নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা কি দেখছেন, সংক্রমণ ও দারিদ্রতার অবস্হা কি?

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৫



নিউইয়র্কের অবস্হা ভালোর দিকে বলতে হবে, গতকাল নতুন সংক্রমণ হয়েছে ১ হাজারের সামান্য নীচে, মৃত ১৭ জন; পুরো আমেরিকার অবস্হা ভয়ংকর, আমেরিকার সবচেয়ে বেশী সংক্রমণ ঘটেছে গত সপ্তাহে, দৈনিক নতুন পরীক্ষিত সংক্রমণ ছিলো ৭০ হাজারের মতো; চীনের উহানে পুরো মহামারীতে সংক্রমণ ছিলো ৮৪ হাজার। নিউইয়র্কের বেশীরভাগ বাংগালীরা কাজে যোগ দিচ্ছেন। যারা জীবিকার জন্য ট্যাক্সী চালাতেন, তাদের অনেকেই এখনো অবস্হা বুঝার চেষ্টা করছেন।

বাংলাদেশের সংক্রমণ সম্পর্কে সঠিক ডাটা পাওয়া মোটামুটি মুশকিল; আপনারা নিজেরা আশেপাশে কি দেখছেন, কি শুনছেন? মানুষ নিজের থেকে টেষ্ট করানো অনেকটা কমিয়ে দিচ্ছে, মনে হয়। টেষ্টের রেজাল্ট সঠিক কিনা, এটা নিয়ে মহা সন্দেহ; এদিকে টেষ্ট করাতে ফি চালু করা হয়েছে। মানুষ হাসপাতালে যাওয়াও কমায়ে দিতে পারে।

মানুষকে দেখলে কি মনে হচ্ছে, মানুষের হাতে পরিবার চালানোর মতো টাকা পয়সা আছে বলে মনে হয়? যারা শহরে দৈনিক ভিত্তিতে কাজ করতেন, তাদের কাজকর্ম শুরু হয়েছে, নাকি অবস্হা স্হবির? কনষ্ট্রাকশান ও রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে?

উত্তর বংগে কি এখনো আউষ মৌসুমে ধান চাষ হয়? দেশের কোন এলাকায় বন্যা হচ্ছে পড়েছি; বাংলাদেশের সংবাদ পড়ে কিছু বুঝার উপায় নেই; ওরা লেখে 'পদ্মায় পানি বাড়ছে'; পদ্মা তো অনেক লম্বা, ইহা কোথায় বন্যার সৃষ্টি করতে পারে? দুনিয়ার আজগুবি লেখা, সঠিকভাবে কোন কিছু লিখতে জানে না এরা।

মডেরনা বাইওটেকের টিকা ২য় ফেইজ শেষ করেছে, ৩য় ফেইজে প্রবেশ করেছে; আপাতত, সবকিছু ভালো মনে হচ্ছে; তবে, তাদের উপর রাজনৈতিক চাপ আছে মনে হচ্ছে, হোয়াইট হাউজ চাচ্ছে টিকা এখুনি দেয়া শুরু করুক। তাড়াহুড়ো করে তারা অকাজা কিছু বাজারজাত করে বসে কিনা কে জানে?

মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নিউ ইয়র্কের অবস্থা ভালর দিকে এটা একটা সুসংবাদ। তবে বাংলাদেশের অবস্থা হযবরল । স্বাস্থ্য বিধি থাকলেও সেগুলো জনসাধারণ মানে না। ফলে করোনা মোকাবেলা করা অনেক কঠিন হয়ে দাড়িয়েছে । আসলে প্রশাসনিক দূর্নীতি দূর্নীতিকে উদ্বুদ্ধ করে । মানুষও দূর্ণীতিপরায়ন হয়ে ওঠছে যেন বিষয়টা আতঙ্কের। চিকিৎসা ব্যবস্থার দৈন্যতা সীমাহীন নীতির বিষয়ে তাদের অবস্থান শূণ্যের কোটায় তলাবিহীন ঝুড়ি আরকি ।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ সব সময় সরকার ও প্রশাসনকে অনুসরণ করে, সরকার ও প্রশাসনে দুর্নীতি থাকলে মানুষ সেটা অনুসরণ করে। আমাদের মতো দেশে, চিকিৎসা ব্যবস্হা প্রাইভেটের হাতে দেয়া অসম্ভব ব্যাপার; আমাদের ব্যবসায়ীদের হাতে মানুষের জীবনের ভার দেয়া বেকুবীর সামিল।

২| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশ এ করোনা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
এটা খুবই চিন্তার একটি বিষয়।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


সরকার স্বাস্হ্য ব্যবস্হার উপর কন্ট্রোল হারায়েছে।

৩| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

তারেক ফাহিম বলেছেন: করোনা পরিস্থিতিতে দেশে তেমন উন্নত পাওয়া যাচ্ছে না।

আপনি স্বদেশের আলো-বাতাস, মাটি-মানুষ খুব মিস করছেন, বুঝা যায়।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সবার একটা উপায় হবে; কিন্তু বাংলাদেশের মানুষের পাশে কেহ নেই, কোন রাজনৈতিক দলও ওদের পক্ষে কাজ করার মতো নেই।

৪| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নূর আলম হিরণ বলেছেন: ট্রাম্প টুইট করেছে একটু আগে দেখলাম।
Good News On Vaccine!

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ভাবছে, টিকা চলে এলে সে সহজেই জয়ী হবে। সে আবার জয়ী হলে আমেরিকা সমুহ বিপদে পড়বে। সে মনে হয়, মাডেরনাকে বেশী টাকা পয়সা দিয়ে চাপে রেখেছে।

৫| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

আকন বিডি বলেছেন: কাইন্ডলি মন্তব্য টা মুছে দেন। যেহেতু লিংকটা কাজ করছে না। খারাপ দেখায়।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



ওকে

৬| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: এমাস না গেলে বোঝা যাবেনা । আবার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা একদম নেই বলে কোন ভবিষ্যৎ বানী করাও বিপদ ।

বদলিকৃত স্বাস্থ্য সচিব বলেছেন মুখের কথায় কাউকে করোনা চিকিৎসার অনুমতি দেওয়া হয়না । সাহেদ কি বলে তারপর আমি মুখ খুলব । কি বিপদ !!

স্বাস্থ্য সচিবের এই ভাষণ আর আমাদের করোনাবস্থা প্রায় একই রকম ।

ধান চাষ করা হয়েছে এবং উত্তরাঞ্চল কিছুটা জলমগ্ন , লালমনিরহাট , কুড়িগ্রাম ইত্যাদি । এসব জায়গা দীর্ঘ সময় জলমগ্ন থাকেনা , পানি নামতেই থাকে । নোয়াখালীর কিছু এলাকা পানির নিচে । পদ্মার উপরিঅঞ্চল আর মধ্যাঞ্চল বন্যার কারনে নাজুক থাকে । সঠিক তথ্য কোথাও মেলে না স্পারসো একদা আবহাওয়া নিয়ে বাংলাদেশের আবহাওয়া বিভাগের সাথে মল্লযুদ্ধ করার পর স্যাটেলাইট তথ্য যা ফ্রিতে দিত তা বন্ধ করার পর ।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি অনেক তথ্য দিয়েছেন।

নোয়াখালীর চরে কিছু চাষবাস হয়, অন্য এলাকার লোকজন বিদেশে ও শহরে চাকুরী করে।
উত্তরান্চল এখন ধানের এলাকা।

৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহামারী করোনা পৃথিবীতে যে দগদগে ঘা'র সৃষ্টি
করেছে তার ক্ষত শুকাতে কয়েকবছর লেগে যাবে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি হুঁশিয়ার
করে দিয়েছে যে বিশ্ব অর্থনীতির ওপর করোনাভাইরাসের প্রভাব
কাটিয়ে উঠতে অনেক বছর সময় লেগে যাবে। করোনা মহামারি থেকে
যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তার থেকে বেশি বড় হয়ে উঠেছে অর্থনৈতিক
দিক দিয়ে এর আকস্মিকতা। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় যে বিরাট
অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা আমেরিকায় ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা
পরবর্তী বা ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর অর্থবাজারে যে নেতিবাচক প্রভাব
পড়েছিল এবারের আঘাত তার চেয়েও অনেক আকস্মিক।
কেউ যদি ভাবে দেশগুলো দ্রুত তাদের অর্থনৈতিক ক্ষতি
সামলে উঠতে পারবে তার বোকার স্বর্গে বাস করছেন।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার লাগামহীন ক্যাপিটেলিজমের কারণে ও ট্রাম্পের একগুঁয়েমীর জন্য আমেরিকা ধরা খেয়েছে।

বাংলাদেশের মানুষ ধরা খেয়েছে নির্বুদ্ধিতার কারণে। বাংলাদেশের মানুষ অসীম কষ্টের মাঝে পড়ে যাবে।

৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

সপ্তম৮৪ বলেছেন: ফেসবুক বুদ্ধিজীবীগণ মতামত বেক্ত করেছিলেন এপ্রিল-মে মাসে মানুষ রাস্তায় মরে পরে থাকার কথা। এখন জুলাই।
বাঙালির জান শক্ত । মাঝখান থেকে শুধু ভয় দেখিয়ে গরিবের হোগা মারা সারা।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


ইতালী, স্পেন, আমেরিকার অবস্হা দেখে অনেকে ভাবছিলেন যে, বাংলাদেশের বাসযাত্রী, বাজার ও বস্তির কারণে ভীষণ সংক্রমণ হবে; সংক্রমণ অনেক হয়েছেও; গরম আবহাওয়ার কারণে নিমোনিয়া কম হয়েছে, ও অনেকেই সিম্পটোমিক ছিলেন ও আছেন।

৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

ঢাবিয়ান বলেছেন: ঢাকার আদাবরের পপুলার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনা বেগম তামান্না। স্কুল বন্ধ, বন্ধ আয়-রোজগারও। সংসার চালাতে তিনি রাস্তায় নেমেছেন, মুখে মাস্ক চাপিয়ে বিক্রি করছেন মৌসুমি ফল।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অর্থনীতিতে, যারা সৎভাবে চাকুরী করেছেন, তাদের কোন সেভিংস থাকার কথা নয়। সামনে আরো কষ্ট আছে।

১০| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের অবস্থা পৃথীবির অনেক দেশের থেকে ভাল।সরকার যদিও বলছে আজ পর্যন্ত মারাগেছে ২৪৫৭জন,বাস্তব অবস্থা হয়তো আরো বেশি তার পরও ভাল।কমবে বাড়বে এমন করেই চলতে থাকবে,এটাতে আস্তে আস্ত মানুষ অভস্ত হয়ে যাবে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ সারা পৃথিবীতে অভ্যস্ত হবে একদিন; কিন্তু দেখতে হবে কিসের মুল্যে!

১১| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

সাহাদাত উদরাজী বলেছেন: করোনার পাশাপাশি দেশে এখন ভয়াবহ বন্যা। বন্যার খবর আড়াল করা হচ্ছে খুব যত্ন করে। সাহেদ নিয়ে মেতে আছে দেশ! সামনে ভয়াবহ সময়!

১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা নিশ্চয় বেশী কোক খেয়ে, বেশী প্রস্রাব করছে না; ওরা বন্যাকে লুকায় কেন? খারাপ অভ্যাস সরকার ও প্রশাসনের; ইডিয়টরা কি করে, কেন করে, বের করাই মুশকিল।

১২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন: দেশে করোনা আছে ঠিকই দেশটা ইতালী" হয়ে যাবে ঐ ভয় নেই।মডেরনা টিকা সফল হলে ট্রাম্প সফল হয় কিনা দেখতে হবে। দেশে বন্যার পানি বিপদসীমার উপরেই আছে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



এই দু:খের বছরে বন্যা, ভয়ংকর খবর।

ইউরোপের ও আমেরিকার লোকজন পথে খুঁজে পাবে; সমস্যা হবে আমাদের দরিদ্র মানুষগুলোকে নিয়ে।

১৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৬

রাতুল_শাহ বলেছেন: আমার মনে হয় কোরবানীর পর, দেশের মানুষ করোনার ব্যাপারে ডোন্ট কেয়ারে চলবে, প্রাইভেট অফিস নিয়মিত করতে হবে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


এখন সবকিছু সরকার ও প্রসাসনের কন্ট্রোলের বাহিরে অনেকটা, মানুষ নিজের পথ দেখছে।

১৪| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সংক্রমণ যে রকম ভয়াবহ হবে বলে মনে করা হয়েছিল ( যেমন নিউইয়র্কের মত) সে রকম হয় নাই। মৃত্যুর সংখ্যা যত দ্রুত বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল তেমন হয় নাই। যদিও হিসাবের বাইরে অনেক মৃত্যু আছে। তার পরও মিডিয়ার কারণে হিসাবের বাইরের মৃত্যু খুব বেশী আড়াল করা সম্ভব না এই যুগে। বাংলাদেশের বস্তিগুলিতে মৃত্যুর খবর তেমন শোনা যায় না। ঢাকায় নাকি ৩০ লক্ষের মত মানুষ বস্তিতে থাকে। এখানে ভয়ঙ্করভাবে ও দ্রুত ছড়িয়ে পরার কথা। কিন্তু সেরকম হচ্ছে না। মনে হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
দরিদ্রতা মাপার এখানে কোনও ভালো পদ্ধতি নাই। তবে প্রচণ্ডভাবে খারাপ হলে বিভিন্ন সংস্থার জরিপে তা আসত। তবে দরিদ্রতা যে বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারটা সবাই মানছে। তবে '৭৪ এর দশা আশা করি হবে না। সেরকম হলে বোঝা যেত খালি চোখেই। ১৯৭৪ এ সরকারও অসহায় হয়ে পরেছিল। কিন্তু এবার সরকার অন্তত দুর্ভিক্ষে মৃত্যু ঠেকানোর মত সামর্থ্য রাখে। দরিদ্রের পাশে দাঁড়ানোর মত ধনী লোকও অনেক আছে যেটা '৭৪ এ ছিল না।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


'৭৪ এর মতো হবে না; তবে, অনেক শিশু পড়ালেখায় আগের মতো সুযোগ পাবে না, পরিবার চাপের মাঝে থাকবে; অনেক মানুষ দীর্ঘ সময়ের জন্য বেকার হয়ে যাবে।

১৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২

ডার্ক ম্যান বলেছেন: মানুষের করুণ অবস্থা চলছে । কিছুদিন পর সরকারের করুণ অবস্থা হবে

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে ব্যুরোক্রেটরা ও প্রশাসন বুঝে গেছে, উনার সুদিন ফুরায়ে গেছে।

১৬| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আমি এখন প্রতিদিনই বাইরে যাচ্ছি। একেকদিন একেকে এলাকা ঘুরি। মানুষ দেখি, তাদের সাথে কথা বলি। চায়ের দোকানে মাস্ক পড়ে বসে থাকি।

মানূষের মধ্যে একটা কেমন যেন ভাব এসেছে, ভাবটা এরকম যা হবার হবে। আল্লাহ মরন কপালে লিখে থাকলে মরন হবে।
বহু লোকের চাকরি নাই। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। ফার্মেসীর ব্যবসা রমরমা। করোণার আগে যারা দেশে ফিরেছিলেন, তারা ফিরে যেতে পারছেন না। অথচ তাদের টিকিট কাটা আছে। এজেন্সি গুলো তাদের বার তারিখ বদলাচ্ছে।
রাস্তায় প্রচুর ভিক্ষুক। ৬ বছরের বাচ্চা থেকে ৬০/৭০ বছরে লোকজন পর্যন্ত।
দেশের দূর্নীতিবাজরা বেশ বিপদে আছে। তারা বিদেশ চলে যেতে চাচ্ছে। যেতে পারছে না।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



করোনার পর, অনেক লোক বিদেশে চলে যাবে। শেখ হাসিনা মানুষকে দু:সময়ে আশা দি্তে পারেনি, মানুষের সাথে আলোচনা করছে না; মানুষ সরকারের উপর ভরসা করছে না, হতাশ; তাই তারা বেপরোয়া।

১৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: দেশে বন্যা পরিস্থিতি খারাপ। ১০ লাখ মানুষ পানি বন্ধী আছে। এখন পর্যন্ত তাদের কেউ সাহায্য দেয় নি। গত বছরও তাদের বিভিন্ন সংস্থা সাহায্য করেছিলো। যাদের চাকরি টীকে আছে তারা পুরো বেতন পাচ্ছে না। এমনকি ব্যাংক পর্ন্তয পুরো সেলারি দিচ্ছে না। বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এদের মধ্যে যারা ক্লার্ক জাতিয় কাজ করত তারা এখন রাস্তায় সবজি বিক্রি করে বা ফল বিক্রি করছে। ফল, মাছ এবং সবজি বিক্রেতা খুব বেড়ে গেছে। রিকশাওয়ালারা কাউকে দেখলেই যাত্রী মনে করে খুব ডাকাডাকি করে।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



পরিস্হিতি ভালো মনে হচ্ছে না; অনেক পরিবার দরিদ্র হয়ে যাবে, বস্তিতে চলে যেতে বাধ্য হবে; অনেক শিশু পড়ালেখায় ভালো করতে পারবে না।

১৮| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো না। আগে যে সমস্ত লন্ড্রী দোকান ছিলো এখন তারা সবজি আর ফল বিক্রি করে। শুধু মাত্র খাদ্য সংক্রান্ত দোকান পাটের ব্যবসা ভালো চলছে। অন্য সবাই গালে হাত দিয়ে বসে আছে। খাওয়ার জিনিসপত্র ছাড়া বেচাকেনা হয় না বললেই চলে। তবে রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজনরা বেশ ভালো আছে।
আমার নিজের অবস্থা খুব খারাপ। হাতের জমানো টাকা সব শেষ।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার অবস্হার কথা শুনে খারাপ লাগছে; আপনি ডাকার ছেলে, দেখেন এলাকায় কোন কিছু করা যায় কিনা।

১৯| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:


বাংলাদেশের মানুষ এখন অনেক কষ্টের মাঝে আছে।
করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সংস্লিষ্টটা
নীজ নীজ দৃষ্টিকোন হতে পরিকল্পনা ও কর্মসুচী নিচ্ছে।
স্বল্পকালীন প্রায়োরিটি সেকটর সহ দীর্ঘমেয়াদী
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এখনই শুরু করা
প্রয়োজন ।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



সরকার জরুরী অবস্হায় কি কি পদক্ষেপ নেয়, সেটা জানা সম্ভব হয় না; কারণ, যারা সরকারী মুখপাত্র হিসেবে কথা বলেন, কারো ব্যক্তিত্ব নেই।

২০| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: এই করোণায় ঢাকা শহরের আরেকটা উল্লেখ্যযোগ্য পরিবর্তন হয়েছে।

যারা ৩০ হাজার টাকা ভাড়া বাসায় থাকতো তারা ২০ হাজার টাকায় ভাড়া বাসায় উঠেছে।
আবার যারা ২০ হাজার টাকায় ভাড়া বাসায় থাকতো তারা ১০/১২ টাকায় বাসায় উঠেছে।
আর যারা একেবারেই পারছে না তারা গ্রামে চলে যাচ্ছে।

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


সরকারেরা এসব মানুষের পারিবারিক কষ্ট বুঝে না; শেখ হাসিনা বসে বসে বাবার জেলের দিনের গল্প পড়ছেন করোনায়।

২১| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:২৫

ডার্ক ম্যান বলেছেন: আপনার এলাকার লোকজন কেমন আছেন

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের এলাকার লোকগুলো কিছুই না শুনে, কাজ কর্ম ছেড়ে খালি আরব চলে যায়, যাযাবর হয়ে গেছে।

২২| ১৬ ই জুলাই, ২০২০ রাত ২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢাকায় মানুষের বসবাস, আচার আচরন অনেক পাল্টে যাচ্ছে ।
..........................................................................................
টাকার বাহাদুরী যেমন নেই, তেমনি দৈনন্দিন কাজের চাপ প্রায়
অর্ধেকে নেমে আসায়, আগের কোন হিসাব মতো দিন চলে না,
অর্থনীতির চালিকা শক্তিও তাই স্বাভাবিক গতি হারায়ে পথভ্রষ্ট ।

...........................................................................................
গণজমায়েত বন্ধ থাকায়, সামাজিক আচার, আত্নীয়তা স্হবির,
লৌকিকতা বা মেহমানদারী কোন কিছুই চলছে না
এভাবে পৃথিবী চলতে পারেনা ???

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


যারা শুরু থেকে মাথা খাটায়েছে, ওরা খুবই ভালো আছে। বাংলাদেশ সরকারের কেহ ইহাকে থামানোর জন্য, সময় নিয়ে প্ল্যান করেনি।

২৩| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৯

আমি ব্লগার হইছি! বলেছেন: মানুষ বাধ্য হয়ে পরিস্হিতি মেনে নিচ্ছে। যাদের বসে খাওয়ার টাকা নেই তারা কাজ কাম শুরু করেছে। তবে আশার কথা মানুষ ভেঙে পড়েনি। বিশেষ করে খেটে খাওয়া মানুষের মনের জোর দেখে আমি সত্যেই আশাবাদী। তবে মানুষ মরছে। আমার আশেপাশে
জানাশোনা ও আত্মীয়দের মধ্যে ও কয়েকজন মারা গেছে ও আক্রান্ত হয়েছে। আক্রান্ত রা সুস্হ হচ্ছে। যারা মারা গেছেন তারা সবাই বয়ষ্ক এবং অন্যান্য জটীল রোগে আক্রান্ত ছিলেন। সারা দেশের করোনা পরিস্হিতি এখন পর্যন্ত কমবেশী এরকমই হবে।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন; মানুষ যদি ভেংগে না পড়ে, তারা নিজেদের জন্য পথ বের করবে নিজ চেষ্টায়।

২৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষ স্বাস্থ্যবিধি মানছে না মোটেও। হাসপাতালে না গিয়ে বরং বাসায় চিকিৎসা নেয়াটাকে বুদ্ধিমানের বলে মনে করছে বলেই মনে হয়।
আমরা বাচ্চাদের পড়াশোনা ও আয়-রোজগার নিয়ে বড়ই হাতাশাজনক অবস্থায় আছি।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কি শহরে থাকেন?

২৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

মোঃ খুরশীদ আলম বলেছেন: জ্বি।

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



কষ্টকর পরিস্হিতি, আমরা ব্লগারেরা ব্যবস্হা নেবো যাতে ব্লগারেরা এসব সমস্যা থেকে বের হতে পারেন।

২৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
করোনা ভাইরাস থেকে পানাহ চেয়ে আল্লাহ সুবহানাতায়ালার কাছে দোয়া করতে হবে ।
জিকির করতে হবে প্রচুর পরিমাণে।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের জন্য এটাই এখন সোজা পথ।

২৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিম্নবৃত্তর পর মধ্যবৃত্তও ভেঙ্গে পড়েছে।

করোনা বিস্তার বাড়ছে, বাড়ছে মৃত্যুও প্রায় ২০টির মত জেলায় বন্যা দেখা দিয়েছে।

লগডাউন উঠিয়ে নেয়ায় মানুষজন কিছু আয় রোজগার করছে, অর্থনীতি সচল হচ্ছে।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



বন্যার খবর বড়ই হতাশ করছে, এই বছরের বন্যা সহ্য করার মতো অবস্হা জাতির নেই; মানুষ যদি সচেতন হয়ে আয় করতে পারে, তা ভালো।

২৮| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৫

হাসান রাজু বলেছেন: দুই সপ্তাহ + আইসোলেসনে থেকে আজ বের হলাম। কাজে যোগ দিলাম। প্রথম টেস্টে পজেটিভ রিপোর্ট ছিল। গত ১৭ তারিখে আবার টেস্ট করালাম । রিপোর্ট নেগেটিভ এসেছে। মানুষজন টেস্টে আগ্রহ কমিয়ে দিয়েছে। দাপ্তরিক দরকার ছাড়া কেউ টেস্ট করাতে আগ্রহি না। টেস্ট করানো একটা বিরাট ঝামেলার কাজ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকতে হয়।

আমার বিল্ডিং এর দুটি ফ্যামিলি বাসা ছেড়েছেন। একজন গান শেখাত। সকাল-বিকাল ও ছুটির দিনে মহা ব্যাস্ত থাকতেন। ভালো ইনকাম ছিল। কিন্তু গত ৪/৫ মাস একটাকাও আয় নাই। টিউশনি পুরোপুরি বন্ধ। আরেক জনের ব্যাপারে জানি না।

টিউশনি করেন, এমন কিছু পেশাজীবী আছেন যারা মহা বিপদে পড়ে গেছেন। নিম্ন আয়ের মানুষরা বরং কাজে ফিরছেন।

১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



টিউশানি করে হাজার হাজার মানুষ/ছাত্র চলতেন, তাদের অবস্হা ভয়ংকর, অলটারনেটিভও কিছু নেই, ভয়ংকর! যাক, আপনি কাজ করছেন, দৈনিক কাজের লোকদেরও কাজ বাড়ছে, এটা আশার আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.