![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশে শিক্ষকেরা সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন; এরপরও এঁরা বেতন পাওয়া নাগরিকদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান গ্রুপ; বর্তমানে রাজনোতিক ও ধর্মীয়ভাবে এঁরা বিভক্ত; ফলে, এরা রাজনৈতিকভাবে বা সমাজিকভাবে বড় একটা শক্তি নন; যেহেতু বাংগালীরা রাজনীতিতে দুর্বল, এরা রাজনৈতিকভাবে বিভক্ত হলে, এদের মাঝে ঐক্য আনা অনেকটা অসম্ভব ব্যাপার। কিন্তু অর্থনৈতিক কারণে এঁদের বড় অংশকে এক করা সম্ভব।
বাংলাদেশে সবচেয়ে ভালো আয় করেন ডাক্তারেরা; কিন্তু এঁদের বড় অংশ বিবিধভাবে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন না; জাতির স্বাস্হ্যের দায়িত্ব এঁরা নেন না, পকেটের খবর রাখেন। সামাজিক গ্রুপ হিসেবে এঁরা দেশের মানুষের সন্মান অর্জন করতে পারেননি; কিন্তু এদের নিজের পকেট মোটামুটি ভারি; বর্তমানে এদের একটা অংশ কালো টাকারও মালিক। এরা যদি একটি অর্থনৈতিক সংস্হা গঠন করে দেশে সাধারণ মানুষের জন্য চাকুরী সৃষ্টি করতে নামেন, এরা ভালো করবেন।
বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী গ্রুপ হচ্ছেন ইন্জিনিয়াররা, এদের মাঝে বেকারও আছেন; আছেন অর্ধ বেকার; কিন্তু এরাই সরকারী ও বেসরকারী কর্পরেশনগুলোর সবচেয়ে শক্ত ভিত, এরা কর্পোরেশনগুলোকে চালু রাখেন। এদের মাঝে সততা কম, কিন্তু এরা দেশের অর্থনীতির চালিকা শক্তি; এরা যদি একটা অর্থনৈতিক সমিতি করেন এবং বিনিয়োগ করেন, দেশের মানুষ উপকৃত হবেন, এদের পড়ালেখার উদ্দেশ্যটা কাজে লাগবে।
ব্যাংকারেরা টাকা বুঝেন; বাংলাদেশের ব্যাংকের উপরের লেভেলের কর্মকর্তাগণ জাতির বুদ্ধিমান ডাকাত; এরা জাতীয় ব্যাংকগুলোকে ডাকাতীর অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ৫০ বছর। কিন্তু মধ্য লেভেল ও অন্য কর্মচারীরা দেশের ও বিশ্বের ফাইন্যান্স মোটামুটি বুঝেন; এরা অর্থনৈতিক সমিতি করলে ও জাতিকে সাহায্য করার জন্য বিনিয়োগ করলে জাতি উপকৃত হবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার সরকার কলোনী চালাচ্ছে এরা দরকারী কাজ করবে না, জাতির সাথে ব্যবসা করছে; নাগরিকদের মাঝে শক্তিশালী গ্রুপগুলো জাতিকে চাকুরীর ব্যাপারে সাহায্য করতে পারে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের ব্যাংক গুলো সাধারণ কোনো মানুষকে ঋণ দেয় না।
কিন্তু ঋণখেলাপিদেরকে তারা ঋণ দিয়ে যাচ্ছে বছরের পর বছর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
একই ষ্টাইলে এরা ৫০ বছর ডাকাতী করছে, কেহ বন্ধ করার কথা ভাবেনি।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: বাংলাদেশে সমপেশাজীবিদের ঐক্য কেবল স্বগোত্রের কারও লেজে পা পড়লে, সর্বসাধারণ ইস্যুতে দেখবেন দলাদলি। এদের মধ্যে অনেক পকেট- সমবায় টাইপ সঞ্চয়-উদ্যোগ এখন দেখা যায়, তার পুরোটাই সেই গ্রুপের নিজস্ব স্বার্থে। জাতীয় স্বার্থে এদের সম্মেলন অদূর ভবিষ্যতেও সম্ভব বলে আমি আশা করি না। শিক্ষকসমাজ বাদ দিলে বাকিরা সুবিধাভোগী, স্বার্থপর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
এদের সামনে বৃহত্তর বাংলাদেশকে তুলে ধরতে পারলে, এরা প্রত্যেকেই মুহিত থেকে ভালো কিছু ভেবে বের করতে পারবেন।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী সংগঠন। আইইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন হল দেশের অন্যতম দুটি পেশাজীবী সংগঠন যাদের অন্যতম মুল লক্ষ্য হল সদস্যদের পেশাদারী স্বার্থ অর্জন । এ দুটি সংগঠনেরই ঢাকায় রয়েছে নিজস্ব দুটি আলীসান ভবন । ব্যাংকার্স এসোসিয়েশনও শক্তিশালী।
বাকী পেশাজীবী সংগঠন গুলি কোন মতে চলছে । তবে নিজস্ব বলয়ের স্বার্থের সংঘাতে তাদের কার্যকলাপ তেমন জোড়ালো হয়ে উঠতে পরেনি এখনো ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)'এর প্রাক্তন এক সভাপতি প্রায়ই নিউইয়র্ক আসতেন এক সময়ে; উনার ছেলে পড়তো এখানে; আমি অনেক ব্যাপারে আলাপ করেছিলাম, উনি এগুলো বুঝতেন না; আমার মানে হয়, বানরকে বললে বানরও বুঝতো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
বিএমএ'এর মুল লক্ষ্য সদস্যদের পেশাদারী স্বার্থ অর্জন হয়, এবং আমাদের রোগীরা যদি ভারত চলে যায়, হিসেব কিভাবে মিলবে?
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজনীতিতে শেষ কথা নেই, আছে নাকি শুরু
এ-কথাটি বলেছিলেন, রাজনীতির কোন্ গুরু?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
বর্তমান রাজনীতিতে (রিপাবলিক ভাবনা) যেসব বড় তত্ব আছে, উহার শুরু ছিলো সক্রেটিসের সময়ে; রাজনীতিতে শেষ কথা হলো, দেশীয় কলোনিয়ালিজম'এর ফিরে আসা।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫
সাজিদ উল হক আবির বলেছেন: বাংলাদেশের মধ্যবিত্ত গড়ে উঠেছে এই সেই দিন স্যার। পাকিস্তান হবার পর। ষাটের দশকে। তাই নয় কি? এখনো এরা নিজ নিজ আখের গুছিয়ে উঠতে ব্যস্ত। সামাজিক - অর্থনৈতিক - রাজনৈতিক পরিসরে স্ব স্ব ভিত পোক্ত হবার পূর্বে এদের সংগঠন করে ফায়দা কি? দিনের শেষে তালগাছ টেনে কীভাবে নিজের উঠোনে তুলবে - সেই ফিকিরই তো করে সবাই, মত - পথ - পেশা নির্বিশেষে। আমাদের "সভ্য" হয়ে উঠতে হয়তো আর একটা শতক, হয়তো আরও বেশী দিন। তারপর হয়তো এসব সংস্থা - সমবায় অর্থবহ হয়ে উঠবে আমাদের দেশে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
শত বছর পরে কি হবে, সেটা নিয়ে ভাবার লোকজনআছেন; আমাদের দরকার আজকে, আজকের মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে শিক্ষকেরা সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন; এরপরও এঁরা বেতন পাওয়া নাগরিকদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান গ্রুপ-শিক্ষক নামধারী টাকালোভীরা বাংলাদেশের জাতি ধ্বংসকারী সবচেয়ে বড় গোষ্ঠী।
বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী গ্রুপ হচ্ছেন ইন্জিনিয়াররা আর লেখক-সাংবাদিক-গবেষক-ব্লগাররা কি অ-জ্ঞানী???
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগিং পারেন, একজন ইন্জিনিয়ারও পারেন; আপনি ইন্জিনিয়ারিং জানেন না।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা সবাই জাতির অংশ।আমাদের জাতিয় চরিত্র যেমন এরাও তেমন।সমগ্রের পরিবর্তন ছাড়া অংশের পরিবর্তন হবে না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
কৃষক শ্রমিক প্রতিবাদ করতে পারেন, কিন্তু ফাইন্যান্স বুঝেন না।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাদের কথা বলেছেন, ব্যতিক্রম ছাড়া তাদের কেউ সৎ নয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের শিক্ষার গুণ?
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক, আপনার কোন ফয়সালা?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
এদেরকে দেশের মানুষের চাকুরী সৃষ্টির বিষয়টা বুঝাতে হবে। আমি সম্ভব হলে, আমি এদের সাথে চেষ্টা করে দেখবো।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২
আহা রুবন বলেছেন: বাংলাদেশে যারা চিকিৎসা পেশায় নিয়োজিত তাদের ইনকাম সবচেয়ে বেশি এটা ঠিক। কিন্তু এদের ব্যবহার এতটা নিম্নমানের কেন? ভিজিট নিয়ে রোগী দেখার সময় ভাব ধরে থাকে যেন কেউ ভিক্ষা নিতে এসেছে, পূর্বের ডাক্তারের ব্যবস্থাপত্র অনেকে ক্ষেত্রে দেখতেই চায় না, সমস্যা ঠিক মতো না শুনেই নানা টেস্টের লিস্ট ধরিয়ে দেয়।
আমি প্রয়োজনে প্রায়ই কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ নিতে যাই ওনাদের ব্যবহার এক কথায় চমৎকার! এখন পর্যন্ত মন খারাপ হবার মত কোনও কর্মকর্তার দেখা পাইনি। ডাক্তারদের সমস্যা কোথায়? এরা কি এই পেশায় যাচ্ছেই কেবল টাকার জন্যে? না কি অন্য কোথাও গলদ রয়েছে? আপনার ধারণা কী? ডাক্তারদের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই--আমি নিজেও একজন ডাক্তারের পুত্র।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে কিছু প্রফেশান নিজেদের অপসংস্কার প্রতিষ্টিত করেছে: ব্যুরোক্রেটরা, পুলিশের অফিসার, ডাক্তার ইত্যাদি।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: পোষ্টে ডাক্তারদের বিষয়ে যা লিখেছেন তা মহা সত্য।
বর্তমানে সবচেয়ে ভালো আছে ডাক্তার এবং হাসপাতালের মালিকেরা। বাংলাদেশের ডাক্তারেরা ডাকাত। তাদের কর্মকান্ড দেখলে মনে হয় তারা শুধু টাকার জন্যই ডাক্তার হয়েছেন। মানুষের সেবা করার জন্য না। তাদের কাছে টাকাটাই আসল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
এদের বেশীরভাগ প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে আসছে, এদের ডাক্তার হওয়ার মত যোগ্যতা নেই।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: আর শিক্ষক নিয়ে যা লিখেছেন তা একটু আলোচনা করার দরকার আছে। প্রাইমারী স্কুলের শিক্ষক আর কলেজ বা হাই স্কুলের শিক্ষক এক না। আমাদের দেশে বর্তমানে হাসপাতাল আর শিক্ষা সবচেয়ে ভালো ব্যবসা। বহু শিক্ষক তাদের কোচিং বেশ জমিয়ে ফেলেছে। সীমাহী টাকা করে ফেলেছে তারা।
আরেকটা মহা সত্য কথা হলো- ২০০০ সালের পর থেকে বাংলাদেশের শিক্ষার মান খুব বেশী খারাপ হয়ে গেছে। অগা বগা মগা মাস্টার্স পাশ করে বলেছে কিন্তু এক লাইন বাংলা লিখলে চার টা ভুল করে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
যারা অন্যত্র চাকুরী পাচ্ছে না, তারা শিক্ষক হচ্ছে।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৭
শূন্য সারমর্ম বলেছেন: কবে থেকে মানহীন শিক্ষক থেকে মানহীন ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার বের হওয়া শুরু হয়েছে?
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, প্রাইভেট ইউনিভার্সিটি চালু থেকেই।
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৮
অনল চৌধুরী বলেছেন: আপনি ব্লগিং পারেন, একজন ইন্জিনিয়ারও পারেন; আপনি ইন্জিনিয়ারিং জানেন না- ধোলাই জিঞ্জিরায় যেসব ডিগ্রিবিহীন ইঞ্জিনিয়ার আছে আর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকা অবদান রাখছে, আপনি কোনোদিন তাদের ধারে-কাছেও যেতে পারবেন না।
এরা কেইউ ব্লগার না।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ধোলাই খালের কোন এক মেকানিক? আপনি অকারণ ম্যাঁওপ্যাঁও করতে থাকেন।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৮
অনল চৌধুরী বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন: কবে থেকে মানহীন শিক্ষক থেকে মানহীন ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার বের হওয়া শুরু হয়েছে?
লেখক বলেছেন: আমার মনে হয়, প্রাইভেট ইউনিভার্সিটি চালু থেকেই। - দেশে যে ১৯৭২ সালে থেকে অবাধে নকলের অনুমতি দেয়া হয়েছে, সটো কি জানেন?
নিজের নামটা বদলে ম্যাঁওপ্যাঁও রাখেন
উহাতে সবাই বিনোদন লাভ করিবে !!!!!!!!!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, আজকে থাকে আমার আরেক নিক ম্যাঁওপ্যাঁও
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৫৯
অনল চৌধুরী বলেছেন: https://www.youtube.com/watch?v=3olM-9vcd4M
https://www.somewhereinblog.net/blog/chandgazi/30306809#c12884092
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: দেশে শুধু দুষ্টলোকেরা ভালো আছে। বাকি সবার অবস্থা খুব খারাপ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের মাঝে ঐক্য নেই, সবাই আলাদাভাবে বাঁচার চেষ্টা করছে।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশ জ্ঞানপাপীতে ভরে গেছে। নৈতিকতাহীন জ্ঞান আর মেধা জাতির ভালোর চেয়ে খারাপ করছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি যা বুঝেন না, সেগুলোর উপর কমেন্ট করে ক্লান্ত হচ্ছেন কেন?
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৩
কালো যাদুকর বলেছেন: আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে নাকি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারদের মেধার অপচয় এভাবেই হচ্ছে। তবে প্রাইভেট সেক্টরে সবাই আরো বিনিয়োগ করলে বেকার সমস্যা আরো কমত। বেশিরভাগ শিক্ষিত ও সাবলম্বী বাংলাদেশী প্রথমেই বিনিয়োগ করেন আবাসনে। কিন্তু একজন চাইনিজ প্রথমেই বিনিয়োগ করেন একটি ব্যাবসাপ্রতিষ্ঠান এ। আমাদের এই মানসিকতার পরিবর্তন দরকার, তানা হলে বেকার সমস্যার কোন শেষ দেখছি না। সরকারের পক্ষে এটা সমাধান করা সম্ভব না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
একমাত্র ক্যাপিটেলিষ্ট অর্থনীতিতে "প্রাইভেট সেক্টর" বেশী চাকুরী সৃষ্টি করে; আমাদের অর্থনীতি "গলাকাটা ক্যাপিটেলিজম" যা কোন নিয়ম মানে না, তারা অনিয়মকে কাজে লাগিয়ে সব দখল করে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনার বিষয়।