নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প শুধুমাত্র বর্ণবাদকে কাজে লাগিয়ে জয়ী হতে চায়।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩



সভ্যতার এই যুগে, আমেরিকা হচ্ছে সবচেয়ে কম বর্ণবাদের দেশ; অষ্ট্রেলিয়া এই মহুর্তে সবচেয়ে বেশী বর্ণবাদের দেশ। আমেরিকার গত ভোটে বর্ণবাদীরা ট্রাম্পের পক্ষে ছিলো, ওরাই ট্রাম্পের হয়ে মানুষের সুপ্ত বর্ণবাদকে কাজে লাগায়েছে কিছুটা; কিন্তু জেতার জন্য উহা মুখ্য কারণ ছিলো না। এবার, ভোটের প্রচারণার শুরুতে ট্রাম্পের জেতার ব্যাপারে তেমন সংশয় ছিলো না; কিন্তু করোনা নিয়ে তার অসফলতা ও করোনাকে কেদ্র করে ট্রাম্পের ভুলের পর ভুল আমেরিকাকে ভয়ংকর বিপাকের মাঝে টেনে নিয়ে গেছে; যেখানে পুরো ইউরোপ করোনাকে মোটামুটি কন্ট্রোলে এনেছে, আমেরিকায় ইহা বেড়েই চলেছে। এখন গড়ে প্রতিদিন ৫০,০০০ বেশী নতুন সংক্রমণ ধরা পড়ছে।

এই অবস্হায়, মানুষ হতাশায় ভুগছে, ৪ কোটী বেকার হয়েছে করোনায়; কিন্তু করোনা বেড়েই চলছে। করোনাকে কেন্দ্র করে ট্রাম্পের সরকার অকারণে ৪ ট্রিলিয়ন ডলার মহাধনী কর্পরেশনগুলোকে দিয়ে বসে আছে। সে সঠিক সময়ে লগডাউন করেনি, এবং কোন প্রস্তুতি নেয়নি; এখন সে মানুষের সামনে বলে বেড়াচ্ছে, সে সঠিক সময়ে সব পদক্ষেপ নেয়ায় মিলিয়ন মিলিয়ন মানুষের প্রাণ বেঁচে গেছে; এতে মানুষ ওর সততা সম্পর্কে ভীত হয়ে উঠেছে।

এদিকে পুলিশের নির্যাতনে আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিলো পুরো মাস; ট্রাম্প ইহাকে তার পক্ষে নিতে পারতো, কিন্তু তার নিজের ভুলের জন্য ইহা তার বিপক্ষে চলে গেছে। বিক্ষোভের সময় সারাদেশে মিলিটারী মোতায়েতেনের হুমকি দেয়ায় বিক্ষোভ অনেক বেড়ে যায়; অবশ্য সে ২ দিনের জন্য হোয়াইট হাউসের চারিদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলো; এতে তার ভাবমুর্তির ব্যাপক ক্ষতি হয়েছে। তার দলের থিংক ট্যাংক ম্যাংক তাকে এসব সমস্যার কথা জানিয়েছে।

এখন জাতীয় জরীপে সে ডেমোক্রেট দলের প্রার্থী জো-বাইডেনের থেকে গড়ে ১০ পয়েন্ট পেছনে আছে; অবশ্য ইহা কোনভাবে বাইডেনের জয়ের নিশ্চয়তা দিচ্ছে না; তবে, ট্রাম্প বিচলিত।

ট্রাম্প বিচলিত হয়ে, নতুন পন্হা নিয়েছে, "শুধুমাত্র রেসিজমকে কাজে লাগিয়ে জয়ী হওয়া"; আমেরিকার ভোটারদের মাঝে শতকরা ৬৪ ভাগ হলো সাদা ভোটার, এবং সাদারাই ভোটের ব্যাপারে সিরিয়াস, তাদের বেশীরভাগই ভোট দেয়ার চেষ্টা করে। আমেরিকায় এবার হয়তো শতকরা ৫৫ ভাগ মানুষ ভোট দিতে যেতে পারে, যেখানে মোট ভোটারের শতকরা ৬৪ ভাগই হবে সাদা; ট্রাম্প চেষ্টা করছে "স্যুইং রাজ্যগুলোতে" নিরপেক্ষ বর্ণবাদীদের ভোট পেতে, সেইসব বর্ণবাদীদের ভোট পেলে সে জয়ী হয়ে যাবে। "স্যুইং রাজ্য" হচ্ছে, যেসব রাজ্য কোন সময়ে ডেমোক্রেটদের পক্ষে যায়, কোন সময় রিপাবলিকানদের পক্ষে যায়; এবার ৬টি রাজ্যকে "স্যুইং রাজ্য" ধরা হচ্ছে আপাতত; এগুলো হচ্ছে, মিশিগান, উইসকনসিন, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অরিজোনা ও নর্থ ক্যারোলিনা।

গত ও চলমান বিক্ষোভে, আমেরিকার ইতিহাসে মানুষ প্রথমবারের মতো জাতির ১৬০টি'র বেশী জাতীয় মনুমেন্ট নষ্ট করে দিয়েছে, সরকার এই মনুমেন্টগুলো সরাতে বাধ্য হয়েছে; ইহা কিন্তু রাজনৈতিকভাবে পুরোপুরি সঠিক হয়নি, এগুলো নষ্ট করার সময়, ভাংগার সময়, কালো নাগরিকেরা বেশী এ্যাকটিভ ছিলো; ট্রাম্প এখানে একটা সুযোগ পেয়ে গেছে; গত ৩ দিন সে শুধু এটার উপর বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, এবং সাদাদের মাঝে কিছুটা হালে পানি পাওয়ার শুরু করেছে। সে গতকাল, প্রেসিডেনসিয়াল ডিক্রির মাধ্যমে এসব মনুমেন্টকে পুনরায় স্হাপনের অর্ডার দিয়েছে; ইহা তার পক্ষে যাবে।

জাতীয় জরীপ যেভাবে আছে, এই জরীপগুলো "স্যুইং রাজ্যগুলো"র জন্যও সঠিক হলে, সে জয়ী হতে পারবে না; সামনে ৪ মাস সময় আছে, অনেক কিছু ঘটতে পারে।

মন্তব্য ৬৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

ঢাবিয়ান বলেছেন: আরেক দফা ট্রাম্প বিজয়ী হলে , চায়নার ওয়ার্ল্ড পাওয়ার হবার সম্ভাবনা আরো বেড়ে যাবে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



চীনারা অসৎ ব্যবসাতে জড়িত; ফলে, ওরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না।

২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

বিজন রয় বলেছেন: শেষ করে দিল রে, সব শেষ করে দিল।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা চিন্তার বাহিরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই মহুর্তে অনিশ্চতার মাঝে

৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গরুটা আবার জয়ী হলে
আপনারও সমস্যা হবে!!

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



কোন নাগরিক এককভাবে ক্ষতিগ্রস্ত হবে না; আমেরিকার সাধারণ মানুষ অকারণে চাকুরী হারায়েছে

৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্ণবাদ দিনে দিনে আরো প্রকট হচ্ছে। অথচ এমনটি হবার কথা না।
ট্রাম্পের কারণে আমেরিকানরা ভুগবে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প বিজয়ের ব্যাপারের ভয় পেয়ে বর্ণবাদকে ভিত্তি করে জয়ী হওয়ার চেষ্টা করে, ভয়ংকর বর্ণবাদের জম্ম দিচ্ছে।

৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ট্রাম্প আর আসবে না। নিশ্চিত থাকুন। আমেরিকানরা এতটা বোকা না।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:




বেশীরভাগ মানুষ তাই ভাবছে; তবে, সমস্যা হলো, ৫০ টি রাজ্যের মাঝে, ৬ রাজ্য ঠিক করবে কে জিতবে।

৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭

শূন্য সারমর্ম বলেছেন: ট্রাম্পকে যারা জয়ী করবে ওরা কতটুকু কি বুঝে?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


ওরা যে ভালো আছে তা'নয়; তারা নিজেদের "সাদা রেইসকে" ক্ষমতায় রাখতে চায়।

৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৯

মেঘশুভ্রনীল বলেছেন: অনেক দেশেই দেখা যাচ্ছে মধ্যমপন্থীরা ডানের দিকে ঝুঁকে যাচ্ছে। মানুষ ক্রমেই সবার ভালোর চাইতে নিজের ভালোর বা নিজের গোষ্ঠীর ভালোর দিকে মনোযোগ দিচ্ছে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রতিক পৃথিবীতে ক্যাপিটেলিজমে বিশ্বাসীরা ক্ষমতা ও অর্থনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়াতে এই অবস্হার সৃষ্টি হয়েছে।

৮| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: ট্রাম্প উত্তর কোরিয়া বা ইরানের সাথে যুদ্ধ করলো না এটাই অবাক ব্যাপার।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



উত্তর কোরিয়াকে পরাজিত করলে ২ কোরিয়া এক হয়ে যাবে; আমেরিকা, রাশিয়া, চীন ও জাপান, ২ কোরিয়ার এক হওয়া আপাতত চাহে না।

৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৬

আমি সাজিদ বলেছেন: কোটি মানুষের আমেরিকান ড্রিমের এই অবস্থা দেখলে খারাপ লাগে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



এই অনাকাংখিত অবস্হা আমেরিকানদের হতাশার মাঝে ঠেলে দিয়েছে, সেজন্য বিশাল বিক্ষোভ হলো; আমেরিকানরা ৮ ঘন্টা কাজ করে সততার সাথে, তারা আবার ঘুরে দাঁড়াবে।

১০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমেরিকানরা যে আমাদের দেশের মানুষের মতো জিনিসপত্র ভাঙ্গাভাঙ্গি করেছে এটা দুঃখজনক।
আপনিই লিখেছেন ১৬০ টির বেশি মনুমেন্ট নষ্ট করেছে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


এখানে কারণ আছে: অনেক মনুমেন্ট ছিলো ক্রীতদাস ব্যবসায়ী ধনীদের, ক্রীতদাস প্রথা চালু রাখার পক্ষের প্রেসিডেন্টদের।

১১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন: সাদা রেইসকে " ক্ষমতায় রেখে গ্রেট আমেরিকা সম্ভব?

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



এবারের প্রতিবাদ ও বিক্ষোভে সাদা নাগরিকদের বিপুল উপস্হিতি প্রমাণ করছে যে, তারা রেসিজম চাহে না; কিন্তু কিছু পরিমাণ সাদারা অন্য রেইসের লোকদের পেছনে-পড়া রেইস মনে করে, ইহা বিশ্বাসের সমস্যা

১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯

সোহানাজোহা বলেছেন: সুন্দর নান্দনিক উপস্থাপনা।

০৬ ই জুলাই, ২০২০ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট, কাউয়ার ঠ্যাং, বকের ঠ্যাং

১৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:২৭

সোহানাজোহা বলেছেন:




সিঙ্গাপুরে মোস্তফা বলে একটি মার্কেট ও এরিয়া আছে বাংলাদেশীরা সেখানে দলবেধে যাওয়ার একমাত্র কারণ সারা বিশ্বের সকল রাজনীতিবিদদের সেখানে গিয়ে গালাগালী করতে পারেন। বাংলাদেশীরা সবচেয়ে বেশী যাদের গালাগালী করেন তারা হচ্ছেন:-

১। মোদি
২। যুবরাজ সালমান
৩। ট্রাম্প
৪। বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন সরকার প্রধান

০৬ ই জুলাই, ২০২০ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুরে যেসব বাংগালী কাজ করেন, তাঁরা কি ওখানে থাকতে পারবেন?

১৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪১

একলব্য২১ বলেছেন: ট্রাম্প কি দক্ষিণ চিন সাগরে নৌবহর পাঠিয়ে চিনকে হুমকি বা বিব্রত করতে চাচ্ছে। লাদাখে ভারত চিন যুদ্ধে জড়িয়ে গেলে ট্রাম্প তথা আমেরিকার ভূমিকা কি হবে। চিনকে সাইজ করতে পারলে কি ভোটের বৈতরণী পার হতে ট্রাম্পকে সাহায্য করবে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


সে ভাইরাস নিয়ে চীনের বিপক্ষে কথা বলছে; উহা নিয়ে মানুষ চিন্তিত; মানুষ কোন অবস্হায় কারো সাথে কিছু চাহে না।

১৫| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ৭:৪৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমেরিকায় সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার আগের চেয়ে অনেক কমেছে। টিকা আসতে আর কত সময় লাগতে পারে ? শুনেছিলাম চলতি মাসে বাজারে আসবে।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

চাঁদগাজী বলেছেন:



মৃত্যুর ার আগের থেকে কম মনে হচ্ছে; তবে, বড় দঃরণের সংক্রমণ শুরু হয়েছে মাত্র ২ সপ্তাহ আগে; আগামী সপ্তাহ থেকে বুঝা যাবে।

টিকা নিয়ে ষড়যন্ত্র হবে, ট্রাম্প টিকা ভোটের আগে আনার চেষ্টা করবে, কর্পোরেসনগুলোর অনেক লোক ওর পক্ষের লোক।

১৬| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন:



ওরা সাদা রেইসকে যে কোন মুল্যে টিকিয়ে রাখবে ,এটা কেও ঠেকাতে পারবেনা ।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান সাধারণ সাদারা ভালো, এবার রেসিজমের বিপক্ষ তারাই মুল শক্তি ছিলো।

১৭| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এবার ট্রম্পই জয়লাভ করবে।গত ইলেকশনে ট্রাম্পের জয়লাভের জন্য যদি রাশিয়ার সামান্যতম ভূমিকাও থেকে থাকে,এবার তো রাশিয়া চীন উভয়েই টেষ্টা করবে ট্রাম্প যেন পাশ করে।যদি এদের টেষ্টায় কোন কাজ নাহয়,তখন আমেরিকান ভোটার দের মাধ্যমেই জয় পরাজয় নির্ধারিত হবে।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, সমস্যা একটা, ডেমোক্রেটদের কেন্ডিডেট মোটামুটি দুর্বল; স্বাস্হের দিক থেকেও দুর্বল।

১৮| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রিপাবলিকানরা ইলেকটোরাল কলেজে তাদের আধিপত্য বজায় রাখতে পারলে পুরোপুরি অযোগ্য হয়েও ট্রাম্প জিতে যেতে পারে।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


ইলেকটোরাল কলেজের সমস্যা হলো, আমেরিকান প্রেসিডেন্ট পপুলার ভোটে নির্বাচিত হয় না; কিন্তু ইলেকটোরাল কলেজ উভয় পক্ষের জন্যই সমানভাবে কাজ করবে।

১৯| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুধু ট্রাম্ফকে দোষ দিয়ে লাভ নেই কথা আছে না রাজনীতিতে শেষ বলে কিছু নেই । ভোট চুরি না করে শুধু জনমত পক্ষে নেবার কারণে অমন করলে তো সাধু সাধু। তবে উনি আসলে উদ্ধত ক্যারেকটার আমেরিকানরা এই ধরণের স্বভাব পছন্দ করে ।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


করোনা নিয়ে ট্রাম্প বাংলাদেশকে অনুসরণ করেছে, পার্থক্য হলো বাংলাদেশে চিকিৎসা নেই, আমেরিকায় চিকিৎসা আছে। তবে, অর্থনৈতিকভাবে, ট্রাম্প আমেরিকার সাধারণ মানুষকে ভয়ংকর দারিদ্রতার মাঝে ঠেল দিয়েছে আগামী ১০ বচরের জন্য।

২০| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প কি বর্ণবাদ নিয়ে কোন মন্তব্য করেছিল? উনি তো জাতীয়তাবাদ নিয়ে বেশী বক্তব্য দিতেন। চায়না, মেক্সিকো বিরোধী বক্তব্য। কিন্তু রেসিজম নিয়ে তার অবস্থান কি কখনো বলেছেন?

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


গত ৪ দিনে, ৩ নির্বাচনী প্রচারণার ষ্টাইলে আমেরিকার স্বাধীনতা পালন করেছে ২ যায়গায়, উভয়স্হানে লম্বা বক্তৃতা দিয়েছে, পুরোটাই সাদাদের উসকিয়ে দেয়া; অন্য নাগরিকদের ছোট ও অকাজা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে।

২১| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সে মনে হয় সাদা আমেরিকানদের পালস ভালো বোঝে তাই সেটাকে প্রয়োজন মত কাজে লাগাচ্ছে।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এখন রেসিজম বিরোধী; তবে, সাদারা বুঝে যে, আফ্রিকান আমেরিকা ও স্পেনিশরা সাডাদের ণটো সৎভাবে কাজ করে না।

গত পরশু, আমি এক কাজে এক যায়গায় গিয়েছি, কাজ করছিলো স্পেনিশ মেয়ে; সে কাজ জানে না, কিন্তু মিথ্যা কথা বললো, কম্প্যুটার ডাউন।

২২| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গায়ে মানেনা আপনি মোড়ল !!
দেশে দুপয়সার দাম নাই
বিদেশের ওনিয়ন কাটাররাও
মনে করি কি হনুরে !!! বিশ্বের
বড় বড় নেতাদের গালা গালি করে
ভা্বখানা এমন ট্রাম্প হয়ে গেছেন
এক একজন। ছলিমদ্দি কলিমদ্দিরাও
সরকারপ্রধানদের গালা গালি করে !!!
ধরাছোঁয়ার বাইরে থেকে এটা করা সম্ভব
হলেও সেফুদার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
যারা গালাগালি করে মোস্তফা মার্কেটে ওদেশ
থেকে বাহির করে দিলে প্লেনের ভাড়া সরকারকেই
বহন করতে হবে।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


বাহিরের দেশে যারা আছেন, তারা বাংলাদেসের প্রশাসন সম্পর্কে একটা কথা বলবেন, "বাংলাদেশের প্রশাসনে মানুষ বলতে কিছু নেই।"

২৩| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প আমেরিকা তথা সমগ্র বিশ্বের ভিষন ক্ষতি করছেন ওকে পরাভুত করতে পারবেন একমাত্র আমেরিকানরাই।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



এখন যেই অবস্হা বিরাজ করছে, ট্রাম্পের পরাজিত হওয়ার সম্ভাবনা আছে; কিন্ত সমস্যা হলো, ভোটের দিন আফ্রিকান আমেরিকান ও স্পেনিশরা ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবে কিনা, কেহ জানে না

২৪| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

সোহানাজোহা বলেছেন: বিশ্বের অন্যতম কঠিন ভিসার একটি দেশ হচ্ছে সিঙ্গাপুর! আমেরিকা কানাডাতে সিটেজেন হওয়া সম্ভব সিঙ্গাপুরে না। সিঙ্গাপুর হচ্ছে দু - ধারী তলোয়ার, ব্যবসা প্রতিষ্ঠান অবস্যই ব্যবসা, সেখানে কর্মও একটি ব্যবসা, ভিসাও একটি ব্যবসা। পড়ালেখা, চিকিৎসা সহ যা আছে সবই ব্যবসা। এশিয়াতে সর্বপ্রথম যেই দেশের বিমান বন্দর ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তার নাম সিঙ্গাপুর। বিমান বন্দরের ময়লাও এরা বিক্রি করে - এই ময়লা চীনদেশে রপ্তানী হয়।

না, কোনো বাংলাদেশী শ্রমিক থেকে শুরু করে প্রথম শ্রেনীর কর্মকর্তাও এ দেশে আজীবন থাকার ব্যবস্থা নেই। হাতেগোনা যে কয়েকজন পিআর/পাসপোর্ট হোল্ডার হয়েছেন তারা প্রায় ৩০-৪০ বছর যাবত এ দেশে আছেন তারা পিআর/পাসপোর্ট পেয়েছেন বিয়ের কারণে আর হুন্ডি ও ম্যানপাওয়ার ব্যবসার কারণে, ম্যানপাওয়ার ব্যবসার কারণে ইমিগ্রেশণে তাদের জানাশোনা দীর্ঘদিনের তারপরও পাসপোর্টের পেছনে কোটি টাকা খরচ করেছেন - কতো টাকা? কোটি টাকা খরচ করেছেন পিআর/সিটিজেন-পাসপোর্টের জন্য।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম।

বাংগালী শ্রমিকদের জন্য কাজ আছে তো?

২৫| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৩

সোহানাজোহা বলেছেন: প্রচুর কাজ। কাজের অভাব নেই সমস্যা হচ্ছে যথাযথ বেতন পাচ্ছে না, যে টাকা পাওয়ার কথা থার্ড কোম্পানির জন্য মূল কোম্পানির বেতন থেকে বঞ্চিত হচ্ছে। বেতন দিচ্ছে থার্ড কোম্পানি - এটি চায়নিজ পলিসি। (মাটির চুলা আপডেট পোস্ট দিয়েছি পড়তে পারেন)

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


৩য় পক্ষ সব সময় সমস্যা

২৬| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেনঃ বাহিরের দেশে যারা আছেন, তারা বাংলাদেসের প্রশাসন সম্পর্কে একটা কথা বলবেন, "বাংলাদেশের প্রশাসনে মানুষ বলতে কিছু নেই।"

একদম হক কথা বলেছেন!! এদের জন্য করুণা হয়।
যে দেশের জলবায়ু অন্ন গ্রহণ করে আজ পরের দেশের
তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে নিজদেশের মানুষকে অচ্ছু্ৎ
ভাবিস, তাদেরকে গালি দিস তোদের মুখদর্শনও পাপ!!

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


সরকার তার প্রশাসনকে কখনো তাদের কাজ করতে বাধ্য করতে পারেনি, এরা পুরোটাই অকাজ করে জাতিকে পংগু করে দিয়েছে।

২৭| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:

অস্ট্রেলিয়া কেনো সবচেয়ে বেশী বর্ণবাদের দেশ ?
জাস্ট কিউরিয়াস টু নো ।

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


ওরা সাদাদের জন্য যেসব সুযোগ সুবিধা দেয়, অন্যদের তা দেয় না।

২৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন: কি ধরণের সুবিধা ?

০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



লিষ্ট করা কঠিন হবে; ওকানে "Equal Opportunity " বা এর কাছাকাছি আইন আছে?

২৯| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন:



আমি খুব সামান্য জানি । এখানে আছি ১৮ বছর । পড়ালেখাও করেছি এদের সাথে । কখনও কোনও রেসিজম অভিজ্ঞতা হয়নি । বরং উল্টোটাই হয়েছে । অস্ট্রেলিয়ানরা খুবই সাপোর্টিভ, বন্ধুসুলভ আর অনেকি ওপেন মাইন্ডেড । ১৯০ দেশের মানুষ এখানে মাইগ্রান্ট হয়ে আসছে থাকছে, সব রকম সুবিধা নিয়ে । আমরা যারা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার সিটিজেন আর যারা অরিজিনাল এখানকার সাদা, নো ডিফারেন্ট ল ফর আস । সেইম ফ্যাসিলিটিজ ফর এভরিওয়ান । ওয়ার্ক লাইফ পারসোনাল লাইফ সব ক্ষেত্রেই ।

আর সব দেশের মতো অস্ট্রেলিয়াতেও ওদের একটা মাইনর গ্রুপ আছে যারা চায় মাইগ্রান্ট আসা বন্ধ হয়ে যাক , পলিন হ্যান্সনের ফলোয়ার যারা । তাদের সংখ্যা খুবই কম । রেসিজম ইজ আ বিগ নো ইন অস্ট্রেলিয়া । একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে, তার রঙ ধর্ম ব্যাকগ্রাউন্ড ভুলে ওয়েলকাম করে নেয় । পিপল ট্রিট ইচ আদার ভেরি নাইসলি হিয়ার । আমি যা কিছু বললাম ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম । ভিন্নমত থাকতেই পারে ।

০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


একজন সাদা অষ্ট্রেলিয়ানের পক্ষে যা করা সম্ভব, অন্যদের পক্ষে সহজে অতটুকু করা কি সম্ভব?

৩০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৯

রাতুল_শাহ বলেছেন: শুনলাম ট্রাম্প প্রশাসনের উপর মার্কিন নাগরিকেরা চরম বিরক্ত।
অন্য কাউকে তারা আশা করছে!
তবে ট্রাম্প আরেক দফা আসলে, নতুন আর কবিতা শোনার সুযোগ হবে।

০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


একবারেই আমেরিকানদের লালনীল সুতা বেরিয়ে গেছে, আরেকবার সে এলে, নতুন করে দাস ব্যবসা কেন্দ্র খুলে বসবে।

৩১| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৫

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ equal opportunity act আছে । খুব ভালোভাবেই আছে ওয়ার্ক প্লেস আর লোকাল কমিউনিটিতে । শুধু রেসিডেন্ট আর সিটিজেনদের জন্য তাই না, যারা নন-রেসিডেন্ট, স্টুডেন্ট ভিসা অর ব্রিজিং ভিসায় কাজ করছে, তাদের জন্যও সেইম রুলস এপ্লাই ।

অরিজিনাল জাতীয়তা, ধর্ম বর্ণ ম্যাটার করেনা, যোগ্যতা দিয়ে কাজ হয় । কিছু ইন্ডিভিজুয়াল কেইস থাকে হয়তো, যেখানে পার্সোনাল রেফারেন্স প্রায়োরিটি দেয় । ওটা খুবই রেয়ার । এক্সেপশন সবজায়গাতেই অল্প বেশি থাকে ।

০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ আমেরিকা, ইউরোপ, কানাডা ও অষ্ট্রেলিয়ার উপর নজর রাখে; এদের মাঝে অষ্ট্রেলিয়াকে অন্যদের চেয়ে বেশী রেসিষ্ট মনে হয়।

৩২| ০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন:



এরা কিছুটা অলস আর শান্তিপ্রিয় জাতি । কোন কিছুতে খুব বেশী রিস্কেও যায়না, কোনও ঝুট ঝামেলাতেও নেই । কাজের সময় কাজ আর বাকি সময় জীবনটা উপভোগ করে, রিলাক্স করে কাটায় । সবাইকে নিয়েই মিলেমিশে থাকে । কারো বিষয়ে তাদের সেরকম মাথা ব্যাথা নেই, ভ্রূক্ষেপও নেই ।

লোকাল নেটিভস যারা এবরিজিনাল, তাদের অনেক পুরোনো কিছু কনফ্লিক্ট আছে, যেটা সাদারা তাদের সাথে রিকন্সিলিয়েশনের চেষ্টা করেই যাচ্ছে, ওটা ছাড়া সেরকম কোনো ইস্যু নেই ।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:



তা'হলে ভালো; দেখা যাক, অষ্ট্রেলিয়া সম্পর্কে আমেরিকানদের ধারণা বদলাবে, হয়তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.