নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আন্ডারওয়ার-পরা বাংগালীদের নিয়ে আমরা কি করবো?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২



আপনারা হয়তো মিডিয়া থেকে জেনেছেন যে, বসনিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তের জংগলে বেশ কিছু পরিমাণ বাংগালী ২ বছর বাস করে চলেছেন; এরা ক্রোয়েশিয়া ও শ্লোভেনিয়া অতিক্রম করে ইতালী, অষ্ট্রিয়া, ফ্রান্স, জার্মানী যাবার চেষ্টা করছেন; আমরা বা আমাদের সরকার কি কোনভাবে এদেরকে সাহায্য করা উচিত? মনে রাখবেন, এরা আয় করার শুরু করলে, এরা রেমিটেন্স সৈনিক পরিণত হবেন, হার্ড-কারেন্সী পাঠাবেন, আমাদের রিজার্ভ আরো বড় হবে; আপনারা ভারত, মালয়েশিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, লন্ডন যাওয়ার সময় হার্ড-কারেন্সীর দরকার হবে।

আমাদের নতুন এক জাতীয় শত্রুর উদ্ভব ঘটেছে ইউরোপে, ক্রোয়েশিয়ানরা; এরা আমাদের এই লোকগুলোকে তাদের দেশের উপর দিয়ে শ্লোভেনিয়া যেতে দিচ্ছে না; কিরে বাবা, তোমাদের ক্ষতি কি হচ্ছে, লোকগুলো তো তোমাদের দেশে থেকে যাচ্ছে না, তোমাদের পাকা ধানে মইও দিচ্ছে না, হেঁটে কিংবা ট্রাক ট্রুকে করে চলে যাবে। এই জাতীয় শত্রুরা আমাদের লোকগুলোকে ক্রোয়েশিয়ায় পেলে, সবকিছু নিয়ে, মাত্র আডারওয়ার পরা অবস্হায়, আবার জংগলে ঠেলে দেয়; যাক, জংগলেই মগংল।

ক্রোয়েশিয়ার পুলিশেরা চোরটোর হওয়ার কথা; যেসব আদম বেপারীরা বাংগালীদের ঐ জংগল অবধি নিয়ে গেছে, তাদের এটা জানার দরকার; এদেরকে টাকা দিয়ে কেনা যায়, এরা বাংলাদেশের পুলিশের মতোই হওয়ার কথা। আমেরিকায়, বসনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, সারভিয়া, মারভিয়ার যত লোক আছে, তারা সবগুলো ক্রিমিনাল, ওদের ১৪ গোষ্ঠীসহ ক্রিমিনাল।

আমাদের দেশের ভেতরে চাকুরী সৃষ্টির জন্য কোন মিনিষ্ট্রি নেই; কিন্তু বিদেশে নিয়োগের জন্য একজন মিনিষ্টার আছেন; এখন কে আছে আমি জানি না, এক সময় আমাদের প্রাইম মিনিষ্টারের বেয়াই মোশারফ সাহেব ছিলেন; উনি আরব ও মালয়েশিয়ায় বাংগালীদের জন্য চাকুরী সৃষ্টি করতেন। এখন ইউরোপে চাকুরী সৃষ্টির জন্য ১ জন মিনিষ্টার দরকার; যাতে মানুষকে আন্ডারওয়ার পরে ঘুরতে না হয় বসনিয়ার জংগলে জংগলে। সরকার যদি কিছু না করে, শেষে ইহা ব্লগারদের উপর এসে পড়বে কিন্তু।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৩

আকন বিডি বলেছেন: তখন নাহ প্যান্টি তৈরি কারখানায় শ্রম দিবে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের জন্য চাকুরী সৃষ্টি করেছে সরকার, বসনিয়ার জংগলে।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

আহা রুবন বলেছেন: যতদিন আন্ডরওয়্যার পরে জঙ্গলে ঘুরবে ততদিন কারো মাথাব্যথা নেই। যখন ওরা টাকা পাঠানো শুরু করবে তখন হয়ে উঠবে সোনার ছেলে!

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



জাতীয় রেমিটেন্স সৈনিক!

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে অবস্থা দেখা যাচ্ছে তাতে না আবার জন্মদিনের পোশাক পরিয়ে জঙ্গলে পাঠিয়ে দেয়?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



সম্ভব; বসনিয়া, ক্রোয়েশিয়া, সার্ভিয়া, আলবেনিয়া, শ্লোভেনিয়া, এসব দেশগুলোর মানুষগুলো প্রকৃতির জারজ সন্তান।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ যে কেন অন্ধকারে ঝাপ দেয়।৫/৭ লাখ টাকা যাই দিয়ে থাকুক দেখে শুনে দে।এই সমস্ত জংগলে জংগলে ঘুরার কি দরকার।
এই টাকা দিয়ে দেশে একটা কিছু করার চেষ্টা করে দেখতে পারে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


৫/৭ লাখ টাকাদিয়ে এসব মানুষ একা কিছু করার মতো অবস্হানে নেই; এদের সমবেত করে, পাবলিক/প্রাইভেট সংস্হা করলে, শেখ হাসিনার ১৪ গোষ্ঠীও ভালো থাকতেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ বলেছেন।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


মাহাথির জানানে দেখতে পারেন, তিনি কিছু ভেবে বের করতে পারেন কিনা! বাংগালীরা মাহাথিরের সাথে বসেনি কখনো?

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

এম ডি মুসা বলেছেন: দারুন বলেছেন, বাঙ্গালীদের বসবাস।‌ ‌ মঙ্গল গ্রহে গেলেও একই অবস্থা।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আর্মষ্ট্রং চাঁদে গিয়ে যখন আমেরিকান পতাকা পুততে গেছেন, দেখেন সেখানে এক পতাকা আগের থেকেই আছে; উহাতে লেখা "নোয়াখালী"।

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা খুব খারাপ। মানুষ চুরী ডাকাতি করতে চায় না। মানুষ কাজ চায়। কিন্তু দেশে কাজ নাই। প্রতিটা ঘরে কমপক্ষে ১/২ জন করে বেকার আছে। মানুষ একটু ভালো থাকার আশায় এরকম জীবনের রিস্ক নেয়। এজন্য সরকারের লজ্জা হওয় উচিত। মাঝে মাঝে আমারই মন চায় এভাবে বিদেশ চলে যাই।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব জীবিত থাকলে, শেখ হাসিনা বেকার থাকতেন।

৮| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০১

রাকু হাসান বলেছেন:

Deutsche Welle এর সাংবাদিকরা দেখলাম যাচ্ছে ওদের সাক্ষাতকার নিতে। ব্লগারদের উপর সে দায়িত্ব আসলে
আপনাকে চাইবো লিড দিতে। কেননা আপনার মত অভিজ্ঞ, বিচক্ষণ ব্লগে কেউ নাই। নেতৃত্ব দিতে অবশ্যই সব গুণাবলী থাকা দরকার।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের সমস্যায়, অনেক দেশের সরকার নিজের মানুষদের বিবিধভাবে সাহায্য করে। যেমন, ওখানাকর নিকটবর্তী কোন দুতাবাস থেকে এই মানুষগুলোকে বিশেষ অপারেশনের মাধ্যমে ইতালী বা জার্মানীতে পৌঁছতে সাহায্য করা সম্ভব। ইসরায়েল সব সময় নিজের লোকদের জন্য ব্যবস্হা করে।

৯| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বিষয়ে ভাবার জন্যও একটা ভাবনা মন্ত্রনালয় দরকার।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগ, ব্লগই ভাবনা-মন্ত্রনালয়।

১০| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমাদের দেশের কোনো সরকারই জনশক্তি উন্নয়ন নিয়ে কখনোই কোনো পরিকল্পনা করে নাই। যে সকল প্রবাসী বিদেশে যেতে পেরেছেন তাদের একাংশ গিয়েছেন নিজ চেষ্টায় আর আরেকাংশ গিয়েছেন ভিটামাটি বিক্রি করে দালালদের মাধ্যমে - এখানে কোনো সরকারেরই ছিটেফোঁটা কৃতিত্ব নেই।

ইদানিং কানাডার অনেক শহরের ছোটোখাটো কলেজগুলোতে ভারতীয় ছাত্রছাত্রীদের দ্বারা সয়লাব হয়ে গেছে। যদিও এদের অনেকেরই আচার আচরণ, পরিচ্ছন্নতা ও শিক্ষাগত মান নিয়ে এখানকার অনেকে ভ্রু কুঁচকে প্রশ্ন করেন যে এরা কিভাবে এই ভর্তি হওয়ার সুযোগ পেলো। এদের অনেকেই আইইএলটিস বা টেফেলে যে নাম্বার নিয়ে ভর্তি হচ্ছে তা প্রশ্নের উদ্রেক রাখে। তারপরও এদেরকে ভারতীয় সরকার বিভিন্ন রকমের ঋণ দিয়ে প্রবাসে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে সবরকম সহায়তা করছে। ছাত্রছাত্রীদের সারা বিশ্বে ছড়িয়ে দিতে ভারতীয় সরকারের প্রাণান্তকর চেষ্টা দেখেই বুঝা যায় যে ওই দেশের সরকারের এই বিষয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা রয়েছে।

আমাদের রাজনৈতিক নেতৃত্ব ও আমলা শ্রেণীর কুম্ভকর্ণের ঘুম কবে ভাঙবে আল্লাহ মালুম !

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


সমস্ত আমলা, রাজনৈতিক দলের নেতা, ও ব্যবসায়ীদের ছেলেমেয়ে আমেরিকা ও ইউরোপে পড়ে; গার্মেন্টস কর্মী, চাষী ও শ্রমিকের বাচ্চারা ছাত্রলীগে পড়ালেখা করে।

১১| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৪২

রাকু হাসান বলেছেন:



কিছু দিন আগেই এক তুর্কি টুইট করেছিল করোনা কালে বাংলাদেশে আটকে গিয়ে এরদোয়ান নিজে হস্তক্ষেপ করে
যাওয়ার ব্যবস্থা করছে। যে যেহেতু আমরা আমি পাবলিকরা এটা জানতে পারলাম সরকারেরও জানান কথা ছিল

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


জংগল থেকে হয়তো টুইট করতে পারছে না শেখ হাসিনাকে, জার্মানী পৌঁছলে টুইট করবে।

১২| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৪৩

রাকু হাসান বলেছেন:

কিছু দিন আগেই এক তুর্কি টুইট করেছিল করোনা কালে বাংলাদেশে আটকে গিয়ে এরদোয়ান নিজে হস্তক্ষেপ করে
যাওয়ার ব্যবস্থা করছে। যে যেহেতু আমরা আমি পাবলিকরা এটা জানতে পারলাম সরকারেরও জানার কথা ছিল

১৩| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০০

একাল-সেকাল বলেছেন:
সরকারি লোকজনের ভাতে সরকার ঘি দিচ্ছে। আর তিনারা পর্দা আর বালিশ নিয়ে এতটাই ব্যস্ত যে, আন্ডারওয়ার-পরা বাংগালীরা রেমিটেন্স সৈনিক না হওয়া পর্যন্ত ভাবনার বাইরে থাকে।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



ভুমধ্য সাগরে ডুবে টুবে যেই কয়জন বাঁচে, তারা আসল বাংগালী রেমিট্যান্স সৈনিক।

১৪| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

জাহিদ হাসান বলেছেন: আপনি যেভাবে গণহারে ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়ানদের চোর ও নিকৃষ্ট বলেছেন তা শোভনীয় নয়।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

চাঁদগাজী বলেছেন:



ওগুলো প্রকৃতির জারজ সন্তান।

১৫| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: পূর্ব ইউরোপের দেশগুলোর মানুষগুলো খুবই নিচু শ্রেনীর। যদিও জাতি হিসেবে আমরাও তেমন কোন আহামরি অবস্থানে নেই। আন্ডাওয়্যার পরা (আপনার ভাষ্য অনুযায়ী) বাঙালীদের অপছন্দ করি। অবৈধভাবে কোন দেশে প্রবেশকারীর কঠিন শাস্তি হওয়া প্রয়োজন, বিশ্বব্যাপী এটা একটা মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ ধারন করছে আর আগামীতে আরো করবে। রোহীঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে ভুল করেছে তার মূল্য বাংলাদেশকে দীর্ঘদিন দিয়ে যেতে হবে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের মাথায় "চাকুরী সৃষ্টি" করতে হবে, এই ধরণের কোন ভাবনা কোনদিনও আসেনি; সরকারের কোন অফিস নেই, যেখানে গ্রামের একজন মানুষ গিয়ে বলতে পারবে যে, আমার একটা চাকুরী দরকার, আমার স্ত্রী না খেয়ে আছে; সমস্যাটা এখানে।

গ্রামের মানুষ ঢাকাও চেনে না ঠিক মতো। ফলে, তারা "আদম বেপারীর" কাছে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.