নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা সমবায় সমিতি চালানোর মতো শক্ত একটি জেনারেশন

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৪



মিনিমাম ২০ জন সদস্য ও ২০ হাজার টাকা দিয়ে সমবায় চালু করা সম্ভব; রেজিষ্ট্রেশনও সোজা, প্রতি থানায় সরকারী সমবায় অফিসে, সমবায়ের ফরম পুরণ করে রেজিষ্ট্রেশন করা সম্ভব।

আমাদের দেশের বিশৃংখল গলাকাটা ক্যাপিটেলিজম বিপুল পরিমাণ বেকার ও অর্ধ-বেকার দিয়ে দেশ ভরে ফেলেছে; প্ল্যানমাফিক চাকুরী সৃষ্টি করে ইহার সমাধান করা সম্ভব। তবে, সরকারের সেই ধরণের কোন প্ল্যান নেই, সরকার বেকার সমস্যা নিয়ে কোন প্ল্যানের কথা বলে না। আমেরিকায়, প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮ টায়, সরকারের লেবার ডিপার্টমেন্ট দেশের বেকারত্বের হার, সর্বমোট রেজিষ্টার্ড বেকারের সংখ্যা ও "আন-এমপ্লয়মেন্ট বেনেফিটে" থাকা বেকার মানুষের সংখ্যার হিসেব দেয়। আমাদের সরকারে সেই রকম একটা সংস্হা দরকার, যারা প্রতি সপ্তাহে বেকারত্বের হার ও পরিমাণ জানাবে।

সরকার ব্যতিত বেসরকারী উপায়েও বেকারত্ব কমানো সম্ভব; ৩য় বিশ্বে ইহা করার একটা উপায় হচ্ছে, সমবায় গঠন করা। ৩য় বিশ্বে ব্যাংকগুলো পরিচিত মুখ ওক্ষমতাশালী লোকদের হাতে থাকে; তারাই ব্যাংক থেকে ক্যাপিটেল সংগ্রহ করে ব্যবসায় খাটায়; নিম্ন মধ্যবিত্ত ও বেকারেরা এসব ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ পায় না; ফলে, তারা প্র‌যোজনীয় ক্যাপিটেল যোগাড় করতে সক্ষম হয় না। এই অবস্হায়, যার যতটুকু সামর্থ আছে, সেটাকে একত্রিত করে ছোটখাট একটা ক্যাপিটেল দাঁড়া করানো সম্ভব, ইহাই সমবায়।

ব্লগারেরা দেশের নতুন একটা শিক্ষিত জেনারেশন, এদের মাঝে অনেক ব্যাপারে মিল আছে; মিল থাকাটা মানুষের ঐক্যার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর। ব্লগারেরা সবাই সমবায়ের উপর যথেষ্ট জ্ঞান রাখেন; ফলে, তাঁদেরকে বুঝানোর মতো সমস্যার ভেতর দিয়ে যেতে হবে না; ব্লগারদেরকে দেশের বর্তমান অবস্হা ইত্যাদি ব্যাখ্যা করার তেমন দরকার নেই, তাঁরা সমবায়ের প্রয়োজনীয়তা বুঝেন; ফলে, এখানে একটা সমবায় কাজ করবে।

দেশে কমপক্ষে বিবিধ সময়ে ৪/৫ লাখ ব্লগার রেজিষ্ট্রেশন করেছেন; ইহা একটি শক্তিশালী গ্রুপ। প্রাথমিকভাবে যদি কয়েকজন মিলে একটি সমবায় গঠন করে, কিছুটা সফল হন, তখন শতশত ব্লগার যোগ দেবেন।

ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" ( Link ) দীর্ঘ সময় সমবায়ের সাথে যুক্ত আছেন, উনি সমবায়ের উপর ২ টি পোষ্ট দিয়েছেন, আপনারা সেগুলো পড়ে দেখেন। ব্লগারদের মাঝে আরো অনেকেই সমবায়ের সাথে হয়তো যুক্ত আছেন, আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন সামুতে। অনেক ব্লগার ব্যবসা করছেন, তাঁদের সাহায্য নিয়ে, আমরা দেশে চলে এই ধরণের ব্যবসা করার জন্য প্ল্যান করবো। সমবায় করলে, বেকার ব্লগারদের জন্য চাকুরীর ব্যবস্হা করা যাবে, এবং সদস্যরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। যদি সমবায়কে বড় করা যায়, ইহা অনেক মানুষের জন্য চাকুরীর সৃষ্টি করতে সমর্থ হবে।

আপনারা যারা প্রাথমিকভাবে সমবায় শুরু করতে ইচ্ছুক, তাঁরা মতামত জানাতে পারেন। যাঁরা এই ব্যাপারে পরিস্কার নন, তাঁরা হয়তো ইহাতে যোগ দেয়া সঠিক হবে না।

করোনাকালীন সময়ে বেশ পরিমাণ ব্লগার অর্থনৈতিক সমস্যায় পড়েছেন ইতিমধ্যেই; অনেক ছাত্র ব্লগার আছেন,যাদের চাকুরী এই বছর হবে না, এবং আগামী বছরও কষ্টকর হবে। আপনারা যদি একটি সমবায় গড়ে তোলেন, প্রথমদিকে কষ্টকর হবে, কিন্তু ২/১ বছরের মাঝে আপনাদের প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে; সদস্যদের চাকুরী হবে, সমবায়ে ব্যবসা ও অন্যান্য প্রকল্প থাকবে।

মন্তব্য ৬৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে সমবায় বেশ জনপ্রিয় ছিলো। মুঠ চালের সমবায় সমিতি আজকে শত শত কোটি টাকার ক্যাপিটাল নিয়ে কাজ করছে। তবুও কিছু কিছু কারণে এখন আর হয়ে উঠেনা।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটেলিজম সমবায় বিরোধী; বাংলাদেশে গলাকাটা ক্যাপিটেলিজম গড়ে উঠায়, সরকার, ব্যাংক ও বড় ব্যবসাগুলো সমবায় আন্দোলনকে থামায়ে দিয়েছে; আমেরিাকয়ও একই অবস্হা।

২| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো চিন্তা।
কিন্তু মানুষ এখন সহজে উপার্জন করতে চায়।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ তো আছেন ১৮ কোটী, কতজন সহজে উপার্জন করতে সক্ষম হবেন?
আমার উপার্জন সহজ ছিলো না, আপনার নিজের উপার্জন কি সহজ?

৩| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

ডার্ক ম্যান বলেছেন: ১০০ জন ব্লগার থাকলেই ভাল কিছু সম্ভব। আপনাকে নিত্যদিনের পণ্যে ফোকাস থাকতে হবে

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


১০০ জন অবশ্যই অনেক; সমবায়ের শুরুতে, সহজ কিছুর জন্য প্ল্যান করতে হবে। এই সময়, আপনার পক্ষে থাকা সম্ভব হবে, নাকি পরে?

৪| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪০

ডার্ক ম্যান বলেছেন: আর্থিকভাবে আমার পক্ষে থাকা সম্ভব নয় । তবে অন্যভাবে সম্ভব হতে পারে । আইডিয়া দিয়ে হতে পারে যদি প্রয়োজন হয় ।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


ওকে, আইডিয়া ইত্যাদির জন্যও ব্লগারদের সাহায্য নিতে হবে।

৫| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

লরুজন বলেছেন: যদি হুনি পাকিস্তান ভারত মিলিটারি দুস্তি করছে বিশ্বাস করুম,
কিন্তুক ব্লগার গো মিল্ল্যা সমবায় করছে আমি বিশ্বাস করতাম না

বেবাক ব্লগার অইতাছে গিয়া তাল পাকনা লোকজন
হেরা তিনজন একসাথে মিল্যা একটা কাজ করত পারতনা,
আর সমবায় করত অইলে মিনিমাম ২০-৫০ জন তো লাগব নাকি?
২০-৫০ জন ব্লগার এক্কানে কইরা সমবায় করত চাইলে সমবায় দুরে
থাক হেরার মাইরপিট কামড়া কামড়ি চুলাচুলি বন্ধ করত মিলিটারি লগব।

ব্লগার আছে নি ব্যবসাপাতি করে হেরা আইব নি এই সমবায়ে,
জীবনেও না,
জিগায় দেইক্কেন চে,

ব্লগার দিয়া একটা কাম অইব, আন্দোলন - আর কিছু অইত না।

@মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো চিন্তা।
কিন্তু মানুষ এখন সহজে উপার্জন করতে চায়।
- আফনেরা মালয়েশিয়া থাহেন সহজ ইনকাম আফনেরা ভালা জানেন।


২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কোন কিছুর শুরুটা কঠিন হওয়ার কথা।

৬| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

সপ্তম৮৪ বলেছেন: বলগার রা বেশির ভাগই বাটপার। সহব্লগারদের চাক্কুর নিচে ফেলে নিজেরা উন্নত দেশের ভিক্ষুক হয়েছে। এখন তাদের প্রতিদিনের রুটিন হল আওয়ামীলীগের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করা।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


এটা ক্ষোভের কথা; আমি নিজেই ব্লগার, এবং আওয়ামী লীগের বড় সমালোচক; আমাকে নিজের কাছে কখনো বাটপার বলে মনে হয়নি।

৭| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সহজে উপার্জন বলতে আমি ধান্দাবাজির কথা বলেছি। আমি বলেছি বাটপারি কথা , জালিয়াতির কথা , দুই নম্বরি কাজের কথা । এখন বাংলাদেশের মানুষ ভালো কোন কিছু এখন কেউ পছন্দ করতে চায় না।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



সেটা জাতির ভেতর ঢুকে গেছে সরকার ও প্রশাসনের দুর্নীতির কারণে; ইহার মাঝেও বেঁচে থাকতে হবে।

৮| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩

লরুজন বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলাই এর মত টাউট ছিটার আর কই আছে
তামিল কিলিংরা যে বাংলাইরে ধইরা ধইরা বাম্বু লাগায় ভালা করে

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


উনি দেশের একটা বড় সমস্যার কথা বলছেন, আপনি উনার সাথে আক্রমণাত্নক ভাষা ব্যবহার করছেন কেন?

৯| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৯

লরুজন বলেছেন: উস্তাদ, আফনে আমার কতা বুঝেন নাই
মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানে কতবড় কস্টে সে আছে মালয়েশিয়াতে
মালয়েশিয়া বাংলাদেশী ছিটার বাটপার টাউটের দেশ
বাংলাদেশী হাজারে একটা ভালা লোক নাই
মোহাম্মদ সাজ্জাদ হোসেন আইজকা বাংলাদেশে সুযোগ পাইলে কালকা দেশো আইব
বিরাট পুংটার দেশ মালয়েশিয়া

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ায় কি হচ্ছে, অনেকরই আইডিয়া আছে; কিন্তু কয়েক লাখ বাংগালীকে কাজ করতে হচ্ছে ওখানে।

১০| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩০

মিরোরডডল বলেছেন:

আগেও বলেছি, এবারও বলবো সুন্দর পজিটিভ কনস্ট্রাকটিভ ভাবনা । যদি কেউ ইনিশিয়েটিভ নিয়ে শুরু করে খুব ভালো হবে ।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


হবে, তবে শুরুটা কঠিন হবে।
আপনি থাকুন ও আপনার পরিচিত ২/৪ জনকে বলে দেখতে পারেন। আমি আছি, ব্লগারদের সংখ্যা কম হলে, আমরা চেষ্টা করবো সমমনা মানুষ আনতে।

১১| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মিরোরডডল বলেছেন:

আমি আছি । স্বপ্নের শঙ্খচিল অনেক এফোর্ট দিয়ে পোস্ট লিখেছেন ।
এছাড়া লোকালি সেরকম কেউ কি রেসপন্স করেছে কিনা জানিনা ।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



স্বপ্নের শঙ্খচিল'কে ধন্যবাদ, উনি চেষ্টা করেছেন। লোক্যাল রেসপন্স কিছুটা শ্লো হতেও পারে, এতে খুব একটা অসুবিধা হবে না; চালু করতে পারলে লোকজনের অভাব হবে না।

১২| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

ডার্ক ম্যান বলেছেন: আপনার ভুমিকা কি হবে সেটা স্পষ্ট হল না

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি সদস্য হবো, দেশের ভেতর থেকে ম্যানেজমেন্ট গঠন করতে হবে।

১৩| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লরুজন বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলাই এর মত টাউট ছিটার আর কই আছে
তামিল কিলিংরা যে বাংলাইরে ধইরা ধইরা বাম্বু লাগায় ভালা করে ।


তামিলরা অপরাধ করে তাদের নিজের দেশে। আমাদের বাংলাদেশে এসে তাদের অপরাধ করার কোন সাহস তাদের নেই। বুদ্ধিমান বাংলাদেশিরা বিদেশে তামিলদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



মন খারাপ করিয়েন না, লরুজন কিছু একটা বলতে চাচ্ছেন, এটুকুই

১৪| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো চিন্তা।
কিন্তু মানুষ এখন সহজে উপার্জন করতে চায়।
- আফনেরা মালয়েশিয়া থাহেন সহজ ইনকাম আফনেরা ভালা জানেন।

যারা প্রবাসে কালো টাকায় চলেন না অর্থাৎ নিজের কষ্টের উপার্জন এ চলেন তাঁরা বেশ ভালো করেই জানেন উপার্জন করা খুব সহজ বিষয় নয়। যতটা সহজে বাংলাদেশের অনেক মানুষ উপার্জন করে ফেলে।

১৫| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মালয়েশিয়ায় কি হচ্ছে, অনেকরই আইডিয়া আছে; কিন্তু কয়েক লাখ বাংগালীকে কাজ করতে হচ্ছে ওখানে।

বৈধ-অবৈধ মিলিয়ে 10 থেকে 12 লাখ বাংলাদেশী মানুষ আছে মালয়েশিয়াতে। তারা যে অবস্থায়ই থাকুক না কেন তারা ওখানে কাজ করে, উপার্জন করে। উপার্জনের সেই টাকা দেশে পাঠায়। তাদের পাঠানো টাকায় তাদের পরিবার চলে। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



এটা জাতির জন্য বিশাল ব্যাপার।

১৬| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি স্বাস্থ্যগত কারণে সকালে আর সন্ধ্যায় রাস্তায় প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করি।

এক বার রাস্তায় হাঁটছি । এমন সময় একজন বাংলাদেশী ভদ্রলোক, তার নামটি মনে নেই। তিনি কথা প্রসঙ্গে বললেন যে তিনি ছোটখাটো ব্যবসা করছেন এবং তার আয় রোজগার ভালো। আয়ের পরিমাণ হয় মাসে 70 থেকে 80 হাজার বাংলাদেশি টাকা।

এই পরিমাণ টাকা তিনি বাংলাদেশে ব্যবসা করে উপার্জন করতে পারতেন না ।

আমি তাকে পরামর্শ দিলাম বুদ্ধি বিবেচনা করে খরচ করতে । আপনার এই ধরনের উপার্জন এর সুযোগ সারা জীবন থাকবে না। টাকাটার সদ্ব্যবহার করলেও সঞ্চয় করলে ভবিষ্যতে টাকা তাকে বিপুল পরিমাণ সহযোগিতা করবে।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



প্রবাসে মানুষ মানুষকে সাহায্য করতে হয় নানাভাবে।

১৭| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দশে আসুন, কাজে নামুন
সাথে থাকবো।

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি দেশে আসবো, দেখা হবে।

১৮| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০১

ডার্ক ম্যান বলেছেন: শিক্ষায় বিনিয়োগ করতে পারলে সবচেয়ে ভাল হত। গরীব মেধাবীদের জন্য যদি ফ্রি কোচিং টাইপের কিছু করা যায় , সেটা সংখ্যায় যত কম হোক না কেন ,

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



সেটা হয়তো সবকিছু থেকে বড় আইডিয়া; দেখা যাক, আমরা শুরু করতে পারি কিনা।

১৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: আপনার আইডিয়া ভালো লেগেছে ! দেখা যাক এ ব্যাপারে কি ধরনের উদ্যোগ সহ লেখা আসে। আশা করছি থাকতে পারব সাথে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ। সবাই মিলে চেষ্টা করে দেখি

২০| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৯

ঊণকৌটী বলেছেন: খুব সুন্দর ভাবনা যদিও আমি এই দেশের নাগরিক না, তবুও বলছি কুনো ক্ষুদ্রতম সাহায্য করতে পারলে খুবই আনন্দিত হব

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ; আমরা যদি পারি, আপনিও ব্লগার হিসেবে আমাদের সাথী হবেন।

২১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যাদের নিয়মিত দেখা সাক্ষাত হয় এমন কয়েক জন প্রথম দিকে চেষ্টা করে দেখতে পারেন।কমপক্ষে মাসে একবার মিলিত হতে হবে।আপাতত এটা খুব একটা বড় কাজ না।কারো যদি সপ্ন থাকে তবে সে এটাকে বড় করতে পারে।ঢাকায় হাজার হাজার সমিতি আছে, প্রতিটা মার্কেটে একাধীক সমিতি আছে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



সঠিক, শুরু করতে পারলে কাজ করবে; শুরু করাটাই বড় কাজ।

২২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

জনৈক অপদার্থ বলেছেন: শ্রদ্ধার সাথেই বলছি জনাব, সমবায় আমাদের বর্তমান চিন্তাচেতনা ধারী বাংগালদের সাথে যায় না। সমবায়ে দরকার পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতার মনোভাব। আমাদের মাঝে পারস্পরিক বিশ্বাস নাই। টাকাপয়সার ব্যাপারে বিশ্বাস তো আরো বহুদুর। তাছাড়া সমিতির রেজিস্ট্রেশনে কত যে ভোগান্তি পোহাতে হয় তা বলার বাইরে। যদি আসলেই বেনেফিট পাওয়া যেত তাইলে ধুমায়ে বিসিকের লেবার, স্টূডেন্টস, বাড়ির ভাড়াটিয়া যে যার মত সমিতি করত এতদিনে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



সমিতি যে নেই, ইহা সত্য নহে; সমিতি আছে ছোট ছোট আকারে; এবং তাদের বেশীর ভাগই অনিয়মতান্ত্রিকভাবে চলছে। বড় সমিতিও আছে।

২৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭

হাবিব ইমরান বলেছেন:
ভালো ভাবনা। উদ্যোগ নিন। সাথে থাকবো।
বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হলে সকলকেই এগিয়ে আসতে হবে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

চলেন, সবাই মিলে চেষ্টা করে দেখি।

২৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: পুরো ঢাকা শহর জুড়ে আছে- নোয়াখালী সমিতি, বরিশাল সমিতি, কুমিল্লা সমতি ইত্যাদি। অর্থ্যাত তারা চাকরি বা ব্যবসার খাতিতে ঢাকা থাকলেও তাদের নিজ নিজ অঞ্চলের লোকেরা মিলে সময় সমিতি করেছে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


এদের বেশীরভাগই সামাজিক সমিতি, মনে হয়; পিকনিক করে, স্বাধীনতা দিবস, গানবাজনা করে থাকে; এদের মাঝে, সমবায় আছে কিনা কে জানে!

২৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: প্রশংসনীয় প্রস্তাবনা । এক্ষেত্রে সফল হতে পারলে দেশের ও দশের প্রভুত উন্নতি হবে। তবে আগে ব্লগার দের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আস্থা গড়ে তোলার দরকার আছে। তাছাড়া এটা দুঃসাধ্য কাজ হবে। পরীশ্রমী দক্ষ কিছু মানুষ ছাড়া এটা কতটুকু সফল হবে কে জানে। তবুও জীবন টা একটা চ্যালেঞ্জ করোনা শুধু বিষয় টি কঠিন করে তুলেছে এই যা।

২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ কাজে না নামা অবধি মানুষকে সঠিকভাবে চেনা কষ্টকর; এই ধরণের প্রচেষ্টা স্বাভাবিকভাবেই কঠিন হবে।

২৬| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:৪২

ভুয়া মফিজ বলেছেন: view this link

view this link

এমন একতা দেখানো সম্ভব হলে, অল দ্য বেস্ট।:)

২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


লিংকের জন্য ধন্যবাদ।
দিদার সমিতি বিশাল কাজ করেছে। আমি স্কুলে থাকতে দেখেছিলাম কুমিল্লায় ড: হামিদ খান বিশাল সমিতি করে কুমিল্লা বদলায়ে দিয়েছিলেন। কুমিল্লার লোকেরা সেখান থেকে অনেক কিছু করেছেন।

আমার মনে হয়, ব্লগারেরা ঐ রকম কিছু বা তার চেয়েও ভালো করার সম্ভাবনা।

২৭| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ৮:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ম্যানেজম্যান্ট কিভাবে হবে, কারাকারা এতে থাকবেন সব মিলিয়ে একটা স্ট্রাকচার আগে দাঁড় করালে ভালো হবে। ধারণা পরিষ্কার হবে।
শুরু হোক সদস্য হওয়ার চেষ্টা করবো।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সমবায়ে, ম্যানেজনেন্ট টিমে, মিনিমাম কয়টি পদ থাকে ও কি কি পদ সেটা জানাবেন ব্লগার স্বপ্নের শঙ্খচিল; সেটা জানার পর, সম্ভাব্য ষডস্য ও এডহক ভিত্তিতে একটা কমিটির জন্য ভলনটিয়ার নিতে হবে।

২৮| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কলেজে পড়া কালীন সময়ে একটা সমবায় সমিতি করেছিলাম ভালো একটা এমাউন্ট হয়েছিল কিন্তু এক পেশীওয়ালা পুরাটাই পেটে ঢুকিয়েছে তাই সমবায়ের প্রতি আর আগ্রহ নেই।

তবে ঢাকা শহরে সমবায়ের মাধ্যম্যে অনেকেই ফ্ল্যাট করছে। ১৫/২০ জন একত্রিত হয়ে বেশ অল্প টাকায় ফ্ল্যাট পেয়ে যাচ্ছে। ইহা একটি ভালো উদ্যোগ। একক ভাবে যাহা সম্ভব না তা যৌথভাবে সম্ভব।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনাদের কত টাকা পেশীওয়ালা খেয়ে ফেলেছে? দেশের কোন এলাকায়?

আপনারা কিছুই করতে পারেননি?
প্ল্যাট, প্লট ওভাবে হচ্ছে; তবে, ব্লগারদের চেষ্টা করতে হবে বেকারত্ব কমাতে ও সঠিক ব্যবসা গড়তে।

২৯| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আপনি কই? দেখছি না ব্লগে!

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমাকে একটু এদিক সেদিক যেতে হচ্ছে।

৩০| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকালে রায়হান কবিরকে নিয়ে আপনার পোস্টটি পড়ে ছিলাম ।
বিকালে এসে দেখি পোস্ট আর নেই।
বুঝতে পারলাম না কেন পোস্টখানা উধাও হয়ে গেল।

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমি নিজে সরায়ে ফেলেছি; বেশীরভাগ ব্লগার এগুলোতে ভুল মন্তব্য করেন, আমি অকারণ সময় নষ্ট করতে চাচ্ছিলাম না।

৩১| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মিরোরডডল বলেছেন:




চাঁদগাজী বলেছেন:

যে কোকিল এখনো উড়তে শিখেনি, সে কি করে গাইবে বসন্তের গান; যে হংস মিথুন হিমালয়ের সুউচ্চ চুড়া অতিক্রম করে উড়ে আসেনি বসন্তের দেশে, সে কি করে অনুভব করবে উচ্চতার স্বাদ!


এতো সুন্দর মন্তব্য করেছেন, তাহলে এরকম লেখেন না কেনো ! ইউ মাস্ট রাইট ।
অনেকদিন হয়েছে রাজনীতি আর সমসাময়িকের বাইরে কিছু লিখছেন না । পাখী, শতাব্দীদের নিয়েও কোনও লেখা নেই বহুদিন । এবার ওরকম কিছু লিখুন ।

২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



লিখবো, ব্লগে এসে এটা সেটা পড়ে, সেই অনুসারে লিখি প্রায়।

৩২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ হাজার টাকা রেডী রাখলাম
২০ জনের একজন হবার জন্য।
দেশে আসুন, টাকা নিন সমবায়
গড়ুন।

২৯ শে জুলাই, ২০২০ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, করোনার কমলে আসবো। আপনি তো ঢাকায় আছেন?

৩৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১:৫৯

অনল চৌধুরী বলেছেন: স্বল্প শিক্ষিত লোকজনও মসমবায় সমিতি চালাতে পারে।
এখানে যারা আছেন,তাদের অনেকে শুধুৃ বাংলাদেশই না,সারা পৃথিবী সুশৃংখলও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারে।

০১ লা আগস্ট, ২০২০ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের বেশীর ভাগ সমবায় চালান কম দক্ষ লোকজন; আসলে, সমবায়কে অনেক অনেক বড় করা সম্ভব

৩৪| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১১:২২

অনল চৌধুরী বলেছেন: ঢাকায় অনেক জেলা সমিতির কার্যালয় দেখলেও চট্রগ্রাম সমিতির দেখিনি।
আছে নাকি নাই?

০২ রা আগস্ট, ২০২০ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ১টা আছে, আমি কোনদিন যাইনি; ওগুলো সামজিক সমতি ও ক্লাব, ধনীদের জুয়ার আড্ডা।

৩৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢাকায় অনেক জেলা সমিতির কার্যালয় দেখলেও চট্রগ্রাম সমিতির দেখিনি।
আছে নাকি নাই?

..................................................................................................
চট্রগ্রাম সমিতি অনেক দিনের অনেক পূর্বে তাদের সাথে মিটিং করেছিলাম ।
তাদের অফিস তোপখানা রোডে আছে ।

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



ইহা নিশ্চয় সামাজিক ক্লাব ধরণের কইছু একটা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.