![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের গ্রামের গরীব পরিবারের মেয়েদের ১ জন হচ্ছে জিরাধন, সে খুবই সুন্দরী ছিলো; খুবই আশা করেছিলো, একটি ভালো বিয়ে হবে; এ'টি জিরাধনের কাহিনী।
জিরাধনের পুরোনাম জরিনা খাতুন, মা-বাবা আদর করে নাম দিয়েছিলেন জিরাধন; একবারেই গরীব পরিবারে জন্ম হয়েছিলো তার; এই অভাবের সংসারেও জিরাধনের রূপের অভাব ছিলো না, ৫/৬ বছর বয়সেই খুবই কমনীয় চেহারা, রহস্যভরা দুটি চোখ, হাসি হাসি মুখ। জিরাধনের বাবা দৈনিক কামলা হিসেবে চাষবাসে কাজ করতেন; যেদিন কাজ থাকতো না, পাহাড়ে গিয়ে বাঁশ এনে বাজারে বিক্রয় করতেন, পাথর নামাতেন কন্ট্রাকটরদের জন্য। জিরার বাবা আমার গ্রাম্য ভাই; আমাদের কাজ করতেন বেশীরভাগ সময়; দুপুরে যখন আমাদের বাড়ীতে খেতে আসতেন, ছোট মেয়ে জিরাধনকে সাথে নিয়ে আসতেন।
আমার ছোটবোন ও ছোট চাচাতোবোন জিরাধনকে খুবই আদর করতো; তারা জিরাধনের কোঁকড়ানো চুলে একটু তেল দিয়ে, চুল বেঁধে দিতো, মুখে স্নো-পাউডার, পায়ে আলতা পরায়ে দিতো। জিরাধনের বয়স যখন ১০/১১ বছর, তখন জিরাধন নিজেই সপ্তাহে ২/১ দিন আসতো আমাদের বাড়ীতে, গ্রামে সেই বয়সী সব মেয়ের মাঝে সে চোখে পড়ার মতো সুন্দরী ছিলো। আমি যখন শহরের কলেজে ভর্তি হয়েছি, জিরার বয়স হয়তো ১৩ বছর হবে; আমি সপ্তাহের ছুটির দিন বাড়ী চলে আসতাম; এক সন্ধ্যায় বাড়ী ফেরার পথে দেখি, জিরাধন তাদের বাড়ীর সামনে দাঁড়িয়ে আছে; তার ভাসসাব দেখে মনে হলো, সে আমার জন্য অপেক্ষা করছিলো; সে হাসি দিয়ে, হাত বাড়ায়ে আমাকে ৮ আনা পয়সা দিয়ে বললো,
-আমার জন্য একটা স্নো কিনে আনবেন শহর থেকে।
-তুই পয়সা রেখেদে, আমি তোর জন্য স্নো কিনে নিয়ে আসবো আগামী সপ্তাহে! স্নো কেন, তুই এমনিতেই অনেক অনেক সুন্দরী!
-মিথ্যা বলছেন আপনি, আপনি কোনদিন আমার দিকে ভালো করে তাকয়েও দেখেননি।
-আমি তোর দিকে তাকাতে পারি না, তুই আমার ভাই-ঝি, ভাই-ঝি'র দিকে তাকানো নিষেধ।
-আমার কপাল খারাপ, গ্রামের সব যোয়ানই আমার চাচা; একটু সেজেগুজে থাকলে নাকি আমার ভালো বিয়ে হতে পারে।
-তাই?
আমি একটি তিব্বত স্নো, একটি পাউডার ও এক বোতল আলতা কিনে দিয়েছিলাম তাকে। সে কি পরিমাণ খুশী হয়েছিলো, সেটা আমি অনুভব করতাম ওর সাথে দেখা হলে। যুদ্ধের পর শুনলাম, যুদ্ধের মাঝেই জিরাধনের বিয়ে হয়ে গেছে শহুরে এক বেবীট্যাক্সী ড্রাইবারের সাথে। আমাদের গ্রামের একটা লোক শহরে বেবীট্যাক্সী চালাতেন, যুদ্ধের মাঝে সেই লোকের পরিচিত আরেক চালক আমাদের গ্রামে এসে লুকিয়েছিলো, সেই লোকের সাথে বিয়ে হয়ে গেছে; যুদ্ধ শেষ হওয়ার ২/১ দিন পরেই জিরাকে শহরে নিয়ে গেছে। যুদ্ধের পর আমি পরীক্ষা দিয়ে বাড়ী ফিরেছি, দেখি জিরাধন আমার চাচাতো বোনের সাথে; তবে, তার সেই হাসি হাসি মুখ নেই, আমি প্রশ্ন করলাম,
-জিরাধন, তোর জামাই দেখতে কি রকম?
সে একটু ম্লান হাসলো, তার দু'চোখ থেকে পানির ধারা নেমে আসলো; আমার চাচাতো বোন তাকে অন্য রুমে নিয়ে গেলো টেনে। জিরা চলে যাবার পর, আমার চাচাতো বোন আমাকে জানালো যে, জিরার স্বামীর আরেক বউ আছে গ্রামে, ১ টা বাচ্চাও আছে; স্বামী গ্রামের বাড়ী যায় না; আগের বউটা খবর পেয়েছিলো যে, তার স্বামী বিয়ে করেছে। সেই বউটা ময়লা একটা কাপড় পরে, ছোট বাচ্চাটাকে নিয়ে শহরে এসেছিলো জিরাকে দেখতে, স্বামী ঘরে ছিলো না; জিরাকে ধরে মেয়েটি অনেক কাঁদলো; জিরা ঘর থেকে বের হয়ে, বাস ধরে বাপের বাড়ী চলে এসেছে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে বাংগালী ছেলেদের দেখছি, এতে বুঝতে পারছি যে, বাংগালী মেয়েদের কি বিরাট কপাল!
২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার গল্প পড়লাম অনেক শুভেচ্ছা রইল প্রিয় চাঁদগাজী দা
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি তো বিপদেই ফেললেন!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: দুই চারজনকে দেখে সবার সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যাবে না।
একদম হতদরিদ্র ছাড়া বেশির ভাগ মেয়েই স্বামীর ঘরে ভালো আছে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
তা'হলে আমি খুশী হবো; আফগান, বাংগালী ও ভারতের গরীব মেয়েদের অবস্হা দেখলে আমার কষ্ট হয়।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তা'হলে আমি খুশী হবো; আফগান, বাংগালী ও ভারতের গরীব মেয়েদের অবস্হা দেখলে আমার কষ্ট হয়।
বাঙ্গালী মেয়েরা অনেক ভালো আছে। আফগানের চেয়ে আমাদের দেশের মেয়েরা অনেক সুখী। ভারতে দরিদ্র অঞ্চল গুলোতে মেয়েরা ভালো নেই।
১৯৭১ সালে মেয়েরা যেমন ছিলেন, তার চেয়ে তারা এখন হাজার গুন ভালো আছেন। তাদের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে। গ্রামে গ্রামে পার্লার হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
আপনি গ্রামের গরীব ঘরের মেয়ে, কিশোরী চাকরানী, বস্তির মেয়ে, ঝি'দের জীবন দেখেননি।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি একটি তিব্বত স্নো, একটি পাউডার ও এক বোতল আলতা কিনে দিয়েছিলাম তাকে।
...........................................................................................................................
ঐ সময় তার প্রতি আপনার মনোভাব কেমন ছিলো ?
ভালবাসার পাল্লা দিয়ে মাপলে কি ধরা পরত ???
হা হা হা !
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
মেয়ে হিসেবে তার প্রতি আমার টান ছিলো, ভালো একটা অনুভবতা ছিলো
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: গরীব মেয়েদের জীবনের একটা সাধারণ ঘটনা এটা।তাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির মেলবন্ধন কখনোই ঘটে না। এরা আর্থিকভাবে স্বাবলম্বী হলেও শান্তি পায় না জীবনে। পোস্টের জন্য ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
সোনার বাংলা, গরীব মেয়েদের কষ্টের সাক্ষী
৭| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৯
এমেরিকা বলেছেন: এতিম মেয়েদের বিয়ের জন্য কুরআনে পরামর্শ দেয়া আছে। হাদীসে আছে, দুইটা মেয়ে দ্বীনি পরিবেশে বড় করে সৎ পাত্রস্থ করতে পারলে রাসূলের (স) সুপারিশ পাওয়া যাবে। ইসলামে স্বামীকে বলা আছে স্ত্রীর সমস্ত মৌলিক চাহিদা পূরণ করতে - স্ত্রীকে বলা আছে স্বামীর সংসারের অভাব অনটন নিয়ে কোন অভিযোগ না করতে। সংসার সুখী করার জন্য প্রায় সমস্ত টিপস হাদীসে আছে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
কুরানে যা লিখা আছে, তা ১৪০০ বছর আগের বেদুইনদের জন্য ভালো উপদেশ ছিলো; আজকের বেদুইনরা আপনার থেকে অনেক ভালো আছে।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি গ্রামের গরীব ঘরের মেয়ে, কিশোরী চাকরানী, বস্তির মেয়ে, ঝি'দের জীবন দেখেননি।
আমি ' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়' এর বই গুলো পড়েছি।
বিভূতিভূষণ বই পড়ে গ্রামীন জীবন জেনেছি। বুঝেছি।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
আমি কারো বই তেমন পড়িনি( চোখে সমস্যার কারণে আমি বইটই তেমন পড়তাম না), আমি গ্রামে বড় হয়েছি।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জিরাধনদের দুঃখ কখনো শেষ হয় না।
১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
কারণ আপনারা কিছুই সঠিকভাবে করছেন না।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩
কথক আরমান বলেছেন: বাংগালী মেয়েরা এখনো আধুনিক হতে পারেনি রাস্তায় সিগারেট খাওয়া উড়নাবিহিন চলা উগ্র আচরণ করা এদের কাছে আধুনিকতা,কোথায় নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে তা সম্পর্কে বেশীরভাগ মেয়েদের কোন ধারণা নেই,পড়াশোনা করে এরা ব্যক্তিত্বশীল না হয়ে ইছড়েপাকা হচ্ছে,কিছু সস্তা টিপিক্যাল নারীবাদী কথা মুখস্ত রাখা এদের সম্বল এরা অন্তসারশুন্য এইকারনে প্রগতিশীল সাজতে গিয়ে অনেক মেয়েকেই আংগুল চুষতে হচ্ছে, এদেশের বেশীরভাগ শিক্ষিত মেয়েরাই স্টার জলসার ক্যারেক্টর এর মতো কলকাতার এইসব বস্তাপঁচা সিরিয়ালের জনপ্রিয়তা দেখে দেশের মেয়েদের মানসিকতা আন্দাজ করা যায়।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
ছেলেরা কি রকম?
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংগালী সংস্কৃতি, ট্রেডিশন অনুসরণ করে নারীদের গড়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জাতীয়তাবাদ শিখাতে হবে।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জিরাধন আরেকটা মেয়ের সুখের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়েছে।তার মতো মহৎ মেয়ে সমাজে বিরল।
মেয়েরা যতদিন স্বাবলম্বী নাহবে ততদিন তাদের দুঃখ ভোগ করতেই হবে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনার কমেনটগুলো শুনলে মনে হয়, আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্স সফটওয়ার আছে আপনার মাথায়!
১২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সমাজে বৈষম্য প্রকট হলে নারী, ও দরিদ্রদের এবিউজ করা অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। এক শ্রেণীর লোকজনের হাতে প্রচুর অবৈধ অর্থ হাতে আসলেও সমাজের এক বিশাল অংশ এখনো মৈলিক চাহিদা পূরণের পর্যায়েই পৌঁছে নি। দরিদ্র নারীরা আর্থিক স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মুখ বুজে সব ধরণের অত্যাচার সহ্য করে, অনেকে তার পরও। অন্যদিকে বাংলাদেশে শিক্ষিত ও বিত্তশালীদের স্ত্রী কন্যাদের অনেকেই প্রচুর স্বাধীনতা উপভোগ করলেও তাদের প্রকৃত মুক্তি হয় নি। তারা এখনো স্বামী ও পিতার অবৈধ অর্থের এক ধরণের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, তাদের অসৎ কর্মকান্ডের কোনো প্রতিবাদ করার নূন্যতম সৎসাহস বা মনোবল এদের নেই।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
নারীরাই নারীর দু:খ কষ্টে বুঝলো না; শেখ হাসিনা, বেগম জিয়া, স্পীকার শিরিনরা কত বড় পদে ছিলেন, বা আছেন, সেটা উনারা বুঝতে সক্ষম হননি।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
কথক আরমান বলেছেন: এইদেশের ছেলেরা মেয়েদের ছেয়ে অনেক এগিয়ে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
আমার পর্যবেক্ষণ ১৮০ ডিগ্রি উল্টো; বাংগালী ছেলেদেরকে মেয়েরা কোন সাহসে বিয়ে করেন কে জানে, ছেলেগুলো কচুপাতার পানির মতো।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সত্যই বলেছেন,আমার চিন্তা ভাবনা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ ,সেই ফ্রেম থেকে আমি বের হতে চাই না,পারিও না।আর বোধ হয় সম্ভবও না।সারা জীবন যে চিন্তা চেতনা লালন করেছি সেটারই প্রতিফলন কমেন্টে।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, সেটাই থাক।
১৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৬
আল ইফরান বলেছেন: আমাদের রাজনৈতিক নেতৃত্বে থাকা মেয়েরা সমাজের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসে নি। হাসিনা-খালেদা-শিরিন শারমিনরা সমাজের সুবিধাভোগী অংশে থাকার কারনেই পাওয়ার পলিটিক্স এর গ্রুমিং হয়েছে। আমাদের প্র্যাকটিক্যাল পলিটিক্যাল এবং সোশ্যাল ডিসকোর্সে সামাজিক শ্রেণী বা স্তরায়নের আলোচনা নেই বললেই চলে। আর দেশে আমি যত পুরুষদের সাথে গভীরভাবে মিশেছি সে যতই বড় পাশ/পদবীধারী হোক না কেন, রক্তে সামন্তবাদের দুষিত ধারা যে প্রবহমান সেইটা বুঝতে পেরেছি। আপনার জীবনঘনিষ্ঠ এই লেখাগুলো ভালো লাগে।
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
আমি কিছু সময় বাংলাদেশে চাকুরী করেছিলাম; পেশাদার লোকদের সমাজ সম্পর্কে ভয়ংকর অপধারণা দেখে মনে হতো, এরা গুহাবাসী। শেখ হাসিনা, বেগম জিয়ারা কত উপরের পদে ছিলেন, ইহা তাঁদের কাছে আলাদিনের প্রদ্বীপের মতো, অবাস্তব জগত, দৈত্য সব করে দেয়।
১৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৮
কল্পদ্রুম বলেছেন: আপনি বই কম পড়লেও গল্প বলার একটা সহজাত প্রতিভা আছে। জিরাধন কি ফিরে গেছিলেন আর? আপনার ঐ সময়ের থেকে এখনকার গরীব মেয়েরা এতটা অসহায় নয়। ইন্টারনেট এবং মোবাইল ফোন তাদের অবস্থার অনেক উন্নতি করছে৷
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র কিশোরিদের এখনো চাকরাণী হতে হচ্ছে, এরাই ঝি হচ্ছে।
দেশের সামগ্রিক অর্থনীতি আগের থেকে কইছুটা ভালো হওয়াতে গরীব মেয়েরা খেতে পাচ্ছে; তবে, তাদের নারী জীবন এখনো খুবই কষ্টকর।
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
না, জিরার বিয়ে হয়নি দীর্ঘ সময়, ভাইয়ের সংসারে অনেক কষ্ট করেছিলো; পরে খুবই দরিদ্র ও বয়স্ক এক লোকের সাথে বিয়ে হয়েছিলো।
১৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৬
আল ইফরান বলেছেন: @কল্পদ্রুম, আপনার গরীব মেয়েদের ধারনা কি শহরের গার্মেন্টস নামক নব্য-দাসত্ত্বের মেশিন চালানো মেয়েদের দেখে গড়ে উঠেছে? আর গরীব মেয়েরা ইন্টারনেটে কি চালাচ্ছে বলে আপনার ধারনা?
আই এম আস্কিং জাস্ট টু ফিড মাই কিউরিওসিটি, প্লিজ ডোন্ট ফিল অফেন্ডেড। আমার এক উচুতলার সহকর্মীর ধারনার সাথে আপনার কথা মিলে গেলো দেখেই জিজ্ঞেস করা।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৩৬
অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকান মহিলাদের শোচনীয় অবস্থা সম্পর্কে কিছু না লিখে প্রতিদিন বাংলাদেশ আর আফগান মেয়েদের কথা কেনো !!!
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় গরীব মেয়ে আছে, আছে হোমলেস; তারা যদি চেষ্টা করে, বেগম জিয়া কিংবা মতিয়া চৌধুরূী থেকে ভালো থাকতে পারবে।
কিন্তু আপনার ঘরের চালরাণী এই জীবনে আর সুখ-শান্তির মুখ দেখবে না।
১৯| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৭
নতুন নকিব বলেছেন:
আধুনিকতার মোড়কে আবৃত বর্তমান আমেরিকার মেয়েদের জীবন এখনও আফগান মেয়েদের তুলনায় অনেক যন্ত্রণাময়- এগুলো হয়তো ভুলেও লিখবেন না। লিখলে থলের বিড়াল বেড়িয়ে পড়বে যে! তথাকথিত স্বাধীনতার নামে তাদেরকে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে। এ স্বাধীনতা তাদেরকে স্রেফ পণ্যে পরিণত করেছে।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানদের অনেক কষ্ট আছে; কিন্তু ওরা মানুষের মতো জীবন যাপন করে; এশিয়ানদের জীবন নেই, হোক সে জাপানী, কিংবা চাইনীজ; আর মুসলমানদের জীবন মানে পুতুলের জীবন, ইহা মানউষের পর্যায়ে পড়ে না।
নবীরা যতটুকু মিথ্যা কথা বলেছেন, একজন আমেরিকান কখনো আতটুকু মিথ্যা বলে না।
২০| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
গল্প সুন্দর হয়েছে ।
গরীব মেয়েদের জীবনের অভিশাপ দুর হবে
যদি তাদের সকলের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের
সুযোগ অবারিত করে দেয়া যায় ।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের মগজ ছিলো না, তাই উনার ঘরে চাকরাণী ছিলো; জিয়ার বউয়ের মগজ ছিলো না, সেই জন্য উনার ঘরে চাকরাণী ছিলো।
২১| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: গরীব মেয়েদের জীবনটা একটা শাস্তি মাত্র। আর ছেলেদের জীবনটা কি ? অশান্তি নাকি অন্য কিছু আপনার লজিক কি বলে ?
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো ছেলেদের জীবনটা জাতির জন্য বোঝা, নারীদের জন্যও বোঝা।
২২| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৮
সোহানী বলেছেন: আপনার এ বিষয়টি নিয়ে লিখা আমার ভালোলাগে। আপনি যেভাবে মেয়েদের দূর্দশা উপলব্ধি করতে পারনে তা আমাদের পুরুষ সমাজ বলতে গেলে পারে না। ধন্যবাদ।
লেখক বলেছেন:ব্লগে বাংগালী ছেলেদের দেখছি, এতে বুঝতে পারছি যে, বাংগালী মেয়েদের কি বিরাট কপাল!
হাহাহাহা সহমত!
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি বাংগালী, আফগান ও ভারতের কয়েকটি জাতিকে কাছে থাকে দেখেছি, এদের নারীরা বটগাছে মতো, নদীর মতো; পুরুষগুলো পরগাছার মতো বটগাছে ঝুলে থাকে, নদীর বুকে কচুরীপানা হয়ে ভাসে।
২৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
রানার ব্লগ বলেছেন: দারিদ্রতা কি নারী পুরুষ মেপে তার ভয়াল থাবা বসায় ?
২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০১
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, ব্যক্তিত্বহীন পুরুষদের দারিদ্রতাটা পরিবারের নারীর দু:খে পরিণত হয়।
২৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
তারেক ফাহিম বলেছেন: এখন পরিবর্তন হয়েছে কিছুটা।
অসহায়দের প্রতি আপনার মনভাব দেখে ভালো লাগলো।
২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
চাকরানী ও ঝি'রা কেমন আছেন? তাদের জীবন কেমন চলছে?
২৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর এই বোঝা নিয়েই আমরা জাতীর জন্য কিছু করে যাচ্ছি। কিন্তু আপনার মত মহান ব্যক্তিরা পারছেনা। যাহোক জিরাধদের কপাল পরিবর্তনের স্বপ্ন আপনারাই দেখেছিলেন আর আমাদের প্রজন্ম সেটা অনেকটা এগিয়ে নিয়েছে।
২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনাদের প্রজন্মের বড় আবিস্কার "প্রশ্নফাঁস", আপনারা ইহাতে বেশী ভালো করেছেন।
২৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: বেলজিয়ামের কোম্পানি ফাইজার যদি করোনার ভ্যাকসিনের ফর্মুলা বাংলাদেশোকে দিয়ে দেয়, বাংলাদেশ কি পারবে টিকা বানাতে?
২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
না, পারবে না।
সেই ম্যানুফেকচারিং ব্যবস্হা ও কোয়ালিটি কন্ট্রোল নেই, মনে হয়।
২৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৮
কল্পদ্রুম বলেছেন: আল ইফরান ভাই, আপনি স্বাভাবিক একটা প্রশ্ন করেছেন। অফেন্ডেড হওয়ার সুযোগ নেই। তবে অপ্রত্যাশিত প্রশ্নে অবাক হয়েছি কিছুটা। আমার গরীব মেয়েদের ধারনা কেবল শহরের গার্মেন্টস নামক নব্য-দাসত্ত্বের মেশিন চালানো মেয়েদের দেখে গড়ে ওঠেনি। এইটুকু উত্তরে আপনার কিউরোসিটি মেটার কথা না। বিশেষত প্রশ্নের পরের অংশটা পড়ে তাই মনে হচ্ছে। পরে কখনো আমার কিংবা আপনার কোন পোস্টে সুযোগ পেলে আমার ধারণা নিয়ে আরও বিস্তারিত লেখা যাবে। আপনার উঁচুমহলের সহকর্মীকে হ্যালো জানাবেন৷
২৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৯
অনল চৌধুরী বলেছেন: মিথ্যাচার বাদ দিয়ে এবার কিছু সত্য বলেন।
তাতে নরকের যন্ত্রণা কিছুটা কম হবে।
সারাজীবন তো সন্ত্রাসী এ্যামেরিকার সব অপকর্মের পক্ষে ওকালতি করলেন।
আপনার এ্যামেরিকা মেয়েদের এভাবে চিড়িয়াখার প্রাণী তে পরিণত করে, যাদের পোশাকহীন নাচ-গান সেদেশের বেশীরভাগ পুরুষ প্রতিদিন দেখে।
বাংলাদেশেও এসব চালু করলে খুব ভালো হতো নাকি!!!Showgirls movie
আর এরা ধর্ষণেও বিশ্বে প্রথম।
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ঠিকান সব সময়ই নরক ছিলো।
২৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ভুলভাল বলছেন। প্রশ্নফাঁস জেনারেশন আমরা নই আমাদের পরের প্রজন্ম।
এগুলো সমস্যা দেশ থেকে আস্তে আস্তে উঠে যাবে। এদেশের জন্য কিছু করা যায় কিনা ভাবুন।
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখায় আপনাকে প্রশ্নফাঁস বলে মনে হয়; আপনাদের অদক্ষ ভাবনার কারণে সমস্যা আরো হাজার গুণে বাড়বে।
৩০| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪৫
অনল চৌধুরী বলেছেন: আপনার ঠিকানা সব সময়ই নরক ছিলো। - ঠিক। যেদেশে সৎ-নীতিবান লোকদের দাম নাই, সেই বাংলাদেশে বাস করা নরক ছাড়া আর কি?
সন্ত্রাসী এ্যামেরিকাতেও সন্মান করা হয় আর তাদের দেশ পরিচালনাসহ সব ক্ষেত্রে নেতৃত্বের আসনে বসানো হয়।
আর বাংলাদেশে এসব চোর-ছ্যাচ্চোড়-চাদাবাজ-ধর্ষক-খুনী-মাদক আর জুয়ার ব্যবসায়ীদের জন্য নির্ধারিত।
২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কমনসেন্স কম, সেটাই সমস্যা।
৩১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৫
অনল চৌধুরী বলেছেন: আপনার এতো কমন সেন্স যে সন্মানিত ব্যাক্তিদের পিগমি, লিলিপুটিয়ান-এইসব আপত্তিকর মন্তব্য করে নিষিদ্ধ হওয়াতে প্রথম স্থানে আছেন।
২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ বাংগালী ব্লারেরা বিশ্বের অন্য দেশের ব্লগারদের থেকে বেশ পেছনে আছেন, এদের মাঝে অনেকরই ধারণাশক্তি বেশ অচল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: জিরাধনকে দিয়ে সমস্ত বাঙ্গালী মেয়েদের মাপা ঠিক না।
এখন মেয়েরা অনেক উন্নত। তাদের সাহস, তাদের চাহিদা আগের মতোন নেই। এখন মেয়েদের সমীহ করে চলে পুরুষেরা। মেদের দেমাগ আছে।
আপনি যদি দশ মিনিট টিকটক দেখেন, তাহলে বুঝবেন বাঙ্গালো মেয়েরা কোথায় চলে গেছে। এই অগ্রগতি দেখে আপনি খুশি হবেন।