নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

যাঁরা সমবায়ে বিশ্বাস করেন

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ৯:২৬



আশাকরি, সমবায় কি, উহার প্রয়োজনীয়তা, উপকারিতা, সফলতা, অসফলতা সম্পর্কে আপনাদেরকে লেকচার শোনানোর দরকার নেই; আমাদের বর্তমান অর্থনীতির ধরণ, বেকারত্ব, ব্যাংকিং সিষ্টেম, ব্যবসায় ও চাকুরীতে অসম সুযোগ ইত্যাদি সাধারণ মানুষের জীবনযাত্রার সুচককে নীচের দিকে টানছে। এই অবস্হা থেকে একাকী বের হওয়া দুরুহ ব্যাপার; বেশীর ভাগ ক্ষেত্রে, অবস্হা পরিবর্তন করার উদ্দেশ্য একা একজন মানুষ কোন পদক্ষেপ নেয়ার জন্য দরকারী পরিমাণ ক্যাপিটেল যোগাড় করতে পারেন না; কিন্তু সমশ্রেণীর কিছু মানুষ যদি সমবেতভাবে চেষ্টা করে, তারা ক্যাপিটেল যোগাড় করতে পারেন ও কয়েকজনের ভাবনাশক্তি সব সময় ১ জনের ভাবনাশক্তি থেকে ভালো হয়; সমবায়ের শক্তি এখানেই।

করোনা বিশ্বের অর্থনীতি বেশ বদলায়ে দিয়েছে, এবং দীর্ঘমেয়াদে বদলায়ে দেবে; বাংলাদেশের ৩/৪ কোটী মানুষ চলেন রেমিট্যান্স থেকে, আরো ২/৩ কোটী চলেন গার্মেন্টসকে কেন্দ্র করে; কিন্তু বাংলাদেশের গার্মেন্টস কোন ধরণের শ্রমিক আইন মেনে চলে না: চাকুরী চলে গেলে পরেরদিন রাস্তায়; সমবায় থাকলে, গার্মেন্টস'এ শ্রমিকদেরও শেয়ার থাকতো; তখন চাকুরী ও শেয়ার মিলে চলে যেতো।

করোনা পরবর্তীতে নতুন গ্রেজুয়েটদের চাকুরীর কি হবে বলা মুশকিল; সরকারের আয় কমে আসবে, তারা নতুন করে লোক নেবে না; সরকারের বাহিরে প্রাইভেট সেক্টরে সরকারের কোন হাত নেই। করোনা পরবর্তী কিছু বছর ভয়ানক কষ্ট হতে পারে; সমবায় এখানে সাহায্য করতে পারবে।

বাংলাদেশে অনেক সমবায় আছে, তারা ভালো করছে; আরো হাজার সমবায় করার সুযোগ রয়েছে। বাংলাদেশের বিশাল অংশ মানুষ অসৎ উপায়ে চলে, টাউটে পরিণত হয়েছে; অনেকে কোন ধরণের চাকুরী না করেও চলে যাচ্ছে অন্যদের আয় থেকে নিয়ে; ইহার ফলে, মানুষ মানুষকে বিশ্বাস করেন না। কিন্তু শিক্ষিতরা সব ধরণের মানুষকে সহজে বুঝতে পারেন; তাঁদের পক্ষে এই ধরণের পরিবেশও কিছু করা সম্ভব; একা করা রিস্কি, অনেক মানুষ মিলে করলে রিস্ক কমে আসে।

আপনাদের মাঝে যারা সমবায়ে বিশ্বাস করেন; তারা ইহা নিয়ে ভাবনাচিন্তা করেন, কিছু রিসার্চ করেন, কি ধরণের সুযোগ আছে, উহা বুঝার চেষ্টা করেন; আমার মতে, বিশাল সুযোগ আছে। শিক্ষিত মানুষেরা এক হলে সমবায় চালানো খুবই সহজ; দেশের সমবায় আইন অনুসারে সমবায় করার তথ্য ব্লগে দিয়েছেন ব্লগার "স্বপ্নের শঙ্খচিল", উনাকে ধন্যবাদ; শুরুটা কষ্টকর, কিন্তু উহা কাজ করবে। আপনারা যারা সমবায়ে বিশ্বাস করেন, তারা এই নিয়ে কিছুটা রিসার্চ করুন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ৯:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না থাকলে কোনকিছু করা সম্ভব না ------------------

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


জ্বীনভুতে বিশ্বাসের কথা বলছেন নাতো? দেশের অর্থনীতি ও ফাইন্যান্ষ বুঝে, সমবায় ও ব্লগারদের উপর বিশ্বাস রাখতে হবে।

২| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১০:১৫

নিয়ামুলবাসার বলেছেন: এই মুহুর্তে সমবায়ের বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেওয়ার জন্য্।

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষকে বেঁছে থাকতে হলে, নিজেদের জন্য অর্থনীতি গড়ে তুলতে হবে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাহা একা করা দূরহ তাহা সমবায়ের মাধ্যমে করা সম্ভব। বর্তমান সময়ে সমবায়ের বিকল্প নেই।

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষের জন্য অন্য সব পথ বন্ধ হয়ে গেছে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: একা করা রিস্কি, অনেক মানুষ মিলে করলে রিস্ক কমে আসে।
ঠিক বলেছেন, এতে করে চাপটাও কমে আসে।
বছর ৫ আগে আমরা ৫ বন্ধু মিলে কালীগঞ্জের নাগরিতে ২৭ কাঠা জমি কিনেছিলাম। নিচু জমি, সম্তা। ৫ জনে কিনার ফলে জনপ্রতি টাকার পরিমান অনেক কমে আসে।
সব ঠিক থাকলে সেই জমিকে কেন্দ্র করে ১০ জনে মিলে একটি ছোট সমন্নিত খামার তৈরি করবো ২০২১ এর জানুয়ারিতে।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনারা ভালো কাজ করেছেন।

কালীগঞ্জের নাগরি যায়গাটা কোথায়?

৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:



তাতো অবশ্যই, একজন মানুষ একা যা করতে পারে , কয়েকজন মিলে একসাথে অনেক বেটার কিছু করতে পারে যদি নিজেদের মাঝে কমিটমেন্ট আর অনেস্টি থাকে ।

একটা বিষয় ফর সিউর, করোনা পরবর্তীকালে শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও কোনকিছুই আর আগের মতো হবেনা । কারণ ইন দা মিন টাইম মানুষ অনেক কিছু শিখেছে , সবকিছু রিস্ট্রাকচার হবে , আরও অনেক পজিটিভ চেঞ্জ থাকবে । যদিও আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাবে, এই অবস্থায় সমবায় ভালো ভূমিকা রাখতে পারে ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



সঠিক।
ঢাকার ব্লগারদের মাঝে কেহ এখনো শুরুর কথা বলছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.