![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
করোনার ফলে চীনে ১ জন মানুষেরও চাকুরী যায়নি; আমেরিকায় প্রাথমিকভাবে ৬ কোটি মানুষের কাজে যাওয়া বন্ধ হয়েগিয়েছিলো; এখন ২ কোটী ৩০ লাখ বেকার, ১ কোটীর কাছাকাছি বেকার ভাতায় আছে; এর বাইরে প্রতি নাগরিককে ১ বার ১২০০ ডলার করে দিয়েছে সরকার, আরেকবারও দিতে হবে। এই দেড় বছরে যেই সমস্যার সৃষ্টি হয়েছে, এবং হতে যাচ্ছে, এর থেকে বের হতে ১০ বছর সময় লাগবে।
মৃত্যুর হার সবচেয়ে বেশী আমেরিকা, ইতালী, ইংল্যান্ড, ব্রাজিলে; এই সপ্তাহে আমেরিকায় প্রতিদিন গড়ে ৩০০০ মানুষের মৃত্যু হচ্ছে, ২ লাখ ২০ হাজার নতুন সংক্রমণ হচ্ছে; অথচ, এরাই প্রথম টিকা বের করতে পেরেছে; এদের হাসপাতল, মেডিসিন, স্বাস্হ্যসেবার ক্ষমতা বিশ্বে সবার চেয়ে অনেক অনেক গুণে বেশী।
সমস্যাটা কোথায়? ইহা ক্যাপিটেলিজমের নিজস্ব সমস্যা; আশাকরি, যারা ক্যাপিটেলিজম ও সোস্যালিজম সঠিকভাবে বুঝেন, তাঁরা ২টি অর্থনৈতিক ব্যবস্হাকে তুলনা করে বুঝতে পারবেন।
ভিয়েতনাম ও বাংলাদেশ অর্থনৈতিক ও আবহাওয়ার দিক থেকে বেশ মিল আছে; ২টি দেশের নতুন করে শুরুটাও একই সময়ে ঘটেছিলো(৭০ দশকে); একটা বড় পার্থক্য হলো মানুষের শারীরিক গঠন, ভিয়েতনামীরা গড়ে কিছুটা খাটো। ভিয়েতনামের সাথে বাংলাদেশের আরেকটা মিল হলো, এই ২টি দেশের মুল চাকুরী হচ্ছে গার্মেন্টস খাতে। কিন্তু করোনার দিক থেকে দেখতে গেলে, ভিয়েতনাম ইহাকে যেভাবে কন্ট্রোল করেছে, ইহা বিশ্বের জন্য উদাহরণ; আর, বাংলাদেশে যা ঘটেছে, ইহা জাতির জন্য কলংক।
ভিয়েতনাম ঠিক সোস্যালিষ্ট দেশ নয়, তারাও ৩য় বিশ্বের ক্যাপিটেলিষ্ট অর্থনীতির দেশ; কিন্তু তাদর যুদ্ধকালীন সময়ে, তাদের কিছু নেতা ছিলো সোস্যালিষ্ট মনোভাবের, এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদেরকে অনেকটা সোস্যালিষ্ট মনোভাবের করে তোলে; যুদ্ধের সময় সীমিত খাদ্য, সুযোগগুলো মানুষকে বাস্তবতার কাছাকাছি এনেছিলো, সেই প্রভাবটা এখনো কাজ করছে; আমার ধারণা, ভিয়েতনামকে টিকা কিনতে হবে না।
১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার ১২ মিলিয়ন চাকুরী ছিলো রেষ্টুরেন্ট, হোটেল ও এয়ার-লাইনস'এ; এরা এখন ভয়ংকর অবস্হায়। বাংলাদেশ আরো বিশৃংখলার মাঝে ডুববে। সরকার মানুষকে বলেনি কখন তারা টিকা কিনবে, এগুলো মানুষ?
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কি ডেমোক্রেসির মাধ্যমে অর্জিত হবে,না কি কমিউনিষ্ট পার্টির মাধ্যমে।রাষ্ট্র গুলোর চরিত্র কেমন থাকবে।
ভিয়েতনামের স্বাধীনা যুদ্ধের পটভূমি আর আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি এক না।
১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
ডেমোক্রেসি, ক্যাপিটেলিষ্ট ও সোষয়ালিষ্ট অর্থনীতি কি একই লেভেলের বিষয়? ডেমোক্রেসী হলো একটি রাজনৈতিক তত্ব (বিষয়); আর, ক্যাপিটেলিষ্ট ও সোষয়ালিষ্ট অর্থনীতি হলো অর্থনীতি।
কানাডায় কম্যুনিষ্ট দল ক্ষমতায় নেই, কিন্তু অর্থনীতিতে সোস্যালিজমের ছোঁয়া আছে।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১
মোহামমদ কামরুজজামান বলেছেন: যতটুকু জানা যায়, ভিয়েতনামে খুব কম পরিমানে করোনা আক্রমণ হয়েছে। আর ভিয়েতনামে আইনের শাসন এবং জনগনের সচেতনতা আমাদের থেকে অনেক বেশী।
সর্বোপরী তারা আমাদের দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের মত দুর্নীতিপরায়ন ও অসৎ নয় ।তাদের দেশপ্রেম এবং জনগনের প্রতি দায়িত্ব বেশী।আর তাই তারা সফল হয়েছে।
১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি অর্থনীতি বুঝেন না।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০
নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে গার্মেন্টস গুলোতে অর্ডারের পরিমান বাড়ছে, ফেব্রুয়ারিতে আরো বাড়বে বলে মনে করছেন অনেকে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর; টিকার পর, আমেরিকা ও ইরোপের মলগুলো ক্রমেই খুলবে; তবে, দীর্ঘদিন শ্লো থাকবে।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬
শাহ আজিজ বলেছেন: একজন শীর্ষ চীনা নেতা আমায় বলেছিলেন তেং এর বানী শুনেছ তো ? বললাম হ্যা শুনেছি । তিনি বললেন ওইটাই আমাদের টার্গেট "বিড়াল সাদা না কালো ব্যাপার না , ইদুর ধরতে পারলেই হল" । আমিও বলি ইজম কোন বিষয় না , উৎপাদন করতে পারেন ? বাজারে নিয়া বেচতে পারবেন ? মার্কেট দখলাইতে পারবেন ? যদি তাই হয় তো বাজার আপনার আর যদি বাংলাদেশের মনি সিংহ মার্কা রাজনীতি করেন তাইলে না খাইয়া মরতে হইব ।
বোঝা গেছে ব্যাপারটা । চীনারা কোন এথিক্স মানে নাই কারন এখনো ৫০ কোটি লোক বেকার । এতো মানুষ বাচাইতে গেলে মেকানিজম একটা ফতোয়া না ফতুয়া সেলাই কর । মার ধর খা ।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
চীনারা ৪০০ বছর দরিদ্র ছিলো, এখন সবাই খেতে পাচ্ছে; কিন্তু তাদের মানবতা নীচু,সেটা সমস্যা হয়ে থেকে যাচ্ছে। আমরা চীনাদের কাছাকাছি ধরণের মানুষ।
কেহ চাইলে হঠাৎ করে ধানের চাষ শুরু করতে পারবে না, কেহ চাইলে হঠাৎ করে গাড়ী বানায়ে ফেলটে পারবে না; সেগুলোর জন্য ফাইনান্স, দক্ষতা, বাজার, ক্রয় ক্ষমতা থাকতে হবে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কানাডা আর বাংলাদেশ এক না।অনেক বড়দেশ লোক সংখ্যা মাত্র সাড়ে তিন কোটি।প্রাকৃতিক সম্পদে ভরপুর।
গনতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র আসবে,এমন দল কি বাংলাদেশে আছে।তাছাড়া ক্যাপিটালিষ্টরা সোসালিষ্ট অর্থনীতি ব্যস্তবায়ন করবেই বা কেন।তাদের লাভটা কি।জনগন খেয়ে থাকলো না নাখেয়ে থাকলে এটা দেখা কি ক্যাপিটালের ধর্ম।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনার কথাবার্তা মিশ্র ধরণের, আপনি কোনটা বুঝেন, কোনটা বুঝেন, সেটা পরিস্কার নয়।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: চীনেদের একটা যন্ত্র শিল্প , কারু শিল্প জ্ঞান আগে থেকেই ছিল । কাগজ, বারুদ , কম্পাস ,আকুপাঙ্কচার সুই তাদের প্রাচীন আবিস্কার । ধান গম সবজি ছিল বেশ । সামন্তকালে মানুষ অনাহারে মারা গেছে । আমি তাদের প্রাচীন কলা কৌশল দেখেছি । তারা হটাত করেই সব আবিস্কার করেনি । ভিতরে জ্ঞান ছিল , অভাব ছিল , নেতৃত্বের অভাব ছিল । ভাল নেতা এলো আর তাই চীন উঠে এলো , ভিয়েতনাম উঠে এলো আর আমরা বালক , ফতোয়া , ভাস্কর্য নিয়ে পড়ে আছি ।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
সঠিক, চীনাদের কারিগরি, কৃষি ও উৎপাদন ধারণা উন্নত ছিলো সর্বযুগে, পরিশ্রমী ছিলো সব সময়।
শেখ হাসিনা ও উনার বাবার দক্ষতা ছিলো সামন্তযুগের লেভেলে।
৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২
ঢাবিয়ান বলেছেন: আমেরিকায় করোনায় এরকম বিপুলহারে মৃত্যূর কারনটা কি? মানুষ কি সেখানে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে? চিকিৎসা পেলেতো এভাবে গনহারে মরার কথা নয়। পাশের দেশ কানাডাতেইতো ডেথ রেট খুবই কম।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
মানুষকে বিশৃংখল করে ফেলেছে ট্রাম্পের দেশ চালনার স্টাইল, মানুষ নিয়ম কানুন মানছে না; আবার, হাসপাতালগুলো বড় বড় কর্পোরেশনের হাতে থাকায়, তারা সব সমময় বেশী লাভের আশায়, কমদক্ষ মানুষজন দিয়ে চালাচ্ছে।
৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি আমাকে একটু বুঝান,বাংলাদেশে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যস্তবায়ন করবে কোন দল।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদশে তেমন কেহ সোস্যালিষ্ট অর্থনীতি বুঝে না, এবং কেহ পছন্দ করে না; ফলে, কেহ বাস্তবায়ন করতে পারবে না। আমি বুঝতে চাচ্ছি, ব্লগারেরা ২টি অর্থনীতি যেইভাবে কাজ করে সেটা উনারা বুঝতেছেন কিনা!
১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই করোনায় মানুষ যে কত বড় স্বার্থপর তা প্রমাণিত হয়েছে ।
সপ্তাহ খানেক আগে আমি জ্বরে আক্রান্ত ছিল।
দেখেছি মানুষ মানুষকে কত ভয় পায়।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
সমস্যা, মানুষ অসহায় হয়ে পড়েছে।
১১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: লক ডাউন এ দেশের যে অবস্থা হয়েছিলো, সেই অবস্থা মনে হয় দেশের মানুষ কাটিয়ে উঠতে পেরেছে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
না, অবস্হা কাটিয়ে উঠতে পারেনি; অনেক পরিবারের উপার্জনের মানুষটি মারা গেছে; যারা সেরে উঠেছেন, তাদের অনেকেই সমস্যায় পড়তে পারেন; যাদের চাকুরী চলে গেছে, অনেকেই আগের বেতনের চাকুরী পাবেন না।
১২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭
কল্পদ্রুম বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন ভিয়েতনামিজদের সোস্যালিস্ট মনোভাব তাদের উপকার করছে?
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, সেই কারণে করোনা ছড়াতে পারেনি
১৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০২
জিকোব্লগ বলেছেন:
আমার একজন আত্নীয় আছে পড়া লেখায় ক্লাস ফাইভ পাশ কিন্তু
বিদেশে থাকে। সে বলে, সে যখন ফাইন্যান্সের কথা বলে তখন সবাই
বলে আপনি কি ফাইন্যান্স নিয়ে লেখাপড়া করেছেন, সে যখন জিওগ্রাফি
নিয়ে কথা বলে তখন সবাই বলে আপনি কি জিওগ্রাফি নিয়ে লেখাপড়া
করেছেন ... ইত্যাদি চাঁপাবাজী। আপনারও অবস্থা একই রকম। পার্থক্য
সে ফাইভ পাশ আর আপনি ইন্টার পাশ।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
আমার পড়ালেখা উনার চেয়ে কম; আপনি হয়তো অজানা বিজ্ঞানে পিএইচডি করেছেন; প্রশ্নফাঁসের জন্য পরিবার আপনাকে টাকা দিয়েছিলো?
১ মাস ১ সপ্তাহে তো ব্লগে অ, আ'ও লিখতে পারেননি; কাট-পেষ্ট এর উপর টিউটোরিয়েল দেখুন গুগলে
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩৮
জিকোব্লগ বলেছেন:
নকল করে পাশ করেছেন বলে অন্যকেও আপনার
আপনার মতনই মনে হয়। আপনি কি কোন কালে
ভার্সিটির মুখ দেখতে পেরেছেন?
আপনার পোলা মাইয়ারা কি দেশের জন্য কোনো অবদান রাখতে
পেরেছে? নাকি তারাও আপনার মতনই নকল করে পাশ করেছে ?
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে ভালো লোকদের আত্মীয়তা আছে! আমাকে নকল করার হয়নি, আমি পড়ালেখা করিনি।
আমার ছেলেমেয়ের বড় অবদান হলো, আপনার সাথে আত্মীয়তা নেই ।
২/১ টা পোষ্ট টোষ্ট লেখেন, তখন আপনার মগজের শক্তি বুঝা যাবে।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪২
সিগনেচার নসিব বলেছেন: এসব ব্যপারে যথেষ্ট নলেজ নেই। তবে আপনাদের পোস্টের মাধ্যমে অনেক ঝাপসা ধারনাগুলো পরিস্কার করার সুযোগ থাকে।বরাবরের মত পড়ে গেলাম। ভাল থাকুন । সুস্থ্য থাকুন
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
এই মহামারি বিশ্বের বিবিধ জাতির অর্থনীতি, সামজিক ও রাষ্ট্রীয় অবস্হা বুঝার সুযোগ করে দিয়েছে
১৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৮
জিকোব্লগ বলেছেন:
চাঁদগাজী, খালি কলস বাজে বেশি। ভার্সিটিতে পড়ার-ই যার কোনো
কালে যোগ্যতা হয় নি, সে কিনা মাঝে মধ্যে ভার্সিটির সমালোচনা করে।
আর ব্লগ ছাড়া আর কোথাও তো কোনো কিছুই মনে হয় করতে
পারেন নি। নিজের কাজ কর্ম কি নিজে করতে পারেন?
আপনি পারেন একটায় , ব্লগে পায়খানা পোষ্ট লেখে ভরে ফেলতে।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি যা শুরু করেছেন, ইহার শেষ নেই; আপনি একটা বলবেন, আমি একটা বলবো, এই পায়খানা চলতে থাকবে।
২/১টা পোষ্ট লেখেন, দেখেন কেহ পড়ে, নাকি আপনিই একমাত্র পাঠক হয়ে বসে থাকবেন!
১৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন: শতবছর পরপর মহামারীর জন্য কি আর ক্যাপিটালিজমের লোভ ছাড়া যায়। চীন দেশ নয় মেশিন, ভিয়েতনাম আমেরিকাকে হারিয়ে সেই সুধা এখনও পান করছে। বাংলাদেশ দাড়িয়ে দাড়িয়ে আগুনের উত্তাপ নিচ্ছে ঝাপ দেবার জন্য।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৫০
চাঁদগাজী বলেছেন:
পুরো মহামারীতে শিক্ষিত মানুষেরা দেশের অবস্হা নিয়ে কোন কথা বলেননি, একটা বিবৃতিও দেননি; প্রশাসনের যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৪
অনল চৌধুরী বলেছেন: আগে তো ভিয়েতনামের নাম শুনলেই জ্বলে উঠতেন।এখন তো তাদের বস মানছেন!!
দেখেন করোনায় সন্ত্রাসী এ্যামেরিকার কি অবস্থা !!আগে তো ভিয়েতনামের নাম শুনলেই জ্বলে উঠতেন।এখন তো তাদের বস মানছেন!!
দেখেন করোনায় সন্ত্রাসী এ্যামেরিকার কি অবস্থা !!
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমার চোখে যা পড়ছে, তা নিয়ে আলাপ করার চেষ্টা করছি; দেখেন, আপনার কাছে কেমন লাগে; আপনিও দেখেন, বুঝতে পারেন না, হয়তো।
১৯| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সব চরম পন্থা বা ইজমের কিছু সাইড ইফেক্ট থাকবেই। ক্যাপিটালিজমের তীর্থস্থান যুক্তরাষ্ট্রে সামাজিক বৈষম্য থাকবে না ভাবাটাই বরং অযৌক্তিক।
বাংলাদেশের মতো ধর্মীয়-সোসিয়ালিস্ট-ক্যাপিটালিস্ট দেশের অবস্থা বরং জগাখিচুড়ি। এদেশে মনগড়া ধর্মীয় ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে রাখা হয় হালুয়া রুটির ভাগ নিশ্চিত করা ও আমজনতাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে। সোস্যালিস্ট ফতোয়া দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সিবিএ ও কর্মকর্তারা লুটপাট করে পুঁজি পাচার করে। আর দুর্নীতি ও লুটপাটের সম্পদ দিয়ে গড়ে উঠা পুঁজির একাংশ দিয়ে ভরণপোষণ করা হয় ক্যাপিটালিস্ট সিস্টেম ও তার আজ্ঞাবহ সরকার ও ছানাপোনাদের।
১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২২
চাঁদগাজী বলেছেন:
ধর্ম হলো আদিমানুষদের কল্পিত জীবনযাত্রার রূপকথা; ধর্মীয়রা বিশ্বকে বুঝার লেভেলে নেই।
২০| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০২
কালো যাদুকর বলেছেন: আমি অর্থনীতি তেমন বুঝি না। তাই বেশ কয়েকবার পড়লাম পোস্টটি।
আমার কাছে মনে হয় আমেরিকাতে বেশী লোক মারা যাচ্ছে ট্রাম্পের ভুল রাজনৈতিক ডিসিসনে, ও সাধারন আমেরিকানদের খারাপ স্বাস্থ্যগত অবস্থার জন্য।
যদি অস্ট্রেলিয়ার দিকে দেখেন, ওরাও ক্যাপিট্যালস্টিক দেশ, কিন্তু সঠিক নীতির কারনে করোনা মৃত্যু হার অনেক কম।
@নোটিস বোর্ড/ আডমিন দয়া করে জিকোব্লগ এর কমেন্টগুলো ভাল করে বিবেচনা করুন।
ভাল আছেন?
১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালো আছি; করোনা থেকে হুশিয়ারে থাকবেন।
আমেরিকার অনেক লোকজনকে বিশৃংখল করে দিয়েছে ট্রাম্প; এরা অকারণে সরকারী টাকা দিয়ে দিয়েছে বড় বড় কর্পোরেশন গুলোকে "রেসকিউ প্যাকেজ" হিসেবে; সর্বোপরি, হাসপাতালগুলো সরকারী টাকা ডাকাতী করছে করোনাকে কেন্দ্র করে। মৃতয়ুর কারণও ট্রাম্পের ভুল পরিচালনা।
২১| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৩
কবিতা ক্থ্য বলেছেন: বাংলাদেশ আসলে কোনো ফর্মূলায় পড়ে না।
আমরা আসলেই ইউনিক।
১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা দেশকে বিশৃংখলভাবে চালাচ্ছেন।
২২| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি জানতে পারলাম, ব্লগার রাজীব নূর সাহেবের পিতা মারা গেছেন।
কথাটি কি সত্য?
১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০
চাঁদগাজী বলেছেন:
আমি জানি না, উনি লিখেছিলেন যে, উনার বাবার অবস্হা ভালোর দিকে; খবর যদি সত্য হয়, রাজিব ও তার পরিবারের জন্য সমবেদনা রলো; আশাকরি, সে এই কষ্টের সময়, রাজিব শক্তভাবে পরিবারের হাল ধরবেন।
২৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমেরিকা তার হিসাব রাখেন তাই তার লোকসানগুলো সবাই জানতে পারছেন। বাংলাদেশের কোনো হিসাব নেই। তাই বাংলাদেশের লোকসানগুলো জানাও সম্ভব না। ঢাকা সহ সমগ্র বাংলাদেশে বিভাগীয় শহরের বাসাগুলো খালি হয়ে গেছে - ঢাকার বাড়িওয়ালাদের জমিদারি শেষ হয়ে গেছে!
১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৮
চাঁদগাজী বলেছেন:
করোনা শেষে আবার তাদের জমিদারী আবার শুরু হবে; কিন্তু কোন কিছুতেই সরকার মাথা ঘামাচ্ছে না, নাগরিকেরা নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে; এটে করে বাংগালীরা নিজ পরিবারের বাহিরে কারো 'ভালো'র কথা চিন্তা করার সুযোগ পাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
জুন বলেছেন: ঢাকায় আমাদের পরিচিত একজন ট্রাভেল এজেন্সীর পার্টনার। আজ শুনলাম গত সাত আটমাস কোনরকম আয় নেই , ব্যাংকের টাকা তুলে সংসার চলছে কিন্ত এটা হয়তো খুব টেনেটুনে দুই মাস চলবে বলে জানালো । সচ্ছল একটি পরিবারের এই অবস্থা জেনে খুব খারাপ লাগছে আরও যারা প্রাইভেট জব করছে তাদের জন্য । এরাতো হাতও পাততে পারবে না কারো কাছে ।
এয়ার লাইন্স ব্যাবসায় মনে হয় সব চেয়ে বড় ধ্বস নেমেছে বিশ্বজুড়ে । হংকং নাকি থাইল্যান্ডের এক পাইলট খাবার ডেলিভারি দিচ্ছে দেখলাম ।