নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: এম আলীর পোষ্টের জন্য মন্তব্য

২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২



ড: এম আলী, বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্হিতিতে গ্রামে ১ তলা পাকা বাড়ী না করে মাটির ঘর তৈরি করার দরকার। এখন মানুষ ১ তলা বাড়ী করে, অর্থ ও জমি নষ্ট করছে, এগুলোকে এক সময় ভাংগতে হবে; পাকা বাড়ী ভাংগা ভয়ংকর সমস্যা ও অর্থের অপচয়; মাটির ঘর তৈরি করতে খরচ কম, ভাংগা সহজ; ভাংগার পর, মাটির সাথে মাটি মিশে গেলো।

মন্তব্য ১০৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার কোন ভেজাল হয়েছে?

২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


বরাবরের মতোই, সুযোগ পেলে মড়ুরা ট্রাক্টর দখল করেন

২| ২২ শে জুন, ২০২০ রাত ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মুক্তির প্রতীক্ষায় আছি ‌।

আপনি ছাড়া ব্লগ জমে না।

বিশেষ করে আপনার মন্তব্য ছাড়া ব্লগ পড়ারর কোন মজাই নেই

২২ শে জুন, ২০২০ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার মন্তব্যই আমার চিরশত্রু

৩| ২২ শে জুন, ২০২০ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: আবার ব্যান খেয়েছেন? কারে আবার কি কইলেন ?

২৩ শে জুন, ২০২০ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


কাকে যে কি বলেছি ঠিকমনে নেই।

৪| ২৩ শে জুন, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: হুট করে 'জেনারেল' করা হয়।
আগে থেকে যদি একটু বলে কয়ে নেয় বা ব্যান করার আগে একটু হিন্টস দেয়- তাহলে কিন্তু সাবধান হওয়ার সুযোগ পাওয়া যায়।

২৩ শে জুন, ২০২০ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বদলাচ্ছে ভালোর দিকে, বাংলাদেশ সরকার বদলাচ্ছে না; করোনা সবার প্রোবলেম, সবাই চিন্তাভাবনা করে পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ ভয়ংকর বিশৃংখলার সৃষ্টি করেছে; বিশ্বের ব্লগারেরা আধুনিক বিষয় নিয়ে লিখছেন, আমাদের ব্লগারেরা শয়তান, যাদু টোনা, স্বর্গ-নরক নিয়ে রূপকথা রচনা করছে।

৫| ২৩ শে জুন, ২০২০ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: আপনি প্রথম পাতায় নেই, তিন দিন তো হয়েই গেল!!!
আমি চাই আজ এখনই আপনাকে মুক্ত করে দেওয়া হোক।

২৩ শে জুন, ২০২০ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



সময় মতো আমাকে ছেড়ে দেবেন; তবে, বেশীরভাগ ব্লগারদের নিয়ে তেমন উৎসাহ অনুভব করছি না।

৬| ২৩ শে জুন, ২০২০ রাত ৩:৪৪

সুপারডুপার বলেছেন:



জানা আপা ছোট বেলায় ভাবতেন বড় হয়ে একদিন ট্রাক বা ট্রাক্টর চালাবেন। কারণ ওগুলোর বিশাল চাকা রয়েছে এবং বেশ বড়সড় একটা কিছু।

চিন্তা করবেন না চাঁদগাজী সাহেব। ট্রাক্টরের সাথে জড়িয়ে আছে জানা আপার ছোট বেলার স্বপ্ন। আশাকরি জানা আপা আপনার ট্রাক্টর দ্রুত ঠিক করে দিবেন। কিন্তু বার বার আপনি ট্রাক্টর চালাতে ভুল করলে, জানা আপা কিন্তু আপনার ট্রাক্টর নিয়ে নিবেন !!! তাই এর পরে ট্রাক্টর একটু সাবধানেই চালাবেন।

আপনার জন্য শুভকামনা যেন খুব তাড়াতাড়ি আপনার ট্রাক্টরটা ঠিক হয়ে যায়।

২৩ শে জুন, ২০২০ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


জানা ও উনার মড়ুরা মিলে ট্রাক্টরের চাাকা খুলে নিয়ে গেছে।

৭| ২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



তাহলে ঘটনা এই। পোষ্টে লাইক দেখেছি,কোন মন্তব্য দেখতে পাইনি। মনে করেছি অনেক বড় আকারের পোষ্ট
হয়ত সময় করে পাঠ করে গুরু গম্ভির মন্তব্য একটা কিছু লিখবেন । ঠিকই বলেছেন ,গ্রামে একসময় সবাই
ইটের পাকা বাড়ী বানাবে।জনসংখ্যা যদি এই হারে বাড়তে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই একতলা বাড়ী
ভেঙ্গে বহুতলা করতে হবে । সে হিসাবে এই সময়ে গ্রামঞ্চলের উপযুক্ত স্থানে উপযুক্ত মানের আধুনিক নির্মান
শৈলী/পদ্ধতি অনুসরণ করে মাটির ঘর তৈরী করাই ভাল হবে। উন্নতমানের মাটির ঘর নির্মানের জন্য অবশ্য
সরকারকে যথাযথ ভবন নির্মান কোড প্রনয়ন ও মাটির গৃহ নির্মানকারীকে তা অসুসরনের বাধ্য করতে হবে ।

গত কয়েক দিন আগে একটি স্টিকি পোষ্টের একটি মন্তব্যে দেখেছিলাম প্রথম পাতায় লেখা প্রকাশের নিয়ন্ত্রন
নাকি পয়েন্ট অনুযায়ী অটোমেটিকেলী বন্ধ ও খোলা হয় । এমন অবস্থায় কি আর করা? অপেক্ষায় থাকুন ।


রকারকেও

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



চট্রগ্রামের মানুষ আরবে চাকুরী করে, ১ তলা পাকা বাড়ী করে এমনভাবে ঘর তুলেছে যে, চাষের জমি শেষ; এদের ছেলেমেয়েদের ঘর তোলার যায়া নেই, ঘর ভাংতেও পারবে না; যদি মাটির ঘর হতো, ভেংগে ঐ যায়গায় বড় ঘর তুলতে পারতো; পাকা ঘরের রিপেয়ারের টাকা থাকবে না অনেকের কাছে।

৮| ২৩ শে জুন, ২০২০ সকাল ১০:০২

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সমস্যা তাহলে এখানে। তাই তো ভাবছি পোস্ট হঠাৎ মন্থর হলো কেন ? গত দু তিন দিন যাবৎ ব্লগে চেক করে দেখছি এক্টিভ আছেন কিন্তু পোস্ট নেই।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ফিরে আসবো শীঘ্রই; আমাদের ব্লগারদের সমস্যা আমাদের ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, ও সরকারের লোকদের সমস্যার মতো।

৯| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এভাবেই কার্যক্রম চালিয়ে যা্ন
একদিন দেখবেন সব আেগের
মতো হয়ে গেছে। রিলাক্স করুন।
টেনশন নিবেন না। এ বয়সে
টেনশন স্বাস্থ্যের জন্য হানিকর।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


না, আমি টেনশনে নেই; বাংগালীদের মানসিকতা ব্লগিং'এর জন্য এখনো উপযুক্ত নয়; তারা বেশীরভাগ পোষ্ট লেখেন ভুল ধারণার উপর নির্ভর করে; ইহার সমালোচনা করলে, কান্নাকাটি শুরু করে, উনি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন

১০| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১০

সপ্তম৮৪ বলেছেন: বলগ হৈলো বাকশালি পেলাটফরম।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



বাকশাল কঠিন ছিল, শেখ সাহেবের মতো মানুষের প্রাণ গেলো বাকশালের কথা বলে।

১১| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, একটু রেষ্ট নেয়ার সুযোগ করে দিয়েছেন এডমিনরা

১২| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ট্রাক্টর মার্কা মনে হয় আপনার স্যুট করছে না। বদলালে কাজ হতে পারে। আর না হয় তাবিজ, পানি পড়া এগুলির সাহায্য নিতে পারেন।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:



এটাই টিকে আছে, বাকীগুলো হজম করে ফেলেছে সামু; চাকা নিয়ে গেছে এডমিনগণ, আমি চাকা লাগায়ে নেবো।

১৩| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: মাটির ঘর নির্মাণে সময় এবং অর্থ ব্যয় কিভাবে আরেকটু হ্রাস করা যায়, তা নিয়েও মনে হয় এক আধটু গবেষনা করা উচিত। তবে আপনার মূল বক্তব্যের সাথে একমত।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


চট্রগ্রামের লোকেরা আরবে কাজ করে, ধানের জমিগুলোতে ১ তলা বিশ্রী ঘর তুলে ভরায়ে ফেলেছে; জমি শেষ, আগামীতে এগুলো যে ভাংগতে পারবেন, তারও গেরেন্টি নেই। মাটির ঘরে থাকতে আরাম, তুলতে অল্প পয়সা লাগে; যেকোন দিন ভেংগে ফেলা যায়।

১৪| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:১৮

মিরোরডডল বলেছেন:



আলী ভাইয়ের পোষ্ট এখনও পড়া হয়নি, কিন্তু আপনার মন্তব্য ভালো লাগলো । মাটির ঘর দেখলে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে ।

কি অবস্থা ! আপনি আবারও!!!! কি বলবো । হাসিও আসে বার বার এই অবস্থা দেখে আবার ভীষণ রাগও লাগে কেনো কোন কন্ট্রোল নেই । নিজেই জানেন না কি কারনে । জানতে হবে যেন আর না হয় । আবার মায়াও লাগে এরকম বন্দি দেখলে ।
আপনি দিন দিন রিভার্স করছেন শিশু হয়ে যাচ্ছেন । গ্রো আপ ম্যান অ্যান্ড কন্ট্রোল ।

এই পোষ্ট যেভাবে লিখেছেন একইভাবে অন্য লেখা পড়েও এভাবে পোষ্ট আকারে মন্তব্য করুন ।
আমারা পাশেই আছি । ভালো থাকবেন ।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমার ভাবনায় 'ব্যক্তি আক্রমণ'টা অন্য ধরণের; আমার মনে হয়, সামুর ব্লগারেরা লজ্জাবতী গাছের মতো, বাতাস লাগলেই শেষ।

১৫| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ব্লগে গুনী মানুষের কদর নেই। এটা দুঃখজনক।
কুসংস্কার বিশ্বাসীদের জয়জয়কার।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগে যারা আসছেন, তারা গুহার বাহিরে বিশাল বিশ্ব দেখার সুযোগ পাচ্ছেন।

১৬| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: জাদিদ ভাইকে একটা মেইল করেন।
উনি ভালো লোক। নিরপেক্ষ মানুষ।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:



যোগাযোগ হয়েছে; আপনি চিন্তিত হবেন না।

১৭| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:৪৪

জুন বলেছেন: আপনি আজও ট্রাক্টর চালিয়ে প্রথম পাতায় পা ফেল্লেন না যে! কবে ছাড়া পাবেন! এই করোনাকালে কাউকে আটকে রাখা আটককারীদের জন্য তো ঝামেলা বলেই জানি। তাড়াতাড়ি ফিরে আসুন সদর্পে 8-|

২৪ শে জুন, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


কিছু লোকজন রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন, ধাক্কা খেয়ে ট্রাক্টরের দোষ দেন।

১৮| ২৩ শে জুন, ২০২০ রাত ১১:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: আপনি ফিরে আসুন। প্রথম পাতায় পোস্টের আশায় রইলাম।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:


সময় কাছে আসছে, কতদিন দুরে থাকা যায়? অনেকটা প্রবাস জীবনের মতো!

১৯| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৫৫

শের শায়রী বলেছেন: মুরুব্বীর ওপর কি আবার কু নজর পড়ছে? ভালো তাবিজ আছে, লাগলে বলবেন। কারো নজর আপনার ওপর পড়বে না। আমি একজন ভালো তান্ত্রিক চিনি।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, তাবিজই শেষ ভরসা, ভেকসিনও কাজ করছে না।

২০| ২৪ শে জুন, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
আজ দেখা যাচ্ছে না আপনাকে?

২৪ শে জুন, ২০২০ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি একটু দুরে গিয়েছিলাম; পরিচিত একজন সাগরে মাছ ধরেছেন, আমার জন্য মাছ নিয়ে আসতে চেয়েছিলেন; আমি নিজে গিয়ে নিয়ে এলাম। ধন্যবাদ, হুশিয়ারে থাকুন। বাংলাদেশে আমার ঘনিষ্ট ২ পরিবারে করোনা হয়েছে।

২১| ২৪ শে জুন, ২০২০ সকাল ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
দিনে ১০ টা মন্তব্য মানে ততগুলো পোষ্ট ।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্যটা বুঝতে পারিনি, স্যরি।

২২| ২৪ শে জুন, ২০২০ সকাল ৯:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে থামানোর চেষ্টা আমার মোটেও পছন্দ না কারণ আপনি এখন এই ব্লগের মধ্যমণি এবং একজন প্রবীন ব্যক্তি।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি সাধারণ ব্লগার, একটু বেশী এ্যাকটিভ, এটুকুই।

করোনার মাঝে ৩ বার জেনারেল হওয়াটা ভালো লাগছে না।

২৩| ২৪ শে জুন, ২০২০ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথায় যুক্তি আছে । ছোট ঘনবসতিপূর্ণ দেশ সেটি বিবেচনায় পরিকল্পনা গ্রহণ করা উচিৎ।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:২২

চাঁদগাজী বলেছেন:


জমি রক্ষা ও একই যায়গায় বিবিধ জেনারেশনের থাকার ব্যবস্হা করার জন্য মাটির ঘর ভালো; গ্রামের ছোট পরিবারগুলোকে মাটির ঘর বানিয়ে দিলে, তারা ভালোভাবে থাকতে পারতো।

২৪| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৪

মিরোরডডল বলেছেন: "সামুর ব্লগারের লজ্জাবতী ........."

"কিছু লোকজন রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন ........."

হা হা হা......প্রতিমন্তব্যগুলো সেইরকম জোস :)

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগার এখনো কিশোরের মতো কান্নাকাটি করে বেড়ান; ব্লগের নিয়ম কানুন তাদের মন রক্ষার কাজ করে।

২৫| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে এই ব্যাপার! আপনাকে বেশ কিছু দিন সাম্প্রতিক মন্তব্য অংশে না দেখেই খটকা লেগেছিল।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


মন্তব্য নাকি ভালো হচ্ছে না!

২৬| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কোন নেতা বাঁচতে পারে নাই।এখন অনেকে বেঁচে যাচ্ছেন কারন আগের মতো আর ধার নেই।

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



আগেরটা 'ধার' ছিলো না, ছিলো অপরাধ; এখনকার আমেরিকা অনেক মানবিক।

২৭| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: এবার সমস্যা্র কি শীঘ্রই সমাধানের সম্ভবনা আছে- নাকি এভাবে ঝুলে থাকবে?

২৪ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার কাহিনী পড়েছি, কমেন্ট করা সম্ভব হয়নি। যৌবনে, কারো সাথে পরিচিত হওয়ার অপরিসীম ইচ্ছাকে প্রকাশ করেছেন ভালোভাবেই।

এডমিনদের সাথে যোগাযোগ করেছি, শীঘ্রই বের হয়ে আসবো।

২৮| ২৫ শে জুন, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: নদীর চেয়ে সমুদ্রের মাছ শরীরের জন্য বেশি উপকারী।

ঢাকায় করোনা পরিস্থিতি কোণ দিকে যাচ্ছে বুঝতে পারছি না।

২৫ শে জুন, ২০২০ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় করোনা বাড়ছে, মানুষ বাসায় চিকিৎসা করছে; কারণ, তারা জানেন যে, হাসপাতালে তাঁদের যায়গা নেই, এবং ডাক্তারেরা দেখে না।

২৯| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: যারা এতদিন বলেছে- দেশ উন্নয়নের মহাসড়কে তারা আজ কোথায়?
শেখ হাসিনা বলেছেন, জনগনের কথা ভেবে মুজিব বর্ষ এবং দলের প্রতিষ্ঠা বার্ষিকি করেন নাই। দেশের জনগনের প্রতি তার ভালোবাসা আছে।

২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


উনার ভালোাসা বস্তির মায়ের মতো: বাচ্চা স্কুলে যেতে পারেনি, এখন অন্যের বাসায় চাকরাণী।

৩০| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কৃষি জমি যাতে নষ্ট না হয় সেটাও খেয়াল রাখতে হবে। গ্রামের বাড়িগুলোতে জায়গার অপচয় সবচেয়ে বেশি হয় পরিকল্পনার অভাবে। টেকসই পরিকল্পনার বিষয়টির প্রাধান্য সুনিশ্চিৎ করা দরকার।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



গ্রামের লোকজন তাদের গুহা জীবনের অভিজ্ঞতা দিয়ে প্ল্যান করেন।

৩১| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: এই করোনাকাল মনে হয় পার করতে পারবো না। এর আগেই স্ট্রোক করে মারা যাবো।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



আপনাদের গাড়ী নিয়ে নির্জন যায়গায় গিয়ে দৈনিক ৪/৫ মাইল হাঁটেন।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


সপ্তাহে ২ বেলার বেশী মাংস খাবেন না।

৩২| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সরকারে বিষয়টিতে সদয় দৃষ্টি দেয়া উচিৎ । এট লিস্ট আদর্শ গ্রাম উপযোগী একটা পরিকল্পনা তারা প্রণয়ন করার যোগ্যতা রাখেন। উন্নত নগর পরিকল্পনা তাদের দিয়ে নাও হতে পারে।

২৫ শে জুন, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



এই সরকারে সেই রকম লোকজন নেই; কেহ কোন কিছুই করছে না, সবাই শেখ হাসিনার নির্দেশের জন্য বসে থাকেন; এসব কঠিন বিষয়, উনার নিজের থেকে জানার কথা নয়।

৩৩| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই আমার সাথে ব্লগ যুদ্ধ করবেন নাকি? আপনি যা বলেছেন ঠিক আছে তো? আমি কিন্তু মাটির ঘরে প্রচুর থেকেছি আমার মাটির ঘর সম্পর্কে শক্ত ধারনা আছে। কি বলেন যুদ্ধ শুরু করবেন? চেষ্টা করে দেখবো কি - এই যুদ্ধে যদি আপনাকে সেইফ পজিশনে নেওয়া যায় --- --- --- চিন্তা ভাবনা করে উত্তর দেবেন।


২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং হলো সবচেয়ে আধুনিক বিষয় নিয়ে ইন্টেলেকচুয়েল আলাপ; কিন্তু আমাদের প্রচুর ব্লগার ইহাকে অপধারণা, ভুল ধারণা, রূপকথা, পল্টন, বায়তুল মোকাররম হিসেবে ব্যবহার করছেন; ফলে, একটু কড়া ধরণের তর্ক-বিতর্ক হয় মাঝে মাঝে।

৩৪| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভাবছি, এখন থেকে ব্লগে ওয়াজ পোস্ট করবো। সবাই খালি আমাকে মারহাবা মারহাবা বলবে।
আর আমি বাস্তবেও হাবা হয়ে যাবে।

২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি মালয়েশিয়ায় যা দেখছেন: অর্থনীতি, টেকনোলোজী, সমাজ ব্যবস্হা, প্রবাসী শ্রমিকদের জীবন, এগুলো নিয়ে লেখেন; ব্লগারেরা উপকৃত হবেন।

৩৫| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: আজও কি আপনার নতুন কোনো লেখা পাবো না?

২৫ শে জুন, ২০২০ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



এডমিনদের সাথে যোগাযোগ হয়েছে, উনারা আমাকে ছেড়ে দেয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। আমার লেখায় অন্য ব্লগারদের চেয়ে আলাদা কিছু নেই, আমি শুধু নিযজের মতামত জানাতে ভুল করি না, পার্থক্য এটুকুই।

৩৬| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশের মানুষের হাত হতে স্মার্ট ফোন কেড়ে/ছিনিয়ে নিতে পারবেন?
শুধুমাত্র বাংলাদেশে ফেসবুক বন্ধ করা সম্ভব?

২৫ শে জুন, ২০২০ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


ফেইসবুক মানুষকে কিছুটা সাহায্য করেছে; ফোন খুব একটা সাহায্য করেছে বলে মনে হয় না; আজকের দিনে টেকনোলোজী কেড়ে নেয়ার কথা ভাবাই অপ্রয়োজনীয় কাজ।

৩৭| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




- ঠিক। তেমনি এই দেশের মানুষের কাছ থেকে পাকা বাড়ি থেকে মাটির ঘরে নেওয়া সম্ভব না। বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে মানুষ মাটির ঘরে যাবে না। দেশে এখন আর গ্রাম নেই। গ্রাম ধ্বংস হয়ে গেছে পাকা বাড়ির কারণে। রাস্তা বন্ধ করে বাউন্ডারি দেয়াল দিয়ে পাকা বাড়ি। প্রায় প্রতি বাড়ির সামনের একটা অপশনে মুদির দোকান, চা এর দোকান, সেলুন, সেল ফোন রিচার্জ দোকান - বাজে অবস্থা। এখন ঘর থেকে বেরুলে দোকান পাঠ আর মানুষ জনে গিজ গিজ পরিবেশ।



২৫ শে জুন, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


যা হয়ে গেছে, সেগুলো নিয়ে মাথা না ঘামায়ে লাভ নেই; মানুষকে সাহায্য করলে, গ্রামের মানুষ এখনো সুন্দর মাটির ঘরে থাকতে চাইবেন; সুদিন এলে, পরিবারের সবার জন্য আলাদা এ্যাপাটমেন্টের মতো করে পাকা বাড়ী করতে পারবেন; এখন অনেকেই অকারণে জীবনের সন্চয় দিয়ে ঘর করছেন; চট্টগ্রাম জেলাটাকে মানুষ গিন্জি ১ তলা ঘরে পরিণত করেছেন।

৩৮| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শুধু চট্টগ্রাম নয় সমগ্র বাংলাদেশ একই অবস্থা। মানুষ এখন পাকাবাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে - আর এখনকার মানুষ মরতে রাজি আছে কিন্তু স্বাচ্ছন্দ্যতে তিল পরিমান ছাড় দিতে রাজি না।

মাটির ঘর করা সম্ভব:
১। সরকারি প্রাথমিক বিদ্যালয় ( গ্রামের হত দরিদ্ররা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন - বাদবাকি সবাই কিন্ডার গার্টেনে)

২। সরকারি দপ্তর (একমাত্র পুলিশ চৌকি/থানা ব্যতিত সকল সরকারি অফিস মাটি দিয়ে করে দিতে পারলে মজা হতো, ঘুষ দিয়ে বেটারা চাকরি নিছিস, এখন মাটির ঘরে অফিস কর)



২৬ শে জুন, ২০২০ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



এগুলো অনেক প্ল্যান ও ভাবনার বিষয়, বাংলাদেশের মানুষ অতটুকু ভাবার মতো অবস্হানে নেই।

৩৯| ২৬ শে জুন, ২০২০ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: আমার এক আত্মীয় করোনায় আক্রান্ত। কিন্তু সে কোনো হাসপাতালেই ভর্তি হতে পারছে না। সিট নাই।

২৬ শে জুন, ২০২০ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



যদি ভয়ংকর নিমোনিয়া না হয়, হাসপাতালে যাওয়া ঠিক হবে না; ওরা ঠিক মতো সেবা করে না; ভয়ে ভয়ে দুরে থাকে।

৪০| ২৬ শে জুন, ২০২০ রাত ২:৪৬

রাকু হাসান বলেছেন:


আপনার খবরটি শুনে ব্যয়িত হলাম । আশা করছি ,দ্রুত ফিরবেন । ব্লগের ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকলে ,জানানোর অনুরোধ করছি। এখানেই জানাতে পারেন । পোস্টে প্রয়োজনে উল্লেখ করে দিব। ভালো থাকুন ।

২৬ শে জুন, ২০২০ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগের সফটওয়ার আপডেট'এর যেই সাজেশন/রিকোয়ারমেন্ট আপনি দিয়েছেন, উহা অনেক; আমার নিজস্ব কোন প্রস্তাবনা নেই। আমার ব্লগিং সব সময় এই রকম উঠা-নামার মাঝে ছিলো সব সময়, ইহা অনেকটা স্বাভাবিক।

৪১| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না।
জাফুরুল্লাহ বলেছেন, আগামী মাসটা (জুলাই) করোনার পিক টাইম। আপনি কি মনে করছেন? উনি ঠিক কথা বলেছেন?

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের থেকেই সচেতন হচ্ছেন; বাংলাদেশের পিকটাইম অনুমান করা কষ্টকর; তবে, ইহা গ্রামেও ছড়ায়ে গেছে।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



নিশ্বাস নিতে না পারলে, হাসপাতালে নিতে হবে; কিংবা, নার্সের সাহায্য নিয়ে অক্সিজেন দিতে হবে বাসায়।

৪২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। কে কত জনপ্রিয় তা জানা যেত। আপনি বিরোধী দলীয় আসন পেতেন আমার বিশ্বাস।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আমি কখনো জনপ্রিয় ছিলাম না; যাঁরা ব্লগে দীর্ঘ সময় আছেন, তাঁরা আমাকে পছন্দ করেন না।

৪৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মা সারা জীবন মাটির হাড়িতে রান্না করে গেছেন।
অ্যালুমিনিয়ামের হাঁড়ি উনি পছন্দ করতেন না।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



মাটির হাঁড়িতে খাবার পোড়ে না, এবং অনেক সময় অবধি গরম থাকে।

৪৪| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাটির চুলার রান্নার স্বাদ বেশী।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


সঠিক।

৪৫| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার এক ভাতিজা সিঙ্গাপুরে থাকে।
তার করোনাভাইরাস ধরা পড়েছে।
তাকে রাখা হয়েছে একটি ফাইভ স্টার হোটেল।
আজ তার সাথে অনেকক্ষণ কথা হলো ।
সে খুবই আরামে আছে।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


ওখানে সবাই ভালো হয়ে গেছে; আশাকরি, চিন্তিত হবেন না।

৪৬| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি কি মুক্ত !!!

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি মুক্ত।
কিন্তু এলার্জিতে ভুগছি, ব্লগে যাওয়া আসায় আছি।

৪৭| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এমন একটা সময় আসবে এই বাংলাদেশে গান নিষিদ্ধ হয়ে যাবে।
সেই সময় খুব বেশী দূরে নয়।
তাই সময় থাকতে প্রাণভরে গান শুনে নিন সবাই।
সামনে সময় খারাপ।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশের মোল্লাদের দলে নিয়েছে, নাম দিয়েছে ওলামা লীগ; আওয়ামী লীগ শেখ সাহেব ও মওলানা ভাসানীকে চেনে না, মনে হয়।

৪৮| ২৭ শে জুন, ২০২০ রাত ২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাটির ঘর ট্রাক্টর দিয়ে ভাঙ্গা সহজ এমন কিছু ?
.......................................................................
ঘটনা যাহাই ঘটুক, মাঝে মাঝে এমন ঘটনা দিয়ে
জনপ্রিয়তা যাচাই খুবই ডিজিটাল পদ্ধতি ।
আমি খুবই উৎসাহ পাচ্ছি, নিদেন পক্ষে ভোট পদ্ধতির
চেয়ে এটি অনেক নিরপক্ষ !!!

২৭ শে জুন, ২০২০ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


দেশের সামর্থানুসারে অনেক কিছু করা সম্ভব হতো; কিন্তু সরকার মানুষকে বাজার হিসেবে ব্যবহার করায়, মানুষ নিজের মতো চলছে।

৪৯| ২৭ শে জুন, ২০২০ ভোর ৪:০৫

আমি সাজিদ বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে ইকো ফ্রেনডলি ম্যাটেরিয়াল দিয়ে বাড়ি ঘর বানানো ভালো প্রস্তাব। কিন্তু একটা দেশে কি ধরনের বাড়িঘর নির্মাণ হয় তা দেখে বুঝা যায় সে দেশের সমাজ কতোটা অপরাধপ্রবণ। আপনার ইউএসে যে উড ব্লকের ঘর তা বাংলাদেশে খাটবে না।

২৭ শে জুন, ২০২০ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংলার গ্রামে মাটির ঘর এখনো কাজ করবে।

৫০| ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৩০

হাসান রাজু বলেছেন: ব্যান খেয়ে তো আপনি অভ্যস্ত । আপনাকে ব্যান করে তারা কি ম্যাসেজ দিতে চায় ?
নুরু ভাইয়ের প্রফাইলের ছবিতে যে ঘর দেখা যায় সেটা কি মাটির তৈরি? নাহ কাঠের মনে হয়।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগের নীতিগুলো বাংলাদেশী ট্রেনিশন থেকে এসেছে, ব্লগিং হলো ইউরোপ-আমেরিকার আবিস্কার।
নুরু সাহেবের ওটার ধরণ দেখে মনে হচ্ছে, মাটির নয়।

৫১| ২৭ শে জুন, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: নতুন কোনো পোষ্ট দিচ্ছেন না কেন?
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লিখুন।
১। শহর থেকে লোকজন গ্রামে চলে যাচ্ছে।
২। ঢাকা ঘরে বহু টুলেট ঝুলছে।
৩। ভিক্ষুকের খুব বেশি বেড়েছে।
৪। পাপুল কুয়েতে আছে, এদিকে হানিফ কানাডা চলে গেল।
৫। দুদক দূর্নীতিবাজদের ধরছে না।
৬। এখন তো ত্রান দেওয়া বন্ধ।

এই সমস্ত সমস্যা গুলো নিয়ে লিখুন কিছু। প্লীজ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


লিখবো।
পাপুল অসৎ আদম ব্যাপারী, শেখ হাসিনা হলেন অসৎ এমপি বেপারী।

৫২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭

পুলক ঢালী বলেছেন: অনেক বৎসর আগে ২০/২৫ তো হবেই শুনেছিলাম বসতবাড়ী এবং শিল্পকারখানা স্থাপনের কারনে প্রতি বৎসর ১%করে আবাদী ভূমি কমে যাচ্ছে। তাহলে তো এটা দুই দশক পর বর্তমানে জিওমেট্রিক্যালি ৪% হওয়ার কথা! তাহলে আগামী ২৫ বৎসর পর দেশে কোন আবাদী জমি থাকবে না।
এটা একটা ধারনার কথা বললাম মাত্র। কিন্তু বাস্তবতা হচ্ছে জন সংখ্যার চাপ মোকাবেলা করার জন্য আমাদের শহর বন্দর গ্রামে বহুতল ভবন তৈরী করা প্রয়োজন এবং ভাড়া/কিস্তি শোধের মাধ্যমে ফ্ল্যাটের মালিক এই চুক্তিতে হস্তান্তর করতে হবে।
ইট পোড়ানো একদম নিষিদ্ধ করে কংক্রীট ইটের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাতে হবে। প্রতিটা উপজেলায় সরকারের তালিকাভুক্ত কন্সট্রাকশন ফার্ম থাকবে তারাই বিল্ডিং বানাবে। জেলা উপজেলায় যে ঘরবাড়ী গুলি বর্তমানে রয়েছে সেগুলো থাকতে পারে কিন্তু নুতন করে কোন বাড়ী বানানো যাবেনা, এবং যেগুলো ২০ বৎসর বা যুক্তিসংগত নিরাপদ সময় পেড়িয়ে গেছে সেগুলো ভেঙ্গে জমি উদ্ধার করতে হবে এমন ব্যবস্থা চালু করা প্রয়োজন মনে হয়।
এটা একটা 'র' প্ল্যানিংয়ের কথা বললাম, তবে সামনে হয়তো তাই করতে হবে জমি এবং পরিবেশ রক্ষার জন্য।
এই খাতে প্রচুর দক্ষ শ্রমিক/কর্মী/ ইঞ্জিনীয়ারও তৈরী হবে (সিভিল,ইলেক্ট্রিক্যাল,মেকানিক্যাল ইত্যাদি ইত্যাদি)।
আধুনিকায়ন মানেই পরিবেশ দূষন তবে সেটা মিনিমাইজ স্টেটে রাখাই মূল লক্ষ্য হওয়া দরকার।

গাজীভাই আপনার পোষ্টে আমি কমই মন্তব্য করি কিন্তু পড়তে ভাল লাগে, বিভিন্ন বিষয়ের উপর আপনার অগাধ জ্ঞান তাই আপনাকে ব্লক করলে মিস করি।
তবে ব্লগ সম্বন্ধে ব্লগের বাহিরের মানুষের যেন খারাপ ধারনা তৈরী না হয় সেদিকে যেমন আমাদের সবারই খেয়াল রাখা দরকার। তাই ব্যাক্তিগত যোগ্যতার প্রশ্নে আঘাতবিহীন শোভনীয় আচরনের দিকেও আমাদের নজর রাখা দরকার।
একজন ভদ্রলোককে (তিনি লেখকও বটে) সামুর লিঙ্ক দিয়ে বলেছিলাম, 'এখানে বেশকিছু ভাল রাইটার আছে আপনি গল্প,কবিতা,প্রবন্ধ লিখতে পারেন অন্যের লেখার মূল্যায়নও করতে পারবেন।'
তিনি বেশ আগ্রহের সাথে নিলেন, এর কয়েক ঘন্টা পরে ব্লগে ঢুকে দেখি ভীষন ক্যাচাল চলছে এবং ভাষা ব্যবহারে সৌজন্যতারও অভাব। আমি আতঙ্কিত বোধ করলাম ভাবলাম,' খাইছে আমারে এখন যদি ভদ্রলোক ব্লগে ঢোকেন তাহলে কি মনে করবেন, ভাববেন এই কি ব্লগ ?'
তবে সৌভাগ্য বশতঃ তিনি সেদিন ঢোকেননি এবং লিঙ্ক হারিয়ে আবার লিঙ্ক চেয়েছেন আমি আগ্রহ পাচ্ছিনা তাই দিচ্ছিনা। ক্যাচাল নিয়ে আমরা যারা অভ্যস্ত তাদের কোন সমস্যা নেই তব আগন্তুক বা অতিথী ভ্রমনকারিদের কথা আমাদের মাথায় রাখা প্রয়োজন।
বাব্বা ! অনেক বকবক করলাম।
ভাল থাকুন সুস্থ্য থাকুন এবং মহা কলেবরে আবার ফিরে এসে ব্লগ মাতিয়ে তুলুন এই কামনা রইলো। :D

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


সঠিক ভাবনা, আলাদা বাড়ী ও আলাদা ঘর ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের মতো জন বহুল দেশকে।

'বাসস্হান' পরিকল্পনায় সরকার ও ইন্জিনিয়ারিং ভাবনা থাকার দরকার ছিলো; সরকার আজো দরকারী পদক্ষেপ নেয়নি। চায়ের জমি রক্ষার্থে গ্রামের বাড়ীগুলোকে এক যায়গা নিয়ে আসার দরকার ছিলো ১৯৭২ সাল থেকেই, সেটা আজো হয়নি।

ব্লগিং বিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে; সময় লাগবে।

৫৩| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২

মানতাশা বলেছেন: কতদিন চলিবেন এইভাবে? আপনার জেনারেল খতিয়ান লম্বা হইলো আরও । হিসাব রাখিছেন কতবার জেনারেল হইয়াছেন?বারংবার জেনারেল হইয়াও টিকিয়া আছেন । তাহার জন্য ধন্যবাদ ।

২৮ শে জুন, ২০২০ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


অন্যদের পোষ্ট পড়ার পর, পোষ্ট সম্পর্কে আমার যেই ধারণা হয়, আমি সেটা অনুযায়ী মন্তব্য করতাম আগে; ফলে, বেশ সমস্যা হতো, জেনারেল ফেনারেল হয়ে ব্যান খেতাম, এই নিকটা টিকে আছে, কারণ আমি অনেক কিছু কপ্রোমাইজ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.