নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঠাডা পড়ে বক মরেছে, ফকির বলে, এটা তার কেরামতি

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮



অনেক বাংগালী ব্লগার তাঁদের পোষ্টে প্রায়ই বলতেন, "আমেরিকার পতন হবে, অন্যায় করার কারণে বহু উন্নত জাতির পতন হয়েছে, আমেরিকারও পতন হবে"; আসলে, তার কিছুটা ঘটেছে, আরো ঘটবে। যাঁদের সাথে আমি এই বিষয়ে বেশ তর্ক করেছি, এদের মাঝে আছেন ব্লগার শের শায়রী, ব্লগার অনল চৌধুরী, ব্লগার উড়োজাহাজ, ব্লগার মোহাম্মদ ইসলাম এবং অনেক ইসলাম প্রচারক ব্লগারেরা। প্রেসিডেন্ট ট্রাম্প ও করোনা ভাইরাস আমেরিকার যেই পরিমাণ ক্ষতি করেছে, ইহাকে পতনের অংশ বলা যায়, এবং ইহা চলমান, আরো বেশ কয়েক বছর আমেরিকা সমস্যায় থাকবে ; তবে, ইহা অটোম্যান বা রোমান সাম্রজ্যের মত বিলীন হয়ে যাবে না।

এই মহুর্তে, আমেরিকার ৩৫ মিলিয়ন মানুষ বেকার, ২৩ মিলিয়ন বেকার ভাতা নিচ্ছে, সরকার ২দফায় ৪ ট্রিলিয়নের বেশী "রেসককিউ প্যাকেজ দিয়েছে, ৫৫ মিলিয়ন মানুষ ফ্রি খাবার সংগ্রহ করেছে, এই ছুটির সময় মানুষ ফ্রি খাবারের জন্য গড়ে ২ ঘন্টার মতো রাস্তায় অপেক্ষা করছে, সোয়া ৩ লাখের মতো মানুষ ১ বছরেই করোনায় মৃত্যু বরণ করেছে, ৩০ মিলিয়নের বেশী মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, প্রথম দফায় একজন নাগরিক ১২০০ ডালারের চেক পেয়েছে, ২য় দফায় ৬০০ ডলারের চেক পাশ হওয়ার পথে, উহা বেড়ে ২০০০ ডলার হতে পারে, বেশ কয়েক হাজার মানুষ ঘর-ভাড়া দিতে না পারায় ঘর থেকে বিতাড়িত হয়েছে, একা কালিফোর্নিয়ায় ২ বিলিয়ন ডলারের বেশী বেকার ভাতা তুলেছে দুর্নীতি করে; এটা সামান্য লিষ্ট।

ট্রাম্প গত পরশু হোয়ইট হাউসে বসে ১ প্রাক্তন জেনারেল, কয়েকজন আইনবিদ, কয়েকজন ব্যবসায়ীর সাথে আলোচনা করেছে, আমেরিকায় ১ম বারের মতো "মার্শাল'ল দিয়ে ভোট্বের ফলাফল" বদলানো যায় কিনা; আমেরিকান প্রেসিডেন্সিয়াল ভোট শেষ হয়েছে, ৫ই জানুয়ারী উহা সরকারী গেজেটে যাবে। আজকে, ট্রাম্প ঘোষণা করেছে, সে প্রতি নাগরিককে রিলিফ হিসেবে ৪০০০ ডলার করে দিতে চায়; এই পরিমাণ টাকা মাত্র শতকরা ১২/১৩ জনের দরকার; কিন্তু সে প্রায় শতকরা ৯৫ জনকে এই পরিমাণ টাকা দিতে চাচ্ছে, ইহা খারাপ লক্ষণ।

ট্রাম্প প্রায় শতকরা ৫০ ভাগ আমেরিকান নাগরিকের মনে এই দেশের ডেমোক্রেটিক সংস্হাগুলো সম্পর্কে সন্দেহের সন্চার করেছে; সে আমেরিকার নির্বাচনে পদ্ধতিতে জাল ভোট দেয়ার সুযোগ আছে বলে দাবী করে ৬০টির বেশী মামলা করেছিলো, ভোটিং মেশিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, রেসিজমকে ভয়ানকভাবে রাজনীতিতে নিয়ে এসেছে, আইন-বিরোধী মিলিশিয়া বাহিনীগুলোর প্রশংসা করায় মিসিগান রাজ্যের গভর্ণরকে নিজের অফিসের বাহিরে বসে কাজ করতে হয়েছে, ভোটের পরে সে আমেরিকাকে রক্ষা করার নামে ৩০০ মিলিয়ন ডলারের মতো ফান্ড তুলে নিজের হাতে রাখছে, যা সে পরে ব্যবহার করে মানুষকে সরকার-বিরোধী করে তুলতে পারে। তার আচরণ ও করোনাকে ভুয়া সমস্যা হিসেবে তুলে ধরাতে কমপক্ষে শতকরা ৩৩ জনের মতো মানউষ টিকা না নেয়ার সম্ভাবনা আছে।

করোনা ও ট্রাম্প মিলে আমেরিকার যেই পরিমাণ ক্ষতি করেছে, উহা স্বাভাবিক হতে ৭ থেকে ১০ বছর সময় লাগতে পারে।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থাই হুমকির মুখে পড়ে যাবে।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ, কানাডা, অষ্ট্রেলয়া, ইসরায়েল, জাপান, যেসব দেশে গণতন্ত্র আছে, তারা কোনভাবে হুমকির মুখে পড়বে না।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: সত্যিকারের গনতন্ত্র বলতে যা বোঝায় আজ তা খুব কম গনতান্ত্রিক দেশেই আছে । গনতন্ত্রের নামে চলছে এনার্কি ।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:




আপনি ভুল বলছেন।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

কথক আরমান বলেছেন: সারাবিশ্ব বোকা*** মতো আচরণ করছে,করোণার মতো একটা সামান্য ভাইরাসকে খুব বেশী তোয়াজ করছে,ইউরোপ আমেরিকার মানুষের উচিৎ রাস্তায় নেমে করোনাজনিত সব বিধিনিষেধ তুলে নিতে সরকারকে বাধ্য করা,করোনায় মৃতের সংখ্যা খুব নগন্য সংক্রমণের তুলনায় মৃতের হার ১৫% হলে তা আমলযোগ্য হতো। আমেরিকার তুলনায় ইউরোপ করোনা নিয়ে বেশী বাড়াবাড়ি করছে।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি নির্ভেজাল বাংগালী।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: কি ভুল বললাম !!
ইন্ডিয়ার মত বৃহত্তম একটা গনতান্ত্রিক দেশে কি সত্যিকারের গনতন্ত্র আছে ?? আমাদের দেশে ?? মায়ানমারে ??
আপনি হয়তো আমেরিকা ইউরোপের উদাহরন দিবেন । আমেরিকার অবস্থা নিয়ে তো আপনিই বলেছেন । যেদেশে ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার আগেই যে বিজয়ীকে অভিনন্দন জানানোর রীতি যা আমরা এত বছর দেখে আসছি তা কই ??

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার আড়াই'শ বছরে ১ বার যেই ঘটনা ঘটেছে, তা ব্যতিক্রম। এশিয়ায় ভারত ইসরায়েল ও জাপাানের পরেই আছে, ইহা খারাপ নয়, মোদীর পরে আরো ভালো করবে।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: খুব ছোট করে বলি আমেরিকার যে ব্যাসিক রাষ্ট্র গঠন তা কখনই দমবে না , ভেঙ্গে পড়বে না । এমন কিছু লোক রাষ্ট্রের খুঁটি হিসাবে কাজ করে যাদের পরাজিত হবার ইতিহাস নেই । ট্র্যাম্প একটা ভণ্ড সমাজ ব্যাবস্থা থেকে উঠে এসেছে । এই প্রথম দেখতে পাচ্ছি কোন বিদায়ি প্রেসিডেন্ট রাষ্ট্রকে দায় দেনার মধ্যে ফেলে যাচ্ছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



এটাই সঠিক, আমেরিকাকে সমস্যায় ফেলেছে ট্রাম্প, অন্যেরা এটাকে ফিক্স করবে।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২১

আমি সাজিদ বলেছেন: কঠিন কঠিন কথা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা মগজ খাটাতে চাচ্ছেন না, আন্দাজী কিছু একটা বলে যাচ্ছেন, উনাদের মগজ অব্যবহৃত অবস্হায় থেকে যাচ্ছে!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: করোনায় সব দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে।ভ্যাকসিন কার্যকরী হলে কাটিয়ে উঠবে বর্তমান অবস্থা আশা করা যায়।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



করোনায় সবচেয়ে কম ক্ষতি হওয়ার কথা ছিলো আমেরিকার, দেখা যাচ্ছে, ভিয়েতনাম সবার চেয়ে ভালো করেছে।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: করোনা পুরো বিশ্বটাকেই তছনছ করে দিয়েছে।
করোনার ছোঁয়া পৃথিবীর সব দেশের উপর পড়েছে। সবাই কোনো না কোনোভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে।
আপনি বলছেন, ট্রাম্প এবং করোনা আমেরিকায় যে ক্ষতি হয়েছে- সেটা সামলে উঠতে ৭ থেকে ১০ বছর সময় লাগবে।
পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু বলেছে, এতটা সময় লাগবে না।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সবচেয়ে আগে রিকভার করবে, আমেরিকা সবার পরে।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৬

ঊণকৌটী বলেছেন: দক্ষিণ পূর্ব এশিয়া তে করোনা বিস্তারিত করলেও সেই ভাবে প্রাণহানি হয়নি,ভারতে সরকারি হিসেবে এক কোটির উপরে আক্রান্ত কিন্তু আজকের দিনে মারা গেছে এক লক্ষ পঞ্চাশ এর কিছু বেশি, অফ লাইন মতে আক্রান্ত পাঁচ কোটির উপর, আমাদের ছোট্ট রাজ্য জন সংখ্যা মাত্র 37 লাখ আমরা আক্রান্ত হয়ে যার যার বাড়িতে সাধ্য মতো কিছু করেছি, এই প্রেক্ষিতে আমার বলার উদ্দেশ্য এই উপ মহাদেশের. মানুষের মানুষের মধ্যে মনে হয় বাজে পরিবেশে থাকতে থাকতে আমাদের এলাকার লোকজন কিছুটা আন্টিবডি অর্জন করতে পেরেছে তাই হয়তো মৃত্যুর হার হয়তো কম

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, " ...আমাদের ছোট্ট রাজ্য জন সংখ্যা মাত্র 37 লাখ আমরা আক্রান্ত হয়ে যার যার বাড়িতে সাধ্য মতো কিছু করেছি ..."।

কোন রাজ্যের কথা বলছেন?

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের সবচেয়ে আগে রিকভার করবে, আমেরিকা সবার পরে।

লকডাউন এর সময় আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ হয়েছিলো। কিন্তু এখন তো বেশ ভালোই আছে। করোনার আগের মতোন পরিস্থিতি। নাকি দেশবাসী কষ্টে আছে, অভাবে আছে- কিন্তু মুখ খুলছে না। এদিকে লোকজন পিকনিকে মেতেছে। একদল গেছে পদ্মাসেতুতে পিকনিক করতে। তারা নৌকা করে একটা পিলারে উঠেছে। সেখানেই রান্না করে পিকনিক করেছে।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


কিছু জাতি মুরগীর মতো, বাচ্চাকে চিলে নিয়ে গেলে খবর নেই; আমেরিকার অবস্হা আগে এমন ছিলো না; ট্রাম্প আসার পর, মানুষ দ্রুত বদলে গেছে।

বাংগালীরা এখন জাতির কথা ভাবে না, সবাই পরিবার নিয়ে আছে।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: পর্যটন কেন্দ্র গুলোতে মানুষের ভিড়। শপিংমল গুলোতে প্রচন্ড ভিড়। কমিউনিটি সেন্টার গুলোতে বিয়ের হিড়িক লেগেছে।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


সরকার মানুষ থেকে আলাদা হয়ে গেছে, মানুষের কোন অধিকার নেই, ঘাঁড়ে কোন দায়িত্বও নেই

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: করোনায় প্রায় পনে তিন লক্ষ লোকের মৃত্যু, ভাবাই যাচ্ছে না!

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



এটাকে আমােরিকার পতন বলা চলে অনেকটা; আগামী ৩ মাসে আরো অনেক মানুষ মারা যাবে।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৭

ঊণকৌটী বলেছেন: ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলে,ছোট্ট রাজ্য আমাদের ত্রিপুরা,সুন্দরী ত্রিপুরা, সেই খানে বসবাস করি, অতিতে পূর্বপুরুষের দের জনম ভূমি ছিলো পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



জেনে খুশী হলাম, ১৯৭১ সালে ত্রিপুরা আমাদের যেই সাহায্য সেটা কল্পনার বাহিরে; শুনে দু:খিত হলাম যে, আপনাদেরকে ততকালীন পুর্ব পাকিস্তান থেকে চলে যেতে হয়েছে।
যুদ্ধের সময় আমি সাব্রুম, শ্রীনগর, হরিণা ও পংবাড়ীতে সামান্য সময় ছিলাম।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪১

কালো যাদুকর বলেছেন: ভাবছি করোনা পরবর্তি বিশ্ব কেমন হবে। হয়ত ৩ থেকে ১০ বছর লাগবে বা তার থেকে কম সময় লাগবে। আমার মনে হয় ২ বা ৩ বছরেই আমেরিকা ঘুরে দাড়াবে।

আমাদের কাউন্টিতিতে "ষ্টেজ ৫" অর্থাৎ শেষ স্টেজে করোনা আছে। এরপরে হয়ত লকডাউনে যেতে হবে।

আপনার আগের পোস্টে উত্তর পাইনি।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন এলাকায় আছেন? হুশিয়ারে থাকুন আরো ৩ মাস।
স্যরি, দেখবো কোন পোটে আপনার মন্তব্য মিস করেছি।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৮

কালো যাদুকর বলেছেন: Covid-19 Stage 5 news

২৪ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, কিছুটা পড়েছি।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৫

এমেরিকা বলেছেন: বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ, ল্যান্ড এরিয়া, পপুলেশন ও সামরিক শক্তির অধিকারী হওয়ায় এবং বিশ্বের অর্থনীতির একক নিয়ন্ত্রণ থাকায় আমেরিকা এখন শীর্ষ পরাশক্তি - সন্দেহ নেই। কিন্তু পতন আমেরিকার হবেই। শীর্ষস্থান কারো জন্য চিরস্থায়ী নয়। একনজর দেখে নিন কি কি কারণে আমেরিকার পতন হতে পারেঃ
- ক্রিপ্টো কারেন্সির ব্যাপক প্রচলন ঘটলে। হুমকিদাতাঃ চীন
- আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের গুরুত্ব কমে গেলে। হুমকিদাতাঃ ইউরোপীয় ইউনিয়ন
- বিশ্ব থেকে যুদ্ধ বিগ্রহ উঠে গেলে, বা এসব যুদ্ধে আমেরিকার স্বার্থ না থাকলে। হুমকিদাতাঃ আঞ্চলিক মোড়ল যেমন তুরস্ক
- এশিয়ার দেশগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্য এলাকায় আমেরিকার প্রভাব কমে গেলে। হুমকিদাতাঃ রাশিয়া

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ফার্মের মুরগী বেশী খাচ্ছেন?

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: গনতন্ত্রের সংগা অনুযায়ী কোন দেশ চলছে??

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল, জাপান, ভারত, ইউরোপ, আমেরিকা ও কানাডা

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে বর্তমান করোনা পরিস্তিতি কিছুই বুঝতে পারছি না।
গত কালের সোরোকারই হিসাব:
২৪ ঘন্টায় করোনায় মৃত ৩০,
নতুন আক্রান্ত ১৩৬৭,
সুস্থ ২৪১৬,
নমুনা পরীক্ষা ১৫৯৩২
মোট মৃত ৭৩৫৯,
আক্রান্ত ৫০৪৮৬৮,
সুস্থ ৪৪৪৩৪৫ জন।

এই হিসাবের উপর আস্থা রাখা কি ঠিক হবে?

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


এই হিসেব, মনে হয়, গত মার্চে কেহ লিখে রেখেছিলো, উনি আর অফিসে আসেননি, কিংবা করোনায় মারা গেছেন।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: ইসরায়েল, জাপান, ইউরোপ, আমেরিকা ও কানাডা এদের সত্যিকারের অবস্থা জানি না কিন্তু ভারতে এই মুহূর্তে সত্যিকারের গনতন্ত্র নেই।

ভারোত এখন একচেটিয়া ভাবে ধর্মীয় রাস্ট্রে পরিণীত হওয়ার দলে অন্তর্ভুক্ত।

২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা সঠিক নয়, মোদী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করাতে ওদের পার্লামেন্ট, প্রশাসন, সংবিধান, নির্বাচন পদ্ধতি বদলায়নি; কিছু অনিয়ম চলছে এই সরকারের আমলে।

গণতন্ত্র নেই আমাদের দেশে, উহা জিয়ার সময় ছিলো না, এরশাদের সময় ছিলো না, বেগম জিয়ার সময় ছিলো না, শেখ হাসিনার সময় নেই।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০২

রানার ব্লগ বলেছেন: যে দেশের মানুষ গনতন্ত্র বলতে যথাইচ্ছা বোঝে তাদের গনতন্ত্রের দরকার নাই। এই দেশের মানুষ গনতন্ত্রের উপযোগি না। এরা একটা জিনিস বেশ ভালো বোঝে তা হলো কঠিন শাসন। এখানে বাক স্বধিনতা দিলে যে সব কথা বলবে তাতে আমার আপনার ধৈর্য স্বাধিনতা ব্যাহত হবে, মনের ভাষা প্রকাশের স্বাধিনতা দিলে আপনার আমার মন অসুস্থ হয়ে যাবে। এর জন্য কোন রাজনৈতিক ব্যাক্তিত্ব দায়ী নয় দায়ী আমরা। ইরাকিদের বলা হয় নিমকহারাম জাতি, কারন তারা কাঠের চশমা পরে চলে আসলে হবে আমরা বাংলাদেশীরা ভয়ানকভাবে নিমকহারাম ও সৃতি শক্তি বিহিন জাতি। আমরা আমাদের রক্তের সাথে বেইমানী করছি, আমার বীরদের সাতগে নিমক হারামি করছি, আমার দেশের মাটির সাথে গাদ্দারী করছি।

২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের আসল পরিচয় বের হয়েছে বৃটিশ শাসনের শেষদিকে, যখন তারা স্বাধীনতার জন্য লড়েছিলো। এরপর, তারা মুক্তিযুদ্ধ করেন; কিন্তু শেখ সাহেব সেই যুদ্ধের মুল্যায়ন করে জাতিকে বড় করতে সমর্থ না হওয়ায়, বাংগালীরা নিজেদের স্হান খুঁজে পায়নি বিশ্ব সভায়।

২১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩

বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশ সরকার সম্প্রতি ইসলামিক বন্ড (সুকুক) চালু করতে যাচ্ছে। বিষয়টির অর্থনৈতিক দিক নিয়ে কিছু বলুন।

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:



যখন ইসলাম ধর্ম প্রচার হয়েছে, স্বয়ং আল্লাহ বন্ড নামের কোন শব্দ জানতেন না।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৪

বঙ্গদুলাল বলেছেন: আল্লাহ জানতেন। আল্লাহ কুরআনে বলেছেন -ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা (সুরা বাকারাহ'র ২৭৬ নং আয়াত)।এটিও ব্যবসার একটি অংশ মাত্র (সরকারি হাত দিয়ে)।আর আল্লাহর অস্তিত্ব মুহাম্মদ (স)কিংবা ইহুদিদের সময় থেকে নয়,আদম, নূহ আ এর প্রতি উনার নাযিলকৃত সহিফায়ও উনার নাম ছিল স্বমহিমায় স্রষ্টা হিসেবে (বিভিন্ন ভাষায়) ইসলাম মতে।
বাই দ্য ওয়ে, এই বিনিয়োগ অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখবে?আপনার বিভিন্ন লেখায় মানুষের টাকায় বিনিয়োগ করার কথা পড়েছি। এটি কি এর কাছাকাছি কোন ভূমিকা রাখবে?

২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের দাবী আল্লাহ সুদ নিতে মানা করেছে, বন্ড মানেই সুদ ও আসল।

বন্ড হলো সবচেয়ে সিকিউর বিনিয়োগ, বাংলাদেশের শিক্ষিত সব পরিবারের আয় হচ্ছে বন্ড থেকে। বাংলাদেশে বন্দের সুদ বিশ্বের সব দেশ থেকে বেশী।

আপনি কি ধরণের পেশায় আছেন, আমি ভুলে গেছি।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

বঙ্গদুলাল বলেছেন: রেট অনির্ধারিত হলে সুদ হবে? সরকার বর্তমানে যে পদক্ষেপ নিয়েছে, তা'তে রেট অনির্ধারিত।
আমি ছাত্র।

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ব্যাংক কোন সঠিক নিয়ম কানুষ মানে না; বন্ডের সুদ হতে হয়, ফিক্সড ও বন্ড ক্রয়-বিক্রয়ের জন্য মার্কেট থাকতে হয়; বাংলাদেশে কোনটাই ঠিক মতো নেই।

আমেরিকার বন্ড-মার্কেটে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের বন্ড ক্রয় বিক্রয় হয়, এটাকে বলে "ফিক্সড ইনকাম' ইনষ্ট্রুুমেন্ট ( নির্ধারিত ); বাংলাদেশ সরকারের লোকেরা অদক্ষভাবে এগুলোকে চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.