নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"দি সান", একটা বৃটিশ টেব্লয়েড, এদের কথায় নাচবেন না

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭



বাংলাদেশে টেব্লয়েড পত্রিকা আছে, নাকি বাংলাদেশের সব পত্রিকাই টেব্লয়েড? টেব্লয়েড পত্রিকাগুলো ইউরোপ, আমেরিকায় স্বীকৃত মিডিয়ার অংশ, এরা আজগুবি খবর টবর দেয়; কিংবা খবরকে আজগুবি চরিত্র দিয়ে প্রকাশ করে যাতে মানুষ আকৃষ্ট হয়, কিনে; বাংলাদেশে এই ধরণের খবর প্রতিদন বের হচ্ছে, আপনারা এতে নিশ্চয় অভ্যস্ত। বৃটিশেরা বেশ ইন্টেলিজেন্ট পাঠক, আবার টেব্লয়েডের বেশী পাঠক বৃটেনে।

বৃটিশ টেব্লয়েড "দি সান" (১১/২৭/২০০) একটি খবর প্রকাশ করেছে যে, চীনা বিজ্ঞানীরা নাকি বলেছে, করোনা-ভাইরাস ভারত কিংবা বাংলাদেশ থেকেই শুরু হয়েছে। এই সংবাদ অনলাইনের কারণে বিশ্বের অনেক পাঠকেই পড়বেন; পড়ার পর, কে কিভাবে নেবে সেটাই আসল ব্যাপার। আমার ধারণা, কোন আমেরিকান ইহাকে সিরিয়াস খবর হিসেবে নেবে না; কারণ, ইহা বৈজ্ঞানিক উপায়ে প্রতিষ্ঠিত সত্য যে, ইহার শুরু চীনের উহানে।

ভারত ও বাংলাদেশের বেশীরভাগ পাঠক এই সংবাদে শিহরিত ও রাগান্বিত হওয়ার সম্ভাবনা আছে; মনে হয়, বাংলাদেশ ও ভারতীয় ফেইসবুকে ইতিমধ্যে ঝড়ের সৃষ্টি হয়েছে; এগুলো হচ্ছে, পাঠকদের ভুল রিএ্যাকশন, এতে আজগুবি খবর এক সময় খবরে পরিণত হতে পারে।

চীন ও ভারত তাদের সীমান্ত নিয়ে অকারণ বিবাদে মত্ত হয়েছে; ভারত-বিরোধী প্রচারণা হিসেবে এসব কথা চীনের কেহ কেহ বলতে পারে, চীনের মানুষ সারাবিশ্বে বাস করে, তাদের বিজ্ঞানীর সংখ্যাও অফুরন্ত। কোন ভাইরাসের প্রথম সংক্রমণ কোন দেশে ঘটে, সেটা শুধু উন্নত দেশগুলো কিছুটা বলতে পারে, যদি শুরুটা দ্রুত ধরা পড়ে। বাংলাদেশ, ভারত, বা আফ্রিকান দেশগুলো এসব ভাইরাসের প্রাথমিক সংক্রমণ সম্পর্কে জানার মতো অবস্হানে নেই।

যাক, করোনার প্রাথমিক সংক্রমণ সম্পর্কে বাংলাদেশের মানুষকে ভাবতে হবে না, বিশ্বের বিজ্ঞানীরা জানে যে, উহা উহানে হয়েছিলো; কিন্তু অকারণে নিজেদের মিডিয়ায় ইহা নিয়ে ভয়ংকর রিএ্যাকশন করলে, ইহা একটা সংবাদে পরিণত হতে পারে, অনেক বেকুবের জন্য ইহা ভাবনার বিষয় হয়ে যেতে পারে।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রিন্সেস ডায়ানা ও রাজকুমার চার্লসকে নিয়ে সান আর মিরররা খুব বেশী লিখতো।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


ইউরোপিয়ানরা আজগুবি খবর ইত্যাদিও সব সময় পড়তে ভালোবাসেন; আমেরিকার লোকেরা কিছুটা নিরস, আমেরিকায় টেব্লয়েডের ব্যবসা কম।

২| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: বৃটিশরা আসলেই বিটিশ (খারাপ অর্থে)।

তারা বিভাজন এবং শাসন এই নীতি প্রয়োগ করেই ২০০ বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। এখনো এই এলাকায় তাদের প্রেতাত্মা রয়ে গেছে।

আমেরিকা ,বৃটিশ এরা সারা দুনিয়ায় একজনকে অন্যের পিছনে লাগিয়ে দিয়ে সবসময়ই ফায়দা তোলার চেষ্টা করে।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমি ইহাতে বিশ্বাসী নই; আজকের বৃটিশ সেই কলোনিয়েল যুগের বৃটিশ এক নয়; ওরা এখন বিশ্বকে সাহায্য করছে।

৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

শাহ আজিজ বলেছেন: আপনি শেষলাইনে "বেকুব" শব্দ ব্যাবহার করেছেন । অর্থাৎ এখানের কিছু ব্লগার অথবা পাঠক বেকুব । লজ্জাস্কর ।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



স্যরি, বাংলাদেশ, ভারতে ও পাকিস্তানে "দি সান"এর আজগুবি সংবাদ নিয়ে অকারণ রিএ্যাকশন করছেন শিক্ষিত মানুষজন; "দি সান" সম্পর্কে ইউরোপ আমেরিকার পাঠকেরা এভাবে নাচানাচি করেন না; বাংগালী শিক্ষিতদেরও দায়িত্বশীল হওয়া উচিত।

৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোতাব্বির কাগু বলেছেন: বাংলাদেশে মানবজমিন ট্যাবলয়েট পত্রিকা। এছাড়া কম্বেশি সব গুলোই ট্যাবলয়েড।
ট্যাবলয়েডের একটা আকারের ব্যপার আছে। ভ্রমনে, দাঁড়িয়ে হাটতে হাটতে যাতে সহজে পড়া যায়। সে হিসেবে মানব জমিন এবং কিছু ২/৩ টাকার পত্রিকা পার্ফেক্ট

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



সাইজ ইত্যাদি হচ্ছে মার্কটিং'এর বিষয়; বৃটেন ও পুরো ইউরোপে টেব্লয়েডগুলো বেশ পপুলার; তবে,ইউরোপিয়ান পাঠকেরা এনালাইটিক পাঠক।

৫| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

গেম চেঞ্জার বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক। আর বেকুব শব্দটি ব্যবহার করাও ঠিক আছে। এ দেশের মানুষেরা যত সহজে ভাইরলা জিনিস গিলে যায় সেটা সবসময়েই আশংকার।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



কাজ নিয়ে আপনি বেশী ব্যস্ত হয়ে গেছেন; আপনার অনেক পাঠক ছিলো ব্লগে।

শিক্ষিত বাংগালীদের একটু এনালাইটিক হতে হবে; অকারণে বেশী রিএ্যাকশন দেখালে, আজগুবি ব্যাপার এক সময় খবরে পরিণত হয়ে যায়; তখন, সঠিক, বেঠিক গুলিয়ে যাবে।

৬| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০২

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কি শুধু এই বাক্যটাই জানেন?

৭| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৬

ঢাবিয়ান বলেছেন: আসলেই কোন চিনা বিজ্ঞানী এই কথা বলেছে কিনা আমি সন্দিহান। চীনারা অত্যন্ত স্বল্পভাষী। বেহিসেবী, আজগুবি কথাবার্তা তারা খুব কমই বলে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



পুরো বিশ্ব জুরে চীনা বিজ্ঞানীর অভাব নেই; তবে, "দি সান"এর মতো টেব্লয়েডকে আমরা যেন সিরিয়াস হিসেবে না নিই!

৮| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: আমার কাছেও মনে হয়েছে, এটা চায়ের কাপে ঝড় তোলার মত কোন বিষয় নয়।
চীনের এয়ারলাইন্সগুলো কোভিড-১৯ এর আক্রমণ শুরু হবার অনেকদিন পর পর্যন্ত ঢাকায় তাদের ফ্লাইট চালু রেখেছিলো। চীনা বিজ্ঞানীরা এমন তথ্য আবিষ্কার করে থাকলে ওরা তা করতো না।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



"দি সান" নিয়ে ইউরোপ, আমেরিকার পাঠকদের ধারণা আছে; কিন্তু এদের নিয়ে আমাদের দেশের অনেক পাঠকের ধারণা নেই; ফলে, ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে।

৯| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

ফটিকলাল বলেছেন: বোবার শত্রু নাই এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আপনি আমেরিকা প্রবাসী আপনাকে এত নিয়মনীতি মানতে হয় না কিন্তু আমাদের অনেক দেখে শুনে চলতে হয়। ছদ্মনামে লিখলেও কিভাবে জেনে নেয় এরা এবং তখন জানের ভয়। সেটাও অনেক পরের ব্যাপার। এই ব্লগেই তো মন খুলে কথা বলার জন্য অনেকের আইডি হাওয়া যায়।

কি দরকার মন খুলে কথা বলার যদি জানের ভয় থাকে।

তার চে ভালো দু কথায় যদি সব প্রকাশ করে ফেলা যায় মন্দ কি!

তবে আপনার লেখা সত্যিকারার্থে ভালো লাগে।

তারপরও এই কথার জন্য অনেকের বিরাগভাজন হবার সম্ভাবনা আছে। তার ওপর আমার ব্লগিং বয়স মাত্র ২ দিন হতে চললো। সবদিক দিয়ে ভেবেই অল্প এবং সুন্দর মন্তব্যে আমি নিরাপদ মনে করছি

ধন্যবাদ আপনার প্রতিমন্তব্যের জন্য

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



বুঝলাম, জাতিতে অগাছা বেশি হয়ে গেছে, বাগানটাই দখল করে ফেলেছে আগাছারা

১০| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: দ্যা সান কিছুদিন আগে ফ্রান্সে মুসলিম উওজনাকে কেন্দ্র করে শিরোনাম করেছিল,
ফরাসি জাতীয় দলের মুসলিম প্লেয়ার পল পগবা নাকি অবসর নিয়েছেন।
অথচ শিরোনামটি ছিল সম্পন মিথ্যা ভিক্তিহীন। পগবার প্রতিবাদ করায়
শিরোনামটি পড়ে তারা মুছে ফেলে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



ইউরোপিয়ানরা সিরিয়াস মানুষ, ওরা আবার ক্লাউনদেরও পছন্দ করে; সমস্যা হলো আমাদের নিজদের লোকজনকে নিয়ে, কোনটা ক্লাউন, কোনজন সিরিয়াস বুঝা কঠিন।

১১| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৭

জুন বলেছেন: ভয়ংকর রিএকশন কিন্ত আপনার লেখাতেই ফুটে উঠেছে চাদগাজী। নইলে ব্লগের কেউ এটা নিয়ে আন্দোলনে নামেনি বা কেউ আন্দোলনের ডাক দেয় নি। জাস্ট শেয়ার করেছে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


তা'হলে খুব একটা খারাপ না; আমি ভাবছিলাম, ফেইসবুকের জেনারেলরা আবার চীন আক্রমণ করে বসে কিনা!

১২| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশে চীনের বড় রকমের ইনভেস্ট আছে।এতে সম্পর্কের ক্ষতিহবে,এমন মনে হয় না।কোন কোন পত্রিকা উদ্দেশ্যমুলকভাবে খবরটাকে রংচং দিয়ে প্রকাশ করবে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


যদি বাংলাদেশেই এই ভাইরাসের উদ্ভব হতো, বাংলাদেশ কি জানতো যে, শুরুটা বাংলাদেশে? চীনে হওয়াতে ওরা বুঝেছে যে, ইহা ভয়ানক বিষয়।

১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে এরকম বেশ কিছু পত্রিকা আছে। টাকা দিলেই যা খুশি যে কারো বিরুদ্ধে ছাপানো যায়।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



এটা বিপদজনক।
যাক, "দি সান"এর পাঠকেরা জানে যে, এই পত্রিকার ষ্টাইল কি ধরণের।

১৪| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের এখন ভাষ্কর্য রাখা না রাখা নিয়ে আন্দোলন চলছে,
ধর্মীয় সংঘঠন গুলো এই শীতে রাস্তা গরম করে তুলেছে ।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালে এই মোল্লাদের একাংশ পাকীদের সাথে মিলে গণহত্যা চালিয়েছিলো; শেখ সাহেব ও শেখ হাসিনার কারণে এরা গরীবদের ছেলেদের থেকে জল্লাদ তৈরি করে।

১৫| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:১৪

ডাব্বা বলেছেন: গণপ্রজাতন্ত্রী ফেইসবুক বাংলাদেশ ছাড়া আর কেউ এসব নিয়ে মাথা ঘামাচ্ছেনা।

৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালীর আলোচনার বিষয় খুবই সীমিত; ফলে, কেহ কিছু একটা নিয়ে কিছু শুরু করলে, সবাই সেটা নিয়ে লেগে যায়; কিন্তু বিষয়গুলোর উপর সঠিক ধারণা না থাকলে, আলোচনাগুলো লিলিপুটিয়ান টাইপের হয়ে যায়।

১৬| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৯

ডাব্বা বলেছেন: আমরা আলোচনা খুব কম করি। জানিইনা কিভাবে আলোচনা করতে হয়। আমরা মতামত দেই। উগ্রভাবে দেই।

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিষয় নিয়ে এনালাইক্যাল ধারণা না থাকলে, মতামত ভুল হওয়ারই কথা, হতে পারে উগ্র, হতে পারে বেকুবী।

১৭| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এসব আজগুবি খবর পশ্চিমার বিশ্বাস করেনা বটে তবে তাদের কিছু নেতা আজগুবি অনেক কিছুই বলে!!এসব আজগুবি খবর পশ্চিমার বিশ্বাস করেনা বটে তবে তাদের কিছু নেতা আজগুবি অনেক কিছুই বলে!!

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট ছিলো, হতবাক হবে এক সময় আমেরিকানরা।

১৮| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: মিছে সংবাদ হলেও দারুন খায় পাঠকেরা।

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের একটু এনালাইটিক্যাল হতে হবে।

১৯| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিজ্ঞান বা গবেষনা নিয়ে খবর করলে বিজ্ঞান্সম্মত সাপোর্টিং ডাটা থাকতে হয়।
চীনের কোন তথাকথিত গবেষক বাংলাদেশে এসে উপাত্ত/নমুনা সংগ্রহ করে নি।
আজগুবি কথাবার্তা গুজব কান না দেয়াই ভাল।

উইকিপিডিয়া অবস্য বহু আগে বলেছিল সান, ডেইলি মেইল ইত্যাদি ট্যাবলয়েড কোন নির্ভরযোগ্য মাধ্যম না।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



চীনাদের জীবনযাত্রা, টেকনোলোজী, অনেক ধরণের নতুন ভাইরাস জন্ম দিবে ভবিষ্যতে। আমেরিকার নোংরা এলাকা হচ্ছে, চীনা পাড়া।

২০| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা বিপদজনক।
যাক, "দি সান"এর পাঠকেরা জানে যে, এই পত্রিকার ষ্টাইল কি ধরণের।

এই পত্রিকাকে অবহেলা করা যাবে না। পচা শামুকেই পা কাটে।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



পঁচা শামুক ও উহার খোলস হচ্ছে চীনাদের খাবার ; চীনে আরো নতুন ধরণের ভাইেরাসের উদ্ভব ঘটবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.