নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকের দিনটা মানব সভ্যতার একটি ঐতিহাসিক দিন।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯



আজকের দিনটি মানুষের জ্ঞান, বিজ্ঞান, টেকনোলোজীর আরেকটি মাইলষ্টোন।

আজকের দিনটি মানব সভ্যতার ইতিহাসে এক ঐতিহাসিক দিন; মানব জাতি এই ১ম'বার এতো কম সময়ে ভয়ংকর কোন ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার করে, ব্যবহারের জন্য প্রস্তুত; বৃটেন করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে আজকে; বৃটেন যদি আগের থেকেই প্রস্তুতি নিয়ে থাকে, আজকের থেকেই হেলথ-কেয়ার কর্মীদের ভ্যাকসিন দেয়ার শুরু করতে পারবে। এই মাসের ১০ তারিখে আমেরিকান ঔষধ নিয়নত্রণ সংস্হা "এফডিএ" ফাইজার ও মডের্না ভ্যাকসিনকে অনুমোদন দেয়ার সম্ভাবনা; শোনা যাচ্ছে, হাসপাতালগুলো ভ্যাকসিন পেয়ে যাবে তার আগেই।

আমরা, ব্লগারেরা করোনার সাথে সবচেয়ে বেশী পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি; ভাইরাসটা সম্পর্কে সায়েন্টিফিক ব্যাখ্যা পেয়েছি, ইহার দ্বারা মানব সভ্যতা কিভাবে সামজিক ও অর্থনৈতিভাবে বিপর্যস্ত হয়েছে তা বুঝার সুযোগ পেয়েছি। এই রোগের থাবা থেকে চীন, কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া কিভাবে সহজে বেরিয়ে এলো সেটা আমরা দেখলাম; কি কারণে আমেরিকা, ব্রাজিল, ভারত, রাশিয়া, ইরান, বাংলদেশ বেশী ভুগলো সেটার কারণগুলোও পরিস্কার হলো।

আমেরিকার ভোগান্তির ব্যাপারটা খুবই ভাবনার বিষয়; এদের হেলথ-কেয়ার, সম্পদ, শিক্ষা, বিজ্ঞান, টেকনোলোজী যেই পর্যায়ে আছে, তাতে ২০০ থেকে ২০০০ হাজারের বেশী মানুষের মৃত্যু হওয়ারও কথা নয়; কিন্তু এদের মৃত্যুর সংখ্যা (২লাখ ৭৫ হাজার), সংক্রমণের সংখ্যা (কম পক্ষে ৪ কোটী), ব্যয়িত সম্পদ, ৬ কোটী মানুষের চাকুরী চলে যাওয়া, প্রেসিডেন্টের পুরো পরিবার অসুস্হ হওয়া আমেরিকার জন্য ভয়ংকর ভাবনার বিষয়।

দেশ হিসেবে বাংলাদেশের যেই প্রোফাইল, সেই দিক থেকে জাতি খারাপ করেনি; পুরো জাতির আচরণ বিশৃংখল ছিলো পুরো সময়টায়; যাক, দেশের জলবায়ু ও মানুষের শারীরিক প্রতিরোধ শক্তি জাতির পক্ষে ছিলো; এখানে করোনা ছড়ায়ে বিশৃংখলার কারণে, শেষ হবেও বিশৃংখলভাবে; হয়তো, সবার শেষে জাতি করোনামুক্ত হবে; বাংলাদেশের অর্থনীতি দীর্ঘ সময় ভুগতে থাকবে; যারা করোনায় আক্রান্ত হয়েছিলো, তাদের দীর্মেয়াদী শারিরীক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।



মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

সুব্রত দত্ত বলেছেন: সুসংবাদ। আশা করা যায় দ্রুত পৃথিবী করোনামুক্ত হতে পারবে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটির জন্য।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



৩/৪ মাসের ভেতরেই মানুষের আত্মবিশ্বাস বেড়ে যাবে, হতাশা কেটে যাবে।

২| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

অধীতি বলেছেন: সবকিছু ছাপিয়ে আবার স্বাভাবিক হোক।ব্লগ জানার ক্ষেত্রে বর্তমানে সব থেকে বিশুদ্ধ মাধ্যম। বাংলাদেশের গ্লোব বায়োটেকের আপডেট পাচ্ছিনা।যদি এরা আশানুরূপ করতে পারে তাহলে অনেক উন্নত দেশের থেকেও আমরা আগে স্বাভাবিক জীবনে পদার্পণ করতে পারবো।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



গ্লোব বাংগালীদের জন্য একটা নতুন সম্ভাবনার আভাস দিয়েছে, এবার হয়তো কিছু করতে পারবে না; তবে, এই জ্ঞান কাজে লাগবে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুরো বিষয়টি সুন্দর ভাবে আলোচনায় আসছে।প্রানহানীর সাথে সাথে আর্থিক ক্ষতি হয়েছে বিশাল।এখন প্রয়োজন সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আমাদের যেই বিশৃংখল চরিত্রের সরকার, তারা এখন জল ঘোলা করছে, সেগুলো জাতিকে খাইয়ে ছাড়বে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: ইংলিশরা সব দিক থেকে এগিয়ে । নিজেদের অক্সফোর্ড ভ্যাক্সিন থেমে গেল তাতে কি ? সবচে নির্ভরযোগ্য ভ্যাক্সিন যা আছে তা দিয়ে দাও জনগণকে । এই যে দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা সবার ভেতর থাকে না । আমাদের যে কি হবে , আমি খুবই আশংকায় আছি । আমেরিকা দেখবেন ১১ তারিখেই টিকা শুরু করবে । কাল লাইভ দেখছিলাম যে আমেরিকান প্রশিক্ষিত কর্মীরা প্রস্তুতি নিচ্ছে টিকা পৌঁছে দেবার জন্য ।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



বৃটেন বিশ্ব থেকে ৯ দিন সামনে আছে।
আমাদের আপাা সব জানেন; আপা ও প্রেসিেডেন্ট টিকা নিলেই জাতি করোনামুক্ত হয়ে যাবে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কি একদিন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করবেন?

৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৮

মুজিব রহমান বলেছেন: এর পরে বিজ্ঞানের কোন অবদানকে আমরা অস্বীকার করতে পারি?

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



বিজ্ঞান হলো শিক্ষিত মানের লব্ধজ্ঞান, কম শিক্ষিত মানুষের লব্ধজ্ঞান কম, অশিক্ষিতদের জ্ঞান এখন মানব সভ্যতাকে সাহায্য করছে না।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলার নেতারা আরো অনেক আগেই করোনাকে মোকাবেলা করেছ।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:




সরকার, প্রশাসন ও আওয়ামী লীগ মানুষকে পুরোপুরি বিশৃংখল জাতিতে পরিণত করেছে; আপনারা কোরিয়া, ভিয়েতনামকে দেখুন, ওরাও এশিয়ান জাতি

৮| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৮

বঙ্গদুলাল বলেছেন: বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ,রাষ্ট্রব্যবস্থা এগিয়ে থাকবে; এটাই স্বাভাবিক।

আগের লিখাটি সরিয়ে নিলেন যে! একটু পড়েছিলাম রাত ১ টার দিকে মনে হয়(বাংলাদেশ সময়)।মন্তব্য করার জন্য লগিং করতে যেয়ে দেখি আর নেই(লগিং করিনি)।
পরমাণু শক্তিধর দেশগুলোর বাইরে নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হতে গেলে কী কী জটিলতা আছে? (জাতির প্রোফাইলের বাইরে- আইনি জটিলতা,বড় কোনো গুরুত্বপূর্ণ চুক্তি ইত্যাদি বুঝিয়েছি)।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:




International Atomic Energy Agency (IAEA)'এর ১৭২টি দেশ নতুন করে এটম বোমা বৃদ্ধির বিপক্ষে। ২০০৬ সালে ইরান ইরানী প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলো যে, তারা বোমা বানাতে পারলে ইসরায়েল থাকবে না ম্যাপে; ফলে, ইরান সম্পর্কে সবাই হতাশ।

পোষ্টটি ইরানের বিপক্ষে যাওয়ায়, পাঠক পাওয়া যায়নি; তাই সরায়ে ফেলেছি

৯| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

বঙ্গদুলাল বলেছেন: কোনো পক্ষে/বিপক্ষে গেলে পাঠক কমে যায়;এটা একটা সমস্যা।আলোচনা হতে হয় উন্মুক্ত;তখনই সারমর্ম, বিষয়বস্তু সবিস্তারে উঠে আসে।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



এটা সমস্যা নয়, এটা আমাদের ব্লগারদের লব্ধজ্ঞানের স্তরের পরিমাপ

১০| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৮

ইলি বলেছেন: সুসংবাদ। আশা করা যায় দ্রুত পৃথিবী করোনামুক্ত হতে পারবে।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



২০২১ সালের মাঝে বিশ্ব করোনা ভাইরাসকে থামিয়ে দেবে।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

রাবেয়া রাহীম বলেছেন: অবশেষে মানুষ এভাবেই টিকে থাকে।

এই দিনটি সোনালী অক্ষরে লেখা হয়ে থাকবে মানব সভ্যতার ইতিহাসে।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



এবারের সাফল্যটা মানুষের জ্ঞান ও সৎ চেষ্টার ফল।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

বঙ্গদুলাল বলেছেন:
"এটা সমস্যা নয়, এটা আমাদের ব্লগারদের লব্ধজ্ঞানের স্তরের পরিমাপ।"
আপনি সঠিক।
বিশ্বে এতো চুক্তি,সংস্থার এতো কার্যক্রম দেখি মানব কল্যাণে(জলবায়ু রিফিউজিদের ক্ষতিপূরণ,সফট লোন ইত্যাদি (IDA এর) ........এগিয়ে থাকা বড় দেশগুলো (কানাডা ইত্যাদি) যদি ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীকে বড় আয়তনের দেশগুলোতে অভিযোজনের ব্যবস্থার চিন্তা করতো (অবশ্য ভয়ও আছে, পাছে সন্ত্রাসী কার্যক্রম চালায় আবার)।সার্বভৌম রাষ্ট্রগুলো এইরকম কিছু করবে কি (ঝুঁকি নিয়ে) ভবিষ্যতে?নাকি সব জাতিকে নিজ থেকে এগিয়ে যেতে হবে, বিশ্বমানের দক্ষ নাগরিক হবে?
মানুষ কোনো একদিন বিশ্ব নাগরিক হওয়ার সুযোগ পেলে ভালো হতো (কাল্পনিক স্বর্গরাজ্যের চিন্তা)!
পরমাণু শক্তিধর হওয়ার চিন্তা থেকে এটা সুন্দর।(কিন্তু মানুষ ন্যাচারালি আধিপত্যবাদী।)

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



সব জাতির কাছে দরকারের চেয়ে অনেক বেশী সম্পদ আছে, বিশ্বের কাছে জ্ঞান আছে; যারা পেছনে পড়ে আছে, তাদেরকে জ্ঞানী হতে হবে; এটা মানুষকে নিজের জাতির মাঝে, নিজের সংস্কৃতিতে সুখে বাস করতে সাহায্য করবে।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭

ফটিকলাল বলেছেন: আপনি কি একদিন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করবেন?
[/sb


সে আশা দেখি না। নীল আকাশ নামক ব্লগারের পোস্টে যেভাবে মনের ভাব প্রকাশ করলাম আপনার মতো, মনে হয় না আমি সামনের পাতাতে এ জনমে এক্সেস পাবো।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমাকে অনুসরণ করবেন না, যেটা আপনার মতে সঠিক, সেটা করুন, সেটাই ব্লগিং; নীল আকাশ ইয়েমেনী দার্শনিক।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

বঙ্গদুলাল বলেছেন: সব জাতির মধ্যে দরকারের চেয়ে বেশি পরিমাণ সম্পদ আছে।না,একটু কারেকশন হবে।.....আমাদের মতো দেশে সেই সামান্য দরকারী সম্পদও নেই অনেকের।যাদের আছে তাদের দরকারের বেশিই আছে, যাদের নেই তাদের একদমই নেই।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



জাতির কাছে দরকারের চেয়েও বেশী সম্পদ আছে, জাতির প্রতিটি মানুষই জাতির জন্য সম্পদ। আমাদের সম্পদগুলো নিয়ে সরকার দাস ব্যবসা করছে।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

বঙ্গদুলাল বলেছেন: জমির উত্তরাধিকার,মালিকানা ইত্যাদি নিয়ম ব্রিটিশরা করে দিয়েছিল? আমার সুন্দর লাগেনি সিস্টেম।সরকারই সবকিছুর ম্যানেজমেন্টে থাকবে নাগরিকের প্রয়োজনে (যার যা প্রয়োজন)।পাশাপাশি নাগরিক নিজ দক্ষতা অনুসারে কাজ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।এটিতে স্বেচ্ছাচারিতা বেড়ে গিয়ে জাতি অলস হয়ে যেতো?নাকি মেধা বিকাশের ভয়?কোনটি?

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:




বৃটিশের আগে জমির মালিক ছিলো নবাবেরা; বৃটিশের সময় মালিক ছিলো জমিদারেরা; এখন মালিক হচ্ছে কালো টাকার মালিকেরা।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা করোনায় আক্রান্ত হয়েছিলো,
তাদের দীর্ঘ মেয়াদী শারিরীক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।

....................................................................................................................................
করোনা স্বাভাবিক জীবন যেমন স্তদ্ব করেছে তেমনি জনসাধারনের স্বাস্হ্যর উপর আঘাত করেছে ।
তবে ৬০ উর্ধ মানুষ এর বেশী এই কষ্ট পাবে, তরুন সমাজ যতটুকু আক্রান্ত হয়েছে তাতে আমি
বিশ্বাস করিযে, বাংলাদেশের জন্য তুলনামূলক ক্ষতি কম হবে ।
আমরা গ্লোব বায়োটেকের সাফল্য কামনা করি, আশা করছি জানুয়ারী থেকে আমার তাদের টিকা
ব্যবহার করতে পারব । সরকার দেরীতে হলে ও এর প্রয়োজনীয়তা বুঝতে পারছে ।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



গ্লোবের টিকা এবার হবে না; কারণ, দরকারী পরিমাণ টেষ্ট করার খরচ সরকার দেবে না।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে কি আপনাদের ভ্যাকসিন কিনে নিতে হবে? না সরকার দিবে?
ভ্যাক্সিনের ফমূর্লা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে কি আমাদের দেশ সেটা বানাতে পারবে না?

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাতে টিকা ফ্রি।

বাংলাদেশে ভ্যাকসিন ম্যানুফেকচারিং করার মতো ফ্যাসিলিটি নেই, মনে হয়।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮

কল্পদ্রুম বলেছেন: যাদের করোনা হয়েছে তাদের দীর্ঘমেয়াদি সমস্যা হতে এমনটা কি আপনি নিশ্চিত? কি ধরণের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে?

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



বেশীর ভাগেরই সমস্যা হবে এক সময়, মনে হচ্ছে; বিশেষ করে ফুসফুস, কিডনী ও এ্যামিউনে (যেমন ব্লাড ক্লগিং )।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৬

বঙ্গদুলাল বলেছেন: দাস ব্যবসাকে আমাদের সরকার নাম দিয়েছে জনশক্তি রপ্তানি (আমাদের নাগরিকের ২ পয়সাও দাম নেই)।

আচ্ছা,কার্ল মার্ক্স এর 'ডাস ক্যাপিটাল' এর মূলকথা কী?(সংক্ষিপে যদি বলতেন,আপনি পড়ে থাকলে!)।উনার নিজস্ব অর্থনীতির কোনো রূপরেখা ছিলো বইয়ে?

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


'ডাস ক্যাপিটাল' বইটা অর্থনীতি ও ফিলোসফির টেক্সট বই; এই বইতে অর্থ নীতির কিছু ডেফিনেশন, ক্যাপিটেলিষ্ট অর্থনীতির বই থেকে আলাদা। একটা মুল বিষয় হলো 'জাতির সম্পদের মালিকানা কিভাবে নির্ধারিত হবে'; আরেকটা বড় বিষয় হলো, 'রাষ্ট্রের আয় নাগরিকদের মাঝে কিভাবে বন্টন হবে'; তয় বড় বিষয় হলো, 'জ্ঞান লাভ কে কে করতে পারবেন, কে কে পারবেন না'; সবচেয়ে বড় বিষয় হলো,' দেশের মাঝে কেকে বেকার থাকবেন'?

এই বিষয়গুলোর উ্ত্তর আপনি দেন; যথাসম্ভব, আপনি 'ডাস ক্যাপিটাল'এর কাছাকাছি উত্তর দেবেন; কিন্তু ব্লগার বিদ্রোহী ভৃগু, কিংবা নতুন নকীব উত্তর দিলে উত্তরগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:১১

ডঃ এম এ আলী বলেছেন:



সুখবরটি জানানোর জন্য ধন্যাবাদ ।
সাইড লাইন বিজনেসের সুরাহা হলে
দেশে করুনা ভেকসিন সহসাই চালু
হতে পারে ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



দেশে কিশোরী মেয়েরা মেয়েরা বিক্রয় হয় দাসের মতো (চাকরাণী ), করোনা ভ্যাকসিনও ওভাবেই বিক্রয় হবে।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:২৪

ফটিকলাল বলেছেন: দেশে এখন কোরোনার ভ্যাকসিন নিয়ে চিন্তিত না। কালকের বৈঠকে যে সিদ্ধান্ত হবে তার ওপর নির্ভর করছে কে কত বারুদ/জিহাদী জোশ নিয়ে রাস্তা গরম করবে। শীতের মধ্যে অনেক দিন গরম কোনো খবর ছিলো না।

এবার একটা গরম ইস্যু হতে যাচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



গত ৫০ বছর, সরকারগুলো এতিম বাচ্ছাদের পড়তে দেয়নি, চাকুরী দেয়নি; এরা সরকারের ও প্রশাসনের কিছুটা মাংস খেলে তেমন অসুবিধা হওয়ার কথা নয়।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: এই দিকে ইন্টারপোল কিন্তু বলছে ভুয়া করনা টিকা থেকে সাবধান।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


করোনা বেশ কিছুদিন থেকে যাবে বাংলাদেশে।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ১৯ নম্বর মন্তব্যের উত্তরে কি সুন্দর স্পষ্ট বলে দিলেন- ''এই বিষয়গুলোর উ্ত্তর আপনি দেন; যথাসম্ভব, আপনি 'ডাস ক্যাপিটাল'এর কাছাকাছি উত্তর দেবেন; কিন্তু ব্লগার বিদ্রোহী ভৃগু, কিংবা নতুন নকীব উত্তর দিলে উত্তরগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।''

প্রতিটা ব্লগার যদি আপনার মতো এরকম স্পষ্ট করে বলতে শিখতো, তাহলে ব্লগ খুব বেশি প্রানবন্ত হয়ে উঠতো।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা যা ভাবেন, তা বলেন না।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: জাতি হিসাবে বাংগালীরা যদিও খুব আহামারী নয় তবে এভারেজ হিসাবে অনেক ভাল । শুধু যদি নীতি-নির্ধারক রা তাদের যথাযথ ভাবে পরিচালনা করতে পারত তবে বাংগালীদের দ্বারা অনেক ভাল কাজই সম্ভব হত।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


নীতি-নির্ধারকরা বাংগালী নয়, এগুলো মগ ও বর্গী

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশে বিজ্ঞান চর্চা হয়না বললেই চলে যখন বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এই বলে আত্নতৃপ্তীর ঢেকুর তোলে যে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে ১০টাকায় সিংগারা সমুচা পাওয়া যায় তখন এই জাতি থেকে আমরা কতটুকু আশা করতে পারি?

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



মোল্লা শফি নিজের ছাত্রদের চিনতেন, আমাদের ভিসি'রা শেখ হাসিনাকে চেনেন।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬

ধ্রুবক আলো বলেছেন: সুসংবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব ভয়ংকর এক সমস্যার মাঝে আছে, ইহার সমাধান দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.