| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
রায়হান কবিরের ঘটনায়, মালয়েশিয়া, আরব, দ: আফ্রিকাকে দোষারোপ ব্যতিত, ওদের নির্যাতনের বর্ণনা ব্যতিত, আরেকটা মেসেজ আছে; সেই মেসেজটা হচ্ছে যে, "দরিদ্র বাংগালীরা বিদেশে কাজ করতে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন, তাদেরকে দেশে কাজ দাও; ওদেরকে বিদেশে পাঠায়ে নির্যাতনের মাঝে ঠেলে দিও না; ওরা জাতির জন্য শ্রম দিয়ে, জাতির জন্য সম্পদ সৃষ্টি করুক "; এই মেসেজটা বাংগালীরা কিছুতেই পাচ্ছেন না; সরকার পাচ্ছে না, মানুষও পাচ্ছেন না।
মালয়েশিয়া বলেছে যে, রায়হান মালয়েশিয়ার ভাবমুর্তি নষ্ট করেছে; তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তাকে ব্ল্যাকলিষ্ট করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে ও বিতাড়িত করা হবে। কিন্তু তারা বলেনি যে, রায়হানকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হবে, সাথে সাথে  "রায়হানের বক্তব্য সত্য কিনা, শ্রমিকদের উপর এই ধরণের নির্যাতন চালানো হচ্ছে কিনা, উহা তদন্ত করে বের করা হবে; যদি আসলে নির্যাতন করা হয়, উহার বিপক্ষে ব্যবস্হা নেয়া হবে।" 
রায়হান কবির তার সাক্ষাৎকারে মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়ার পুলিশের অমানবিক ব্যবহার, শাস্তি ইত্যাদির কথা বলেছেন, ইহাকে একধরণের প্রতিবাদও বলা যেতে পারে; রায়হানের বাবা, ও বেশীরভাগ বাংগালী ইহাকে মালয়েশিয়ার পুলিশ, তথা সরকারী নির্যাতনের বিপক্ষে প্রতিবাদ হিসেবে নিয়েছেন; বাংলাদেশ সরকার ইহাকে প্রতিবাদ হিসেবে দাঁড়া করাবে না, হিউম্যান রাইটের পক্ষে বক্তব্য হিসেবে দাবী করবে না; কারণ, বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নষ্ট করবে না; সরকার নিশ্চয় ওখানে বর্তমানে কর্মরত ১২ লাখ শ্রমিক যাতে কোনভাবে মালয়েশিয়ার কোপানলে যা পড়ে, সেইদিকে খেয়াল রেখে বলবে যে, রায়হান যা বলেছে, উহা তার ব্যক্তিগত বক্তব্য, ইহা ওখানকার বাংগালী, কিংবা বাংলাদেশে সরকারের বক্তব্য নয়।  
 আমাদের লোকজনকে আরবদের কাছে, মালয়েশিয়ানদের কাছে দাস হিসেবে বিক্রয় করার পর, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করার সুইচ আমাদের হাতে থাকার কথা নয়। 
এই ঘটনায় আমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টার কিন্তু কিছুই বলেননি, কোন বাণী দেননি। যদি উনারা বললতেন যে, রায়হান কবীর যা বলেছে, ইহা হাজারবার বলা হয়েছে ইতিমধ্যে; সবাই জানে, আরবেরা কিভাবে শ্রমিদের উপর অত্যাচার চালায়; মালয়েশিয়ায় কিছু শ্রমিক নিখোঁজ হয়েছে, দ: আফ্রিকায় অনেক বাংগালী প্রাণ হারায়েছে; এসব ঘটনা বলছে যে, পরিবার পরিজনকে পেছনে ফেলে, বিদেশে কাজ করা ঠিক হচ্ছে না, ইহা আমাদর জন্য সমাধান নয়, আমাদের মানুষের জন্য নিজ দেশে চাকুরী সৃষ্টি করা হবে, আমাদের মানুষ  শ্রম দিয়ে নিজের জাতির জন্য সম্পদ সৃষ্টি করবেন।
 
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন: 
আমাদের দেশে, সবার জন্য চাকুরী ও আয় করার মতো সম্পদ আছে কিনা?
বর্তমান সরকারের কথা আমি বলবো না, আমি শেখ হাসিনার অবস্হানের কথা বলবো: বাংলাদেশ সরকারের কোন নির্যাতনের কথা ড: কামাল হোসেন বললে শেখ হাসিনা কিছু করবে না, আবদুর রব বললে কিছু করবে না, কাদের সিদ্দিকী বললে কিছু করা হবে না, মির্জা বললেও কিছু করা হবে না; কিন্তু বিএনপি-জামাতের কেহ কিছু বললে শেখ হাসিনা ব্যবস্হা নিতে পারে।
২| 
২৬ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
একাল-সেকাল বলেছেন: 
বিক্রীত পণ্য ফেরত নেয়া হয় না।
আমাদের সরকার প্রবাসী শ্রমিকদের মনে করে সেই দেশে বিক্রি করে দিয়েছে। নির্যাতন, জুলুম, অত্যাচার করলেও বলার নাই কিছুই। গৃহকর্মী থেকে শিল্প বা নির্মান, সকল স্থানেই একই অবস্থা।
বাংলাদেশের তৈরি টুপি মধ্যপ্রাচ্চের বাজারে, শীতল পাটি পশ্চিমা দেশে যাচ্ছে, ব্যক্তি উদ্যোগে, ওয়ালটন, প্রান ব্যক্তি উদ্যোগে। 
বাংলাদেশে শ্রম বিক্রির মানুষের অভাব নাই, পোশাক শিল্প এর প্রমাণ। সরকার চাইলে প্রবাসী শ্রমবাজার সংকোচনে হাত দিতে পারে। কেন করেনা তারাই ভাল বলতে পারবে। 
রায়হান কবির নারায়ণগঞ্জ বন্দরে নিজের এলাকায়ও সবার কাছে প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত। ঢাকা এ ব্যাপারে নিরব থাকলে ধরে নিতে হবে, এদেশে জন্ম নেয়াটাই আজন্মপাপ। রেমিটেঁস খাবে অথচ প্রজজনে পাশে থাকবেনা।
 
২৬ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৫২
চাঁদগাজী বলেছেন: 
মালয়েশিয়ায় অবস্হিত  বাংলাদেশ হাই কমিশন সরকারের পক্ষ মাফ চাইবে; ওখানে ১২ লাখ বাংগালী চাকুরী করে, এরা সবাই স্বত্বভোগী।
দেশে চাকুরী সৃষ্টি করতে পারার মতো লোক সরকারে বা প্রশাসনে ১ জনও নেই।
৩| 
২৬ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
ফুয়াদের বাপ বলেছেন: মধ্যেপ্রাচ্যর দেশগুলোতে  কাজের মেয়ে হিসেবে যারা যায় তারা যে কি পরিমান শারিরিক ও মানষিক নির্যাতনের শিকার তা ভাষায় প্রকাশ করার মতো না। 
মালয়শিয়াতে আমার পরিচিত একজন পাম বাগানে শ্রমিক হিসাবে গিয়েছিল। দুই বছর পর হাড়-শরীরে অসুস্থ্ হয়ে দেশে এসেছিল। অমানবিক পরিশ্রম করায় ওরা পাম বাগানে। ওদের পুলিশ তো হিংস্র প্রানী হায়ানার মতো আচরন করে প্রবাসীদের সাথে বিশেষ করে কোন কারনে অবৈধ হয়েছে এমন প্রবাসীদের সাথে।
আমারা আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে গর্ভ করি। সরকারের উচিত এইরকম রপ্তানি পন্যর আকার বাড়ানো। বাংলাদেশ গড়ে উঠুক বিশ্বের বিভিন্ন পন্যর উৎপাদনের প্রানকেন্দ্র।
 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মানুষ আমাদের দেশে কাজ করে, পরিবারের সাথে থাকার মতো সম্পদ আমাদের আছে, নাকি নেই?
৪| 
২৬ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:৪০
একাল-সেকাল বলেছেন: 
পাকিস্থান নাকি পাটের ন্যয্য মুল্য দিতনা শেখ সাহেব এতে ক্ষুব্ধ ছিলেন।
উন্নত বিশ্ব প্রাবাসী শ্রমিকদের ন্যয্য মুল্য দেয় না, শেখ কন্যা এতে ক্ষুব্ধ হবেন কি।?
হাই কমিশনের মাফ চাওয়ার সম্ভাবনায় আপনার সাথে একমত। কেননা, ভারত কর্তৃক বর্ডার কিলিঙয়ের পর স্বদেশী মন্ত্রীগণ বাঙালিদের দোষ খুঁজে । কোস্টগার্ড ভারতীয় জাটকা চোর ধরলে রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রির মত ইনিয়ে বিনিয়ে বলে, " ভুস হয়ে গেছে, ক্ষমা করে দিন "
 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন: 
দেশ স্বাধীন করা হয়েছিলো মানুষ যেন নিজ দেশের উন্নয়ন করে, সুখে শান্তিতে থাকতে পারে; মিলিটারী ক্যু করা হয়েছিলো, কিছু মানুষ যেন সবকিছু দখল করতে পারে।
৫| 
২৬ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আপনি সঠিক বলেছেন।
১০০ ভাগ সহমত।
 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন: 
বাংগালীরা নিজ দেশের সম্পদ দিয়ে নিজেরা চলতে অক্ষম।
৬| 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৩৩
লরুজন বলেছেন: রায়হান কবির মালয়েশিয়া গেছে কামলা দিত
নাকি নেতাগিরি করত গেছে?
 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন: 
সে ঠিক কাজ  করেছে
৭| 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৫৩
একাল-সেকাল বলেছেন: @লরুজন , আপনার মত ভারলে মে দিবস হতনা
৮| 
২৬ শে জুলাই, ২০২০  রাত ৯:৫৭
লরুজন বলেছেন: জনাব, প্রিয়া সাহা আম্রিকা গিয়া বাংলাদেশের বদনাম করছিন
হে তহন বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষ হের বেবাক চুল টাইন্না ছিরত
সরকার হেরে জেলে ভরত
বাংলাদেশের লোক বাংলাদেশের সরকারের বদনাম কইরা পলাইত পারবনি?
আফনে কোন দেশে আছুইন
আফনে ট্রাম্পরে লইয়া বাংলা ব্লগো যিতা লেখুইন
বুকো আত দিয়া কইন আম্রিকা ইংলিশে এইসব লেকতারবাইন্নি?
যদু এইসব আম্রিকা লেকতারুইন তাইলে আমি মিছা
আমি মাইন্না লমু আমি মিছা, খালাছ
রায়হানের কবির পাপ করছে হের কারণে 
বাংলাদেশর ১২ লাখ প্রবাসীর গুনাহগারী অইছে
হেরে নেতাগিরি করত কইছে কেডা?
হে কতাডা কইছে কিতা, হে হাইরা গেলে বলে বাংলাদেশ হাইরা যাইব
হে বাংলাদেশ? 
 
২৬ শে জুলাই, ২০২০  রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন: 
আমি বাংলায় ট্রাম্প সম্পর্কে যা লিখছি, ইংরেজী ব্লগে এটা লেখা যাবে কোন অসুবিধা হবে না। প্রিয়া সাহা ঠিক কাজ করেছিলো।
৯| 
২৬ শে জুলাই, ২০২০  রাত ১০:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: 
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আপনার কাছে বিনীত  ভাবে নিন্মের কয়েকটি বিষয়ে তথ্য জানতে চাই যদি আপনার জানা থাকে। 
(১)মালয়েশিয়ায় একজন বাংলাদেশী শ্রমিক প্রতি মাসে  গড়ে বাংলাদেশী মুদ্রায় কত টাকা আয় করে ,
  তাদেরকে দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় ?
(২)সেখানে একজন প্রবাসী শ্রমিক  নীজের থাকা খাওয়া বাদে দেশে পরিবার পরিজনের কাছে মাসে গড়ে  কত টাকা 
 প্রেরণ করতে পারে ? 
(৩) একজন প্রবাসী শ্রমিক  প্রাথমিক  পর্যায়ে বৈধ শ্রমিক হিসাবে কত দিন  থাকার পারমিশন পায় ?
(৪) কাজ করার জন্য  একজন বাংলাদেশি   শ্রমিককে  মালয়েশিয়ায়  যাওয়ার জন্য গড়ে কত টাকা ব্যয় করতে হয় ?
(৫) কোন কারণে অবৈধ হয়ে গেলে  সেখানে বৈধ হওয়ার জন্য তাকে গড়ে কত টাকা ব্যায় করতে হয়?
(৬) মালয়েশিয়ান  নাগরিক একজন   শ্রমিকের নুন্যতম মজুরী ( প্রতি ঘন্টা/প্রতিদিন/প্রতিমাস) কত?
(৭)বৈধ প্রবাসী শ্রমিকদেরকে  সমধরনের কাজের জন্য  কি একই হারে   নুন্যতম মজুরী ( প্রতি ঘন্টা/প্রতিদিন/প্রতিমাস) দেয়া হয়? না দিলে  সেখানে প্রবাসী শ্রমিকদের নুন্যতম মজুরী হার কত ?
(৮) মালয়েশিয়ায়  কি  কর্মক্ষেত্রে  "ইকোয়েল   অপরচুনিটি  ফর   অল"  জাতীয় কোন আইন আছে?
(৯) কর্মক্ষেত্রে  "ইকোয়েল  অপরচুনিটি  ফর  অল"  কি শুধু  মালয়েশিয়ান শ্রমিকদের  জন্যই প্রযোয্য ?
( ১০)  সেখানে প্রবাসী শ্রমিকদের স্বার্থ দেখ বালের জন্য  কি কোন সরকারী/বেসরকারী ও প্রবাসী সংগঠন আছে ?
উপরে জানতে চাওয়া প্র্রশ্নগুলির মধ্যে যতটুকু  জানা আছে ততটুকু দিলেও চলবে ।
 বিষয়গুলি জানতে চাওয়ায় বিব্রত বোধ করলে দয়া করে ক্ষমা করে দিবেন । 
আপনি ছাড়াও  এ ব্লগের লেখা  পাঠ করতে আসা অন্য কেও যদি উপরে করা প্রশ্নগুলির বিয়য়ে কিছু জানেন ও এখানে জানান  তাহলে খুবই বাধিত হবো।
গুরুত্বপুর্ণ একটি বিষয়ে  পোষ্ট দেয়ার ধন্যবাদ । উপরে করা আমার প্রশ্নগুলির উত্তর পেলে পরে আবার  এ পোষ্টের  আলোচনার আসরে আসব  । 
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৩৬
ঢাবিয়ান বলেছেন: মালয়েশিয়া ইউরোপ হয়ে যায়নি সত্য কিন্ত বাংলাদেশের মত কোন গলে পচে যাওয়া দেশও নয়।মালয়েশিয়ার বিচার বিভাগ ্কারো ইয়াশারায় চলে না, সুতরাং সে সুবিচার পাবে আশা করা যায়। এছাড়াও মালয়েশিয়ার অনেক বড় বড় মানবতাবাদী মানুষের সমর্থনও সে পাবে। আজকের পত্রিকায় এসেছে , মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি রায়হান কবিরের পক্ষে লড়বেন আইনজীবী সুমিথা শান্থিনি কিশনা ও সেলভারাজা চিনিয়াহ। তারা দু’জন ভিন্ন ভিন্ন সংস্থার আইনজীবী। গতকাল রাতে গণমাধ্যমকে রায়হানের পক্ষে লড়তে তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
খালি ভাবছি যে যদি কোন বাংলাদেশী আল জাজিরায় বর্তমান সরকারের নির্যাতন/ শোষনের বিপক্ষে বক্তব্য দেয় তবে তার ও তার পরিবারের হাল কি হতে পারে?