নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনার পরিচিতদের মাঝে, প্রতিবেশীদের মাঝে কি পরিমাণ শিক্ষিত বেকার আছে?

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬



এই বছর শিক্ষিত, অশিক্ষিত মিলে মোটামুটি ১৮/২০ লাখ মানুষ কর্ম-জীবনে প্রবেশ করার কথা ছিলো; করোনার কারণে নতুন ব্যবসা বাণিজ্য তেমন শুরু হয়নি, অনেক ব্যবসা বন্ধ রয়েছে, অনেক ব্যবসা শ্লো; ফলে, নতুন চাকুরী তেমন সৃষ্টি হয়নি, এবং অনেকর চাকুরী চলে গেছে; সব মিলে দেশের অর্থনীতি বেশ স্হবির হওয়ার কথা; আপনারা যারা চাকুরী করছেন, ব্যবসা করছেন, তাঁরা কি দেখছেন?

করোনার কারণে আমার দেশে যাওয়া হয়নি; ভাইদের সাথে আলাপ আলোচনা থেকে বুঝতে পারলাম, করোনার কারণে আমাদের গ্রাম থেকে নতুন করে লোকজন বিদেশে যেতে পারেনি; সৌদী থেকে ফিরে আসা লোকজন আর ফিরে যাবার চেষ্টা করছে না। কিছু পরিবারের লোকজন চট্টগ্রাম শহরে অকারণে বসবাস করতো, তাদের মাঝে কয়েকটি পরিবার ফিরে এসেছে, আয় নেই।

উত্তর চট্টগ্রামের গ্রামগুলোতে ক্রমাগড়ভাবে বাড়ী ও দোকানঘর উঠছিল দীর্ঘ বছর থেকেই, করোনা উহার গতি কমায়েছে; মনে হয়, ইহা সাময়িক; কিন্তু বেশ পরিমাণ রাজমিস্ত্রী, সুতার মিস্ত্রি, ইলেট্রিসিয়ান মোটামুটি কম ব্যস্তার সময় কাটাচ্ছে। একটা অপ্রয়োজনীয় হাউজিং প্রজেক্ট শুরু হয়েছিলো আমাদের েলকায় ২০১৮ সালে, সেটা আপাতত বন্ধ। মিরসরাই উপজেলাতে দেশের বৃহত্তম শিল্পান্চল গড়ার কাজও বেশ শ্লো হয়ে পড়েছে শুনলাম; অবশ্য, উহার পরিকল্পনা স্হানীয় লোকেরা জানে না, উহার ইনফ্রা-ষ্ট্রাকচার গড়ছে চীনারা; মাটি কাটার কাঝ করছে বাহিরের মহিলারা, স্হানীয় লোকজন তেমন জড়িত নয়।

গার্মেন্টস ও রাজধানীর ব্যবসা বাণিজ্যের কি কখবর? এরা নতুন লোকজন নিচ্ছে? আমেরিকার যেসব চেইনগুলো মলে বাংলাদেশের কাপড় চোপড় বিক্রয় করতো সেগুলো মোটামুটি এখনো জনশুন্য; আমেরিকায় গার্মেন্টস কি রপ্তানী হচ্ছে? গার্মেন্টস'এর ইউরোপীয় বাজারের খবর কি?

আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীর মাঝে কি পরিমাণ শিক্ষিত বেকার দেখছেন? এরা কি কিছু করার চেষ্টটা করছেন? সরকারী খালি পদগুলো কি সরকার পুরণ করেছে?

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মাকার মাহিতা বলেছেন: বর্তমান বাংলাদেশে সর্বমোট শিক্ষিত বেকার সংখ্যা কত? তার হিসেবটা যেমন সহজ ঠিক তেমনি এই মাসের(নভেম্বর'২০২০) বাসা ভাড়া'র টাকা যোগারযন্ত করতে না পেরে আমার মতো যত অকালকুশমান্ড নালায়েক ভেদ্রচন্দ্রী কুংভাতকিম্ভকায় চড়ন্নীস্মাত জিহুহ্নহ্ষু লোক রয়েছে তাদের মানষিক প্যারার চেয়ে স্পাউসের ঠ্যালা সামলানো এই ২০২১ যুগে দায় দায় দায়!

*** বি দ্র ***
"এই লেখাটা আমার না"
*****আমার হয়ে অন্য কেউর কি বোর্ড গুতাগুতির ফল**

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



বেকার অবস্হায় শহরে থাকলে, ঘরভাড়াটা মাথা খারাপ করে দিতে পারে।

২| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৬

ঢাবিয়ান বলেছেন: ঢাকা শহর ছেড়ে প্রচুর মানুষ মফস্বলে ও গ্রামে ফিরে গেছে। বাসাবাড়িতে খালি এখন টুলেট লেখা ঝুলছে।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



অর্থনৈতিক কর্মকান্ড স্হবির হয়ে গেছে; কনষ্ট্রাকশন কমে গেছে; সার্ভিস খাত শ্লো। সরকারী কর্মকান্ড পুরোপুরি থেমে গেছে।

৩| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের এলাকার লোক বেশিরভাগ কৃষি কাজ করে খুব একটা পরিবর্তন হয় নাই।কিছুলোক বাজারে ছোট খাট দোকান চালায়।উপ জেলায় একজনেরও করোনা হয় নাই।আমার দুই ভাই ঢাকায় আছে,ওদের ব্যবসা কিছুটা খারাপ হলেও মোটামুটি ভালই আছে।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের কৃষিকাজ গত ২০০ বছরই চলছে অনেকটা একই তালে, সামান্য পরিবর্তন হয়েছে; এদের পরিবারের জীবনযাত্রার মান দেখুন; আর যারা শহরে ১০টা এপার্টমেন্টের মালিক, তাদের জীবনযাত্রা দেখুন।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



দেশের ৫০ ভাগ মানুষ এখনো কোন না কোনভাবে কৃষির সাথে যুক্ত; এরা গড়ে ৬ মাস বেকার।

৪| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একজন শিক্ষিত কর্মমুক্ত মানুষ।
করনায় অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছে।
খেটে খাওয়া মানুষকে কর্মহীন থাকতে দেখেছি প্রথম অবস্থায়, এখন তারা কাজে যোগ দিয়েছে।
অনেক লোক কে দেখেছি বাধ্য হয়ে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে। তাদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা বেশী।
ছোট চাকুরেও অনেকে ঢাকা ছেড়েছেন চাকরি খুয়িয়ে।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



আগামী বছরও অনেকটা এইভাবে যাবে।

৫| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ভাড়াটিয়া ২জন ৪/৫ মাস ভাড়া দিচ্ছে না। অবস্থা শুনলে ইচ্ছে করে কিছু হাওলাত দিয়ে আসি বাট সামর্থ্য নাই। এলাকার আটকে পড়া অনেক প্রবাসী গত ৭/৮ মাসে দেশে কিছু করার চেস্টা করেছে। সফল হয়নি। এখন আবার বিদেশ যাওয়ার চেষ্টা করেছে।
বছর খানিক আগে মিরসরাই ইকোনমিক জোনে গিয়েছিলাম, মানুষের কোন কাজ নাই, হাজার হাজার মানুষের কাজ যন্ত্র দিয়ে সারা হচ্ছে।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


মিরসরাইতে শেখ হাসিনা চীনাদের কাজ দিয়েছে, বাংগালীদের কাজ দেয়নি; বাংগালীরা করলে, অনেক কাজ মানুষকে শারীরিকভাবে করতে হতো, হাজার হাজার লোকের ১০ বছরের কাজ হতো; শেখ হাসিনার মগজ এটুকুই!

৬| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৯

মরুর ধুলি বলেছেন: বেকারদের জন্য কিছু করার পরিকল্পনা আছে কি আপনার ?

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করবো।

৭| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮

ঊণকৌটী বলেছেন: ব্যবসা করেই সংসার এবং জড়িত কর্মীদের নিয়ে চলতে হয়,সারা বিশ্বের মতো আমাদের আগরতলাতে সমস্যা সমান,সিদ্ধান্ত- আয় কম তাই খরচ কম যতটুকু না হলেই নয়,সরকার ছয় মাসের ব্যাংক শোধ নেবে না,কিন্তু তারপরেও কোন গতি আসেনি, অবশেষে সরকার সবাই কে যার যার লোন এর উপরে 20% এক্সট্রা টাকা দিচ্ছে কিন্তু টাকা দিয়ে কি করবো, গ্রাহক না আসলে এই অবস্থা চলতে থাকবে I বিশেষ করে আমাদের গ্রাহকদের বড় অংশই বাংলাদেশের আশা রাখি একটা সময় সব ঠিক হয়ে যাবে, সেই দিনের অপেক্ষায় আছি I

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



সরকারও প্রকৃতির উপর নির্ভর করেছে, "সমস্যা নিজের থেকে চলে যাবে"; এরা হলো অজ্ঞ ও অন্দ্ধ।

৮| ১৪ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৫৩

জিকোব্লগ বলেছেন:



পোস্টের ছবি দেখে বলা যায়, শিক্ষিত বেকার
বন জঙ্গল ছাড়া কোথাও খুঁজে পাবেন না।

১৪ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



জংগলে মংগল ।

চাংগা অর্থনীতির সিম্বল হলো যাঁড়, মন্দার সিম্বল ভালুক।

৯| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আমি বেকার।
গতকাল কিছু সময় চট্রগ্রামে অবস্থান করে ছিলাম।
বান্দরবান গিয়েছিলাম হঠাত।
এখন আমি ঢাকা।

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



ছবি দেখলাম।
ভালো দিন গেছে আপনার, বান্দরবান অনেকসুন্দর।

১০| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: প্রতি ঘরে এক দুইজন করে বেকার আছেই। অথচ শেখ হাসিনা বলেছিলেন, ঘরে ঘরে চাকরি দিবেন। কেউ বেকার থাকবে না। এদিকে ১২ বছর পার হয়ে গেল।

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার কারণে, শেখ সাহেবের প্রতিও মানুষ আস্হা ও সন্মান কমছে।

১১| ১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, বেকারদের নিয়ে আপনার ভাবনা কি???

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



করোনার পর, আমি কিছু পদক্ষেপ নেবো; শিক্ষিতরা চাইলে, বেকারত্ব ১ বছরেই কমানো সম্ভব।

১২| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: আশা জাগানিয়া পোস্ট ।পোস্টের শিরোনাম দেখে আশা জেগেছিল যে কিছু লোকের হয়ত কাজের ব্যবস্থা হবে।

দেশের প্রকৃত বেকারের সংখ্যা কত তা নিয়ে সঠিক পরিসংখ্যান না থাকেলেও এটা বলা যায়,৫/৬ সদস্যের পরিবারে কমপক্ষে ২ জন বেকার । সেই হিসাবে বাংলাদেশের মোট খানা( পরিবার )র সংখ্যা হিসাবে করলে যা বের হবে তা প্রকৃত অর্থেই বেকার জংনসংখ্যার একটা ভয়াবহ অবস্থার ছবিই বের হয়ে আসবে।

আর তার সাথে করোনার প্রভাবে বিদেশ ফেরতদের যোগ করলে আমার মনে যে অবস্থার দেখা মিলবে তা নিয়ে দেশের নীতি নির্ধারকদের নতুন করে ভাববার দাবী রাখে।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



স্যরি, শিরোনাম মিথ্যা আশা দিয়ে থাকলে।
তবে, করোনা থামলে, আমি আমি কিছুটা চেষ্টা করবো।

তবে, বেশীরভাগ ব্লগারের 'বেকারত্ব' নিয়ে তেমন কোন ধারণা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.