নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এত মানুষ কোন দেশে কোন কালে রাস্তায় নামেনি

০৪ ঠা জুন, ২০২০ ভোর ৫:১৩



*** ট্রাম্পের ডিফেন্স সেক্টেটারী বলেছে, "দেশে মিলিটারী মোতায়েন করা হবে না।" ***
*** এই ভয়ংকর করোনার মাঝে নিজের জীবনকে বিপন্ন করে মানুষ রাস্তায়, ইহা ভয়ংকর ব্যাপার ***
*** সব শহরে কারফিউ ভাংগা হয়েছে ***

আজকে, আমেরিকার ১২০টিরও বেশী শহরের মানুষ রাস্তায় নেমেছে; আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, প্রতি শহরে সীমাহীন লম্বা মিছিলের সৃষ্টি হয়েছে; যারা মিছিলে আছে, তারা মিছিলের শুরু ও শেষ দেখতে পাচ্ছে বলে মনে হয় না।

গতকাল ও আজকে ট্রাম্প একেবারে চুপ হয়ে গেছে। হোয়াইট হাউজের চারিপাশে মিলিটারী পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। কিন্তু আজকে সবচেয়ে বেশী মানুষ বের হয়েছে ওয়াশিংটেন; একই সাথে হোয়াইট হাউজের চারিপাশেও সীমাহীন মানুষ জড়ো হয়েছে।

জর্জ ফ্লয়েড হত্যায় সব অফিসারদের গ্রেফতার করা হয়েছে; ৪ জনের বিরুদ্ধে মানুষ হত্যার মামলা হয়েছে; বিক্ষোভকারীরা ৪ জনের গ্রেফতার চেয়েছে; গতকাল অবধি শুধু একজনকে দায়ী করা হয়েছিল। যেই অফিসার ফ্লয়েডের ঘাঁড়ে হাঁটু রেখে চাপ দিয়েছিলো, তার পাশে দাঁড়ায়ে বাকীরা কথা বলছিলো; এদের ভেতরে একজন চীনা আমেরিকানও আছে।

আজকে সবচেয়ে বেশী মানুষ রাস্তায় নেমেছে, বিক্ষোভকারীদের দাবী মানা হয়েছে। আগামীকাল যদি মানুষ আবার রাস্তায় নামে, ট্রাম্পের খবর আছে; যদিও এখনো ট্রাম্পের পদত্যাগ দাবি করা হয়নি, তার নাম কেহ নেয়নি, উহা সামনে এসে যেতে পার, সেই ভয়ে আছে ট্রাম্প।

মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:০১

ডঃ এম এ আলী বলেছেন:



বিক্ষোভ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন তার প্রতি সংখ্যাগরিষ্ঠ মার্কিনীর অনাস্থার তথ্যও উঠে এসেছে। খবর সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, বিবিসি, এএফপি, রয়টার্স ও তাসের।

০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প নামে যে কেহ একজন আছে, সেটা আর বুঝা যাচ্ছে না।

২| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন:



বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা এক যৌথ জরিপের ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার চালানো রয়টার্স ও ইপসোসের জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনী জানিয়েছেন, তারা জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের প্রতি সহানুভূতিশীল।

০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার দুষ্ট রেসিষ্টরা চুপ হয়ে পালায়ে আছে।

৩| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:০৮

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকা যখন দেশে দেশে গণহত্যা,লুটপাট চালায়,তখন এই (বেশীরভাগ) সন্ত্রাসীগুলি কোথায় থাকে?

০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


বিরক্তিকর দার্শনিক, আপনি সাধারণ মানুষ ও সরকারের মাঝে তফাৎ বুঝেন না, সারাক্ষণ ক ক করিয়েন না।

৪| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:৫২

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: চীনা আমেরিকানও আছে!!!

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


আছে, অনেক।

৫| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৭:২০

ঢাবিয়ান বলেছেন: মানুষের দ্বিমুখী চরিত্র দেখতে বড় খারাপ লাগে। এই আপনিই নিজ দেশে নিরাপদ সড়ক আন্দোলনকারীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আর এখন মাইগ্রেটেড কান্ট্রিতে গিয়ে অবস্থান নিচ্ছেন বিক্ষোভকারীদের পক্ষে!! নিজ দেশটারে জাহান্নাম বানিয়ে মাইগ্রেটেড কান্ট্রিকে স্বর্গ হিসেবে দেখতে চান আপনরা।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকা ইউনিভার্সিটির মধুর কেন্টিন থেকে সার্টিফিকেট পেয়েছেন, সমস্যা সেখানে। আমি ৫ম থেকে ১০ শ্রেনীর বাচ্চাদের রাস্তায় নামাকে আন্দোলন হিসেে নেয়ার পক্ষে নই, শেখ হাসিনার আমলে উহা কাজ করার কথা নয়।

৬| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মার্কিন সমাজ ব্যবস্থায় বর্ণবৈষম্য ,অবিচার,উগ্রজাতীয়তাবাদ ও ডানপন্থার বিস্তারের মতো সমস্যাগুলোর সমাধান দরকার।আজকে পর্যন্ত ১১জন নিহত এবং ৯৩০০জন আটক।কোন দিকে যে যায় বলা মুসকিল।অন্যান্য দেশেও আন্দোলন ছড়িয়ে পরেছে ।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলেছেন, সেই সমস্যাগুলো আছে।
ট্রাম্পের ভুল ও একগুঁয়েমীতে আমেরিকা লন্ডভন্ড, এই প্রতিবাদের দরকার ছিলো

৭| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর প্রেসিডেন্টের লাল মুখে চুন কালি পড়ে গেছে। সে আর সাহস করে কোন প্রেস কনফারেন্স করতে পারবে না। বিশ্বের আর কোন নেতাও বোধকরি তার সাথে কথা বলতে চাইবে না। অনেক আমেরিকানই মনে করে তার জন্য বহির্বিশ্বে এখন আর কেউ আমেরিকাকে সম্মান করে না।
ট্রাম্পের কথায় কথায় টুইটার থেমে গেছে। গতকাল দেখলাম, মাত্র দু'শব্দের একটা টুইটার করেছেঃ ফেইক নিউজ!

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প ইতিহাসের সচেয়ে সন্মানহীন আমেরিকান প্রেসিডেন্টে পরিণত হয়েছে। গতকাল ও আজ, কেহ জানতে চাহেনি যে, দেশে প্রেসিডেন্ট আছে কিনা।

৮| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবস্থা তাহলঃ বেগতিক!!

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


এটা হওয়ার দরকার ছিলো

৯| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: গণতন্ত্রে জনগণ সকল ক্ষমতার উৎস। ঐ দেশে গনতন্ত্র আছে তাই ট্রাম্প কে পাওয়া যাচ্ছে না। ট্রাম্পের পদত্যাগ ওরা চাবে না মনে হয়। তবে অধিক সংখ্যক করোনা আক্রান্ত হয়ে মারা যাবে এই টা নিশ্চিত।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, বিক্ষোভকারীদের মধ্য থেকে অসংখ্য পরিমাণ আমেরিকান করোনায় আক্রান্ত হবে।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে, জেনারেল জিয়া ও এরশাদ সাপোর্টার থাকায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। ১৯৭৫ সাল অবধি আওয়ামী লীগ গণতান্ত্রিক ছিলো; জিয়া আসার পর, গণতন্ত্র বিদায় নিয়েছে; জিয়ার কারণে, স্বাধীনতা বিরোধীরা দেশকে দখল করে, দেশকে পাকিস্তানে পরিণত করেছে।

১০| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:২৫

এম এ হানিফ বলেছেন: যে দেশে করোনায় এত মানুষ আক্রান্ত, এত এত মানুষ মরলো সেখানে এত বড় বিক্ষোপ, রাস্তায় এত এত মানুষ! বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধতা দেখে পুলকিত হলাম। জয় হোক গণতন্ত্রের।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



মানুষের বক্তব্য প্রতিষ্ঠিত হয়েছে, ট্রাম্প এখন থেকে একটি অসন্মানী নামে পরিণত হয়েছে; তবে, নতুন করে করোনায় আক্রান্ত হবে কয়েক লাখ; শুধু একটা ভরসা, এরা নবীন।

১১| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৪২

কালো যাদুকর বলেছেন: বড় ধরণের পরিবর্তন আসতে পারে। যা দেখলাম বা দেখছি, সেটা মনে হয় কিছু উলোট পালোট হওয়ার লক্ষ্যণ। গনতান্ত্রিক দেশ হলেও সবজায়গাতে টিকটিকি। রাস্তায় অনেক থিউরী শুনলাম। কালো মানুষদের চোখ মুখে হতাশা। ওবামা সঠিক পথই দিলেন, কিন্তু তিনিতো আর ক্ষমতাতে নাই। মিঃ ম্যাড ডগও তার বসের ( পুরাতন) বিপক্ষে গেলেন। ছোট বুশ বুড়া বাইডেনকে সাপোর্ট করলেন।

একটা বড় ঝড়ের পেছনে বাতাস ভারী হয়ে থেমে যা্য়, গুজব ছড়ায়। তেমনি মনে হচ্ছে। জানিনা আমেরিকানদের কপালে কি আছে।
৬৯ বা ৯০ এর রাজনীতির বাতাসো নাকি এমন ছিল।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের থেকে প্রমাণ করেছে যে, সাধারণ আমেরিকানরা রেষিষ্ট নন; মানুষ সামান্য একটা জিনিষ চেয়েছেন, "সঠিক বিচার" ; কিন্ত বিশাল শক্তি নিয়ে রাস্তায় নেমেছেন; সামনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা।

যাদের (আফ্রিকান আমেরিকান) জন্য এ্ত কিছু তারা তেমন বড় মনের পরিচয় দিতে পারেনি।

১২| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১১:০৩

মেমননীয় বলেছেন:

গত কয় দিনের লুটপাট দেখে মনে হলোঃ-

অসৎ, সুযোগসন্ধানী ও অমানুষদের স্বাধীন দেশ!
বেকুব আমেরিকানদের আবাল প্রেসিডেন্ট।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা বেকুব নন, আপনিও বুদ্ধিমান নন।

১৩| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তবে এখন সময় এসেছে ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর; হয়তো আমেরিকার জনগন তা করতেও পারে তারা মহান জাতী।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



বিক্ষোভ যেই লেভেলে পৌঁচেছে, ট্রাম্পের পদত্যাগ চাইলে, সে আউট হবে; তবে, ইহা দেশে ভয়ংকর বিশৃংখলার সৃষ্টি করবে, ট্রাম্পের সাপোর্টটারেরাও রাস্তায় আসবে; করোনা ও সামনে ভোট, এই অবস্হায় এই ধরণের কিছু কেহ চাইবে বলে মনে হয় না।

১৪| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৪০

হাসান রাজু বলেছেন: চলমান সঙ্কট বিষয়ক আপনার কয়টা পোস্ট এবং অন্যান্য পোস্ট থেকে বুঝতে পারলাম, আপনি ছাড়া আর কেউ আমেরিকার চুল পরিমান সমালোচনা করতে পারবে না। সেটা আপনি করতে দিবেন না। যদি কেউ করে বসে তবে সে অবুঝ, বেকুব, অসুস্থ এবং বিরক্তিকর ব্লগার। আপনি আমেরিকায় বসে সেই দেশের সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব বিষয়ে সমাজদার হয়ে বসে আছেন।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


একটা ভালো কথা বলেছেন; আমার মনের অবস্হা অনেকটা এই রকম: আমার মনে হচ্ছে, অন্যরা ব্যাপারটার সাক্ষী না হয়ে, কিছু একটা বলছে।

১৫| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৪১

বঙ্গদুলাল বলেছেন: ট্রাম্পের ছোট কন্যা টিফানি ও তাঁর মা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন।সূত্র-এনডিটিভি অনলাইন।
কূটচাল নাকি আমরিকান সভ্য সমাজের চিত্র/অন্যকিছু ?

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



মনে হয়,কুটচাল নয়, ট্রাম্প আমেরিকান সাধারণ মানুষদের ভাবনাচিন্তাকে সন্মান করছে না, মুল্য দিচ্ছে না।

১৬| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
বিক্ষোভ দমনে আরও আগ্রাসী পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওয়াশিংটন দিয়েই এটা শুরু করতে পারেন তিনি।বিক্ষোভকারীদের হঠিয়ে
আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশব্যাপী ট্যাঙ্ক, সামরিক যান ও অন্যান্য
যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পু তার নিজের কবর নিজেই খুঁদছেন !!

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


ট্যাংক তাকেই ড্রাইভ করতে হবে, আমেরিকানরা এসব কাজ করবে না।

১৭| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুবি লজ্জাজনক।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



দোষেগুণে মিলে আমােরিকার সাধারণ মানুষ যতটুকু, উহা বিশ্ব দেখেছে।

১৮| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: বিক্ষোভকারীরা যা চায় তা তাদের দিলেই তো আনন্দোলন থেমে যায়।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



গতকাল তা দেয়া হয়েছে, "সঠিক বিচার"; আজ থেকে বুঝা যাবে, মানুষ কি ভাবছে।

১৯| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভিক্ষা, আমেরিকান ষ্টাইল!

২০| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:০৫

মেটালক্সাইড বলেছেন: গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আপনার আমেরিকা বিক্ষোভ পোস্টগুলো পড়ে যাচ্ছি। প্রতিটা লেখায় আপনার ভাবনায় তাদের আন্দোলনের মোটিভটা বুঝার চেষ্ঠা করেছি। হ্যাঁ আমিও আপনার সাথে একমত আমেরিকান জাতি বোকা নয় এবং তারা বর্তমানে সামান্য কোন মোটিভ নিয়ে আন্দোলন করছে না। সামান্য স্পার্ক থেকে অগ্নিগোলক হয়ে যাওয়া বিক্ষোভটার পেছনে আলটিমেট কোন একটা মোটিভ কাজ করছে। আমার ধারণাটা প্রকাশ করছি সঠিক নাকি ভুল একটু রায় দেবেন। ওদের যে রাষ্ট্র নিয়ন্ত্রিত সামাজিক, আর্থ-সামাজিক নাগরিক ব্যবস্থাপনা আছে সেটা খুব দূর্বল হয়ে পড়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে। সাম্প্রতিক করোনা ডিজাস্টার ওদের সেই সিস্টেমে চূড়ান্ত আঘাত করেছে। ওভারল বুদ্ধিমান জাতি হওয়ায় ওদের কাছে বিষয়টি পরিস্কার। আর সেই জন্য কৃষ্ণাঙ্গ হত্যাটি ওদের কাছে সুযোগ হিসেবে এসেছে। অথচ এর আগেও কৃষ্ণাঙ্গ হত্যা করেছে ওরা তখন সাময়িক বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে।
এই বারেরটি ব্লাস্টার হওয়ার কারণ কি??

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



এই বারেরটি ব্লাস্টার হওয়ার কারণ গুলো আপনার বক্তব্যে উঠে এসেছে; ট্রাম্পের একগুঁয়েমীর ফলে আমেরিকা করোনার কাছে পরাজিত হয়েছে, তাদের অর্থনীতিকে ট্রাম্প ভয়ানক রিস্কের মাঝে নিয়ে গেছে, ট্রাম্প প্রয়োজনের বেশী টাকা দিচ্ছে কর্পোরেশন ও মানুষকে, ইহা বড় ধরণের সমস্যার জন্ম দিতে পারে; করোনা থামানোর জন্য প্রস্তুতি না থাকায় ও দেরীতে লকডাউন করায় দেশ লন্ডভন্ড হয়ে গেছে, এটা মানউষের কাছে পরিস্কার।

আমার ধারণা, আপনি যেভাবে ফরমুলেট করেছেন, তা সঠিক।

২১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৬

মেটালক্সাইড বলেছেন: আমার ধারণা, আপনি যেভাবে ফরমুলেট করেছেন, তা সঠিক।
ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ চলমান বিশ্বকে বুঝার চেষ্টা করছেন।

২২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



এই অমানবিক মৃত্যু কারো জন্য কাম্য নয়। আমেরিকায় এমনটি ঘটে আসছে দীর্ঘদিন থেকে। কালোদের আইন না মানার প্রবণতা আমেরিকান সাদা রেসিস্ট পুলিশদের সুবিধা করে দিয়েছে কালোদের সায়েস্তা করতে। আমেরিকায় সাধারন পাবলিকের হাত থেকে রিভলভার প্রত্যাহার না করলে যত বিক্ষোভ হোক এমন হত্যাকান্ড নিয়মিত ঘটবে।

এই বর্বরচিত হত্যাকান্ডের পর ট্রাম্পের গুন্ডামী আর সামপ্রদায়িক মনোভাব সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। এ কেমন প্রেসিডেন্ট? এ কেমন টিটকিরিমূলক সংবাদ সম্মেলন? ট্রাম্প তো নিজে এই হত্যাকান্ড ঘটায়নি, পুলিশকেও বলে দেয়নি। তবুও তার অদূরদর্শিতা আর কালোদের প্রতি ঘৃণার মনোভাব তার আচরণে ফুটে উঠায় সচেতন নাগরিকদের মর্মাহত করেছে। মিডিয়ায় এসব বিষয় খুব সমালোচিত হয়েছে। এখন সব দায়ভার তাকে নিতে হবে।

ট্রাম্প যদি প্রথমেই ক্ষমা চেয়ে সুন্দর একটি বক্তব্য দিতো এবং চারজন পুলিশের বিরুদ্ধে কঠোর হত তাহলে এতো বিক্ষোভ, ভাংচুর আর লুটপাট হতো না। ট্রাম্প ভাবেনি বিষয়টি এতদূর পর্যন্ত গড়াবে। এখন বাইবেল হাতে নিয়ে ভন্ডামি করছে। আমেরিকার মতো বিশাল ক্ষমতাশালী উদার গনতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের উপদেষ্টা যখন তার দুধের শিশু ইভাংকা আর তার হাজবেন্ড হয় তখন প্রেসিডেন্টের এমন মূর্খতা প্রত্যাশিত।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


যেই ৪ জন পুলিশ হত্যাকান্ড ঘটায়েছে, ট্রাম্প তাদেরই সমর্থক। আপনি সঠিক বলেছেন, সে তার পদের কথা ভুলে ভন্ডামী করেছে; কিন্তু সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, ২ দিনের মাঝে সে আমেরিকার সবচেয়ে অসন্মানী মানুষে পরিণত হয়েছে।

২৩| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কালোরা আবার লুটপাট করে সাদাদের বিরাগভাজন হচ্ছে না তো?

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


সাদারা ভয়ানকভাবে বিরক্ত হয়েছে, ওদেরকে মানুষ করার জন্য নতুন নবীর দরকার হবে; যাক, সাদারা আফ্রিকান আমেরিকানদের এই অপরাধের জন্য মুল বিক্ষোভ থেকে সরে যায়নি।

২৪| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:০৭

ঢাবিয়ান বলেছেন: মধুর ক্যন্টিন সার্টিফিকেট এর মত তুচ্ছ জিনিষ দেয় না , আরো বড় কিছু দেয় যা দিয়া দেশের মন্ত্রী এম্পি পর্যন্ত হওয়া যায়। যাই হউক নিজ দেশের কোটা আন্দোলন হইলে সেইটা প্রশ্নফাশকারীদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন হইলে সেইটা স্কুলের বাচ্চাদের আন্দোলন !! সুতরাং এইসব আজেবাজে আন্দোলন হেলমেটধারীদের নামাইয়া দমানো খুবই সঠিক কাজ কিন্ত আম্রিকায় এইসব করলে সেইটা হচ্ছে বিক্ষোভ আর ট্রাম্প খুব খারাপ!!

০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


কোটা সম্পর্কে আপনার ১ পয়সার ধারণাও নেই; কোটা আন্দোলনের দরকার ছিলো, কিন্তু উহাতে শিবির ও ছাত্রদলের দরকার ছিলো না; শিবির ও ছাত্রদলের মুল লক্ষ্য ছিলো মুক্তিযোদ্ধারা

২৫| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:৩১

ঢাবিয়ান বলেছেন: যাক এইতো স্বমুর্তি ধারন করলেন!!! বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন হই্লেই সেইটা ছাত্রদল আর শিবিরের আন্দোলন!!!!!

০৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা গৃহবধু ছিলো, উনি কি জন্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলেন, উনার মতো মানুষ কি করে এই দেশের প্রধানমন্ত্রী হলেন; বেগম জিয়ার মতো মানুষ কি করে এই দেশের প্রধানমন্ত্রী হলেন, ইহা আপনার মাথায় খেলে?

২৬| ০৫ ই জুন, ২০২০ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: বিরক্তিকর দার্শনিক, আপনি সাধারণ মানুষ ও সরকারের মাঝে তফাৎ বুঝেন না- আপনি এ্যামেরকিা আর এশিয়া আফ্রিকার সেসব দেশের মধ্যে পার্থক্য বোঝেন না,যেসব দেশে জনগণের ভোটে না,শক্তির জোরে সরকার গঠিত হয়।
এ্যামেরিকায় জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে।
সুযোগমতো চীন আর সন্ত্রাসী এ্যামেরিকার সরকারকে এক করে ফেলেছেন তাইনা !!!
এই জনগণ রাস্তায় নামলে এ্যামেরিকা কোনোদিন কোনো দেশে গণহত্যা,লুটপাট চালাতে পারতো না।

০৫ ই জুন, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি আসল বাংগালী, বকবক করেন, কিছু শুনতে চান না।

২৭| ০৫ ই জুন, ২০২০ রাত ৩:১৮

অনল চৌধুরী বলেছেন: আপনি কি এ্যামেরিকান?
সাদা না কালো????

০৫ ই জুন, ২০২০ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি মাছির মতো বিরক্তিকর।

২৮| ০৬ ই জুন, ২০২০ রাত ৩:৫১

অনল চৌধুরী বলেছেন: আপনি ট্রাম্পের মতেই সন্ত্রাসী মানসিকতার।
নিজে যা ইচ্ছা সবাইকে তাই বলবেন কিন্ত নিজের মতের বিরুদ্ধে গেলে কারো যুক্তি মানবেন না।

০৬ ই জুন, ২০২০ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি যদি কারো যুক্তি না মানতাম, ব্লগে আমার অবস্হা আপনার মতো হতো: কেহ দার্শনিক মনে করতো, কেহ পাগল মনে করতো, কেহ বকবক মনে করতো।

২৯| ০৭ ই জুন, ২০২০ রাত ৩:২৩

অনল চৌধুরী বলেছেন: আপনার অবস্থাটা কি মনে করেন?
সক্রেটিস না দেলোয়ার হোসেন সাইদীর মতো?????
আমি কি বলি সেটা বোঝার ক্ষমতা শুধু এই ব্লগের না, এই দেশেরই অনেকের অবশ্যই আছে কিন্ত সবার নাই।
আপনার নাই,যদিও অনেক চেষ্টা করেছেন।

০৭ ই জুন, ২০২০ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনি দার্শনিক মানুষ, মানুষের মাথা থেকে পা অবধি সব জানেন। তবে, দেশে আপনার মতো লোকের সংখ্যা অগণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.