নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কোন কোন জাতি বিনামুল্যে টিকা পেতে যাচ্ছে?

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩



আমেরিকা থেকে বাংলাদেশ, কোন জাতির একজন নাগরিকও 'বিনামুল্যে' টিকা পাচ্ছে না; কারণ, ফাইজার, মডের্না, এস্ট্রোজেনিকা বিনামুল্যে টিকা দিচ্ছে না; তবে, সব জাতিই তাদের সরকারী তহবিল থেকে টাকা ব্যয় করার কথা; এই মহামারীর মাঝে, কোন দেশের সরকারের উচিত নয়, নাগরিকদের থেকে এই টিকার মুল্য হিসেবে নতুন করে টাকা আদায় করা।

বাংলাদেশের ৯০ ভাগ মানুষ, মানসিকভাবে সরকারী তহবিলের টাকাকে জাতির টাকা হিসেবে নেন না; তারা মনে করে যে, সরকার নিজ টাকায় পদ্মা বানাচ্ছে, খরচ যদি বেড়ে যায়, সরকারী টাকা যাচ্ছে, আমার তাতে কি, কম টাকায় হোক, কিংবা বেশী টাকায় হোক, আমি তো ব্রীজের উপর দিয়ে যাবার সুযোগ পাচ্ছি, সরকার না বানালে আমি কি করতে পারতাম!

ফাইজার প্রতি ডোজ ২০ ডলার করে নিতে পারে, মডের্না ২৭ ডলার থেকে ৩২ ডলার অবধি নিতে পারে, এস্ট্রোজেনিকা ৪ ডলার নেবে। বাংলাদেশ সরকার এখনো মানুষকে আসলে কিছুই জানায়নি: কার থেকে তারা টিকা কিনবে, মুল্য কি সরকারী ত হবিল থেকে পরিশোধ করা হবে, নাকি মানুষকে নিজের পকেটের পয়সা দিযে কিনতে হবে!

যেহেতু, ইহা মহামারী, টিকা যদি সবাই না পায়, মহামারী নির্মুল হবে না; টাকার অভাবে কেহ না নিলে, বা কেহ টিকার জন্য পকেটের টাকা খরচ না করলে, তখন সরকার কি করবে? যদি শতকরা ৩০ ভাগ মানুষ টিকা না নেয়, এবং মাস্ক না পরে, মহামারী নির্মুল করা সম্ভব হবে না! তখন কি সরকার অভাবী লোকজনের কারণে দেশে মহামারী পালন করতে থাকবে?

যেসব দেশে মানুষের হেলথ ইন্স্যুরেন্চ নেই, সেইসব দেশে টিকার বিল সরকারী তহবিল থেকেই দিতে হবে; যেসব দেশে মানুষের হেলথ ইন্স্যুরেন্স আছে, তারা স্বাস্হ্য সম্পর্কিত সবকিছুর জন্য প্রতিমাসেই টাকা দিয়ে যাচ্ছেন; কেহ ফ্রি'তে টিকা পাচ্ছে না; বাংগালীরাও টিকা ফ্রি পাবেন না, তাঁদের টাকাই সরকার ব্যয় করবে মাত্র; কিন্তু অশিক্ষার জন্য তাদের অনেকেরই ধারণা হতে পারে, সরকার টাকা দিচ্ছে, নাগরিকেরা ফ্রি পাচ্ছেন।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা সারা বছর উন্নত দেশগুলোকে গালাগাল করি। সম্প্রতি আমেরিকা, ফ্রান্স বাংলাদেশের জনগণের প্রচুর গালাগাল পেয়েছেন। তারা কেনো আমাদের ফ্রি’তে টিকা দিবেন? উপযুক্ত টাকা দিয়েও টিকা দেওয়ার কথা না।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



উন্নত বিশ্ব বাংগালীদর এখনো সরল-বেকুব হিসেবে নিচ্ছে; ফলে, ভালো খাতায় আছে এখনো।

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

শাহ আজিজ বলেছেন: বেশ অন্ধকারাচ্ছন সামনের দিনগুলো ।


ওষুধ কোম্পানিগুলো তাদের নিজেদের কর্মীদের জন্য টিকা আনতে চাইলে সরকার অনুমতি দেবে কিনা কে জানে ?


ডঃ ইউনুস ভাল বলেছেন- পৃথিবীতে যত ভ্যাক্সিন ল্যাব আছে তাদের টাকার বিনিময়ে পেটেন্ট করে দিক ভ্যাক্সিন কোম্পানি যাতে ফর্মুলা অনুযায়ি তারা একযোগে টিকা উৎপাদন করতে পারে । খুবই গ্রহনযোগ্য প্রস্তাব ।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


ড: ইউনুস সাহবে যা বলেছেন, সেটার চেষ্টা করছে বিশ্ব স্বাস্হ্য সংখ্যা গত ৫/৬ মাস; সেটা ঘটতে হবে, স্বল্প সময়ের ব্যবধানে জাতিগুলোর টিকা পাওয়া দরকার।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

শাহ আজিজ বলেছেন: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে আছে ফাইজার ও মর্ডানা। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা বলছেন, সংস্থা দুটি কেবল করোনা ভ্যাকসিন বিক্রি করেই ২০২১ সালে প্রায় ৩২ বিলিয়ন ডলার আয় করবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনা ভ্যাকসিনের অনুমোদন যেমন বিজ্ঞান, অর্থনীতি ও মানবতার জন্য একটি মাইলফলক, ঠিক তেমনই আগামী কয়েক বছর এটি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোর প্রধান অর্থোপার্জনের মাধ্যম হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির মতে, ফাইজার একাই ২০২১ সালে করোনা ভ্যাকসিন থেকে ১৯ বিলিয়ন ডলার লাভ করতে পারে, যা ২০২০ সালের সংস্থাটির ৯৭৫ মিলিয়ন ডলার আয়কে ছাড়িয়ে যাবে।

ভ্যাকসিন বিক্রির আয় ভাগাভাগি করে নেবে ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেক।

দি ডেইলি স্টার

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



এই জন্য একটু সন্দেহ হয়, ভাইরাসটি ছড়ানোর পেছেন কি ফার্মাসিউটিক্যালের কারো মাথা কাজ করেছে!

৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের ৯০ ভাগ মানুষ প্রত্যক্ষ কর দেয় না।তাই হয়তো ভাবে,আমিতো রাষ্ট্র কে কোন টাকাই দেই না,অতয়েব রাষ্ট্রের টাকার উপর আমার কোন অধিকার নেই।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের প্রায় সবাই এখন সেলস-ট্যাক্স, জমির খাজনা, ব্যবসা থেকে শুরু করে লাইসেন্স, সরকারী স্টাম্প কিনার ফি দিয়ে থাকেন; "সরকারের টাকা" ধারণাটা আসে অশিক্ষা থেকে।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

শাহ আজিজ বলেছেন: এই জন্য একটু সন্দেহ হয়, ভাইরাসটি ছড়ানোর পেছেন কি ফার্মাসিউটিক্যালের কারো মাথা কাজ করেছে!

এইবার আসল আলাপে আসুন । এইকথা মে মাসে আমিই বলেছি যে এই ভাইরাস ল্যবে তৈরি এবং আমেরিকা - চীন ের পুরো দায় দায়িত্ব নিচ্ছে বেশ কজন দায়িত্বশিল লোকের লেখা পড়ে। দেখুন চীন ভ্যাক্সিন তার দেশে জুলাই থেকে শুরু করেছে এবং চলছে । আমেরিকা কাল থেকে শুরু করবে । আমেরিকায় সংক্রমণ বেশির জন্য ট্র্যাম্প দায়ি । মস্কো রেডি ছিল একটু দেরিতে ছাড়ল যাতে কেউ সন্দেহ না করে । মার্কিনী ভ্যাক্সিন কোম্পানি আগে থেকেই রেডি ছিল পরিস্থিতির জন্য - এদের কাছে হট নিউজ থাকে ।

আপনি দেখবেন নতুন কিছু অসুখ বিসুখ বাজারে আসবে কাউনটার হিসাবে যাতে আরও বিনিয়োগ আরও ভ্যাক্সিন আরও লাভ ।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



ভাইরাসটি প্রকৃতিতে সব সময় ও ল্যাবে ছিল বেশ কিছু সময়; ল্যাব থেকে বের হলো, নাকি প্রকৃতি থেকে এলো এটার তথ্য বের হতে সময় লাগবে; কানাডা, ফ্রান্স ও স্কেনডেনেভিয়ান বিজ্ঞানীদের মতামত এক সময় পাওয়া যাবে।

এবারেরটার পেছনে যদি অসততা থাকে, আরো নতুন ও কঠিন ভাইরাস আসবে।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সরকারী ভাবে টিনা আনা হবে ৩ কোটি, তা দিয়ে দেড় কোটি লোককে টিকা দেয়া যাবে। কিন্তু আসলে ৩ কোটি টিকা আসবে না। দেড় কোটি টিকা আনা হবে, আর দেড় কোটি টিকার টাকা ভাগা ভাগি হয়ে যাবে আগেই।
যে দেড় কোটি টিকা আসবে তার থেকে ১ কোটি টিকা চুরি হয়ে কালো বাজারে বিক্রি হয়ে যাবে। ৫ লাখ ফ্রী দেয়া হবে বস্তি আর গ্রাম গুলিতে প্রচারের জন্য। বাকি ৪৫ লাখ পাবে সরকারি লোকেরা।
দেশের বাকি ১৬ কোটি লোকের মধ্যে কয়েক কোটি লোকের টিকা আনবে বেসরকারী কোম্পানি। তারা সেগুলি চড়া দামে বেঁচবে।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



দেশের ৭০ ভাগ মানুষ টিকা পেলেও করোনা থেকে যাবে, আবার ছড়াবে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

আমি সাজিদ বলেছেন: সরকার বিনামূল্যে টিকা দিবে সবাইকে, সত্য নাকি?

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



প্রেসিডেন্ট, স্পীকার, সবাই বেতন নেন জাতির তহবিল থেকে, জাতির তহবিল থেকে টিকা কিনলে, উহা তো ফ্রি হচ্ছে না; মহামারী চলাকালে, মানুষ থেকে টিকার জন্য আলাদাভাবে টাকা নেয়া হবে ইডিওটিক কাজ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: করোনার টিকা পাওয়া গেলে আব্বা হয়তো আরও কিছু দিন বেশী বেঁচে থাকতে পারতো।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



এখন এগুলো ভেবে মনে কষ্ট নেবেন না, আপনি পরিবারকে আগলে রাখার চেষ্টা করেন।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ গ্যাভির সহায়তায় টিকা দিবে বিনামুল্যে।
বাংলাদেশের সরকারি টিকাদান সংস্থা ইপিআই প্রায়রিটি বেসিসে পর্যায়ক্রমিক তালিকা ধরে বিনামুল্যেই সবাইকে দিবে।
ইপিআই দীর্ঘকাল জাবত বিসিজি টিটেনাস মিজেলস হেপাটাইটিস পলিও ইত্যাদি টিকা দিয়ে আসছে, বিনামুল্যেই
খরচ দেয় রাষ্ট্র ও গ্যাভি। ইপিআই মাঠপর্যায়ে হাউস টু হাউস টিকা দিয়ে আসছে। প্রায়রিটি ভিত্তিতে।

করোনা টিকাও সেভাবে দেয়া হবে।

অন্যান্নরা খোলাবাজার থেকে বাজার মুল্যে কিনে নিবে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি বলছেন, "অন্যান্নরা খোলাবাজার থেকে বাজার মুল্যে কিনে নিবে। "

-এরা কারা? টিকার কি খোলা বাজারও থাকবে, ইহা কি কফের ঔষধ?

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
এটাই বাস্তবতা।
EPI এর মাধ্যমে হেপাটাইটিস বি টিকা বিনামুল্যে দেয়া হচ্ছে প্রাওরিটি ভিত্তিতে মানে নির্দিষ্ট বয়েসি শিশুদেরদের। বিনামুল্যে।
অনান্নরা বাজার থেকে কিনে নিচ্ছে।
করোনার ক্ষেত্রেও সেরকম হবে। তবে সেখানে প্রায়রিটি পাবে অধিক বয়স্কদের ও ফ্রন্টলাইন কর্মিরা

১৩ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



টিকা ম্যানুফেকচারিং যারা করছে, তারা বিবিধ দেশ ও বিশ্ব স্বাস্হ সংস্হার সাথে চুক্তিবদ্ধ; বাজারে যাবে কখন?

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



করোনা রোগীদেরকে সেবা দিতে গিয়ে বেসরকারী হাসপাতালগুলিউ রমরমা ব্যবসা করেছে ।
সাধারণত সংকটাপন্ন ও জটিল রোগীদের আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু স্বজনদের ভুল বুঝিয়ে সাধারণ রোগীদেরও আইসিইউতে নিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের আবেগকে পুঁজি করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক এ ধরনের অনৈতিক ‘ব্যবসা’করছে। অকারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে রোগীর করোনার চিতিতসা করতে গগিয়ে অনেকেই হচ্ছেন নিঃস্ব।এখন টিকা নিয়ে কি বানিজ্য হয় আল্লাই জানেন ।

এদিকে আজকে সংবাদে দেখলাম সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন কোভিড-১৯ মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্যখাত দেশের মানুষের জন্য চিকিৎসাসেবা ফ্রি করে দিয়েছে। এতে করে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কোভিড মোকাবিলায় প্রতিটি আইসিইউ বেডের রোগীর পেছনে সরকারের গড়ে প্রায় চার লাখ টাকা ও সাধারণ বেডের রোগীর জন্য এক লাখ ৩০ হাজার
টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানিয়েছেন সুত্র :https://www.newshunt.com.bd/আইসিইউতে-করোনা-রোগীপ্রতি/

টিকার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ৯বিলিয়ন টাকা দিয়েছে । সরকারের হাতেও টাকা আছে ।
তাই সরকার ইচ্ছে করলে বিনা মুল্যে এই টিকা জনগনকে দিতে পারে ।
যদিউ টিকা বাবদ বিশাল অংকের অর্থ সরকারকে পরিশোধ করতে হবে এর যোগানদাতা ও মধ্যস্ততা কারিদেরকে ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



হাসপাতালগুলো রোগী ও সরকার থেকে টাকা আদায় করছে; অবশ্য, বেশীরভাগ রোগী হাসপাতালে সীট পায়নি; আওয়ামী লীগের থানার সেক্রেটারীও সরকারী হাসপাতালে স্হান না পেয়ে, নিজের টাকায় প্রাইভেটে ছিলো।

সরকারী চাকুরী পেলে মানুষ বেকুব ও দুষ্ট হয়ে যায়।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার যেমন টিটেনাস, হেপাটাইটিস, পলিও আরো অনেক ধরনের টিকা দেয় এবং সেটা প্রতি পাড়া মহল্লায় নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দিয়ে থাকেন প্রতিটি নাগরিককে ঠিক সেভাবে যদি করোনার টিকা দেওয়া না হয় তাহলে কোন সুফল আসবেনা এবং জনগনের প্রদানকৃত ট্যাক্স থেকেই তা দিবে হবে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

চাঁদগাজী বলেছেন:


সরকারের দোষেই টিকা কিনতে হবে; জাতিকে সঠিকভাবে চালালে, বনাগলাদেশ ভিয়েতনাম থেকে ভালো করতো।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: এখন টিকা জরুরি। দেশে করনার মৃত্যুর হার আবার ধিরে ধিরে বাড়ছে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:



সরকার জাতির টাকার উপর বসে, ইউরোপের ভিক্ষার জন্য অপেক্ষা করছে, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.