| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
আমাদের অন্চলের একটা পরিবারের একাংশ কলকাতায় বাস করতো; এক বর্ষায়, তাঁদের কিশোরী মেয়ে কলকাতা থেকে  নিজ গ্রামে আসার সময়, মাঝরাতে আমার সাথে দেখা  হয়, মেয়েটাকে আমার কাছে রূপকথার মেয়েদের মতো মনে হয়েছিলো; এটা সেই কাহিনী: 
আমি পড়ালেখা করতাম কাছারী ঘরে, এবং সেখানেই থাকতাম। বেশীরভাগ সময়, সন্ধ্যার খাবারের পর, ২/৪ মিনিট গড়িয়ে নেয়ার জন্য শুইলে আমি পুরোপুরি ঘুমিয়ে পড়তাম, রাত ১২/১টার দিকে উঠে ঘন্টাখানেক পড়তাম, সামনের রাস্তায়, মাঠে হাঁটতাম; তারপর আবার ঘুম। ৭ম শ্রেণীতে পড়ার সময়ের কথা, সেই বছর আযাঢ় মাসে আমাদের এলাকায় ঢল নামলো; বর্ষণ থামার পরের রাতে ক্বষ্ণপক্ষের চাঁদ উঠেছে মেঘের ফাঁকে; রাত ১২টার দিকে  টর্চ নিয়ে হাঁটতে বের হলাম। আমাদের বাড়ীর সামনের রাস্তাটি মাঠের মাঝ বরাবর উত্তর দিকে গিয়ে, পুর্ব-পশ্চিমে যাওয়া বড় একটি রাস্তার সাথে মিলেছে; বড় রাস্তাটি সাগরের তীর থেকে ট্রেন ষ্টােশন অবধি গিয়েছে; দুই রাস্তার সংযোগ স্হলে, আমাদের রাস্তায় একটি বড় কালভার্ট আছে,  অন্য রাতের মতো আমি সেই রাতেও লাকভার্টের উপর বসলাম। 
সারা গ্রাম ঘুমে; হঠাৎ চোখে পড়লো, বড় রাস্তা ধরে কিছু মানুষ পশ্চিম দিকে (আমার দিকে) আসছে, অনেকগুলো হারিকেন, কয়েকটা  টর্চ, কমপক্ষে ১০/১২জন হবে। আমি কালভার্ট ছেড়ে আমাদের রাস্তার একটা গছে নীচে চলে এলাম; এত রাতে কি বরযাত্রী যাচ্ছে? লোকগুলো এসে কালভার্টে থামলো, ৩টি পালকি! বিশ্রামের জন্য থেমেছে, মনে হয়। 
আমি দেখতে গেলাম ব্যাপার কি! কাছে যেতেই কয়েকজন টর্চ ফেললো আমার উপর; একজন বললো,
-থাম, এদিকে আসিও না। এতরাতে কোথায় যাচ্ছ?
হারিকেনের আলোয় আমি একটি অপুর্ব সুন্দরী কিরোশীকে দেখলাম, পরনে শাড়ী, তার হাতে একটি পাতিল; সে হতবাক হয়ে আমাকে দেখছিলো; সে হাত নেড়ে আমাকে কাছে ডাকলো, 
-এদিকে আস!
আমি তার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম, সে খুবই স্নিগ্ধ সুন্দরী কিশোরী; সে পাতিল থেকে কয়েকটা সন্দেশ আমার হাতে দিয়ে প্রশ্ন করলো,
-তুমি এত রাতে কোথায় যাচ্ছ?
-আমি হাঁটতে বের হয়েছি!
-তুমি একা একা ভয় পাও না?
-না
-তুমি স্কুলে যাও?
-যাই! 
কোন ক্লাশে পড়?
-ক্লাশ সেভেনে!
-এত বড় ছেলে সেভেনে? আমি নাইনে পড়ি কলকাতায়। দাস গ্রামের প্রিয়ব্রত রায়ের নাম শুনেছ? উনি আমার বাবা। আমি আমার দাদাকে দেখতে এসেছি। 
 প্রিয়ব্রত বাবুদের বাড়ী আমাদের বাড়ী থেকে ৭/৮ মাইল দক্ষিণ পশ্চিমে, চরের কাছে; উনি কলকাতায় ব্যবসা করেন, ধনী লোক, মাঝে মাঝে দেশে আসেন; উনার বাবা দেশ ছাড়েননি। মেয়েটি বললো,
-আমার নাম, যামিনী সুধা রায়, আমি ২ সপ্তাহ থাকবো; তুমি আমাদের বাড়ী আসিও।
মেয়েটি আমাকে আরো কিছু শুকনো সন্দেশ দিতে চেষ্টা করলো, আমর দুই হাত ভরে গেছে; এবার কয়েকটা আমার শার্টের বুক-পকেটে দিয়ে দিলো। পাশে ২ জন মহিলা দাঁড়ি্যে ছিলেন, একজন বললেন,
-যামিনী, তুমি একি করছ?
-আমি তাকে খুশী করতে চাচ্ছি!
আমার কাছে মেয়েটাকে অদ্ভুত লাগছিলো; সে সারাক্ষণ হাসছিলো, সবাইকে সন্দেশ খেতে দিচ্ছিলো। তারা পুনরায় রওয়ানা দিলো; যামিনী পালকিতে উঠে, আমাকে লক্ষ্য করে বললো,
-তুমি আমাদের বাড়ী আসিও, আমি ২ সপ্তাহ থাকবো, অবশ্যই আসিও, আমি খুশী হবো।
 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন: 
অনেক স্মৃতির মাঝে এটি প্রায়ই মনে পড়ে।
২| 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ১১:১৪
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
খুবই ভালো লাগলো আপনার স্মৃতিকথা।
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪০
চাঁদগাজী বলেছেন: 
যামিনী এখো আমার কাছে রূপকথার রাজ্যের এক রমনী।
৩| 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ১১:১৭
শাহ আজিজ বলেছেন: পর পুরুষ চর্চা না পর বালক চর্চা
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪২
চাঁদগাজী বলেছেন: 
কোনটাই নয়, যামিনী ছিল অনেকটা রূপকথার কন্যার মতো।
৪| 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ১১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বাহ! গাজীসাব বাহ !!
আপনার মুখেও রূপ কথার মেয়ে !
কাঠখোট্টা কথা শুনতে শুনতে পেরেশান
হয়ে উঠে ছিলাম!! খুব ভালো লাগলো আপনার
রূপ কথার মেয়ের গল্প !! মাঝে মাঝে আপনার
গোমরা মুখের মুখোশ খুলে এভাবে একটু বিনোদন
দিলে ক্ষতি নাই। আপনার আমূল পরিবর্তনের জন্য
শুভেচ্ছা।
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন: 
আমার নিজের কাছেও যামিনী স্বপ্নের মতো।
৫| 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: "কেন যামিনী না যেতে জাগালে না"!  ![]()
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪৪
চাঁদগাজী বলেছেন: 
যামিনী আজীবনের এক গল্প।
৬| 
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ১১:২৬
শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে কি সেই গানটা শুনতে দেবো???
প্রেম একবারই এসেছিলো জীবনে???
নাকি ও মেয়ের নাম রেখেছি ......
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আমার জন্য উহা প্রেম ছিলো না, ছিলো এক বিশাল ভুবন।
৭| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১২:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: সপ্তম শ্রেণীতেই দেবী দর্শন? তো পরে কি যামিনীর সঙ্গে দেখা করতে গেছিলে?
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৪৯
চাঁদগাজী বলেছেন: 
সেবার যামিনীকে দেখতে গিয়েছিলাম; যামিনী চলে যাবার সময়, ট্রেন ষ্টেশনে গিয়ে বিদায় দিয়েছিলাম; এরপর যামিনী আরো ৩ বার এসেছিলো; আমি ৯ম শ্রাণীতে পড়ার সময়, যামিনীর দাদার মৃত্যু হয়; এরপর যামিনী আর আসেনি।
৮| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১২:১৬
মিরোরডডল  বলেছেন: 
তারপর কি যাওয়া হয়েছিলো ? দেখা হয়নি আবার ?
সন্দেশের মতোই মিষ্টি একটি স্মৃতি ।
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৫১
চাঁদগাজী বলেছেন: 
৯ম শ্রেণী অবধি, যামিনীর সাথে মোট ৪ বার দেখা হয়েছিলো
৯| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: রাতের বেলা টর্চ হাতে নিয়ে হাঁটার কারন কি? ঘরে গরম? রাতে বাইরে সাপ টাপ থাকতে পারে। আপনার বাবা মা কি জানতেন আপনি রাতে মাঝে মাঝে বাইরে হাঁটাহাঁটি করেন?  
আপনার এ কাহিনির সালটা কত? ১৯৬০? কারন তখন পালকি ব্যবহার করতো ধনী লোকেরা।
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৫৩
চাঁদগাজী বলেছেন: 
৬০ শতকের ঘটনা, গ্রামে রাতে বের হতে হারিকান কিংবা টর্চ লাগতো।
সাপের ভয় ছিলো। আমি রাতে ঘুমানোর আগে হাঁটতাম সব সময়।
১০| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সেই আমলের মানুষ সহজ সরল ছিলো। যামিনী সুধা কি সুন্দর আপনাকে বাসায় আসার দাওয়াত দিলো!  
যামীনিকে দেখতে গিয়েছিলেন? 
১। প্রশ্নঃ তখন কি কোলকাতা যেতে ভিসা পাসপোর্ট লাগতো? 
২। প্রশ্নঃ যামিনীর সাথে আপনার যোগাযোগ আছে?
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৫৬
চাঁদগাজী বলেছেন: 
যামিনী যখন দেশে আসতো (পাকিস্তান আমলে), সে লোক পাঠাতো, আমি গিয়ে দেখা করে আসতাম(তার দাদার বাড়ীতে)।
১১| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ৭১ সালে যামীনি সুধা রায়রা হয়তো একেবারে ভারত চলে গেছে। চলে যেতে বাধ্য হয়েছে।
 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন: 
আমার সাথে ১মবার দেখা হওয়ার সময়, যামিনীর দাদা ছিলেন বাংলাদেশে, দাদী জীবিত ছিলেন না; আমি ৯ম শ্রেণীতে পড়ার সময় যামিনীর দাদার মৃত্যু হয়; এরপর যামিনী আর দেশে আসেনি।
১২| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১:০৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অপূর্ণ রয়ে গেল??
আপনার কি সুযোগ পান নি ২ সপ্তাহের মধ্যে মেয়েটির সাথে দেখা করার !!- তাহলে আমরাও সুন্দর কিছু লেখা উপহার পেতাম! 
**তবে ৫নং মন্তব্যের গানটা যুতসই!!
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:০৮
চাঁদগাজী বলেছেন: 
তখন আমি ওকে দেখতে গিয়েছিলাম; ৯ম শ্রেণী অবধি সে ৪ বার দেশে এসেছিলো, প্রতিবার আমি গিয়ে দেখে এসেছি যামিনীকে।
১৩| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: একটু টাইপো হয়ে গেছে।
লিখতে চেয়েছিলাম,পরে কি যামিনীর সঙ্গে দেখা করতে গেছিলেন?
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:১১
চাঁদগাজী বলেছেন: 
সেইবার তাকে দেখে এসেছিলাম, সে চলে যাবার সময় ট্রেন ষ্টেশনে গিয়েছিলাম; এরপরও ৩ বার সে দেশে এসেছিলো, আমি প্রতিবার তাকে দেখতে গিয়েছি।
১৪| 
১১ ই অক্টোবর, ২০২০  দুপুর ১:৫৮
খায়রুল আহসান বলেছেন: রাজনীতি ও সামাজিক সমস্যাবলী নিয়ে চিন্তার প্রাচীর ভেদ করে মাঝে মাঝে গান টানও আপনাকে টানে কিনা জানিনা, নাকি গানের সুর শুধুই অসুরের ম্যাঁওপ্যাঁও বলেই মনে হয়, তা সম্বন্ধেও নিশ্চিত নই। তবে যদি মাঝে মাঝে গান টান শুনে থাকেন, তবে আপনার শোনার জন্য দুটো গানের লিঙ্ক দিচ্ছিঃ  
 
আমি বারো মাস তোমায় ভালবাসি 
ভাল যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে  
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:১৩
চাঁদগাজী বলেছেন: 
আমি কয়েকটা রবীন্দ্র সংগীত গাইতে পারি; এখনই আপনার দেয়া,  "কেন যামিনী না যেতে জাগালে না" শুনছি, আপনাকে ধন্যবাদ।
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:১৮
চাঁদগাজী বলেছেন: 
লিংকের জন্য ধন্যবাদ।
আইয়ুব বাচ্ছুর গান শুনেছি কনসার্টে।
১৫| 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:৩৮
আমি সাজিদ বলেছেন: ক্লাস নাইনে শেষবার বাংলাদেশে আসার পর  যামিনীর কোন খোঁজ নেওয়ার চেষ্টা করেন নি? রাতের বেলা পালকিতে বসে একটা মেয়ে সন্দেশ খেতে দিচ্ছে বাড়িতে দাওয়াত দিচ্ছে, বুঝি এমন অভিজ্ঞতা  সেবারই প্রথম আপনার?  যামিনীর সাথে পরে আরও কিছু কথা হয়ে থাকলে সেসব নিয়েও আমাদের কিছু জানাতেন!  
আপনি বেশ পড়ুয়া ছিলেন বোঝা যাচ্ছে। কাছারি ঘরে কি মেট্রিক পর্যন্ত থেকে পড়েছিলেন?  ইন্টারমেডিয়েট কি ওই গ্রামেই ছিল?  বোধকরি চট্রগ্রাম কলেজে?
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:৪৮
চাঁদগাজী বলেছেন: 
আমার জীবনে কয়েকটা বেকুবীর মাঝে বড়টি ছিলো, গ্রাম ছেড়ে চিটাগং কলেজে ভর্তি হওয়া।
যামিনীর সাথে মোট ৪ বার দেখা হয়েছিলো; তার দাদার মৃত্যুর পর, সে আর দেশে আসেনি; আমি তার খবর পেয়েছি ১৯৭৩ সাল অবধি; ১৯৭২ সালে তার বিয়ে হয়েছিলো, সে বাবার ব্যবসা দেখতো।
১৬| 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৪:৩৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: খুব ভাল লাগলো! রাজনীতি, ধর্ম নিয়ে আমেরিকানোর মত তেতো ঘটনা ছাড়া ও খুব আপনি  সুন্দর ছোট গল্প  লিখতে পাড়েন। 
গল্পের সৌন্দর্য্য এবং  পাঠকের  বিনোদনের কথা মাথায় রেখে-
গল্পে একটু খানি রং মিশালে খারাপ হতো না!  
 
যেমন ধরুন, খেতের আইল বেয়ে যামিনীর রায়ের হাত ধরে,
আপনার গ্রাম পরিভ্রমণ। 
পাশের বাড়ির মজিনা বিবির বাড়ি থেকে চুরি করে -
যামিনী রায়কে বরুই খাওয়ানো। ![]()
 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন: 
আমি এখনো গল্প লিখিনি।
১৭| 
১১ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: যামীনি যদি বেঁচে থাকেন তবে তাকে খুঁজে বের করা সম্ভব। 
ধরলাম তাকে খুঁজে পাওয়া গেলো, তখন সে কি আপনাকে চিনবে? অথচ সন্দেশ বা তার সাথে দেখা হওয়ার কথা কি তার মনে থাকবে?
 
১১ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:৩১
চাঁদগাজী বলেছেন: 
যারা দেখেছিলেন, তারা বলেছিলো যে, যামিনীর স্বামী খুবই ধার্মিক ( হিন্দু), বাড়ীতে (কলকাতায়) এলাকার  মুসলমানদের যাওয়া আসা পছন্দ করতো না; এইজন্য, আমি পরে আর যোগাযোগ রাখার চেষ্টা করিনি; আমি চাইলে ওর খবর নিতে পারবো।
আমার যতটুকু ওকে মনে আছে, সেও নিশ্চয়, আমাকে মনে রাখার কথা।
১৮| 
১১ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:৩১
মিরোরডডল  বলেছেন: 
এ গানটা আমারও ভীষণ ভালো লাগে ।
ছোটবেলায় হেমন্তরটা শুনেছি ।
 
১১ ই অক্টোবর, ২০২০  রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ, এটি আমার পছন্দের গান।
১৯| 
১১ ই অক্টোবর, ২০২০  রাত ৮:০২
রামিসা রোজা বলেছেন: 
আপনার পোস্ট ও মন্তব্য পড়ে যামিনী'র সম্পর্কে জানতে পারলাম। আপনার ক্ষনিকের ভালোলাগায় আমার মুগ্ধতা 
রেখে গেলাম ।
 
১১ ই অক্টোবর, ২০২০  রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন: 
আমার স্মৃতিতে  আপনার মুগ্ধতা, আমার ভালো লেগেছে, ধন্যবাদ
২০| 
১২ ই অক্টোবর, ২০২০  রাত ১২:২০
মনিরা সুলতানা বলেছেন: আপনার বর্নণা ভালো লেগেছে ! 
দারুন স্মৃতিশক্তি তো আপনার।
 
১২ ই অক্টোবর, ২০২০  রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন: 
জীবনের বড় মহুর্তগুলো কেহ ভুলেন বলে মনে হয় না।
২১| 
১২ ই অক্টোবর, ২০২০  ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আগে মানুষের জীবন কত  সুন্দর ছিল। 
কৃত্রিতমতা ছিল না বললেই চলে। 
আর এখন....
 
১২ ই অক্টোবর, ২০২০  ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন: 
বাংগালীদের জীবন বিশ্বের তুলনায় স্বাভাবিক নয়।
২২| 
১২ ই অক্টোবর, ২০২০  ভোর ৬:০১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এখানে দেখুন একটা ছেলে তার মেয়ে বন্ধুকে চুমু খেয়েছে দেখে যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। 
Please see 
 
১২ ই অক্টোবর, ২০২০  সকাল ৭:০৬
চাঁদগাজী বলেছেন: 
ছেলের প্যান্ট কি খুলে পড়ে যাচ্ছিলো?
২৩| 
১২ ই অক্টোবর, ২০২০  সকাল ৯:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর স্মৃতি।
অকারণে আপনার উপর তার মায়া পড়েছিল।
 
১২ ই অক্টোবর, ২০২০  বিকাল ৩:১৬
চাঁদগাজী বলেছেন: 
আমার উপর অকারণে পড়েছিলো, আপনার উপর কারণের জন্য মায়া না পড়ার সম্ভাবনা।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২০  সকাল ৮:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন ঘটনা জীবনে দুই একবার ঘটে,যেটা সারা জীবন মনে থাকে।