নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনায় একদিনের গন্ডগোল

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮



আমাদের সবচেয়ে কাছের দোকানটি হচ্ছে, তুর্কিদের ফলমুল-গ্রোসারীর দোকান; চীনাদের দোকানের মতো গিন্জি, আমি পারতপক্ষে যাই না; ভোরে চা'য়ের দুধ নেই; বেলা উঠার আগেই গেলাম, এই সময়ে মানুষজন থাকে না; দুধ নেয়ার সময়, রুটি, ডিম, কলা, কয়েকটা কমলাও নিয়ে নিলাম। ভোরে ক্যাশে একা এক পুয়ের্তোরিকান স্পেনিশ মেয়ে, মাস্ক নেই; আমি বললাম,
-প্লীজ, মাস্ক পর, আমি বয়স্ক মানুষ, ভয়ে আছি!
-আমার পরা লাগবে না, তোমার পরা আছে, এতেই চলবে।।
-আমি তা'হলে কিছু কিনবো না।
-তোমার ইচ্ছা।
আমি সবকিছু ফ্লোরে ছড়ায়ে ছিটায়ে রেখে বললাম,
-ঠিক আছে, কাজ করতে থাক; আমি আবারো আসবো।
-আমি পুলিশ ডাকবো!
-পুলিশ এলে আমাকে কল করিও।

দুপুরে খেয়ে হাঁটতে বের হয়েছি, যেসব রাস্তায় মানুষ কম, সেইদিক দিয়ে যাচ্ছি; ইহুদী এলাকায় বড় এক ডিসকাউন্ট ষ্টোরের সামনে দিয়ে যাবার সময় দেখি ২ বাংগালী বাসের জন্য অপেক্ষা করছেন; আর, কোন এক দোকানের মালিকের ১৪ গোষ্ঠি উদ্ধার করছেন; আমি জিজ্ঞাসা করলাম,
- ব্যাপার কি?
-বলিয়েন না, এই দোকান বিজ্ঞাপন দিয়েছে লোক নেবে; দুর থেকে এলাম, উল্টাপাল্টা কথা বলে আমাদের ২ জনকেই বাদ দিয়ে দিলো।

দেখলাম, দোকানের দরজায় বিজ্ঞপ্তি, "সাহায্য প্রয়োজন"; জরুরী ভিত্তিতে ক্যাসিয়ার ও মালামাল সাজিয়ে রাখার লোক দরকার। আমি ভেতরে গেলাম, লোকজন নেই, ক্যাশে এক ইহুদী মহিলা; উনাকে জানালাম, চাকুরীর খোঁজে এসেছি। তিনি আংগুল দিয়ে অফিস দেখায়ে দিলেন , কাঁচের তৈরি মুরগীর খাঁচার মতো এক রুমের মাঝে এক হেসিডিক ইহুদী বসে আছে; আমি দরজার কাছে যেতেই বেরিয়ে এলেন; আমি বললাম,
-চাকুরী চাই!
-দাঁড়াও, আমি ফরম দিচ্ছি।
-না ফরম লাগবে না, আগে চাকুরীর কথা বলুন।
-রিটেইল ব্যবসায় কাজ করেছ? মালামাল সাজিয়ে রাখতে হবে, ট্রাক থেকে মালামাল নামায়ে বেইজমেন্টে নিতে হবে; তোমার বয়স হয়েছে, পারবা না।
-চিন্তিত হয়ো না, পারবো! ঘন্টায় বেতন কত?
-১০ ডলার!
-এত কম বেতনে মালামাল উঠানো নামানোর কাজ করতে পারবো না; কম বেতনে ক্যাশিয়ারের কাজ করতে পারবো!
-কত কমে পারবা?
-ফ্রি, ক্যাশিয়ারের কাজ করবো ফ্রি, বেতন দেয়া লাগবে না।
-তুমি কি জোক করতে এসেছ? আমার সময় নষ্ট করেছ, ফ্রিতে কেহ কাজ করে?
-ফ্রিতে ক্যাশের কাজ করার একটা ফর্মুলা আমি জানি।
- গুডলাক, যাও।
-আমার ফোন নাম্বার রেখে যাবো? ফ্রি ক্যাশিয়ার লাগলে আমাকে ফোন করিও।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর একটি লেখা।

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


মাঝে মাঝে ব্লগেও গন্ডগোল করার ইচ্ছে হয়, এডমিন থাকায় সুবিধে হচ্ছে না।

২| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজাই লাগল

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



কবিরা মনে হয়, গন্ডগোল টন্ডগোল করেন না?

৩| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশেও অনেক চাকরি আছে সেগুলিতে বেতন না দিলেও মানুষেরা সে সমস্ত চাকরি করবে। অনেক আগ্রহ ও আনন্দ নিয়েই করবে।

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


সেক্রেটারিয়েটের সবাইকে যদি বলে যে, বেতন দেয়া হবে না, মরার আগের দিন অবধি কাজ করবে।

পুলিশ বরং সরকারকে মাসে মাসে কিছু টাকা দিয়ে চাকুরী করবে।

৪| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

নতুন নকিব বলেছেন:



ভোর বেলায় ক্যাশে একা থাকা স্পেনিশ মেয়েটির সাথে ভালোভাবে একটু ঝগড়া টগড়া করবেন সেটাই তো ভালো ছিল। সেসব না করে হুট করেই ফ্লোরে সবকিছু ছড়িয়ে দিলেন বলে ব্যাপারটি আপনার প্রথাবিরোধী হয়ে গেল না? অর্থাৎ, অর্থহীন ফাও আলাপ যে জমে উঠলো না!

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনি বোধ হয় পুয়ের্তোরিকান মেয়ে দেখেননি, ভয়ে আপনার অজু চলে যাবে।

৫| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনাকে নিয়ে চিন্তা হয়, কোন দিন আবার সত্যি সত্যি পুলিশ ডেকে ঝামেলা টামেলা বাধিয়ে দেয়! একটু রয়েসয়ে চলেন। ভ্যাজাল কিন্তু বেধে যেতে পারে।

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় সবাই পুলিশের ভয় দেখায়, কল করলে পুলিশ আসে না সহজে; হার্ট এ্যাটাক আর আগুন লেগেছে বললে আসে।

৬| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০০

নতুন নকিব বলেছেন:



ও.... উজুর কথা বলাতে আবার অন্য কথা মনে পড়ে গেল। আপনার ওখানে মসজিদ আছে? বাসা থেকে কত দূর? ওখানকার মসজিদগুলো করোনাকালীন বন্ধের পরে পুনরায় নামাজ পড়ার জন্য খুলে দেয়া হয়েছে কি?

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


আমার ৬০০ গজের মাঝে ৪টি মসজিদ; করোনায় বন্ধ ছিলো; সেপ্টম্বরে খোলা ছিলো; গত সপ্তাহ থেকে ১০ জন একসাথে ভেতরে থাকার নিয়ম করে দিয়েছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

নতুন নকিব বলেছেন:



পুরো করোনায় শুধু এক দিন গন্ডগোল করেছেন- এটা বিশ্বাস হয় না। গন্ডগোল নিশ্চয়ই অনেক দিন করেছেন। বাকিগুলোও পর্যায়ক্রমে জানাতে পারেন।

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


আমি নিয়মের মাঝে থেকে গন্ডগোল টন্ডগোল করি; করোনার সময় ভয়ংকর করোনা এলাকায় ছিলাম; আমাদের এলাকায় এখন আবার 'রেড এলার্ট'; আমাদের পাশে হেসিডিক ইইহুদীদের পাড়া, এরা মাস্ক মুস্ক পরে না, এদের নিয়ে সমস্যা।

৮| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



মেঝেতে সব জিনিষপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়া সত্যিই দারুন নিয়ম বটে!

তবে দেশে বেড়াতে এসে আবার এসব নিয়মের প্রাকটিস করতে যাবেন না যেন! বুঝেনই তো দেশের যা অবস্থা!!!

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে আমি ব্যতিতই গন্ডগোল লেগে আছে; আমি নিজ দেশে গন্ডগোলের পক্ষে নই।

৯| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমি গতকাল থেকে আবার বাইরে বের হচ্ছি। তবে লোকজন কাছে এলেই আতঙ্কিত লাগছে।ডাবল মাস্ক পড়েও যেন স্বাভাবিক ভাবে চলতে পরছিনা। আমার বাসার উচ্ছিষ্ট ছয় দিন পর পৌরসভার নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও বারে বারে ফোন করেও সপ্তম-অষ্টম দিনেও কোনো গাড়ি পাঠায় নি। এদিকে সেই পলিথিনের পচা গন্ধ বেশকিছু দিন নিষ্ক্রিয় থাকা নাকের দরজার আঘাত করছিল। সঙ্গে অদ্ভুত একটা পোকাও হয়েছিল। আমি আগে থেকেই বাসার গ্যারেজে উচ্ছিষ্টকে সংরক্ষণ করেছিলাম। অষ্টম দিন রাতে আর থাকতে না পেরে স্কুটিতে করে পৌর ও পঞ্চায়েতের মাঝে একটি বড় খোলা স্থানে ফেলে দিয়ে আসি।অথচ এভাবে ফেলে দিতে আমার নিজেরই এত খারাপ লাগছিল সে আর বলার নয়।

দশম দিন সকালে পৌরসভা থেকে আমাকে পলিথিন কালেকশনের জন্য ফোন করলে আমি অকপটে স্বীকার করে ইতিমধ্যে আমি সেটিকে অমুক স্থানে ফেলে দিয়ে এসেছি। এতই পচন ধরে ছিল যে যে সেটিকে কোন অবস্থায় আর ফেলে রাখা সম্ভব হচ্ছিল না। পৌরসভার কর্মীরা খুব খুশি মনে 'ওকে' বলে ফোনটা কেটে দেয়। এই হলো আমাদের এখানে করোনা বাসার উচ্ছিষ্ট গ্রহণের সর্তকতা।


২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনারা সুস্হ, ভালো খবর।
করোনা রোগীর বাসার উচ্ছিষ্ট গ্রহণের সর্তকতা,ইহা কোন ধরণের মেডিক্যাল পদক্ষেপ?

১০| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

নতুন নকিব বলেছেন:



আমি নিজ দেশে গন্ডগোলের পক্ষে নই।

-সত্যিকারের দেশপ্রেমিক ইহাকেই বলে!

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




আমি দেশপ্রেমিক নই; তবে, আমার গ্রামটাকে পছন্দ করি; আমি পারলে, ঢাকাকে বাংলাদেশ থেকে আলাদা করে দিতাম, সব দুষ্ট থেকে বাঁচা যেতো।

১১| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

নতুন নকিব বলেছেন:



যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ডঃ

অতি মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। শুক্রবার দেশটিতে শনাক্ত হয়েছেন ৮০ হাজার ৫ জন করোনা রোগী। এর আগে ১৬ জুলাই শনাক্ত হয়েছিলো ৭৭ হাজার ৩৬২ জন। এটিই ছিলো এখন পর্যন্ত মার্কিন রেকর্ড। যুক্তরাষ্ট্রে দ্রতই বাড়ছে হাসপাতালে ভর্তি ও মৃত রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ড. জেরোমে অ্যাডামস বলেছেন, পুরো দেশজুড়ে হাসপাতাল শয্যার ৭৫ শতাংশ ইতোমদ্যেই দখল হয়ে গেছে। -সিএনএন, এনবিসি, জন হপকিন্স ইউনিভার্সিটি

যদি পরিস্থিতির উন্নতি না হয় দুই সপ্তাহের মধ্যে দেখা যাবে শয্যা সঙ্কট। শুক্রবার মারা গেছেন ৯৬২ জন। শয্যা সঙ্কট দেখা দিলে মৃতের সংখ্যা আরও বাড়বে। ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪১ হাজারের বেশি কোভিড-১৯ রোগি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ২০ আগস্টের পর দেশটিতে আর হাসপাতালে এতো রোগি ভর্তির ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগির সংখ্যা ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ২ লাখ ২৯ হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৯৮ হাজার ১৬১ জন।

খুবই সাবধানে চলাফেরা করুন। নিতান্ত প্রয়োজন না হলে গন্ডগোল ফন্ডগোল করতে যাওয়ার দরকার নেই। আপাততঃ কষ্ট হলেও একটু চার দেয়ালের মধ্যেই থাকুন। একান্ত গন্ডগোলের ইচ্ছে জাগলে ভালোভাবে উজু করে এসে ব্লগে নূরু ভাইকে স্মরণ করেন।

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি বসে বসে সেই সংবাদই দেখছি।

প্রথম ওয়েভে আমাদের এলাকা (সাথে কুইন্স এলাকা) বিশ্বের সবচেয়ে বেশী আক্রান্তের রেকর্ড করেছিলো, এখন ২ সপ্তাহ রেড এলার্টে। নুরু সাহেবের দোয়ায়, এখনো কোনভাবে চলে যাচ্ছি!

১২| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৩

রামিসা রোজা বলেছেন:
আপনাদের ওখানকার মানুষও কিছু দেখছি আমাদের
বাঙ্গালীদের মত অসচেতন । এখানকার অনেক লোকই
মাস্ক ব্যবহার করে না ।
আমার তো মনে হয় না আপনি সত্যি সত্যি পুলিশ
ডাকতেন , না-কি ডাকতেন ?

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



দোকানের ক্যাশিয়ার পুলিশ ডাকার ভয় দেখায়েছিলো, এসব ব্যাপারে পুলিশ আসে না।

এখানে, ইহুদীরা, পুর্ব ইউরোপীয় ও স্পেনিশরা মাস্ক পরে না; বাংগালীরা মাস্ক গলায় ঝুলায়ে রাখে।

১৩| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: পুয়ের্তোরিকান-রা হলো আমেরিকার বস্তিবাসী। ঢাকায় হয়তো বস্তিতেও ভালো মানুষ আছে, কিন্তু এদরে মধ্যে তাও নেই। এদের বেশীরভাগ লোকের আচার-আচরণ রাস্তার ভ্র্যাম্যমান পতিতার চেয়েও খারাপ। তথাকথিত স্প্যানিশদেরকে এখানকার উচুঁ তলার বা সাদা আমেরিকানরা ভালো চোখে দেখেনা। কাজ-কর্ম না করলেও প্রতি বছর এদের বাচ্চা-কাচ্চা হতেই থাকে। ২০ বছরের একটা মেয়েরও হয়তো দেখবেন স্ট্রলারে একটা বাচ্চা, রাস্তায় হাটছে একটা আর পেটে একটা বাচ্চা। এই বাচ্চাগুলো হলো সরকারী ভাতা পাবার চেক। অবশ্য অনেকদিন ধরেই বাঙালীদের মধ্যেও এই অসুখ ছড়িয়ে পড়েছে।

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:




সঠিক।
ভালো দিক হলো, সুন্দরী, হাসিখুশী, ঝগড়াতে ও হিংস্র।

১৪| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: পৌরসভা থেকে আমাদের মতো পরিবারগুলির বর্জ্য আলাদা করে সংগ্রহ করতে একটা বড় পলিথিন দিয়ে বলেছিল, ছয়দিন পরে আলাদা ময়লা ফেলা গাড়ি এসে ওসব নিয়ে যাবে। সঙ্গে বাসার কোন কিছু কুকুরকে দিতে বাইরে না ফেলতে সতর্ক করে যায়। সেই মোতাবেক আমরা উচ্ছিষ্ট এক জায়গায় জমা করি যা ছয়দিন পর ওদের নিয়ে যাওয়ার কথা ছিল। ওরা সময়ে না আসায় আট দিন পর রাতে অন্যত্র ফেলে আসা।ওরা খোঁজ নিতে ফোন করে দশদিন পর। সেই কথাই বলতে চেয়েছিলাম.
সাধারণ বর্জ্যকে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে একটা জায়গায় রিসাইকেল করে। কাজেই আগের মতো ময়লা কোন একজায়গায় জমা না করে দিনের দিনৈই রিসাইকেল হয়ে যায়। সেই স্থানে করোনার আবর্জনা নেয়না।যা থেকে ই পৌরসভার সতর্কতা।

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



বুঝেছি, ধন্যবাদ।
ভারত তো আমেরিকা থেকেও এক কদম সামনে আছে, ভালোই

১৫| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮

হাসান রাজু বলেছেন: আসলে তো এতো কিছু করেন নাই। লেখায় টেস্ট বাড়াইতে বিট লবন ছিটাইছেন। পরিমান মত লবন/মসলা একজন ভালো রাধুনি ই দিতে পারেন। আপনি ব্লগে খুব ভাল লিখেন।

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি চট্টগ্রামের লোক হয়ে থাকেন, একটু ঝালও যোগ করা হবে।

১৬| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: ফল গুলো যথাস্থানে না রেখে ফ্লোরে রাখতে গেলেন কেন?
আপনি পারলেন এই কাজ করতে!!!!

২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



মেয়ে মানুষকে তো গালি দেয়া যায় না, তাই তাকে মনোকষ্ট দেয়ার জন্য সবকিছু ফ্লোরে রাখলাম; ডোডো বললে সে না বুঝারই সম্ভাবনা ছিলো।

১৭| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া ফ্লোরে ছড়ায় ছিটায় আসলে???

গেইটে আটকালো না???

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



২ জন স্পেনিশ ছিলো, ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত ছিলো, কিছু বলেনি ; আটকালে, সেটারও সমাধান করা হতো।

১৮| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বয়স হয়েছে, ঝগড়া ঝাটিতে যাবেন না।সমাজে অনেক দুষ্ট লোক আছে।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



এগুলো দুষ্টদের প্রতিহত করার প্রচেষ্টা

১৯| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

শায়মা বলেছেন: গুড গুড ভেরি গুড!!! :)

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


কেহ অকারণ গন্ডগোল করলে আমি লেগে যাই।

২০| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২০

আকন বিডি বলেছেন: সাবধানে সজ্ঞানে সর্তকতার সহিত চলিয়েন স্যার যে পরিস্থিতি সামনে অপেক্ষমান, ভয় হয়।

view this link

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকাকে মগের মুল্লুকে পরিণত করেছে; ধন্যবাদ, খেয়াল রেখে চলবো।

২১| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৩৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে থাকলে এরকম করতে পারতেন না।

২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ এখন বার্মার মতো, মগের মুল্লুক; বার্মিজেরা বাংগালীদের পছন্দ করে না।

২২| ২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৩৬

কানিজ রিনা বলেছেন: যক্ষ্মা কলেরা ম্যালেরিয়া টাইফয়েড নিউমোনিয়া পলিও
এরকম কিছু রোগের ভ্যাকসিন থাকা সত্ত্বেও এখনো এই সব রোগের প্রকোপ দেখা যায় মানুষের মাঝে।
যদিও প্রটেকশনের ওষুধ আছে তার পরেও রোগগুলো
এখনো বিরাজ করে। আমার বিশ্বাস করোনা বা কভিদ
১৯ একইরকম ভাবে রয়ে যাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার করোনা অত্যন্ত ছোঁয়াচে রোগ রোগীর আশেপাশে যাওয়াটাও ভয়ের ব্যাপার। সারা পৃথিবীতে কবে নাগাদ এর ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হবে সে কথার আশ্বাস পাওয়া যাচ্ছে না। এমন ওষুধ যেমন কলেরা নিউমোনিয়া যক্ষা হলে নির্মূলের জন্য কার্যকরী ওষুধ আছে। সেরকম ঔষুধ এখনো বের হচ্ছে না।
মানুষ অসহ্য হয়ে যাচ্ছে আর কতদিন মাস্ক পড়বে ভাবখানা এমন মরলে মরবো।

২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:



স্বয়ং চীনারা নিয়ম মেনে করোনামুক্ত হয়েছে। বাংগালীরা সঠিক ভেকসিন পেতে ২০২১ সালের শেষভাগে কিংবা ২০২২ সাল। বাংগালীরা শেখ হাসিনার কথা শোনেনি; কারণ, উনার উপর মানুষের আস্হা নেই, কিন্তু ইহাতে জাতির অনেক অনেক ক্ষতি হয়েছে

২৩| ২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নুরু সাহেব আজকাল খুব নীরব থাকছেন।
কোন গন্ডগোল করছেন না।
ফুলেল শুভেচ্ছ দিয়েই খালাস করে যাচ্ছেন।

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:



উনি ইবাদত বন্দেগী নিয়ে আছেন।

২৪| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৪

আমি ব্লগার হইছি! বলেছেন: ট্রাম্প ভাই কে ভোট দিন।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভোট পাচ্ছে, জয়ী না হলেই ভালো।

২৫| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৫

হাসান রাজু বলেছেন: ঝাল খেতে পারি। ঝাল কিন্তু বেশি খেতে সাহায্য করে।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


ওকে, বাংলাদেশে কাঁচা মরিচের দাম এইজন্যই চড়া

২৬| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৮

হাসান রাজু বলেছেন: নুরু সাহেবের দোয়ায় আপনার আস্থা বাড়ছে দেখছি । উনার দোয়ায় ভাল বরকত হচ্ছে আপনার।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



উনি আমার জন্য সব সময় দোয়া করতে থাকেন; উনার ধারণা, আমার মনোভাবে ভয়ংকর সমস্যা আছে।

২৭| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

হাসান রাজু বলেছেন: এখন আপনি বিশ্বাস করছেন- উনার ধারণা নির্ভুল :) উনার দোয়ায় কাজ করে B-)) ।? মুরিদ হয়ে যাবেন নাকি?

২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



আমার কাছে দোয়া মানে, শুভ-কামনা

২৮| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪১

আমি সাজিদ বলেছেন: হেসিডিক ইহুদি মানে কি?

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


ইহা ইহুদীদের একটি সেক্ট ( মুসলমানদের শিয়া, সুন্নীদের মতো), এরা আমেরিকার ব্রুকলীনে ও ইসরায়েলে বাস করে, মুলত: ব্যবসায়ী।

২৯| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

সামিয়া বলেছেন: আপনার লেখা আমার ভালো লাগে , লেখার স্টাইল অন্যরকম চট করে ধরা যায় না পরবর্তীতে কি হবে, আপনি বড় ধরনের কোনো লেখা লিখছেন না কেন? আপনার নিজের জীবনী অথবা গল্প কিংবা উপন্যাস?

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার সামান্য শারীরিক সমস্যা আছে, আমি বড় কিছু লিখার প্ল্যান করছি না।

৩০| ২৮ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লিখেছেন ।
করোনায়তো প্রতি দিনই আমার একটা না একটা গন্ডগুল হয়ই হয় ।
বেশ কটি বড় লেখা থমকে গেছে অসুস্থতার কারণে । লেখতে গেলেই
মাথায় না হয় পিঠে ব্যথা দেখা দেয়। গন্ডগুল লেগে যায় লেখায় ।

২৮ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



করোনার কিছু প্রভাব বেশ কিছুদিন থাকছে, মনে হয়। বিশ্বে সবচেয়ে যে দুইটি শহর বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে: কুইন্স ও ব্রুকলীন, তার একটিতে আমি আছি, মোটামুটি চিন্তিত।

৩১| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক দিন পর একটু হাসলাম কারণ ফ্লোরে আপনি দুধ, রুটি, ডিম, কলা ও কমলা ছড়ায়ে ছিটিয়ে দেওয়ার কারণে; এই বয়সে এরকম করলে লোকে আপনাকে বৃদ্ধবয়সে মতিভ্রম হয়েছে বলে ভাববে।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



কেহ অকারণ সমস্যার সৃষ্ট করলে, আমি উহাকে হ্যান্ডলিং করার চেষ্টা করি

৩২| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার নতুন কোন পোস্ট পাচ্ছি না ।
নাকি আপনি, আপনি আবার ফ্রান্স বর্জন করার মত পোস্ট বর্জন করতে চলেছেন।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



আমাকে জেনারেল করে রেখেছে। এডমিনে নতুন লোকজন ঢুকলো কিনা কে জানে!

৩৩| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন:



এদের কাউকে চিনেন?

৩৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


না, চিনি না।

৩৫| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১:২৩

আমি সাজিদ বলেছেন: কি মন্তব্যের জন্য জেনারেল হলেন আবার?

২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



এক বিজ্ঞ বলছিলেন যে, বাংলাদশ উন্নয়নে ভেসে যাচ্ছে; আমি বলছিলাম, "দেশে ইয়াবা কি ফ্রি করে দিয়েছে!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.