নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের আর্থ-সামাজিক অবস্হা ভালোর দিকে নেয়া সম্ভব?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৫



দেশের লোক সংখ্যা হয়তো ১৮ কোটী, কিংবা তার থেকে বেশী; ১ কোটী ১০ লাখের মতো দেশের বাইরে চলে গেছেন; যারা বৃটেন, আমেরিকা ও কানাডা গেছেন, মোট ১৩ লাখের মতো, এরা ফিরবেন না; যারা আরব ও মালয়েশিয়ায় আছেন, তাঁদের পরিবার দেশে, এরা সাময়িক চাকুরীতে; যারা ইউরোপের বিবিধ দেশে আছেন (বৃটেব ব্যতিত), তাদের শতকরা ৭০ ভাগ বেআইনীভাবে আছেন, একদিন ফিরতে হবে। দেশের ভেতরে যারা আছেন, তাদের মাঝে শতকরা ২০ ভাগের মতো মানুষ অসৎ মনোভাবের।

দেশের জনসংখ্যার তুলনায় জিডিপি (এক্সচেন্জ রেট অনুযায়ী) খুবই কম, মাত্র ২৬২ বিলিয়ন ডলার; মাথাপিছু আয় খারাপ ছিলো না, ১২০০ ডলার ; কিন্তু উহা একটি গড়, সালমান রহমানের ১২০০ ডলার, বাসার ঝি'এরও ১২০০ ডলার, সেখানে সমস্যা।

বিনিয়োগ বলতে সরকার ও প্রশাসনের লোকজন বুঝেন বিদেশী বিনিয়োগ (হংকং, সিংগাপুর, ভারত); সাধারণ মানুষের বিনিয়োগের কথা ওদের মাথায়ব আসে না। পদ্মা, মেট্রোরেল, ইন্ডাষ্ট্রিয়েল পার্ক করছে বাজেটের টাকায়; জঘন্য ফাইন্যানসিয়াল ভাবনা।

ঋণ খেলাফীর নামে জাতির বাজেটের টাকা ডাকাতী করেছে ১ লাখ মানুষ; এতে ব্যাংকের লোকজন, সরকারের লোকজন ও দলের লোকজন জড়িত ছিলো; এরা আজকেও সেটা করে যাচ্ছে।

দেশের আসল বেকারের সংখ্যা কতো, সেটার কোন সঠিক ডাটা নেই মনে হয়; দেশে ৫/৬ কোটী মানুষ হয়তো কাজ করেন; যাদের পরিবারের লোকজন বাইরে আছে, সেইসব পরিবারে অনেক বেকার; সন্দ্বীপের বেশীরবভাগ মানুষের কেহ না কেহ বিদেশে আছে, এই দ্বীপের লোকেরা বেশীরভাগই বেকার।

আরব দেশে মানুষ দীর্ঘদিন কাজ করছেন; খুব ছোট অংশ নিজ পায়ে দাঁড়াতে পেরেছেন; আবার শতকরা ২০ ভাগ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেই টাকা খরচ করে গেছেন সেটুকুও আয় করতে পারেননি। আরব থেকে ফেরতদের মাঝে শতকরা ২৫/৩০ জন কিডনি রোগে ভোগে।

গার্মেন্টস ও অন্যন্য প্রাইভেট কর্পোরেশনে যারা চাকুরী করে, তাদের চাকুরীর নিশ্চয়তা নেই; বেশীর ভাগই পেটেভাতে খাটেন, সেভিংস নেই, থাকার জায়গা নেই; এদের কোন "আনএমপ্লয়মেন্ট বেনেফিট" নেই, পেশসন জাতীয় কিছুই নেই; যেদিন চাকুরী নেই সেইদিন রাস্তায়।

দিন মুজুর, বস্তিবাসী, রিকসা ড্রাইবার, কনষ্ট্রাকশান কাজের লোকজনের কোন স্হায়ী কাজ নেই; টং'এর দোকান, ফুটপাথের দোকানের মালিকদের আগামীকালের ব্যবসার ভরসা নেই। কৃষি শ্রমিকদের কাজ আছে ২/৩ মাস বছরে। মাদ্রাসার শিক্ষকেরা যা পায় তা দিয়ে চলতে পারে না।

এগুলো পুরো সমস্যার ছোট একটা অংশ; পুরো সমস্যা তুলে ধরলে অবস্হা আরো করুণ হবে। যাক, এই অবস্হা চলছে; ইহা থেকে বের হওয়ার উপায় কি, বলুন।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ২:০৭

রাজীব নুর বলেছেন: সবই ঠিক লিখেছেন।
শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে।
মাদ্রাসার শিক্ষকেরা খুব ভালো আছে। তাদের অনেক ইনকাম। মিলাদ থেকে শুরু করে মরা বাড়িতে কোরআন খতম সব কিছুতেই তাদের ইনকাম। এই দেশে সবচেয়ে ভালো আছে হুজুরেরা। আমার তো মাঝে মাঝে হুজুর হয়ে যেতে ইচ্ছা করে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


হুজুরেরা ভালো থাকলে ভালো, এরা ভাগ্যের কারণে পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন; এদের কাজের ফলে, জাতি অর্থনৈতিকভাবে উপকৃত হন না।

আপনি 'শিক্ষিত পীর' হয়ে যেতে পারেন; যেসব মানুষের ছেলেমেয়েরা পরিবারের সাথে সমস্যায় আছে, স্বামী স্বীর সম্পর্ক দৃঢ নয়, ডিভোর্থ থামামোর জন্য সায়েন্টিফিক মেথড প্রয়োগ করে, ধর্ম থেকে ২/১ লাইন বলতে পারেন; কাজ করবে।

২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ২:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করা। (দুই নম্বরি গণতন্ত্র নয় )
দুর্নীতি নির্মূলে শীর্ষনেতৃত্বের কমিটমেন্ট।
শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের প্রচুর বিনিয়োগ বৃদ্ধি।
অন্য দেশের দালালির মাত্রাটা কমানো।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উপরের এই চারটি পদক্ষেপই যথেষ্ট।
অপ্রিয় হলেও সত্য যে এর একটিও অদূর ভবিষ্যতে বাস্তবায়নের নূন্যতম সম্ভাবনা নেই।

১০ ই আগস্ট, ২০২০ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


যদি ইন্দিরা গান্ধী সাহায্য না করতেন, জেনারেল জিয়ার আমলে শেখ হাসিনা মিলিটারী রাজ্যে আসতে পারতেন?

বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সের লোকজন ইসরায়েলের গনতন্ত্র বুঝবেন বলে আপনার মনে হয়?
পুলিশ বাহিনী ও পুরো ব্যুরোক্রেট বাহিনীকে বাদ না দিলে দুর্নীতি যাবে না।
শিক্ষাকে যেখানে নিয়ে গেছে, ইহাকে ঠিক করতে হলে নতুন নবী লাগবে ১ জন।

১০ ই আগস্ট, ২০২০ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, এতগুলো কাজ কেহ এক সাথে করতে পারবে না; একটা সহজ পথ হতে পারে, সরকার ও মানুষ একসাথে সবার চাকুরীর জন্য বিনিয়োগ করার চেষ্টা করতে পারে।

৩| ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৪:২৩

কানিজ রিনা বলেছেন: আমাদের এলাকায় অর্থাৎ মফস্বল শহর কিছু চোর চুরি করতে শুরু করেছে। তারা আসলে চোর নাকি অভাবে রহস্য বুঝা যায় না। মানুষের ঘরে ঘরে ফ্রিজের মাছ গোশত চুরি করছে। আজকাল ছোটখাটো সব ফ্যামিলিতে ফ্রিজ থাকে। এলাকায় অশান্তি বিরাজ করছে।
এখন ধরুন সারা বাংলাদেশ সরকারি-বেসরকারি লোকের চুরি করার মানসিকতা প্রকট আকার ধারণ করেছে।
সেহেতু সারা বাংলাদেশের অবস্থা কত অশান্তি আপনার বুঝার সক্ষমতা কম নেই বলে মনে করি।

১০ ই আগস্ট, ২০২০ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি দেশ থেকে দুরে আছি কিছু সময়; আপনি সেখানে আছেন, আপনি আমার থেকে বেশী বুঝার কথা। করোনা সংকটের সময়ের জন্য শেখ হাসিনার সঠিক কোন প্রোগ্রাম নেই; ফলে, অভাবে অনেক চুরী ডাকাতী বাড়বে।

৪| ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: আপনার email address দেয়া যাবে?

১০ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



দেয়া যাবে; আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন?

৫| ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৪০

কবিতা ক্থ্য বলেছেন: মুক্তিযুদ্ধ

১০ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

৬| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৮:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মস্যাগুলো অনেক পুরনো এবং সমাধানও সুদূর পরাহত।ভালোর দিকে কি ভাবে নেয়া সম্ভব সেটা বিস্তারিত বলেন।একটা বলেছেন জনগনকে শেখ হাসিনাকে সমর্থন করা দরকার।জনগন যে সমর্থন করে না তার কি প্রামান আছে।

১০ ই আগস্ট, ২০২০ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


জনগন যদি তাদের এমপি'র সাথে বসে শেখ হাসিনাকে সাহায্যের প্রস্তাব দেন, ইহা কাজ করতে পারে।

৫০ বছরে দেশকে যেখানে নিয়ে এসেছে, বর্তমান বাংগালীরা ইহাকে আর ঠিক করতে পারবে না।

৭| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমপি না ডাকলে জনগন তার কাছে যাবে কিভাবে।এমপির তো জনগনের দুঃখ দুর্দশা জানার কথা।তা না হলে সে কিসের এমপি।এই সমস্ত এমপিদের জনগনের সাথে কোন সম্পর্কই নাই।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৪

চাঁদগাজী বলেছেন:


একালার মানুষকে চেষ্টা করতে হবে এমপিদের সাথে বসার জন্য; এমপিরা নিজের থেকে বসার কথা ভাববে না।

৮| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৪

আকন বিডি বলেছেন: সমস্যা বাড়বে বই কমবে না।
যে চেয়ারম্যান হয়ে জনতা ব্যাংক থেকে ৫০০০ কোটি টাকা লুটপাট করলো সে বহাল তবিয়াতে তার পুরাতন কর্মস্থলে শিক্ষার্থী পড়াচ্ছে। তার কোন কিছুই হয় না্ই। এই রকম হাজার হাজার কোটি টাকা লোপাট করা হইছে ক্ষমতায় যাবার জন্য।
তারা এখন ক্ষমতায়, তাদের যা ইচ্ছা করবে কার কি। কেউ কোন কথা বললে তা যতই ভালো হোক রাজাকার উপাধি, মুক্তিযুদ্ধ বিরোধী বইলা গালি দেয়।

কি দরকার নিজের খাইয়া বিপদ ডেকে আনা।
এরা মরলে আমরা বাঁচি।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:


বাঁচার উপায় নেই, নতুন যারা আসবে, তারা আরো ভয়ংকর হবে।

৯| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সামনে সমাধান দেখছিনা, সমস্যা দেখছি।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



৫০ বছর শুধু সমস্যার সৃষ্টি করেছে সরকারগুলো; এগুলো সমাধানের মতো মানউষ বাংলাদেশে নেই।

১০| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সমস্যাগুলো চিহ্নিত করেছেন সমাধান কিভাবে সম্ভব কিছু ধারণা দিতে পারতেন। এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা? একটি কথা আছে “মাথা ব্যথা হলেতো আর মাথা কেটে ফেলা যাবে না - কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাথা ব্যথার জন্য এখন থেকে মাথা কেটে ফেলে দেওয়াটাই সমাধান হওয়া উচিত” - এই দেশের এতো এতো সমস্যা শুনতে আর ভালো লাগে নারে ভাই। ক্লান্তি ধরে গেছে।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:



৫০ বছর সরকারগুলো বিনা প্ল্যানে দেশ চালায়ে যেই সমস্যার সৃষ্টি করেছে, উহার সমাধান করতে ১০০ বছর লাগবে।

১১| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৯

নূর আলম হিরণ বলেছেন: আগামী এক দুই জেনারেশনে এসব সমস্যা সমাধান হবে না। ভেবেছিলাম হয়তো নতুন সরকারি কাজে যারা যোগ দিবে এরা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করবে কিন্তু দেখা যাচ্ছে তাঁরা আগের আমলাদের চেয়ে বেশি দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২০

চাঁদগাজী বলেছেন:



এখন নতুন জেনারেশনের না আছে মরাল, না আছে শিক্ষাগত যোগ্যতা, সমস্যা সমাধান করার মতো কেহ চোখে পড়ছে না।

১২| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এদেশে সৎমানুষের সংখ্যা দিন-দিন কমছে।
নগণ্যসংখ্যক আমলা ভালো আছে।
সাধারণ জনগণও আজ সততা থেকে দূরে।
শুধু রাজনীতিকে দোষারোপ করলে কোনো লাভ হবে না।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষ অসৎ হয়েছে সরকার ও প্রশাসনের অসততাকে অনুসরণ করে; একটা অংশ মানুষের আয়ের পথ পুরোপুরি অসৎ পথে। আমলারা জেনে, না জেনে মানুষের স্বার্থবিরোধী কাজ করছে।

১৩| ১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: জটিল সমস্যা।ছোট দেশ ,মানুষ বেশী।

তরপরেও সম্ভাবনা ছিল যদি দেশের সম্পদের সুষম বনটন ও যথাযথ ব্যবহার করা যেত।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:



একমাত্র সুসম বন্টনই একমাত্র সমাধান, এর জন্য সরকার ও জনতা একসাথে কাজ করার দরকার; কিন্তু বর্তামন সরকার শুরু শিল্পপতিদের চেনে, গ্রামের কাউকে চেনে না।

১৪| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আয়তনে ছোট ও সম্পদের পরিমাণ খুবই কম এমন একটি দেশের লোক সংখ্যা 18 কোটি এটা বলতে বা শুনতে ভালো লাগে না ।

এই দেশের জনসংখ্যা সর্বোচ্চ তিন কোটি হলে সেটা ঠিক ছিল।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা কেহ জনসংখ্যার বিস্ফোরণ থামানোর জন্য কোন প্ল্যান নেয়নি, মানুষের সাথে কথা বলেনি

১৫| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা সমস্যার দেশ।
অতি তুচ্ছ একটা ঘটনা বলি।

কোনো কথা নেই বার্তা নেই, আগাম কোনো পূর্বাবাস নেই। খিলগাও রাস্তার মোড়ের সমস্ত ডিস লাইনের তার, নেট লাইনের তার আর টেলিফোনের তার সরকারী লোক এসে সব কেটে দিয়েছে। কারন লাইন রাস্তা দিয়ে এলোমেলো হয়ে গিয়েছে বলে। গত বিশ বছরে এসব তার কেউ কাটেনি কাটার কথা বলে নি। সরকারও এসব বিষয়ে নাক গলায় নি।

গত দুদিন ধরে খিলগাও এলাকায় নেট ও ডিশ লাইন নাই। যদিও কর্মচারী দিন রাত কাজ করে যাচ্ছে।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:



ওরা ডিশের লোকদের থেকে পরিমাণ মতো টাকা পাচ্ছিল না

১৬| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: সমস্যা শুনলে দম বন্ধ লাগে। যাই হোক, হাঁটতে গিয়ে আপনার ট্রাক্টর পেলাম। তাই ফটো তুললাম। সমস্যা শুনলে দম বন্ধ লাগে। যাই হোক, হাঁটতে গিয়ে আপনার ট্রাক্টর পেলাম। তাই ফটো তুললাম।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:



ছবিটা দেখে ভালো লাগলো; কোথায় তুললেন এই ছবি?

১৭| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওরা ডিশের লোকদের থেকে পরিমাণ মতো টাকা পাচ্ছিল না

আজকে বিকেলের একটা ঘটনা।
আমি যে দোকানে চা খাই। তার পাশে ফুটপাতে একটা সবজির দোকান আছে। বুড়ো এক লোক সবজি বিক্রি করে। এলাকার এক নেতা তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয়।
সবজি দোকানে পুলিশ এলো। (পুলিশ তাদের টহল গাড়িতে করে এসেছে)।
এসে সবজি বিক্রেতাকে বলল, বুড়া মিয়া এটা কেমন কথা? ফুটপাতে দোকানদারি করেন টাকা আমাদের দেন। টাকা তো আমাদের দেওয়ার কথা। এই টাকার হকদার আমরা। কারন আমরা সরকারী লোক।
সবজি বিক্রেতা বলল, আমি একজনকেই টাকা দিব। আর কাউকে দিতে পারবো না। বুড়োর কথা শূনে পুলিশরা রেগে গেল। তারা লাথথি দিয়ে সব সবজি রাস্তায় ফেলে দিলো। বুড়ো বলল, চল থানায় চল। আজ তোকে শিক্ষা দেব।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আইয়ুবের আমলে পুলিশরা খারাপ ছিলো; এখনকারগুলো ডাকাত।

১৮| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:২০

অন্তরা রহমান বলেছেন: মনে হয় না সম্ভব, সামনে যেই ভয়ঙ্কর সময় আসছে...

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত সব বাংগালী আপনার মতো ভাবছেন, সেজন্য কিছু ঘটছে না

১৯| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৩

শুভ্রনীল শুভ্রা বলেছেন: পরশু বিকেলে হাঁটতে হাঁটতে গ্রামের কাছাকাছি চলে গিয়েছিলাম। এক বাড়িতে দেখি এটি রেখে দিয়েছে। সেখান থেকে আমি ফটো উঠালাম।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



কো এলাকার গ্রাম?

২০| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

অন্তরা রহমান বলেছেন: ভাবলেই তো আর হয় না, সাথে কাজও করতে হয়। সেটা কে করছে?

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


আগে আওয়ামী লীগ করতো, এখন ওরা উল্টোদিকে, নিজেদের করতে হবে।

২১| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১

আলাপচারী প্রহর বলেছেন: এখুনি সংগ্রাম শুরু করতে হবে। ফল পাবো ২০ বছর পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.