নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপ ব্লগাররা নিজ ডিমে তা\'দিলে, ব্লগ কিছুটা প্রাণ খুঁজে পাবে!

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩০



'কচ্ছপ ব্লগার' হচ্ছেন সেসব ব্লগার, যাঁরা পোষ্ট দিয়ে চলে যান, পোষ্টের উপর আলোচনা হচ্ছে কিনা, পোষ্টের উপর কারো কোন প্রশ্ন আছে কিনা, থাকলে সেগুলোর উত্তর দিতে হবে কিনা, সেটার ধার ধারেন না; এঁরা মাঝে মাঝে দেরীতে নিজের পোষ্টে ফিরে আসেন, অনেক সময় ফিরে আসেন নতুন পোষ্ট নিয়ে। এঁদের পোষ্ট পরিত্যক্ত অবস্হায় ২/১টা মন্তব্যকে বক্ষে ধারণ করে কাঁদতে থাকে।

বেশীরভাগ ব্লগার সুপার ব্যস্ত; সবচেয়ে কম ব্যস্ত মানুষ আমি ও ব্লগার রাজিব নুর; আমার রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, তবে আমি এখনো রিটায়ারমেন্টে যাইনি, এটাসেটা করছি, পুরোপুরি বেকার নই। ব্লগার রাজিব, উনার ভাষায় বেকার; কিন্তু চলাফেরায় সেটা মনে হয় না, গতকালও বান্দরবান ঘুরে এসেছেন; আমি কাজ থাকা অবস্হায়ও বান্দরবান যেতে পারিনি, অত পয়সা হাতে ছিলো না। ব্লগার রাজিবের পরিবারের খাবার মেন্যু প্রায়ই ব্লগে আসে, এত খাবার উনার পরিবার কিভাবে খাচ্ছে? ঢাকার মানুষ এত বেশী খায় বলেই দেশে মাছ মাংসের এত দাম।

কচ্ছপ ব্লগারদের পোষ্টগুলোই বেশীরভাগ সময়ে বক্ষে ২/১টা মন্তব্য ধারণ করে একাএকা সময় কাটায়; এমন কি, "১ম হয়েছি, চা'দেন" ব্লগারেরাও এক সময় এসব পোষ্টে হাজিরা দেয়া বন্ধ করে দেন। একজন সুপার ব্লগার, যিনি ৪র্থ শিল্প বিপ্লব থেকে শুরু করে অর্থনীতি মর্তনীতি সব নিয়ে বড় বড় পোষ্ট ছাড়েন, মন্তব্যেকারীরা উনার দেখাও সহজে পান না; আমি উনার উপর বেশ ক্ষেপে যেতাম আগে; উনি আমাকে যন্ত্রনা থেকে মুক্তি দিয়েছেন সম্প্রতি, আমাকে 'কমেন্ট ব্যান' করে দিয়েছেন।

যখন হাতে সময় থাকে না, তখন পোষ্ট না দেয়াই ভালো; পোষ্ট দেয়ার পর, কয়েক মিনিট ব্লগে থাকলে ভালো হয়, কেহ আলাপ করতে চাইলে, কোন প্রশ্ন তুললে উত্তর দেয়া সম্ভব হয়। আমি কোন পোষ্টে প্রশ্ন করলে, বারবার ফিরে গিয়ে উত্তর দেখতে চাই; যদি দেখি যে, ইনি কচ্ছপ ব্লগার, তখন উৎসাহ হারিয়ে ফেলি, পরে খুব একটা আর উনার পোষ্টে যাওয়া হয় না।

মন্তব্য ৮০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি মোটামুটি কচ্ছপ ব্লগার নই; কিন্তু এই পোষ্ট দেয়ার পর, টেলিফোন পেয়ে বের হতে হচ্ছে, একজন লোককে ঔষধ কিনে, বাসায় দিয়ে আসতে হবে।

২| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: অনেক ব্লগার কচ্ছপ ব্লগার হতে চান না; কিন্তু তাদের উপর বিনা কারণে অত্যাচার করা হয়। কিছু ব্লাগার অন্যের ব্লগে গিয়ে তাদের আলোচনা করা বিষয় গুরুত্বপূর্ণ নয়, এটা নিয়ে কেন লিখতে হবে, ওটা কেন করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চেষ্টা করেন। এনারা সাধারণত নিজেদের উচ্চমর্গীয় বুদ্ধিমান মনে করে; কিন্তু আসলে তারা তাদের নির্বুদ্ধিতার পরিচয় সব খানে দিয়ে বেড়ান।

আর ভদ্র ব্লগাররা অনেক সময়ই এই ধরণের মন্তব্যের কারণে উত্তর দিতে চান না; কারণ তারা হুদা কামে প্যাচালে আগ্রহী না।

আসুন, ব্লগিংটা বুঝি ও করি। স্লাগিংটা কম করি।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার কাছ থেকে ব্লগিং শিখলে, ঘোড়া এসে পোষ্টে ডিম পাড়বে।

৩| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আপনাকে আমি একটা সত্য কথা বলি-
আমার ইচ্ছা আমি একজন ভালো ব্লগার হবো। ভালো ব্লগার হলে যা যা করতে হয়, আমি সে সব করার চেষ্টা করছি। ভালো ব্লগার হবার জন্য আমাকে সহযোগিতা করবেন। জীবনে কোনো কিছুই হতে পারলাম না। তাই মনে জিদ চেপেছে, আমি একজন ভালো ব্লগার হবো। যেন মানুষ উদাহরন দিতে গিয়ে- আমার নাম নেয়।

আমিদ দীর্ঘদিন ধরে বেকার। সত্য কথা বলতে- বেশ বাজে অবস্থার মধ্যে আছি। বান্দরবান কেন গিয়ছি, সেটা নিয়ে আমি একটা পোস্ট দিব, আজ রাতেই। তাতে অনেক কিছু পরিস্কার হবে।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:




আপনি নেইচারেল ব্লগার, আপনার লেখায় জীবনের কথা থাকে। আপনি ধর্মীয় বিষয় এড়িয়ে গেলে খুবই ভালো হবে, এটা আমার ধারণা।

৪| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

মিরোরডডল বলেছেন:



মন্তব্যের উত্তর না পেলে ভাবি হয়তো ব্যস্ত কিন্তু এটা এক দুইবার হতে পারে ।
যদি একাধিকবার হয়, তখন আসলেই আর মন্তব্য করতে ইচ্ছে করে না ।
রাগও লাগে বিরক্তও লাগে ।

বান্দরবানে না গিয়ে থাকলে, নেক্সট ট্রিপে মেক এ প্ল্যান ।
বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গা । পাহাড়ি মানুষগুলোর জীবন অন্যরকম ।
খুব অল্পতেই সন্তুষ্ট । নিজের মতন করে বাঁচে তারা ।



১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


আমার বাড়ী পাহাড় থেকে ২ মাইলের ভেতরে; ১২ ক্লাশ অবধি, সপ্তাহে ২/৩ বার পাহাড়ে যাওয়া হতো; পাহাড়ীিদের সাথে ভালো সম্পর্ক ছিলো।

৫| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি পোষ্ট লিখি না ঝামেলাও নাই।আমার কমেন্টই আমার পোষ্ট ।

আমার বাক্য গঠন ঠিক না,দাড়ি,কমা ঠিক না,ভাব প্রকাশের জন্য শব্দের বিরাট ভুমিকা,খুব কম শব্দ জানি। বানান ভুলের কোন সীমা পরিসীমা নাই।সাধু চলিত মিলিয়ে শরবত বানিয়ে ফেলি।শুরুটাও জানিনা শেষ করতেও জানিনা।তাই কমেন্টই পোষ্ট।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ভয় পাচ্ছেন যে, পোষ্ট লিখলে আপনার সিকরেট আউট হয়ে যাবে? কানাডার মানুষের জীবন নিয়ে আমাদের উৎসুক্য আছে।

৬| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও মোটামুটি কচ্ছপ ব্লগার নই

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আলোচনায় পাওয়া যায়।

৭| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি আগে দিনে ৪/৫ টা পোস্ট দিতাম
অনেকে গোস্যা করেন তাই কমিয়ে দিয়েছি
তবে কচ্ছপ ব্লগার অবশ্যই নই। পড়ন্ত বয়সে
আমি এখনো খরগোশ ! =p~

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ঠিক আছেন, আপনার পোষ্টে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৭

আমি সাজিদ বলেছেন: বেশ

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:




আপনার নিজ নীড়ের প্রতি টান আছে!

৯| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধর্মীয় বিষয় এড়িয়ে চলবো। চলা উচিত।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা নিজের নাম না লিখতে জানলেও, ধর্মে কিন্তু পন্ডিত; পন্ডিতদিগকে নতুন করে কিছু বলা মানে ঝামেলার সৃষ্টি করা।

১০| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৮

আমি সাজিদ বলেছেন: আট নম্বরের প্রতি উত্তর বুঝলাম না যে!

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আপনার পোষ্টে পাওয়া যায়।

১১| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৩

বঙ্গদুলাল বলেছেন: উইকি বলছে -ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত; এখানকার প্রায় অর্ধেক জনগণের (২৫-৬৪ বছর বয়সীদের মধ্যে) বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের ৩য় সর্বোচ্চ।দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে ৫ম এবং বিশ্বে ১৯তম।
ইসরায়েল নিজেকে একটি ইহুদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবী করে। এখানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। এর এককক্ষবিশিষ্ট আইনসভার নাম ক্নে‌সেত। প্রধানমন্ত্রী সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।
উইকি আরও বলছে ইসরায়েলের অর্থনীতি পশ্চিমা দেশগুলোর ধাঁচের।

বাস্তবে, ইসরায়েলের অর্থনীতি কীসের ওপর দাঁড়িয়ে আছে?

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল বিশুদ্ধ গণতান্ত্রিক ও গ্রহনযোগ্য লজিকের ধর্মীয় দেশ; ওদের জ্ঞান সুক্ষ্ম ও গভীর; বাংগালীদের উচিত ইসরায়েলকে অনুসরণ করা ।

ইসরায়েলের অর্থনীতি সায়েন্স, টেকনোলোজী ও ফাইন্যান্সিয়েল বিনিয়োগের উপর টিকে আছে।

১২| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৬

বঙ্গদুলাল বলেছেন: সম্প্রতি আরব দেশগুলো ক্রমেই ইসরায়েলের সাথে হাঁটতে শুরু করছে।বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স পেতে, ওআইসিকে খুশি রাখতে ইসরায়েল-বিমুখ।এখন সৌদি-ইসরায়েল অঘোষিত ভালো বন্ধু,মনে হচ্ছে।বাংলাদেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করলে কতটুকু লাভবান বা ক্ষতির সম্ভাবনা থাকে শেষ পর্যন্ত?

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ইসরায়েলে দউটাবাস করে লাভ নেই, এমনিতে ভালো সম্পর্ক রেখে, সেই দেশকে অনুসরণ করলে লাভবান হবে।

আরবেরা হামাস ও পিএলও'কে আর বিশ্বাস করে না, এবং ইরানকে ভয় করে। প্যালেষ্টাইন হলেও, আরেকটা লেবানন হবে।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:১১

বঙ্গদুলাল বলেছেন: বাইডেনের হাতে ফিলিস্তিনি সংকট সমাধান হবে বলে মনে করেন?

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না, হামাস ও পিএলও'এর হাতে অস্ত্র থাকা অবস্হায়, ইসরায়েল প্যালেষ্টাইনকে দেশ হতে দেবে না; পিএএলও ও হামাস অস্ত্র ছাড়লে প্যালেষ্টাইন হবে।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



শারিরিক অসুস্থতার কারণে আমিউ একজন
এধরনের ব্লগার হয়ে যাচ্ছি । মনটাও ভাল
নেই। দিন কয়েক আগে ইমিডিয়েট ছোট বোন
ইন্তেকাল করায় মনসিকভাবেও বেশ বিপর্যস্ত ।
তাই দিন কয়েক ব্লগে নিয়মিত হতে পারছিনা ।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য খারাপ লাগছে, ভাইবোনের মৃত্যু মনকে ব্যথায় ভরে দেয়। আপনি আবার কোরনায়ও ভুগেছেন, সেটা ছিলো আসলেই আরেক কষ্টদায়ক ব্যাপার; আপনার ব্লগিং খবই খুবই শক্তিশালী বক্তব্য ও মেসেজ রেখে যাচ্ছে সব সময়।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:২৬

কালো যাদুকর বলেছেন: ঠিকিই বলেছেন। ব্লগে একটিভ ব্লগার কমে যাচ্ছো ২০০৪ বা ২০০৯ ঔ সময়ে এ ব্লগ অনেক জমজমাট ছিল। এখন আর সে সময নেই। চারিদিকে সোসাল মিডিয়ার ডেস্ট্রাকসন ৷ অনেকে ঔ সব মিডিযাতে লিখছেন। আমার অবশ্য এখানেই লিখতে ভাল লাগে ৷ যদিও বেশীর ভাগ ব্লগার গদ্য , সাম্প্রতিক বিষয, রাজনীতি এগুলো পছন্দ করেন, এগুলোতে মন্তব্যও করেন। আমাকে কচ্ছপ বগ্লার বলা যাবে কিনা জানি না। তবে হাতে সময় কম, বেশীর ভাগ সময মন্তব্য করা হয়না ৷ ব্লগ পড়ে চলে যাই। খুবই কম লিখি। তবে কখনো মন্তব্যের উত্তর দিতে দেরী করি না।

১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



মন্তব্যের উত্তর দেয়াই ব্লগিং'এর বড় অংশ; লেখা নিয়ে আলাপ না'হলে, সেই লেখা পরিত্যক্ত ব্যাক্যের সমাহার মাত্র।

১৬| ১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৯১

লেখক বলেছেন:



আপনি কি ভয় পাচ্ছেন যে, পোষ্ট লিখলে আপনার সিকরেট আউট হয়ে যাবে? কানাডার মানুষের জীবন নিয়ে আমাদের উৎসুক্য আছে।


ক্যানাডা নিয়ে কেউ কোন পোস্ট দিলে আমি সেটা খুবই আগ্রহ সহকারে পড়ি ও মন্তব্য করি এবং মন্তব্যের জবাবের প্রত্যাশা করি ।এক জন ব্লগার আছেন যিনি কানাডা থেকে পোস্ট করেন। উনার নাম সম্ভবত এল এম জি ।
তিনি কোন মন্তব্যর উত্তর দেন না।
তারপরেও পড়ার অপেক্ষায় থাকি।

১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ধৈয্য আছে।

১৭| ১৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৯

কালো যাদুকর বলেছেন: কানাডা একটি সুন্দর দেশ। যেখানে সুন্দর মনের মানুষের বসবাস ৷ বান্দরবন কখনো যাওয়া হয়নি। বান্দরবনে একবার যেতেই হবে। এটা আমার Bucket List ত্র আছে।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:



বান্দরবন আসলেই শান্তির যায়গা ছিলো এক সময়; এখনও দেখার মতো।

১৮| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

মিরোরডডল বলেছেন:


অনেক লাকি তাহলে প্রকৃতির সৌন্দর্য ভান্ডারের এতো কাছে থেকে বেড়ে উঠা । আমারতো জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই । চারদিকে শুধুই কংক্রিট দালান কোঠা । সবুজের বড় বেশী অভাব । তাই সময় সুযোগ পেলেই ঢাকার বাইরে চলে যেতাম, বান্দরবা্ন, রাঙামাটি, সিলে্ট, কক্স'স বাজার । ইভেন যখন তখন গ্রামে চলে যেতাম । ন্যাচার আমাকে ভয়ংকর ভাবে টানে ।


পাহাড়ি অঞ্চলের মানুষ গুলোর জন্য একটু মায়াও লাগে, ওরা অনেকই সুবিধা বঞ্চিত । অনেক স্ট্রাগল কিন্তু ভালো লাগে যখন দেখি তাদের অনেকেই পড়ালেখা করছে । পজিটিভ ওয়েতে কিছুটা পরিবর্তন হচ্ছে । ট্রাইবালদের কাছ থেকে যেটা শেখার আছে, তারা পরিশ্রমী । নিজেদেরটা নিজেরা করে খাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট । চাওয়া পাওয়া কম, খুব অল্পতেই হ্যাপি আবার জীবনটাও উপভোগ করে । সারাদিনের ক্লান্তির পর মাদল বাঁজায়, মহুয়া খায়, নাচে গান করে । দারুণ লাগে !



১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের পাহাড়ীদের কষ্ট ছিলো ম্যালেরিয়া, সরকার তাদের সাহায্য করেনি, বিদেশীরা এসে তাদের সাহায্য করেছিলো।

১৯| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সময় পাইনা তাই ব্লগে লিখতে পারিনা তবে বলতে গেলে অনেক সময় ধরে ব্লগে থাকি; মাঝে মধ্যে দুই একটা মন্তব্য করি।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ক্চ্ছ ব্লগার নন।

২০| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: আমি ডাইনোসার ব্লগার :)

কামলা আর জীবন নিয়া ব্যস্ততায় ব্লগে লেখা হয় না। কিন্তু বেশির ভাগ ব্লগই পড়ি।

মন্তব্য করার চেস্টা করি।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা কম, আলোচনা বেশী, আপনি আপনার নীড়েই থাকেন।

২১| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: ব্লগ হলো নিজের প্রতিভা দেখানোর জায়গা। নিজের জ্ঞান অন্যের সাথে শেয়ার করার জায়গা।
তাই কোনো ভাবেই ব্লগকে হেলাফেলা করা যাবে না।
ব্লগের লেখায় শিক্ষিত সমাজের চোখ থাকে। তারা নিরবে দেখেন এবং চলে যান।
আমার সমস্ত পোষ্টের উপর একজন বাইরের লোক নিয়মিত নজর রাখছেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:



আপনার কর্মকান্ড ২জন দেখছেন।

২২| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি একটি পোস্ট দিয়ে ব্লগ ছেড়ে চলে যাই না, যতোগুলো মন্তব্য তার উত্তর না দেওয়া পর্যন্ত লগইন থাকি। ব্যবাসায়িক নানা সমস্যার কারণে ব্লগে নিয়মিত লেখালেখি হয়তো সম্ভব হচ্ছে না। লেখালেখিতে আমি খারাপ হবার কথা না, তবে ব্লগার হিসেবে কেমন আমার সত্যি জানা নেই। আমি ব্লগার হিসেবে কেমন আপনার জানা থাকলে জানাবেন, প্লিজ।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্যবসায়ী মানুষ; ব্লগার হিসেবেও আপনি পাঠকের মন রেখে চলেন।

২৩| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

মরুর ধুলি বলেছেন: কচ্ছপ ব্লগার! ভাল বলেছেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



ডিম দেয়ার পর, দায়িত্ব শেষ!

২৪| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে সেই প্রথম থেকেই রয়ে গেলাম। যদিও পোস্ট তেমন দিতে সক্ষম হয়নি। কেননা জ্ঞানের জুর কম বলেই কলিজা বড় করতে পারিনি। আপনার পোস্ট পড়লেও সব সময় মন্তব্য করার সাহসও পাইনা সেই ভয়ে ’ছিটা পানি দিলে লাঠি খেতে হবে ভয়ে’। ব্লগাররা সবাই কেমন জানি তাদের ব্লগিং স্পৃহা থেকে সরে ফেইসবুকিও সুনাম উপার্জনে লাইক কমেন্ট খোঁজছে প্রতিনিয়ত।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


ভেঁড়া ও বাইসন উভয়ে দলে থাকে; বাইসনের দলের সদস্যদের সংখ্যাটা ছোট।

২৫| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ব্যস্ততার কারণে কচ্ছপ হতে বাধ্য হই, নিজে পোস্ট দেই সেই বিকেল টাইমে। পরদিন এসে মন্তব্যের জবাব দেই। এটা স্বীকার করছি যে আমি সময়মত কারো পোস্ট পড়ে মন্তব্য করতে পারি না। ছোট পোস্ট হলে তাড়াতাড়ি পড়ে চলে যাই। বড় হলে সময় নেই

ধন্যবাদ আপনাকে। এখানে অনেকেই আছেন যারা নিজেদের পোস্টই দেন অন্যদের পোস্টে যান না। এদের এমন দেখে মাঝে মাঝে ভাবি এরা নিজেদের কী মনে করে। একটু কৃতজ্ঞতা বোধও নাই আজিব

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


যারা শুধু পোষ্ট দেন, অন্যদের লেখা পড়েন না, তাদের বৃত্তটা সব সময় একই পরিধির মাঝে আটকা থাকে, সেখানে অবশেষে কুপ খনন করে বাস করার শুরু করেন।

২৬| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

ফয়সাল রকি বলেছেন: আপনার পোষ্ট দেখে কোমা থেকে উঠে এলাম B-)

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনাকে চলন্ত রাখার জন্য আরো পোষ্ট দিতে হবে, দেখছি।

২৭| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভেবে দেখলাম আপনার আলোচিত কচ্চপ ব্লগারের লিস্টে আমিও একজন। নিজের ক্ষেত্রে বলি, পোস্ট দিয়ে চলে গেলেও চেষ্টা করি যতদ্রত সম্ভব ব্লগে ফিরে আসতে।।সর্বধিক চেষ্টা করি যতটা সম্ভব উত্তর দিতে। আর প্রতিমন্তব্য যে সময়ে দিতে পারিনা সেকথা বলবো না। তবে ব্লগিং মিসোস্ক্রিয়ায় কমেন্ট ও পাল্টাকমেন্টের মজাই আলাদা। পাশাপাশি যারা পোস্ট দিয়ে একদমই উত্তর দেননা তারা কি জন্য পোস্ট দেন, মাথায় আসে না।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন অবস্হায়ই কচ্ছপ ব্লগারের ক্যাটেগরীতে পড়েন না, আপনাকে কিছুটা সরিষা চাষী ব্লগার বলা যেতে পারে।

২৮| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, বেশী হিউমার করে ফেলেছি।

২৯| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: এগজ্যাক্টলি সেটাই। এবার আপনি ঠিক আছেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, ঠিক আছে।

৩০| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

নূর আলম হিরণ বলেছেন: ব্যস্ততা থাকলে পোস্ট না দেওয়ারই চেষ্টা করি। পোস্ট দিলে মন্তব্যর জন্য অপেক্ষা করি।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং'এ সেটাই সঠিক ভাবনা।

৩১| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: একদম ঠিক কথা । আমি একমত । একটি লেখা পোস্ট করে ডুব দেওয়া আমারও পছন্দ না । এই ধরনের পোস্টে মন্তব্য করলেও পরে বিরক্ত লাগে B:-/

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



প্রশ্ন থাকলে এঁদের দেখা পাওয়া যায় না।

৩২| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আর যারা খুব একটা পোস্ট দেয়না ব্যস্ততা বা অন্য কোনো কারণে তারাও কি কচ্ছপ ব্লগার?

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



না, আমি তাঁদের কথা বলিনি।

৩৩| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগে কেউ কেউ আছেন যাদের পোস্টে মন্তব্য করে মন্তব্য উত্তর দেখতে বারবার তাদের পোস্টে গিয়ে ২০-৩০টি ভিউ আমি নিজে করি, তারপরও মন্তব্য উত্তর পাই না। - যথারিতি পরের দিন বা দুদিন পর মন্তব্য উত্তর পাই।


১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



অবশ্য, অনেকের বেলায়, ইন্টারনেট, কম্প্যুটার এসব সমস্যাও আছে।

৩৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

সামিয়া বলেছেন: আপনি ব্লগ কে প্রচন্ড ভালোবাসেন।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, বাংগালী শিক্ষিতদের বড় অংশ, দেশ ও জাতি সম্পর্কে সঠিক ধারণা রাখেন না; ব্লগে এলে, তাঁরা নিজকে বুঝার কিছুটা সুযোগ পেয়ে থাকেন; এখানে কেহ না কেহ ভুল ধারণাকে সমালোচনা করবেই একদিন।

৩৫| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৬

করুণাধারা বলেছেন: ২৬ নম্বর মন্তব্যকারীকে কেবল কোমা থেকে উঠিয়ে আনেন নি, একেবারে রকেটের গতি সঞ্চার করেছেন!! গতির হিসাব তার পোস্টে দিয়েছি!

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


নিজ ডিমে তা'দেয়ার একজন পাওয়া গেছে!

৩৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৫

লর্ড ভ্যারিস বলেছেন: আমি কোন ব্লগার সেটা নিজেও জানিনা। বেশীরভাই টাইম লগইন না করেই পোস্ট আর কমেন্ট পড়ে বেড়াই। প্রথম খোঁজ পাই ১২/১৩ সালের দিকে যখন স্কুলের মাঝামাঝিতে, তখন থেকেই দিনে দুএকবার কিংবা দুতিনদিনে একদুবার আসি। আইডির পাসওয়ার্ড ভোলার কারণে এর আগের আরো দুটা আইডি আছে। এখন সদ্য যুবক, পোস্ট পড়ি কমেন্ট পড়ি কিন্তু কমেন্ট করার সাহস করিনা সব তো বাবা-চাচা বয়সী মানুষ। আমি একাই বুঝি খুঁদে। তাই আসলে কোন কাতারে আমি সেটাই জানিনা। =p~

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি নীরব পাঠক।

৩৭| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৩

মুজিব রহমান বলেছেন: সময় একটা ফ্যাক্টর। যারা রাত নয়টায় বাসায় ফিরে ভোরে বের হয়ে যায় কিন্তু এর মধ্যেও ব্লগ ছাড়েনি তাদেরকে যতই উপহাস করুন তাদের ভালবাসাটা উপেক্ষা করতে পারবেন না।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


সময় নিশ্চয়ই ফ্যাক্টর।

৩৮| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিপ্লাই দেয়ার সময় সুযোগ যদি না থাকে তাহলে আমি পোস্ট দেই না। তবে সেশ পোস্টে রিপ্লাই দানে আমার কিছুটা বিলম্ব হয়েছে।
ল্যাপটপ বিকল হওয়ার পর মোবাইল থেকে দীর্ঘ দিন আমি সামুতে লগইন করতে পারিনি। সেদিন পোস্ট দেয়ার পর দেখি লগাউট হয়ে গেছি,অনেক্ষন আর লগইন করতে পারিনি।
মোবাইলে এখনো ব্যারাচ্যারা লাগছে, মন্তব্যের রিপ্লাই দিলে দেখি সেটা আলাদা মন্তব্য হয়ে যায়, আবার পোস্টে ছবিও এড হয়না।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ব্লগারদের অনেক টেকনিক্যাল সমস্যার মুখোমুখী হতে হয়, এতে সন্দেহ নেই।

৩৯| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩৭ নং মন্তব্যে মুজিব সাহেবের মন্তব্যের জের ধরে বলছি - আমি রাতের সাড়ে দশটায় বাসায় ফিরে, সকাল পোনে আটটায় বেরিয়ে যাই। দুপুরের ব্রেকে ২টা থেকে সাড়ে তিনটা বাসায় থাকি।
এর ভিতরেও গত ৫ বছুরেও সামুর কোন পোস্ট আমার নজর এড়িয়ে যায় নি।

৪০| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ব্লগে এসেছি অল্প কয়েকদিন।এখানে বিচিত্র ধরণের লেখা প্রকাশিত হয়।প্রথম পাতার প্রায় সব লেখাই পড়ি।এদের বেশির ভাগ সম্পর্কেই আমি কিছু জানি না। তাই খুব অল্প কয়েকজনের পোস্টেই মন্তব্য করা হয়। আমার নিজের পোস্টে সবসময়েই চেষ্টা করি যতো কম সময়ে প্রতিউত্তর দেয়া যায়।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



যেসব ব্লগার প্রশ্নের উত্তর দেন না, বা আলোচনা এড়িয়ে যান, তাঁদের পাঠক কমে যায়।

৪১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৯

সোহানী বলেছেন: আমিতো ভাবলাম আপনি বলবেন, কচ্ছপ ব্লগার তারা ই যারা হাজার ঝাঁড়ুর বাড়ি খেয়েও ব্লগ ছেড়ে যায় না...........হাহাহাহা

হাঁ, ঠিক। মন্তব্যের উত্তর না দিয়ে নতুন লিখা দেখলে আমারও একটু বিরক্ত লাগে। কারন ব্লগ মানেই মন্তব্য পাল্টা মন্তব্য।

আর রাজিব নূর নিয়ে যা বলেছেন তা আমি ও ভাবি মাঝে মাঝে।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:



সময় সময়, কিছু ব্লগার আমাকে তাড়াতে এত বেশী চেষ্টা করছিলো যে, ইহাতে তাঁরা নিজেরাই ক্লান্ত হয়ে গেছেন সব সময়; আমি টিকে থাকতে চেয়েছি সব সময়।

রাজিবের সিকরেট শুধু রাজিবই জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.