![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার খবরের চ্যানেল, পরিচিত সাংবাদিক, সরকার ও প্রশাসনের লোকজনের আলাপ, আলোচনা শুনলে বুঝা যায় যে, জাতি এখন ৩টি বড় সমস্যায় আছে: করোনা কন্ট্রোল হয়নি, করোনা ঠিক মতো হ্যান্ডলিং হয়নি বলে অর্থনীতি বিশাল সমস্যায়, এবারের ভোট নিয়ে পুরো জাতি বেশ সংকটে ও চিন্তিত।
আমি ইসরায়েলের একটা চ্যানেলে যাই অনেক সময়, ওরা বিবিধ ভাষায় সংবাদ পরিবেশন করে ও দেশের সমস্যা নিয়ে আলাপ করে, মানুষের আলাপ আলোচনায় দেশের সরকারের অস্হিরতা, আরবদের সাথে সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা, হামাসের পাগলামী, প্যালেষ্টানীদের কষ্ট বুঝতে কোন অসুবিধা হয় না।
কিন্ত বাংলাদেশের মিডিয়া, সরকার ও প্রশাসনের লোকজনের কথাবার্তা, মিডিয়ার দৃষ্টিভংগি, সাধারণ মানুষের আলাপ আলোচনা, ব্লগের লেখার ভাবসাব, দেশ সম্পর্কে পরিস্কার কোন ধারণা দেয় না। আমি কি দুরে থাকর কারণে গ্যাপ সৃষ্টি হয়েছে, নাকি আপনাদের কাছেও তা মনে হয়? যেসব ব্লগারেরা বিদেশে আছেন, তাঁরা আপনাদের অনুভুতি জানাবেন তো! লন্ডনের আলী সাহেব বাংলাদেশের এটাসেটা নিয়ে সময় সময় জড়িত ছিলেন, এখনো আছেন, মনে হয়; আপনার কি মনে হয়, দেশের মানুষের কথাবার্তা, দেশের মিডিয়া, ব্লগের পোষ্ট থেকে দেশের আসল অবস্হা কি বুঝা যায়?
ব্লগারেরা আমার এই ধরণের কথাবার্তাকে খারাপভাবে নেবেন না, আমি আপনাদের কোনভাবে হালকাভাবে নিচ্ছি না; তবে, দেশে যে করোনা একটা সমস্যা হয়ে আছে, ছাত্ররা পড়াশোনা করার মতো পরিবেশ নেই, দরিদ্ররা যে পুরোপুরি অসহায়; সরকার, প্রশাসন ও মানুষের মাঝে কোন সম্পর্ক নেই, ব্লগের লেখায় এগুলো তেমন পরিস্কার হয় না।
অবশ্য সব জাতি এক নয়, সবার ভাব প্রকাশের মাত্রা, ভংগিও আলাদা; ফরাসীরা কারো সমাধিতে যেতে সবচেয়ে ভালোভাবে সেজেগুজে, মেয়েরা কসমেটিক পরে যান, দেখলে মনে হয় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন। বাংগালীদের দেখে দেশের কথা বুঝা একটু বেশী কঠিন বলে মনে হয় আমার কাছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
দেশ থেকে অনেক লোকজন এই দেশে আসেন (করোনার আগ অবধি); অনেকই বেড়াতে আসেন, কাজে আসেন, তাদের সাথে দেখাশোনা হতো,; এদের চলাফেরায়, কথাবার্তায় দেশ সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায় না।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
এ.এস বাশার বলেছেন: কি আর বলবো বাঙ্গালীদের কোন বালাই নাই। বাঙালির জাত স্ট্রং।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
জাতি ষ্ট্রং মনের অধিকারী, না'হয়, ৯ বছরের কিশোরীকে কিভাবে চাকরাণী বানায়, নিজের ২২ বছরের বউ চিত হয়ে দিনের ১২ টা অবধি ঘুমায়?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্লগারেরা আমার এই ধরণের কথাবার্তাকে খারাপভাবে নেবেন না, আমি আপনাদের কোনভাবে হালকাভাবে নিচ্ছি না; তবে, দেশে যে করোনা একটা সমস্যা হয়ে আছে, ছাত্ররা পড়াশোনা করার মতো পরিবেশ নেই, দরিদ্ররা যে পুরোপুরি অসহায়; সরকার, প্রশাসন ও মানুষের মাঝে কোন সম্পর্ক নেই, ব্লগের লেখায় এগুলো তেমন পরিস্কার হয় না।
--সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের কারনে -সরকারের যে কোন বিষয় নিয়েই মতামত /আলোচনায় দেশে অবস্থানরতরা ব্যক্ত করে না। তাই মানুষেরা শ্রেণি বিভক্ত! দলীয় নেতা-কর্মীরাই সরব।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আইন মানুষের চলাফেরা ও মনোভাবকে সত্বা থেকে আলাদা করে না।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: চাঁদ গাজী ভাই,
আপনি আপনার লেখায় দেশ সম্পর্কে,দেশের পরিস্থিতি সম্পর্কে একটা ধারনা পাওয়ার আশায় এ লিখা লিখেছেন এটা আমার ধারনা এবং বিশ্বাস করি আপনি একজন দেশপ্রেমিক হিসাবে এটা জানা আপনার / আমার মৌলিক অধিকারের মাঝেই পরে।
কিন্তু দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কিভাবে সঠিক ধারনা পাবার আশা করেন।যেখানে দেশের সর্বক্ষেত্রে অবিশ্বাস এবং ভীতিকর পরিবেশ বিরাজ করছে ।আর যে কেউ কিছু বলা মানে তার জীবনের সংশয় অথবা গুম ।
মানুষ এখন "চাচা আপন প্রাণ বাঁচা " টাইপের হয়ে গেছে। কোন কিছুতেই মন্তব্য কিংবা কিছু বলতে চায়না ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছু পরিস্হিতির কথা বলেছেন, এগুলো নিয়ামক হতে পারে; তবে, বাংলাদেশ থেকে শিক্ষিত মিক্ষিত যারা আমেরিকা আসে বেড়াতে বা কাজে, তারা তো গুমের ভয়ে থাকে না।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি যেমন দেখে এসেছিলেন(৭৩/৭৪)তার থেকে সকল দিকেই উন্নত ,কেবল মাত্র মনোজগৎ অনেক অবনত।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও শিক্ষিতরা যেভাবে দেশকে দখল করেছে, সাধারণ মানুষ খুবই নিস্পেশনের মাঝে আছে; কিন্ত সবার বেলায়, দেশের অবস্হার সাথে মানুষের চালচলনের মিল নেই।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭
জাতির বোঝা বলেছেন: বাংলাদেশ হাই কমিশন কুয়ালা লামপুর কর্তৃক পরিচালিত আম্পাং পাসপোর্ট অফিসের নিচতলায় যে গাড়ি পার্কিং টা আছে সেখানে মানুষজন কম চলাচল করাতে মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশের শ্রমিকদের কে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক টাকা পয়সা আদায় করে।
ঘটনাটি প্রায়ই ঘটছে। বিষয়টি সর্বসাধারণের জানা প্রয়োজন।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আরেকটু পরিস্কার করে বলুন; শ্রমিকেরা পাসপোর্ট অফিসে গেলে, ওদেরকে ওখানে পায়?
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
করোণা পরিস্থিতি নিয়ে আলোচনা করে কি হবে?
আপনি কি চট্টগ্রাম শাহ আমানতের সামনে ছদাকা দেওয়া গরু ছাগল দেখেছেন? মানত করে ছেড়ে দিয়ে চলে যেতো লোকজন! এখন অবস্য ভিন্ন ব্যবস্থা। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছি ছদাকার গরু ছাগল। নামহীন - পরিচয়হীন - দায়িত্বহীন - মালিকহীন। কারো জন্য কারো কিছু আসে যায় না।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
সেটাই হচ্ছে, ইহাকে দেশ বলাই মুশকিল।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যেই দেশের লাখ লাখ মানুষের ক্ষুধার অন্ন জোটে না, সামান্য ভাতের জন্য ঘর বাড়ি বিক্রি করেন বিদেশে পাড়ি জমাতে হয় সে দেশের কিছু মানুষ সরকারি বিদ্যুৎ খরচ করে কোটিপতিদের দান করা এসিতে আরাম করে এবাদত করবে এটা আমার কাছে খুবই বিলাসিতা মনে হয় ।
নামাজ পড়তে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না । এই সময়টুকুতে একটু কষ্ট করে নামাজ পড়লে আমার ধারণা আল্লাহ সুবহানাতায়ালা বেশি সওয়াব দিবেন। নাকি নয়?
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
নামাজের যায়গা সাধারণ হলে সমস্যা কম হতো; টাকা বিনিয়োগ কম হতো, চুরিদারী কম হতো, রিস্ক কম হতো।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩
জাহিদ হাসান বলেছেন: সঠিক
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
আমি শিক্ষিত বাংগালীদের মুখে যা শুনি, সেটা দেশের অবস্হার সাথে মিলাতে পারি না।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: শুনুন আমাদের দেশের মানুষ না খেয়ে থাকলেও বলতে চায় না।
একটা কথা আছে না- বুক ফাটে তো মুখ, কি যেন!!
নানান কারনে মানুষ বলতে ভয় পায়। ইচ্ছা থাকলেও সত্যটা বলে না। এড়িয়ে যায়। এছাড়া আর অন্য কোনো উপায় নাই। সরকার এমন টাইট দিয়েছে জনগনকে, জনগন এখন চুপ। মুখে তালা।
এই করনা কালে আমার বন্ধুর চাকরি চলে গেছে। সে তার স্ত্রীকে জানায় নি। এদিকে স্ত্রী প্রেগন্যাট।
দেশের মানুষ সত্যটা বলে না। বলতে পারে না। অবস্থা এমন দাঁড়িয়েছে এখন নিজের পরিবারের কাছেও কিছু বলে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
জাতি একদিন একেবারেই বোবা হয়ে যাবে।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৬
ইলি বলেছেন: দেশের অবস্তা ভালোনা দেশ সরকার প্রশাসন আইন বিচার রাজনিতি সরকারি বা বিরোধি দল যাই বলেন এক ঘেয়ে হয়ে গেছে সব কিছু পানসে চুপসানো বেলুনের মত। আমরা প্রবাস থেকে যা শুনি বা দেখি দেশের খবরে সব কিছু জেনো খাপ ছাড়া। তাল সুর লয় ঠিক নেই সব তালগোল পাকিয়ে গেছে। ধন্যবাদ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর এক সমস্যার মাজে জাতি; এরা নিজের সমস্যা নিজেরা বুঝে না, সমাধানের কোন চেষ্টা করে না; দিনদিন সমস্যা জমা হয়ে চলেছে।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: দেশের লোকজন ভয়ে সত্য উচ্চারন করে না। সরকার এতটাই কোনঠাসা করে রেখেছে দেশের মানুষকে।
ব্যাক্তিগত দুঃখ কষ্ট আর সমস্যার কথা গুলো মানুষ কারো সাথে শেয়ার করে না। কারন মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
সরকার ও ব্যুরোক্রেটরা আমাদের দেশকে পর্তুগীজ কলোনী বানায়েছে
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২
আমি সাজিদ বলেছেন: খারাপ তো বলেন নাই৷ ভালো বলেছেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
দেখছি, লোকজনের কি অনুভুতি
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০
সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগ পড়ে বাংলাদেশের অবস্থা বোঝার চেষ্টা করলে তো মুশকিল স্যার। বাংলাদেশের অবস্থা বুঝতে হলে সকাল আটটায় আর বিকেল পাঁচটায় একবার করে নিজ নিজ বারান্দা দিয়ে নীচে উঁকি মেরে দেখতে হয়।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার পদ্ধতি ঠিক আছে, উহা আপনার জন্য কাজ করছে।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কথা একার্থে ভুল বলেন নি। জাতিগতভাবে আমরা ইদানিং চাইনিজদের আচরন আত্মস্থ করার চেষ্টায় আছি...........
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
ব্যুরোক্রেটরা ও শেখ হাসিনা হয়তো চাইনীজ ভাষায় কথাও বলতে পারেন; ৯৯ পয়সার সরকার।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২৫
সাবিনার বচন বলেছেন:
মতান্তরে মুণ্ডু যে ওড়ে
কই যাবে দেশবাসী?
বড়সিতে ধরে দেশরে ওদিকে
পড়সি বাজায় বাঁশি।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা দেশের বড় বড় সমস্যাগুলো বুঝে না, সেগুলো নিয়ে কথা বলে না।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো বহু বছর দেখছেন এই দেশকে। এই সমস্যা কি নতুন সৃষ্টি হোল না কি আগেও ছিল। আগেও যদি থেকে থাকে তাহলে বলতে হবে এটা আমাদের জাতীয় বৈশিষ্ট্য। আর নতুন হলে এরকম হওয়ার কারণ খুজতে হবে।
আসলে বাঙ্গালিদের পিঠ দেয়ালে থেকে গেছে। করোনার আগেও দেশ ভালো ছিল না। আর করোনায় অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত মানুষ নীচের তলার লোক। এদের খবর আমাদের সংবাদ মাধ্যমে সঠিকভাবে উঠে আসে না। আর ব্লগে সমস্যায় জর্জরিত মানুষেরা কমই আসেন। আর ফেইবুক বা ব্লগে কেউ তার খারাপ দিকটা তুলতে চায় না। ফেইসবুকের ৯০% ই বিনোদন/ শো অফ। প্রান্তিক পর্যায়ের নিয়মিত ব্লগার মনে হয় বেশী নাই যারা প্রকৃত তথ্য আপনাকে দিতে পারবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগের ৯৫% লেখা থেকে দেশ সম্পর্কে সঠিক কিছু বুঝা যায় না; অনেকই মংগলে বসবাস করছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
আমরা ফুটানি ভারতে বেশি অভ্যস্ত।