নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সিনেটর কমলা হ্যারিস বাইডেনের নির্বাচনী ভাইস প্রেসিডেন্ট!

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২২



আমেরিকান প্রেসিডেন্সিয়াল ভোটে দলের জাতীয় সন্মেলনের আগে, প্রেসিডেন্সিয়াল ক্যানডিডেটকে নিজের ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করতে হয়; এবারের ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন নিজ দলের সিনেটর কমলা হ্যারিসকে নিজের নির্বাচনী ভাইস প্রেসিডেন্ট হিনসেবে নিয়েছেন। আমেরিকান ভোটে, ভাইস প্রেসিডেন্ট মানুষের ভোটে নির্বাচিত হন না; যেই প্রার্থী জয়ী হয়, তাঁর ভাইস প্রেসিডেন্টও জয়ী হয়।

৫৫ বছর বয়সী সিনেটর কমলা হ্যারিস বর্তানে কালিফোর্নিয়া রাজ্যের সিনেটর; আমেরিকার প্রতি রাজ্য থেকে ২ জন নির্বাচিত সিনেটর থাকে সিনেটে ৬ বছরের জন্য; সিনেট হচ্ছে, আমেরিকান পার্লামেন্ট'এর (কংগ্রেস) আপার হাউস। আমেরিকান কংগ্রেস ২ কক্ষ বিশিষ্ঠ পার্লামেন্ট: (১) হাউস অব রিপ্রেজেন্টটেটিভ ( সদস্য: ৪৩৫ জন) ও সিনেট(সদস্য: ১০০ জন)। বর্তমান সরকারের সময় সিনেটে ৫৩ জন রিপাবলিকান, ৪৭ জন ডেমোক্রেট ও ২জন স্বাধীন সিনেটর আছেন; হাউস অব রিপ্রেজেন্টটেটিভে ১৯৮ জন রিপাবলিকান, ২৩২ জন ডেমোক্রেট ও ১জন লিবারটেরিয়ান কংগ্রেসম্যান আছেন।

কমলা হ্যারিসের মা ভারতীয় ও বাবা জামাইকান আমেরিন, কমলার বয়স যখন ৭ বছর, তখন বাবা তাদের ছেড়ে চলে যায়। কমলা হ্যারিস পড়ালেখার দিক থেকে আইনবিদ; তিনি বর্তমান সিনেটে নির্বাচিত হয়েছেন ১ম বার। কমলা এইবার আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রাইমারী প্রার্থী ছিলেন; এবারের ডেমোক্রেটিক প্রাইমারী ছিল অনেকটা সার্কাসের মতো, শুরুতে ২৬ জন ক্যান্ডিডেট ছিলো ইহাতে; বাইডেন প্রাইমারীতে জয়ী হয়েছেন। প্রাইমারী হলো, দলের মানুষের সরাসরি ভোটে দলীয় প্রার্থী নির্বাচিত করার ভোট।

কমলা হ্যারিস নিজকে "কালো" বলে দাবী করেন, কিন্তু তিনি আসলে আফ্রিকান আমেরিকান কালো নন; আমেরিকার বর্তমান অবস্হায় একজন "কালো" ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ভালো সম্ভাবনা আছে।

এবারের প্রাইমারী নির্বাচনী ডিবেইটে সিনেটর কমলা হ্যারিস জো বাইডেনকে ভয়ংকর বিপাকে ফেলেছিলো, তিনি বাইডেনকে রেসিষ্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন; ইহা কাজ করেছিলো, ডিবেইটে বাইডেন ভয়ংকর নার্ভাস হয়ে পড়েছিলো ; ইহাকে নির্বাচনে ইস্যু করতে পারে ট্রাম্প।

এবারের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হবে উইসকনসিন রাজ্যের মিলিওয়াকী শহরে এই মাসের ১৭ তারিখে; করোনার কারণে উপস্হিতি থাকবে খুবই সীমিত; ভোট হবে এই বছর নভেম্বের মাসের ৩ তারিখ, মংগলবারে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহলে জো বাইডেন জয়লাভ করলে এই প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে যাবেন।
তারপর তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, ভারতীয় আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে।

২| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

জুন বলেছেন: কমলাদি কি আমাদের বাংলাদেশী ইমিগ্রেন্ট বা ভিসা প্রত্যাশীদের জন্য হেল্পফুল হবে মনে করেন?

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


হবে।

৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

আমি সাজিদ বলেছেন: বাইডেনের জেতার সম্ভাবনা কতোটুকু?

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



৫১%

৪| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গত আন্দোলনে কমলা হ্যারিসের ভূমিকা কেমন ছিল।

১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


ষ্টেইট প্রোসেকিউটার ছিলেন, প্রোসেকিউটারেরা পুলিশের পক্ষে থাকে, ইহা একটা সমস্যা

৫| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: মনে হয় প্যানডেমিক সময়ে জো বাইডেন এবং কমলা সুন্দরী জিতে যাবেন । সাম্প্রতিক সময়ে আই কান্ট ব্রেদ বা ব্লাক লাইভস ম্যাটার প্রচণ্ড প্রভাব ফেলবে কালো এবং এশিয়ান আমেরিকানদের ওপর । তাদের ভোট এদের সমর্থনে যাবে , যাবে পুলিশের ভোট আর ভয়ানক বিরক্ত সাদাদের ভোট ।

১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



সেটাই আশা করছেন অনেকে; তবে, ট্রাম্প রেসিজম কার্ড খেলছে, ইহাকে গণনা করা যায় না, অনুমান করা যায় না

৬| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার মনে হ্য় আমেরিকানরা এবার আর পরীক্ষা-নিরিক্ষা করবেন না ।অর্থ্যাৎ রাজনীতি আবার রাজনীতিকদের হাতে ফেরত আসার সম্ভাবনা আছে।
কারন,অরাজনৈতিক রাষ্ট্রপতি মিঃ ট্রাম্প সাহেব আমেরিকান রাজনীতির সাথে সাথে সারা দুনিয়ায় যে রকম লেজগোবরে পরিস্থিতি তৈরি করেছেন ,সাধারন আমেরিকান থেকে শুরু করে সারা দুনিয়ার মানুষের জীবনে যে অনিশ্চিয়তা তৈরী করেছেন মানুষ দ্বিতীয়বার উনাকে ভোট দিতে সাহসী হবেনা এবং তার তৈরী করা পরিস্থিতি থেকে বের হতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি তথা সারা দুনিয়ার মানুষকে অনেক দুর্দশা ও দূর্ভোগ পোহাতে হবে।
আর এই কমলা বহিন জো বাইডেন তথা আমেরিকার সাধারন মানুষ তথা আফ্রো - এশিয়ানদের জন্য মিঃ ট্রাম্প এর বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসাবে আর্বিভূত হতে পারেন বলে মনে হয়।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:




এখনো বলা কঠিন; তবে, বাইডেনের জেতার সম্ভাবনা আছে।

৭| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

সপ্তম৮৪ বলেছেন: বঙ্গদেশের রাজনীতিতে তো আপনার ভূমিকা ঠনঠনা। তা আমেরিকার রাজনীতিতে আপনার মূল্যবান ভূমিকা কি?

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:




ওখানেও ঠনঠনা

৮| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: করণার মধ্যেও কি ভোট হবে? মনে হয় তারিখটা পিছানো হবে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ভোট পেছনে নিতে চেয়েছিলো,সেটা হয়নি; বেশীর ভাগ রাজ্যে ভোট হবে ডাকযোগে।

৯| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

বঙ্গদুলাল বলেছেন: বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট সৃষ্টিতে নিম্নোক্ত পয়েন্টগুলোকে আপনি কীভাবে দেখেন!
১. বাকশালকে মিস ইন্টারপ্রেট করা।
২. বঙ্গবন্ধুর সমাজতন্ত্র বিরোধী মনোভাব।
৩. বামপন্থীরা পরিবেশ সৃষ্টি করে।
৪. '৭৪ এর দুর্ভিক্ষকালীন পাবলিক সেন্টিমেন্ট এন্টি গাভমেন্ট ছিল।
৫. তৎকালীন স্নায়ুযুদ্ধকলীন দক্ষিণ এশিয়াকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র ছিল।(বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী খুন হন ও ভুট্টো ফাঁসিতে মারা যান।)

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৬

চাঁদগাজী বলেছেন:



১) বাকশাল'এর কারণে সিআইএ শেখ সাহেবকে হত্যা করেছিো।
২) সেখ সাহেবকে মার্শাল টিটো ও ফিদেল ধারণা দিয়েছিলো যে, বাংলাদেশকে দাঁড়াতে হলে, ইহাকে সীমিত সোস্যালিজমে যেতে হবে, তিনি সেইদিকে যুঁকে ছিলেন।
৩) বামপন্হীরা উনার সাথেই ছিলেন, সিরাজ শিকদারসহ কিছু হত্যাকারী সমস্যা করছিলো।
৪) দুর্ভিক্ষ উনাকে মানুষ থেকে আলাদা করে ফেলেছিলো।
৫) ইন্দিরা গান্ধী উনার ছেলের ভুলের জন্য প্রাণ হারায়েছিলেন, ভুট্টো কোন নেতা ছিলো না, ছিলো ন্যুইসেন্স।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



বাইডেন মনে হয় সঠিক কাজটিই করেছে।
দেখা যাক কেমন প্রতিক্রিয়া হয় সাধারণ ভোটারদের মাঝে ।
ট্রাম্পের কুটচালের সামনে টিকতে পারলে হয় ।

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভাইস নির্বাচন ঠিক হয়েছে; তবে, বাইডেনের অনেকগুলো দুর্বল পয়েন্ট আছে; পুলিশ নির্যাতন বিরোধী আন্দোলন তাকে অনেক এগিয়ে দিয়েছে, সেটা সে ধরে রাখতে পারে কিনা দেখা যাক। গতকাল কমলা একটা ভুল করেছেন, তিনি "ব্ল্যাক লাইফ মেটারের" পক্ষে কথা বলে, উনি এটা মানুষের কাছে ছেড়ে দেয়া উচিত, এই ব্যাপারে উনি বললে সাদারা খুশী হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.