নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভোট পিছিয়ে নিতে চায় ট্রাম্প, না জিতলে, ফলাফল মানবে না।

৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৮



ট্রাম্প আমেরিকার গণতন্ত্রে তার তুঘলকি যোগ করার চেষ্টে করেছে গতকাল, সে টুইট করেছে যে, করোনার মাঝে সঠিকভাবে ভোট হওয়ার সম্ভাবনা নেই, ভোট পেছানোর দরকার। সে আরো বলেছে যে, করোনার কারণে যদি ডাকযোগে ভোট হয়, তাতে অনেক গোজামিল হবে; সে না জিতলে, সে ফলাফল মানবে না।

ফলাফল নিয়ে তার বক্তব্য খুব একটা চিন্তার বিষয় নয়, আমেরিকায় ফলাফল ঘোষণা করে ইলেকশান কমিশন, সেখানে মানা না মানার প্রশ্ন নেই; ট্রাম্প যদি পরাজিত হয়, তাকে ক্ষমতা বের করার ব্যবস্হা আছে! কিন্তু ভোট পেছনে নেয়া কংগ্রেসের হাতে, সেখানে ইহা সমস্যার সৃষ্টি করতে পারে; সিনেটে রিপাবলিকানদের মেজোরিটি, হাউস অব রিপ্রেজেন্টেটিভ'এ ডেমোক্রেটরা বেশী; এখানে ইহা ঝুলে থাকতে পারে; বারবার বাদুরের মতো ঝুললে, পরে উহা হাইকোর্টে চলে যেতে পারে; যদিও ইহার সম্ভাবনা কম, কিন্তু আইন ইহাকে সমর্থন করবে; কোর্টে রিপাবলোকান বিচারক বেশী; যদিও বিচারকেরা কখনো ব্যক্তির পক্ষে থাকে না, অগ্রিম তাদের মনোভাব জানা মুশকিল, ট্রাম্প রিপাবলিকান সিনেটরদের উপর তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে; কোর্টে গেলে বেশ সময় নষ্ট হবে।

গতকাল আমেরিকান মিডিয়া ট্রাম্পের এইসব তুঘলকি টুইটকে বিশেষ গুরুত্ব দেয়নি; মনে হয়, মিডিয়া ইহাকে ইস্যু বানাতে চাচ্ছে না; কারণ, মিডিয়ার লোকজনও আমেরিকান, তারা এইসব ব্যাপার নিয়ে লজ্জিত হওয়ার কথা, আমেরিকা এখনো আফ্রিকায় পরিণত হয়নি।

আমেরিকানরা অরাজনৈতিক ব্যক্তিকে প্রেসিডেন্ট বানায়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখেছে; ফলাফল মিশ্র ছিলো; কিন্তু করোনা আমেরিকানদের এক্সপেরিমেন্টকে ডুবায়ে দিয়েছে, ইহা প্রমাণ করেছে যে, আমেরিকানরা ভুল করেছে, দুষ্ট হলেও আমেরিকানদের অবশ্যই রাজনীতিবিদদের সাথেই থাকতে হবে।

ট্রাম্পের এসব তুঘলকি মানুষের সামনে একটা ব্যাপার তুলে ধরছে যে, ট্রাম্প এখন পরাজিত হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত হচ্ছে; করোনার আগে, ট্রাম্পের ভাবনায় পরাজয় ছিলো না। অবশ্য, এখনো বলা যাচ্ছেনা যে, বাইডেন জয়ী হবে; বাইডেনের বয়স ৭৭ বছর, এবং তাকে বেশ দুর্বল দেখাচ্ছে: কথা বলার সময় শক্তি পাচ্ছে না, এবং কিছু ব্যাপারে তার বক্তব্য পরিস্কার নয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মনে হচ্ছে, দুই দলের প্রার্থীই দুর্বল ।
প্রার্থী বদলানো দরকার।

৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


প্রার্থী বদলানোর একটা সুযোগ আছে, পার্টি কনভেনশনে; তবে, ইহা ঘটবে না।
আপনি আমার পোষ্টে একটি ভিডিও দিয়েছেন, উহা কোন দেশের?

২| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে নেপালি দারোয়ানদের যথেষ্ট চাহিদা রয়েছে।
উক্ত ভিডিওটি আজকে এখানে প্রকাশিত হয়েছে। এতে একজন মালয়েশিয়ান নেপালি একজন দারোয়ানকে লাঠি দিয়ে পেটাচ্ছে । বিষয়টি আলোচনা জন্ম দিয়েছে।

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনার বাংলা উলট পালট হয়ে গেছে! একজন মালয়েশিয়ান নাগরিক একজন নেপালি দারোয়ানকে পিটাচ্ছে?

৩| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: তৃতীয় কোন প্রার্থী নেই ? জোয়ে বাইডেন খুব শক্তিশালি না কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ । আমেরিকার লোকেরা ট্র্যাম্পের মত লোককে কি হিসাবে নির্বাচিত করেছিল আমার ধারনায় আসেনা । আমেরিকা ভুগেছে এবং আরও ভুগবে ট্র্যাম্প জিতলে ।

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান দরিদ্ররা ১০ বছরের সমস্যায় পড়ে গেছে, ধনীরা আগামী ১০ বছরের অগ্রিম আয় করে বসে আছে ট্রাম্পের রেসকিউ প্যাকেজ থেকে।

আমেরিকানরা হিলারীকে তার মিথ্যা বলার কারণে শাস্তি দিতে গিয়ে নিজের পায়ে কুঠার মেরেছে। আমেরিকান রাজনীতিবিদরা ধনীদের স্বার্থ রক্ষা করে, তাই আমেরিকানরা একজন অরাজনৈতিক লোককে দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলো।

৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: পল রায়ান কোথায়?

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের উপর বিরক্ত হয়ে রাজনীতি থেকে দুরে সরে আছে।

৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: আমেরিকান মেধাবী আর ঘাগু রাজনীতিবিদরা কোথায়?

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ রাজনীতিবিদদের উপর আস্হা হারায়েছে, রাজনীতিবিদরা হতাশ।

৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৮

জুন বলেছেন: নির্বাচন আগে পিছে করা, নির্বাচনের আগেই ফলাফল না মানার হুমকি এগুলো শিখলো কোথা থেকে ট্রাম্প :-*

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



এগুলো আফ্রিকা ও এশিয়ার রোগ, সে চেষ্টা করে দেখছে; কিন্তু তাকে আমেরিকানরা ধরবে এক সময়।

৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:০১

বিজন রয় বলেছেন: তাহলে বাংলাদেশ আর আমেরিকার মধ্যে পার্থক্য কি থাকলো?

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সাথে পার্থক্য হলো, বাংলাদেশে এগুলো কাজ করে, এখানে এসব কাজ করবে না।

৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। আমেরিকার মত দেশে ট্রাম্প যখন বিজয়ী হলেন, আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম।
বাইডেন বয়স্ক হলেও অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞতার একটি মূল্য আছে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


বাইডেনের অভিজ্ঞতা আছে; তবে, সে ৮ বছর ভাইস থাকার সময় অনেক উৎপাদনের চাকুরী চলে গেছে চীনে, সেটা একটা ইস্যু হয়ে আছে; সাথে যোগ হয়েছে বাইডেনের বয়স; বাকীসব ভালো ছিলো। ওহ, বাইডেনের ছেলে ইউক্রেনে গিয়ে অনেক বেশী বেতনে চাকুরী করেছিলো, সেটাও একটা ইস্যু হয়ে গেছে।

৯| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: ভ্যাকসিন হাতে দিয়ে দিলেই ট্রাম্পের দান উল্টে যেতেও পারে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


এখন সেখানে টাকা ঢালছে; এস্ট্রাজেনেকা ফার্মা বলেছে যে, টিকার মাথাপিছু খরচ পড়বে $২ ডলার; তা'হলে প্রতিটি আমেরিকানকে টিকা দিলে, সরকারের খরচ হবে ৬৬০ মিলিয়ন ডলার; ফাইজারকে ভোটের আগে টিকা আনার জন্য, সেইদিন নতুন করে দিলো ২ বিলিয়ন ডলার; আগে দিয়েছে ২ বিলিয়ন।

১০| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতো দেখছি গোয়াড়ের মত কথা বার্তা।এর শেষ কোথায়

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


এই তুঘলক আমেরিকাকে বিপদের মাঝে ঠেলে দিতে পারে।

১১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ট্রাম্প এবার নির্বাচন জেতার জন্য জান জীবন দিয়ে দিবে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


সে অন্যদের বলি দিয়ে জিততে চাচ্ছে, এখন সে রেসিজমকে ব্যবহার করছে।

১২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:০৭

রাজীব নুর বলেছেন: ট্রাম্প এখন মানুষকে ইমোশনাল করে নিজের গন্তব্যে যেতে চাচ্ছে।

০১ লা আগস্ট, ২০২০ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


তার গন্তব্য যে কোনদিকে, সেটাই আমেরিকানরা বুঝতে পারছে না; সে পাগলামীর জন্য প্রসিদ্ধ হয়ে থাকবে।

১৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:৩৪

একাল-সেকাল বলেছেন:
বিশ্বব্যাপী মেন্যুপুলেশন ডেমোক্রেসির বিস্তার ঘটছে।

০১ লা আগস্ট, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় সেটা সম্ভব হবে না

১৪| ০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার গণতন্ত্রে তার তুঘলকি যোগ
.......................................................................
গনতন্ত্র বলে বলে একসময় আমেরিকা সারা বিশ্বে সহানুভুতি
অর্জন করছিলো, এখন আর আমেরিকার লোকজনও তা বিশ্বাস করেনা ।

..........................................................................................
আমেরিকার রাজনীতির অঙ্গনে এধরনের আচরন বিশ্বে
ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসবে ।

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা ভুল করেছে, উহার সমাধান দরকার।

১৫| ০২ রা আগস্ট, ২০২০ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন:




তিনি যদি বুজে যান যে আমিরিকানগন এবার একজন রাজনীতিবিদকে জিতিয়ে ক্ষমতায় আনবে , তাহলে
তিনি নিজে ও তাঁর আজ্ঞাবহ প্রচার মাধ্যম তাকে একজন রাজনীতিবিদ হিসাবে ভোটারদের মাঝে তুলে ধরবেন।
একজনকে রাজনীতিবিদ হিসাবে তুলে ধরার জন্য তার ৪ বছর ক্ষমতায় থেকে রাজনীতির মাঠ গরম করার
জন্য যথেষ্ট বলে ধরে নেয়া যায় । ইতিবাচক না হয়ে নেতিবাচক হলেও সেটাতো রাজনীতিই বটে!!

০২ রা আগস্ট, ২০২০ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা গত ১০০ বছরে রেসিজম থেকে যতদুর সরেছিলো, ট্রাম্প ১ বছরেই ততটুকু পেছনে নিয়ে গেছে।

১৬| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ৯:২৮

রিয়াদ হাকিম বলেছেন: ডেমোক্র্যাট রা কেনো একজন বুড়া লোক প্রার্থী দিলো? তারা কেনো একজন যুবক প্রার্থী ঠিক করতে পারলোনা?

০২ রা আগস্ট, ২০২০ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ যা করেন ,সেটাই রায়।

১৭| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৮

শেরজা তপন বলেছেন: একটা কথা বলি ভাই- এত ঘন ঘন পোষ্ট মুছে দেন কেন?
যেখানে অন্য ব্লগাররা একটা ভাল-খারাপ মন্তব্যের জন্য হা-পিত্যেস করে, সেখানে আপনি এত সব পাঠকের মন্তব্য সহ হুট করে পোষ্ট ডিলেট করে দেন সেটা খুব অন্যায়।
আমার কথায় রাগ করবেন না। বিষয়টা নেহায়েত আপনার ব্যক্তিগত হলেও-আমি ঠিক হজম করতে পারলাম না।
প্রয়োজনে 'শিরোনামে সাময়িক পোষ্ট লিখে দিয়েন'!

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


স্যরি, পোষ্ট দেয়ার পর, আমি উহা কয়েকবার পড়ি, যদি ভালো না লাগে সরায়ে ফেলি। আমি পোষ্ট দেয়ার পর, যাঁরা কমেন্ট করেন, সাথে সাথে উত্তর দেয়ার চেষ্টা করি।

আপনার সাজেশানটি ঠিক আছে, সরানোর আগে "সাময়িক" ঘোষণা দিয়ে কিছুক্ষণ রাখা উচিত হবে।

১৮| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৬

জুন বলেছেন: না এখন শুনলাম উনি টাইম মতই নির্বাচন চাইছে। তবে নির্বাচনে হারলে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে হোয়াইট হাউসেই থাকতে চাইছে ;)

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


সে কিছু ষড়যন্ত্র করছে, সেগুলোর ফলাফল ভয়ংকর হতে পারে; তবে, সে পরাজিত হলে হোয়াইট হাউজে থাকতে পারবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.