নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের বেকার সমস্যা কোন স্তরে আছে এখন?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬



দেশে বেকারের হার, কিংবা বেকারদের পুরো সংখ্যাটা আমি জানি না; আপনারা কেহ সরকারী অথবা বেসরকারী ডাটা ডুটা জানেন নাকি? ব্লগারদের মাঝে বেকার টেকার আছেন? আমি জানি যে, নতুন গ্রেজুয়েটদের শতকরা ৪০ ভাগ ১ম বছরে চাকুরী পাননা, ১ কোটী প্রবাসী শ্রমিক/কর্মীদের পরিবারে ২ কোটীর বেশী কার্যক্ষম লোকজন কাজ করেন না; দেশের পুরো জনসংখ্যার অর্ধেক পরিবার চাষী, এসব পরিবারের(জমি মালিক, দৈনিক শ্রমিক মিলে) লোকজন বছরে গড়ে ৩/৪ মাস কাজ করেন, অনেক টং-দোকানের আয় এত কম যে, এসব ব্যবসায়ীকে অনেকটা বেকারও বলা চলে।

দেশের শতকরা ৫০ জনের বেশী মানুষ চাকুরী থেকে বেতন পান না, এদের অনেকের হয়তো "অনিয়মিত" আয় আছে; অনিয়মিত আয়ের ভেতর পড়ে আসল চাষী, যিনি জমির মালিক, কিংবা অন্যের জমিতে চাষ করেন ও কিছু পণ্য বিক্রয় করতে পারেন; এঁদের আয়টা অনিমিত, কিন্তু চাষের খরচটা নিয়মিত, খরচ করার মতো মুলধন না থাকলে, এরা চাষ করতে পারেন না। জেলেরাও অনেকটা অনিয়মিত বেতনের মানুষ, তার সাথে আছেন টং-দোকানের মালিকেরা, যাদের একাংশ পুঁজিও হারায়ে ফেলেন।

চাষী পরিবারের মানুষ হচ্ছেন দেশের ৫০ ভাগ মানুষ, এঁদের আয় যদি অনিয়মিত হয়ে থাকে, এই অর্থনীতিকে কেহই কখনো ঠিক করতে পারবে না; মুহিত সাহবে, কামাল, সাইফুর রহমান, কিবরিয়া সাহেবরা এই দিকটা বুঝার চেষ্টা করেননি। উন্নত দেশে জমির মালিক চাষীর ও নিয়মিত শ্রমিকদের সাপ্তাহিক বেতন আছে; সিজন্যাল শ্রমিকদেরও বেতন আছে। আমেরিকায়, একামত্র মেক্সিকো থেকে আগত কৃষি শ্রমিকেরা ছাড়া, বাকী সবাই নিয়মিতভাবে বেকার ভাতাও পেয়ে থাকেন।

আমাদের দেশে বেকার ভাতা নেই; ইহা আসলে গুহাবাসীদের অর্থনীতির কাছাকাছি অর্থনীতি; এই যুগেও শ্রমিককের ৩/৬ মাসের ছোটখাট একটা বেকার ভাতার ব্যবস্হা করতে পারেনি অর্থমন্ত্রীরা; এগুলো অবশ্যই লিলিপুটিয়ান মাথার লোকজন।

ব্লগে মাঝে মাঝে পোষ্ট আসে, সরকারী চাকুরী বা কোন চাকুরীর মুখাপেক্ষী না হয়ে থেকে নিজ পায়ে দাঁড়ানোর ব্যাপারে; হ্যাঁ, হাজারে/৫ হাজারে ২/৪ জন ওভাবে দাঁড়াতে পারবে, এগুলো ব্যতিক্রম; এই ধরণের অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্হায় হঠাৎ একজন বেকার কালকে কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট করার মতো ইনফ্রাষ্ট্রাকচার, ক্যাপিটেল ও ব্যাংকিং ব্যবস্হা নেই। এই ধরণের কিছু করতে বেশীরভাগ সময় পরিবারের অর্থের দিকে তাকিয়ে থাকতে হয়; বেশীরভাগ পরিবার এই ধরণের রিস্ক নেয়ার মতো অবস্হায় থাকে না; কিছু ব্যতিক্রম আছে সব সময়।

শুনছি, আরব দেশসমুহে অনেক বাংগালী বেকার বসে আছেন; তেলের দাম কমে যাওয়া ও আরবদের মাঝে সামাজিক অস্হিরতা বাড়ার ফলে, অনেক বাংগালী ওখান থেকে ফিরতে বাধ্য হবে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯

মুজিব রহমান বলেছেন: শিক্ষিত বেকারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন!

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



ইহার সমাধান কি?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বেকার সমস্যা নিয়ে আরো বেশী ভাবা উচিত।
সবার জন্য দেশেই কাজ চাই।
প্রবাসী শ্রমিক নয়।
দেশেই কাজ নিয়ে পরিবার পরিজন সহ থাকা জীবন সবার কাম্য।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কিশোরীদের চাকরাণী বানাতে ও গরীবদের আদম হিসেবে বিক্রয় করে আসচে, এটা এদের বেকারত্বের সমাধান।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা সরকারী চাকরি করেন তারা বেতন নিয়ে ভাবেন না।
তারা উপরি আয় মানে ঘুষের টাকা খরচ করে কূল পান না।
ঘুষকে আমরা মেনেই নিয়েছি মনে হয়।
কেউ এখন আর এটাকে খারাপ বলে না।

ঘুষ এখন অনেকটাই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে । আপনি যদি কখনো বাংলাদেশে যান এবং আপনার যদি কোন সরকারী অফিসে কোন কাজ থাকে আপনি সরেজমিনে বিষয়টি পর্যবেক্ষণ করতে পারবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


সরকারী চাকুরেরা ডাকাতী মাকাতী যা করে, এরপরও যদি জাতির জন্য কাজ করতো, জাতির এই অবস্হা হতো না; ওরা অকাজ করে বেড়ায়।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৫

সাজিদ উল হক আবির বলেছেন: সব ধরণের পেশাকে সম্মানের সাথে দেখতে না পারাটা শিক্ষিত বেকারের হার বাড়িয়ে দেয়ার একটা অন্যতম কারণ। আমাদের বাড়ির ইলেক্ট্রিশিয়ান ভদ্রলোকের সঙ্গে গতকাল কাজের ফাঁকে কথা হল। বয়স চল্লিশের কোঠায়। এই বয়সে স্রেফ বিদ্যুতের কাজ করে ছত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলেছেন মুগদায়। পড়াশোনা করেন নি। পড়াশোনা করলে হয়তো এই আর্থিক সাচ্ছল্য আসতো না। মাসকাবারি মাইনের চাকরি নিতেন।

অ্যামেরিকান টিভি সিরিজ দেখি স্ত্রীর সঙ্গে প্রতিরাতে। ফ্রেন্ডস / বিগ ব্যাং / হাউ আই মেট ইওর মাদার টাইপের সিটকমগুলো। সম্প্রতি দেখছি ইয়াং শেলডন সিরিজটি। এতে দেখা যায় মুখ্য চরিত্রের বাবা একটি স্কুলের ফুটবল কোচ, আর ওর বড়ভাই মোটর মেকানিক / টায়ার বিজনেসম্যান। এদের কোন পেশাকেই তারা ছোট হিসেবে উপস্থাপন করে না। হয়তো ওরা রিয়েল লাইফেও এমনটাই। তাই তো?

পেশার উপর ভিত্তি করে সমাজের হায়ারারকি আমাদের কলনিয়াল প্রভুদের থেকে শেখা বাজে একটি অভ্যাস।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



বেকারত্বের মুল কারণ আপনার কাছে পরিস্কার নয়; ইলেকট্রিয়ানের কাজ একটা বড় পেশা ও দক্ষতার কাজ; দেশে জনসংখ্যার অনুপাতে চাকুরী সৃষ্টি করা হয়নি; আপনি দেখেন, সরকার ও বেসরকারী খাতে কি পরিমাণ চাকুরী সৃষ্টি হচ্ছে, কি পরিমাণ ক্যাপিটেল চাকুরী সৃষ্টির জন্য বিনিয়োগ হচ্ছে, কি পরিমাণ মানুষ চাকুরীর বাজারে আছে।

বাংলাদেশের ব্যবসায়ীরা অধিক ঋণের বিপরিতে অনেক কম চাকুরী সৃষ্টি করে, সরকার কোন ব্যবস্হা নেয় না।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪

আমি সাজিদ বলেছেন: গভীর স্তরে আছে। বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী বিষয়গুলো নিয়ে আসা এবং শিক্ষানীতিতে পরিবর্তন এখন সময়ের দাবী। আমার খুব ভালো এক বন্ধু বোটানি থেকে প্রথম শ্রেনী পেল, আক্ষেপ করে বলছে সেদিন যে, টিচিং ছাড়া তার সাবজেক্টে খুব ভালো চাকরি নেই। সে এখন ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছে দুনিয়া এখন যে জায়গায় আছে আমাদের শিক্ষানীতি আর চাকরির বাজার এখনও তার ভাও বুঝতে পারছি না৷ ঘরে বসে অনলাইনে লাখ টাকা আয় করার যুগ এটা, যত জলদি বুঝবে ততোই লাভ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


আরো বেশী করে ব্যাংক খুললে কেমন হয়?

জনসংখ্যা, সম্পদ ও মানুষের জীবনযাত্রার মানকে হিসেবে নিয়ে প্ল্যান করে চাকুরী সৃষ্টি করতে হবে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশ নিয়ে সবার ভাবা উচিৎ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



সবাই ভাবাতে দেশ ভালো আছে! বেকার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সাহেব কিছু বলেন টলেন, নাকি নিজের চাকুরী নিয়ে সুখে আছেন?

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪

আমি সাজিদ বলেছেন: তিন উপজেলায় মনের খায়েশ মেটানোর জন্য অল ওয়েদার সড়ক বানিয়ে রাষ্ট্রের নয়শো কোটি টাকা নষ্ট না করলে, সে টাকা দিয়ে কমপক্ষে একটা ছোট টেক পার্ক বানিয়ে কর্মসংস্থান করা যেত, কুইজ - কার কথা বলছি ইঙ্গিতে বলেন দেখি। ছয় নম্বর কমেন্টের রিপ্লাই দেখে কমেন্ট করতে মন চাইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


কুইজের উত্তর আমার জানা নেই।

দেখে দেখে বানরও অনেক কিছু শিখে ফেলে, বাংগালীরাজনীতিবিদরা ও ব্যুরোক্রেটরা দেখেও শিখতে পারে না। সড়ক মড়কে প্রয়োজনের তুলনায় অনেক বেশী খরচ করছে, মানুষের চাকুরীর জন্য কিছু নেই, চাকুরী দেবে আরবরা।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ১৯৭৫ এর পর থেকেই দেশে বেকার বাড়তে থাকে। এখন তা চরম আকার ধারন করেছে। আর করোনার কারনে এখন ঘরে ঘরে বেকার। প্রতিটা পরিবারে কেউ না কেউ বেকার আছেই।
আপনি জানেন আমি দ্দীর্ঘদিন ধরে বেকার আছি। সারাদিন শুয়ে বসে থেকে আমার ওজন বেড়ে গেছে। পেট বড় হয়ে গেছে।
এখন আমি প্রচন্ড অলস হয়ে গেছি। কোনো কিছুই সময় মতো করি না। সকালের নাস্তা খাই বারো টায়। দুপুরে খাই চার টায়। রাতের খাবার কখন খাই ঠিক নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় আপনার থাকার ঘর আছে; আপনি ছোটখাট যেকোন ব্যবসা দিয়ে করলেই হতো, আমার মনে হয়। আপনি ড্রাইভিং জানেন?

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২১

আহা রুবন বলেছেন: উচ্চ শিক্ষা যদি সীমিত করে দেয়া যেত তাহলে বেকারত্ব অনেকটাই কমে যেত। যে যত ডিগ্রিধারি সে তত নিস্কর্মা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি তো পাকিস্তানী আমলের ব্যুরোক্রেটদের মতো কথা বলছেন! বাংগালী ব্যুরোক্রেটরাও সেটা বলছেন, এটা আরবে সস্তা দামের শ্রমিক বিক্রয়ের ফর্মুলা।

শুধুমাত্র উচ্চশিক্ষিতরাই বিশ্বের হালচাল বুঝতে পারেন।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৮

অনল চৌধুরী বলেছেন: অর্থনীতি অনুযায়ী সে বেকার না যার কাজ নাই বরং বেকার সে, যে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না।
আমার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আমাকে পৃথিবীর যেকোনো বড় একটা দেশের সার্বিক নীতি-নৈতিকতা এবং উন্নয়ন গবেষক এবং একই সাথে দুর্নীতি-সন্ত্রাস-মাদকসহ সব অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক -হিসেবে নিয়োগ দেয়া উচিত, যার মাসে বেতন হবে ধনী দেশ হলে অন্তত ১০,০০০০০ টাকা আর ইন্দোনেশিয়া-ব্রাজিলের মতো দেশ হলে ৭,০০০০০০০।
কিন্ত সেটা দিচ্ছে কে?
সুতরাং আমি সম্পূর্ণ বেকার !!!!!!
তবে শুধু আমি না, বাংলাদেশের অধিকাংশ ব্যাক্তি তাদের যোগ্যতা বা বিষয় অনুযায়ী কাজ এবং বেতন পায় না।
সুতরাং তারা সবাই বেকার।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "অনল চৌধুরী বলেছেন: অর্থনীতি অনুযায়ী সে বেকার না যার কাজ নাই বরং বেকার সে, যে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না।"

-যোগ্যতা ও পেশা অনুযায়ী চাকুরী না পেয়ে নীচু বেতনে কোন কাজ করাকে "অর্ধ-বেকার" বলা হয়।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কিন্তু রিটায়ারের পরেও বেকার নই। কারণ, সরকারের কাছ থেকে প্রতি মাসে পেনশন ও মেডিক্যাল ভাতা পাই। এ ছাড়া বছরে দুই ঈদে দুটো পূর্ণ এবং নববর্ষে পেনশনের ২০% উৎসব ভাতা পাই। এর ওপর বাড়ি ভাড়া পাই তেষট্টি হাজার টাকার মতো। জমি থেকে যৎসামান্য আয়ও আছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



শুনে খুবই ভালো লাগলো।

বেকারের হার নির্ণয়ে রিটায়ারমেন্টে থাকা মানুষদের হিসেবে নেয়া হয় না।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটা মৌসুমি ব্যবসাও আছে। কোল্ড স্টোরেজে আলু রেখে দাম বাড়লে বিক্রি করা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনি একটা সমবায় চালু করার মতো পজিশনে আছেন।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের কর্পোরেট গুলো তিন জনের কাজ একজনকে দিয়ে করায়। এরা সঠিক ভাবে নিয়োগ দিলে আরো ১০লাখ লোকের কর্মসংস্থান হতে পারে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজ ইহাকে বলা হয়, "প্রোডাক্টিভিটি", যা অনেক সময় শ্রমিক/কর্মীর জীবনকে দুর্বিসহ করে তোলে ও শ্রম আইন ভংগ করে।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টের বিষয়বস্তুতে ভালোলাগা। আপনি যে বিষয় যে দৃষ্টিকোণ থেকে তুলে এনেছেন, এ জন্য ধন্যবাদ। বেকারত্বের অনেকগুলো যৌগিক কারণ থাকার কথা, যার সমাধান একটা সমন্বিত-দীর্ঘ পরিকল্পনা ছাড়া সম্ভব না, যেটা আবার আমাদের দেশে অনুপস্থিত। অনেকে মন্তব্যে নানা কারণ বলছেন যার মধ্যেও সারবস্তু আছে।
শুভেচ্ছা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি বিষয়টি বুঝেছেন, ভালো লাগলো কমেন্ট।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

জাহিদ হাসান বলেছেন: শিক্ষিত তরুন যাদের বয়স ৪০ এর নিচে তাদের সবাইকে বেকার ভাতা দেওয়া দরকার।

বাংলাদেশ এখন আগের মত গরীব দেশ নেই। রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার কাছাকাছি। জিডিপি গ্রোথ দক্ষিণ এশিয়ার সব দেশের চাইতে বেশি। এখন বেকার ভাতা চালু করা দরকার। বহু বছর ধরে এই কথা বলে আসছি। কেউ কানেই তুলে না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


জিডিপি গ্রোথ'এর হার দক্ষিণ এশিয়ার সব দেশের চাইতে বেশি, এটা সঠিক কথা নয়, মিথ্যা কথা।

বেকার ভাতা রিজার্ভ থেকে দেয়া হয় না, ইহার জন্য "ফান্ড" করতে হয়, এই ফান্ডে কর্মচারী ও কর্পোরেশন নিদ্দিষ্ট হারে টাকাq জমা দিতে হয়।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঢাকায় আপনার থাকার ঘর আছে; আপনি ছোটখাট যেকোন ব্যবসা দিয়ে করলেই হতো, আমার মনে হয়। আপনি ড্রাইভিং জানেন?

আমার বাপ গাড়ির ব্যবসা করতো। তার ৮ টা মাইক্রোবাস এবং দুইটা প্রাইভেট কার ছিলো। দুইটা গাড়ি ভয়াবহ একসিডেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন তার কিছু নাই। বাকি গুলো মামলা খেয়ে, মামলা চালাতে গিয়ে সব গাড়ি বিক্রি করতে হয়েছে।
আব্বা কখনও চায় নি আমি গাড়ি চালানো শিখি। এরপর আমি লুকিয়ে লুকিয়ে শিখেছিলাম। এখন ভুলে গেছি। গত পনের বছর গাড়ি চালাই নি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে আপনি একটা ষ্টোরেজ (দোকান ) করে, কিছু দরকারী জিনিষ ডিষ্ট্রবিউট করার চেষ্টা করে দেখতে পারতেন।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:



বেকারত্ব একটা অভিশাপ । বাংলাদেশের সবচেয়ে প্রধান দুটো সমস্যার একটা দুর্নীতি, আরেকটা বেকারত্ব ।
দুর্নীতিতে আত্মসাৎ না করে এই কোটি কোটি টাকার বিনিয়োগে অনেক বেকারত্বের অবসান ঘটতে পারতো ।

দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ করে, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে মেইন শহরের বাইরেও বিভিন্ন অন ডিমান্ড কর্মক্ষেত্র করে ওখানে লোকাল মানুষদের কর্মসংস্থানে এই সমস্যার কিছু সমাধান সম্ভব । পাশাপাশি সমবায় চলতে পারে ।



০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র পারিবারে, একটা মানুষ কাজ না করে, বসে বসে খেলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়; দরিদ্র দেশে শতে ১০ জন কাজ না করলে, দেশ নিজ দারিদ্রতা থেকে বের হতে পারার কথা নয়; মানুষের জন্য চাকুরীর সৃষ্টি না করে, দরকারের বেশী "রিজার্ভ" রাখে ইডিয়ট মাত্র।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯

কালো যাদুকর বলেছেন: বেকার মানুষেরা খারাপ না। বেকার থেকে কাজে ফিরে আসা কঠিন। এখন তো মোটামুটি অসম্ভব।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে জীবনযাত্রার মান এত কম যে, বেকার সমস্যা সমাধান খুব সহজ হওয়ার কথা।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আসলে কোনো ব্যবসাই আমি জানি না। আমার কোনো ধারনাও নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি আগে বিজ্ঞপ্তি সেলস'এ কাজ করেছেন; ব্যসা মানে সেলস।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৬

অনল চৌধুরী বলেছেন:
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কিন্তু রিটায়ারের পরেও বেকার নই। কারণ, সরকারের কাছ থেকে প্রতি মাসে পেনশন ও মেডিক্যাল ভাতা পাই। এ ছাড়া বছরে দুই ঈদে দুটো পূর্ণ এবং নববর্ষে পেনশনের ২০% উৎসব ভাতা পাই। এর ওপর বাড়ি ভাড়া পাই তেষট্টি হাজার টাকার মতো। জমি থেকে যৎসামান্য আয়ও আছে - বাংলাদেশে জনগণকে শোষণ করে সরকারী কর্মরতদের যে কিভাবে সুবিধা দেয়া হয়-এই মন্তব্য তার দৃষ্টান্ত।
দেশে বহু লোক যা আয় করে না, তার চেয়ে বেশী তারা অবসরে গেলেও প্রতি মাসে পায়।
রাজীব নুর বলেছেন: আমার বাপ গাড়ির ব্যবসা করতো। তার ৮ টা মাইক্রোবাস এবং দুইটা প্রাইভেট কার ছিলো। দুইটা গাড়ি ভয়াবহ একসিডেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন তার কিছু নাই। বাকি গুলো মামলা খেয়ে, মামলা চালাতে গিয়ে সব গাড়ি বিক্রি করতে হয়েছে- শুধু গাড়ি বীমা করা থাকলেই আর সমস্যা হতো না।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্যা লুকানোর সর্বোত্তম পন্থা হোল পরিসংখ্যান না রাখা। যেটা করোনার ক্ষেত্রেও প্রযোজ্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ডাটা এনালাইসিস জানেন?

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩

খাঁজা বাবা বলেছেন: বর্তমান সংকটের সময় বাদ দিলেও
চাকরির বাজার ভয়াবহ।
বিভিন্ন প্রাইভেট চাকরিতে এই বাজারে বিশ্ববিদ্যালয় ফ্রেশ গ্রাজুয়েটদের ৬০০০ টাকা অফার করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রাজিয়েটদের দূরাবস্থার কথা নাহয় নাই বললাম।
ক্ষেত্রবিশেষে ভাল ও আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেট ইউনিভার্সিটিতে ১২ লাখ টাকা খরচ করে, ৬ হাজার টাকায় চাকুরী, ভয়াবহ জাতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.