নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে নিউইয়র্ক শহরের লকডাউন তুলেছে

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২



২ মাস ১৮ দিন লকডাউনে (৩/২০/২০ -৬/০৮/২০) থাকার পর, আজকে নিউইয়র্ক শহরের লকডাউন তুলে নেয়া হয়েছে; আজকে আনুমানিক ৪ লাখ মানুষ কাজ করবেন; এরা সবাই ঠিক নিউইয়র্ক শহরের মানুষ নন, কিছু মানুষ শহরের বাহির থেকে, কানেকটিকাট ও নিউ জার্সী থেকে কাজে আসবেন। করোনার আগে শহরে গড়ে ৭০ লাখ মানুষ কাজ করতেন।

গতকাল নিউইয়র্ক রাজ্যে নতুন সংক্রমণ: ১০১৮ জন, মৃত্যু: ৪২ জন; এই ধরণের সংখ্যা কিন্তু লকডাউন তোলার পক্ষে নয়।

নিউইয়র্ক শহরে প্রায় ৫ লাখ বাংগালী বসবাস করেন; করোনায় বেশ পরিমাণ বাংগালী প্রাণ হারায়েছেন; শুরুতে বাংগালীরা করোনা ভাইরাসের ভয়ংকর বিধ্বংসী ক্ষমতাকে অনুমান করতে ব্যর্থ হন। লকডাউনের ২ সপ্তাহ আগের থেকেই নিউইয়র্ক শহরে করোনার ভয়ংকর সংক্রমণ হয়েছিলো; এই সময়ে বাংগালীরা বাংগালী চা-দোকানগুলোতে, মসজিদে ও তথাকথিত মিটিং ও অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন; এতে বাংগালীদের মাঝে করোনা ছড়িয়ে পড়েছিলো। একই সাথে কম আয়ের কারণে বেশীরভাগ পরিবারগুলো সীমিত আয়তনের এপার্টমেন্ট ও ঘরে বেশী মানুষ বাস করেন, ইহাও সংক্রমণ বাড়িয়ে ষেয়। যাক, শেষের দেড়মাসে বাংগালীরা ভালো করেছেন, অনেক সতর্ক হয়েছেন।

বাংগালীরা অনেকই সিটিতে ও সিটির এসেনসিয়েল সার্ভিসে কাজ করছেন; আজকে তাদের সবাইকে কাজে যেতে হবে; এ ছাড়া বাংগালীদের একটা বড় অংশ ড্রাইভিংকে জীবিকা হিসেবে নিয়েছেন, এদের অনেকই হয়তো আজ থেকে কাজে যেতে পারেন। কিছু শিক্ষিত বাংগালী এই দেশের আসার পর, ট্রেনিং নিয়ে আইটি'তে চাকুরী পেয়েছেন, তাঁরা আরো বেশ কিছু সময় বাড়ী থেকে কাজ করতে পারবেন।

চলমান বিক্ষোভে আমেরিকার সবচেয়ে বড় মিছিলগুলো হয়েছে নিউইয়র্কে, এবং সেটা গতকালও ছিলো; এই বিক্ষোভে সংক্রমণ বেড়েছে। একটা শান্ত্বনার দিক হলো, এরা সবাই মোয়ামুটি কম বয়স্ক; শেষ ৩/৪ দিন অনেক বয়স্ক মানুষও বিক্ষোভে অংশ নিয়েছেন; ফলে, হঠাৎ করে সংক্রমণ বেড়ে যেতে পারে।

নিউইয়র্ক শহর ও রাজ্যের অর্থনীতি বেশ খারাপের দিকে চলে গেছে। নিউইয়র্ক শহরে করোনার ভয়ানক তান্ডবের জন্য নিউইয়র্কের গভর্ণরই দায়ী; মেয়র অবস্হা বুঝতে পেরে মার্চ মাসের ১ম দিন থেকেই লকডাউন করার পক্ষে ছিলেন।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চিন্তার বিষয় ।
সবাই ভালো থাকুক

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


গতকালের ডাটা অনুসারে শহরটি খোলার অবস্হায় আসেনি; কিন্তু ট্রাম্প অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, শহর সমস্যার মাঝে প্রবেশ করেছে; কাজ করার দরকার।

২| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লকডাউন থাকাতে কাজকর্ম নেই তাই মিটিং মিছিল করে বেড়ায়।সরকারের এমন একটা ভাবনা কাজ করতে পারে লকডাউন তোলার ব্যপারে।তাছাড়া অর্থনৈতিক বিষয়টা তো আছেই।
বাংগালী এমনিতেই আড্ডা প্রিয়,বিদেশে বিভূঁইয়ে বন্ধু বান্ধব ছাড়া কথা বলার কেইবা আছে।
প্রতিবাদের দরকার ছিল এবং বিষয় গুলোর সমাধান ও প্রয়োজন। দেখাযাক কি হয়।

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


ঠিক বলেছেন, প্রতিবাদের দরকার ছিলো; বাংলাদেশেও প্রতিবাদের দরকার; আমাদের শিক্ষিতরা পরগাছার মতো কোনভাবে বেঁচে আছে।

৩| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

ডঃ এম এ আলী বলেছেন:



বিবিধ কারণে নিউইয়র্কের আপটুডেট খবর জানা আমার জন্য জরুরি।
নিউইয়র্কের ব্রুকলীনবাসী আমার শালার শ্বাশুরী করুনা লকডাউনের
প্রথম দিকে করুনাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । আর আমার নীজের
শ্বাশুরী একই হাসপাতালে থেকে প্লাজমা থেরাপী ট্রিটমেনটের মাধ্যমে
সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ।

নিউইয়র্কবাসিরা সাম্প্রতিক বিক্ষোভে অংশ গ্রহন করে যদি করোনা
ভাইরাসকে দেহে ধারণ করে নিয়ে আসে তবে এই লকডাউন উঠিয়ে
নেয়ার ফলে এর সংক্রামন আরো বেড়ে যেতে পারে ।

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ও আপনার আত্মীয় পরিবার খুবই কষ্টকর সময় পার করেছেন, আপনারা ভালো থাকুন।
নিউইয়র্কের মিছিল গতকালও ছিল সবচেয়ে বড়, ইহার করোনা ফলাফল খারাপ হবে।

৪| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মীর আবুল আল হাসিব বলেছেন: আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বোকা আর আমাদের দেশে নিতীনির্ধারক + সাধারন মানুষ উভয়ই বোক। :(( :((

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারটা অনেকটা তাই

৫| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে এই সপ্তাহেই সেলুন ও বিউটি পার্লার ও খুলে যাবে । কেবল খুলতে বাকি থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, বিদেশী শ্রমিকদের ছাড়া বাহিরে তেমন ছড়াতে পারেনি করোনা

৬| ০৮ ই জুন, ২০২০ রাত ৮:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:

মনে হয়, বিদেশী শ্রমিকদের ছাড়া বাহিরে তেমন ছড়াতে পারেনি করোনা।

শুরুতে এখানে করোনা রোগী ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। মার্চ মাসে এখানে তাবলীগ জামাতের বড় একটা ইজতেমা অনুষ্ঠিত হয়। ধারণা করা হয় সেখানে প্রায় 20 হাজার দেশি-বিদেশি লোক জড়ো হয়েছিল। কমিউনিটিতে বিস্তার সেখান থেকেই মূলত শুরু । । এরপর বাংলাদেশের সমালোচিত আলোচিত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব কুয়ালালামপুরে বড় বড় কয়েকটা সমাবেশ করেছেন । সেগুলো বিতরকের ঊর্ধ্বে নয়।

তবে এখন কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন।

০৮ ই জুন, ২০২০ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা দুষ্টরা সেই দেশের জেলে ঢুকবে ক্রমেই

৭| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন?
ডা. খন্দকার ফেরদৌস সুদূর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে করোনা চিকিৎসা দিতে এসেছেন ।

০৮ ই জুন, ২০২০ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


আজকে ব্লগে দেখলাম। ওখানকার ডাক্তারেরা উনাকে শান্তিতে থাকতে দেবে বলে মনে হয়না।

৮| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন?
ডা. খন্দকার ফেরদৌস সুদূর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে করোনা চিকিৎসা দিতে এসেছেন ।

ঢাকাতে এই ডাক্তার সাহেবের কোন হাসপাতাল বা ক্লিনিকে আছে ?
যদি না থাকে তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন কোথায়?

উনি তো বাংলাদেশের কোন সরকারি হাসপাতালে চাকরি করেন না। বাইরের কোন লোক সরকারি হাসপাতালে কিভাবে কাজ করবেন । সরকার উনাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

০৮ ই জুন, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনি নিজের থেকেই গিয়েছেন।

৯| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: লোকজন কি গভর্ণরের উপরে ক্ষিপ্ত হয়ে আছে, এবং এখনই লকডাউন উঠানোর কারণে আরো ক্ষিপ্ত হবে বলে মনে করেন? এই ব্যর্থতার কারণে তার রাজনৈতিক ক্যারীয়ারের ভরাডুবি হতে পারে কি?

০৮ ই জুন, ২০২০ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


না, ভুলের জন্য তার অসুবিধা হবে না; নিউইয়র্ক ডেমোক্রেটদের রাজ্য, তাকে ডেমোক্রেটদের থেকে কেহ চ্যালেন্জ করবে বলে মনে হচ্ছে না।

লকডাউন উঠানোর প্রয়োজনীয়তা বোধ করছেন মানুষ; রাজ্যের অর্থনীতি ভালো নয়; মার্চের ১ম থেকে লকডাউন দিলে মৃত্যুর পরিমাণ খুবই কম হতো।

১০| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:০৭

কাছের-মানুষ বলেছেন: পড়লাম, পরিস্থিতিতে কয়েকদিন পরে বুঝা যাবে। তবে একটি রিক্স নিতে হতই, এভাবে অনিদিষ্টকালের জন্য সব বন্ধ রাখাও অর্থনিতির জন্য খারাপ! ইতিমধ্যেই নিউয়র্কে যেহেতু অনেকে আক্রান্ত হয়েছে তাই একটা হার্ড ইমিউন সিষ্টেম হয়ত ডেভেলপ করেছে সেখানে, হিউম্যান ট্রান্সমিশন হাড় হয়ত কম হবে এখন কারনে অনেকের শরীরের করোনার এন্টীবডি তৈরি হয়েছে!!!

আমেরিকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো কবে থেকে খুলতে পারে বলে মনে করেন ?

০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


খোলাভাবে আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে কোন আলোচনা শুনছি না; মনে হয়, ভেকসিনের আগে নয়; এখন লিমিটেড ফ্লাইট যাওয়া আসা করছে।

১১| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,



যে ভাবেই হোক, পৃথিবীর প্রতিটি মানুষ যেন ভালো থাকে।

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


ভেকসিন এসে গেলে মানুষের ভয় কেটে যাবে।

১২| ০৯ ই জুন, ২০২০ রাত ১:৩১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আপনি বললেন ঠিক বলেছেন, প্রতিবাদের দরকার ছিলো; বাংলাদেশেও প্রতিবাদের দরকার; আমাদের শিক্ষিতরা পরগাছার মতো কোনভাবে বেঁচে আছে।। এখন প্রতিবাদ করলেও তো বলবেন শিক্ষিতরা কাজকাম বাদ দিয়ে প্রতিবাদ করে বেরাচ্ছে।

যাইহোক, প্রতিবাদের দরকার ছিলো, তবে এই সিচুয়েশনে রাস্তায় জড় হয়ে প্রতিবাদ করা উচিত হয় নি। আপনি কি বলেন?

০৯ ই জুন, ২০২০ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিতরা প্রতিবাদ করতে পারেন ঘরে বসে।

১৩| ০৯ ই জুন, ২০২০ রাত ১:৩৩

মেঘশুভ্রনীল বলেছেন: করোনায় আমেরিকার এই অবস্থার পিছনে কি শুধু ট্রাম্প ও তার প্রশাসন দায়ী? নাকি আমেরিকানদের তাদের সিস্টেমের উপর অগাধ আত্মবিশ্বাস-ও কিছুটা দায়ী বলে মনে করেন?

এতো গোছানো একটা সিস্টেমে অল্প কয়েকজন বোধহীন মানুষ যা খুশি তাই করে যাবে দিনের পর দিন, আর একদল সচেতন মানুষ অনেকটা চুপচাপ বা মৃদু প্রতিবাদ করে, সময়ের অপেক্ষায় থাকবে বলে আমার বিশ্বাস হতে চায় না।

০৯ ই জুন, ২০২০ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


শুরুতে ট্রাম্প একগুয়েমী, সিডিসি ও সরকারী তথ্য মানুষকে সঠিক চিত্র দেয়নি।

১৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমেরিকায় প্রদিবাদ করে কিছু আদায় করা যায়না।
প্রতিবাদ করলে গুলি খেতে হয় নয়তো বুটেন তলায়
পৃষ্ট হতে হয়। আপনি ঘরে থাকুন, প্রতিবাদ করার
দরকার নাই।

০৯ ই জুন, ২০২০ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


করোনার কারণে আমার বয়সীদের বের হতে নিষেধ করেছে মিছিলের অর্গেনাইজারেরা। আমােরিকানদের প্রাপ্তি আসলেই কম।

১৫| ০৯ ই জুন, ২০২০ রাত ২:২৩

রাকু হাসান বলেছেন:

সু সংবাদ ,ডেনমার্কও স্কুল খোলে দিল। এ দিকে নিউজিল্যান্ডও । তথ্য বলছে ইউরোপ,আমিরিকা প্রথম পিক অনেকটা কেটে উঠছে। দ্বিতীয় পিক না আসুক।ব্রাজিলের পর উপমহাদেশ প্রধান হটস্পট হতে পারে।

০৯ ই জুন, ২০২০ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কি হচ্ছে, সরকার নিজেও জানে না; জাতীয় মিলাদ পড়ানোর সময় হয়েছে।

১৬| ০৯ ই জুন, ২০২০ রাত ২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের পাগলামী আর
লকডাউনের ফলাফল সমীকরণ = ০০০

..................................................................
যতলোক মারা গেছে সকলে একটা করে ফৌজদারী মামলা
করা উচিৎ ট্রান্পের নামে ।

০৯ ই জুন, ২০২০ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ফৌঝদারী মামলা হয়তো টিকবে না; তবে, ট্রাম্প পরাজিত হলে, ওর বিপক্ষে মামলা হবে।

১৭| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: নিউইয়র্কের লোকজন লকডাউন মেনেছে কেমন? আমাদের দেশের মতো করে?

০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কে লকডাউন কাজ করেছে; তবে, এখানে এসেন্সিয়েল সার্ভিস (খারারের দোকান, ফার্মেসী, গ্রোসারী, বাস, ট্রেন, পোষ্ট অফিস ... সাপ্লাইচেইন) খোলা ছিলো; এসব সার্ভিসের মানুষের মানুষজন প্রান হারায়েছেন।

১৮| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৮

মৃন্ময়ী শবনম বলেছেন: যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সহজে বা খুব তারাতারি স্থির হচ্ছে না আর পৃথিবী - এর মধ্যে যদি আরো বিপর্যয় আসে তাহলে আরো বিপদ বাড়বে।

করোনা এখনো ডাউন হয়নি। শুরু হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা।
লোকসমাগমে করোনা আবার বেড়ে যেতে পারে - - -

ট্রাম্প সরকার পরাজিত হলে বিচারের মুখোমুখি হতে হবে, অন্তত আমেরিকান জনগণকে খুশি করার জন্য হোক আর ট্রান্সপারেন্সি হোক “ট্রাম্প সরকারের জোড়ালো বিচার হওয়ার সম্ভবনা আছে”

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:৩২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান প্রেসিডেন্টদের বিচার হয় না; তবে, ট্রাম্প পরাজিত হলে, উহার বিচার হবে, মনে হচ্ছে।

১৯| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতদিনে ট্রাম্পের বিপক্ষে কথা বলেছেন অথচ আমি যখন পোস্ট দিলাম আমি বললেন- জনগন দায়ী নয়, ছাত্ররা ভোট দেয় না। স্কুলের ছাত্ররা এর চেয়ে ভাল ধারনা রাখে।

জনগনের বিশাল একটা অংশই বোকামী করেছে নির্বাচনে।

অর্থ আর অস্ত্র দিয়ে করোনা ঠেকানো যায় না..........উন্নত বিশ্ব হিসেবে আরও ভাল বিকল্প চিন্তা করা উচিৎ ছিল।

০৯ ই জুন, ২০২০ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা করোনার গুরুত্ব বুঝতে পারেনি; তাদের মানুষ চীন ইুরোপ ঘুরে, সেখান থেকে উহা যে আসছে, সেটা তারা টের পায়নি।

২০| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: আমাদের এখানে বিকাল ৪ টায়। সময় দোকান পাট বন্ধ করার কথা। অথচ কেউ মানছে। পুলিশ এলে দোকানের বাতি বন্ধ করে দেয়। আবার পুলিশ গেলে দোকান সচল। আজ দেখলাম পুলিশকে ঘুষ দিচ্ছে দোকান খোলা রাখার জন্য। সবচেয়ে বড় কথা যত্খন দোকান খোলা থাকে ততক্ষন বেচাকেনা চলতে থাকে।
মানুষজন কেন তাদের কেনাকাটা ৪ টার মধ্যে শেষ করছে না? কেন নিয়ম মানছে না?

০৯ ই জুন, ২০২০ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো মোটিবেশনের ব্যাপার; মানুষ দেশের কথা, অন্যদের কথা ভাবে না, কারণ ওরা দেখছে যে, সরকার ও প্রশাসন দেশের জন্য নিবেদিত নয়।

২১| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অন্য সব খবর ভালো তো, জনাব?
শুনলাম মার্টিন লুথার কিং-এর সময়ের মতো আবারও বর্ণবাদ নেমেছে আম্রিকায়?

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্ত দেখে নিশ্চিত হলাম যে, আপনি ভালো আছেন; ভালো থাকুন, সতর্ক থাকুন।

ক্রমে বর্ণবাদ যেটুকু কমে আসছিলো, ট্রাম্প উহাকে অনে গুণ উসকে দিয়ে নির্বাচনে ব্যবহার করতে চাচ্ছে, অবস্হা ভয়ংকর।

২২| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: করোনা পরবর্তী যুক্তরাষ্ট্র আগের অবস্থানে থাকবে কিনা বা থাকতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। করোনা মোকাবেলায় তারা এক প্রকার ব্যর্থ। তাদের ইকোনমির উপরে এর প্রভাব কতটা নেতিবাচক হয় কে জানে। পৃথিবী অনেক কিছু নতুন করে দেখবে বলে মনে হচ্ছে।

১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ও গভর্ণরদের জন্য আমেরিকা চরম মুল্য দিয়েছে।
তবে, এরা কাজ করে; ফলে, এরা আবার ঘুরে দাঁড়াবে।

২৩| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এটা কী বললেন, চাঁদগাজি ভাই! সেদিন এতো দীর্ঘ একটি লেখা দিয়েও প্রমাণ করতে পারলাম না যে, আমি বেঁচে আছি। অথচ দু'লাইনের মন্তব্যে সবই বুঝে গেলেন? যাহোক, আপনি কিন্তু ঘর থেকে বের হবেন না।

১০ ই জুন, ২০২০ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি মোটামুটি সতর্খ থাকার চেষ্টা করছি।
ব্লগে লেখেন, মানুষজন পড়ুক।

২৪| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৯

মিরোরডডল বলেছেন: নতুন সংক্রমণ ১০১৮ আর মৃত্যু ৪২ এ অবস্থায় লকডাউন তুলে নিলো পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা ।

এখন কি অবস্থা ?

১৩ ই জুন, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



অবস্হা বদলায়নি, গতকাল মৃত ৮৩, নতুন আক্রান্ত ৯০০ জনের মতো।

২৫| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন: তাইতো দেখছি, মৃত্যুহার এখনও অনেক বেশী ।
রাশিয়ার অবস্থাও দেখলাম ভয়াবহ । বাংলাদেশের অবস্থাও খারাপ ।
দীর্ঘদিন হয়ে গেলো কিন্তু কোন সলিউশন হচ্ছেনা এই সমস্যার ।
এটা এখন একটা স্বপ্ন মনে হয় যে আবারও কখনও সবকিছু আগের মতো হয়ে যাবে ।
সাবধানে থাকবেন । ভালো থাকবেন ।

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প সঠিকভাবে কিছু করেনি; পুটিনকে রাশিয়ানরা ডাকাত হিসেবে নেয়।

শেখ হাসিনা কি বলেন, একটা মুরগীও তা অনুসরণ করছে না আজকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.