নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লেবাননে বিস্ফোরণ, বাংলাদেশের মা\'দের ক্রন্দন, কাবুলীওয়ালা অর্থনীতি

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩



আপনারা লেবাননের বিস্ফোরণ দেখেছেন মিডিয়ায়, ইহা মোটামুটি রেডিয়েশনহীন ছোট এটমবোমার মতো ধ্বংস চালিয়েছে; প্রায় ৩ হাজার টন এমোনিয়াম নাইট্রেট একসাথে বিস্ফোরিত হয়ছে, ১৫০ মাইল দুর অবধি ভুমি কেঁপেছে, ১৭০ জনের বেশী মানুষ প্রাণ হারায়েছেন, ৫ হাজার মানুষ আহত হয়েছেন, ১৬ বিলিয়ন ডলারের বেশী সম্পদ বিনষ্ট হয়েছে; অনেকটা আধা দুর্ভিক্ষের মাঝে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়েছে গুদামে।

দুষ্ট সরকারী লোকেরা এই বিপদ ডেকে এনেছে: ২০১৩ সালে, একটি রাশিয়ান কোম্পানীর জাহাজ জর্জিয়া থেকে এমোনিয়াম নাইট্রেট নিচ্ছিল মোজাম্বিক; পথে আরো কিছু মালামাল নেয়ার জন্য উহা লেবানন আসে; কিন্তু জাহাজ কোম্পানী পোর্টের বার্থিং'এর টাকা পরিশোধ করতে অসমর্থ হয়, লেবানন সরকার জাহাজের মালামাল ক্রোক করে রেখে দেয় গুদামে; উহা এখন বাচ্চা দিয়েছে ৭ বছর পর।

বিস্ফোরণ ঘটেছে লেবাননে, ১৭০ জন প্রাণ হারায়েছেন, তার মাঝে ৪ জন বাংগালীও আছেন। লেবাননের মতো দরিদ্র দেশে বাংগালী চাকুরী করতে গেছেন, ইহা বাংগালীদের কাবুলীওয়ালা অর্থনীতি: ভুমধ্যসাগরে যদি নৌকা ডুবে মাত্র ১ জন মানুষ মারা যান, উহা হবে বাংগালী; দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে যদি ৩ জন মারা যায়, উহাতে ২ জন বাংগালী থাকার সম্ভাবনা, চিলিতে বিনা ভিসায় ২ জন গ্রেফতার হলে, ইহার মাঝে ১ জন বাংগালী আছে। কি কারণে বাংগালীরা সারা বিশ্বে দরিদ্র দেশেও ছড়ায়ে পড়েছে?

বাংগালীদের কি পরিবার নেই, বউ নেই, মা-বাবা, সন্তান নেই? যেই বাংলাদেশ করোনার আগ অবধি শতকরা হারে বিশ্বে সবচেয়ে ধনী প্রসব করছিলো, সেই দেশের মানুষের এই অবস্হা কেন? ব্লগারেরা ইহার ব্যাখ্যা জানেন? আমার মনে হয়, দুর্বল (সাপুড়ে) কবিতা, মফিজ মিয়ার ষ্টাইলে লেখা অর্থনীতি ও রাজনীতির পোষ্ট, প্লটহীন গল্প, গরুর রচনার ফরমেটে প্রবন্ধ লেখার সাথে ইহার সম্পর্ক আছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৪

আলাপচারী প্রহর বলেছেন: অবশ্যই। উৎপাদনের সঙ্গে সম্পর্কহীন লেখাপড়া বাংলাদেশকে অর্থব করে ফেলছে।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা পড়ে না,মাষ্টারেরা পড়ায় না, ব্যবসায়ীরা অসৎ, সরকারের লোকজন ডাকাত, প্রশাসনের লোকজন দেশকে কলোনী বানায়েছে।

২| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৭

জুন বলেছেন: বেইরুতে যখন বিস্ফোরণটি ঘটে ঠিক তখনই আমরা আল-জাজিরার খবর দেখছিলাম। ব্রেকিং নিউজে যখন বিস্ফোরণ এর ভিডিও দেখলাম মনে হলো সেই হিরোশিমা নাগাসাকির মতই এক ভয়াবহ আনবিক বোমা ফাটলো। একই দিনে মনে হয়।
সরকারি কর্মকর্তাদের গাফিলতির পরিনাম। যাই হোক তাও সেখানে বিচার হবে যদিও অনেক মানুষের জীবনের বিনিময়ে।
আর বাংলাদেশের চারজন মারা গেছেন এই বিস্ফোরণে।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আরবের বুকে আরেকটি বাংলাদেশ! বাংগালী ৪ জন? আমি পোষ্ট এডিট করছি।

৩| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেবাননের কর্তৃপক্ষ অবশ্যই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে।
এর বিচার হওয়া দরকার।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



ওরা আমাদের চেয়ে কিছুটা উন্নত

৪| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেবাননে বিস্ফোরণে এক অসহায় পিতা
তার সন্তানকে বাঁচাতে রয ভাবে ছোটাছুটি
করতে ছিলেন তা দেখে সত্যিই খুব্ মর্মাহত
হয়েছি।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইডিয়ট সরকার ও কাষ্টমস গুদামে ৭ বছর এমোনিয়াম নাইট্রেট ধরে রেখেছে; হিজবুল্লাকে দিলে তারা ইজরায়েলে ব্যবহার করতে পারতো।

৫| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪০

ঢাবিয়ান বলেছেন: যারা এসবের জন্য দায়ী তাঁদের পেছনে না লেগে অযথা ব্লগারদের পেছনে লেগেছেন কেন?

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



পুরো পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।

ব্লগাররা দেশের জনতার একটা অংশ, অপেক্ষকৃত বুদ্ধিমান অংশ; এঁদের থেকে ব্যুরোক্রেটদের বিদ্যার জোর, শিক্ষকদের অবস্হা, রাজনীতিবিদদের জ্ঞান, সাহিত্যিকদের কলমের জোর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব।

৬| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

আমি সাজিদ বলেছেন: রফিক হারিরির মার্ডারের পর লেবানন ভেঙ্গে গেছে একদম! এখন খাবারের অভাবে ওদের থেকে না রিফিউজি যায় ইউরোপে?

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


লেবাননে, সিরিয়ার রিফিউজীদের বউ ও বাচ্চারা আছে, বাবারা গেছে জার্মানী। এবার লেবাননের কিছু যাবে গ্রীক ও জার্মীনী।

৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন:




এমোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হতে পারে সে বিষয়ে কোন জ্ঞান কি লেবাননীদের ছিল না ? নাকি এটি এবার নতুন ঘটনা। নাকি এ বিষয়ে জ্ঞান মানুষের থাকার কথা নয়। এর কারনে কি কাহারো শাস্তি হওয়া উচিৎ ?

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



আসলে, এইগুলো তো হেজবুল্লাহ চুরি করে নেয়ার কথা; হেজবুল্লাহরা কেমেষ্ট্রী জানে না, মনে হয়।

৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৬

আমি সাজিদ বলেছেন: ইউরোপের পতন সময়ের ব্যাপার মাত্র। সেদিন আমার এক ফ্রেন্ড জার্মানিতে এরাবিয়ান রিজিউজিদের পিটুনি খেয়েছে।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ থেকে আরব, পাকিস্তানী ও তুর্কিদের যদি সরাতে না পারে, বিশ্ব ভয়ংকর বিপদে পড়বে; এরা ইউরোপকে এশিয়া বানায়ে দেবে।

৯| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২২

ককচক বলেছেন: বাংগালিরা প্রশাসনের দুর্নীতি, অবস্থাপনায় বিরক্ত হয়ে দেশ ছাড়েন; ইউরোপ টিউরোপ যাওয়ার উদ্দেশ্যে এদেশ ওদেশ ঘুরে অনেকেই যাযাবর হয়ে যান। কিন্তু দেশে ঠিকই টাকা পাঠায়।
এইসব টাকায় সরকারের লোকেরা গলাবাজি করেন।

দেশে কলকারখানা না গড়ে, মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা না করে গলাবাজি করতে থাকলে দেশের ৭০% ফেমেলিকেই কাবলিওয়ালাদের উপর নির্ভর হতে হবে।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা কাবুলীওয়ালা বানানোর মেশিন বসায়েছে।

১০| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশিদের সমস্যা লিখে রিম রিম কাগজ ভরে ফেললেও সমস্যা লিখে শেষ করা যাবে না, এবং সমস্যা কোনোদিন শেষও হবে না। আপনার লেখার প্রসঙ্গে একটি ছোট উদাহরণ দিচ্ছি - বর্তমান ইরাকের একজন প্রথম শ্রেণীর নাগরিকের চেয়ে বাংলাদেশের একজন টোকাই নিরাপদ জীবন যাপন করেন, তারপরও বাংলাদেশী কেনো ইরাক যাচ্ছেন? লেবাননে একই পরিস্থিতি বাংলাদেশী কেনো সেখানে যাচ্ছেন?

যেখানে ঢাকা সহ বাংলাদেশের বিভাগীয় শহরে একজন ঝালমুড়িওয়ালা/সিদ্ধ ডিম বিক্রেতা/চটপটিওয়ালার মাসিক আয় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা তাহলে বাংলাদেশে কাজ করতে সমস্যা কি? একজন ঝালমুড়িওয়ালা কতো আয় করেন তা জানতে হলে ব্লগার রাজীব নুরকে জিগ্যাসা করুন, ঢাকা শহরের মানুষের জীবন যাপন ব্লগার রজীব নুরের মুখস্ত।

দেশে শুধু টমেটো আর কাঁচা মরিচ চাষ করে জীবন পাল্টে দেয়া সম্ভব, ফেসবুকার সাহেব বাবুরা তা করবেন না। ইজ্জত চলে যাবে।

বিঃ দ্রঃ আপনার পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকি কারণ আজেবাজে উচ্ছিষ্ট লোকজন ব্যক্তি আক্রমণ করে বসেন।


০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


সরকার মানুষকে চাকুরীর ব্যাপারে পরামর্শ দেয় না; গ্রামের গরীবেরা ঢাকার তথ্য জানে না।

চট্টগ্রামে শতকরা ৬০ ভাগ লোকের জমি নেই; উত্তর বংগের মানুষের কাছে ঢাকার তথ্য নেই; বিনা চাকুরীতে বিদেশ যাবার ব্যাপারে সরকারের নিষেদাজ্ঞা নেই; আদম বেপারীরা শেখ হাসিনার আশেপাশ বসে রাতে এয়ারপোর্ট থেকে স্পেশাল ফ্লাইট পাঠাতো।

১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একবার বাংগালী বার্মা গিয়েছিল দুর্ভিক্ষের কারনে।তারপর বহুদিন আর বাংগালী বার মুখো হয়নি।গত তিরিশ চল্লিশ বছর যাচ্ছে জনবিস্ফোরণের কারনে।যারা যেই দেশ থেকেই যাক তাদের উচিত মূল ধারার সাথে মিশে যাওয়া,এতে করে তাদেরই মঙ্গল ।
দুর্ঘটনা দুর্ঘটনাই,এখন সকল দেশের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দরকার।এই ঘটনা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের লোকজন আরো বাড়বে, সেটা নিয়ে সরকার কোন পদক্ষেপের কথা বলছে না; সরকার মানুষের ব্যাপারে কিছুই বলে না।

১২| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠাকুরমার মাহমুদ ভাই , আপনি অভিজ্ঞ মানুষ।
ঢাকা শহরের 30 হাজার টাকা দিয়ে সংসার চালানোর মতো চার সদস্যের একটি পরিবারের বাজেট প্রণয়ন করে দেখান।
আপনার কথায় ভরসা পাচ্ছি।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



গ্রামের মানুষ ঢাকা শহরে এত আয় করতে পারবে না, মনে হয়।

১৩| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ ভালো নেই।
যাদের উপায় আছে তারা দেশ থেকে পালাচ্ছে। সুন্দরভাবে বাঁচতে হলে এই দেশ থেকে পালাতে হবে। অন্য কোনো উপায় নেই।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, পালানোর মতো যায়গা নেই।

১৪| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

শেরজা তপন বলেছেন: আমি বহু বছর আগে এই নিয়ে কিছু বলতে চেয়েছিলাম(২০০৮ সালে- ডাঙ্কি রুট); লিঙ্ক দিলাম সময় পাইলে পড়বেন;

https://www.somewhereinblog.net/blog/sherzatapon/28901127

তবে সত্যকারে এর সদুত্তর জানা নেই।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, পড়ে দেখবো।

১৫| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, ঢাকা শহরে ১৫,০০০ টাকা দিয়ে আস্ত একটি চার সদস্যর পরিবার ভালো চলছেন আবার চার সদস্যর পরিবার ১,৫০,০০০ টাকাও খরচ করে ভালো নেই এমনও আছে - তর্ক নয় কথা সত্যি।

চাঁদগাজী ভাই, বাংলাদেশিকে বাংলাদেশে কর্মক্ষেত্র তৈরি করতে হবে এবং যে কোনো মূল্যে। বাংলাদেশে কৃষিকাজকে এখনো খুব নিম্ন পেশা হিসেবে দেখা হয় অথচ কৃষি কোনো সামান্য বা নিম্ন পেশা নয়। আর যারা কৃষিকাজ করছেন তারা কৃষিকাজের টেকনিক্যাল ফ্যাক্টগুলো ধরতে পারছেন না। কারণ: - শিক্ষার অভাব, সরকারি সেবার অভাব, আর্থিক অসচ্ছলতা ইত্যাদি। লেবানন ইরাক সহ মধ্যপ্রাচ্য সহ প্রবাসে যারা শ্রমিক পেশাতে আছেন তারা দেশে ভালো থাকবেন এটি আমি বিশ্বাস করি।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষকে দেশে, নিজের গ্রামে রাখার কথা সরকার একবারও বলেনি; সরকারে দায়িত্বশীল কোন লোকের নাম কেহ জানেন না।

১৬| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীর সব চেয়ে মহান ও অত্যন্ত মহিমা মণ্ডিত পেশা হচ্ছে কৃষি কাজ ‌
আজকে হিজড়া কৃষি কাজকে ঘৃণার চোখে দেখে করে তারা আসলে নির্বোধ।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কৃষক নিজের পেট রক্ষার জন্য গাধার মতো খাটেন; বিনা চাকুরীতে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কর্মী কৃষকের বাবার চেয়েও ভালো থাকে।

১৭| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই ,
আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, ঢাকা শহরে থাকার চেয়ে যার যার নিজের এলাকায় একটু কম রোজগার করে হলেও সেটা হবে সব চেয়ে ভালো।
সব মানুষের ঢাকা শহরে যাওয়ার দরকারটাই বা কি?

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ যদি বাড়ীতে থেকে কাজ করতে পারতো, ৬/৭ হাজার থাকায় ভালো থাকতে পারতো; শেখ হাসিনার মগজে উহা আসে না।

১৮| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:


মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই একজন মানুষ সবচেয়ে ভালো থাকবেন নিজ জেলাতে, নিজ থানাতে নিজ গ্রামে নিজ বাড়িতে নিজ পরিবারের সাথে। কৃষিকাজ একটি মজাদার ব্যবসা। অত্যন্ত মজাদার ব্যবসা।

১০০ স্কয়ার মিটার জায়গাতে শুধু লাউ গাছ চাষ করে আপনি যদি শুধু পাতা বিক্রি করতে চান তাহলে প্রতি দুই মিটার অন্তর অন্তর
দুইটি করে গাছ রোপন হবে, আর যদি পাতা ও লাউ বিক্রি করতে চান তাহলে ১০০ স্কয়ার মিটারে আপনি মোট বিশটি লাউ গাছ রোপন করতে পারবেন যাতে করে আপনি লাউ ও লাউ পাতা চাষ করতে পারছেন। (আমি এ বিষয়ে বিস্তরিত লিখবো) এখন আপনি বলুন বাংলাদেশী শ্রমিক যারা লেবানন ইরাক আছেন তারা কি পারতেন না দেশে চাষাবাদ করে চলতে - অবস্যই পারতেন প্রবাসে যাওয়ার মূল উদ্যেশ্য আর্থিক সচ্ছলতা - আর আমি মনে করি টাকার অভাব মানুষের কখনো যাবে না। তাই প্রবাসে অনেককে ৪০ বছর ধরেও থাকতে দেখেছি। অবস্যই সরকারের দোষ আছে। তবে সরকারকে দোষ দিয়েতো আমাদের নিজেদের দোষ মুক্তি হবে না।

ভাই আমি খুব ঝামেলায় থাকি, তারপরও কথা দিচ্ছি আমি কৃষি বিষয়ক পোস্ট দিবো তাতে যদি কারো সামান্য থেকে সামান্যতম উপকারও আসে আমি কৃতজ্ঞ হবো।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:



সরকারকে নাগরিকদের জীবনের রোডম্যাপ বানাতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.