নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পুটিন ও ট্রাম্পের কারণে করোনা ভ্যাকসিন নিয়ে সমস্যা হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮



রাশিয়ার পুটিন ও আমেরিকার ট্রাম্প বিশ্বের এক ভয়ংকর মহামারী ও অর্থনৈতিক দুর্দিনের সময়ে মানুষের মাঝে ভয়ংকর এক ভয়ের সৃষ্টি করছে, ভ্যাকসিন নিয়ে ভয়, বিজ্ঞান নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। রাশিয়ার ভ্যাকসিন বাজারে এসে গেছে, আজকে আমেরিকার এফডিএ ঘোষণা করেছে যে, হয়তো "ইমারজেন্সী ষ্টেটাস দিয়ে" করোনা ভ্যাসিন অক্টোবরের মাঝে বাজারে আনবে আমেরিকা। আমেরিকার সবাই বুঝতে পারছে যে, ইহা জোর করে আনার চেষ্টা; ফলে, এই টিকা গ্রহনকারীদের সংখ্যা হয়তো এত কম হবে যে, ইহা করোনার অবসান ঘটাতে পারবে না।

করোনা ভাইরাস আমেরিকাকে অর্থনৈতিকভাবে ১০ বছরের সমস্যায় ফেলে দিয়েছে, ভিয়েতনামকে আগামী কয়েক বছরের জন্য সুবিধাজনক অবস্হানে নিয়ে গেছে; রাশিয়ার অবস্হা কি, রাশিয়ার অর্থনীতিতে করোনার প্রভাব কি? ইহা নির্ণয় করা কঠিন হবে; কারণ, রাশিয়ার অর্থনীতি অনেকটা ভার্চুয়াল: কাঁচামাল বিক্রয় করে চলছে, জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদ অনেক অনেক বেশী, একা গ্যাস, তেল, তামা, হীরক বিক্রয় করে আরো ৫০ বছর এই অবস্হায় চলতে পারবে।

পুটিনের মেয়ে রাশিয়ার ভ্যাকসিন নিয়েছে; আর কেহ নিয়েছে? সেটার খবর নেই! রাশিয়ান বিজ্ঞান নিয়ে মানুষের কোন সন্দেহ ছিলো না কোন কালে; সোভিয়েতের পতনের পর, রাশিয়ানরা সায়েন্স ইত্যাদিতে খুব একটা পেছনে পড়েনি; কিন্তু পুটিনের কারণে রাশিয়ান ভ্যাকসিন মানুষকে ভীত করে তুলেছে। রাশিয়ার ভ্যাকসিনের ৩য় ফেইজ মোটেই করা হয়নি, তার আগে অনুমতি পেয়ে বসে আছে। পুর্ব ইউরোপে এখনো যারা রাশিয়ার মানুষের ব্যাপারে কোমল মতামত পোষণ করেন, তারাও পুটিনের কারণে রাশিয়ান ভ্যাকসিন নেয়ার বিপক্ষে।

আমেরিকার ভ্যাকসিন নেয়ার জন্য একজন পাওয়া যাবে, ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট পেন্স; ট্রাম্পের মেয়ে পুতিনের মেয়ের মতো বাবাকে ভয় পাবার কথা নয়; সুতরাং ট্রাম্পের মেয়ে হয়তো অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করবে; পুটিতনের কথা কেহ না শুনলে, পুতিনের লোকজন বিষ প্রয়োগ করে, রেডিয়েশন প্রয়োগ করে মানুষজনকে হত্যা করে; আমেরিকায় কাউকে ভয় লাগিয়ে কিছু করা সম্ভব হবে না।

মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: মি: ট্রাম্প নির্বাচনে জয়ের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে।তার জন্য এফডিএ র ঘোষনার সময় পর্যন্ত অপেক্ষা করতে
ইচ্ছুক নন কারন নভেম্বরের নির্বাচনে সে জিততে মরিয়া।আর তাই অক্টোবরের মাঝামাঝি যদি টিকা বাজারে ছাড়তে পারে তাহলে তিনি ভাবছেন এটা তার জন্য নির্বাচনে ট্রাম্প কার্ড হবে।

আর পুতিন কি করছেন ,তা করার পরেই বুঝা যাবে বলে মনে হয় তার আগে নয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


পুতিনের টিকা রাশিয়ানরা নিচ্ছে কিনা, এখনো জানা যায়নি; ট্রাম্প ভোটে জিতার জন্য বিজ্ঞানকে সমস্যায় ফেলছে, ফলাফল হবে ভয়ংকর, ওর অনুসারীরাও টিকা নেবে না; আমেরিকায় আস্হার অভাব দেখা দিবে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

আমি সাজিদ বলেছেন: আমাদের স্বাস্থ্য মন্ত্রী মালেক সাহেবের মতে ভ্যাকসিন আসতে আসতেই করোনা শেষ হয়ে যাবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝতেছেন না যে, মানুষ উনার বেকুবীতে হতবাক!

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

আমি সাজিদ বলেছেন: মানুষই বোকা। প্রধানমন্ত্রী চালাক না হলে এতো কাজ একসাথে করতে পারতেন না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



২০০৯ সাল থেকে উনি কাজের বদলে অকাজ করে যাচ্ছেন; উনি দেশকে কলোনীর মতো চালাচ্ছেন।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: হাজিরা দিয়া গেলাম স্যার। ট্রাম্প - পুতিনের সূত্র ধইরা বাংলাদেশে কবে ভ্যাকসিন আসবে,এই আলাপে যাওয়ার একদমই আগ্রহ নাই। বাংলাদেশে শীঘ্রই সে মাল আসতেসে না, আর আসলেও সেইটা নিব কিনা জানি না। আপনার ব্লগ আমার কাছে টংঘরের চায়ের দোকানের মত। নানা মতপথের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। কথাবার্তা শোনা যায়। এই মেটাফর কিন্তু নিন্দার্থকভাবে ব্যবহার করি নাই। কাজেই মাইন্ড খায়েন না। আর রাগ করলে কি বলবেন জানি। আগেই মাইনা নিলাম যে আমার ব্রেইন মুরগির ব্রেইন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আমারও মনে হয়, আমার পোষ্টগুলো অনেকটা "টং দোকানের" মতো; এজন্য নামীদামী ব্লগারেরা আমার পোষ্টে আসেন না; আপনি এসে কিন্তু আপনার ওজন কমাচ্ছেন!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: স্যার , আপনার পোস্টের মান নিয়ে কিন্তু মন্তব্যটা করি নাই, আপনার ব্লগের ইন জেনারেল নেচারের কথা বলেছি। নানা মতপথের মানুষের অহোরাত্র গতায়াত। নিজেদের মধ্যে গাইলাগাইলি, কিন্তু আপনার পোস্টে এসে ঠিকই মন্তব্য করে যায়। এই অর্থে। আমার মন্তব্যে কষ্ট পেলে আমি সরি। আমি নিজেরে ঠিক ব্লগার জন্যে ফিট ইন মনে করি না। আমি একজন লেখক, যে ব্লগে ফেঁসে আছে। উপন্যাস লেখার কথা। ব্লগপোস্টের ছাঁচে নিয়মিত লেখার কথা চিন্তা করতে থাকলে ১০০০ পৃষ্ঠার উপন্যাস লেখা যায় না। আমি ধীরে ধীরে সেইদিকেই এগুবো, বা এগুচ্ছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমি গালাগালি ব্যতিত কমেন্ট করার কথা কখনো ভেবে দেখিনি, আমার বেলায় ইহা কাজ করে; যদিও এডমিনরা আমার ৬টি নিক খেয়ে ফেলেছেন। আমি বরীঠাকুরেরলেখা পড়িনি তেমন; সিলেবাসের বাহিরে উনার কি আছে আমি জানি না।

স্কুল জীবনের পর, আমি বেশীর ভাগ উপন্যাসের শুরুর ২/৩ পাতা ও শেষের ২/৩ পাতার বেশী পড়িনি তেমন; ১০০০ পৃষ্টা শুনলে আমি জ্ঞান হারাবো।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখাটি ছোটমোট। পড়ে আরাম পেলাম।
পুতিন একজন দুরন্ত-দুর্বার টাইপের নেতা।
ক্ষমতার মোহ বড় ভয়ানক।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


সে একটি বিখ্যাত জাতিকে বেদের জাতিতে পরিণত করছে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬

কালো যাদুকর বলেছেন: নুরু ভাই এখনও কমেন্ট করে নাই।
ভাবতেছিলাম ভ্যাকসিন নিবো কিনা। আমাদের শহরে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে। নিজেকে গিনিপিগ করতে ইচ্ছা হলো না। তাই আর নেয়া হয় নাই।
মনে হচ্ছে হলুদ ফেউ আবার ক্ষমতায় আসবে। এই অক্টোবরে টিকা দিয়ে সে তার ভোট কিনে নেবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



কোন ভ্যকসিনের পরীক্ষা হচ্ছে আপনাদের ওখানে?

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬

কালো যাদুকর বলেছেন: "Pfizer " আর " placebo" ভ্যাকসিন। ২৫০ জন টিকা দিছে। কেউ পাবে Pfizer, কেউ পাবে placebo। এটা ট্রায়াল এর শেষ স্টেজ। আশা করি আমরা ডিসেম্বর নাগাদ নিতে পারবো।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



ভালো, ফাইজার খুবই আস্হাশীল কোম্পানী; কোন দেশে?

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকায় যাওয়ার খুব ইচ্ছা ছিল।

শেষ পর্যন্ত ডিভি লটারি পোস্ট করে গেছি।
কিন্তু কাজ হয়নি।

আমার পরিচিত অনেকেই ডিভি লটারিতে আমেরিকায় চলে গেছে। তারা আমার চেয়ে অনেক বেশি ভালো আছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় বাংগালীরা ভালো নেই। ১ম জেনারেশন'এর জীবনটা অর্থহীন।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

কালো যাদুকর বলেছেন: আস্টিন, টেক্সাস

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম।
ট্রাম্প পরাজিত হবে?

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

কালো যাদুকর বলেছেন: এটার কোন উত্তর জানা নেই। তবে ট্রাম্প হারলে নিজের কাছেই হারবে। বাইডেনের কাছে না। তাছাড়া, কমলাকে নিয়ে বাইডেন ভুল করেছে মনে হয়। সেটার ফলাফল হয়ত ২০২০ ইলেকসনে দেখা যাবে। আমার সাদা বন্ধুরা উপরে উপরে ট্রাম্পকে গালি দেয়, তবে সন্দেহ হয়, এরা সব ট্রাম্পকে ভোট দিবে। এখান যে পোল দেখা যাচ্ছে, আমার সেগুলো বিশ্বাস হয় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



বাইডেন নিজেই দুর্বল, কমলাকে নেয়া বেশ ভুল হয়েছে, তিনি কালোদেরও পছন্দের নন। সাদাদের বড় একটা অংশ কি করবে, সেটা আগে জানায় না।

ন্যাশনাল পোল কাছাকাছি আছে; কারণ, উহা ষ্ট্যাটিসটিক্যালী ভুল ও ফলস ডাটাকেও দেখে। সুইং ষ্টেটগুলোতে ভোট না হওয়া অবধি বুঝা মুশকিল।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: ট্রাম্প নাকি ভ্যাকসিনের জন্য কুত্তা পাগল হয়ে গেছে? প্রতিদিন তাগাদা দিচ্ছে। ফোনে প্রতিদিন ৩/৪ বার খোঁজ খবর নিচ্ছে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:



ভ্যাকসিন'এর সিদ্ধান্ত নেয়ার জন্য ড্রাগ এডমিনিষ্ট্রেশনে ট্রাম্প নিজের এক লোককে দিয়েছে; সেই লোক বলছে যে, আমেরিকার "হার্ড এমুউনিটি" দরকার, মানে সবার একবার কোরোনা হয়ে যাক; এই দুষ্টকে দিয়েছে ভ্যাকসিন ভোটের আগে বাজারে আনার জন্য।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৭

শাহিন-৯৯ বলেছেন:


ট্রাম্প হল মাথা মোটা পাগল আর পুতিন হল চিকনা শয়তান।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের বড় ৩ জাতির মাথায় বানর বসে আছে।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: আগামী মাসে কি ভ্যাকসিন হাতে পাবো? সম্ভবনা আছে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



অক্সফোর্ড্বের টিকা বাদেশে যেতে যেতে আগামী বছরের মাঝামাঝি, কিংবা তারপরে; চীন বা রাশিয়ারটা এই বছরের শেষের দিকে। বাংলাদেশে সব মানুষকে একযোগে না দিলে টিকা দিয়ে বেশী লাভ হবে না।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:০৬

অনল চৌধুরী বলেছেন: এই মাসের ১২ তারিখের মধ্যে ২ লাখ পাপিষ্ঠ এ্যামেরিকান মরবে।
চীন-ভারত-ইউরোপ-এ্যামেরিকার সব সন্ত্রাসী ধ্বংস না হওয়া পর্যন্ত উহা পৃথিবী ধেকে যাবে না, লিখে রাখেন।
এসব ওষুধে কোনো কাজ হবে না, কারণ করোনা প্রতি মুহূর্তে গতি পাল্টাচ্ছে।
রাশিয়ার ওষুধ আবিস্কার শুধু দেশের মানুষকে হতাশামুক্ত রাখার চেষ্টা।
কারণ দীর্ঘদিন অদৃশ্য শত্রুর হাতে মার খেতে থাকলে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।
হিটলার সাড়ে ৩ লাখ সৈন্য নিয়ে আক্রমণ করেও সোভিয়েতদের যে মানসিক ক্ষতি করতে পারেনি, সেটা করোনা করেছে।
এজন্যই ওষুধ নাটক,তাও আবার পুটিন কন্যার উপর, কারণ সেখানে জমিদারতন্ত্র নাই। শাসকদের আগে যুদ্ধে নামতে হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কথার কোন মুল্য আছে বলে আমার মনে হয় না।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকা রাশিয়ার ভ্যাকসিন বহির্বিশ্বে আস্থা সৃষ্টি করতে পারবে বলে মনে হয় না।নিজের দেশের লোকদেরই নিতে হবে।

বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আনেক দেশই ভ্যাকসিন তৈরি করবে।

রাশিয়া চায় ট্রাম্প জিতুক চীন চায় হারুক।আমেরিকার জনগনই ঠিক করবে কে হারবে কে জিতবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



২ মহাশক্তির মাথার উপর ২ বানর।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৮

অনল চৌধুরী বলেছেন: আপনার কাছে সন্ত্রাসী এ্যামেরিকার অপরাধের কোনো কথাই ভালো লাগে না।
৬ মাসে মরেছে ২ লাখ।পরের ৬ মাসে কি হয় দেখেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


পাগলামী কম করা উচিত।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: শুভসকাল স্যার। রাশিয়ায় পুতিনের ঐশ্বরিক ক্ষমতার পিছনে রাশিয়ান অর্থোডক্স চার্চের ভূমিকার ব্যাপারে আপনার মতামত কি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



রাশিয়ানরা ধর্ম মানে না; ওরা জানে যে, ইহা আছে সমাজে, ইহা সামাজিক ট্রেডিশন।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৬

জাহিদ হাসান বলেছেন: করোনা ভাইরাস আমাকে ব্যক্তিগত ভাবে আর্থিক ও পড়ালেখার ক্ষতি করেছে।
করোনা না হলে এখন আমি অনার্সের ফাইনাল ইয়ারে পড়তাম। আর কম করে হলেও ৫০ হাজার টাকা জমাতে পারতাম। ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য। করোনার কারণে সব শেষ আমার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:



শুনে খারাপ লাগছে; ইহা মহামারী, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩১

অনল চৌধুরী বলেছেন: আপনারও এ্যামেরিকার মোসাহেবী ছাড়া উচিত।
আর কয়দিন ? এবার অন্তত পাপিষ্ঠ রাষ্ট্রে সেবা করার জন্য উশা্বরের কাছে ক্ষা চান।

সে একটি বিখ্যাত জাতিকে বেদের জাতিতে পরিণত করছে। - একটু পড়াশেনা করে কথা বলেন। ১৯৯১ সালে সমাজতন্ত্রের পতনের পর ইয়েৎসিনে আামলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়েছিলো। পুটিন এসে রাশিয়াক আবার পরাশক্তিকে পরিণত করেছে, যারা এ্যামেরিকার নাকের ডগা দিয়ে ২০০৭ সালে পানামা খালে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। সিরিয়ায় এ্যামেরিকা আর তার সৃষ্ট আইএস-এর বিরুদ্ধে লড়াই করছে।
পড়াশোনা কিছুই করেন না, যা মনে আসে ,তাই লিখে সবাইকে বোকা বানান আর অনেকেই না বুঝে এসব ও্য়াজ শুনে মারহাবা মারহাবা করে।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

অনল চৌধুরী বলেছেন: আপনারও এ্যামেরিকার মোসাহেবী ছাড়া উচিত।
আর কয়দিন ? এবার অন্তত পাপিষ্ঠ রাষ্ট্রের সেবা করার জন্য ঈশ্বররের কাছে ক্ষমা চান।

সে একটি বিখ্যাত জাতিকে বেদের জাতিতে পরিণত করছে। - একটু পড়াশেনা করে কথা বলেন। ১৯৯১ সালে সমাজতন্ত্রের পতনের পর ইয়েৎসিনে আামলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়েছিলো। পুটিন এসে রাশিয়াক আবার পরাশক্তিকে পরিণত করেছে, যারা এ্যামেরিকার নাকের ডগা দিয়ে ২০০৭ সালে পানামা খালে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। সিরিয়ায় এ্যামেরিকা আর তার সৃষ্ট আইএস-এর বিরুদ্ধে লড়াই করছে।
রাশিয়ানরা ধর্ম মানে না- সেটা সমাজতন্ত্রে আমলে।এখন ওখানে গির্জায় যাওয়া লোক অনেক। এ্যামেরিকানরা খুব ধর্ম মানে- তাই না? এজন্যই দেশে দেশে হত্যা-লুটপাট করে???
** প্রথমটা ভুল।
পড়াশোনা কিছুই করেন না, যা মনে আসে ,তাই লিখে সবাইকে বোকা বানান আর অনেকেই না বুঝে এসব ও্য়াজ শুনে মারহাবা মারহাবা করে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগারদের বোকা বানাচ্ছি? কিসব ম্যাঁওপ্যাঁও কথা বলেন!

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২০

অনল চৌধুরী বলেছেন: পুতিন সম্পর্কে ভুল তথ্য দেন কেনো?
যা সত্য সেটাই বলেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার কমেন্ট আমাকে ভীত করে তোলে আজকাল।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৪৬

অনল চৌধুরী বলেছেন: করোনা ভয় করেন, আমাকে নহে ।
উহা এ্যামেরিকাকে সম্পূর্ণ ধ্বংস করিবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:



রাস্তায় নামিনা করোনার ভয়ে, ব্লগে আসিনা আপনার ভয়ে।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

অনল চৌধুরী বলেছেন: হা: হা: হা: কথাটা ঠাট্টা হলেও কথাটা শুনে মহা আনন্দ পেলাম ।।।

আপনার মতো দেশের সব দুর্নীতিবাজ-দুর্বৃত্ত-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী- ঋণখেলাপী-বিদেশে টাকা পাচারকারী আর মিডিয়ার নারী ব্যবসায়ীরা আমাকে ভয় পেয়ে দেশ ছেড়ে পালালে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত করতে পারতাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন? ষ্টক-মার্কেট কেন করা হয়?

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২

অনল চৌধুরী বলেছেন: মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে আমার বিষয় ছিলো বাণিজ্য। ব্যবসা পদ্ধতি অর্থনীতি ও ব্যাংকিং নিয়ে যথেষ্ট জ্ঞান রাখি।
যেকেউ চাইলেই ২০ বছর বয়স থেকে অর্থনীতি নিয়ে জাতীয় দৈনিকে লেখার সাহস করে না, যদিনা তার সেই জ্ঞান থাকে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কিছু জানলে বাজেট, টাজেট'এর উপর লেখেন; আপনি কি বন্ড, ষ্টক, অপশান এসব ইন্ষট্রুমেন্ট বুঝেন?

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭

অনল চৌধুরী বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিয়েছেন।
২০০৭ সালে বাংলাদেশের জাতীয় বাজেট কেমন হওয়া উচিত- সেটা নিয়ে বিরাট একটা লেখা ১১/৪/২০০৭ তারিখের যুগান্তরের লিখেছিলাম।
সেই পরামর্শগুলি গ্রহন করা হলে আজ বাংলাদেশ থাইল্যান্ডের চেয়েও উন্নত দেশে পরিণত হতো।
কিন্ত সেইময়ের মিজ্জা আজিজুল নামে তত্ত্বাবধায়ক করকারের চাপাবাজি সর্বস্ব অর্থনীতি নিয়ে বাস্তবজ্ঞান জ্ঞান-হীন এক লোক ১০% কর দিয়ে কালো টাকা সাদা করার অনুমতি ( যেটা খালেদাও করেছিলো) দেয়াসহ লুটপাটকারী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেটাই দিয়েছিলো। তাই দেশের কোনো উন্নতি হয়নি।
আপনি জানেন, উন্নত দেশে দেশপ্রেমিক,যোগ্য,মেধাবীদের দেবতার মতো সন্মান এবং সর্বোচ্চ সুযোগ-বিধা দিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হয়।
আর বাংলাদেশে শিক্ষক-সহপাঠীসহ প্রায় সব লোকজন হীনমণ্যতার কারনে মেধাবীদের সাথে শত্রুতা শুরু করে। ফলে তাদের দেশ ত্যাগ অথবা মেধার অপচয় হয়। যেটা কাজে লাগালে দেশের উপকার হতো।
আমি বাংলাদেশে ব্লগ চালু হওয়া অনেক আগে থেকে পত্রিকায় এবং বই লিখি। সেসব বই বিশ্ববিদ্যালয়েরও সাংবাদিকতা বিভাগের পাঠ্য হিসেবে অনেকে পড়ে।
কিন্ত এই ব্লগে যে অনেক বিজ্ঞ ব্যাক্তি নিয়মিত আমার লেখা পড়ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গী চিন্তা-ভাবনার সাথে পরিচিত হচ্ছে-সেটা সম্পূর্ণ আপনার কারণে। কারণ আপনি বারবার বলে আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিয়েছেন।
এই মানসিকতা সবার থাকলে দেশের উন্নয়ন হতো,যেটা বাংলাদেশের বেশীরভাগ লোকেরই নাই।
একটা জাতি নিজেরাই নিজেদের ধ্বংস চাইলে কেউই তাদের রক্ষা করতে পারে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে অর্থনীতি ও ফাইন্যান্স'এর উপর পোষ্ট আসে না, আপনি লিখুন। আপনার পরিচিত ভালো কোন আওয়ামী লীগার আছে?

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৫

অনল চৌধুরী বলেছেন: এটা লেখা আমার জন্য খবই সোজা।কিন্ত দিনে দিনে লেখার প্রতি আগ্রহ কমে যাচ্ছে কারণ লিখে কোনোন লাভ হচ্ছে না।
উন্নত দেশে জন-কল্যানমূলক নতুন ধারণা পেলে সেটা নেয়া হয়। কিন্ত এখানে সবাই খোজে চুরি-দুর্নীতির কোনো নতুন উপায়।
আপনি এ্যামেরিকায় সমাজে সৎ এবং অসৎ মানুষদের অবস্থা নিয়ে একটা লেখা দেন।

বাংলাদেশের যেমন মানুষ মানুুষ অসৎ পথে হলেও ধনী দেখলেই তাদের পদলেহন আর সৎ-নীতিবানদের তুচ্ছ করে, ওরাও সেরকম কিনা

রাস্তায় নামিনা করোনার ভয়ে, ব্লগে আসিনা আপনার ভয়ে- আপনি তো প্রতিদিনই লেখা দিচ্ছেন ? ভয় পেলেন কোথায়?
নাকি আপনি ভেবেছেন, পুতিনের বিরুদ্ধে লেখার কারণে আপনাকেও Sergei Skripal বানাবে রাশিয়ান গুপ্তচররা !!!!!
ওরা এতো তুচ্ছ ব্যাপারে বিচলিত হয় না।
আমার পরিচিত অনেকে আছে কিন্ত তাদের ভালো কথা শোনার আগ্রহ বা সময় নাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহেবের সাথে ঘনিষ্ট কাউকে চেনেন?

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৯

অনল চৌধুরী বলেছেন:
না।
কি ব্যাপারে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



ভাবছি, উনার বয়স অনেক; উনি হয়তো, আগের জেনারেশনের মানুষদের মুল্যায়ন করতে পারেন।

২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৩

অনল চৌধুরী বলেছেন: এক বিরাট ক্ষমতাবান নেতা, যে নিজে একটা সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্ত পরে ভয়ংকর দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক এবং একাধিক বিশ্ববিদ্যালয়েরও মালিক হয়েছে. সে আমার সম্পর্কে সব তথ্য জানতো। আমার লেখা বইও পড়েছে। আমি যে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রকৃত শিক্ষিত-নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার জন্য গ্রন্থাগারে একাধিক বই দেয়াসহ সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম-কোনো কিছুই তার অজানা ছিলো না।

কিন্ত এজন্য কোনো সন্মান মুল্যায়ন করা দূরে থাক, তার প্রতিষ্ঠানের দুর্নীতি-অনিয়ম এবং অপরাধী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলায় উল্টো সরাসরি আমাকে এসব বন্ধের হুমকি দিয়েছিলো।
এবং তার দাবী, তাকে স্যার সম্বোধন করতে হবে, অথচ সে শিক্ষক না।
সেই আবার এক সন্ত্রাসী ছাত্রনেতার বিয়েতে গিয়ে তাকে গাড়ি উপহার দিয়েছিলো, যার বিরুদ্ধে দেশ থেকে শতকোটি টাকা পাচার করে লন্ডনে ব্যবসা করার অভিযোগ আছে।
চোর চোরে মাসতুতো ভাই।এরা দুর্নীতিবাজ-সন্ত্রাসী-অপরাধীদেরই মুল্যায়ণ করে, যাদের দিয়ে তাদের রাজনীতি নামের নষ্ট কর্মকান্ডের সুবিধা হয়।
এদের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন, সৎ-নীতিবানদের মেধা কাজে লাগাবে?
এরা নিজের স্বার্থ ছাড়া একটা নি:শ্বাসও ফেলে না।

আপনার ই-মেইল ঠিকানা দেন । কিছু তথ্য আপনার জানা দরকার, যা শুনলে আপনি বুঝবেন, দেশটা কেনো নষ্টদের খপ্পরে।

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উন্নত বিশ্ব ভাবছে যে তারা টাকা ও প্রযুক্তির জোরে রোগ থেকে নিরাপদ থাকতে পারবে এবং গরীব দেশ নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নাই। কিন্তু আসলে এটা একটা বৈশ্বিক সমস্যা। এই গ্লোবাল ভিলেজে গরীবদের বঞ্চিত রেখে ধনীরাও বাচতে পারবে না। অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ এখন এত ব্যাপকভাবে ধনী আর গরীব দেশগুলির মধ্যে হচ্ছে যে সবার ভালো চিন্তা না করলে বিপদ সবার। অনেকটা সেই দোতলা জলযানের মতো যেখানে সুবিধাভুগিরা উপরে পানি পাচ্ছে কিন্তু তারা নীচের মানুষদের দিতে চাচ্ছে না। নীচের মানুষরা নিরুপায় হয়ে জাহাজের পাটাতন ফুটা করে পানির সন্ধান করে পুরো জাহাজের মানুষকে বিপদে ফেলে দিল।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনার কমেন্ট পড়ে ও উত্তর দিটে গিয়ে আমার সময় নষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.