নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় স্কুল, ইউনিভার্সিটি খোলা নিয়ে রাজনৈতিক যুদ্ধ চলছে!

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫১



বাংলাদেশে স্কুল, কলেজ ও ইউনিভারসিটি খোলা নিয়ে সরকারী কোন নির্দেশ দেয়া হয়েছে? আমি মিডিয়ায় কিছু দেখিনি, আপনারা এই ব্যাপারে কি জানেন? পড়ালেখা নিয়ে সরকার বা মা-বাবা, কারো মাথা ব্যথা আছে?

করোনার বর্তমান অবস্হায় আমেরিকান বাচ্চাদের স্কুলে ফেরা বিশাল রাজনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে; ট্রাম্প চাচ্ছে স্কুল খোলা হোক, বাচ্চারা স্কুলে ফিরুক; বাচ্চারা স্কুলে না গেলে, শতকরা ৫০ ভাগ আমেরিকান কাজে ফিরতে পারছে না, বা পারবে না। আমেরিকায় গড়ে ১২ বছরের নীচের বাচ্চাকে ঘরে একা রেখে যাওয়ার নিয়ম নেই; বাচ্চার বয়স ১০ বছরের নীচে হলে, বাচ্চা স্কুল থেকে ফেরার সময় বাসায় কেহ একজন থাকতে হবে।

আমেরিকায় এখন ২৬ রাজ্যের গভর্ণর হচ্ছে ডেমোক্রেট, বাকী রাজ্য ও টেরিটোরী মিলে ৩৩ জন রিপাবলিকান গভর্ণর আছে; স্কুল খোলার ক্ষমতা ট্রাম্পের হাতে নেই, উহা মুলত গভর্ণরদের ও স্কুল ডিষ্ট্রক্টের হাতে; ফলে, ইহা সমস্যা হয়ে দাঁড়ায়েছে, আসলে বেশ বড় সমস্যা; ডেমোক্রেটরা মনে করছে যে, করোনার বর্তমান সংক্রমণ হার স্কুল খোলার পক্ষে নয়। ,ট্রাম্প নিজে যদি এই প্রশ্ন সামনে না আনতো, এটা তার সমস্যায় পরিণত হতো না; এই সমস্যাকে সামনে আনতে বাধ্য হতো গভর্ণরেরা, সমস্যা তাদের ঘাঁড়ে থাকতো; কিন্তু ট্রাম্প বেকুবী করে সমস্যাটা নিজের ঘাঁড়ে নিয়ে এসেছে।

নিউইয়র্ক শহরে এই নিয়ে পরোক্ষভাবে ভোট হয়েছে, প্রতিটি পরিবার মেয়র অফিসকে নিজেদের মতামত জানায়েছে লিখিত ফরমে; নিউইয়র্কে নতুন ইমিগ্র্যান্ট, স্পেনিশরা গড়ে স্কুল খোলার বিপক্ষে। তারপরেও, বেশীরভাগ পরিবার স্কুল খোলার পক্ষে মতামত দিয়েছে। নিউইয়র্ক গভর্ণর ও সিটির মেয়র সিদ্ধান্ত নিয়েছে, যারা স্কুলে আসতে চায়, তারা আসবে; যারা স্কুলে আসতে না চায়, তারা অনলাইনে পড়ালেখা করবে। অনলাইনের সফটওয়ার উন্নত করা হয়েছে, বাসায় বসে বাচ্চারা তাদের ক্লাশমেট ও শিক্ষকের সাথে রিয়েল টাইমে কথা বলতে পারবে, দেখতে পারবে। নিউইয়র্কের বেশীর ভাগ স্কুল শুরু হয় সেপ্টেম্বরে; আমেরিকার অনেক অংশে স্কুল আগষ্ট মাসেই খুলে যায়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: টানা ৭ বছর মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসসহ আরো অনেক কিছু বলা যায় শিক্ষা নিয়ে তবে সময় জনগনের পক্ষে নয়। মাথা ব্যাথা বেশি প্রাইভেট প্রতিষ্ঠানের কর্ণধারদের; সাধারণ মা-বা তথা অভিভাবকরা আতঙ্কিত! সরকারও কিছু প্ল্যান নিয়ে চি্ন্তিত। অনেক অভিভাবকের সাথেই কথা বলে জেনেছি - বেশিরভাগ-ই মন্তব্যে আগে সন্তানের নিরাপত্তা তারপর ক্লাস ! যদিও অনলাইন চলছে হরদম। তবে তার সুবিধা শহরমূখী মানুষেরাই বেশি পাচ্ছে। গ্রামীন জনপদে নেট ভিডিও স্ট্রিমিং স্লো হওয়ায় লাইভ ক্লাস সবাই দেখতে পায় না; আর সবার হাতে ( অভিভাবক/ছাত্র) স্মার্ট ফোন এভেইলাভেল নয়।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



অনলাইনে নাম থাকার পর, কেহ পড়ুক বা না পড়ুক, ক্লাশ দেখা যাক কি না দেখা যাক, কেহ কি ফেল করবে?

২| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অনলাইনে হাজিরা খাতায় নাম ডাকা হয়- জুম এ্যাপ ইউজারদের। আর ফেবুতে তো নিজের মতো করে ক্লাসের লাইভ প্রোগ্রাম চলে...ভিডিও কোয়ালিটি, লাইটিং সহ অন্যান্য সমস্যা তো আছেই । এ দেশে পরীক্ষায় উপস্থিত হয়ে কেহ ফেল করলে বুঝতে হবে সে পড়াশোনার বাহিরে দুই ধাপ এগিয়ে আছে তাই খাতার লেখার সময় নাই।

** শুধু পরীক্ষাটা কিভাবে নিয়ে টাকা আদায় করা যায় এই চিন্তায় মশগুল - প্রাইভেট সেক্টর।
**যদি করোনা ভ্যাকসিন কার্যকর হয় তবে ডিসেম্বর ইয়ার শেষ না করে তা মার্চ পয্যন্ত সেশন নেয়া যেতে পারে।
এখনো এইচএসসি পরীক্ষা হয়নি --এই সকল ছাত্ররা পাবলিক ইউনিভাার্সিটি/প্রাইভেটে ভর্তির আগেই ইয়ার লস হবে।

**** দেশে্ উচ্চ শিক্ষিত বেকারের পরিসংখ্যান আমার জানা নেই; তবে ইতোমধ্যে যাদের বয়স শেষ হয়ে গেছে- তাদের আবেদন করার সুযোগ পুন:বিবেচনা করা উচিত;

***সর্বপরি শিক্ষা ব্যবস্থার চিত্র করোনার মতো ব্রিফিং করা যায় না:

--**তবে বর্তমান শিক্ষামন্ত্রী অনেক আধুনিক/বাস্তব উপযোগী শিক্ষা ব্যবস্থা সরকারি পর্য়ায়ে উদ্যোগ নিয়েছেন - তবে তা যদি বালিশ কান্ড /ঢামেক এর ডাক্তারদের চায়ের বিলের মত হয়- তবে কিছু বলার নেই।

***

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইনফরমেশনের জন্য ধন্যবাদ।

ডামী শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিতে পারতো; "টেইক হোম পরীক্ষা" খোলা বই খোলা খাতা; এক সাবজেক্টে ১০০ মার্কের ৬ ঘন্টা পরীক্ষা: সকালে ৩ ঘন্টা, বিকেলে ৩ ঘন্টা; স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র ভলনটিয়ার পরীক্ষক।

ছাত্ররা অসৎ হয়ে গর্দভে পরিণত হয়েছে, শতকরা ৮০ জন কিছুই পড়তে, জানতে চাহে না।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনার মাঝে স্কুল খুলতে চাইলে টুলের পরিবর্তেে চেয়ারের ব্যবস্থা করতে হবে।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


করোনা বাড়ছে, নাকি কমছে? করোনা থাকলে,বাংলাদেশে স্কুল খুলতে পারবে না, সেই ধরণের দায়িত্ব নেয়ার মতো কেহ নেই।

৪| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুলবে না।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কোন প্রস্তুতি আছে বলে মনে হয় না।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: সিঙ্গাপুরে স্কুল বন্ধই দেয়া হয়নি বলা যায়। সারাবিশ্বব্যপী যখন মে মাসে লকডাউন দেয়া হয়েছিল তখন সিঙ্গাপুর জুন মাসের স্কুল হলিডেটাকে মে মাসে এগিয়ে এনে দেড় মাসব্যপী সার্কিট ব্রেকার ( লকডাউন) দেয়। ঐ দেড় মাসেই কমিউনিটিতে করোনা সংক্রমন কমিয়ে এনে জুনে স্কুল খুলে দেয়। বিশালাকারে আক্রান্ত মাইগ্র্যন্ট ওয়ার্কারদের কমিউনিটি থেকে পৃথক রাখার ব্যবস্থা নেয়া হয়।স্বাস্থবিধি মেনে সব কিছুই এখানে খোলা। তীর্থের কাকের মত ভ্যকসিনের অপেক্ষায় না থেকে করোনা মোকাবেলায় সফল দেশগুলোর থেকে আসলে অন্যান্য দেশগুলোর শিক্ষা গ্রহন করা উচিৎ।

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


সিংগাপুরের মানুষদের দৃষ্টিভংগি বদলিয়ে দিয়ে গেছেন লি কুয়ান, তারা যে কোন সমস্যার সমাধান খোঁজে; আমেরিকাও সেই ধরণের মনোভাবের জাতি ছিলো; ২য় বুশের সময় থেকে মানুষ ও সরকার আলাদাভাবে ভাবার শুরু করেছে, ট্রাম্পের সময় ইহা ভয়ংকর রূপ নিয়েছে।

বাংলাদেশে মানুষকে সরকার ও প্রশাসন গণনার মাঝেই নিচ্ছে না; যেমন স্কুলের ব্যাপারে মানুষের কোন মতামত নেই; আমেরিকায় কমপক্ষে প্রতি পরিবার থেকে মতামত নেয়া হচ্ছে।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন:


শুনতেছি করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশে সরকার স্কুল পর্যায়ে গুরুত্বপুর্ণ দুটি পাবলিক পরিক্ষা না নিয়ে অটো প্রমোশন দেয়ার চিন্তা ভাবনা করছে ।

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


অটো প্রমোশান দেয়া মানে, ছাত্রদের পড়ালেখা না করার মনোভাবকে প্রসারিত করা; প্রতিটি লেভেলে "টেইক হোম" পরীক্ষা নে্যা যেতো; ৩ ঘন্টার পরীক্ষাকে ২ সেশনে ৬ ঘন্টার পরীক্ষা করে, "ওপেন বুক, টেইক হোম" পরীক্ষা নে্যর দরকার ছিলো; কলেজ, ইুনিভার্সিটির ছাত্ররা ভলনটিয়ার পরীক্ষক হতো; তাদের দায়িত্ব হতো, ছাত্রের পরীক্ষা যেন অন্য কেহ দিতে না পারে; এবং কেহ যেন সাহায্য না করে।

৭| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: পি এস সি / জে এস সি নিয়ে কয়েক ধরনের মন্তব্যই দেখলাম এখন পর্যন্ত।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বিবিধ পরীক্ষগুলো বাংলাদেশীদের আবিস্কার, বিশ্বের সাথে মিল নেই; বিশ্বের সবাই আমাদের বাচ্চাদের চেয়ে কম চাপে বেশী শিখছে; বানরের পরীক্ষা নিরীক্ষা।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের দেশেও !!

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে রাজনীতি নিহত হয়েছে, কারো মাথায় রাজনীতি নেই।

৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৪

অন্তরা রহমান বলেছেন: কোনোমতেই স্কুল-কলেজ খোলা উচিত হবে না। একদমই না।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে করোনা এখনো আছে?

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের স্কুল কলেজ খোলা নিয়ে এখনও কোনো ফাইলান সিদ্ধান্ত হয়নি। তবে অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছেন। আগামী সপ্তাহে আসল সিদ্ধান্ত পাওয়া যাবে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ছেলেমেয়ারা কি গ্রামে, নাকি শহরে?

১১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পড়ালেখা নিয়ে সরকার বা মা-বাবা, কারো মাথা ব্যথা আছে?
..........................................................................................
আমি ব্যক্তিগতভাবে জানি এ নিয়ে প্রচুর টানা পোড়ন চলছে,
মা-বাবা ভাবছে স্কূল খোলার মত অবস্হা না হলে ছেলে মেয়েরা বখে যাবে,
টিচার ভাবছে স্কুল না খুলে দিলে বেতন পাবনা,
সরকার ভাবছে টিকা না আসলে স্কুলে বাচ্চারা আসলে সংক্রমন অনেক বাড়বে, এ দ্বায়িত্ব কে নেবে ?

...............................................................................................................................
যতদুর জানা যায়, সরকার প্লান এ,বি, সি বানায়ে ফেলেছে ।
সেপ্টেম্বর এর মধ্যে খুলতে পারলে, পরীক্ষা নেয়া হবে,
ডিসেম্বর নাগাদ খুল্লে, অটো পাশ দিবে,
অবস্হা ভালো মনে না হলে, অনলাইন শিক্ষার ব্যবস্হা নিবে ।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি যা ভাবছেন, সেটা হলেও চলে; কিন্তু সরকার কি সেটা মানুষের সাথে আলাপ করেছে?

১২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৫

কানিজ রিনা বলেছেন: আমার পরিচিত অর্থাৎ কাছের মানুষ, ঘরে বসে থেকে থেকে ছেলেটা বিয়ে করতে চাচ্ছে কিন্তু কামাই রুজি কিছুই করে না। ছেলেটা যদিও অনার্সে পড়ালেখা করছিল।
বাপ বেশ পয়সাওয়ালা না পেরে বিয়ের অনুমতি দিয়ে দিয়েছে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো হয়তো সমস্যার শুরু।
তবে, সরকার এইচএসসি পরীক্ষ কেন নেয়নি?

১৩| ১৪ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৩৮

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার বিভিন্ন রাজ্যে গৃহযুদ্ধ চলছে।
আমেরিকার বিভিন্ন শহরে বাড়ছে সশস্ত্র গেরিলা সংঘাত: দ্বিতীয় গৃহযুদ্ধের আশঙ্কা

১৪ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় কি কুপ আছে? আগরতলায় এখনো কুপ আছে!

১৪| ১৪ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৪৫

অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকায় কি বাংলাদেশী পত্রিকা পড়া যায় না? নাকি শুধূ ২ নম্বরী সিএসএন দেখতে হয়?
এবছরই এই পাপিষ্ঠ রাষ্টের চূড়ান্ত ধ্বংস হবে। ২ লাখ প্রায় মরেছে।


যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত, গৃহযুদ্ধের আশঙ্কা

১৪ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার মাথা কাজ করে না।

১৫| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ৯:১৭

নূর আলম হিরণ বলেছেন: আমার কাছে মনে হয়না বাংলাদেশে করোনা সমস্যা বড় আকারে আছে। সবই তো দেখি স্বাভাবিক! আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ও তো খুব বেশি মনে হচ্ছে না। অনেকেই বলছে সরকার তথ্য গোপন করছে, হতে পারে তবে ম্যাসিভ আকারে যদি মানুষ মারা যেত তাহলে অবশ্যই নিজের আশেপাশে এরকম অনেক খবর পেতাম। আক্রান্তের খবর পাই কিন্তু মৃত্যু খবর খুব একটা পাই না। মনে হচ্ছে বাংলাদেশের মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। একটা পরিসংখ্যানে দেখলাম বলা হচ্ছে ঢাকা শহরে ৬৯ ভাগ মানুষ উপসর্গবিহীন করোনায় আক্রান্ত হচ্ছে।

১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, প্রচুর মানুষের এসিম্পটমিক করোনা হয়েছিলো, ও হচ্ছে। শতকরা ৬৯ ভাগ অনেক বড়, কারণ ঢকায় ২কোটী মানুষ।

১৬| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫২

বঙ্গদুলাল বলেছেন: বঙ্গবন্ধুর চার খলিফা নামে খ্যাত
১. ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকি
২. ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ
৩. ডাকসুর সহ সভাপতি আ.স.ম আব্দুর রব
৪. ডাকসুর সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন।
(৩রা মার্চ,১৯৭১ সালে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "জাতির জনক" হিসেবে ঘোষণা করেন।)
পরে উনারা ঠিক কী কারণে বঙ্গবন্ধুর বিরাগভাজন হলেন?
ভুল বুঝেছিলেন?নাকি বাইরের ষড়যন্ত্রের মতো কিছু একটা ছিলো?কী কারণে বঙ্গবন্ধুর কাছ সরে গেলেন?

১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:



জাতি তখন আইয়ুব খানের বিপক্ষে সংগ্রাম করছেন, না'হয় ঐ ৪ জন "মধুর ক্যান্টিনের ইডিয়ট" খ্যাতি পাবার কথা। ওদের পড়ালেখা এইচএসসি অবধি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আর পড়ালেখা করেনি, ইডিয়টে পরিণত হয়েছিলো।

ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি করছিলো; শেখ ভুল করেন, উনার দরকার ছিলো ছাত্র রাজনীতি বন্ধ করা, সেটা না করে তিনি উনার ভাগিনা মনির পক্ষে থাকেন; ঐ ৪ ইডিয়ট ও সিরাজুল আলম খান মনে করেছিলো যে, তারাও শেখের সমান।

১৭| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৮

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে করোনায় মৃত্যুর হার সন্ত্রাসী এ্যামেরিকার মতো হবে না।
তাহলে এতোদিনে সব এলাকাতেই মানুষ মরতো,সেটা হচ্ছে না।
তবে এজন্য সবেইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আমরা সবাই করোনায় আক্রান্ত। কিন্ত প্রতিরোধ করতে পারছি।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


এটা ভালো খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.