নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা দেশে পুর্ণ ডেমোক্রেটিক প্রসেস কখনো দেখেননি

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫১



বাংগালী শিক্ষিতদের গণতান্ত্রিক জ্ঞান ও অভিজ্ঞতা খুবই সীমিত: স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবনে ১০/২০ নম্বরের প্রশ্নোত্তর লেখা অবধি হচ্ছে থিওরিটিক্যাল সঠিক জ্ঞান। অভিজ্ঞতা হিসেবে নিজ দেশের রাজনৈতিক দল, ভোট (জন প্রতিনিধি নির্বাচন), সরকার গঠন, সরকারের কার্যক্রম, পার্লামেন্টের আইন প্রনয়ন, নাগরিক অধিকার ও নাগরিক দায়িত্ব ইত্যদি কিন্তু ঠিক ও ভালো ডেমোক্রেটিক অভিজ্ঞতা নয়; বরং, এসব অনেক অভিজ্ঞতা অনেকটা গণতন্ত্র বিরোধী।

বাংগালীদেরকে ডেমোক্রেটিক প্রসেস বুঝার জন্য পশ্চিমের কোন একটা দেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর ডেমোক্রেটিক প্রসেস অনুসরণ করতে হবে, বুঝতে হবে। বাংলাদেশের ৩ কোটীরও বেশী মানুষ বিবিধ সময় আরব দেশ দেখেছেন, তাঁরা সেখানে দীর্ঘ সময় ছিলেন, দেখার সুযোগ পেয়েছেন; কিন্তু আরব দেশসমুহে সঠিক ডেমোক্রেটিক প্রসেস না থাকায়, তাঁরা সঠিক কোন প্রসেস দেখেননি; বরং, উল্টো অভিজ্ঞতা থাকতে পারে।

বাংগালীদের মাঝে যারা ইউরোপ, আমেরিকা, কানাডা ও অষ্ট্রিলিয়ান ডেমোক্রেটিক প্রসেস দেখার সুযোগ পেয়েছেন, সেটা একটি ভালো অভিজ্ঞতা। জাপানও অনুসরণ করার মতো দেশ, কিন্তু তদের অনেক নিজস্ব ট্রেডিশন ইত্যাদি অন্যদের জন্য অনুধাবন করা কঠিন। দেশের শিক্ষিত বাংগালীদের উচিত বিদেশের কোন একটা ডেমোক্রেটিক দেশের পুরো প্রসেসটাকে অনুসরণ করা।

ভাষার দিক থেকে বাংগালীদের জন্য সহজ দেশ হলো ইংরেজী ভাষাভাষীর দেশগুলো: বৃটেন, কানাডা, আমেরিকা, অষ্ট্রেলিয়া। গণতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক সিষ্টেম ক্যাপিটেলিজম; কিন্তু ফ্রান্স, কানাডা, সুইডেন ইত্যাদির অর্থনৈতিক সিষ্টেমগুলো অপেক্ষাকৃতভাবে ভালো ক্যাপিটেলিজম; অর্থনীতি হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় নিয়ন্ত্রক।

বাংগালীদের জন্য আরেকটি ভালো উদাহরণ হচ্ছে ইসরায়েল; ইসরায়েল খুবই ডাইনামিক দেশ, ডেমোক্রেটিক প্রসেস ইউরোপ থেকেও প্রানবন্ত; আবার, ধর্মের দিক থেকে ইহুদীরা মুসলমানদের সবচেয়ে কাছাকাছি জাতি। আমাদের দেশের গণতন্ত্র বিকাশে ধর্মও বড় বাধা; কিন্তু ইসরায়েল খুবই ধর্মীয় দেশ হওয়ার পরও আধুনিক গণতন্ত্রের জন্য বেশ বিখ্যাত।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: যে দেশে আইনের সুশাসন নেই সেই দেশে গনতন্ত্র চর্চা কে করবে।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


কোনটা কোনটার কারণ, সুশাসন নেই বলে দেশে গনতন্ত্র চর্চা নেই, নাকি গণতন্ত্র সঠিকভাবে নেই বলে সুশাসন নেই? আসলে। গনতন্ত্র নেই বলে সুশাসন নেই।

বিএনপি-জামাতের সময় সুশাসন ছিলো না, এখনো নেই।

২| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া কোনভাবে চলে।

৩| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৪

সোহানাজোহা বলেছেন: বাংলাদেশীরা ডেমোক্রেসিও জানেন না, ইসলামি আইন সম্পর্কেও জানেন না। এরা সব কিছুকে নিজের মতো ব্যাখ্যা করেন। ব্লগে ইসলামিক পোস্ট অর্থ যার যার নিজ নিজ মতামত। আরব দেশে যারা থাকেন তারা জাজাকাল্লাহ খাইরান আর ইনশাল্লাহ শিখেন। আরব দেশে পাকিস্তানিরা জাজাকাল্লাহ খাইরান শব্দটি বেশী ব্যবাহার করেন।

বাংলাদেশে কি কখনো ডেমোক্রেসি ছিলো?

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংলদেশে ডেমোক্রেসি আংশিকভাবে ছিলো, ভুলভাবে ছিলো ও আছে; ইসলামী আইন বলতে কিছু নেই; শুরুতে ইসলাম ড়াজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলো; তবে, সেটা ছিলো আরবী সমান্তবাদ; ফলে, আরবদের নিয়ম কানুনই ইসলামে প্রচলিত ছিলো।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৮

অজ্ঞ বালক বলেছেন: ডেমোক্রেসি দিয়া শেষ পর্যন্ত লাভটা কি?

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:

ইহা থাকলে আপনাদের পরিবারেরও ক্ষতি হতো, আপনাদের পরিবারে "চাকরানী" মেয়ে থাকতো না; আপনি "টোকাই" নিয়ে গল্প লিখতে পারতেন না; মেয়েরা গার্মেন্টস'এ চাকুরী না করে, কম্প্যুটারে চাকুরী করতো, আপনাকে চাকুরী পেতে আরো কম্পিটিশনে যেতে হতো।

৫| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

অজ্ঞ বালক বলেছেন: ব্যাপারটা অত সোজা না। আমেরিকায় হোমলেস নাই, মেইড নাই, জব প্রবলেম নাই?

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় হোমলেস আছে, মেইড আছে, জব প্রবলেম আছে, এবার ৬০ মিলিয়নের চাকুরী গেছে, আরো যাবে। মেইডের বেতন ও বেনেফিট একজন কেরানীর সমান কিংবা বেশী; হোমলেসদের জন্য সেল্টার আছে, চিকিৎসা আছে, ভাতা আছে; চাকুরী চলে গেলে ৬ মাসের ভাতা আছে, এবার চাকুরী চলে যাওয়ায়, ২ দফায় ১২০০ বিলিয়ন ডলার দিচ্ছে মানুষযকে, ইহা ২০০ পদ্মাসেতুর সমান।

৬| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

আকন বিডি বলেছেন: আপনি দেশে থাকলে আমরা ডেমোক্রেজি পাইতাম। আপনি দেশে চইলা আসেন আর আমরা আপনার কারণে ক্রেজি হই। ;)

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিতদের সঠিক রাজনৈতিক, অর্থনৈতিক ধারণা ও নাগরিক দায়িত্ব নেই বলে জাতির এই ভয়ংকর অবস্হা।

৭| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: আমার মতে কানাডাকে এব্যপারে অনুসরণ করা যেতে পারে

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



কানাডা ভালো দেশ, জনসংখ্যা বলতে তেমন নেই; সরকারগুলো ভালো; ওরা বাংলাদেশকে সাহায্য করেই চলছে; আমাদের সরকার ওদের থেকে কিছুই শিখতে পারেনি, মানুষ যদি কিছুটা শিখতে পারেন।

৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

আমি সাজিদ বলেছেন: নেতানিয়াহুর নামে মামলার পরে কি হলো? ইসরায়েলের গনতন্ত্র নিয়ে বিস্তারিত বলেন। জানতে চাই। কয়েকদিন আগেই পিটার গ্রিনউড আর বেঞ্জামিন নেতানিয়াহুর দ্যা রয়েল ট্যুর নামের একটা ডডকুমেন্টারি দেখলাম।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


জানুয়ারীতে বিচার শুরু হওয়ার কথা; সে নতুন করে ভোট চাচ্ছে যাতে, মেজরিটি পায়; মেজরিটি পেলে বিচার পেছনে চলে যাবে।
পোষ্ট ইসরায়েলের পুরো প্রসেস লেখা কষ্টকর হবে, উইকি'তে দেখুন।

৯| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: আপনি একটা পোষ্ট দিয়ে 'থলে' বের করে বসেন। 'থলে' থেকে একের পর এক ভয়াবহ মন্তব্য আসতে থাকে। অবশ্যই সত্য মন্তব্য, সাহসী মন্তব্য।
এই যেমন আহ বললেন, বিএনপি-জামাতের সময় সুশাসন ছিলো না, এখনো নেই।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা আইয়ুব থেকে পালাতে গিয়ে জিয়ার জালে আটক হয়েছে, এখন আওয়ামী জালে।

১০| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: গনতন্ত্র সেটা পুর্নই হোক আর অপুর্নই হোক তা এই দেশ থেকে হাইজ্যাক হয়ে গেছে বহুকাল আগেই যার কারনে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। মানুষ এই দেশে এখন স্বাভাবিক কথা বলতে ভয় পায়। কথা বলার মুল টপিক এখন হয়ে দাড়িয়েছে ধর্ম।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ ধর্ম শিখছে! ব্লগেও সপ্তাহে ২/১ দিন মিলাদ দিবস চালু করা দরকার।

১১| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের অর্থনীতি হল অসৎ লুটেরা অর্থনীতি।রাজনীতিও অনুরূপ।এর থেকে ভাল রাজনীতি আশাকরা ভুল।
হাজার হাজার ভাল ছাত্র বিসিএস পরীক্ষা দিয়ে ভাল চাকরি করতে চায় কিন্তু একজন ভাল ছাত্র রাজনীতি করতে চায় না।এটা একটা বিরাট সমস্যা।ভাল ছাত্ররা লেখা পড়া শেষে রাজনীতিতে আসলে রাজনীতির চেহারা পাল্টে যেত।রাজনীতি এতোটা অশিক্ষিত দের দখলে চলে যেত না।

ক্যাপিটালিষ্ট অর্থনীতি নাকি সমাজতান্ত্রীত অর্থনীতি কোনটা বাংলাদেশের জন্য উপযোগী এটা ঠিক করতে হবে সবার আগে। মিশ্র অর্থনীতি কোন উপকার বয়ে আনবে না।


১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি করা শিক্ষিতদের জন্য একটা দায়িত্ব হওয়ার কথা।

১২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৪

সপ্তম৮৪ বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম চাই

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


এটা আগামীতে ইউরোপে দাবী করা হবে।

১৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন: দেশের মানুষকে কানাডা,ইসরাইলের ডেমোক্রেটিক প্রসেস সহজে বুঝতে দিবে না আরবের ধর্ম।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানুষের ধীশক্তি কমায়ে ফেলে, ভাবনাশক্তি বিলুপ্ত করে।

১৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১২

ঘরহীন বলেছেন: এইদেশে ডেমোক্রেসি কখনও ছিলো না। অন্তত তাই মনে হয়। যেটা আছে সেটা দেশীয় চাইনিজের মতন দেশীয় গণতন্ত্র।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



জিয়ারটা ছিলো সামরিক শাসন; শেখ হাসিনারটা কলোনিয়ালিজম।

১৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংগালীরা আইয়ুব থেকে পালাতে গিয়ে জিয়ার জালে আটক হয়েছে, এখন আওয়ামী জালে।

বাঙ্গালীর মুক্তি নেই। সুন্দর ভাবে বাঁচতে হলে, সুন্দর ভাবে জীবনযাপন করতে হলে এদেশ থেকে পালাতে হবে।
অন্য কোনো উপায় তো দেখি না।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯ কোটী কোথায় পালাবে?

১৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাষার দিক থেকে বাংগালীদের জন্য সহজ দেশ হলো ইংরেজী ভাষাভাষীর দেশগুলো:
বৃটেন, কানাডা, আমেরিকা, অষ্ট্রেলিয়া।

.................................................................................................................
ভারত কেন বাদ গেল বুঝলাম না,
ভাষা , সংস্কৃতি, ধর্ম , রাজনীতির ও গনতন্ত্রর দিক দিয়ে ভারতের
অনেক প্রদেশ আমাদের সঙ্গে মিলে যায়।

.................................................................................................................
ইউরোপে একমাত্র ইংল্যান্ড এর গনতন্ত্রকে শ্রদ্ধা করা যায়, আমেরিকা তো গনতন্ত্র বেঁচে
খায় ।

২০ শে আগস্ট, ২০২০ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


ভারতে গণতন্ত্র আছে নির্বাচনে, দেশের পার্লামেন্ট অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মেতে থাকে।

১৭| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২০

মিরোরডডল বলেছেন:



পুর্ণ ডেমোক্রেটিক প্রসেস ???? মিনিমাম লেভেলও যেখানে নেই, আর পূর্ণ !!!!
শুধু নামেই আর কাগজে কলমে ডেমোক্রেটিক কান্ট্রি, সেই প্র্যাকটিস কখনোই ছিলোনা ।
যেটা ছিল আর চলছে সেটা অটোক্রেসি ।

জানিনা এর পরিবর্তন আমারা কখনও দেখে যেতে পারবো কিনা ।
Chances are very slim.


২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জ্ঞানের বহর দেখেন, বাকীদের কি অবস্হা? ব্লগারেরা রাজনীতি বুঝেন না, কিন্তু সবাই হাদিস জানেন,

১৮| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১৯ কোটী কোথায় পালাবে?

যাদের সুযোগ সুবিধা আছে তাড়া পালাবে। যাদের নেই তারা ভূগবে।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



সেটা ঘটছে, আরো ঘটবে।

১৯| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রের জন্য প্রস্তুত?

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ ইহাকে হ্যান্ডলিং করতে পারতেন; কিন্তু দলগুলো ডেমোক্রেসী অনুসরণ করার মতো পজিশনে নেই। আওয়ামী লীগ মানুষের জন্য কিছু করার চেষ্টা না করে নিজেরা ভালো থাকার চেষ্টা করছে।

২০| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৩

পুলক ঢালী বলেছেন: কা-ভা ভাইয়ের মন্তব্যটা একদম মূলে আঘাত করেছে।
যে দেশের মানুষের কোয়ালিটি যেমন হবে সে দেশের প্রচলিত সেই তন্ত্র সেভাবেই কার্যকরী হয়ে ফলপ্রসু হবে।
বাংলাদেশে কতজন মানুষ পত্রিকা পড়ে? সত্যিকারের শিক্ষিত মানুষ কতজন (স্বাক্ষরতার শুভঙ্করী হিসাব নয়) গনতান্ত্রিক পদ্ধতি কতজন বোঝে? সংবিধান কতটুকু বোঝে? ভোটের গুরুত্ব এবং মূল্য কতজন জানে(এক কাপ চা একটা বিড়ি অথবা কয়েকশো টাকা নিশ্চয়ই নয়) ? এগুলো বিবেচনায় নিয়ে ভোটার করলে ১৭ কোটিতে কতজন ভোটার পাওয়া যাবে?
রাজনৈতিক নেতাদের কাছে এমন অবুঝ ভোটারই কাম্য তাই নিজেদের স্বার্থেই তারা এই প্রকৃয়া চালু রাখবে।

গাজীভাই ব্লগারদের উপর কিছুটা দায় বর্তাতে চান, ব্লগ কতজন পড়ে? ব্লগ কতজন চেনে?
ব্লগ সম্পর্কে নেতিবাচক প্রচারনা মোকাবেলা করার সাধ্যই আমাদের নেই। অমুক খুন হয়েছে, সে কে ? ব্লগার ! ওও ব্লগার (খুনটা গুরুত্বহীন হয়ে গেল)!! ?? মানে ব্লগার হলে যেন খুন করাটা জায়েজ।
গ্রাম গঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে ধর্মের মনগড়া ব্যাখ্যা দিয়ে মানুষের মনে যে মধ্যযুগীয় ধারনার বীজ বপন করা হচ্ছে তার শিকড় কতদুর বিস্তৃত তা ধারনাও করতে পারবেন না।
অনেক শিক্ষিত মানুষও সত্যি সত্যি চাঁদে সাইদীকে দেখেছেন, আপনার ঘাঢ়ে কয়টি মাথা যে আপনি বলবেন মেঘের আকৃতি থেকেও তো হাতী-ঘোড়া কল্পনা করা যায় (অর্থাৎ অবিশ্বাস বা সন্দেহ প্রকাশ) বা ট্রেনের চাকার শব্দের সাথে যে কোন শব্দ মিলানো যায় ! তাহলে আপনি নির্ঘাৎ ইসলাম বিরোধী এবং নাস্তিক।
দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে এই ধারার প্রচারনা চলছে, সরকারের রাজনৈতিক হাতও এত লম্বা নয় এগুলো মোকাবেলা করার, তাই সমঝোতাই সমাধান।
অশিক্ষিত (অনেক শিক্ষিতরাও সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রোগ্রেসিভ নন) মূর্খের দেশে ধর্মীয় গোড়ামী প্রবল হবেই আর ধর্ম শরিয়া আইনের কথাই বলে গনতন্ত্রের কথা বলে না।

এখন বলুন বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রের জন্য প্রস্তুত?

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষের যে মনন, ইহা ইউরোপিয়ান স্টাইলের গণতন্তের জন্য প্রস্তুত নয়; কিন্তু কিছু কিছু মানুষের প্রতি আস্হা প্রকাশের জন্য যথেষ্ট; ফলে, গণতান্ত্রিক নির্বাচন দিয়ে, গণটান্ত্রিক সরকার গঠন এখনো সম্ভব। দুষ্টদের দুরে রাখার জন্য কিছু অগণতান্ত্রিক হস্তক্ষেপ দরকার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.