নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিজ পায়ে দাঁড়াতে না পারলে, আমরা আজীবন ৩য় বিশ্বে থাকবো

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫০



বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, দেশের সরকার, প্রশাসন (ব্যুরোক্রেটরা), গ্রামীন সরকার (চেয়ারম্যান, মেম্বার, সার্কেল অফিসার), ইউনিভার্সিটির শিক্ষকেরা সবাই একটা বিষয়ে একমত ছিলো যে, আমরা বিদেশী "রিলিফ" না পেলে, না খেয়ে মারা যাবো। মাত্র সাড়ে ৭ কোটি মানুষ, এত উর্বর জমি, পুর্বদিকে পাহাড়, দক্ষিণে সাগর, মাঠে মাছ, বৃষ্টির পানি, সস্তা জীবন, এতগুলো হাত, এতগুলো মাথা; তারপরও সবাই ধরে নিয়েছিলো যে, আমেরিকা, ইউরোপ, জাপান যদি সাহায্য না করে, আমরা বাঁচবো না।

রিলিফ আসার শুরু করলো, কম্বল, বোম্বল, দুধ, মুত, চাল, ডাল, পুরাতন কাপড়, ডলার, গম, ঘি, কাপড়, টিন, সিমেন্ট, জুতা, সবই আসার শুরু করলো। রিলিফ আসছে, মানুষকে দিচ্ছে, চুরি হচ্ছে, ঢাকায় বাড়ী উঠছে, যারা রিকসায় চড়তো তারা পুরাণ গাড়ী কিনছে। গ্রামের মানুষ ১ সের চালের জন্য সারাদিন ইউনিয়ন কাউন্সিলের সামনে বসে আছে, কাজ কর্মের খবর নেই, নিজের গরু-ছাগল দেখারও সময় নেই, সারদিনের শেষে ২ সের গম।

১৯৭৩ সালে কানাডায় কমনওয়েলথ'এর বৈঠক হচ্ছে, রাণীর দেশের সরকারের লোকেরা অটোয়ায় এসেছে; সবার সুখ দু:খের কাহিনী শোনা হবে; আমাদের শেখ সাহেবও গেছেন; অটোয়া এয়ারপোর্টের সাথে লাগানো এক হোটেলে সন্মেলন। সেখানে সিংগাপুরের লি কুয়ানও এসেছেন; লি কুয়ানকে ইউরোপের সবাই খুবই বুদ্ধিমান মানুষ হিসেবে চিনতেন। সেই লি কুয়ান এই সন্মেলনের ১ম দিন শেখ সাহবেকে দেখে অভিভুত হয়ে গেলেন, এত বড় বাংগালী! এই লোকের দেশের মানুষেরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, পাকিস্তানকে হারায়ে দিয়েছে, এরা নিশ্চয় খুবই শক্তিশালী জাতি।

সন্মেলনের ৩য় দিন, শেখ সাহেব নিজ বক্তৃতায় সারা বিশ্বের কাছে বাংগালী জাতির জন্য সাহায্য চাইলেন; লি কুয়ান হতবাক! এত বড় বাংগালী সাহায্য কেন চায়, ইহা কি কোন কাজ জানে না, মানুষকে কাজে লাগাতে পারে না, এই লোক কি ভিক্ষা করে জাতিকে পালন করতে চায়? লি কুয়ান খুবই হতাশ হয়ে গেলেন শেখ সাহেবের উপর।

জেনারেল জিয়া, জেনারেল এরশাদ ও বেগম জিয়াকে তৈরি করার সময় আল্লাহ এদের হাতে ভিক্ষার থালি ধরায়ে দিয়েছিলেন; মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় থালি হাতে এসেছিলেন।

এখন আপনারা শেখ হাসিনাকে দেখছেন; এমন এক অর্থনীতি করেছেন, বাংগালীরা আমেরিকা, কানাডা, সৌদীতে বসে বাংগালী মেয়ে বিয়ে করছেন টেলিফোনে! ঘরে কাযী এসে বিয়ে পড়ায়ে যাচ্ছে, বিয়ের শেষে নববধু বাপের ঘরে, গতকালের বিছানায় একা ঘুমাতে যাচ্ছে; তারপর বছরের পর বছর টেলিফোনে স্বামীর সাথে কথা বলছে, টেলিফোন-স্বামী; এইজন্য অনেক হিন্দু মেয়ে গাছকে বিয়ে করে, মনে হয়।

আমাদের পদ্মাসেতু, মেট্রোরেল বানাচ্ছে চীন, ইতালী, থাইল্যান্ড; বাংগালীরা বসে সামুতে ও ফেইসবুকে কবিতা লেখেন, হাদিস ব্যাখ্যা করেন, টিউশানী করেন।

এগুলোর অবসান না'হলে, বাংগালীরা আজীবন ৩য় বিশ্বে পড়ে থাকবে; দেশের পুরুষেরা থাকবে আরবের মরুভুতিতে, বউয়েরা জানালার পাশে শুয়ে চাঁদ দেখবেন ও তারা গুনবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সিংগাপুরের লি কুয়ান এবং কোরিয়ান পার্ক চুং হে
ভীষন এবং দেশ চালানের কৌশল দেখলে শেখ মুজিব এবং মেজর জিয়া দেশ পরিচালনায়
তেমন কঠোর ভাবে পরিচালনা করতে পারে নাই।

মাহাথির, লি-কুইন,পার্ক গনতন্ত্রের নামে ক্ষমতা আকরে ধরেছিল। দেশের আমুল পরিবর্তন এবং অর্থনৈতিক মুক্তি ঘটায়
জনগন তাদের মেনে নেয়।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, এরা সবাই মনের দিক থেকে ভিক্ষুক

২| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন:
এমন একজনকে দরকার যে সমগ্র জাতীকে উজ্জীবিত করতে পারে।বর্তমান নেতৃত্বের মাঝ এমন কাউকে দেখছি না।অবশ্য পৃয়োজন নেতৃত্ব শৃষ্টি করে।
আবার উল্টোটাও হতে পারে।দেশ চলে যেতে পারে অন্ধকারের অতল গহ্বরে।

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



নেলসন ম্যানডেলা জীবিত নেই, লি কুয়ান পরলোক গমণ করেছেন, জর্জ ওয়াশিংটন ফিরে আসবেন না, জাতিকে চলতে হবে।

৩| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: অনেক দিন পর পুরনো নিয়মে নতুন পোস্ট পেলাম। খুবই ভাল লাগলো,অসাধারণ পোস্ট।

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদেরকে আমাদের জাতির কক্ষপথ বুঝতে হবে।

৪| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: আপনার নজরে কি জি ডি পি আসেনা ? শুধু নেতাদের সমালোচনা করেন !!

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



আমাদের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যানুসারে জিডিপি খুবই ছোট; আমাদের কোন নেতা নেই, আছে 'কর্মকর্তা'।

৫| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে রাজনীতিবিদরা মনে করেন, দেশ জাহান্নামে যাক। আমরা আরাম আয়েশে থাকি। খাই দাই ফুর্তি করি। মজা লই।

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



এগুলো রাজনীতিবিদ নয়, এগুলো পংগোপাল।

৬| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নেতাদের যেমন দোষ আছে তেমনি দোষ আছে জনগণের ও।
তারা কাজ করতে চায় না।
যারা কাজ করতে চায় তারা একই সাথে দূর্নীতি করতে চায়।

সততা ও দেশপ্রেমকে কেউ হৃদয়ে ধারণ করতে চায় না।

কেউ কেউ আছে তারা কেবল ঝামেলা পাকায়।
খুন খারাবী করে বেড়ায়।

দেশ নিয়ে কে আর ভাবে?

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


বর্তমান যুগে, সরকারের নিয়মের বাহিরে মানুষ কিছু করতে পারে না, মানুষ সরকার ও প্রশাসনকে অনুসরণ করেন; আমাদের প্রশাসনে ডাকাত ব্যতিত কোন মানুষ নেই।

৭| ১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

শাহ আজিজ বলেছেন: পেশাজীবী আর পেশাদারিত্তের কোন বিকল্প নেই ।

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের ইন্জিনিয়ারদের অবস্হা দেখেন, কত বড় ইন্জিনিয়ারিং এসোসিয়েশন; পদ্মা, মেট্রোরেল, হাইওয়ে, ড্রেজিং নিয়ে তাদের কোন বক্তব্য দেখেছেন? ব্লগে আমি ৪ ইন্জিনিয়ারকে দেখেছি কোরান ও হাদিস ব্যাখ্যা করতে বরের পর বছর, যা আবার ১০০ ভাগ ভুল।

৮| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

সামিয়া বলেছেন: অকাট্য যুক্তি দুর্দান্ত লেখা

১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



এগুলে বুঝে, কিছু পদক্ষেপ নিতে হবে।

৯| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আামি আমার পোস্টে ব্লগার আহমেদ জী এস ভাই এর মন্তব্যে প্রতি উত্তর দিয়েছি -
জাতিগতভাবে আমাদের কাজকর্মের প্রতি এতো অনাগ্রহ কেনো? - এটি নিয়ে কি আদৌ কোনো জরিপ হয়েছে? যদি জরিপ না হয়ে থাকে, তাহলে কেনো আজ পর্যন্ত তা হয়নি এর জবাব কে দেবেন? এই দেশে কি পরিমান মানুষ আত্মহত্যার মতো আত্মবেকার হয়ে আছেন তার হিসাব কে বা কার কাছে আছে? (আত্মবেকার বলতে যারা নিজ নিজ খুশিতে বেকার হয়ে আছেন) জীবন ও জীবিকার জন্য আমার গ্রামের বাড়িতে যেতে হয় - আমার নিজে দেখা যে পরিমান মানুষকে আমি আত্মবেকার দেখছি তাদের কাজে কর্মে ফিরিয়ে আনাটা অসম্ভবেরও অসম্ভব বলে মনে করি।

১। গাধার মতো বসে থেকে সারা দিন শেষে “আড়াই সের” গম পেতো, সেই গম ভাঙ্গতে আবার গাধার মতো জাতাকল দিয়ে পিশতে হতো অথবা মিল ঘরে গাধার লাইন।

২। রিলিফ হিসেবে ঘরের টিন আসাটা ছিলো মারাত্বক বোকামী।

এই জাতির ও জাতির নেতানেত্রির ভিক্ষার থালা হাতেই জন্ম - সহমত পোষণ করছি।


১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



কাজ না করে, বিএনপ, আওয়ামী, জামাত-শিবির ক্যাডারেরা ভালো থাকাতে, ছেলেরা ছাত্রলীগ,ছাত্রদক ও শিবিরে গেছে ও যাচ্ছে।

তোফায়েল আহমেদ, আবদুর রব, শেখ সেলিম, আমান উল্লাহ আমান, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজেরা সমাজের কাছে উদাহরণ সৃষ্টি করেছে যে, কাজ না করেও ভালো থাকা যায়।

১০| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: এখন আমাদের দেশে রাজনীতি করাই সবচেয়ে আকর্ষণীয় পেশা। আসলে আদর্শ, নীতি- ন্যায় এসবের বালাই নেই সমাজের সর্বস্তরে। এমনকি বিচার বিভাগের প্রতিও মানুষের আস্থা অন্যান্য দেশের মত না। তারা নিজেদের দলীয় আদর্শের বাইরে যেতে পারে না।

১০ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিচারকদের অনেকেই ঘুষ নেয়; রাজনীতি কেহ করে না, দল করে।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা অনেকেই নিজ পায়ে দাঁড়ায়েছে; তবে, তারা জাতির পা ভেংগে দিয়েছে।

১১| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক Nurkse এর মতে "দারিদ্রের ঘুর্নায়মান চক্রটি ভাঙ্গতে না পারলে একটি দেশ নীজের
পায়ে দাড়াতে পারবেনা।এটা ভাঙতে পারে শুধু নীজেরাই , কেও এটা ভাঙ্গতে সহায়তা করবেনা বরং বিবিধভাবে
সহায়তা করবে কোন দরিদ্রদেশ যেন দারিদ্রের ঘুর্ণায়মান চক্রটি থেকে কোন কালেই বেরিয়ে আসতে না পারে ।
Vicious circle of poverty

আমাদের দেশের মানুষের প্রকৃত আয় খুবই কম, ফলে সঞ্চয় বলতে গেলে নাই, এর ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত
কিংবা খুবই কম। নিন্মমাত্রায় বিনিয়োগ কম হ ওয়ার কারণে মুলধন গঠিত হয় না ,এর ফলে উৎপাদনশীলতা কম ।
এর ফলে আবারো নিন্ম আয়। এই ভাবে দারিদ্রের ঘুর্ণায়মান চক্রটি চলতেই থাকে যুগের পর যুগ ধরে । উন্নয়ন হয়
বাধাগ্রস্ত।

From the supply side:
there is low income, low savings, low investment, capital deficiency and low productivity.
আবার
On the demand side:
low income, low demand for goods, limited home market and low investment.

According to Nurkse, a break through on demand side can be brought about by dashing
initiatives on the part of entrepreneurs. On the supply side the disguised unemployment ranging between 20% to 30% of total agri. labor force can be mobilized for financing capital formation.
And the parents of such disguised unemployed will go on feeding them. It means that
in Nurkse's model the hidden food surplus will finance the process of economic growth.


এখানে আমাদের দেশে the hidden food surplus কে আমরা যদি বুঝাই বাংলাদেশ ব্যংকে অলসভাবে
পরে থাকা বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ তাহলে এই অলস রিজার্ভকে ব্যাংক ভল্টে ফেলে না রেখে একে দেশের উৎপদনের কাজে লাগানো যায় তাহলে দারিদ্রের ঘর্ণায়মান চক্রটিকে সাপ্লাই সাইড ও ডিমান্ড উভয়দিক দিয়েই
আমরা ভাঙ্গতে পারব । এর জন্য একটি যোগ্য নেতৃত্ব যেমনি দরকার তেমনি দরকার একটি দক্ষ প্রফেশনাল বাহিনী ।
এর জন্য শিক্ষাই বড় সম্পদ ।

মুল্যবান পোষ্টটির জন্য ধন্যবাদ ।

১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের রিজার্ভ বাড়ানো নিয়ে সংবাদ আসে, মুহিত ও আওয়ামি লীগ মানউষকে এমন একটা ধারণা দিয়েছে যে, রিযার্ভ বেশী মানে আমরা ধনী, টাকা জমা হচ্ছে! এসব ইডিয়টরা আমাদের দেশ চালয়েছে, এখনো চালাচ্ছে! বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়নের মতো রাখলেই চলে; কমপক্ষে, ১৫ বিলিয়নের মতো অলস আছে, দেশে বিনিয়োগ করার মতো দক্ষতা ওদের নেই।

চক্রটি ঠিক আছে, উহা ভাংগার জন্য সাহসী ফাইন্যন্সিয়াল ও দক্ষ মানুষের দরকার।

১২| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার যত লেখা আছে তারমধ্যে এই লেখাটি অত্যন্ত সমৃদ্ধ একটি লেখা। অল্পকথায় সমগ্র বাংলাদেশ, জনগন এবং মূর্খ, চোর ও ভিক্ষুক নেতানেত্রীদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

১২ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, শিক্ষিতরা এগুলো বুঝার কথা।

১৩| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৩

জিকোব্লগ বলেছেন:



বাংলাদেশে বাংলাদেশি পাসপোর্টধারীর চেয়ে
উন্নত বিশ্বের পাসপোর্টধারীরা বেশি সম্মান
নিরাপত্তা পায়। যে মানুষগুলোর বিশ্বাসে চিন্তা
চেতনায় সমস্যা আছে, তারা কিভাবে দাঁড়াবে !

১২ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষকে অশিক্ষিত করে রাখায়, মানুষ বিশ্বকে বুঝতেছেন না; ব্যরোক্রটরা দেশকে কলোনীর মতো চালাচ্ছে, নিজেরা চুরি চামারী করে চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.