নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের নাকি "জাতীয় পথশিশু দিবস" নামেও ১টি দিবস আছে?

০২ রা অক্টোবর, ২০২০ ভোর ৬:৩১



আমাদের জাতির অনেক দিবসের মাঝে নাকি "জাতীয় পথশিশু দিবস" নামেও একটি দিবস আছে? আমি আগে জানতাম না, ব্লগার নুরু সাহেবের পোষ্ট থেকে জানলাম; জাতীয় দিবস থাকলে, সুনাগরিক হিসেবে উহাকে পালন করতে হয়; আপনারা নিশ্চয় জাতীর সবচেয়ে বুদ্ধিমান জেনারেশন (ব্লগার ) হিসেবে দিনটিকে "সন্মানের সাথে পালন" করেছেন! কে কি করলেন জানালে খুশী হবো; আমি দেশের বাহিরে, ইহা দেশের বাহিরে কিভাবে পালন করলে ঠিক হবে, উহা বের করার জন্য গবেষক ব্লগার অনল চৌধুরী কিংবা ব্লগার মা হাসানের সাহায্য নেবো ভাবছি; উনারা ২ জনে প্রায় বিবিধ বিষয় নিয়ে গবেষণা করে থাকেন।

আমার প্রশ্ন হলো, ১৮ কোটীর একটি জাতিতে ৪ লাখ শিশু কি করে "পথশিশু" হয়ে পথে থাকছে? এবং তারজন্য কেন দিবস পালন করতে হচ্ছে, এটা কি জাতি, নাকি যাযাবর গোষ্ঠী?

দিবসটি নিশ্চয় প্রমাণ করছে যে, আমরা মুরগীর জাতি; মুরগীর বাচ্চাকে চিলকাউয়ায় নিয়ে গেলে, সে টের পায় কিনা কে জানে! এবং টের পেলে দু:খ কষ্ট পায় কিনা, সেটা আমি জানি না; বাদশাহ সোলাইমান জীবিত থাকলে উনার থেকে জানা যেতো! বাদশাহ সোলাইমান জীবিত না থাকলেও সমস্যা হবে না, বোধ হয়; প্রায় প্রতিদিন দেখি আমেরিকানরা তাদের কুকুরের সাথে ইংরেজীতে কথা বলে।

১ম কোন সালে, এই দিনটি প্রবর্তন করা হয়েছিলো কে জানে, এবং কার মাথায় এসেছিলো! যার মাথায় এসেছিলো, উহার মাথায় নিশ্চয় ডোডো পাখীর মগজ ছিলো না; হয়তো, মাদার তেরেসা, কিংবা ইবলিশ জেনারেল এরশাদের মতো মগজ ছিলো নিশ্চয়।

আমার মনে হয়, এই দিবসটি মাত্র একবার পালন করার কথা ছিলো, সঠিকভাবে দিনটিকে একবার পালন করলে, এর পরের বছর এই দিনটি আর ফিরে আসার কথা ছিলো না; কিন্তু নুরু সাহবের লেখা থেকে বুঝা যাচ্ছে যে, ইহা প্রতিবছরই ফিরে আসছে! "জাতীয় ধর্ষন দিবস" আপনারা কত বছর পালন করতে চান?

এই দিনটির অস্তিত্ব জানা থাকলে, এবং আমাদের দেশে মানুষ ও সরকার থাকলে, দিনটি মাত্র ১ বার পালিত হওয়ার কথা ছিল, এবং ৩৬৫ দিন পরে, এই দিনটি ফিরে আসার আগেই ইহার সমাধান হয়ে যাওয়া উচিত ছিলো, যেন ২০২০ সালে ইহা পালনের মতো মর্মব্যথা জাতি না পেয়ে থাকে!

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের পথশিশুরা এত কষ্টে নেই

আরবান ভলেন্টিয়ার্স নামে এক এঞ্জিও ৯০ দশকে এক জরিপ করেছিল, ঢাকার পথশিশুদের দৈনিক গড় ইনকাম ২০০টাকা।
বর্তমানে ইনকাম দ্বীগুনের বেশী হবে।

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০

চাঁদগাজী বলেছেন:




তা'হলে, আমেরিকায় বসে আছেন কেন? ঢাকায় গিয়ে, পথশিশু হয়ে যান।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে বাংগালী ভাবতে আমার খুব খারাপ লাগে।

২| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩১

এম ডি মুসা বলেছেন: পথশিশুদের জন্য শুধু দয়া দেখাতে হবে মানুষ ওদের জন্য বাস্তবে কেউ করার কিছু খেয়াল কমই আছে

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:



মানুষের তো কিছু করার কথা নয়, এদের জন্য খোদাও কিছু করেনি।

৩| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৫৫

স্থিতধী বলেছেন: ঠিক একই রকমের যুক্তি দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা বিতর্ক-প্রবন্ধে, সকল প্রকারের কোটা প্রথার বিরোধিতা করেছিলাম। বলেছিলাম কোটা পদ্ধতি যেকোন জাতি বা সমাজের কোন বিশেষ প্রয়োজনে সৃষ্টি হতেই পারে, তবে তা একেবারেই একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তৈরি হবার কথা। সেটা না করে কোটা কে যখন একটা প্রথা বানিয়ে বছরের পর বছর চালু রেখে দেয়া হয় তখন বুঝতে পারা যায় যে সেই জাতি তাঁর সিস্টেম্যাটিক বা প্রাতিষ্ঠানিক শোষণ- বঞ্ছনার বিষয়টি আসলে উদযাপন করতে চায়। সমস্যা কে ঠিকমতো বুঝে নিয়ে সেটার সমাধানের চেষ্টা জাতির নেই, তবে সমস্যা উদযাপনের ব্যাপক উৎসাহ আছে।

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



ডাকসু'তে ভোটে দাঁড়িয়ে ছিলেন তো?

৪| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯

নূর আলম হিরণ বলেছেন: সরকার এত সুন্দর সুন্দর পথ বানাচ্ছে আর সেখানে পথশিশু না থাকলে কেমন হবে! পথশিশু না থাকলে সভা সেমিনার কিভাবে করবে আমাদের আমলারা।

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



মগজহীন সরকার ও প্রশাসন, যাযাবর জাতি

৫| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:১৯

জুন বলেছেন: ৩৬৫ দিন শেষ, এখন দিন বাড়িয়ে নতুন ক্যালেন্ডার বানাতে হবে।

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



৪ লাখ শিশু (২ লাখ মেয়ে শিশু আছে নিশ্চয়) রাস্তায় ঘুমায়, শেখ হাসিনা 'সুধা সদন' মুরগীর পোলাও রান্না করে চলেছেন; মুরগী ভালোবাসেন।

৬| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: আমাদের পথশিশুরা এত কষ্টে নেই আরবান ভলেন্টিয়ার্স নামে এক এঞ্জিও ৯০ দশকে এক জরিপ করেছিল, ঢাকার পথশিশুদের দৈনিক গড় ইনকাম ২০০টাকা। বর্তমানে ইনকাম দ্বীগুনের বেশী হবে।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

দলের ইমেজ নস্ট হবে বলে পথশিশুরাও পথে ভালো আছে বলে প্রচার করতে হবে?

আপনি আপনার সন্তানকে পথ কল্পনা করতে পারবেন?

আমাদের রাস্ট ব্যর্থ এই সব শিশুদের নিরাপত্তা দিতে।

সমস্যা না দেখলে সমাধান আসেনা। আপনারা কি চোখ বুজে সমস্যা নেই ওল ইজ ওয়েল বলে থাকতে চান?

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, উনি ছাত্র রাজনীতি করতেন, মধুর কেন্টিনের গ্রেজুয়েট।

৭| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা একবার বলেছিলেন একটি শিশুও পথে থাকবে না। নিরক্ষর থাকবে না। এরপর অনেক সময় পার হয়ে গেছে। উনি কথা রাখেন নি। উনি মিথ্যাবাদী।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



উনি কি করছেন নিজেও জানেন না; ব্যুরোক্রেটরা উনাকে ২য় বেগম জিয়া বানায়ে পেয়ে বসেছে।

৮| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নুরু সাহেব হুজুর মানুষ।
ঊহার কথা ধরতে নেই।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



আসলে, বাংলাদেশ "পথশিশু দিবস পালন" করে একটা বিষয়ে সাক্ষ্য দিয়ে যাচ্ছে যে, শেখ হাসিনার বুদ্ধিমত্তা খুবই নীচু মানের।

৯| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঢাবিতে শিক্ষার্থীরা ১২ টাকায় পড়ে, ইটস অ্যামেজিং
: উপাচার্য

উপগাধা।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



কোন উপগাধা, পুরোগাধা কোনদিন শিক্ষার পক্ষে কিছু করেনি, চাকুরী করেছে মাত্র।

১০| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৯:০৯

স্থিতধী বলেছেন: লেখক বলেছেন:ডাকসু'তে ভোটে দাঁড়িয়ে ছিলেন তো?

আন্নে ইতা কিয়া কন নুরুল জ্যাড়া! আঁই নি খাড়ামু ডাকসু ভোটে? আঁই তো ঢাবির ন। হইলেও লাভ হইতো ন। আঁর সময় ডাকসু তালা মারি রাখা ছিলো। দেশে ছাত্রনেতা হইবার লাই যত এলেম লাগে, হের বেয়াগগুণ আন্নের থাইকলেও থাইকতে পারে। আঁই তো জ্যাড়া নির্গুণ।

হুইনচি আন্নে মুক্তিযোদ্ধা। আন্নের দাবী অনুযায়ী, মুক্তিযুদ্ধ করি আন্নে নিজে ভলান্টারি কাজ কইচ্চেন। ভলান্টারি কাজ করি কোটা সুবিধা দাবী কইরতে গেলে শরম লাইগবার কথা। উগা অপমানের ও। আঁই আন্দাজ করি যে আন্নে নিজের লাই কোনদিন কোটা সুবিধা চান ও নাই। আন্নে তো আর পথশিশু টোকাই ন যে আন্নেরে সব জায়গায় স্পেশাল সুবিধা করি দেওন লাগবো! আন্নে যুদ্ধে গেছেন বিবেকের তাড়নায়, দেশরে ভালোবাসি। জরুরী দইরকার লাগলে তবু কোটা জায়েয। কিন্তু যেই যুক্তি দিই আন্নে 'পথশিশু দিবস' নাম দিই বছর বছর সরকারের নির্মম তামাশা করি যাওয়ার নিন্দা কইরতেছেন ঐ একই যুক্তি দিই আঁই যুগের পর যুগ ম্যালা রকমের কোটা নিয়মকে প্রথা বানায়া রাখার নিন্দা করি গেছি। আন্নের পোস্টের মূল কথার সাথে আঁই একমত। সরকারের সদিচ্ছা থাইকলে পরে বছরের পর বছর এগুইন তামাশা করা লাগে ন। সমস্যার মূলে না যাই , সমস্যারে ইচ্ছা করি বাঁচায় রাখার ধান্দা যেগুইন করে , হেগুইন কোনদিন দেশের ভালা চায় ন।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা ছিলেন ভলনটিয়ার; কিন্তু ওঁদের পরিবার পরিজন ছিলো, সেজন্য দরকার ছিলো চাকুরীর, আর কিছু, কোটা, ভাতা, কোন কিছুর দরকার ছিলো না।

শেখ হাসিনা বললে, ৪ লাখ শিশুর ব্যবস্হা ১ দিনে হয়ে যেতো; মহিলার জ্ঞান নেই।

১১| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব্ এসকল দিবসের উছিলায় কিছু লোক
টু পাইস কামাতে পারে তাই এই উদ্যোগ। আপনি
গেস্যা করেন ক্যা !!

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখদের বুদ্ধিহীনতা দেশকে কলোনীতে পরিণত করেছে।

১২| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পথ শিশুদের সাথে রসিকতা।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



রসিকতা করছে মগজহীনরা; শেখ হাসিনা নিজের ছেলের জন্য মোরগ পোলাও রান্না করে; জাতির পয়সায় শিশুগুলোর জন্য কিছু করতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.