নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানদের জন্য আজকের দিনটি অনেক আশার দিন।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫



*** সকাল ১০টা, 'ইলেকটোরাল কলেজ ভোট' চলছে এখন ****
*** বিকেল সাড়ে ৬টা, জো বাইডেন নির্বাচিত প্রেসিডেন্ট ****

আজকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ভোট, 'ইলেকটোরাল কলেজ ভোট'; যাঁরা আমেরিকান গণতান্ত্রিক ভোটিং সিষ্টেম বুঝেন, এবং এবারের ভোট অনুসরণ করেছেন, তাঁরা 'ইলেকটোরাল কলেজ ভোট' বুঝেন। যারাঁ এখনো বুঝেন না, তাঁদের জন্য: আমেরিকায় গণভোটে প্রেসিডেন্ট নির্বাচন হলেও, আসল ভোট কিন্তু ৩ ধাপে হয়; নাগরিকদের প্রত্যক্ষ ভোট দলীয় প্রার্থী নির্বাচিত হয় (প্রাইমারী ), এরপর, ২য় ধাপে প্রত্যক্ষ ভোটে প্রতি রাজ্য থেকে 'ইলেকটোরাল কলেজ ভোট' প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা দেয়া হয় (মুলভোট ); যেইসব রাজ্যে ১ জন প্রার্থী জয়ী হয়ে থাকেন, তারা ৩য় ধাপে, সেই রাজ্যের 'ইলেকটোরাল কলেজ ভোট প্রতিনিধিরা' জয়ী প্রার্থীকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন। প্রতি রাজ্যের কংগ্রেসম্যানদের সংখ্যার সাথে, ২ সিনেটর'এর সংখ্যা যোগ করে, সেই রাজ্যের 'ইলেকটোরাল কলেজ ভোট'এর সংখ্যা নির্ধারণ করা হয়; যেমন, নিউইয়র্ক রাজ্যে ২৭ জন কংগ্রেসম্যান আছেন ও ২ জন সিনেটর আছেন, এই রাজ্যের 'ইলেকটোরাল কলেজ ভোট' হচ্ছে ২৯ টি।

আজকে 'ইলেকটোরাল কলেজ ভোট'এ জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন; তিনি ৩০৬ ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছে ২৩২ ভোট। এই ধরণের পন্হা অনুসরণ করার লজিক্যাল কারণ আছে।

**আজকে নিউইয়র্কে হেলথকেয়ারের একজন সদস্যকে ১ম করোনা ভেকসিন দেয়া হয়েছে; আগামী ১ মাসের মাঝে ৫০ মিলিয়ন মানুষকে টিকা দেয়া হবে। টিকা দেয়ার ৩/৪ সপ্তাহের মাঝে দেহে প্রতিরোধ ক্ষমতা গরে উঠবে।

ট্রাম্প পুরো দেশকে অরাজকতার মাঝে ডুবিয়ে দিয়েছে; সেটার কারণে, প্রায় ৩ ভাগের ১ ভাগ মানুষ টিকা না নেয়ার সম্ভাবনা আছে। ট্রাম্পের জীবনটাই ক্রিমিনালের জীবন ছিলো; কিন্তু ধনী হওয়ায় ইহা ধরা পড়েনি; এবার সেটা সামনে এসেছে। আমেরিকার কোন প্রাক্তন প্রেসিডেন্টের বিপক্ষে কোন ব্যবস্হা নেয়া হয় না; তবে, ট্রাম্প সমস্যা পড়বে, মনে হয়; যাদের পরিবারের লোকজনের মৃত্যু হয়েছে, তাদের দিক থেকেও ট্রাম্পের উপর চাপ আসতে পারে।

আমরিকা যত শীঘ্রই করোনা সমস্যা সমাধান করতে পারে, সেটা আমেরিকা ও বিশ্বের জন্য ভালো; মানুষ আশা করছে, জো বাইডেন এই সমস্যা সমাধান করতে পারবেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
FDA- এখন ধীরে ধীরে ফাইজার ভ্যাক্সিন সংক্রান্ত ডাটা প্রকাশ করতে শুরু করেছে। উপরের গ্রাফটি সত্যিই অসাধারণ। ৪০০০০ মানুষের উপর করা এই ট্রায়েলে প্লাসিবোধারীদের মধ্যে(লাল) সংক্রমনের হার অনেক বেশি, আর অন্যদিকে আসল ভ্যাক্সিন প্রাপ্তদের মধ্যে(নীল) অনেক কম।

আরো ডাটা দেখতে পারেন এখানেঃ https://www.fda.gov/media/144245/download

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



এবারের টিকাটি খুবই কম সময়ে ও বড় এফিক্যাসীর সাথে তৈরি করা হয়েছে; অবশ্য, ইহা কিছু সনদেহের সৃষ্টি করবে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ১ মাসে ৫০ মিলিয়ন লোক টীকা পাবে। বিশাল ব্যাপার।
আমরা কবে পাবো?
বাংলাদেশ থেকে কেউ এখন আমেরিকা যায় তাহলে সে কি টীকা পাবে?
অথবা আমেরিকা থেকে কেউ এই টীকা বাংলাদেশে পাঠাতে পারবে?

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ভেতরে থাকা সবাই টিকা পাবে, লগ্যাল, ইললিগ্যাল যাচাই করা হবে না।
এই টিকার যেই অবস্হা, অনেক লোকজন নষ্ট হয়ে যাওয়া টিকা পাবার সম্ভাবনা আছে।
টিকা কারো হাতে যাবে না; টিকা ৩ মিনিট বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের কিচ্ছু হবে না। বাংলাদেশ হলে অবশ্যই তার কিছু হতো। আমেরিকার জনগন অসভ্য নয়।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের বেলায় মানুষ ভদ্র থাকবে না।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০

আমি সাজিদ বলেছেন: স্লিপি বাইডেন তবে প্রেসিডেন্ট হচ্ছেনই?

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প হেরে যাবার কারণ গুলোর মাঝে একটা হচ্ছে, "স্লীপি বাইডেন" কথাটা বলা; ট্রাম্প শিক্ষা পেয়েছে।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে টিকা দেয়া শুরু হয়েছে,কেবল স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে প্রথমে।জনগনের পেতে কিছু দেরি হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



সেটাই সব দেশে ঘটবে, কানাডার সরকার নিজেদের দক্ষতা কাজে লাগায়েছে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিকা দেয়ার ৩/৪ সপ্তাহের মাঝে দেহে প্রতিরোধ ক্ষমতা গরে উঠবে।
..................................................................................................
আমার জানা মতে ৫ মাসের বেশী প্রতিরোধ ক্ষমতা থাকবে না । ২য় ডোজ কি
২১ দিন পর দেয়া বাধ্যতামূলক ? বাস্তবে এর কতটুকু উন্নয়ন ঘটেছে ?
টিকার পর দেহের প্রতিরোধ ক্ষমতা কতদিন ?

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি ঠিক জানি না, ২য় ডোজ কি প্রতিরোধ ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য বাড়ানোর জন্য কিনা। ৫ মাস যদি প্রতিরোধ ক্ষমতা হয়ে থাকে, সেটা সমস্যার পুর্ণ সমাধান নয়; তবে, এটাই এখনকার সমাধান।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদের জন্য আজকের দিনটি অনেক আশার দিন।
এই শিরনাম কবে নাগাদ লিখতে পারবেন বলে আপনার মনে হয়?

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংলার সুদিন আমরা (বয়স্করা ) দেখতে পাবো কিনা বলা মুশকিল; শেখ হাসিনা যা শুরু করেছেন, ইহা আমাদেরকে কলোনিয়েল যুগে নিয়ে গেছে।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯

জিকোব্লগ বলেছেন:



গুয়ের কীটের আমেরিকা প্রেমের গু পোস্ট। এর পরে কিছু গুয়ের
স্ত্রী-কীট আসবে ইহা নিয়ে ভোঁ ভোঁ করে পুরুষ-কীটকে মজা দিতে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:



এখানে কি করছেন, আপনার যায়গা এখানে হবে না; নিজের যায়গায় চলে যান! আপনার পক্ষে কোন পোষ্ট লেখা আর সম্ভব হবে না।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯

জিকোব্লগ বলেছেন:



জাহাঙ্গীর আলম, এক ডায়ালগ-ই আর কতবার দিবেন!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি তো মনে করেছিলাম যে, শেষ কথা বলেছিলাম আপনার উদ্দেশ্যে: ব্লগ হলো ব্লগারদের জন্য, অভদ্রদের এখানে করার কিছু নেই; আপনি পোষ্ট লিখে দেখেন, বুঝতে পারবেন আপনার অবস্হা, আপনার জন্য এখানে কিছু নেই!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:




ব্লগে অন্যদের দেখেন, আপনি তাঁদের মতো কেহ? কেহ কি আপনার পোষ্টের জন্য, বা মন্তব্যের জন্য অপেক্ষা করছেন?

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৩

বঙ্গদুলাল বলেছেন: মতের অমিল হলে এভাবে বিশ্রী ভাষায় প্রতিক্রিয়া জানানো অসুন্দর, অমূলক।আমি মাঝখানে( দুই দিন মনে হয়) ব্লগে প্রবেশ করিনি ব্যক্তিগত ব্যস্ততায়,আগামীকাল খুব সম্ভবত গ্রামের বাড়ি যাবো।
উপরের এই ছদ্মনামের ব্লগার দেখছি আমার সাথে আপনার ব্যক্তিগত একটি মন্তব্যের সুযোগ নিয়ে আজে বাজে আন্দাজে বকে যাচ্ছেন।কোথাও মতের অমিল হলে উনি জ্ঞান,প্রজ্ঞা দিয়ে যুক্তি খন্ডন করবেন এটাই তো প্রত্যাশা হওয়ার কথা সবার ( যদি ভদ্রতার মূল্য থাকে)।আশা করি উনি শীঘ্রই বুঝতে পারবেন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



এটা কোন একজন পুরাতন ব্লগার হতে পারে; কিছু ব্লগার আমাকে সব সময় আক্রমণ করতো; তবে, তারা নিজেদের সন্মান করেনা; তারা এমন সব খারাপ আচরণ করতো যে, নিক বদলাতে বাধ্য হতো।

আপনি চিন্তা করবেন না, এগুলো মশামাছির মতো, আসবে যাবে।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৯

জিকোব্লগ বলেছেন:



জাহাঙ্গীর আলম,
এতদিনতো নতুন ব্লগার নতুন ব্লগার করে ভ্যাক ভ্যাকালেন। এখন
তাহলে আপনার গোবর সমৃদ্ধ মস্তিস্ক সাময়িকের জন্য কাজ করলো!

১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি অবশ্যই পরিচয়হীন পুরাতন ব্লগার, যার লেখা ব্লগারদের লাথি খেয়েছে।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার নাম কি জাহাঙ্গীর আলম?

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


না, ব্লগে নাম না জানানোর জন্য আমরা নিক নিই; যদি কেহ আমার নাম বের করার চেষ্টা করে, সে একজন সৎ লোক নয়; উপরের লোকটা" জিকোব্লগ" বলেছে সে আমার নাম জানে; এসব গার্বেজ লোকজন যদি জাতিতে বেশী পরিমাণে জন্মে, ইহা জাতি হিসেবে ভালো করতে পারবে?

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: কিছু দুষ্ট ব্লগার রয়ে গেছে। এরা সামুর পরিবেশ নষ্ট করে। তবে এরা টিকবে না। হার মেনে চলে যাবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ব্লগিং অনেকটা থেমে গেছে; কারণ, বাংগালীদের অনেকেই লিখতে জানেন না, অনেকেই নীচু মানের লেখা লেখেন; ব্লগার ও লেখকের ব্যক্তিত্ব থাকতে হয়।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্যক্তি আক্রমন অবশ্যই কাম্য নহে। মিঃ জিকোব্লগ হয়তো বুঝেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:




এসব ইডিয়ট ও আগাছায় দেশ ভরে গেছে; ব্লগে ভালো লেখকের সংখ্যা সীমিত; বাংগালীরা দরকারী বিষয়ে লিখতে পারে না, তাই ব্লগিং অনেকটা থেমে যাচ্ছে।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন:
ট্রাম্পের বিদায় নিশ্চিত করন,বাইডেনের বিজয় এবং আমেরিকায় প্রথম করোনা টিকা প্রদান - সব কিছুই খুশির খবর।এ খবর শুধু আমেরিকার জন্য নয় বরং পুরো পৃথিবীবাসীর জন্যই দিনটি বিশেষ দিন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:




আপনি এগুলো বুঝেন? এটাও একটা ভালো লক্ষন।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য গুলো পড়লাম। কারো কারো মন্তব্য খুব বিরক্ত লেগেছে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:




ব্লগে কিছু আগাছা এখন টিকে আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.