নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৪ দিন সরকারী কোয়ারেন্টিনে রেখে ফ্লাইটে যেতে দেয়া

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯



বিশ্ব যেদিন করোনার অবসান ঘোষণা করবে, তখনো বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ব্রাজিলে করোনা থেকে যাবে; এসব দেশের মেডিক্যাল সিষ্টেম করোনাকে ধ্বংস করতে পারবে না; এসব দেশের অসৎ প্রাইভেট সেক্টরগুলো ও সরকারী কর্মচারীরা জালিয়াতী করে সার্টিফিকেট বিক্রয় করে চলবে। ব্রাজিলে ভুয়া ও জালিয়াতী কম; কিন্তু বাংলাদেশ, পাকিস্তান ও ভারত হলো ভুয়া ও জালিয়াতদের স্বর্গ।

আমাদের মানুষ যারা বিদেশ থেকে দেশে এসেছিলো, তাদরকে বিদেশে ফেরত যেতে হবে; চীন, জাপান, কোরিয়া, ইতালী যদি ফ্লাইট বন্ধ করে দেয় ও বন্ধ করে রাখে, মানুষ ভয়ংকর বিপাকে পড়বে। ইহার সমাধান কি?

যা হওয়ার হয়ে গেছে, এখন সরকারকে ইহার সমাধান বের করতে হবে; একটা সমাধান হলো, এসব দেশের সাথে কথা বলে, বিদেশগামী যাত্রীদের বিজিবি কিংবা মিলিটারীর তত্বাবধানে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে ১৪ দিনের সরকারী কোয়ারেন্টিনে রেখে ফ্লাইটে তুলে দেয়ার জন্য ব্যবস্হা নিতে হবে; না হয়, ইউরোপের বাকী দেশগুলোও এবং অন্য দেশগুলো বাংলাদেশের মানুষকে সেসব দেশে যেতে দিবে না। একবার যেতে বন্ধ করলে, উহার সমাধান করার মতো মানুষ বাংলাদেশ সরকারের নেই।

দেশ বিশৃংখলার মাঝে ঢুবে গেছে, এই অবস্হায় করোনা সার্টিফিকেট নিয়ে জালিয়াতী করার ফলে বাংলাদেশ থেকে মানুষ বের হতে পারবে না; আগেও বাংলাদেশের এসব কাগজপত্র সব সময় জালিয়াতীর মাধ্যমে তৈরি করা হতো; কিন্তু এখন বিশ্বে খারাপ সময়।

ইতালী থেকে ফ্লাইটের লোকদের ফেরত দেয়ায়, মানুষ এই খারাপ সময়ে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও পরিবারগুলো অনিশ্চিয়তার মাঝে প্রবেশ করেছে; এই সমস্যা এমন অবস্হায় পৌঁচবে যে, বাংলাদেশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে।

মন্তব্য ৫৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এবার বলুক। F...k country system.

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



এসব মানুষ কি নৌকায় করে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালী, গ্রীক যেতে চেয়েছিলো? ওদেরকে যেতে হয়েছে জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার কারণে।

এবার যাদের "গোল্ডেন হ্যান্ডশেক" দিচ্ছে, তাদের একাংশ নৌকা ও ট্রলারে চরে মালয়েশিয়া ও গ্রীক যাবার চেষ্টা করবে।

২| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্রাজিলে ভুয়া ও জালিয়াতী কম; কিন্তু বাংলাদেশ, পাকিস্তান ও ভারত হলো ভুয়া ও জালিয়াতদের স্বর্গ।[/sb---

---কোন অবতার কি আসবে এই দেশগুলোতে এসব বন্ধ করতে??

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


অবতার এখনাে আসলে, সে জালিয়াত হয়ে যাবে।

৩| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সোনার বাংলার বেশীর ভাগ মানুষ নিজের জন্য, নিজের পরিববারের জন্য অন্যের ক্ষতি করতে চেষ্টা করে। সঠিক মানুষ, সৎ মানুষ খুঁজে পাওয়া দুস্কর। এতো টাকা দিয়ে এরা কি করবেন ? নিজের জন্য কামাই করলে তো হতো, কিন্তু তা না করে এরা চৌদ্দ গোষ্টির জন্য কামায় করে। আর মরার সময় দেখলাম মিলিয়ন মিলিয়ন টাকার মালিক অক্সিজেনের অভাবে, করোনা কালে রাস্তায়, এম্বুলেন্সে, বাসায়, মেডিক্যালের দরজায় মারা গেছেন। এরা আজীবন টাকা কামায় করে জমা করেছেন, সম্পদ কিনেছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। মানুষের জন্য কিছু করেনি।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রতনত:, দেশের সরকার, প্রশাসন ও সামাজিক বিশৃংখলার কারণে সুযোগ আছে চুরি করার; তারপর, কালকের নিশ্চয়তা কারো নেই; রাষ্ট্র কোন কিছুতেই নিশ্চয়তা দিতে পারছে না; প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টাররা কোনদিন শক্ত সমাজের কথা বলছে না।

৪| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০২

জুন বলেছেন: আপনি খালি সরকার সরকার করেন কেনো? আমাদের দেশের মানুষের কি কোন দায়িত্ব জ্ঞ্যান নেই! সারাজীবন সরকার এর পায়ের উপর ভরষা করলে আমরা কবে নিজেদের পায়ের উপর দাড়াতে শিখবো! এই স্পুন ফিডিং আর কত বছর চলবে?
আর আপনি কথায় কথায় অমুক তমুককে দোষ দেয়া বন্ধ করেন।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার মতো পজিশনে কতজন মানউষ আছেন বাংলাদেশে? আপনার সম বয়সী কত কিশোরীকে চাকরাণী হতে হয়েছিলো? কত কোটী মানুষকে পরিবার ফেলে প্রবাসে ছিলেন, এখন ফিরে এসেছেন? কত পরিমাণ মান্ুষ নাম লিকতে পারে না?

এসব লোকজন নিজের থেকে কোন কিছু সঠিকভাবে করতে পারে না; এদেরকে সাায্য করা হচ্ছে না।

৫| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

একাল-সেকাল বলেছেন: দুর্নীতির ফল যে মিষ্ট হয়না তা সরকার ভাল করেই টের পাবে, কিঙ্গ টনক নড়াবে না।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


সরকার দেশ যেভাবে আছে, সেইভাবে চালায়, এরা দেশকে আধুনিকভাবে সাজানোর চেষ্টা করছে না।

৬| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

নজসু বলেছেন:



পরিস্থিত যেমন চলছে করোনার অবসান হবে নাকি করোনার কারণে মানবসভ্যতার অবসান হবে?

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতার অবসান হবে না, মানুষ এখন অনেক বুদ্ধিমান; আমাদের মতো জাতি অনেকটা যাযাবরে পরিণত হচ্ছে ক্রমেই।

৭| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৮

রাতুল_শাহ বলেছেন: আমরা মূর্খ জাতি। আমরা পড়ালেখা করে কিছু শিখি না। আমরা স্বভাবে গরু প্রকৃতির, পাছায় লাঠি না পড়লে ডান বাম চিনি না।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


এইযুগে, প্রতিটি জাতি নিজের মানুষকে দক্ষ করার চেষ্টা করছে; আমাদের সরকার ও প্রশাসন সেটা করার মতো দক্ষ নয়।

৮| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বড় রকমের একটা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ছাড়া এর থেকে মুক্তি নেই।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বললেন, করোনার মাঝে সময় পেয়েছে, উনার বাবা কিভাবে পাকি জেলে ৯ মাস ছিলো উহা নিয়ে কিসব কাগজপত্র পড়ছেন; উনি করোনার তেকে বাবার জেলের দিন নিয়ে বেশী ব্যস্ত

৯| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি সরকারের এবার টনক নড়বে।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


সরকার চালান ১ জন মানুষ, সেখ হাসিনা; উনার টনক এতটুকুই

১০| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩২

জুন বলেছেন: আপনার কথা মানলাম বিদেশে চাকরানী হয়েছে কিন্ত নিজেদের ভালো মন্দ বোঝার জ্ঞ্যান কি তাদের কখনোই হবে না! আমাদের মত অনেক গরীব দেশ আছে যেখানে মানুষ আর কিছু না হোক নিজের ভালো মন্দ ছাড়াও অন্তত দেশের আইন কানুন মেনে চলে বা শ্রদ্ধা করে। আমাদের ইতালি ফেরতরা যদি সেদিন কোয়ারেন্টাইন মেনে চলতো তাহলে আজ আমাদের দেশের করোনার অবস্থা এমন হতোনা বলেই মনে করি। আমি অনেক গরীব দেশেও গিয়েছি, দেখেছি তাদের কাছ থেকে, পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত মানুষ। তারাও অনেক দেশে ছোটখাটো কাজের জন্য মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যায় । কিন্ত এত দুর্নীতিপরায়ন আইন অমান্যকারী লোকজন চোখে পরে নাই।

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসন যদি বিশৃংখলার সৃষ্টি করে, সাধারণ মানউষ উহাতে অভ্যস্ত হয়ে যায়; আরেকটা ব্যাপার, মানুষের যখন আয় থাকে না, দেশে শিক্ষিত বেকার তাকে, সেই দেশ ভয়ংকর অবস্হার মাঝে পড়ে।

১১| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:



অবতার আসলে সেও জালিয়াত হয়ে যাবে হা হা হা ...... দারুণ বলেছেন ।
করোনার মতো সিচুয়েশনেও চারদিকে করাপশন । আইন শুধু কাগজে কলমে । কোথাও তার কোনও প্রয়োগ নেই ।
তাই এই অস্থিরতা ।
কবে যে সব আবার আগের মতো স্বাভাবিক হবে, আর কবে যে আমি যাবো !
এর মাঝে দুবার ফ্লাইট কেনসেল করতে হয়েছে ।
সাত মাস হয়ে গেছে মা কে দেখিনা ! আর ভালো লাগছেনা আমার :(

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



যখন মানুষ দেখেন যে, সরকারের উঁচু পদের লোকেরা ফালতু কথা বলে, মানুষকে সাহায্য করে না, ওরা নিজেরা সব দখল করে ভালো থাকে; মানুষ নিজের মতো অপরাধ করে বেড়ায়।

১২| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মিরোরডডল বলেছেন:



অপরাধ করলেও শাস্তি হয়না । টাকা দিয়ে সবাইকে কিনে নেয় । এই অপশন আছে বলেই বেশী ক্রাইম হয় । যদি মোটা অঙ্কের পেনাল্টি দিতে হতো আর শাস্তির ব্যাবস্থা থাকতো তাহলে মানুষ সেটা থেকে শিখতো । ক্রাইম করার আগে দুবার চিন্তা করতো । তারা জেনেই করে কারণ তাদের ব্যাকআপ আছে ।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, সবচেয়ে বড়করাইম করে সরকারের ও প্রশাসনের লোকেরা ও ওদের পরিবারেরা।

১৩| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

অচেনা হৃদি বলেছেন: ভালো।
আপনার অনেক লেখায় খেয়াল করেছি ব্রাজিলের প্রশংসা করেন। আপনি কি ফুটবল খেলায় ব্রাজিল সমর্থন করেন?

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



ব্রাজিজের কয়েকজনের খেলা পছন্দ করি।

১৪| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:০১

মুজিব রহমান বলেছেন: সোমবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যৌক্তিক কাজই ইতালি করেছে। প্রবাসী িএকজন বলেছিল ফ*ক দি কান্ট্রি। খামাখা বলেনি। আজ যে হাসপাতাল তাদের ছাড়পত্র দিয়েছিল করোনা নাই বলে তারা তো বাংলাদেশেরই হাসপাতাল। শাহেদরা অতি ক্ষমতাধর হয়েই এমন নয়ছয় করেছে আর দেশ শাহেদদেরই সমর্থন দেয়।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ডায়াগোনিষ্টিক, প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে করতে দেয়াটাই ছিলো ক্রাইম।

১৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: স্টিকি করার মত পোস্ট। বাংলাদেশের করোনা নেগেটিভ পজেটিভ একেবারে অর্থহীন যদি ও শুধু অর্থ উপার্জন বা অবৈধ ব্যবসার অবলম্বন। অথর্ব লোক শুধু এই বিশ্বাস করবে। বেটার ১৪ দিন কোয়া্রেনটাইনে রেখে চিকিৎসার খরচ বহনের প্রুতিশ্রুতি সমেত বিদেশি জনশক্তি রফতানি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তবুও সংশ্লিষ্ট রাষ্ট্রের সদয় বিবেচনার উপর নির্ভর করবে সব। বাংলাদেশ সরকারের আর কোন পথ খোলা নেই।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


যারা এই সময়ে বিদেশে যেতে পারে, তাদের সাহায্য করার জন্য এটা একটা পথ; সব দেশ ১৪ দিনের সরকারী কোয়ারেন্টিন মেনে নেবে, তাদের সাথে কথা বলে ঠিক করা সম্ভব।

১৬| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:



I agreed with your last reply.
নো ডাউট আবাউট ইট । পাওয়ার মিসইউজ অ্যান্ড ক্রাইম ।

বাংলাদেশে যে ভালো রাজনীতিবিদ নেই তা না । সরকারি দল অথবা বিরোধী দলে কিছু ভালো মানুষ থাকতেই পারে কিন্তু তারা মাইনর, তাই তাদের চাওয়া পাওয়ায় কোনও পরিবর্তন আসবেনা । মেজরিটি করাপ্টেড ।

বাংলাদেশ মানি এন্ড পাওয়ার একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে ।
যাদেরই টাকা আছে তারা টাকা দিয়ে ক্ষমতা কিনে নিচ্ছে ।
আর যারা ক্ষমতায় আছে এবং তাদের পরিবার, ক্ষমতার অপব্যাবহার করে টাকা বানাচ্ছে ।
এই গোলকধাঁধা থেকে আমাদের দেশ কবে বের হতে পারবে অনলি গড নোজ ।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানী আমলে এই ধরণের লোকেরা মাওলানা ভাসানীর ভয়ে থাকতো; এখনকার সরকার, প্রশাসন ও তাদের পরিবারের লোকেরা কাউকে গণনায় ধরে না; ফলে, ইহা চলতে আরো কিছু সময়।

১৭| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই করোনা ভাইরাস যদি আমাদেরকে শিক্ষা দিতে না পারে তাহলে আমাদের শিক্ষা অর্জনের জন্য ইসরাফিলের শিঙ্গা শোনার জন্য অপেক্ষায় থাকতে হবে।

সব দেশেই নিয়ম মেনে চলছে। আমরা নিয়ম না মানাই নিয়শ মনে করছি।

আফসোস।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসন করোনা থেকে কিছু শেখছে বলে মনে হয় না; যেহেতু মানুষের কোন ইনপুট সরকার গ্রহন করে না, মানুষ কোন কিছুই আপাতত বদলাতে পারবে না। করোনার পর জাতি আরো স্বার্থপর হয়ে যাবে; কারণ, মানুষের খারাপ অভিজ্ঞতা হয়েছে।

১৮| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: এই দেশের প্রতিটা লোকই অসৎ।
এই দেশে কোনো ভালো লোক নেই।
তাই এই দেশের কোনো উন্নতি হয় না।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


করোনার পর, মানুষ আরো স্বার্থপর হয়ে যাবে; অনেক লোকজন, যাদের পালিয়ে যাবার সুযোগ আছে, তারা পালিয়ে যাবে অনেকে।

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমি মার্চ মাসে বলেছিলাম যে, যাদের গ্রামে থাকার ব্যবস্হা আছে, পরিবারকে গ্রামে নিয়ে যেতে; সরকারের সেটা বলার দরকার ছিলো।

১৯| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন: বাংলাদেশ ছাড়া যত মানুষ অন্য দেশে আছে সবাইকে দেশে এনে পঁচে গলে মরতে দেয়া উচিত। বাঙালীরা নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশে যেতে পারবে না এমনটাই চাই।

১০ ই জুলাই, ২০২০ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের াতে ১৯৭২ সাল তেকে যেই সম্পদ ছিলো, তাদেরকে কোথাও যাওয়ার দরকার ছিলো না; নিজ স্ত্রীর সাথে, নিজের পরিবারের সাথে তেকে সবাই ভালো তাকতে পারতো; নিজেদের সম্পদের মাঝে সবার জন্য চাকুরী ব্যবসা বাণিজ্যের ব্যবস্া করা যেতো: বেক্সিমকো, বসুন্ধরা, কি বালছাল সিমেন্ট, কুইক রেন্টাল, আলম ব্রাদার্সরা সব দখল করে নেয়াতে আমাদের মেয়েদের হতে হয়েছে দর্জি, পুরুসকে হতে হয়েছে আরবদের দাস।

২০| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৪:৪২

সোহানী বলেছেন: সহমত। এখন যদি ড্রাস্টিক এ্যাকশানে সরকার যেতে না পারে তাহলে আমরা ভয়ানক বিপদে পড়বো। এমনিতোই আমরা বিপদ মাথায় নিয়ে দিন পার করি কিন্তু এবার বিপদ চারপাশ থেকে। সরকারী ভাবে উচিত স্ট্রং পদক্ষেপ নেয়া আর সাথে লীগ নামের সাপকে খাঁচায় ভরা।

১০ ই জুলাই, ২০২০ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:



দেশে সরকার আছে কিনা সেটা বুঝাই মুশকিল

২১| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশের ভাবমূর্তির বারোটা যেভাবে বাজাচ্ছে দুর্নীতিবাজরা, আপনি ১৪ দিন কেন চৌদ্দ সপ্তাহ কাউকে কোয়ারেন্টাইন রাখলেও সেটা ভুয়া কোয়ারেন্টাইনই হবে। এজি অফিসের কেরানির কোট চেয়ারে ঝুলিয়ে অফিসের বাইরে চক্কর দেয়ার মতোই আপনার প্রবাসগামী বন্ধুটিও তার পাসপোর্টটি কোয়ারেন্টাইন কক্ষে রেখে সারা শহরে ঘুরেফিরে বেড়াবে এবং ফ্লাইট ছাড়ার ৩/৪ ঘন্টা আগে সরকারি কোয়ারেন্টাইনের কক্ষে এসে ঢুকবে। ব্রাদার, আপনি যে সকল আমলা ও নেতা কর্মীদের দিয়ে এসব কোয়ারেন্টাইন করতে চান এদের টপ টু বটম চরম দুর্নীতিগ্রস্থ। আপনি যেভাবে দেশকে ভালোবাসেন বা দেশের চিন্তা করেন, এই সকল নর্দমার কীটগুলো তার একশো ভাগের এক ভাগও দেশ নিয়ে ভাবে না। এদের চিন্তাচেতনায় হালুয়া রুটি ছাড়া আর কিছুই নেই

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিজিবি ও ছাত্র ভলনটিয়ারদের অধীনে ঢাকা ইউনিভার্সিটি, পিলখানায় কোয়ারেন্টিন করা সম্ভব।

২২| ১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:২২

বন্য যোবায়ের বলেছেন: ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে """ ঢাকা ইউনিভার্সিটির হলগুলো কি ফাঁকা হয়ে পড়ে আছে? প্রতিটি রুমে ৭/৮ জনের জিনিসপত্রে ভর্তি,দরকারি কাগজপত্রের ছড়াছড়ি এগুলো কোথায় রাখবে? আর ঢাকায় কি আর কোন জায়গা নাই নাকি? হোটেলগুলো তো খালি পরে আছে! -_-

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


হোটেলগুলোও ব্যবহার করা সম্ভব; তবে, ওগুলোর মালিক হচ্ছে প্রাইভেট।

২৩| ১০ ই জুলাই, ২০২০ সকাল ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাতুল_শাহ বলেছেন: আমরা মূর্খ জাতি। আমরা পড়ালেখা করে কিছু শিখি না। আমরা স্বভাবে গরু প্রকৃতির, পাছায় লাঠি না পড়লে ডান বাম চিনি না।

চমৎকার মন্তব্য। আমি একমত।

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



উনার মন্তব্য সঠিক

২৪| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৯

রাকু হাসান বলেছেন:


বেশ কয়েকটি দেশ বিমাল চলাচল বন্ধ করে দিয়েছে। এটা আরও হবে । আন্তর্জাতিকভাবে এক ঘরে হবার পথে আছি।বাঙালি শিখবে কবে !!

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



শিখার যা শিখেছে, এখন সমাধান দরকার।

২৫| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: করোনার পর, মানুষ আরো স্বার্থপর হয়ে যাবে; অনেক লোকজন, যাদের পালিয়ে যাবার সুযোগ আছে, তারা পালিয়ে যাবে অনেকে।

এখনই লোকজন ঢাকা ছেড়ে যাচ্ছে। কেউ কেউ বাড়ি ভাড়া না দিয়ে রাতের বেলা পালিয়ে যাচ্ছে। বাড়িওয়ালা তোষক বালিশ রাস্তায় ফেলে দিচ্ছে।
মানুষের এমন অবস্থা পিকআপ ভাড়া করে যে গ্রামে মালপত্র নিয়ে যাবে সেই টাকাও নেই।

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



দু:খের বিষয়, মানুষ জানতো না যে, কি অবস্হা হবে; মানুষের হয়ে প্রসাসন ভাবলে, সমস্যা অনেক কমে আসতো।

২৬| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

ঢাবিয়ান বলেছেন: আন্তর্জাতিক রুটের রেগুলার ফ্লাইট এখন বন্ধ। বিশেষ যেই চাটার্ড ফ্লাইটগুলো এখন চলছে সেখানে তিন চারগুন বেশি ভাড়া দিয়ে বুকিং পেতে হয়। ইতালির এই স্বল্প আয়ের মানুষগুলো তাদের কষ্টের জমানো টাকা দিয়ে বিশেষ বিমানের টিকিট কিনেছিল। একেতো তারা কর্মস্থলে ফিরতে পারেনি উপড়ন্ত এতগুলো টাকা লোকসান করল। এর ভর্তুকি কে দেবে?

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভর্তুকি কেহ দেবে না, সবাই মিলে যদি আগে ভেবেচিন্তে পাঠাতো, এই সমস্যা হতো না।

২৭| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১

আকিব ইজাজ বলেছেন: বাস্তবতা অনুধাবন করে সামনের সময়ের অবস্থাকে তুলে ধরেছেন। কিন্তু এই অনুধাবন যাদের হওয়ার প্রয়োজন ছিলো তারাই তো অনুধাবন করা থেকে হাত ধুয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। পাশাপাশি জনগনেরও কিছু দোষ রয়েছে, তারাও ফাকফোকড় ব্যবহার করে নিজেদের সুবিধা আদায়ে ব্যস্ত আছে।

আশা করি ভবিষ্যত নিয়ে যাদের চিন্তা করা প্রয়োজন তারা দ্রুতই চিন্তা-ভাবনা শুরু করবেন; ফাকা বুলি ছড়িয়ে কালক্ষেপন করা থেকে বের হয়ে আসবেন।

১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকারী চাকুরী নোয়র পর, প্রশাসনের লোকজন দেশের জন্য কাজ না করে, নিজের পরিবারের জন্য কাজ করে।

২৮| ১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০

আলাপচারী প্রহর বলেছেন: ইলিশ মাছের পচঁন শুরু হয় মাথা থেকে। রাষ্ট্রের পচঁন শুরু হয় শীর্ষ পদ থেকে। প্রেসিডেন্ট ফালতু একটা ভাঁড়। সমাবর্তনের মতো খুবই গুরুত্বপূর্ণ যজ্ঞে গিয়ে প্রেসিডেন্ট ভাড়াঁমি করে। অন্য দেশে সমাবর্তনে বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষা জীবনের সর্বশ্রেষ্ঠ উপদেশটা শোনে। আমার রাষ্ট্রপতি হালকা চটুল রঙ তামাশা বালখিল্যতা মশকরা জীবনে ঠক খাওয়ার গপ্পো সস্তা প্রেমের গল্প ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চা-ওয়ালার হাত তালি পাওয়া বক্তব্য দিয়ে আসর শেষ করে।

লোকটা ঠুনকো শরীরের সমস্যায় সিঙ্গাপুর / ব্রিটেন করে করে পাবলিকের ট্যাক্সের টাকা অপচয় করতো। মাঝে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে বন্ধ ছিলো কিছুদিন। যেইনা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারী সফরের নামে স্বয়ং চোখ ও ক্যান্সারের চিকিৎসা করালো ওমনি রাষ্ট্রপতি বিদেশে লেফট রাইট শুরু হয়ে গেলো।
ঐ দুই বেচারাই এখন হাঁস ফাঁস করছে বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য।

১১ ই জুলাই, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বয়স বাড়ার সাথে মিল রেখে একজন বুদ্ধিমান মানুষকে প্রসিডেন্ট করার দরকার ছিলো; উনি ভুল করেছেন আবদুল হামিদকে এই গুরুত্বপুর্ণ পদে দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.