ্রিকান আমেরিকানদের কারণে সাধারণ আমেরিকানরা পরাজিত হবে।

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:২৬



এবারের বিক্ষোভে আমেরিকান রেসিষ্টরা কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছিলো; এবারের মতো এত মানুষ আমেরিকায় কোনকালে রাস্তায় নামেনি; ট্রাম্পের ও তার সরকারের লোকদের একগুয়েমীর কারণে করোনা আমেরিকাকে লন্ডবন্ড করে দিয়েছে: সাড়ে ৪ কোটী মানুষ চাকুরী হারায়েছে; এমন কি ভিয়েতনামও আমেরিকার চেয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছে; আমেরিকার সাধারণ মানুষ এতে ভয়ংকর বিক্ষুদ্ধ ও শংকিত। আমেরিকানরা দেখছে, চীনের ১ জন মানুষও চাকুরী হারায়নি; সব মিলে মানুষের মনে ভয়ংকর ক্ষোভের সন্চার হয়েছে; মানুষ রাস্তায় নেমেছে; গত ৬ দিনের প্রতিবাদে আমেরিকা কাঁপছিলো।

কিন্তু আফ্রিকান আমেরিকানরা ২ পয়সার জিনিষের জন্য শতশত দোকান ভেংগে লুট করেছে; এদের সাথে কালিফোর্নিয়ায় স্পেনিশরা যোগ দিয়েছে। এর বাহিরে তারা শতশত পুলিশের গাড়ী পোড়ায়ে দিয়েছে। ট্রাম্প এটার জন্য অপেক্ষা করছিলো। রাস্তায়-আসা সাদারাও ইহাতে ভয়ংকরভাবে বিরক্ত হয়েছে। মনে হয়, আফ্রিকান আমেরিকানরা নিজের পায়ে কুড়াল মেরেছে ও সাধারণ মানুষের এই প্র‌তিবাদকে ধুলায় মিশায়ে দিয়েছে।

আফ্রিকান আমেরিকানরা কিছুটা রেসিজমের শিকার; ধাপে ধাপে রেসিজম কমছিলো; কিন্তু ট্রাম্প উহাকে উসকায়ে দিয়েছে, এবং আগামী ভোটে শুধুমাত্র রেসিজমকে কাজে লাগিয়ে সে জয়ী হতে চাচ্ছে। গত মাসের মাঝামাঝি সময়ে, আগামী ভোটে তার বিজয় সম্পর্কে কিছুটা সন্দেহের উদ্রেক করেছে; সে বুঝতে পেরেছে যে, এই বছরের শুরুতে বিজয় যত সহজ মনে হচ্ছিল, এখন তা অত সহজ হবে না; তাই সে শুধুমাত্র রেসিজমের উপর নির্ভর করতে চাচ্ছে।

গত শুক্রবার অবধি প্রতিবাদ ট্রাম্প ও ওর সরকারের কন্ট্রোলের বাহিরে ছিলো; কিন্তু সে ও তার পক্ষের লোকেরা সুযোগের অপেক্ষায় ছিলো; আফ্রিকান আমেরিকানরা ও স্পেনিশরা "লুট" করে ট্রাম্পকে সেই সুযোগটা করে দিয়েছে। গতকাল, ওয়াশিংটনে কারফিউ ছিলো, কিন্তু সাড়ে ৬টার দিকে সে মিলিটারী পুলিশ দিয়ে প্রতিবাদরত মানুষের উপর যুদ্ধক্ষেত্রের মতো আক্রমণ চালিয়ে সরায়ে দিয়েছে। এখানে সে কিছুটা সফলতার মুখ দেখেছে।

এখন সে সব বড় শহরগুলোতে মিলিটারী নামিয়ে দেবে; মিলিটারী নামালে সাদারা ভয় পাবে না; কিন্তু তারা লুটের বিপক্ষে; ফলে, লুটের বিপক্ষে নামানো মিলিটারীর বিপক্ষে তাদের রাস্তায় নামার সম্ভাবনা কম। আফ্রিকান আমেরিকানরা মিলিটারীর সামনে রাস্তায় নামবে না একা। ফলে, প্রতিবাদ গতি হারাবে, এবং থেমে যাবার সম্ভাবনা বেশী। যদি ট্রাম্প মিলিটারী নামায়, এবং এরপরও সাদারা রাস্তায় নামে, তা'হলে ট্রাম্পকে পদত্যাগ করতেই হবে। তবে, মিলিটারী নামলে সাদাদের রাস্তায় নামার সম্ভাবনা খুবই ক্ষীণ।

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৩২

মীর আবুল আল হাসিব বলেছেন: তাহলে মোদি আর ট্রাম্প এর মধ্যে পার্থক্য থাকলো কোথায়?
মোদি হিন্দুদের ঘাড়ে কাঠাল রেখে খেয়েছে আর ট্রাম্প সাদাদের ভরসায় নির্বাচনে জিততে চাচ্ছে।

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


পার্থক্য থাকছে না; আমেরিকানদের ভোগান্তি বাড়বে।
আগামী ভোট তার জয়ী হওয়ার সম্ভাবনা কমে আসতে পারে; আগামী ভোটে জয়ী হলে, সে ৪ বছর টিকবে না।

২| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: যথেষ্ট প্রতিবাদ হয়েছে। প্রতিবাদকারীদের নৈতিক বিজয় হয়েছে। তাই এখন পরিস্থিতি অন্য দিকে যাওয়ার আগে আন্দোলনের সফল সমাপ্তি টানা উচিত। এই আন্দোলন ইতিহাসে লেখা হবে। তাই সহিংসতা বন্ধ করে বিজয়ী বেশে আন্দোলন শেষ করা উচিত।

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক আন্দোলন নয়, সামান্য একটা দাবী আছে: পুলিশ সিষ্টেমে রেসিজম হ্রাস করতে হবে সরকারকে। কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে, আমেরিকান সরকারের বিপক্ষে ক্ষোভ প্রকাশ।

৩| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ইউরোপীয় আমেরিকানদের কারণে প্রকৃত আমেরিকানরা তো আনেক আগেই পরাজিত হয়ে গেছে!

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


প্রকৃত আমেরিকান বলতে সবাইকে বুঝায়; আপনি আদি আমেরিকানদের কথা বলতে চেয়েছেন; হ্যাঁ, ওরা সবকিছু হারায়েছে

৪| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকান পুলিশটি সঠিক কাজ করেনি। উহা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ কাজ করেছে। উহার বিচার ও শাস্তি হওয়া দরকার।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



বিচার ও শাস্তি আগেও হয়েছে; কিন্তু উহা কমছে না। মানুষ চাচ্ছে, পুলিশের নিয়ম-কানুন রিফর্ম করতে।

৫| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: মতিঝিল থেকে এক রাতের মধ্যে হেফাজতদের শেখ হাসিনা র‍্যাব পুলিশ দিয়ে সরিয়ে দিয়েছিলেন।
ট্রাম্প কেন পারছে না?
আন্দোলন বিক্ষোভে করছে সমস্যা নাই। কিত্নু লুটপাট করছে এটা বিরাট সমস্যা।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



লুটপাট সবাই করলে চলতো; কিন্তু বারবারই শুধু আফ্রিকান আমেরিকানরা উহা করাতে ট্রাম্প সুযোগ পেয়ে গেছে।

৬| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

আমি সাজিদ বলেছেন: রাজীব নূর ঠিকই বলেছেন। ট্রাম্পএর উচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



আমরিকার এই অবস্হায়, রাজীব ও অনেক বাংগালী অনেক কথাই বলছেন; কিন্তু সাড়ে ৪ কোটী আমেরিকানের চাকুরী চলে যাওয়া ও করোনায় লন্ডভন্ড হওয়াতে আমেরিকানদের জীবন কঠিন হয়ে পড়েছে।

৭| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হচ্ছে গত ৩ প্রেসিডেন্টের রেকর্ড(পর পর দুই বার নির্বাচিত) করা হবে না ট্রাম্পের...

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



এখনো অনিশ্চিত, সে বুঝতে পেরেছে যে, বিজয় অনিশ্চিত, সেইজন্য সে রেসিজমকে কাজে লাগাচ্ছে।

৮| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি নিরাপদে থাকুন ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি চেষ্টা করছি।

৯| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

শূন্য সারমর্ম বলেছেন: ট্রাম্প নিজের কাজ ঠিকমত করুক,আমরাও তাই চাই

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানদের একটা বড় অংশ মনে করছে যে, সে অনেকগুলো কাজ ঠিক মতো করেনি; এই বড় অংশ তাকে সরায়ে দিতে পারতো আগামী ভোটে; কিন্তু আফ্রিকান আমেরিকানদের ভোটের নিশ্চয়তা নেই, ওরা ভোটের দিন ভোট দেয় না।

১০| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নতুন বলেছেন: আফ্রিকান আমেরিকান, ইউরোপিয়ান আমেরিকান এবং নেটিভ আমেরিকান এই তিনটা শব্দ কালো আমেরিকান এবং সাদা্ আমেরিকান আর আদি আমেরিকান বুঝোতে ব্যবহার করা দরকার।

আর কালোদের আচার আচরনও তেমন সুবিধার না। এদের ভেতরে শিক্ষার হার কম এরা বেশ উছৃংখল টাইপের হয়। লুটের ভিডিও দেখে মনে হয় না এরা কোন কিছু তোয়াক্কা করে। পুরাই গাধার মতন।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


আফ্রিকান আমেরিকানদের পক্ষ নিয়ে, এবার যেই পরিমান সাদা রাস্তায় নেমেছে, এটা চিন্তার বাহিরে; কিন্তু ওদের মাথায় মগজ নেই; ওরা ২ পয়সার জিনিষ লুট করে চৌদ্ধগোষ্ঠীকে লুটেরা বানালো; সাদাদের হতাশ করেছে ইডিয়টগুলো

১১| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সত্যপীরবাবা বলেছেন: ভাংচুর কোন সাধারন মানুষই পছন্দ করে না, তা সে সাদা, কালো, বাদামী যাই হোক। ভাংচুর করে সুযোগসন্ধানীরা। আফ্রিকান আমেরিকানদের উস্কে দেয়ার পিছনে সাদা বর্ণবাদীদের সুক্ষ্ণ চাল আছে।
আর "ধাপে ধাপে রেসিজম কমছিলো" এই ব্ক্তব্যে একমত নই। বরং বেড়েছে ট্রাম্পের আমলে। Closet racist রা বুক ফুলিয়ে প্রকাশ্যে এসেছে।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, "আফ্রিকান আমেরিকানদের উস্কে দেয়ার পিছনে সাদা বর্ণবাদীদের সুক্ষ্ণ চাল আছে। "

-প্রথমত: এই ধরণের সুক্ষ্ম চাল ইত্যাদি করার সময় কেহ পায়নি। আর চাল থাকলেও, আফ্রিকান আমেরিকানদের নিজেদের অধিকার ও দায়িত্ব বুঝতে হবে, না হয়, রেসিজম থেকে মুক্তি নেই।

১২| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৬

শূন্য সারমর্ম বলেছেন: মনে হচ্ছে কোনো ইস্যুই আমেরিকানদের নিয়ন্ত্রণে নেই।ট্রাম্পের ভূল,পুলিশের ভূল, নাগরিকদের লুটপাটের ভূল সবমিলিয়ে কমপ্লেক্স সিচুয়েশন সৃষ্টি হয়েছে।ক্ষোভ হয়তো সময়ের সাথে মিলিয়ে যাবে। কিছু দিয়ে, মিলিয়ে গেলে আপত্তি কোথায়।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে ক্ষোভ প্রশমিত হবে; কিন্তু প্রতিবাদটি রেসিজম না কমিয়ে আরো বাড়িয়ে দিতে পারে।

১৩| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ওমেরা বলেছেন: কাজ নেই তো চাল - ডাল একত্রে করে সেগুলো আবার আলাদা করেন ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


সাড়ে ৪ কোটী আমেরিকানের চাকুরী চলে গেছে, ইহা চালাডাল মিশানোর মতো ব্যাপার নয়, ইহা ভয়ানক ব্যাপার

১৪| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭

নতুন বলেছেন: আমার কম`স্থলে আফ্রিকার সকল দেশেরই মানুষ আছে । আমার ১২ বছরে প্রায় ২০-২৫ জন আফ্রিকান আমার ডিপাটমেন্টে কাজ করেছে। তারদের মাঝে মাত্র ২ টা আফ্রিকান কলিগ পাইছি যারা ভালো, তার মাঝে ১ জন আমার সুপারভাইসার হিসেবে পদন্নতি হয়েছে কিন্তু বাকিরা অলস, কাজকরতে চায় না, ১ বছরের মধ্য প্রায় সবকটি চলে গেছে।

২০১৮ তে ৪ জন আমার ডিপাটমেন্টের কলিগ এনগেজমেন্ট সাভে`তে অনেক কম স্কোর দিয়েছে এবং তারপরে তারা চাকুরি ছেড়ে চলেও গেছে।

আফ্রিকানদের আগে নিজেদের ভেতরে শিক্ষার ব্যবস্তা করতে হবে। আগে আচরন ভালো না হলে মানুষ ভালো জানবেনা।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


কাজে অনীহা , অসততা তাদেরকে সামনে আসতে দিচ্ছে না।
ওদের নেতা নেই।
ওদেরকে আমেরিকার মুল স্রোতে আনার মতো মানুষ নেই।

১৫| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সত্যপীরবাবা বলেছেন: এই ধরণের সুক্ষ্ম চাল ইত্যাদি করার সময় কেহ পায়নি
আপনার তো জানার কথা, আমেরিকান টিনএজাররা বাবা-মা রাতে বাইরে যাবে এই খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ১০০ জনের পার্টির আয়োজন করে ফেলে।
আফ্রিকান আমেরিকানদের নিজেদের অধিকার ও দায়িত্ব বুঝতে হবে, না হয়, রেসিজম থেকে মুক্তি নেই
১০০% একমত। অধিকার কেউ উপহার পায় না, আদায় করতে হ্য়।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


১০ মিনিটে পার্টির যোগাড় ও ভয়ংকর রিস্ক নিয়ে, আমেরিকার মতো দেশে রাজনৈতিক ষরযন্ত্র করার মতো অপরাধ করা কাছাকাছি কিছু নয়।

১৬| ০২ রা জুন, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আমেরিকার মতো দেশে ৪ কোটি লোকের চাকরি নাই।

আমাদের দেশে এখনও এত্টা ভয়াবহ অবস্থা হয় নি।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



সেজন্য আমেরিকানরা হতাশ

১৭| ০২ রা জুন, ২০২০ রাত ৮:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকা গড়ার জন্য কােলোদের অবদান কোন অংশেই কম নয়
কিন্তু বর্ণবাদের আগুনে কালোদের পোড়ালে সাদাদেরও মূল্য দিতে হবে।
তাদের অস্তিত্ব সংকটে পড়বে বলে আমার ধারণা।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


আফ্রিকান আমেরিকানরা নিজেরা নিজেদের চেষ্টায় সামনে আসতে পারছে না; সাদাদের মাঝে একাংশ এদেরকে সম অধিকার দেয়ার পক্ষে নয়। এই সমস্যা থেকেই যাচ্ছে।




১৮| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৫

মেমননীয় বলেছেন:

আমেরিকার দরিদ্র, বেকার জনগন ও তাদের ব্যর্থ শাসকদেরকে ধৈর্য্য ধরার আহবান জানাচ্ছি। আমরা জানি "Hungry man is Angry man"। এই আন্দোলন বা অচলাবস্থা যাই বলি না কেন, এর ফলে সাধারণ দিনমজুর বা নিম্নরআয়ের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লুটপাট, অগ্নি সংযোগ কোন সভ্য সমাজে গ্রহনযোগ্য নয়। বাংলাদেশের জনগন এইরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছে। সেইসাথে সুযোগ সন্ধানী, অভিবাসিত ও নেটিভদের সকল পক্ষকে আলোচনার টেবিলে আসার অনুরোধ করছি।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি করে, শেষে প্রশ্নফাঁসের সুযোগ নিয়েছিলেন?

১৯| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৫৭

সত্যপীরবাবা বলেছেন: @লেখক,
As long as we agree to disagree ….
In response to your reply to my previous comment:
You are not in the Facebook or any other social media as far as I know. So, probably you do not have direct experience of the lightning speed of inciting/arranging events through social media. Moreover, seemingly innocent messages in social media do have covert meanings to the intended audience, I suppose you are aware of this fact due to the investigation of Russian meddling in the US 2016 election.
(My apologies for commenting in English, I am not so fluent in Bangla typing)

০২ রা জুন, ২০২০ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


না, ফেইসবুকে আমার একাউন্ট নেই; ফেইসবুকে বেশীরভাগ মানুষ সংবাদ শেয়ার করেন, ও গুজব শেয়ার করেন। আমি জানি না, ফেইসবুকে মানুষ কোন চলমান ঘটনাকে এনালাইসিস, ও এ্যাভালুট করে কিনা।

আগের কমেন্টে আমি বুঝাতে চেয়েছি যে, যারা দীর্ঘ প্ল্যান নিয়ে কোন জাতি, গোষ্ঠিকে কন্ট্রোল করার জন্য চাল চালে, ইহা অনেক প্ল্যান ও অনেক বড় ষড়যন্ত্রের ফসল।

২০| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে হয় না সাদারা কালোদের জন্য এসেছে।ওরা এসেছে ওদের প্রয়োজনে।কেউ কারো জন্য আন্দোলন করতে এসেছ ইতিহাসে এমন নজির নেই।নেতৃত্ব না থাকলে সকল আন্দোলন লুটপাটে গড়ায়।

০২ রা জুন, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের অন্য ঘটনার সময়ে, সাদাদের সমান্য অংশ এসেছিলো; এবার বিপুল পরিমান সাদা এসেছে, আরো আসতে পারে; জর্জ ফ্লয়েড হত্যা গ্যাসের মাঝে স্ফুলিংগ ছড়ায়েছে, গ্যাস ওখানে ছিলো। করোনায় অসফলতা, চাকুরী হারানো ও সরকারের লীডারশীপের উপর মানুষের আস্হা কম হওয়ায় মানুষের মাঝে ক্ষোভের সন্চার হয়েছে।

২১| ০২ রা জুন, ২০২০ রাত ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: Police chief to Trump: Please, keep your mouth shut if you can't be constructive

এই খবরগুলো পড়ি আর হতাশা আরো বাড়ে যেহেতু নিজ দেশের পুলিশরে সম্পুর্ন বীপরিত ভুমিকায় দেখি।

০২ রা জুন, ২০২০ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


আমাদের পুলিশে যারা বড় অফিসার, ওদের লেখাপড়া ও ট্রেনিং'এর মান নিশ্চয় অনেক নীচু; ওরা সবাই "ঘুষের পিরামিড চক্রে" আছে।

২২| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:৪৮

অনল চৌধুরী বলেছেন: আফ্রিকান আমেরিকানদের কারণে সাধারণ আমেরিকানরা পরাজিত হবে- আফ্রিকান এ্যামেরিকানরা কি সাধারণ আমেরিকান না?
তারা কি অসাধারণ?
সোজা কথায় সাদা বলতে সমস্যা কি?

০৩ রা জুন, ২০২০ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি দার্শনিক মানুষ, আপনার সমস্যা অনেক উঁচু লেভেলের।

২৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



আমেরিকায় চলা বর্তমান বিক্ষোভ নিয়ে অল্প কথায় এতো সুন্দর করে এভাবে কোন লেখা পড়িনি। আমি গত তিন-চারদিন শুধু আমেরিকার সংবাদ মাধ্যম নয় পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম ঘেটে এ বিষয়টির নিরপেক্ষ বিশ্লেষণ জানার চেষ্টা করেছি। আপনি পোস্টে যেসব বিষয়ে আলোকপাত করেছেন, কুয়েশ্চন রেখেছেন এবং নিজের মতামত জানিয়েছেন তা শতভাগ সঠিক।

ভালো থাকুন।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি এই মহু্র্তে আমেরিকায় থাকার ফলে, অনেক কিছুুই সহজেই দেখতে পাচ্ছি

২৪| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:১১

কানিজ রিনা বলেছেন: রাজীব নুর ভালই বলেছে একরাতে মতিঝিলের
হেফাজতের লক্ষ লক্ষ লোক সরে গেছে।
ট্রাম্প এই পদ্ধতি কই পাইব? তবে ট্রাম্প দিনের
ভোট রাতে করলে জিততে পারবে।
চাকুরী হারানো এক কোটি রাস্তায় নামলে ট্রাম্প
কেমন দশা হবে? আপনার চাকুরী আছেতো?

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি চোখের কারণে গত ৩ বছর সঠিকভাবে কাজ করতে পারছি না, পার্ট-টাইম কাজ করছি; একটা কাজের জন্য ডেকেছিলো, করোনার কারণে যাইনি।

২৫| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০০

নতুন নকিব বলেছেন:



আমেরিকার মত এমন ঘটনার সিকিভাগও যদি বাংলাদেশীরা করতেন, আপনাদের মুখে জঙ্গি ফঙ্গির জিকির উঠতো এতক্ষণে। কিন্তু ওখানকার পথপ্রান্তর রক্তে ভেসে গেলেও, দিনের পর দিন টানা লুটতরাজ চলতে থাকলেও আমেরিকায় এসব আপনারা কখনোই খুঁজে পান না, আপনাদের চশমার কারিশমা বোঝা ভার!

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনার মগজ লিলিপুটিয়ানদের চেয়েও কম; আপনাকে মক্তবের লোকজন ব্যতিত অন্য কেহ কিছু বুঝাতে পারবেন বলে আমার মনে হয় না।

২৬| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:২৮

সত্যপীরবাবা বলেছেন: @নতুন নকিব
আমেরিকার মত এমন ঘটনার সিকিভাগও যদি বাংলাদেশীরা করতেন, আপনাদের মুখে জঙ্গি ফঙ্গির জিকির উঠতো এতক্ষণে

অনুগ্রহ করে একটা উদাহরন দিন, বাংলাদেশীদের আন্দোলনের যেটা জঙ্গি ট্যাগ খেয়েছে। আরো পরিষ্কার করে বলি, বাংলাদেশীদের দ্বারা সংঘঠিত আন্দোলন যেটাতে সর্বসাধারনের(মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে) সম্পৃকততা/সমর্থন ছিল, ভাংচুরও ছিল (থাকাই স্বাভাবিক) এমন আন্দোলন জঙ্গি ট্যাগ খেয়েছে।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


নতুন নকীবদের সংখ্যা যেই জাতিতে বেশী, সেই জাতি ইয়েমেন হয়ে যাবে সহজেই।

২৭| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২৯

আলাপচারী প্রহর বলেছেন: আমাদের দেশের মিডিয়াতে এ খবর গুলো নেই কেন ? রহস্য কি ?

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ মিডিয়ায় দক্ষ মানুষ কোনদিনও ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.