নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আশাকরি, মেয়েটা সুখী হয়েছে

২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০



২০০১ সালে ব্রাজিলের একটি মেয়ের সাথে হঠাৎ করেই পরিচয় হয়েছিলো; গরীব ঘরের মেয়ে, পড়ালেখা করে একদিন সুখী হওয়ার আশা পোষণ করতো; আশাকরি, মেয়েটা সুখী হয়েছে।

তখন আমি নিউইয়র্ক শহর থেকে অদুরে, এক গ্রামে কাজ করতাম; এক শনিবারে ব্যক্তিগত কাজে শহরে এসেছিলাম; শহর থেকে ফেরার আগে, একজন পরিচিত মুক্তিযোদ্ধাকে দেখতে গেলাম ব্রুকলীনে; বেলা ডুবে আসছে; মাঝারি ধরণের এপার্টমেন্ট বাড়ী, প্রথমবার এলাম, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখি, বাদামী রং'এর ১৫/১৬ বছরের একটি মেয়ে সিঁড়ির মাঝখানে বসে, বিষন্নভাবে পটেটো-চিপস চিবাচ্ছে; আমি পাশ দিয়ে উপরে উঠতে গিয়ে বললাম,
-হ্যালো, তুমি কি খাচ্ছ?
মেয়েটা কোন উত্তর না দিয়ে, খোলা প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে ধরলো; আমি ২/৩টা চিপস নিয়ে বললাম,
-এই অসময়ে চিপস কেন? ডিনারের সময় হয়ে আসছে! তুমি ক্ষুধার্ত?
-এটাই মনে হয়, আমার ডিনার! ডিনার নিয়ে আমি ক্লান্ত, আমাকেই রান্না করতে হবে।
-তুমি রান্না করতে পছন্দ কর না?
-পচন্দ করি; তবে, একই খাবার প্র‌তিদিন খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না।
-তুমি কি খেতে পছন্দ কর?
-ম্যাকডোনাল্ড, বিগ-ম্যাক!
-আমি আসার সময়, পাশের রাস্তায়, কাছেই তো একটা ম্যাকডোনাল্ড দেখলাম, গেলেই পার!
-তা ঠিক, গেলেই হয়! সমস্যা হলো, আমার কাছে কোন সময় পয়সা ছিলো না!
-তাই? আমি কিনে দেবো?
-সত্যই? তোমার কাছে টাকা আছে?
-অবশ্যই আছে!
-আমার জন্য তুমি কিনতে চাও?
-চল, আমি কিনবো!
-তোমার সাথে কিভাবে যাবো, তোমাকে তো জানি না।
-ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি এখানে অপেক্ষা কর।
-আমাকে যদি এখানে না পাও, এপার্মেন্টে ১-সি'তে এসো।

আমি মুল দরজা থেকে বের হওয়ার পর দেখি, সে দৌড়ায়ে আসছে; বললো,
-চল, তোমার সাথে যাবো, ওখানে বসে খাবো, মানুষের সাথে খেতে আমার ভালো লাগে।

সে যা যা পছন্দ করে সবই অর্ডার দিতে বললাম। খেতে খেতে সে জানালো যে, সে ব্রাজিলের সান পাউলোর মেয়ে, ১০ম শ্রেণীতে পড়ে, নাম আনতোনিয়া; এই প্রথম আমেরিকা এসেছে নানীর সেবা করতে; আরো ২ মাস এখানে থাকবে, স্কুল খোলার আগে চলে যাবে। নানী বেশ বয়স্ক, এখানে একা থাকে, স্বামী নেই, বেশীরভাগ সময় অসুস্হ থাকে; আনতোনিয়ার মা আসে ব্রাজিল থেকে বছরে ২/১ বার; এবার সে ভিসা পেয়েছে। অসুস্হতার কারণে নানী তেমন রান্নাবান্না করতে পারে না, আনতোনিয়া রান্না করে। দেশে মা রান্না করে।

আমি বললাম,
-তোমার নানী যদি ম্যাকডোনাল্ডের খাবার খায়, তুমি নাও, আজ রাতে তোমাকে রান্না করতে হবে না, হয়তো!
-সে ম্যাকডোলান্ডের খাবার আমার থেকেও বেশী পছন্দ করে; কিন্তু আমি তোমার এত পয়সা খরচ করাতে চাই না।
-অসুবিধা নেই, আজকে তোমার সামান্য রেষ্ট হবে।

সে গাড়ীতে একটু ঘুরতে চাইলো, সমুদ্র দেখতে চায়; সমুদ্র সেখান থেকে ১০ মিনিটের পথ; সে পানির খুব কাছ দিয়ে অনেকটুকু হাঁটলো; আমি বললাম,
-পানিতে নেমে দেখ।
-আমি সাঁতার জানি না, সন্ধ্যায় পানিতে হাংগর আসতে পারে; অন্য সময়, একদিন নামবো।

তাকে বাসার সামনে নামিয়ে দিলাম; মুক্তিযোদ্ধাকে দেখা সম্ভব হলো না, অন্যদিন আসবো। আনতোনিয়া বললো,
-তুমি সময় পেলে একদিন বিকেলের দিকে আসিও, আমি দিনের বেলায় আরেকটু সমুদ্র দেখতে যাবো তোমার সাথে।
-ঠিক আছে, আমি কালকে দুপুরে আসবো, সেই সময় নানী তোমাকে বাইরে যেতে দিবে?
-নানী আমাকে সব সময় বাইরে যেতে বলে, আমি যাই না; আমি আমেরিকান ছেলেমেয়েদের ভয় পাই; ওরা কেমন অন্য ধরণের। আমি ঠিক মতো পড়ালেখা করে, চাকুরী করে, আমার মাকে সাহায্য করতে চাই, আমরা আজীবন গরীব।

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

শাহ আজিজ বলেছেন: আমরা আজীবন গরীব

অসাধারন উচ্চারন । অনেকেই উঠে আসতে চায় কিন্তু আজীবনের ধনীরা তাদের নিচে ঠেসে ধরে ।

২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



যারা বেশী সম্পদের মালিক হয়ে যায়, তারা বাকীদের কথা ভুলে যায়।

২| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেকের জীবনেই এমন ঘটনা ঘটে,কিন্তু এমন করে লেখতে পারা সহজ না।মনের এক বিশেষ সরলতা থাকলেই সম্ভব।

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



তাই? আমি তো সাহিত্যিক নই!

৩| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মেয়েটির সাথে পরে আর দেখা হয়েছিলো?
ওকে দিনের সমূদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন?

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি মেয়েটিকে সমুদ্র ও ম্যানহাটনে নিয়েছিলাম; সে পরের বছরও এসেছিলো; ২০০৩ সালে ওর নানী ব্রাজিলে চলে যায়; এরপর সে আর আসেনি।

৪| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:


আহা ! গরীবের অনেকই কষ্ট । খুবই নাইস একটা স্টোরি যেটা আমার নিজের একটা অভিজ্ঞতা মনে করিয়ে দিলো ।

নট সেইম বাট সিমিলার । স্টুডেন্ট লাইফের প্রথম বছর এখানে । ফুল টাইম স্টাডি, পার্ট টাইম জব ভীষণ বিজি লাইফ । একটু সময় পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াতাম । একদিন আমি আর এক ফ্রেন্ড ঘুরতে গেছি , ওখানে একটা ছেলে বিচের পাশেই ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে । কি সুন্দর টিউন ! ওর সাথে বসে কথা বললাম, তার সম্পর্কে জানলাম । চলে যাবার সময় তাকে বললাম আমরা এখন ডিনার করবো, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো । ওর চোখে বিস্ময় ! বললো তুমি খাওয়াবে ? বললাম হুম খাওয়াবো চল । তারপর তাকেও নিয়ে গেলাম । মনে হল ওকে এর আগে কখনও এভাবে কেউ ডাকেনি । ডিনার শেষে বিদায় নিয়ে হিজ হিজ হুজ হুজ পথে চলে গেলাম ।

তারপর দিনের বেলায় ওকে সমুদ্র দেখাতে নিয়ে যাওয়া হয়েছিলো ?


২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



ছোট ছোট ঘটনার সমষ্টিই আমাদের জীবন।

মেয়েটিকে আমি সমুদ্র ও ম্যানহাটন দেখায়েছিলাম।

৫| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাহিত্যিকদের অনেকের সরল মন থাকে না,অনেকের মাঝে থাকে গরল মন।সেটা বেরিয়ে আসছে তসলিমার সরল শিকার উক্তির মধ্য দিয়ে।তারা অনেকেই সরলতার মুখোশ পড়ে থাকে।

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:



সাহিত্যিকদের দার্শনিক মনন থাকতে হয়।

৬| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আমি সাজিদ বলেছেন: বেশ। দ্বিতীয় ও পঞ্চম কমেন্টে আমার মনের কথাটাই বলে দেওয়া হয়েছে।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:




সাহিত্য নিয়ে আমারো ধারণা অনেকটা সেই রকম, অনেকেই লিখে কাগজ ও হার্ডড্রাইভ ভরে ফেলছেন; পড়ে মনে হয়, প্রকৃতির সাথে মিলছে না।

৭| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্রাজিলের মেয়েরা খুব সরল সহজ হয় বুঝলাম।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের সব মেয়েরাই সরল, প্রকৃতি তাদেরকে বড় হৃদয় দিয়েছে।

৮| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: 'মুক্তিযোদ্ধাকে দেখা সম্ভব হলো না' - ঐ দিন সম্ভব না হলেও নিশ্চয়ই পরে কোন দিন হয়েছিল, যেহেতু তিনি ছিলেন দেশী, এবং পরিচিত। কিন্তু সেদিন আপনি একজন আজীবন গরীব জীবনযোদ্ধাকে জীবনের মানবিক দিকটা দেখিয়েছিলেন। সেই ষোড়শী নিশ্চয়ই আপনার মাঝে পরম নির্ভরতা আর বিশ্বস্ততার চিহ্ন দেখতে পেয়েছিলেন, যার কারণে তিনি বিনা দ্বিধায় আপনার সাথে ম্যাকডোনাল্ডসে খেতে যেতে পেরেছিলেন, গাড়ীতে ঘুরতে এবং সমদ্র তীরে যেতে পেরেছিলেন।
গল্পের মানবিকতায় মুগ্ধ! পোস্টে ভাল লাগা + +।
মিরোরডডল এর ছোট্ট গল্পটাও ভাল লেগেছে। +

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, মেয়েরা মানুষকে সহজে বিশ্বাস করে, প্রকৃতি তাদেরকে বড় হৃদয় দিয়েছে নিশ্চয়।

৯| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে ব্রাজিলিয়ানদের সততার একটা পরিচয় পাওয়া যায়। আমাদের দেশের কারো আমেরিকায় পা পড়লে আর দেশে আসতো না।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকার, প্রশাসনের অসততা মানুষের মাঝে সংক্রামক রোগের মতো ছড়ায়ে গেছে।
দ: আমেরিকার প্রায় দেশের লোকজন নিজ দেশকে আমেরিকা থেকে বেশী পছন্দ করে।

১০| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বিচিত্র অভিজ্ঞতায় আপনার জীবন সমৃদ্ধ।আপনার এ জাতীয় লেখা পড়তে ভালো লাগে।চমৎকার লিখেছেন আপনি।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



সবার জীবনে কিছু ঘটনা থাকে, যেগুলো মনে পড়লে, মানুষ ভালো অনুভব করেন।

১১| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: বাচ্চা একটা মেয়েকে আপনি যে আন্তরিকতা আর ভালোবাসা দেখিয়েছেন- মেয়েটা আমৃত্যু তা ভুলবে না। এটা হবে তার জীবনের আনন্দময় সৃতি।
মেয়েরা সরল এবং বড় হৃদয় এই কথা সত্য।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতিটা নারীদের প্রতি সদয় নয়।

১২| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো সাহিত্যিক নই!

আপনি সাহ্যিতিকের বাপ। আপনি চাইলে, এবং কিছু সময় ব্যয় করলে আপনি অসাধারণ সাহিত্য রচনা করতে পারতেন। সেই ক্ষমতা এবং যোগ্যতা আপনার আছে।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



মানুষের জীবন সম্পর্কে আমার পরিস্কার ধারণা নেই।

১৩| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের জাতিটা নারীদের প্রতি সদয় নয়।

একটা সত্য ঘটনা বলি।
একলোক তার স্ত্রীকে নিয়ে বাইরে গিয়েছেন। কিছু কেনাকাটাও করে দিয়েছেন। স্ত্রী বলল, ফুচকা খাবো। তখন স্বামী রেগে মেগে রাস্তার মধ্যে সবার সামনে স্ত্রীর গলা টিপে ধরলো। বলল, এত কেনাকাটা করে দিলাম আবার ফুচকা!!

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



প্রথমত: শতে ১৫ জনের মানসিক সমস্যা; শতকরা ৮০ জন বদরাগী; শতকরা ৭০ জনের কোন না কোন রোগ আছে।

১৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার এসব স্মৃতিচারণমূলক লিখাগুলো অনেক ভালো লাগে। একটা কনভেনশনে গিয়ে এক ব্রাজিলিয়ান ডাক্তারনীর সাথে পরিচয় হয়েছিলো। অল্প সময়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়েছিল।গল্প, খাই -দাই, সেমিনার সবকিছু মিলে একসাথে একটা দিন কাটিয়েছিলাম। তখন মনে হয়েছিলো ব্রাজিলিয়ানরা অনেক মিশুক। অবশ্য একজন দু'জনকে দেখে ওভারঅল বলা যায়না।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



পুরো দ: আমেরিকার মেয়েরা অসাধারণ নারী; কষ্টের বিষয় হলো এদের বড় অংশ দরিদ্র।

১৫| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৫

ডঃ এম এ আলী বলেছেন:



গল্প ভাল লাগল । বুঝা গেল খুব সহজেই ভাব জমাতে পারেন :)
এ যুগের যে হালচাল তাতে করে মেয়েটি যে কোন ফাদে ফেলেনি
সেটাই ভাগ্য । মেয়েটি সুখীহোক সে কামনা আমরাও করি ।

ব্রাজিলের আজিবন দরিদ্ররাও বেশ ভাল অবস্থায় আছে।
প্রতি বছর একবার আমিরিকায় বিবিধ উপায়ে বেড়াতে
যেতে পারে । বিশাল পাকৃতিক সম্পদের অধিকরী ব্রাজিল ।
দারিদ্রতা তাদের জন্য কোন বিষয়ই নয় দেখে ভাল লাগল।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



লুলু ব্রাজিলের গরীবদের জন্য কিছুটা চেষ্টা করেছিলো; বাকীরা ওদের জন্য কিছু করেনি

১৬| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪০

রামিসা রোজা বলেছেন:

ছোট্ট একটি বাচ্চা মেয়েকে তার পছন্দের খাবার খাইয়েছেন
সে সময়টা সে অন্তর থেকে খুশি হয়েছিলো নিশ্চয়ই ।
ভালো লাগলো পড়তে ,আপনি ভালো একটি কাজ
করেছেন ।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


দ: আমেরিকার মেয়েগুলো হাসিখুশী।

১৭| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪০

কানিজ রিনা বলেছেন: (আমরা আজীবন গরিব) অনেকক্ষণ থেমে থাকলাম,
মেয়েটির পিতা আছে কিনা জিজ্ঞেস করেছিলেন নাকি?
কিছুক্ষণ আপনার সান্নিধ্যে হয়তো মেয়েটা পিতার অনুভব করেছে। ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



ওর সতপিতা ছিলো।
আমার মনে আছে, যতবারই তার সাথে দেখা হয়েছে, সে প্রতিবারই আমাকে দেখে খুশী হয়েছিল, কোন প্রকার ভাবনা ছাড়াই।

১৮| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানুষের জীবন সম্পর্কে আমার পরিস্কার ধারণা নেই।

কথাটা মনে হয় সঠিক না।
আপানর লেখা এবং মন্তব্য গুলো পড়লে মনে হয় আপনি একজন অভিজ্ঞ মানুষ। জীবন, সমাজ, দেশ এবং মানুষ সম্পর্কে আপনার জ্ঞান অগাধ।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, আমি চেষ্টা করবো কিছু লেখার জন্য।

১৯| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৩

সোহানী বলেছেন: ভালোলাগলো আপনার গল্প।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ব্রাজিলের মেয়েদের সাথে কাজকর্ম করেছেন?

২০| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২১

সোহানী বলেছেন: সরাসরি করিনি তবে আমার একজন ক্লায়েন্ট ছিল ব্রাজিলিয়ান। তার হাজবেন্ড কানাডিয়ান। অনেক চুপচাপ ছিল। তাই তেমন করে আলাপ জমেনি। মেক্সিকান, আমেরিকান, ফিলোপিনো, বা কানাডিয়ানরা অনেক কথা বলে। সে তুলনায় সে তেমন কথা বলতো না। তবে দু'এক জনকে দেখে বিচার করা অবশ্য ঠিক না।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



ওরা অন্যদের তুলনায় আমেরিকা, কানাডায় কম আসে; ইংরেজী না জানায় তেমন ভালো করতে পারে না; তবে, পুরো দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশী হাসিখুশী নারী ব্রাজিলিয়ান নারীরা।

২১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

ফয়সাল রকি বলেছেন: ধরে নিচ্ছি, মেয়েটার সাথে পরে আপনার আর দেখা হয়নি।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



২০০১ ও ২০০২ সালে অনেকবার দেখা হয়েছিলো।

২২| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, আমি চেষ্টা করবো কিছু লেখার জন্য।

বাজারি লেখকদের মতো আপনার প্রতি বছর ৪/৫ টা বই লেখার দরকার নাই।

অল্প লিখেন। কিন্তু লিখেন। দরকার আছে। টানা এক মাস লিখলে দারুন একটা উপন্যাস হয়ে যাবে।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি আমাকে উৎসাহিত করেছেন, লিখবো।

২৩| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: ভালো কাজ, মেয়েটা ভালো থাকুক।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



২০০৭ সালে আনতোনিয়া ব্যাচেলর শেষ করার কথা ছিলো; সেই সময়ে ব্রাজিল খুবই ভালো করছিলো, প্রেসিডেন্ট ছিলো লুলু, সে ভালো চাকুরী পাবার কথা, ভালো থাকার কথা।

২৪| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

কালো যাদুকর বলেছেন: আপনার অনেক সাহস বলতে হবে। এরকম আরো লিখুন।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, সবার জীবন হাজার ঘটনায় ভরা।

২৫| ২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

বঙ্গদুলাল বলেছেন: দক্ষিণ আমেরিকার সবচেয়ে উন্নত দেশ ব্রাজিলের মানুষের যাপিত জীবনের গল্প এমন হলে,বাকিদের অবস্থা আমাদের কাছাকাছি বা আমাদেরই মতো হবে হয়তো!আপনার লেখা কৃত্রিমতা বিবর্জিত ;বরাবরই প্রতিটি গল্পে প্রাণ থাকে।জীবনের পরতে পরতে জমে থাকা প্রতিটি স্মৃতিকথা এভাবেই অক্ষরের কারাগারে বেশি বেশি বন্দী করুন।আপনার জন্যে শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:





ব্রাজিলের মানুষ বরাবরই গরীব ছিলো; প্রেসিডেন্ট লুলুর সময় (২০০৩ - ২০১০) দেশটি উন্নয়নের মুখ দেখে; এখন ভালো করছে বলা যায়; মানুষগুলো হাসিখুশী থাকতে চায়।

২৬| ২৩ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমার ও ব্রাজিলিয়ান দেরসাথে মেশার অভিজ্ঞতা দারুণ ! চমৎকার অভিজ্ঞিতা শেয়ারের জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



দক্ষিণ আমেরিকার মেয়েরা অনেক হাসিখুশী, সোজা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.