নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪৫ বছরের অপ-উন্নয়ন, ইহা ফিক্স করার মতো বাংগালী নেই

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫



প্রথমে দেখুন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো; উইকিপেডিয়াতে দেখলাম, ১০৩ টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে; ঢাকা ইউনিভার্সিটি যাঁরা যেই উদ্দেশ্যে করেছেন, নর্থ-সাউথ কি একই উদ্দেশ্যে করা হয়েছে? ষ্টেমফোর্ড ইউনিভার্সিটি কি চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো একই উদ্দেশ্যে করা হয়েছে? এই ১০৩ টি প্রাইভেট ইউনিভার্সিটি অসৎ উপায়ে টাকা অর্জনের জন্য করা হয়েছে; পুরো শিক্ষা ব্যবস্হা অসৎদের দখলে চলে গেছে। ইহার সমাধান কেহ করতে পারবেন বলে মনে হয় না; এসব ইউনিভার্সিটিগুলোকে পাবলিক না করা অবধি এই সমস্যার সমাধান হবে না।

নতুন দেশ স্বাধীন হয়েছে, শেখ সাহেবের নতুন সরকার; উনি বড় ভুল করেছিলেন, পাকিস্তানের ব্যুরোক্রেটদের পুনরায় কাজে বহাল করেছিলেন; স্বাধীনতা যুদ্ধের শেষদিন অবধি এসব ব্যুরোক্রেটরা শেখ সাহেব বিরোধী ছিলো; এরা শেখ সাহবেকে অসফল করার জন্য সব কাজ করেছে। শেখ সাহবে বুঝতে পারেনি। এসব ব্যুরোক্রেটরা বরং জেনারেল জিয়াকে কিছুটা সাহায্য করেছে; এদের মাঝে মিল ছিলো, ব্যুরোক্রেটরা আইয়ুব খানের অনুসারী, জেনারেল জিয়া ছিলো আইয়ুবের রাজনৈতিক সন্তান। শেখ সাহবে এমন এক সমস্যা সৃষ্টি করে গেছেন, ইহার সমাধান করা মোটামুটি অসম্ভব।

এবার দেখেন শিল্পখাতে ঋণ খেলাপীদের কাজ কারবার: এরা দেশে শিল্প প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে গেছে, দেশের মানুষের চাকুরী হবে; এদের শতকরা ২০ ভাগও শিল্প গড়েনি, টাকা লুকায়ে ফেলেছে। যেখানে শিল্প গড়ার জন্য ১০০ কোটীর দরকার ছিল, সেখানে ঋণ নিয়েছে ৩০০ কোটী, কোলেটারেল হিসেবে সব জাল কাগজ দিয়েছে। মানুষ দেশে চাকুরী পায়নি, মানুষ নিজের যায়গা জমি, ব্উ'এর নাকফুল বিক্রয় করে আদম বেপারীর হাতে দিয়ে বিদেশে গেছে; এদের অর্ধেক সফল হয়েছে, বাকীরা সফল হয়নি; এদের পরিবারকে কে দেখছে, সরকার দেখছে? এদের সন্তানেরাও বিদেশে দাস হয়েছে, দাস হবে। ইহার সমধান এই সরকার করতে পারবে না; কোন বাংলাী করতে পারবে কিনা সন্দেহ আছে।

কোনদিন শেখ সাহেব, তাজউদ্দিন সাহেব, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া , কিংবা শেখ হাসিনাকে বলতে শুনেছেন, "আমাদের প্রধান সমস্যা হলো মানুষের চাকুরী নেই, কাজ নেই, মানুষ বেকার; আমি সব বাদ দিয়ে চাকুরী সৃষ্টি করবো।" কোনদিন কোন ইউনিভার্সিটির ভিসি'কে বলতে শুনেছেন, "আমাদের ছেলেদের চাকুরী নেই, সরকারকে আমরা সাহায্য করবো চলুন চাকুরী সৃষ্টি করি"। কোনদিন ড: কামাল, মির্জা, ডা: জাফর উল্লা, রব, ডা: বদরুদোজ্জা বলেছে, "আমাদের মানুষের চাকুরী নেই, চলুন সরকারকে সাহায্য করি, চাকুরী সৃষ্টি করি"। এটা জাতির সবচেয়ে বড় সমস্যা, জাতি মুল সমস্যা সমাধানে হাত দেয়নি ৫০ বছর।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক ভাবনা।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


যাদের হাতে সম্পদ আছে, তারা পালিয়ে যেতে পারে।
ভয়ংকর অবস্হা, জাতির অবস্হা হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, ইহা যাযাবরদের দেশে পরিণত হতে পারে।

২| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬

জগতারন বলেছেন:
কি বিস্ময়কর ভাবনা!

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



সরকার, প্রশাসন, রাজনীতিবিদ, কাউকে চাকুরী সৃষ্টি করার কথা বলতে শুনেছেন?

৩| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোনায়েম খানের আমলা দিয়ে মুজিবের শাসন ভালো ভাবে চলতে পারে না। তারা চলতেও দেবে না । পদে পদে বিপদে ফেলবে এটাই স্বাভাবিক।

আমলা বদলানো দরকার ছিল সর্বাগ্রে। যে সমস্ত সেনাবাহিনী সদস্য পাকিস্তানে ছিল তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে বহাল করা ঠিক হয়নি। তারা এসে বরং বিভাজন তৈরি করেছে । সামরিক শাসন নিয়ে এসেছে।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



নতুন বাংলাদেশে ১৯৭২ সালের পর ইমারজেন্সীর জন্য ২৫/৩০ হাজার সদস্যের সেনা বাহিনীর দরকার ছিলো, বাকীরা হতে পারতো ট্রেনিং দেয়া নাগরিক, রিজার্ভ; শেখ সাহেব বড় বাহিনী করে, ওদের হাতে প্রাণ হারালেন।

৪| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

আল ইফরান বলেছেন: আপনি ঠিক কি ধরনের পুজিবাদের সমর্থক তা আমার কাছে এখনো ঠিক পরিষ্কার না। আপনি প্রাইভেট ভার্সিটিকে পাবলিক করার কথা বলছেন, আবার প্রাইভেটাইজেশনের জন্য যুক্তিতর্ক দিচ্ছেন। বিষয়টা ঠিক প্যারাডক্সিকাল হয়ে গেলো না?

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম হলো মানবতা-বিরোধী অর্থনৈতিক তত্ব।

প্রাইভেট ইউনিভার্সিটির ফি এবং আমাদের কৃষক ও চাকুরীজীবিদের বেতনের মাঝে সামন্জস্য আছে? প্রাইভেটের ফি যোগাতে সরকারী চাকুরিজীবিরা চুরি করছেন।

৫| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব কিছু ঠিক করতে ক্ষমতায় যেতে হবে , সে কথা কেউ বলে না।ছোটখাট সংস্কার করে কিছুই হবে না।কোনদিন কিছু হয় ও নাই।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল নেই।

৬| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: স্বাধীনতার পর হতে দেশে যত সরকারী প্রতিষ্টান ছিল, একে একে সব বিক্রি করে দিয়েছেন। চট্টগ্রাম ষ্টিলমিল, চট্টগ্রাম সিমেন্ট ফ্যাক্টরী, আদমজী, ব্যাংক ইত্যাদি ইত্যাদি। আপনি কোন এক পোস্টে বলেছিলেন, সরকারী প্রতিষ্টান যেটি দিয়ে দেশের মানুষের পেট চলে, উহা লোকসান হলেও লোকসান দিয়ে রাখতে হয়। ভাই সারাজীবন লোকসান দিলেতো উহা ব্যবসা হতে পারেনা। সোনার বাংলার বেশির ভাগ মানুষ অসৎ, চোর। চট্টগ্রাম ষ্টিলমিলের শ্রমিকেরা ষ্টিলমিলকে এতো বেশি লুট করছেন যে, তাই কোন সরকার চাইবেন না সরকারি কোন প্রতিষ্টান থাকুুক। সেখানে ট্রেড ইউনিয়ন ছিল। সিফটিন ডিউটি ছিল। আমার অনেক আত্নীয় সেখানে কাজ করতেন। কেহ সঠিক ভাবে কাজ করতেন না। কাজে ফাঁকি দিতেন। অফিসে গিয়ে এটেনডেন্স খাতায় সাইন করে বাসায় গিয়ে ঘুমাতেন, বাজার করতেন, পরিবার নিয়ে বেড়াতে যেতেন। মাস শেষে কাড়ি কাড়ি বেতন নিতেন। আসলে সরকারী কোন প্রতিষ্টানেই কোন পাবলিক ভাল কাজ করে না। পাবলিক লুটপাটের মধ্যেই থাকে। বাঙালী দিয়ে এই নরকের শহরকে ঠিক করা যাবে না।এটি এমন এক জাতি কেহ কাউকে মানে না, নিয়ম মানে না, শৃংখলা মানে না, আইন মানে না। সারা জীবন সরকারি প্রতিষ্টান চুরি ডাকাতি করে লুটপাতের মাঝে থাকেন। আর যখন সরকার উহা বিক্রি করে দিতে উদ্যোগ নেন, তখন তাদের কান্নায় নতুন নতুন নদীর সৃষ্টি হয়।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


যারা কাজ করতো না, তাদের স্হলে লোক নেয়া সম্ভব ছিলো, দেশে কয়েক কোটী বেকার আছে সব সময়।

৭| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

আকন বিডি বলেছেন: লোক আছে কিন্তু তারা ক্ষমতাশীনদের বর্বরতাকে ভালো করে চিনে। জানের ভয় নাই কার।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা বাংগালীদের যেই পরিমাণ ভয় করেন, পাকিস্তানীদের তার সিকি পরিমাণও ভয় করতেন না।

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

আকন বিডি বলেছেন: গঙ্গার জল অনেক গড়িয়েছে, তখন এখন,তফাত অনেক, তখন ছিল আমরা, এখন আমি।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষকে অশিক্ষিত করে রেখে, কিছু মানুষ ডাকাতী করে বেড়াচ্ছে।

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: দেশে দক্ষ ও যোগ্য লোক নেই। তবে আমাদের দেশে চুরী দূর্নীতিতে সেরা সেরা লোক আছে।

ফরিদপুরে কিছু দূর্নীতিবাজ ধরেছে সরকার। বাকিরা পালিয়ে গেছে। কেউ কেউ বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে।
সরকার যখন ফরিদপুরে দূর্নীতিবাজদের ধরছে তখন অন্যান্য জেলার দূর্নীতিবাজরা গা ঢাকা দিয়েছে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


দেশ যেই নীতি চলছে, ইহাতে দুর্নীতিবাজই জন্ম নেবে সব সময়। সরকার কিভাবে ধরে যে অন্যেরা জেনে যায়?

১০| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এতে লোম বাছতে কম্বল উধাও হয়ে যেতো !!
যোগ্য আগেও ছিলো, এখনও আছে তবে নীতিবান
আদর্শ লোকের অভাব সব সময়ই ছিলো। তাই দেশের
এমন অবস্থা থেকে উত্তরণ ঘটেনি।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



এখন জাতি এখন যেখানে, ইহার সমআধান করার মতো বাংগালী নেই; আমরা ইয়েমেনের পথে আছি।

১১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




১। শেষ প্যারাতে যাদের যাদের নাম উল্লেখ করেছেন তাদের একজনও কি বিসিএস ক্যাডার?
২। মন্ত্রী পরিষদে কতোজান বিসিএস অফিসার আছেন ও মন্ত্রীপদে কতোজন বিসিএস অফিসার দিতে পারবেন আপনি বা আপনার সরকার?

(ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী - একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
(খ) পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী - একজন তুখোড় রাষ্ট্রদুত
(গ) কৃষি মন্ত্রণালয় মন্ত্রী - কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন / ভিসি
(ঘ) আইন মন্ত্রণালয় মন্ত্রী - একজন বিচারপতি
(ঙ) রেলপথ মন্ত্রণালয় মন্ত্রী - একজন রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার
(চ)
(ছ)
(জ)
(ঝ)

গণপ্রজাতন্ত্রী সোমালিয়া সরকারের পক্ষে সম্ভব এভাবে মন্ত্রী পরিষদ সাজানো? রাস্তার কুলি মুজুর সিএনজি ড্রাইভার রাস্তার শিল্পী অভিনেতা অভিনেতী সাংসদ হয়ে বসে আছে, চেম্বার অব কমার্স দখল করে বসে আছে। মুখ বাঁকা করে করে কথা বলে। কেক কাটা গ্রুপে যারা ছিলো এক কালে মুখ বাঁকা করে করে কথা বলতো এখন সবগুলো পলাতক - হারাম *দার দল।

সাংসদ হচ্ছে জনগনের নেতা, আপনাদের ১৭ কোটি মানুষের ১৭ কোটি সমস্যার যাবতীয় দায়ভার আপনাদের নেতানেত্রীর। আর আমলা সচিব হচ্ছে জনগণের চাকর - চাকরের কোনো দায়ভার থাকে না।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রী লংকা চালান ব্যুরোক্রেটরা; বাংলাদেশে মন্ত্রী হয়েছেন মানুষের পরিচয়ের কারণে; কিন্তু বিসিএস'রা পরিচয়ের কারণে চাকুরী পায়নি। আইয়ুবের ব্যুরোক্রেটরা শেখ সাহবে বিরোধী ছিলো।

১২| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪০

অনল চৌধুরী বলেছেন: এইদেশেও লি কুয়ান,ইউ,ফিডেল ক্যাস্ট্রো,গাদ্দফির মতো অনেক ব্যাক্তি ছিলেন এবং আছেন,যারা ক্ষমতা পেলে দেশকে দ্রুত উন্নত ও সভ্য করতে পারেন।
কিন্ত তাদের ক্শতায় যাওয়ার কোনো সুযোগ নাই।
বাংলাদেশের নষ্ট জনগণের পছন্দ নষ্ট নেতৃত্ব।

১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা নিজকে ব্যতিত অন্যকে ক্ষমতায় দেখতে চাহে না

১৩| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২৬

কবিতা ক্থ্য বলেছেন: আমার গ্রামের লোকেরা ১০ লাখ টাকা ঘুশ দিয়া সরকারি চাকরি নেয়। সারা বছর গ্রামে ঘুরে বেরায়।
৩ মাস পর পর গিয়া বেতন তুলে..

১১ ই আগস্ট, ২০২০ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



মানুষের উচিত এসব লোকজনের সামাজিক বিচার করা

১৪| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: আপনি যে কথাটা বুঝেছেন, সেটা বুঝার মত সরকার প্রধানের জ্ঞান আছে কি নাই সেই প্রশ্নে যাচ্ছি না। তবে এমন ছোট ছট বিষয় বুঝার জ্ঞান সরকার প্রধানের আর অবশিষ্ট নেই বলেই মনে হচ্ছে। নাইলে দেশ এমনি চলবে কেন? প্রতারকেরা সব জায়গা দখল করবে কেন? বিচার নাই কেন?

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



সরকারে যারা আছে, এদের বেশীরভাগই প্রতারক।

১৫| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

রায়হান চৌঃ বলেছেন: চাকুরি নেই আমাদের, আমাদের ছেলেদের বুজ দেয়ার জন্য ফ্যন্সিডিল / ইয়াবার মজুদ শুরু হয়েছে ৩০ বছের আগেই। কম করে হলে ও পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করছে। যাদের বেশির ভাগ ই ভারতীয় "র" এজেন্ট। গার্মেন্টস, কসমেটিক্স, চামড়া জাত, এমন কি কৃষি পন্য ও ধংসের মূল উপাদেন ঐ পাঁচ লাখ।
কি যে সুখ পাই বলে বুঝানো খুব কষ্ট, যখন দেখি আমার দেশের সরকারী কর্মকর্তা, আর্মি, পুলিশ, বিডির ট্রেনিং করার জন্য ভারত যায়। সুখ পাই, যখন দেখি সংসদ সদস্যরা মিডিয়ার সামনে গর্বের সহিত বলে "আমাদের উন্নয়ন মনে ভারতের উন্নয়ন, আর ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন", কারা এ ধরনের কথা বলে জানেন ? ঐ যে তারা, যাদের বীজ ৭১ এ দেশে আমদানি হয়েছিল, আজ তারা পরিপুর্ন দালাল বৃক্ষ।
কি পরিমান দেশপ্রেম হলে দেশের কেন্দ্রিয় ব্যংকের ডেটাবেইজ দাদাদের কাছ থেকে নেয়া এবং তাদের কাছে বেকডোর এর চাবি দেয়া ? বুঝেন ? এটা হলো চেতনার প্রেম।

অবশেষে বলব- ভীন দেশী মগজ নিয়ে চেতনা হলে ও দেশ প্রেম হয় না।
ভালো থাকবেন।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



এই সমস্যাগুলো সমাধানের কথা আপনি ভাবছেন?

১৬| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭

অন্তরা রহমান বলেছেন: চাকরির অভাবটা এখন আরও বেশী চোখে লাগছে।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



এটি ১৯৭২ সালে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব বুঝতে পারেননি, আজকেও কোন বাংগালী এটা নিয়ে কথা বলছে না। আপনি এটার উপর পোষ্ট লিখুন।

১৭| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

রায়হান চৌঃ বলেছেন: জ্বী গাজী সাহেব..... আমি ভাবতে পারলেও কিছু করতে পারছিনা, তবে একজন মাহাবুব কবির মিলন ভেবেছিলেন। ফলাফল... ? তাঁকে চেতনার ব্যপারিরা লাথি মেরে বের করেছে বহু বার। তার পর ও তাঁর চেষ্টার কমতি নেই।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


উনাকে লাথি মেরেছে, ইহা মানুষ জেনেছেন, ইহা এক সময় ইষ্য হবে।

১৮| ১৩ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৩৭

অনল চৌধুরী বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে দেখেছি,অবাধে নকল করতে দেয়।
পরীক্ষা পদ্ধতি উন্নত দেশের মতো হলে বিএনপি মিলনের মতো পুলিশ-বিডিআর দিয়ে নকল বন্ধ করতে হয় না, বই খুলে রাখলেও কেউ নকল করতে পারেনা।

১৩ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র মিলন কোন দেশের কলেজের দফতরী হওয়ার যোগ্যতাও রাখতো না; সে বদ্ধিমান ডাকাত, হাওয়া ভবনের ডাকাত।

১৯| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৫

আলাপচারী প্রহর বলেছেন: ভারতে বিলীন হওয়ার ব্যবস্থা পোক্ত হচ্ছে। সমস্যা ও সংকটের কেবল শুরু। সিরিয়া হতে বাকী নাই।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


ভারত যদি বাংলাদেশ নেয়ার চেষ্টা করে, ভারত কয়েক খন্ড হবে; আমাদের অবস্হা সিরিয়া, ইয়েমেন কিংবা আফগানিস্তানের মতো হবে; জাতির বেশীরভাগ মানুষের বুদ্ধিমত্তা ও ভাবনার লেভেল খুবই নিম্নমানের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.