নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভোলা মিয়া

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪


ভোলা মিয়া একজন নিতান্ত গরীব মানুষ ছিলেন; তিনি চট্টগ্রামের পাহাড়ে একাকী জীবন যাপন করতেন; একাকী থাকার ফলে হয়তো, তাঁর চলাফেরা কিছুটা আলাদা ছিলো; মানুষ তাঁকে 'ভোলা পাগল' ডাকতেন, আমি তাঁর মাঝে কোন পাগলামী দেখিনি; এই পোষ্টটি তাঁর স্মৃতি নিয়ে।

আমি ছোটকাল থেকে ভোলা মিয়াকে আমাদের বাড়ীতে ও গ্রামের বাজারে দেখে আসছিলাম; ভোলা মিয়াকে আমি প্রথম দেখেছি আমাদের বাড়ীতে; পরে আমি বাজারে যাওয়া শুরু করলে, প্রতি বাজারবারে ভোলা মিয়াকে বাজারে পাহাড়ী কচুর লতি, তারার বকলী, ঢেকির শাক, কাউ, ঘৃতরসা, আমলকি বিক্রয় করতে দেখেছি। উনার আয় ছিলো খুবই সীমিত, কিন্তু তিনি অন্যদের তুলনায় পরিস্কার ও ভালো কাপড় পরতেন, এটিও মানুষ উনার পাগলামীর অংশ হিসেবে নিতেন। বর্ষাকালে বাজারে ক্রয় বিক্রয় সেরে আমাদের বাড়ীতে প্রায়ই আসতেন ভোলা মিয়া। তিনি পাহাড়ে থাকতেন; বৃষ্টির সময় বাজারে এলে, বৃষ্টির মাঝে পাহাড়ে ফিরে যেতেন না; পাহাড়ের কাছে, ট্রেন লাইনের পশ্চিম পাশে উনার নিজ বাড়ীতে উনার নিজের একটা ঘর ছিলো, কিন্তু উনি ওখানে থাকতেন না, আমাদের বাড়ীতে এসে কাছারীতে থাকতেন ২/১ দিন, তারপর পাহাড়ে ফিরে যেতেন।

আমার বাবাকে নানা ডাকতেন; উনার নানার সাথে আমার বাবার পরিচয় ছিলো, সেদিক থেকে নানা; আমাদের বাড়ীতে তিনি স্বাচ্চন্দ বোধ করতেন, কেহ পাগল ডাকতো না, বাবার নিষেধ ছিলো। বাবার মৃত্যুর পরও ২/৩ বছর উনার যাওয়া আসা ছিলো; পরে, ক্রমেই আর আসতেন না; আমার মা উনার কথা মনে করায়ে দিলে, আমি বাজারে দেখা হলে আসতে বলতাম, তিনি আসবেন বলতেন, কিন্তু আসতেন না।

আমার ১০ম শ্রেণীর শুরুর দিকে একবার খেয়াল করলাম, উনি বাজারে আসেন না কিছুদিন; আমি একদিন পাহাড়ে উনার টংঘরে গেলাম, দেখি উনি নেই; হয়তো ২/১ মাস নেই, ঘরের আশে পাশে লতা ও কিছু আগাছা বড় হয়ে গেছে। উনার গ্রামের বাড়ী গিয়ে শুনলাম, উনি সেখানে আছেন, খুবই অসুস্হ। থানা দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার ছিলেন আমার পরিচিত, ক্লাশমেটের বাবা, তিনি ভালো করে দেখে ম্যালেরিয়ার ঔষধ দিলেন; আমাদর বাড়ী আনতে চাইলাম, আসলেন না; উনার বাড়ীর লোকজন দেখাশোনা করছেন, বললেন। সেই যাত্রা উনি সেরে উঠলেন; আবার পাহাড়ে থাকার শুরু করলেন; আমি নিষেধ করলাম; কিন্তু প্রকৃতিই বুঝি উনার সব ছিলো, তিনি পাহাড়েই থাকতে লাগলেন।

আমার কলেজের ২য় বর্ষের মাঝামাঝি সময়ে, পরপর ২ দিন বাজারে গিয়ে উনাকে দেখলাম না; এবার সোজাসুজি উনার টংঘরে না গিয়ে, উনার গ্রামে গেলাম; গ্রামের মুখে চা দোকানে উনার খবর পেলাম, মাস'খানেক আগে উনার মৃত্যু হয়েছে ম্যালেরিয়ায়। শুরুতে উনার জীবনটা এই রকম নির্লিপ্ত ছিলো না, উনার জীবনটা ছিলো সংগ্রামী জীবন; ১৯৪৩ সালের মহা দুর্ভিক্ষের সময় তিনি ৯/১০ বছরের কিশোর ছিলেন, সেই সময় নিজ চেষ্টায় তিনি নিজে, এবং নিজের মাকে নিয়ে পাহাড়ে বেঁচেছিলেন; এবং গ্রামের কিছু পরিত্যক্ত বয়স্ক মানুষকে বেঁচে থাকতে সাহায্য করেছিলেন। (বাকীটুকু পরে লিখবো)

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাকিটুকু না পড়ে কিছু বলা ঠিক হবে না।
বাকিটুকু পড়ার অপেক্ষায়।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



তেমন কোন প্লট নেই, একজন নিরীহ সাধারণ বাংগালীর অতি সাধারণ জীবন।

২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: ভোলা মিয়া প্রকৃতির সন্তান ছিলেন। যেটুকু লিখেছেন, এটুকু পড়েই তার সম্পর্কে আগ্রহ জন্মালো। আশাকরি, বাকি কথাগুলোও শীঘ্রই জানতে পারবো।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, শীঘ্রই লেখার চেষ্টা করবো।

৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরের লিখার অপেক্ষায় থাকলাম ।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


এটুকু কি ভুমিকা হয়ে গেলো? আমি ভুমিকা পছন্দ করি না।

৪| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

ঘরহীন বলেছেন: শেষটুকু পড়ে মন্তব্য করাটাই ভালো হবে! চিত্তাকর্ষক কাহিনী।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



আসলে কাহিনী নেই, আপনাদের আশপাশে এই রকম অসংখ্য মানুষ আছেন, কিছু পাননি সমাজ থেকে; ওদের কোন পাওনা আছে বলে কেহ মনে করেন না।

৫| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




প্রকৃতিকে ভালোবাসার মানুষেরা ভালো ও ভোলা মনেরই হয়।
আপনার ভোলাও হয়তো তেমন!!!!!!!!

না এটা ভূমিকা হয়নি, একটি পরিচ্ছেদ হয়েছে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


যাক, একটু শান্ত্বনা পেলাম, আমি ভুমিকা পছন্দ করি না।

৬| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

শেরজা তপন বলেছেন: বাকিটুকু জানার আগ্রহ রইল...


ভোলা মিয়াকে নিয়ে লেখা এই পোষ্টটা মনে হয় মুছবেন না- তাই আগেই মন্তব্য করলাম :)

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টে ধর্মীয় কিছু এসে গেলে, উহা রাখতে ভালো লাগে না।

৭| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

মিরোরডডল বলেছেন:



এতো ছোট একটা পোষ্ট, এর মাঝেও আবার বাকিটুকু পরে :(

ভোলা পাগলার সংগ্রামী জীবনের কাহিনী শুরুতেই শেষ হয়ে গেলো । মানুষ ভালো ছিলেন, তাইতো মাকে করেছে, বয়স্কদের জন্য করেছেন । উনি মনে হয় একটু ডিফারেন্ট ট্র্যাকের মানুষ ছিলেন বলেই লোকে পাগল ডাকতো ।

মানুষ একা থাকলে আসলেই জীবন যাপন অন্যরকম হয়ে যায় আর কেমন যেনো একধরণের পাগলামিও চলে আসে । পাহাড়ে বসবাস , বিষয়টা খুবই ইন্টারেষ্টিং ।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের জীবন এত বেশী কষ্টকর যে, বেশীরভাগ মানউষ পাগল হয়ে যাওয়ার কথা।

৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রকৃতির প্রতি ভালোবাসা, সেই সাথে তার নিজের ভিতরের অজানা কোনো কারণই তাকে পাহাড়ে টেনে নিতো বলে মনে হয়।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



তাঁর সংক্ষিপ্ত জীবনটার পেছনে বেশ কিছু কষ্ট জমা ছিলো।

৯| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভোলা মিয়া পাগল নয়
প্রকৃত অর্থে জ্ঞাণী মানুষ
ছিলেন। কারো উপর পরগাছা
হয়ে না থেকে নিজেই নিজের
জোয়াল টেনে গেছেন। তার
আত্মার শান্তি কামনা করছি।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



উনার সংক্ষিপ্ত জীবনটা ছিলো কোটী সাধারণ বাংগালীর মতো।

১০| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেষের লাইন কয়েকটি পড়ে মনটাই খারাপ হয়ে গেল।

আহা রে ।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



উনার কথা মনে হলে, আমার মনও খারাপ হয়।

১১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৬

জুন বলেছেন: প্রকৃতিকে ভালোবাসা লোকদের আমার খুব ভালোলাগে চাদগাজী । কারন আমিও প্রকৃতি প্রেমিক ।
আর আমাদের দেশে মানুষের একজন আরেকজনকে পাগল ডাকা বড়ই দুর্বোদ্ধ্য । ভালোবেসেও পাগল ডাকে আবার বিরক্ত হয়েও পাগল ডাকে এরকম আরো অনেক উদাহরন আছে আমাদের সমাজে ।
আপনার পরের পর্বের অপেক্ষায় -------

২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


সমাজ মানুষকে তেমন কিছু দেয়নি, অনেকেই প্রকৃতিকে মাতা হিসেবে পেয়েছেন।

১২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

আকন বিডি বলেছেন: মাটির সাথে বসবাস করা মানুষগুলোর জীবন যুদ্ধটা প্রায় একই রকম, কষ্টে বেঁচে থাকা আর সকলের অগোচরে চলে যাওয়া।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



এটাই বাংলার সন্তানদের জীবন।

১৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ভোলা মিয়া কি বিয়ে করেছিলেন?
নিজের ঘর থাকতেও উনি পাহাড়ে থাকতেন কেন? প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে কি?

২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



উনার বিয়ে হয়নি, একটি মেয়ে উনাকে ভালোবেসেছিলেন, উনিও ভালোবেসেছিলেন; কিন্তু বিয়ে হয়নি

১৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১৩

বঙ্গদুলাল বলেছেন: আপনার লিখা পড়লাম, ভাবছি অনেক কিছু।আমাদের জাতির শুধু খেয়ে পরে বাঁচার সংগ্রামও বোধ হয় শেষ হবেনা কোনোদিন।
এদিকে আমার জন্মভূমি দ্বীপ-কুতুবদিয়া সাগরের পানিতে তলিয়ে যাচ্ছে।সরকার ফলপ্রসূ টেকসই কোনো উদ্যোগ নিচ্ছে না( জন প্রতিনিধি চোর)।আমরা ছাত্র মানুষ,কী করতে পারি বলেন? প্রতিবাদ করলে জনপ্রতিনিধিদের চোখে খারাপ হয়ে যাবো।এখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিনি( কত এক্সপেকটেশন মা বাবা,আত্মীয় স্বজনের,নিজের)।আপনি দুঃখ,কষ্টের ছবি পছন্দ করেন না, তাই দিচ্ছি না(দ্বীপের মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়া, ভোগান্তির ছবি)।এদিকে ব্লগে এসে দেখি, আপনি সত্য বলেও কিছু ব্লগারের বিরাগভাজন হচ্ছেন।সব মিলিয়ে, এটিই আমরা বাঙালি জাতির রোজনামচা।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


কুতুবদিয়ার মানুষ জীবনে কিছুই পাননি; ঢাকা জানেও যে, ওখানে মানুষ শত বছর প্রকৃতির বুকে টিকে থাকার চেষ্টা করছেন; আপনি ছবি দিয়ে পোষ্ট দেন, প্লীজ।

আমার বিরাগভাজন হওয়া নিয়ে ভয় পাবার কিছু নেই; আমি জেনে শুনেই আমার মতো করে ব্লগিং করছি; আমি বেকুবদের বন্ধুত্বে বিশ্বাস করি না।

১৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




একাকিত্বে এক ধরনের নেশা আছে। একবার নেশা ধরে গেলে আর লোকালয় ভালো লাগবে না। ভোলা মিয়ার গল্পটি ভালো লেগেছে। এই ধরনের ভোলা মিয়া আমাদের সমাজে আছেন - এরা আসলেই ভোলা।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারের লোকেরা ভালো থাকার চেষ্টা করেছে, এরা বাকীদের জন্য তেমন কিছু করেনি; লাখ লাখ মানুষের জীবনটা ছিলো কষ্টকর।

১৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




সরকারের লোকেরা ভালো থাকতে পারেন না। একদল খুন হোন আরেক দল খুনের আসামী - এটি চলতে থাকবে। এর বিচারকার্যও চলতে থাকবে। - এটি আমার কথা, নোটবুকে লিখে রাখুন। কোনো একদিন হয়তো এই কথার জন্য আমাকে স্মরণ করবেন। আমি সময় দেখা মানুষ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


সরকারী চাকুরী যারা করছেন, তারা কেহ সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, এটা উনারা সবাই জানেন; ফলে কারো প্রতি কারো সন্মান ও আস্হা নেই।

১৭| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনার বিয়ে হয়নি, একটি মেয়ে উনাকে ভালোবেসেছিলেন, উনিও ভালোবেসেছিলেন; কিন্তু বিয়ে হয়নি

বিয়ে না হওয়ার কারনেই কি উনি পাহাড়ে থাকতেন একা?

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



অনেকটা তাই

১৮| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন: ভোলা হতে হলে আতঁকে উঠার মত ঘটনা থাকতে হয়। মন চাইলো হয়ে গেলাম এমন কিছু হয়তো না।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আগে অনেক মানউষের এই অবস্হা ছিলো, এখন অবস্হা একটু ভালো।

১৯| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: একটা মুভি দেখেছিলাম- একলোক পাহাড়ে থাকেন। বিশাল সেই পাথরের পাহাড়। পাহাড়ে উঠার কোনো পথ নেই। এনড়ো খেবড়ো। গ্রামের দরিদ্র লোকেরা সেই পাথর কেটে কেটে বিক্রি করে। পাথর ভাঙ্গা সহজ কথা নয়। স্বামী পাহাড়ে কাজ করছেন। স্ত্রী স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন। একদিন স্ত্রী পাহাড় থেকে পড়ে যান, মরে যান। স্ত্রী ছিলো পেগনেন্ট। সেই লোক বাকি জীবনটা পাহাড়ে কাটীয়ে দেন। এবং পাহাড় কেটে কেটে রাস্তা বানান- যেন পাহাড় থেকে পড়ে কারো মৃত্যু না হয়।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



মানুষের কষ্টের দিকটা ক্ষমতাসীনরা বুঝতে পারে না।

২০| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ অনিক বলেছেন: ব্লগে বেশ কিছুদিন পরে এসে কেমন একটা অচেনা অজানা লাগছে। আপনার এই লেখাটা পড়ে ওয়ার্মআপ করে নিলাম।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়?
যাক, কমপক্ষে ওয়ার্ম-আপ ফেইজে আছেন!

২১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৬

ঢুকিচেপা বলেছেন: এই পর্ব পড়ে ভোল মিয়া সম্পর্কে জানার কৌতুহল বেড়ে গেল।
আশা করছি পরের পর্বে জানা হবে।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



আমার জন্য টাইপিং একটা সমস্যা, শীঘ্রই লিখবো।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

নাসরিন ইসলাম বলেছেন: দুঃখের বিষয় হলো এরকম সাদামাটা ভোলা মিয়াদের আমরা অনেক সময়েই ভুলে যাই। শুভকামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের সমাজ এডেরকে সাহায্য করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.