নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার উচিত সিংগাপুরের লি কুয়ানকে অনুসরণ করা

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০



শেখ হাসিনা অনেক কিছু করেছেন; কিন্তু সময়, সম্পদ, প্রয়োজনের তুলনায় ইহা ভালো কিছু হয়নি; উনার ৪০ বছরের রাজনীতির ফলাফল হিসেবে দেখলে বলতে হয়, ভালো হয়নি, খারাপই বলতে হয়; তবে, উনি, উনার দল, প্রশাসন ও বড় ব্যবসায়ীরা এত বেশী ভালো করেছে যে, বাংলাদেশকে দেশের সরকার, উনার দল, প্রশাসন ও বড় ব্যবসায়ীদের বাজার ও কলোনী বলা সম্ভব।

উনার বাবার হত্যাকান্ডের বিচার, ক্ষমতা থেকে মিলিটারী, মিলিটারীর সাইনবোর্ড, বিএনপি-জামাতকে সরানোর জন্য তিনি মানুষের যেই সাপোর্ট পেয়েছেন, সেটা উনাকে সাহায্য করেছে; কিন্তু উনার কর্মকান্ড, দেশ পরিচালনার ফলে সাপোর্টারেরা কিছু পায়নি, উল্টা তারা তাদের নাগরিক অধিকারগুলো হারায়েছেন; ইহা ভয়ংকর খারাপ উদাহরণ। শেখ হাসিনা এই বিষয়গুলো হয়তো বুঝেন না; ব্যুরোক্রেটরা, প্রশাসন ও উনার দল এগুলো বুঝে; ওরা বুঝে সুঝেই বলে, "আপা সব জানেন"; কারণ, আপার ভুলের জন্য ওদের পোয়াবারো, দেশ মিলিওনিয়ার প্রসব করে যাচ্ছে।

শেখ হাসিনা কিছু কৌশল রপ্ত করেছেন, যা বাংলাদেশ মিলিটারী, বিএনপি-জামাতকে সাময়িকভাবে নিয়ন্ত্রনে এনেছে; কিন্তু সেইসব কৌশলের বাই-প্রোডাক্ট হিসেবে সাধারণ মানুষের অধিকারও বাস্পীভুত হয়ে গেছে। মিলিটারী ও তাদের সাইনবোর্ডকে থামাতে উনি যেই শক্তি ব্যবহার করেছেন, সেই শক্তি দেশের সীমিত সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে; সাথে সাথে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার বিলুপ্ত করে দিয়েছে তারা; মানুষ নিজের চেষ্টায় নিজের পরিবারকে রক্ষা করছেন, সরকারের সাথে এদের কোন বন্ধন নেই; মানুষ সরকারের ভুলগুলো, অন্যায়গুলো বুঝার ক্ষমতা হারিয়েছে, ভয়ে কোন প্রকার প্রতিবাদ করছে না।

শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক কারো থেকে প্রতিবাদ না আসায়, শেখ হাসিনা মনে করছেন যে, উনি দেশ ভালো চালাচ্ছেন; আসলে, ইহা আফগানিস্তান, পাকিস্তানের মতো চলছে। উনি চেষ্টা করে সর্বত্র উনার বাবার নামকে উপরে রাখার চেষ্টা করছেন; উনার এত বেশী বদনাম হবে যে, উনার দলও উনার নাম মুছে দেবে; শেখ সাহেবের মৃত্যুর পর, উনার দলের একাংশ শেখ সাহবের বদনাম করেছিলো; সেটা উনার বেলায় অনেক বড়ভাবে ঘটবে।

মানুষ ও জাতির যেই পরিমাণ ক্ষতি হয়েছে, উহা আংশিকভাবে হলেও পুরণ করতে হলে উনাকে কমপক্ষে লি কুয়ানের মতো অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে নামতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে হবে; সেটা যদি না পারেন, উনার ভয়ংকর বদনাম হবে, জাতি কাবুলীওয়ালাদের মতো আধা যাযাবর জাতি হিসেবে টিকে থাকবে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা আধা যাযাবর হয়েই আছি, এখন অপেক্ষা পুরোপুরি যাযাবর হবার। যাযাবর হয়ে কি করবো ভাবছি সান পাপড়ি কটকটি বিক্রি করবো নাকি সত্যিকারের বেদুইন হয়ে যাবো। হেমিলিওনের বাঁশিওয়ালাও হয়ে যেতে পারি বলা যায় না!

পেঁয়াজ এবারও হিট করবে আমি জানতাম। আপনার সমবায় হিট করলে পেঁয়াজ ব্যবসা করে লালবাবু ফুলবাবু হতে পারতেন ব্লগার’রা।

আপনি কি আবার জেনারেল এরশাদ হয়েছেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


সামু জেনারেল করার মতো ১ জনকেই পেয়েছে, সেটা আমি।
ব্লগারদের লেখা দেখে মনে হয় না যে, উনারা বাংলাদেশে বাস করেন; উনারা আসলেই কল্পনার জগতে বাস করেন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০

আমি সাজিদ বলেছেন: সব জায়গায় এইচএসসি পরীক্ষা কেমন করে শুরু পারে বলে মতামত চাচ্ছেন দেখলাম। আমার মনে হয় -

১) সেন্টারের আন্ডারে সাবসেন্টারের সংখ্যা বাড়ানো উচিত৷ এবংং প্রতিটা সেন্টার যেন ক্যান্ডিডেটের কাছাকাছি হয় এমন দিকটাও মাথায় রাখতে হবে।

২) যেড প্যাটার্নে ক্যান্ডিডেটদের বসালে ভালো হবে।

৩) সেন্টারগুলোতে একাধিক প্রবেশপথ রাখা উচিত।

৪) সেন্টার ও সাবসেন্টারগুলোর আশের পাশের এলাকা পরীক্ষার রুটিন অনুযায়ী ১৫-২০ দিন প্রবেশাধিকার সংরক্ষিত করে দিলে ভালো হয়।

৫) রুটিন তৈরি হয়ে গেলে জাতীয় টেলিভিশনে বারবারই তা বিজ্ঞপ্তি আকারে এবং পরীক্ষা শুরুর দশ পনের দিন আগে থেকে প্রকাশ করা উচিত যেখানে -
ক) ক্যান্ডিডেটদের সাথে একের অধিক অভিভাবককে সেন্টারে আসতে নিরুৎসাহিত করা হবে।
খ) স্বাস্থ্যবিধি ও করোনার কারনে পরীক্ষার সময় যা মেনে চলতে হবে সেই সব তথ্যাবলী ফলাও করে প্রচার করতে হবে।
গ) ক্যান্ডিডেট ও তাদের অভিভাবকদের জন্য চব্বিশ ঘন্টা হেলথ হটলাইন ও হেলপলাইন চালু করার কথা প্রচার করতে হবে।

৬) পরীক্ষার পূর্নমান কমানো উচিত।

৭) সেন্টারে দ্বায়িত্বরত শিক্ষকদের জন্য পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে।


১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক ভেবে একটা পদ্ধতি বের করেছেন; তবে, এগুলো এই সময়ের জন্য কমপ্লেক্স ব্যাপার।

পরীক্ষার্থী বাড়ীতে বসে পরীক্ষা দেবে; কলেজ বা ইউনিার্সিটির ১ জন ছাত্র গার্ড/পরীক্ষক থাকবে, তাদেরকে আগে ট্রানিং দিয়ে প্রস্তুত করা হবে; সেলফোনে পরীক্ষার ভিডিও ধারণ করা হবে। প্রটি সবাজেক্টে ২০০ প্রশ্ন এখন ছাত্রদের দিয়ে দেয়ার দরকার; ২ মাস পড়ালেখার পর, ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষক নিজ হাতে এনভেলাপের ভেতর সীল করে পরীক্ষাপত্র জমা দিলে হবে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

আমি সাজিদ বলেছেন: ৮) এমনও জায়গা আছে যেখানে জাতীয় টেলিভিশনও দেখে না মানুষ। সেজন্য জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারের পাশাপাশি মাইকিং বা লিফলেট এগুলোও সব জায়গায় ব্যবহার করা উচিত।


১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি স্কুল/কলেজ থেকে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করলে, সবাই জানতে পারবে। ন্যাশনাল টেলিভিশনে পরীক্ষার উপর ক্লাশ দিতে পারে প্রতিদিন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপনি যে সময়ের মানুষ আপনার কাছে বিশেষ বিশেষ লেখা আশা করি। শেখ হাসিনা খালেদা জিয়া এসব প্রসঙ্গ বাদ দিয়ে দিন। আমরা সাধারণ জনগণ - জনগণ বলতে মাটিকাটা শ্রমিক পর্যায়ের মানুষ আমরা। আমাদের দেশ সরকার নিয়ে ভাবার দরকার কি? কিসে দুইটা ডাল ভাত আসবে তা নিয়ে চিন্তা করলে আমরা সহ আমাদের পরিবার পরিজন এগিয়ে যাবে। আমাদের হতে হবে চাইনিজদের মতো।

***চাইনিজরা শুধু নিজেদের নিয়ে ভাবেন আর ব্যবসা নিয়ে ভাবেন। - আর কিছু নিয়ে ভাবনার অবকাশ নেই। ব্লগে কে কি নিয়ে লিখছেন তা দেখার দায় দায়িত্ব আপনার আমার না।

আপনার জন্য শুভ কামনা রইলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



মানুষ সরকারর অর্থনীতি, শিক্ষানীতি, চাকুরীনীতির বাইরে গিয়ে কিছু করতে পারে না; জনসংখ্যা বাড়ার সাথে সাথে, চাকুরী, আয়ের পথ, শিক্ষার পথ মানুষের হাতে থাকে না; মানুষ সরকারী নিয়মের বাহিরে গিয়ে কোনভাবে টিকতে পারে না; শুধু নিজের চেষ্টায় তারা টিকতে পারবে, যাদের কিছু আছে; বাংলাদেশের ৮০ ভাগ পরিবারের নিজে টিকার মতো কিছু নেই।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

আমি সাজিদ বলেছেন: আপনার প্রস্তাবটাও মন্দ না। কিন্তু সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। সেন্টার সংখ্যা বাড়িয়ে ক্যান্ডিডেটের আসন বিন্যাস ফাঁকা ফাঁকা রেখে ক্যামেরা দিয়ে দূর থেকে মনিটরও করা যায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, রুমের দরজা জানালা খোলা রেখে, প্রতি ৮০ বর্গফুটে ৪ জন পরীক্ষার্থী বসালে হয়; তবে, ছাত্রদের মাঝে ও জড়িত লোকদের মাঝে অনেকের কাছে "এসিম্পটোমিক" ভাইরাস থাকবে। বাড়ীতে হলে, ১ জন পরীক্ষ দেবে, অন্য জন দুর থেকে দেখবে; ফলে, ভয় থাকবে না।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একজন রাজনীতিবিদ হিসেবে যা যা অর্জন, প্রতিশোধ, দায়, দেনা সব উনার অনেক আগেই হয়ে গিয়েছে। উনি আরো আগেই চাইলে দেশকে আরো ভাল অবস্থানে রেখে যেতে পারতেন। কিন্তু ক্ষমতা হারালে উনার ও উনার দলের কী পরিণতি হবে সেই ভয়ে সঠিক গণতন্ত্র আর সংস্কার করছেন না তিনি...

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



উনার সময় পার হলে, আওয়ামী লীগ উনাকে দায়ী করবে, এবং সেটা ভুল হবে না।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

অনল চৌধুরী বলেছেন: দেখেন আপনার ওস্তাদ এ্যামেরিকার সন্ত্রাসী কিভাবে ভেনিজুয়েলার তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটাতে গিয়ে ধরা পড়েছে
এটা নিয়েও ব্লগে একটা লেখা দেন. যে মানুষখেকো চীনারা তাদের ফাদে ফেলেছে !!!!!!!!

৯ এ হয়নি, ৯০ এ এসে লি কুয়ান হবে !!!!
শোধনাগারে বিস্ফোরণ ঘটানো

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


নিজের থালির দিকে তাকিয়ে ভাত খান।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

অনল চৌধুরী বলেছেন: মানে কি?
আমি কি দেশে-দেশে মানুষ মারতে আর সম্পদ ধ্বংস করতে যাই ?
পৃথিবীতে একমাত্র সন্ত্রাসী এ্যামেরিকা ছাড়া এসব জঘন্য কাজ আর কেউ করে না, যাকে আপনি কর দিয়ে সহায়তা করেন।
যেজন্য ২ লাখ মানুষ মরেছে, কিন্ত দেখে ক্রন্দন ছাড়া আর কিছুই করতে পারছে না।
সব এ্যামেরিকান সন্ত্রাসী করোনায় মরবে।
ভেনিজুয়েলায় আটক মার্কিন গুপ্তচরের নাম প্রকাশ

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এত কমপ্লেক্স দেশ যে, ইহা সম্পর্কে কিছুটা ধারনা পেতে হলে, আপনাকে ওদের অর্থনীতি, সমাজ ব্যবস্হা ও রাজনীতি বুঝতে হবে; খালি ময়নার মতো বকবক করলে কিছু বলা হবে না।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

অনল চৌধুরী বলেছেন: ইহা সম্পর্কে কিছুটা ধারনা পেতে হলে আমাকে আপনার মতো মিথ্যাবাদী আর অন্ধ অনুগত হতে হবে।
যেটা গ্রেফতার হয়েছে, তার ব্যাপারে বলেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



যেটা গ্রেফতার হয়েছে, সেটার ব্যপারে আমি জানি না; ১জন, ১ মিলিয়ন নিয়ে আমেরিকা নয়, আমেরিকা হচ্ছে ৩২০ মিলিয়নের দেশ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে মহা সত্য বলেছেন। এই সত্যটা যদি উনার আশে পাশের লোকজন সাহস করে বলতো তাহলে 'কাজের কাজ' হতো।

উনার আশেপাশের লোকজন এত বেশি জ্বী হুজুর, জ্বী হুজুর করেন যে, উনি উনার দলের ভুল গুলো আর খেয়াল করতে পারেন না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা কাকের মতো ধুর্ত; উনার আশপাশের লোকেরা উনাকে বুঝে নিয়ে, দেশকে দখল করে নিয়েছে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪২

অনল চৌধুরী বলেছেন: ৩২ কোটি এ্যামেরিকান সন্ত্রাসী মিলে টাকা দিয়ে সিআইএর বানিয়ে ১ টা জানোয়ারকে অন্য দেশ ধ্বংস করতে পাঠিয়েছে।
এখন বাকী জীবন জেলে পচে মরুক।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার পর্যবেক্ষণ নিয়ে আমি সিউর নই।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: বাংলাদেশ শুধু হেরে যাচ্ছে একজন সুশাসকের অভাবেই!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব সঠিকভাবে চলাতে পারেননি, শেখ হাসিনাও ফেল করেছে।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংগালীরা কাকের মতো ধুর্ত; উনার আশপাশের লোকেরা উনাকে বুঝে নিয়ে, দেশকে দখল করে নিয়েছে।

দেশের এমপি, মন্ত্রী আর সচিবেরা দেশ নিয়ে না ভেবে তারা শুধু আপাকে খুশী করায় ব্যস্ত। কেউ তাকে নিয়ে বই লিখছে, যে লিখতে পারে না সে টাকা দিয়ে লেখাচ্ছে। কেউ তার নামে স্কুল কলেজ মাদ্রাসা করছে, কেউ তার নামে গান লিখছে। সবাই তাকে নিয়ে ব্যস্ত। যারাই কালো টাকার মালিক হয়েছে তারাই সবচেয়ে বেশি আপাকে নিয়ে মেতে উঠেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেবের নামে ও উনার নামে গার্বেজ লেখকেরা বই লিখেছে; এসব লেখকেরা ঠিক মতো বাংলা বাক্যও লিখতে জানে না।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার চেয়ে সিঙ্গাপুরের জীবন যাত্রার ব্যয় তিনগুণ বেশি।

জহরবারুতে অসংখ্য মানুষ আছে যারা সিঙ্গাপুরে কাজ করে আর রাতের বেলায় জহুরবারু এসে বসবাস করে।

প্রতি দিনই তারা সিঙ্গাপুরে যায় কাজ করতে ।
কাজ শেষে আবার ফিরে আসে।

সিঙ্গাপুরের মানুষের প্রয়োজন মেটানোর জন্য যে পানি লাগে তারপর পুরো টাই যায় মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার মালাকা প্রদেশের পানির প্লান্ট আছে যেখান থেকে পানি শোধন করে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই পানির জন্য মালয়েশিয়া খুব কমই টাকা রাখে। বলা যায় পানির দামে পানি বিক্রি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুরের মানুষ কাজ করে আয় করে, বাংলাদেশ সরকারের লোকেরা অকাজ করে বেতন নেয়।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:২৩

রাজীব নুর বলেছেন: আমি কি আপনাকে নিয়ে একটা পোস্ট দিব?
কেন আপনার লেখা প্রথম পাতায় আসছে না!!!?
প্রয়োজনে আপনার লেখা প্রথম পাতায় না এলে আমি ব্লগিং অফ রাখবো।

আমি আপনাকে প্রথম পাতায় দেখতে চাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



মাঝে মাঝে আপনি বেশী ইমোশানেল হয়ে যান! ধন্যবাদ, আপনি কিছুই করবেন না, আমাকে এডমিনরাই ছেড়ে দেবেন।
আমার শরীর খারাপ, এমনিতেই আমার ব্লগিং ক্রমেই কমে যাবে।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: শরীর খারাপ এই কথাটা মস্তিস্কে স্থান দিবেন না। তাহলে শরীরর খারাপ ব্যাপারটা লাই পেয়ে যাবে।
শুধু একটা কথা মাথায় রাখবেন ''যে করেই হোক আপনাকে দীর্ঘদিন বেঁচে থাকতে হবে।''

এবং সেই চেস্টা করুন। সেটা সম্ভব।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সেটা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.