নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তিস্তায় চীনাদের যোগ করার কোন প্রয়োজন নেই, বাংগালীদের পারতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯



ভারতের সাথে তিস্তার পানি বন্টন ও বন্যা কন্ট্রোল কোনভাবে হয়ে উঠছে না; ভারতের পানির দরকার, এতে সমস্যা নেই; ওদের প্রয়োজন আছে, বাংলাদেশেরও প্রয়োজন আছে, এই সহজ ভাবনাকে কাজে লাগিয়ে ২ দেশ মিলিত পদক্ষেপ নিয়ে নদীকে কন্ট্রোল করলে পানির অভাব হবে না, এবং বন্যাও হবে না; ভারতে একা পানি আটকায়ে রাখাতে বন্যা হচ্ছে, বর্ষাকালে এত পানি তারা ধরে রাখতে পারবে না কখনো। কিন্তু ভারত নিজের কাজে ব্যস্ত আছে, বাংলাদেশের প্রয়োজন নিয়ে মাথা ঘামাচ্ছে না।

বাংলাদেশ চীনাদের সাহায্য নিয়ে ১০০ কোটী ডলার খরচ করে, শুকনো মওসুমের জন্য পানি ধরে রাখার ও বন্যা নিয়ন্ত্রনের পরিকল্পনা নিচ্ছে! ইহা কি ভারতেকে ভয় লাগিয়ে সমস্যা সমাধানের জন্য চাপ দেয়া, নাকি আসলে, চীনাদের নিয়ে সমস্যা সমাধান করা?

যদি আসলে, নদীতে পানি ধরে রেখে চাষের জন্য পানির ব্যবহার ও বর্ষায় পানির দ্রুত প্রবাহ বজায় রেখে বন্যা থেকে ফসল ও মানুষকে রক্ষার প্ল্যান সরকার করতে চায়, উহাতে চীনাদের যোগ করার কোন দরকার নেই; চীনাদের যোগ করলে, টাকাটা চীনে চলে যাবে, ভারত রাগবে অকারণে, বাংগালী ইন্জিনিয়ারেরা বেকার বসে বসে ফেসবুকে ও সামুতে কবিতা লিখবে, তুরাগ নদীর তীরে এজতেমায় নেতৃত্ব দিতে থাকবে, ও দ্বীনের দাওয়াত দিয়ে পরকালের জন্য তৈরি হতে থাকবে।

তিস্তার পানি ধরে রাখার ডিজাইন নাসার মতো কঠিন কিছু হবে না, এই রকম প্রকল্প সারা বিশ্বে অনেক আছে; নদীর কোন এক পারে, নদীর সাথে লম্বালম্বীভাবে জলাধার খনন করতে হবে; দেখতে হবে, নদীর সেই পার যেন ভাংগে না; ভারত সীমান্তের সাথেই নদীকে চওড়া করতে হবে, যাতে স্রোতের বেগ কমে যায়;।এবং শক্ত বাঁধ দিটে হবে। এগুলো করার জন্য চীন, জাপান, হল্যান্ড ও ডেনমার্ক থেকে ১ ডজন ইন্জিনিয়ার এনে, কয়েক'শ বাংগালী ইন্জিৈয়ার সমন্ময়ে ডিজাইন করে, বাংগালীরা নিজেরাই ইহা করতে পারবে; চীনাদের দিলে, তারা অকারণ আরেকটা চীনের দেয়াল গড়ে দেবে, টাকা নষ্ট হবে, ভার‌ত ক্ষেপবে।

বাংগালীরা নিজে করলে অর্ধেকের কম টাকায় করতে পারবে, বাংগালী ইন্জিনিয়ার ও ইন্জিনিয়ারিং ফার্মগুলোর অভিজ্ঞতা হবে, টাকা পাবে; জাতি নিজ পায়ে দাঁড়ানোর সাহস পাবে।

মন্তব্য ৫৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীরা পারতে হবে- ব্যাকরণহতভাবে ভূল।
শুদ্ধ হচ্ছে বাঙ্গালীদের পারতে হবে।
এ্যামেরিকানদের ডাকলে তো খুশী হতেন !!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ; ঠিক করে দিচ্ছি
আমেরিকানরা এলে ভালো হতো, হয়তো ফ্রি'তে করে দিতো; তবে, নিজে করা উচিত।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

এম ডি মুসা বলেছেন: চাঁদগাজী ভাই আপনার পোস্টে আমি মন্তব্য করতে রাজি না

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



মন্তব্য করা তো ফরজ নয়।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

অনল চৌধুরী বলেছেন: আমেরিকানরা এলে ভালো হতো, হয়তো ফ্রি'তে করে দিতো- আপনার কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশের ৫০% লোকের শ্বশুরবাড়ি এ্যামেরিকা , তাই এতো বড় সন্ত্রাসী জামাই আদরে ফ্রিতে কাজ করে দিতো।

কোনে দেশে কবে দিয়েছে, নাম বলেন শুনি?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানকে ৩৯ বিলিয়ন ডলার মাফ করে দিয়েছে।
আইয়ুবের আমলে, আপনি দুধ ও ওটমিল খেয়েছেন স্কুলে, সাইক্লোন সেল্টার ও কালভার্ট করে দিয়েছে।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

আমি সাজিদ বলেছেন: কয়েকদিন আগে ছাত্রলীগ ধান কেটে দিলো, তারা বাঁধও বানাবে। ওরা একাধারে কৃষিজীবি,প্রকৌশলী, ব্যাংকার, ডাক্তার, আইনজীবী সবই। ছাত্রলীগ আর যুবলীগকে বাঁধ বানাতে নির্দেশ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের শিরোমণি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের সময় শেখ সাহেব, তাজউদ্দিন সাহেব, আজকে শেখ হাসিনা মানুষকে ডাকলে, মানুষ ফ্রি কাজ করে দিতো; ওদের মাথায় এটা আসে না।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

আমি সাজিদ বলেছেন: আমি তো আমার পোস্টে উত্তর দিলাম জাতপ্রথা নিয়ে। এরপর তো আপনার ভাষ্য আর পেলাম না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


কি জাতপ্রথার কথা বলছেন?

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার বস্তা বালি ফেলে নদীর বারটা বজিয়েছি এবং টাকা গুলো জলে ফেলেছি।
যেখানে একটা ওভারব্রিজ করতে আমেরিকা থেকে নকশা করে আনতে হয় আর আমাদের ইঞ্জিনিয়াররা নকশা দেখে বুঝতে পারে নাই যে এটা রাস্তার ডান দিক দিয়ে চলার নকশা।বার আনা কাজ করার পর যখন গাড়ী চালিয়ে দেখতে গেল তখন ভুল ধরা পরে।

তারা যেটা পারে তা হল রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং বানাতে।কয়েক জন হয়ত ভাল আছে বেশির ভাগ হজবরল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



বিদেশী ২/৪ জন অভিজ্ঞ ইন্জিনিয়ার নিয়ে, একটা ইনস্পকশান ফার্ম নিয়ে, সবকিছু নিজে করার দরকার; খারাপ হলে খারাপ হোক।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি করতে আসে তাদের দুই একজনের সাথে আমার যোগাযোগ আছে । এদের একজন বলল , বাংলাদেশ থেকে যারা পিএইচডি করতে আসে শিক্ষার্থীরা এখানে প্রায়ই নকল করে থাকে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে সবাই ফেইসবুকে পিএইচডি।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

অনল চৌধুরী বলেছেন: আপনি অর্ধেক জানেন, বাকী অর্ধেকটা আমি সেই সময়ে জন্ম না নিয়েও গবেষণা করে জানি
সেই সময়ে পারকিস্তানে এ্যামেরিকার সামরিক ঘাটি ছিলো সোভিয়েত আর চীনের উপর নজরদারী করার জন্য।
পাকিরা সেন্টো-সিয়াটো জোটের সামরিক সদস্য ছিলো।
একহাতে দিয়েছে আর দুই হাতে নিয়েছে।
আমার সাথে তর্ক করতে আসবেন না।
কারণ আমি গবেষক এবং তথ্য-প্রমাণ ছাড়া কিছু বলিনা।
এইসব ভুল যুক্তি শিবির, গুহামানব আর পিগমিদের দেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি শুধু গবেষক নন, আপনি দার্শনিক! গবেষণা কিভাবে করে, উহা উইকি'তে পাবেন।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়াররা উপকুলে যে ভেড়ি বাধ বানায় তার আয়ু এক মাসও মনে হয় পার হয় না। দুই বস্তা মাটি ফেলে দুইশ কোটি টাকা লুটপাট। তো তারা তিস্তায় বাধ বানালে তা টেকসই হবে তার গ্যারান্টি কি? উল্টো আরো কয়েক শ কোটি টাকা শেষ পর্যন্ত তিস্তার ( পকেটে) জলেই যাবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



লুটপাট করে না, সেই রকম লোক দেশে আছেন, শেখ হাসিনা বললে ওরা বেরিয়ে আসবেন।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

শূন্য সারমর্ম বলেছেন: তিস্তা নিয়ে চীনের সথে হাত মেলানোর আগে ভারতের মগজে নক দিয়ে রাখুক। যেন পরে অসন্তোষ প্রকাশ না করে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



ভারত জানে, ওখানে চীনাদের দরকার নেই, বাংলাদেশ নিজে করতে পারবে।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: চীন কিংবা ভারত যারাই বাঁধ নির্মান করে করুক, অন্তত বাঙালীদের কাজের চেয়ে টেকসই হবে, চুরি হবেনা, ডাকাতি হবে না, লুট হবে না। দেশে আজকাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ও হাতে গুনা কয়েকজন ব্যতীত বাকিরা দেশে লুটপাটের মহোৎসব চলাচ্ছেন। । অন্যদিকে তুলনামূলক ভাবে চীনাদের চেয়ে ভারতীয়রা অনেক ভাল। আমি চীনা ও ভারতীয় উভয়ের সাথে ১০ বৎসর কাজ করেছি। ভারতীয়রা কাজে সময় দেয় বেশী, হিসেব নিকেশে নিখুত। আর চীনারা বলদের মতো কাজ করে কিন্তু হিসেবে এবং চিন্তা শক্তিতে একেবারে অজ্ঞ, এরা সিস্টেম মানে না, নিজে যেটি বুঝে সেটিই সঠিক মনে করে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা চাইলে, কোন বাংগালী চুরি করতে পারবে না; বিদেশী ইনস্পেকশন ফার্ম নিতে হবে।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: প্রাইম মিনিস্টার শেখ হাসিনা চোর দম করতে হিমশিম খাচ্ছেন। এমনি করোনা মহামারি তার উপর দুর্নীতিবাজদের উৎপাত, ধর্ষকদের উৎপাত, বন্যা সহ নতুন নতুন সমস্যা প্রতি নিয়ত উনাকে সমাধান করতে হচ্ছে। তবে উনাকে আরো কঠোর হতে হবে।অনেকে বলেন সব কিছু কেন প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়। আসলে আমার দেখা উনিই একমাত্র সঠিক প্রধানমন্ত্রী, সৎ প্রধানমন্ত্রী যিনি নিজের দলের লোকদেরও প্রশ্রয় দিতে রাজি নন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ধারণা, আওয়ামী লীগের লোকদের হাতে টাকা থাকতে হবে, না হয়, ওরা শক্তিশালী হবে না; ইহা চুরি করার সুযোগ দেয়া।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

জুন বলেছেন: লুটপাট করে না, সেই রকম লোক দেশে আছেন, শেখ হাসিনা বললে ওরা বেরিয়ে আসবেন। :-* :-*

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


দেড় লাখ ইন্জিনিয়ারের মাঝে ৫০০ জন ভালো ইন্জিনিয়ার, ও পাবলিক/প্রাইভেট ৪/৫ টা ফার্ম গঠন করে নেয়া যেতে পারে

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

অনল চৌধুরী বলেছেন: মোঃ ইকবাল ২৭ , চীনের ট্রেন পৃথিবীতে সবচেয়ে দ্রুগতিসম্পন্ন আর ভারতের ট্রেনের গতি ৫০ বছর আগের মতো এখনও ঘন্টায় ৬০ কিমি।
দুই দেশের উন্নয়ণের তুলনা করে দেখেন, কোথায় চীন আর কোথায় ভারত, যেখানে পৃথিবীর প্রতি ৪ জন ক্ষুধার্থের ১ জন বাস করে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



চীন, ভারত জাহান্মানে যাক, এসব কাজ বাংগালীদের নিজে করতে হবে।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি হয়তো মনে করতে পারেন কলকাতায় নির্মীয়মান ব্রীজ ভেঙে পড়ার ভয়ঙ্কর দৃশ্যের কথা। এটা যেমন একটা দিক,অন্যদিকে
কলকাতারর থেকে পঁয়ত্রিশ কিমি দূরে নৈহাটি-ব্যান্ডেলের উপর নির্মিত শতবর্ষেরও অনেক আগের জুবিলী সেতু দিয়ে খুব ধীরে ধীরে হলেও আজো ট্রেন চলাচল করে। কিন্তু স্বাধীনতার অনেক পরে নির্মিত বহু সেতু আজ সরকার ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সরকার। গতবছর বেহালা/মাঝেরহাট ব্রীজ ভেঙে পড়া এমনি উদাহরণ। আসলে দেশে প্রকৌশলীদের মেধার সমস্যা নয়, সমস্যা হলো তারা যে উপকরণ নিয়ে কাজ করে বা করতে বাধ্য হয় তার। বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের সিন্ডিকেটের পছন্দ মতো অর্থ ডোনেশন দিয়ে ও নিজেদের লাভের অংক ফিক্স করে বরাত পাওয়া সংস্থাগুলো বাকি যে অর্থ সরকারী প্রজেক্ট খরচ করে সেখানে বারে বারে বলির পাঠা হয় প্রকৌশলীরা। বেচারা প্রকৌশলীরা অন্যায়ের কাছে সর্বদা মাথা নত করেনা।আর তখনই ব্যাক্তি আক্রোশের বলি হয়। কিছু দিন আগে বুয়েটের এমনি এক প্রাক্তনী আপনার/আমার প্রিয় ব্লগার নীল আকাশ ভাইয়ের সঙ্গে যার ব্যাক্তিগত পরিচয় ছিল, নির্মম হিংসার শিকার হলেন। এর কিছুদিন আগে একই কারণে প্রাক্তন সন্ন্যাসী যোগী আদিত্যনাথের রাজ্যেও হিংসার বলি হলেন এমনি এক ইজ্ঞিনিয়ার। আসলে ৫০০ বা ৬০০ কাঠিন্যের টিএমটি বারের পরিবর্তে বাঁশের বার দিয়ে কাজ শেষ করালে সেখানে স্বদেশ বিদেশ যেখান থেকেই ইজ্ঞিনিয়ার নিয়ে আসুন বেটার কিছু হবে না।



৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



নীল আকাশদের সময়ে বুয়েট থেকে ইন্জিনিয়ার বের হয়নি, বের হয়েছে তাবলীগ

জলাধার, বাঁধ, পাম্প, নদী কনট্রোলে যা দরকার, এসব মালামাল, যন্ত্রপাতি ইউরোপ থেকে আনা সম্ভব।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যেই দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাবলীগ করে বেড়ায় সেই দেশের প্রকৌশলীদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


বুয়েটের গত ২০ বছরের ছাত্রদের বাদ দিয়ে, আগের ছাত্রদের নেয়া সম্ভব।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭

ইলি বলেছেন: হবেনা দাদো। বাঙালি এটা করতে গেলে শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমনে খরচ হবে ১০০ কোটি ডলার, তারপর চুরি বাটপারি চিটিংবাজি মাস্তানিতে অনেক টাকা গচ্চা যাবে। তারচেয়ে নাক বোচারাই করুক জনগন সরকারি এই সব বাটপারি থেকে রেহাই পাবে কাজটাও হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



এসব বলে বলে ৫০ বছর কেটে গেছে।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: চীনের সাথে মিলে নতুন যে তিস্তা বাঁধ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা তিস্তার পানি আনাতে কিভাবে কাজ করবে বলতে পারবেন কি?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



অনুমান:

সেটা পানি আনতে পারার কথা নয়, উহা বর্ষাকালে পানি সংগ্রহ করবে, শীতে জমিতে পানি দিবে। নদীতে যদি জলাধার করে, উহা ভারত ও বাংলাদেশের জন্য সমস্যা হবে; নদীর পাশে জলাধার করার দরকার।

বন্যা ঠেকাতে, নদীর পাশ দিয়ে নতুন চ্যানেল করবে হয়তো, যা হয়ে বর্ষাকালে পানি ছাড়বে।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই,

আমার এক ঘনিষ্ঠ বন্ধু বেশকিছুদিন বেপাত্তা ছিল।পরে ডিপার্টমেন্টে এলে ওর না আসার কারণ জিজ্ঞাসা করতেই জানতে পারি গ্রামে গিয়ে সপরিবারে দীক্ষা নিয়েছে। দীক্ষা গুরু অনুকুল ঠাকুরের ভক্ত,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্সের অধ্যাপক। ভদ্রলোক নিজের ডিপার্টমেন্ট তো বটেই,অন্য ডিপার্টমেন্টের ছাত্রদের ও তাদের পরিবারকে ধরে ধরে অনুকুল ঠাকুরের দীক্ষা দিয়ে দিচ্ছেন।

আপনার না জানারই কথা,হাওয়ার শিবপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।স্বশাসিত হলেও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যকলাপ গেরুয়া শিবিরের অঙ্গুলীহেলনে চলে। বিশ্ববিদ্যালয়ের নর্মসকে তোয়াক্কা না করেই সম্প্রতি দিলীপ ঘোষ এবিভিপি দলীয় কার্যক্রম সমাধা করলেন রেজিস্ট্রারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অন্দরমহলেই। আর ভিসি পদে বসছেন আরএসএস মদদপুষ্ট একজন ব্যক্তি।

অমিত শাহ গোটা ভারতে আইপিএস/আইএএফ তৈরি করার জন্য আরএসএসের ছত্রছায়ায় একটি কোচিং ক্যাম্প খুলেছেন।স্বাধীনতার পর গোটা ভারতে কোন কোচিং ক্যাম্প থেকে আজ পর্যন্ত দুই অঙ্কের সাফল্যের কথা না শোনা গেলেও অমিত শাহের তৈরি করা ক্যাম্প এযাবতকালের ইতিহাস ভেঙে দিয়ে সর্বাধিক 60 জন পদপ্রার্থীকে উত্তীর্ণ করেছেন।যারা ভারতের টপ র্যাঙ্কে চাকরি করতে চলেছেন। আগামী বছর সংখ্যাটা যদি 100 হয়। তারপর সংখ্যাটি ক্রমশ বাড়বে সে কথা বলা বাহুল্য। এখন প্রশ্ন-যারা একটি ধর্মীয় ছত্রছায়ায় চাকরি পাচ্ছেন তারা কি চাকরিতে ঢুকে অন্য সম্প্রদায়কে মানুষদের মনে করতে পারবেন?
আজ সরকারে বিজেপি। আগামীতে প্রশাসনের টপ র্যাঙ্কের বিজেপি বা আরএসএস এর দলীয় কর্মীবৃন্দ। সেক্ষেত্রে ভারত যে আফগানিস্তানে মতো অন্ধ ধর্মান্ধতার দিকে হাঁটছে একথা বলাই যায়। যদিও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনগণ মোদীজিকে ভোট দিয়ে ধর্মেরই জয়গান গাইবেন।


২০| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৩:১৩

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনার শরীর এখন আগের থেকে কিছুটা ভালো হয়েছে?

০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আমি একটু বেশী অসুস্হ, আপনাকে জানাবো।

২১| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭

রাকু হাসান বলেছেন:


আমি তিস্তা করে নিয়ে চীনের সাথে যে মহাপরিকল্পনা আলোচনা চলছে সেটার পক্ষে, আপনার মতামতকে শ্রদ্ধা জানাই।

০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:



আপনার সুবিধা হলো, আপনি নিশ্চয় ইন্জিনিয়ার নন, অর্থনীতি বুঝেন না, তরুণদের বেকারত্ব বুঝেন না।

২২| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪

বংগল কক বলেছেন: সবাই মিলে তো আপনাকে পঁচায় দিল

০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



বাকী আছেন আপনি, আপনার উপর আমার ভরসা আছে।

২৩| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বালাদেশের ইন্জিনিয়ারদের মধ্যে শতকরা ৯৮ জন অসৎ বাকী যে ২% আছে তাদের নিয়ে এমন একটি প্রকল্প বাস্তবায়ক করা যেতে পারে তাতে দেশের টাকা দেশে থাকবে এবং মানবসম্পদ দক্ষ হবে।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:




এটা যদি পদ্মা ও অন্যান্য প্রজেক্টের মতো চীনাদের দিয়ে দেয়, দেশের ভয়ংকর ক্ষতি হবে।

২৪| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, আমি একটু বেশী অসুস্হ, আপনাকে জানাবো।

আমি দেখেছি, কেউ খুব অসুস্থ হলে মিলাদ দেয়, কোরআন খতম দেওয়ায় অথবা মসজিদ বা মাদ্রাসায় দোয়ার ব্যবস্থা করে। আমি কি এমন কিছু করবো?

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, কিছু করার দরকার নেই।

২৫| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬

আঁধার রাত বলেছেন: মমতাদি তো বাঙ্গালী। তাকেও পারতে হবে।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:




ব্যুরোক্রেটরা শেখ হাসিনার মাথার জন্য কদুর তেল কিনে রেখেছে

২৬| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উপমহাদেশে বিজ্ঞান চর্চা হবে না।
বিজ্ঞান চর্চা ইউরোপ আমেরিকা কানাডা জাপানের জন্য।
আমাদের জন্য দরকার ধর্মীয়গুরুআলয়।।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১

চাঁদগাজী বলেছেন:



ভারত বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে; তবে, মানসিকতা এখনো বদলায়নি

২৭| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

জাহিদ হাসান বলেছেন: বাঙালীদের আপনি যোগ্য বলে মনে করেন না। আপনি তাজউদ্দিন আহমেদও যোগ্য মনে করেননি। আমরা কোন Chat এর হিন্দি চুল?

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

চাঁদগাজী বলেছেন:




তাজউদ্দিন সাহেব ৫ দিন বাড়ীতে মুরগীর মতো বসে থেকে, মিলিটারীর হাতে প্রাণ হাৈয়ে কি প্রমাণ করেছেন?

২৮| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, কিছু করার দরকার নেই।

এসবের প্রতি কি আপনার বিশ্বাস নেই? বিশ্বাস থাক বা না থাক ক্ষতি তো নেই।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি বংশানুক্রমে একটা জটিল রোগ পেয়েছি

২৯| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:০১

আমি সাজিদ বলেছেন: চার নম্বর কমেন্টের উত্তরের পেছনে আমার কথা বলা আগেই উচিত ছিল। এখন বলি - এতোই জনপ্রিয়তা যদি থাকতো যে মানুষকে ডাক দিলেই মানুষ স্বেচ্ছাসেবী হয়ে দেশের কাজ করে দিচ্ছে, তাহলে তো রাতেই ভোট গ্রহণ হতো না তাই না?

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার জনপ্রিয়তা আছে, উনি সেটাকে কাজে লাগানোর মতো বুদ্ধিমতি নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.