নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ব্লগার আছেন, নাকি সবই আলেম ও মওলানা?

২০ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৩



আগে, পুরো পুর্ব পাকিস্তানে ও বাংলাদেশে মওলানা একজনই ছিলেন, বাকীরা ছিলেন, মৌলভী, মোল্লা, আলেম, হুজুর। এখন দেশ ও ব্লগ মওলানা, মৌলভী, মোল্লা ও আলেমে ভরে গেছে; দেশে ব্লগার আছেন কিনা সন্দেহ। সামুতে সালাম দেয়া ও আরবী ভাষায় এটা সেটা বলা নিয়েও আলেমগণ পোষ্ট দিয়ে, কমেন্ট করে হয়রাণ হয়ে যাচ্ছেন। আরবীতে কি এক শব্দ বলতে গিয়ে সম্ভাব্য বিয়ে ভেংগে যাচ্ছে, নিজের ঘরকে চিটাগং'এর আওলিয়ার মাজারের মতো সালাম দিয়ে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ব্লগে বাহাস চলছে! হাসির ব্যাপার নয়, সিরিয়াস কান্ড কারখানা; কোন সাহাবী কি বলেছেন সেগুলোর ব্যাখ্যা চলছে, রেফারেন্স আসছে।

বাংলাদেশ প্রয়োজনের তুলনায় বেশী আলেম গ্রেজুয়েট বের করছে, অনেকের চাকুরী নেই; আনাচে কানাচে মাদ্রাসা হয়ে গেছে; প্রাইমারী স্কুল, হাইস্কুলের জন্য কেহ জমি দান করেন না; কিন্তু মাদ্রসার জন্য ধনী জমিও দিয়ে দিয়েছেন মানুষ। যাক, অসুবিধা নেই; হুজুরেরা আছেন, থাকবেন, উনাদের কাজ উনারা করবেন; কিন্তু এখন উনাদের যায়গা দখল করে নিচ্ছেন আমাদের ইন্জিনিয়ার, ডাক্তার, সায়েন্স, আর্টস ও কমার্স গ্রেজুয়েটরা; মাদ্রাসার হুজুরদের অবস্হা কি হবে, এবং কারা ব্লগিং করবেন?

ডাক্তারী, ইন্জিনিয়ারিং, সায়েন্স ইত্যাদি কঠিন সাবজেক্ট; এগুলোতে ভালো করতে হলে, বেশী বেশী পড়তে হয়, প্রেকটিস করতে হয়, রিসার্চ করতে হয়। করোনা প্রমাণ করেছে যে, আমাদের ডাক্তারদের ভয়ংকর সমস্যা আছে; আমাদের বড় বড় ইন্জিনিয়ারিং প্রজেক্টগুলো বিদেশীরা করছে, কারণ আমাদের ইন্জিনিয়ারেরা পারছেন না; আমাদের ইড্রাষ্ট্রিতে ভারতীয়রা চাকুরী করে টাকা নিয়ে যাচ্ছে, আমাদের গ্রেজুয়েটরা বেকার, টিউশানি করছেন। কিন্তু আমাদের সব ধরণের গ্রেজুয়েটদের একটা বড় দিক হচ্ছে, এঁরা সবাই আলেম। আমাদের ব্লগের কি অবস্হা, ব্লগার আছেন, নাকি শুধু আলেমেরা ব্লগিং করছেন? নাকি ব্লগিং করতে করতে অভিজ্ঞতা বেড়ে সবাই আলেম হয়ে যাচ্ছেন?

মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪০

অনল চৌধুরী বলেছেন: আপনি যে সবচেয়ে বড় আলেম এ ব্যাপারে (উহাতে) সবাই একমত।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমার তো মনে হয়, আমি একজন ব্লগার; আলেমেরা অনেক জ্ঞানী মানুষ, আমার দৌঁড় অতটুকু নেই।

বরং আপনি আলেম হতে পারেন, রুমির মতো আপনি একজন দার্শনিক; আলেমেরাও মনে হয়, ইসলামিক দার্শনিক?

২| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



জ্ঞানী-গুণী ও সম্মানিত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন উপাধি ও লকবের ব্যবহার নতুন নয়। উপাধি ব্যক্তির সঠিক পরিচয় জানতে মানুষকে সাহায্য করে। তার প্রকৃত অবস্থান তুলে ধরে। যথা শায়খুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম, ইমামুল হারামাইন, শায়খুল হিন্দ, মুজাদ্দিদে জামান, ইমাম আজম, শায়খুল হাদিস, শায়খুল কুররা ইত্যাদি।

ইসলামি শরিয়তের বিভিন্ন বিষয়ে পণ্ডিতদের ক্ষেত্রে বহুল ব্যবহৃত আরেকটি উপাধি হলো ‘আল্লামা’। যার অর্থ মহাজ্ঞানী ও পণ্ডিত। ভারতীয় উপমহাদেশে এ উপাধিটি প্রথম ও ব্যাপকভাবে ব্যবহৃত হয় কবি ইকবালের নামের সাথে । তিনি ভারতবর্ষের প্রথম খ্যাতিমান ‘আল্লামা’।

এখন দেশের অনেক ইসলামী জ্ঞান সমৃদ্ধ অলেমগন শুধু মাওলানা মৌলভী শায়খুল হাদিস ইত্যাদি উপাদিতে তেমন সন্তুষ্ট নন । তাই অনেক ইসলামি মাহফিলের পোষ্টারে প্রায় সকল বক্তাদের নামের আগে আল্লামা টাইটেল দেখা যায় । ওয়াজের মাঠে এখন সাধারণ আলেমদের তেমন ঠাই নেই । তাই আলেমদেরকে এখন ব্লগে পাওয়া যাচ্ছে এবং ব্লগিং এ আলেমদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে ,চিন্তার কোন কারণ নাই। ।

২০ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ইসলাম সম্পর্কিত পোষ্ট আসছে প্রচুর, সাথে আরবী শব্দ, বাক্য থাকছে অনেক; আলেমগণ ব্লগে থাকলে আমরা সঠিক ব্যাখ্যা ইত্যাদি পাবো; ২/১ জন আল্লামা এসে গেলে ব্লগের গুরুত্ব বাড়বে।

আমি মনে করতাম, পাক ভারতে কবি আল্লামা ইকবালের পর, নতুন কোন আল্লামা আসেননি; আপনি বলছেন, বাংলাদেশে আনেক আল্লামা আছেন, ভালো।

৩| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে এখন ধর্মীয় গোড়ামী অনেক বেড়ে গেছে।
সেই সাথে বেড়ে গেছে দূর্নীতি আর অনাচার।
সবাই হুজুর হয়ে গেলে দেশে থেমে যাবে।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



মেডিক্যাল কলেজ, বুয়েট, ইউনিভার্সিটিগুলো থেকে আলেম ওমওলানা বের হচ্ছ.

মুসলিম দেশগুলো থেকে গেছে, এগুলোর ভবিষ্যত নেই তেমন।

৪| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৩৭

এপোলো বলেছেন: ধর্মীয় বিষয়ে আলোচনায় খারাপ কিছু তো নাই। ব্লগের কোথাও তো লেখা নাই এই বিষয়ে আলোচনা সীমিত রাখতে হবে। সবাইকে তাদের পছন্দের বিষয়ে লেখালেখি করতে আপনার খারাপ লাগাটা নিতান্তই অপ্রত্যাশিত।
দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে আপনার অগাধ পান্ডিত্য প্রশংসনীয়। আপনি একটু চেষ্টা করলেই এই সংকীর্ণতাও দূর করতে পারবেন।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আসলে, ব্লগে শুধু ধর্ম নিয়ে আলাপ চলা উচিত; রাজনীতি, অর্থনীতি, টেকনোলোজী তো আমাদের বেহেশতে নেবে না; দুনিয়াতে বেকার থাকলে, মরলে হিসেব দিতে সহজ হবে: কম কাজ, কম পয়সা, কম হিসেবে

৫| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ৮:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লামা উপাধি দিবে অন্যরা,নিজেকে তো আর নিজে নিজে দিতে পারে না।
স্কুলের জন্য জমি দিলে বেহেস্তে যাওয়া নিশ্চিত না। কিন্ত মাদ্রাসার জন্য জমি দিলে আখেরাতের আগের দিন পর্যন্ত সওয়াব হতে থাকবে আল্লামারা তাই বলে।তাই পাপের যত টাকা আছে তার একটা অংশ মাদ্রাসার জন্য ব্যয় করেন।
ইউটিউবে ওয়াজ শুনলে মনে হয় এক একজন কাঁঠাল পাতা খেয়ে ওয়াজ করছে।একজন আরেক জনকে বলছে কাফের।কতোজন আবার সিনেমার সুন্দর সুন্দর গান গায়,ওয়াজের কি নমুনা।কিন্ত সবাই একটা বক্তব্যে একমত সরকার খারাপ,এই সরকারকে হটিয়ে ইসলামীক সরকার আনতে হবে।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


ইউটিউবে ওয়াজ? ওয়াজ দরকার ব্লগে, ব্লগ হচ্ছে নাস্তিক তৈরির কারখানা: ব্লগে দেশ নিয়ে, সমাজ নিয়ে আলাপ করে সময় নষ্ট হয়, এখানে আরবী ভাষায় আখিরাত নিয়ে আলাপ করলে মানুষের ইমান ও আমল বাড়বে।

৬| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৯

কামরুননাহার কলি বলেছেন: ধর্ম বলেন বিজ্ঞান বলেন এই দুটোই মানুষের জীবনে একসূত্রে গেছে আছে। পৃথিবীর সব থেকে বড় বড় বিজ্ঞানীরা ধর্মগ্রন্থগুলো পড়ে জীবনের অর্ধেক সময় পার করেছেন। এই সত্যিটা আপনি নিশ্চয় জানেন। পৃথিবীর অনেক বিজ্ঞানীদের ইতিহাস পড়লে সেটা বুজতে পারবেন। তাই ধর্ম আর বিজ্ঞান কোন কালে কোন যুগেই থেমে ছিলো না তাই আজোও থাকবে না।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়ার পর, বুঝতে পারছি যে, আপনি বাংলাদেশের আইনষ্টাইন ও আল্লামা। প্রশ্নফাঁসের বিজ্ঞান ব্যব হার করেছিলেন?

৭| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩১

কামরুননাহার কলি বলেছেন: তবে এই যুগের কাঠমোল্লারা একটু বেশিই পন্ডিত হয়ে গেছেন। ধর্ম সম্পর্কে একটু বেশিই ভুল-বাল ব্যাখ্যা দিচ্ছেন। তাতে ধর্মের উপর প্রভাব পরে যাচ্ছে। সেটা সেই সব কাঠমোল্লারা বুঝতে পারছে না।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কাঠনোল্লা নন, আপনি আমাদের প্লাটিনাম-মোল্লা

৮| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪১

কবিতা ক্থ্য বলেছেন: ধম' নিয়ে বারাবারি করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তানের লোকজন জন জীবন্ত অবস্হায় বেহেশতে চলে গেছেন ও যাচ্ছেন।

৯| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২

সপ্তম৮৪ বলেছেন: হ্ক মওলা

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


"হক মওলা" ইহা ব্লগের শ্লোগান?

১০| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৩

নতুন বলেছেন: দেশে অনেক বেশি হুজুর এর কারন আমাদের দারিদ্রতা।

গরিব এবং ইয়াতিমের অনেক বড় একটা সংখ্যা মাদ্রাসায় পড়াশুনা করে। তারা বড় হয়ে কি সমাজে কাজ করে খেতে পারে?

তারা হুজুর হয়ে সমাজে ধমীয় শিক্ষা বেচে জীবিকা নিবাহ করে। :(

কোন উন্নত বিশ্বেই ধম বেচে জিবন জাপন কেউই করতে যাবেনা।

যদি সকল শিশুকে স্কুলে পাঠাতে পারেন তবে ২ জেনারেসন পরে কেউই হুজুর হয়ে সমাজে থাকবেনা।

খুব কম মানুষই তার ছেলে মেয়েদের শুধুই ধমিয় শিক্ষা দিয়ে বড় করতে চায়।

কিছু মূর্খ দুনিয়াতে সব সময়ই থাকবে :)

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বাবা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের এতিম সন্তানদেরও ভার নেননি, এসব কিছু এতিমদের ভার নিয়েছিলো মোল্লা শফি; ফলে, শেখ হাসিনাও কোন গরীব বাচ্চা ও এতিমদের ভার নেয়নি।

১১| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

সপ্তম৮৪ বলেছেন: না। বলগের স্লোগান মনে হয় যাযাকাল্লাহ খাইরুন সুন্দরী।

আমি মওলার প্রতি ভালোবাসার টানে হক মওলা জপ করি মাঝে মাঝে

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১০

চাঁদগাজী বলেছেন:


জরীপটা ব্লগেই করুন। ব্লগারদের সৌভাগ্য, ব্লগে ব্লগার থেকে আলেম ও মওলানা বেশী সব সময়।

১২| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ব্লগ হলো আধুনিক মানুষদের জন্য।
কুসংস্কার বিশ্বাসীদের জন্য না। কুসংস্কার বিশ্বাসীরা বেশী দিন টিকবে না।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

চাঁদগাজী বলেছেন:


কোন আরবী শব্দ এবাদত, কোন আরবী শব্দ বললে সওয়াব হবে, এগুলো জানার দরকার আছে; পোষ্টে এসব আরবী শব্দ যোগ করে দিলে ব্লগিংও হলো, আখেরাতের কাজও হলো।

১৩| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

সত্যপীরবাবা বলেছেন: @কামরুননাহার কলি বলেছেন: পৃথিবীর সব থেকে বড় বড় বিজ্ঞানীরা ধর্মগ্রন্থগুলো পড়ে জীবনের অর্ধেক সময় পার করেছেন।

১০ জন বড় বড় বিজ্ঞানীর নাম আমাদের জানান যাঁরা ধর্মগ্রন্থগুলো পড়ে জীবনের অর্ধেক সময় পার করেছেন।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

চাঁদগাজী বলেছেন:


১০ জনের ভেতর ব্লগার কামরুননাহার কলি'র নাম থাকা উচিত; উনি বাকী নয়জনের নাম দিলে চলবে তো?

১৪| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে সকল নারী বোরখা পরিধান করেন তাদেরকে অন্য পুরুষ দেখতে পায় না সত্য ।
কিন্তু তারা তো অন্য পুরুষদেরকে ঠিকই দেখতে পান।
পুরুষদেরকে দেখার ফলে এই বোরখা ওয়ালী নারীদের কি পাপ হচ্ছে না?

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


ততকালীন বেদুইনরা এতটুকু পর্দা সমাধান দিয়েছিলো; কারণ, তখন নারীর কোন অধিকার ছিলো না।

১৫| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

সোহানাজোহা বলেছেন: ব্লগে এতো এতো হজুর আলেম আশেকান পীর মুরিদ আছেন তা আসলেই সৌভাগ্য! কতো কিছু অজানা রয়ে গেলো! ব্লগে মাঝে মাঝে কেউ বোকামী করে বা চালাকি করে নানান পণ্যের বিজ্ঞাপণ দিয়ে বসেন ফ্রি’তে - খুব সম্ভব কিছুদিন পর ব্লগে তাবিজ, পানি পড়া, ফু পাওয়া যেতে পারে। আমরা কি ট্রেডিং ডিলারশীপ পাবো? নাকি নতুন ব্লগার হওয়ার কারণে কিউতে পরে থাকতে হবে?

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



সামু থেকেই বুঝা যাচ্ছে যে, বাংগালী শিক্ষিতরা সহজ বিষয় জানে, কিন্তু নিজের পেশাগত দিক ঠিক মতো জানে না।

১৬| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫

অজ্ঞ বালক বলেছেন: আগুন পোস্ট, এরকম পোস্ট দিতে এক আপনেই পারেন।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সোজা বিষয়ে কথা বলতে পারেন, দরকারী ও প্রয়োজনীয় বিষয়ে তাঁদের ধারণা প্রয়োজনীয় স্তরে নেই।

১৭| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫

এলে বেলে বলেছেন: "প্লাটিনাম মোল্লা" হা হা হা। আপনার রসবোধ আসলেই তুলনাহীন।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


রাস্তায় কাঠমোল্লা, ব্লগে প্লাটিনাম মোল্লা।

১৮| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগ বিচিত্র জায়গা।
নানা রুচির মানুষ। যে সব লেখা আমার রুচির সাথে মিলেনা তা আমি এড়িয়ে যাই।
সবার মতের প্রতি শ্রদ্ধা জানাই, কারো মতের বিপক্ষে আমি কখনো জেহাদ ঘোষণা করিনি :D

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



এটা সুন্দর নিয়ম, বাংগালীরা বলেন, নিজের চরকায় তেল দাও, বাকীদের কথা ভুলে যাও।

১৯| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি ধর্ম-কর্ম করেন তো ?

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আমি ধর্মকর্ম করতে আসি না, অজু করে ওয়াজ শুনতে আসি না, সাহাবীদের বাণী শুনতে আসি না।

২০| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাড়ার মোড়ের চায়ের দোকান বন্ধ, তাই ব্লগে এসে ওয়াজ মাহফিল করছেন।
ব্লগে সম্প্রতিক এক লোক নিজেকে এসে আলেম বলে আকুপাকু করছে।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



দেশের অবস্হা ভয়ংকর, সাধারণ মানুষের জন্য সরকার বলতে কিছু নেই; ৫০ হাজারের বেশী পরিবারকে ঢাকা শহর থেকে সরে যেতে হয়েছে, মানুষ ভয়ে হাসপাতালে যাচ্ছে না; ছেলেমেয়ারা স্কুল কলেজে যেতে পারছে না; দেশে রাজনৈতিক দল নেই, সরকার মানুষকে বেকারত্ব নিয়ে কিছু বলছে না, যারা টিউশানী করে চলতো তাদের আয় নেই; কোন স্তর থেকে প্রতিবাদ নেই, আশার বাণী নেই; ব্লগে সবাই ধর্মের ব্যাখ্যা করার চেষ্টা করছেন; মুসলিম প্রধান দেশে কে ধর্ম জানে না! ব্লগারেরা সমাজ ও জাতিকে দেখতে পাচ্ছেন না!

২১| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসম্ভব চমৎকার বলেছেন। কঠিন বাস্তব।
ধর্ম কর্ম করুক, আপত্তি নেই। মানসিক শান্তির জন্য যে যা করুক আমার আপত্তি নেই। তবে কেউ যদি নিজেকে পন্ডিত ভেবে অন্যকে ছোট করে দেখে, তার সাথে মতের মিল না হলেই ছাগলামি শুরু করে, তখন সেটা ভালো লাগে না।

আমি এখন আর কমেন্ট করি না। কারন কমেন্ট করলে সবাই ভাববে এটা ব্লগ এ্যাডমিন করেছে। এ্যাডমিনের কমেন্ট হবে নরম গোলাপ ফুলের পাপড়ির মত। এত সব শর্তাবলী নিয়ে কমেন্ট করা যায় না। এখন ভালো হয় পিঠ চাপড়াচাপড়ির ব্লগিং।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট নিয়ে অনেক আলাপ হচ্ছে ব্লগে, আপনার অবস্হানটা কঠিন, অনেক লেখকই কমেন্টের বেলায় বেশ ইমোশানেল।

আমার ধারণা, মুসলিম দেশগুলোর মাঝে বাংলাদেশের মানুষ সবচেয়ে মনেপ্রাণে ধার্মিক; আলেমরা ধর্ম নিয়েই আছেন, এরপর ইন্জিনিয়ার, ডাক্তার, সব ধরণের গ্রেজুয়েটরা ধর্ম নিয়ে ঝাপিয়ে পড়ছেন ব্লগে, ইহা আমার কাছে অপ্রয়োজনীয় ভীড় বলে মনে হচ্ছে।

২২| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০

রানার ব্লগ বলেছেন: নেই কাজ তো খই ভাজ। ব্লগে এসে নিজেরে আলেম প্রমান করা, গলায় মাখরাজ দিয়ে শুক্রান খায়্রান টাইপ কথা বলা টা আর কিছুই না মাঠে ময়দানে এখন আর তাল কানাদের পাচ্ছে না তো কি করবে ভাবছে এখানে এসে যদি কিছু খই ভাজা যায়। এই সকল ধান্দাবাজদের আমরাই আস্কারা দিচ্ছি।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



ধর্ম পালন বাংগালী সমাজে কখনো সমস্যা ছিলো না; বাংগালীদের সমস্যা হচ্ছে, জাতি শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে না, অর্থবরা চাকুরী সৃষ্টি না করে দেশে বেকার সমস্যার সৃষ্টি করছে, অদক্ষ দুষ্টরা আমাদের পার্লামেন্টে চলে যাচ্ছে, মানুষকে স্ত্রী পরিবার ফেলে মরুভুমিতে রুটি খুঁজছে হচ্ছে।

২৩| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

মোঃ খুরশীদ আলম বলেছেন: লেখক বলেছেন ব্লগে আমি ধর্মকর্ম করতে আসি না, অজু করে ওয়াজ শুনতে আসি না, সাহাবীদের বাণী শুনতে আসি না।
বেশ ভালকথা তবে কিসের জন্য আসেন সেটাওতো বলতে পারতেন।
ব্লগে ওয়াজ নিসহত চললে সমস্যা কোথায় যেখানো সব কিছু চলে ? সিনেমা হলের পাশে কি মসজিদ মন্দির থাকে না?

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ইন্জিনয়ার, ডাক্তার, সায়েন্স, আর্টস, কমার্স গ্রেজুয়েট যদি হাদিসের রেফারেন্স দেয়, উহা জাতির জন্য বড় সমস্যা, মাদ্রাসার লোকজন বেকার হয়ে যাবে।

২৪| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: কা- ভা বলেছেন: পাড়ার মোড়ের চায়ের দোকান বন্ধ, তাই ব্লগে এসে ওয়াজ মাহফিল করছেন।
ব্লগে সম্প্রতিক এক লোক নিজেকে এসে আলেম বলে আকুপাকু করছে।

ভাই পাড়ার মোড়ের চা দোকানে ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেনা। মোড়ের চা দোকানে কতিপয় বদমাশ ও বেকার মাদকসেবী বসে বসে আপনার আমার মা-বোনদের সৌন্দয্যের কির্তন করে।

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হচ্ছে, আধুনিক ভাবনার মিলনমেলা।

২৫| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: ব্লগে ইন্জিনয়ার, ডাক্তার, সায়েন্স, আর্টস, কমার্স গ্রেজুয়েট যদি হাদিসের রেফারেন্স দেয়, উহা জাতির জন্য বড় সমস্যা, মাদ্রাসার লোকজন বেকার হয়ে যাবে।[/sb
আপনি ভুল বুঝছেন, আলেমেরা কখনো বেকার ছিলেন না।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আলেমেরা বড় বড় প্রফেশানে আছেন: সেক্রেটারী, ঢাকা মেডিক্যালের ডিরেক্টর, ডিসি

২৬| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: ব্লগ হচ্ছে, আধুনিক ভাবনার মিলনমেলা।[/sb

দুনীয়ার সবকিছু আধুনিক আর ইসলামটা পুরাতন তাই না? এটাকে নিয়ে তাই এতো গাত্রদাহ।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



ইসলাম প্রতিষ্ঠিত ধর্ম, উহা বিজ্ঞান নয় যে, সকাল বিকেল যোগ বিয়োগ করতে হবে।

২৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি ব্লগার নই, ইসলাম ধর্মের একজন নগন্য খাদেম।
প্রকাশ করি যা বিশ্বাস করি ও সত্য বলে মানি। তাই
বলে আমি মৌলবাদী নয়। পৃথিবীর ক্ষুদ্র পিপিলিকা
থেকে হিমালয় পর্বত ছাড়িয়ে অসীম আকাশ পর্যন্ত
আমার বিচরণ ক্ত্রে। এর মাঝ থেকে তুলে আনি
যা আমাকে আকৃষ্ট করে। আমি কোন গন্ডীর মাঝে
বাধা থাকিনা। আমি মুক্ত বিহঙ্গ !

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


হাদিস নিয়ে ব্লগিং করছেন নাতো?

২৮| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: সামুতে ধর্মীয় পোষ্ট গুলো সম্ভবত পরিকল্পিত।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



হতে পারে; তবে, আমার ধারণা, বর্তমান তরুণরা কোন বিষয়ে ১০ লাইন লিখতে গেলে ওদের মগজ বাস্পীভুত হয়ে যায়; ধর্মীয় গল্প যেই কোনভাবে লেখা যায়।

২৯| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার নানী আমাকে একবার বলেছিলেন- ''এমন এক সময় আসবে্‌ যখন ঘরে ঘরে আলেমের দেখা মিলবে।''

তিনি কথাটা তীর্যক কন্ঠেই বলেছিলেন।

আজকাল কি পুরোনো ব্লগাররা তথাকথিত আলেম ব্লগারদের সাথে কুলিয়ে উঠতে পারছেন না!?

২১ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আলেমেরা হলো ধর্মের সৈনিক, তাদের সাথে কেহ পরে উঠবে না; ৪৬টা মুসলিম দেশ দেখেন, ওরা এসব দেশকে কোথায় নিয়ে গেছে।

৩০| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্মের কথা শুনলে অনেকের গাত্রদাহ শুরু হয়!
ধর্মকে অপংক্তেও ভাবে। তা হলে পৃথিবীতে এত
ধর্ম কেন? কো্ন ধর্মইতো মানুষকে চোর ডাকাত
খুনি হতে বলেনা। তার পরও মানুষ খুন করে, চুরি
ডাকাতি করে। নিষেধ করা সত্যেও যদি এই হয় হাল
বুঝতে পারেন নিষেধ না থাকলে কি হবে আগামী কাল?

পরের দ্রব্য পরের নারী হরণ করো না
পারে যেতে পারবে না।
তুমি যতবার করিবে হরণ ততবার হবে জনম।
সত্য বল সুপথে চল, ওরে আমার মন...

২১ শে আগস্ট, ২০২০ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


ধর্মকে আইন হিসেবে কাজ করবে না; কারণ, ধর্মের পেছনে অথারিটি নেই।

৩১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:২০

অনল চৌধুরী বলেছেন: তুমি যতবার করিবে হরণ ততবার হবে জনম- এটা তো মূর্তিপূজারীরা বলে,একেশ্বরবাদীরা না !!!
এই উদ্ধৃতি কেনো!!!!

২১ শে আগস্ট, ২০২০ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



মানুষ বিবিধ সময়ে নিজের জ্ঞান অনুসারে ধর্মকে প্রতিষ্ঠিত করেছে।

৩২| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: আলেম অর্থ জ্ঞ্যানী। মাদ্রাসা পাশ করলেই আলেম হয়ে গেছে। এটা কেমন কথা। জ্ঞ্যানী হওয়া কি মদ্রাসার সার্টিফিকেট দিয়ে প্রমান করতে হবে। তার মানি এই যে বিজ্ঞানি শিক্ষক ডাক্তার ফিলসফার সমাজসেবি যারা আছেন তারা সব অজ্ঞ্যানি?? ধর্মের জ্ঞ্যান থাকলেই হোল। যারে তারে আলেম বলে তারে জাতে ওঠানর কি মানে ওটাই তো বুঝলাম না।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে যারা ধর্মের কথা বলেন, তারাই আলেম, কতটুকু জানেন, উহা বিষয় নয়।

৩৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের ব্লগের কি অবস্হা, ব্লগার আছেন, নাকি শুধু আলেমেরা ব্লগিং করছেন?
নাকি ব্লগিং করতে করতে অভিজ্ঞতা বেড়ে সবাই আলেম হয়ে যাচ্ছেন?

........................................................................................................
ব্লগে কোন আলেম জালেম বা ডাকাত প্রবেশ করতে পারবে না
এমন কোন নোটিশ চোখে পড়ে নাই ।
পদ্মার জল একসময় ঘোলা, কখোনা বা চলমান সুন্দর ঝংকার,
সুতরাং, যতদিন পর্যন্ত নির্দিষ্ট ভাবে চিহ্নিত না হচ্ছে ততক্ষন
ব্লগের ভাতৃত্ব বজায় থাকুক ।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, আলেমরা যতটুকু জানেন, উহা খুব একটা দরকারী বিষয় নয়, উহা ব্লগিং'এর বিষয় নয়।

৩৪| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: হাহাহা........ সুপার লাইক।

সারা বিশ্ব দৈাড়ায় বিজ্ঞান নিয়া, দেশ নিয়া, অর্থনীতি নিয়া আর আমরা দৈাড়াই ধর্ম নিয়া। কয়টা বিয়া করতে পারুম তা নিয়া ফতুয়া, যুক্তি তর্ক। আহারে, দু:খ করতেও ভুলে গেছি এইসব লিখা পড়ে। আরে ভাই, চারটা কেন, আপনের সামর্থে কুলাইলে চারশো বিয়া করেন সমস্যা নাই। আরবেরাতো শ'য়ের উপর বিয়া করে, আপনারাও সে পথ ধরেন। এতো যুক্তি দেখানোর দরকার নাইতো....... সময়ের অপচয়।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমার বক্তব্যও সেটা

৩৫| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৮

পুলক ঢালী বলেছেন: আচ্ছ !! বাংলাদেশ বাংলা ভাষা-ভাষীদের দেশ । এদেশে বাংলায় অনুবাদকৃত কোরান শরীফ অনুসরনের প্রচলন নেই কেন ?
তাহলে তো বুঝতে এবং বোঝাতে এত ঝামেলা থাকতো না।
এদেশের মুসলমানরা কি বাঙ্গালী নন তাহলে বিদেশী ভাষায় ধর্ম চর্চার কারন কি ?
এটা কি মানুষের অজ্ঞতাকে পুজিঁ করে একধরনের পেশা প্রবর্তন নয় ?
বাংলায় ধর্ম-চর্চার বিষয়ে আপনার মতামত কি ?

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাতে কুরান পড়তে দিলে, মানুষ কুরান সম্পর্কে জানতে পারতেন, বুঝতে পারতেন; হুজুরেরা সেটার পক্ষে নয়।

৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৪

খাঁজা বাবা বলেছেন: ব্লগার মানে কি নাস্তিক?

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



না, ব্লগার মানে আধুনিক ভাবনার মানুষ।

৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

আমি সাজিদ বলেছেন: তরুন প্রজন্ম এখন তিনভাগে বিভক্ত। চরম এনার্কীতে এক দল দেশেই চোখ বন্ধ করে পড়ে আছেন, এনারা একটা ভালো চাকরী আর পরিবার নিয়ে বেঁচে থাকতে পারলেই খুশী। পরিস্থিতি এনাদের নিয়ন্ত্রনে নেই। সর্বশক্তিমানের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। আরেকদল দেশ ছাড়ছেন। আরেকজন ক্ষমতাসীন দলের ছাত্র সংঘটনে জড়িতে নেশা, জ্বি হজুর, চাঁদাবাজিতে নিজেকে জড়িয়েছেন, কিংবা সাহেদ সাবরিনা ধরনের ধান্দাবাজি খুলেছেন। আপনি এক পক্ষকে দোষ দিতে পারেন না। আমি ওভারওল সিচুয়েশনের কথা বললাম আর কি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের তরুণ প্রজন্ম মোটামুটি মানুষে পরিণত হয়নি, হয়তো সুযোগ পায়নি, কিংবা জেনারেশের একটা ভুল সাইকল।

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

খাঁজা বাবা বলেছেন: আধুনিক ভাবনার মধ্যে কি ধর্ম আছে না নেই?

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের ৮০ ভাগ মানুষ ধর্মে বিশ্বাস করেন এখনো; এদের মাঝে ইউরোপ, আমেরিকা, অষ্ট্র্রেলিয়ানরা ধর্মের পাশাপাশি আধুনিক ভাবনার পথিকৃৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.