নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগষ্ট সকালে তাজউদ্দিন সাহেব জীবনের বড় ভুলটি করেছিলেন।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ২:১৯



শেখকে হত্যা করার পর, মিলিটারীর বড় অংশ হত্যাকারীদের পক্ষে চলে গিয়েছিলো; কিন্তু তাজউদ্দিন সাহেব পালিয়ে গিয়ে হত্যাকারীদের বিপক্ষে যু্দ্ধ ঘোষণা করলে, মিলিটারীর একাংশ জিয়া গং'এর পাশে দাঁড়াতো না; বিশেষ করে ইপিআর থেকে আসা যোয়ানেরা এই হত্যাকান্ডকে চুপ করে মেনে নিতেন না, বেংগল রেজিমেন্টের সাধারণ সৈনিকেরাও জিয়া গংদের কমান্ডে মানুষের বিপক্ষে অস্ত্র ধরতেন না।

শেখ সাহবে হত্যার পর, মিলিটারীর পরবর্তী টার্গেট যে স্বয়ং তাজউদ্দিন সাহবে নিজেই, তিনি তা বুঝতে সক্ষম হননি; সর্বোপরি, মিলিটারী ক্যু এই নতুন দেশকে কোথায় নিয়ে যাবে, উনার ও জনতার এত কষ্টের বিনিময়ে অর্জিত দেশটির ভবিষ্যত কি হবে, সেটা তিনি বুঝেননি। ১৫ই আগষ্ট সকালে শেখ হত্যার খবর পাবার পর, কোন বুদ্ধিতে, কোন সাহসে উনি নিজ ঘরে অবস্হান করছিলেন, তা অনুমান করা অসম্ভব ব্যাপার।

শেখ হত্যার পর, মিলিটারী ও অন্য ষ্টেক-হোল্ডারদের কাছে যেই লোকটি তাদের মাষ্টার প্ল্যানের বিপক্ষে থাকার কথা, সেটা তাজউদ্দিন সাহেব; সেই ব্যাপারটা আওয়ামী লীগের অন্য লোকেরাও বুঝতে অক্ষম হয়। তারা কোন প্রকার পদক্ষেপ না নেয়াতে পুরো মিলিটারী হত্যাকারীদের সাথে যোগ দেয়ার সময় পায়।

তাজউদ্দিন সাহেব পালিয়ে গেলে, ষড়যন্ত্রকারীরা জেনারেল শফি উল্লাহকে সেনা-প্রধানের পদ থেকে সরাতে পারতো না, ক্ষতিকর যা করতে পারতো , হয়তো, জেনারেল শফি উল্লাহকে হত্যা করতো; জেনারেল শফি উল্লাকে হত্যা করলে, মিলিটারীর মাঝে বিভক্তি দেখা দিতো।

১৫ই আগষ্ট সকালে আজউদ্দিন সাহেব উনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেন, উনার উচিত ছিলো পালিয়ে যাওয়া; তারপর, হত্যাকারীদের বিপক্ষে যু্দ্ধ ঘোষণা করা।

মন্তব্য ৫৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আমিও মনে করি তার পালিয়ে যাওয়া উচিত ছিলো।
তবে উনি পালিয়ে গিয়েও বাঁচতে পারতেন না।

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



পালিয়ে গেলে, বাকীটা ইন্দিরা গান্ধী ব্যবস্হা করতো; উনি না পালানোতে, ইন্দিরা বুঝতে পারেননি যে, উনি কি রছেন!

২| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:০৫

অনল চৌধুরী বলেছেন: তিনি তখন মন্ত্রী ছিলেনা না।নীতি নির্ধারকও না।সুতরাং ঘটনা এতোদূর যাবে,সেটা ভাবেননি।
আর বারবার সবকিছু করা কি তার একারই দায়িত্ব?

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


উনার নিজের প্রাণটা বাঁচানো উনার নিজ দায়িত্ব ছিলো; যুদ্ধের সময় মানুষ উনার অধীনে যুদ্ধ করেছিলেন; ফলে, উনার ভুমিকা কখনো শেষ হওয়ার মতো ছিলো না।

৩| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখকে হত্যা করার পর, মিলিটারীর বড় অংশ হত্যাকারীদের পক্ষে চলে গিয়েছিলো;
......................................................................................................................
ঐ সময়ের প্রেক্ষাপট অন্যরকম ছিলো, দেশের জনগণ বিভিন্ন কারনে বিরক্ত ,শন্কিত,ভীত
ও সরকারের প্রতি ক্ষুদ্ধ ছিলো ।
রক্ষীবাহিনীর অত্যাচার অতিরন্জিত করে জনগনকে বিভ্রান্ত করে ,সরকারের মাঝে বিভেদ
সৃষ্টি করেছিলো ।
সে কারনে অনেকেই বুঝতে পারে নাই কিহতে যাচ্ছে ???

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন হওয়ার পর, ১ম দরকার ছিলো সবাকেই একটা করে কাজ দেয়া; সেখানে শেখ সাহবে ভুল করেন, মানুষ হতাশ হয়ে যান।

৪| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৩

বঙ্গদুলাল বলেছেন: খালেদ মোশাররফ সঠিক পথে ছিলেন?কর্ণেল তাহের (জেনারেল জিয়াকে গৃহবন্দী থেকে মুক্ত করার আগে)
কী করতে চেয়েছিলেন?জাসদের মূল নেতৃত্ব কার হাতে ছিল?জেনারেল শফিউল্লাহ এতো বড় একটি পদে থেকে কিছুই করতে পারলেন না,কিছুই জানলেন না!ডিএফআই(সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট)কই ছিলো?নাকি সবকিছুই এই নিম্নপদস্থ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিলো! পুরোটাই এলোমেলো লাগে আমার কাছে।

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


সব কিছু সিআইএ, জেনারেল জিয়া ওপাকী আইএস'এর কন্ট্রোলে ছিলো; খালেদ মোশারফ কেন উল্টা ক্যু করেছিলো, সেটা উনি মানউষযকে ব্যাখ্যা করেননি, উনার সঠিক প্রস্তিতি ছিলো না; কর্ণেল তাহের নিজেই এক লেনিন হয়ে গিয়েছিলেন, মাথায় মগজ কম ছিলো। বিদ্রোহীরা সিআইএর ফন্দির শিকার ছিলো। সেনা বাহিনীর গোয়েন্দারা জানতো।

৫| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৬:১০

বঙ্গদুলাল বলেছেন: বঙ্গবন্ধুকে হত্যার পর তিন বাহিনী প্রধানরা বশ হয়ে রেডিওতে বিদ্রোহীদের নেতৃত্বাাধীন মোস্তাক সরকারকে আনুগত্য প্রকাশের রেকর্ড যখন প্রথম শুনি ইউটিউব থেকে,গায়ের পশম দাঁড়িয়ে যায়।
বই পড়ে,ভিডি দেখে, উনাদের বক্তব্য শুনে আমার সামান্য যা ধারণা হচ্ছে,জেনারেল শফিউল্লাহ নির্লোভ ছিলেন,কিন্তু ঐ সময়ের জন্য অদক্ষ,অযোগ্য ছিলেন।বাকী জেনারেল সবার মধ্যে ক্ষমতার একটা প্রচ্ছন্ন লোভ ছিল;মনে হয়।সর্বোপরি জেনারেল শফিউল্লাহসহ উচ্চ পদস্থ সব জেনারেলরা আগে থেকে সব জানতেন,পদক্ষেপ নেননি।
জেনারেল ওসমানী বঙ্গবন্ধুর আমলে সক্রিয় রাজনীতিতে ছিলেন?

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



জেনারেল ওসমানী, মনে হয় ডিফেন্স মিনিষ্টার ছিলো। সব জেনারেলদের সিআইএ কিনেছিলো; শফি উল্লাহ বিক্রয় হয়নি; তবে, বাকীদের ভয়ে চুপ করে ছিলো।

৬| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি হতে পারতো সেটা না লিখে কি হয়েছে সেটার উপর বিশ্লেষণ করেন।একাত্তুরে একবার পালিয়ে গিয়ে কি দুঃখ কষ্টই না করেছে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন,তাই দ্বিতীয় বার আর ঐ পথ মাড়ান নাই।
আজকে আর এসব লিখে কোন লাভ নাই,বরং আজকের করনিয় কি,কিভাবে দেশের ভাল হবে সে সম্পর্কে সকলের বলা উচিত।

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



একাত্তরে উনি দরকারী কাজ সঠিভাবে করেননি বলেই উনার বুদ্ধির ঘাটতি ছিলো বরাবরই

৭| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৮

মুজিব রহমান বলেছেন: তাজউদ্দিন সাহেব তখন সরকারের কেউ না। কে তার কথা শুনবে? দোষ চাপানোতো সহজই? ক্ষমতায় থাকা কেউ, বঙ্গবন্ধুর পরিবারের কেউই পারতো যুদ্ধ ঘোষণা করতে।

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও মানুষকে এক করতে উনাকে কি সরকারে থাকতে হবে? উনি আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন; আপনার বুদ্ধসুদ্ধি রাজনীতির জন্য যথেষ্ট নয়; মনে হয়, হারমোনিয়াম পার্টির ম্যাঁওপ্যাঁও ছিলেন।

৮| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন সময় গেছে।

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখের মৃত্যুর পর, সব দায়িত্ব ছিলো উনার উপর।

৯| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: মানুষ স্তব্দ হয়ে গিয়েছিল । তাদের তাৎক্ষনিক বোধ লোপ পেয়েছিল । একটা সেকটারিয়ান বিষয় সেনাবাহিনীকে বিভক্ত করে ফেলেছিল । এই বিভক্তি মুক্তিযুদ্ধের মাঠ থেকেই উৎপত্তি । রাষ্ট্র ব্যাবস্থায় কেউ সম্পৃক্ত ছিলেননা বিধায় রাষ্ট্র গঠনের চেয়ে বক্তৃতায় মাঠ গরম করছিলেন । কপালপোড়া বাম যারা বাংলাদেশকে চায়নি তারাই নষ্ট করেছে এই দেশকে ।

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনি যত বড় পদে ছিলেন, সেই পরিমাণ দক্ষতা উনার কখনো ছিলো না।

১০| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৫

রাােসল বলেছেন: 4th sentence is very much true of Mr Shah Aziz, thank you. From the beginning of Bangladesh even the freedom fighter aim/ goal was different. Some people fight for self interest and some other for national interest. But no one will disclose this and all will loudly say I am suffering from patriotism. . Very sad.

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালে আপনাট ভুমিকা কি ছিলো কর জানে? আপনি যু্দ্ধ করার মতো বেকুব ছিলেন না।

১১| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ দিনে ৩ বাড়িতে আক্রমণ করে এতজন ভিআইপি কে মারার পর আবার তাজউদ্দিনের দিকেও নজর দিবে সেটা অন্য কেউ বা তিনি ভাবতে পারেননি...

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



উনার ভাবনাশক্তি একটু খাটই ছিলো।

১২| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

সপ্তম৮৪ বলেছেন: তাজউদ্দীন সাহেব ভুল করলেও আমরার ফার্মার সাহেব সঠিক বুদ্ধি নিয়ে পালিয়ে আমেরিকা হিজরত করেচেন।
যার জন্য আমরা জাতির দুর্দিনে মাঝে সাঝে সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি।



১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি সেই ঘটনার ২ বছর আগে দেশ থেকে বের হয়ে গেছি; দেশে তখন তুঘলকি কান্ড চলছিলো।

১৩| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রাােসল বলেছেন: Dear, my comments serial 10 & your response, my react is
I believe, what I like to say, you can understand. You know much but express without following neutrality.

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন করেছিলো সাধারণ মানুষ, তাঁদের স্বপ্ন ছিলো একটু ভালো থাকা, তাঁদের স্বপ্নটা ভেংগে দিয়েছে মিলিটারী; যারা স্বাধীনতা চায়নি, তারা এখন ভালো আছে।

১৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুলত্রুটি নিয়েই মানুষের জীবন।
কেউ্ই পরিশুদ্ধ মানুষ নন। সুতরাং
হা-পিত্যেশ করে লাভ কি?

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


হা-পিত্যেশ তাদের জন্য যাঁরা একটু ভালো থাকার জন্য প্রাণ দিয়েছেন, প্রাণ দিতে গিয়েছিলেন।

১৫| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

আলাপচারী প্রহর বলেছেন: বাপকা বেটা, সিপাহীকা ঘোড়া; কুছ নাহি তো, থোরা থোরা।

তাজ উদ্দিন সহজ সরল বোকা পলিটিশিয়ান ছিলো। তাঁর ছেলেও ঐরকম। ডন কুই্ক্সোট। ছেলেটার পোশাক আশাক, বেশভূষা, কথাবার্তা হাস্যকর।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



তাজুদ্দিন সাহবে ছিলেন সরল ও কম দক্ষ মানুষ; উনার ছেলে ও মেয়েরা বড় ধরণের ইডিয়ট গোছের।

১৬| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৫

আকন বিডি বলেছেন: আপনার ভুলগুলো কি ছিল?

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


বিদেশে পড়তে যাওয়া ও বিদেশে চাকুরী করা।

১৭| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

মেঘশুভ্রনীল বলেছেন: আচ্ছা বলুন তো, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধু হত্যার পূর্বাপর ঘটনাবলীর রাষ্ট্রীয় কোন নথি নেই কেন? একেক জন একেক রকম দাবি করে, প্রমাণসহ রাষ্ট্রীয় রেকর্ড থাকা দরকার ছিল না? আপনি কি মনে করেন?

আপনার লেখা পড়ে কিছু বিষয় মনে হল-

১। বঙ্গবন্ধুকে হত্যা করা হলে, তাৎক্ষনিকভাবে দায়িত্ব চলে আশার কথা সেকেন্ড ইন কমান্ডের। তাজউদ্দীন তো সেকেন্ড ইন কমান্ড ছিলেন না। জানি না উনাকে দল থেকেও বের করে দেয়া হয়েছিলো কিনা, আপনি হয়ত বলতে পারবেন?
উনি কেন পালিয়ে জান নাই, কেন বিদ্রোহ করেন নাই, এসব প্রশ্নের উত্তর পাওয়া এখন খুবই কঠিন। শক পেয়েছিলেন হয়ত। আবার এমনও হতে পারে উনি আসলে চেয়ারের পিছনের মানুষ, চেয়ারের দায়িত্ব নেয়ার কথা কখনও ভাবেন নাই। তবে আপনি ঠিকই বলেছেন, উনি পালিয়ে গেলে, দেশের সবাইকে এক হবার ডাক দিলে, সেটা কার্যকরী হতে পারত। উনার আলাদা মূল্যায়ন থাকার কথা দেশের মানুষের কাছে। তবে অনেক কিছুই হতে পারত, বঙ্গবন্ধু বা তার থিঙ্কট্যাঙ্কদের কেউ যদি এই প্লট টের না পেয়ে থাকেন, তাহলে সেটা কার্যকরী থিঙ্কট্যাঙ্ক ছিল না। আর যদি জেনেও ব্যাবস্থা না নিয়ে থাকেন তাহলে তো শুধু তাজউদ্দীনকে দোষারোপ করে লাভ নেই। যতটুকু পরেছি বিভিন্ন জায়গায়, মনে হয়েছে জাতির পিতা নিজেকে একা করে ফেলেছিলেন, ঠিক যেমন এখন শেখ হাসিনা নিজেকে করছেন, সম্ভবত।

২। সেনারা বিদ্রোহ করল, তাদের কমান্ডার ইন চিফ কেন ব্যাবস্থা নিলো না? বোঝাই যাচ্ছে যোগ্য ব্যাক্তি হয়ত পদে ছিল না। পরবর্তীকালে দায়িত্তে অবহেলার জন্যে কমান্ডার ইন চিফদের বিচারের সম্মুখীন হতে হয়েছিলো?

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী উনাকে হত্যা করার পর, হত্যার বিপতিতে বিচার চাইতে দেয়নি; ফলে, কাগজপত্র তৈরি হয়নি।

১) ক্যু'এর পর দেশে সামরিক আইন জারী করে করে সরকার বাদ দেয়া হয়; তখন শেখের পক্ষে ও আওয়ামী লীগ নেতা ছিলেন তাজউদ্দিন সাহেব।
২) সামরিক আইন করলেও এডমিনেষ্ট্রেটর হওয়ার কথা ছিলো জে: শফি উল্লার; কিন্তু ষড়যন্ত্রের হোতা জিয়া হওয়াতে ষে সেইপদ দখল করে।

১৮| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৪

অজ্ঞ বালক বলেছেন: সুহান ভাইয়ের 'সাক্ষী ছিল শিরস্ত্রাণ' পইরা এই এক জায়গাতেই হতাশ হইসিলাম। আসলে কখনোই পশ্চাদপসরণ না করাটা তার চরিত্রের একটা অংশ ছিল মনে হয়।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



সুহান ভাই'টা কে?

১৯| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পালিয়ে গেলে, বাকীটা ইন্দিরা গান্ধী ব্যবস্হা করতো; উনি না পালানোতে, ইন্দিরা বুঝতে পারেননি যে, উনি কি রছেন!

আপনি কি জানেন বঙ্গবন্ধুর চেয়ে ইন্দিরা গান্ধীর সাথে তাজউদ্দিন আহমেদের ভালো সম্পর্ক ছিলো?

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



ইন্দিরা গান্ধী তাজউদ্দিন সাহবেকে বেশী সময় কাছের থেকে জেনেছেন।

২০| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: লেখা খুব ভালো হয়েছে। :)

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত ইহা সঠিক

২১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

আকন বিডি বলেছেন: ১৬ নং মন্তব্যের উত্তরে
কেন বিদেশে যাওয়া ভুল মনে হল? দেশে থাকলে কি করতে পারতেন?

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশে থাকলে আমার গ্রামের মানুষগুলোকে সাহায্য করতে পারতাম।

২২| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৬

আকন বিডি বলেছেন: বিদেশে থেকেও তো সেটি করা যেত।

১৮ ই আগস্ট, ২০২০ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


আমার পক্ষে সেটা সম্ভব হয়নি

২৩| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৫০

কবিতা ক্থ্য বলেছেন: ১৫ই আগস্ট এলে - মানুষ হিসাবে নিজেকে দাবি করতে পারিনা।
এ কলংক আমার।

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগের অনেকেই ১৫ই আগষ্টের হত্যাকারীদের সাপোর্ট করে।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

খাঁজা বাবা বলেছেন: আপনি বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির বিষয়ে বড়ই স্বপ্নালু।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৬৮-১৯৭১ সালে বাংগালীরা "স্বপ্নের দেশে" বাস করছিলেন, না'হয়, বেকুব শেখ সাহেবের মত মানুষের পেছনে গিয়ে এত মানুষ প্রাণ দিতো না।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

আমি সাজিদ বলেছেন: ষোলের রিপ্লাইয়ে বলেছেন বিদেশে পড়তে যাওয়া আর চাকরি করা ভুল ছিল আপনার। কি প্রেক্ষাপটে এমনটা মনে হয় জানতে পারি?

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



আশা ছিলো নিজ গ্রামের মানুষগুলোকে সাহায্য করা, সেটা সম্ভব হয়নি। আমি বংশানুক্রমে একটা রোগ পেয়েছিলেম, বিদেশে উহার চিকিৎসা করাতে গিয়ে উহার সাইড-এপেক্ট হয়েছিলো, ইহাতে আমি আটকা পড়ে গেছি।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

ঘনশ্যাম বলেছেন: অতিসরলীকরণ করে বললেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি হয়তো ছোট সংখ্যার যোগ ও বিয়োগ অংক জানেন; ৫ম শ্রেণীর সরল অংক দিলে প্রশ্নফাঁস করা লাগবে।

২৭| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৪

নূর আলম হিরণ বলেছেন: জেনারেল শফিউল্লাকে অদক্ষ ও অদূরদর্শী সেনাপ্রধান বললে কি ভুল হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.