নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামনের বছরটাও কষ্টকর হবে

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১



সব ব্লগারদের জন্য নববর্ষের শুভেচ্ছা রলো; সামনের বছরটাও কষ্টকর ও কঠিন হবে সারাবিশ্বের জন্য; সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন। আমেরিকা ও ইউরোপ ভয়ংকর চাপের মাঝে আছে; ফলে, বিশ্বব্যাপি হতাশা থেকে যাচ্ছে, উৎপাদন হঠাৎ করে আগের লেভেলে ফিরবে না, নতুন চাকুরীর সৃষ্টি হবে না, যাদের চাকুরী চলে গেছে, তারা চাকুরীতে ফিরে যেতে পারবে না; গরীব দেশগুলো আরো বেশী সমস্যার মাঝে পতিত হবে।

টিকা দেয়া শুরু হয়েছে আমেরিকা ও ইউরোপে; আগামী ৩ মাসে ইউরোপে সংক্রমণ কমে আসবে, বিশ্বের মানুষ কিছুটা মনোবল ফিরে পাবে। আমেরিকার লক্ষন আজকে অবধি ভালো নয়: ২ সপ্তাহে মাত্র ২.৬ মিলিয়ন মানুষকে টিকা দিতে সমর্থ হয়েছে, আমেরিকার হেলথ-কেয়ারে ৮ মিলিয়নের বেশী মানুষ চাকুরী করেন; এই গতিতে টিকা দিলে পুরো আমেরিকাকে টিকা দিতে ৫/৬ বছর সময় লাগবে; জানুয়ারীর ২০ তারিখে জো বাইডেন ক্ষমতায় এলে অবস্হা ভালোর দিকে যাবে, আশা করা যায়।

ইরান গতকাল কি একটা গন্ডগোল করেছে ইরাকের ভেতরে, আমি পড়ে দেখিনি, ট্রাম্প বি-৫২ বিমান পাঠায়েছে পারস্য উপসাগর এলাকায়; ট্রাম্প এখনো গন্ডগোল করার চেষ্টা করছে, আমেরিকানরা চিন্তিত। আগামী ৫ই জানুয়ারী আমেরিকার জর্জিয়া রাজ্যের উভয় সিনেটর সীটে "রান-অফ" নির্বাচন; এই নির্বাচনটা খুবই দরকারী: এখানে ডেমোক্রেটরা জয়ী হলে, জো বাইডেনের জন্য কাজ করা সহজ হবে, না'হয় অনেকভাবে জো বাইডেনকে শ্লো করে দেবে ট্রাম্প ও রিপাবলিকানরা মিলে।

বাংলাদেশের জন্য হার্ড-কারেন্সী আয় করার পথ মাত্র ২টি: গার্মেন্টস রপ্তানী ও অদক্ষ দাস বিক্রয়; ২টাই এখন চাপের মুখে; আমেরিকা ও ইউরোপের মানুষের ক্রয় ক্ষমতা এখনো খুবই সীমিত, এবং আরব দেশগুলো নতুন করে শ্রমিক নেয়ার অবস্হানে নেই। দেশে, ২০২০ সালে কমপক্ষে ২০/২২ লাখ মানুষ নতুন করে চাকুরীর বাজারে প্রবেশ করেছে, তাদের কি হয়েছে, দেশের মিডিয়া কিংবা ব্লগ থেকে বুঝার উপায় নেই।

বাংলাদেশ টিকা দেয়ার জন্য কোনভাবে প্রস্তুতি নিচ্ছে বলে মনে হয় না; ফেব্রুয়ারী থেকে টিকা পাবার শুরু করলেও, প্রস্তুতি না থাকলে, ১৪ কোটী মানুষকে ( ১৬ বছরের নীচের বাচ্চাদের টিকা দেয়ার দরকার হবে না ) টিকা দিতে ১ বছরের বেশী সময় লেগে যেতে পারে; স্বাস্হ্য মন্ত্রীর কথাবার্তা শুনে বুঝা যাচ্ছে না, উনি কোন ব্যবস্হা নিচ্ছেন, নাকি হবুগিরি করে বেড়াচ্ছেন।

শীতে করোনা হলে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশী, সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন।


মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আকন বিডি বলেছেন: আপনি কেমন আছেন? আপনার সমিতির কি অবস্থা?

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি; নববর্ষের শুভেচ্ছে!
কোন সমিতির কথা বলছেন?

২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

আকন বিডি বলেছেন: সমবায় সমিতির, যেটা করার ইচ্ছা ছিল ব্লগারা মিলে।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



প্রথমত, বাংলাদেশের ভেতর থেকে কোন ব্লগার শুরু করার জন্য এগিয়ে আসেননি, আমার পক্ষে করোনার মাঝে ওখানে গিয়ে কিছু করা একটু রিস্কি হবে, আমার বয়স বেশী; অপেক্ষা করছি।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তবুও মানুষ বেঁচে থাকবে।
কষ্ট হলেও বেঁচে থাকার সংগ্রাম থামবে না।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



পশ্চিমের মানুষ ভালো করবে, তারা সমস্যার সমাধান করছে, নতুন কিছু শিখেছে, সন্দেহ নেই; আমাদের অবস্হা ভালোর দিকে যাচ্ছে না আগামী ২/৪ বছরে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





Happy New 2021!
Wishing everyone all the best!

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



হ্যাপী নিউ-ইয়ার, ভালো থাকুন

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: কিছুদিন আগে পত্রিকাতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে সারা দেশে কিভাবে টিকা দেয়া হবে তার একটা লিস্ট দিয়েছিল । ডাক্তার , নার্স , টেকনোলজিসট দের বিশাল তালিকা ছিল ।

অর্থনৈতিক অবস্থা কেমন দাঁড়াবে বোঝা যাচ্ছে না তবে বাম্পার ধান হয়েছে । টিকার সারিতে পোশাক শ্রমিকদের আগে রাখলে নতুন অর্ডার যা এসেছে তা কুলিয়ে ওঠা যাবে । নতুন অর্ডারের পরিমান বেশি বলে জেনেছি কিন্তু মালিকরা প্রণোদনার খয়রাত পাওয়ার আশায় চুপটি মেরে আছে । সব্জির বাজার তেমন চড়া নয় কারন বেচতে তো হবে । সরকার কিছুটা কঠোর হলে ২০২১ সাল আধা পেটা থাকবে কাজ কর্মহীন মানুষেরা ।

নতুন বছর সংকট সাথে নিয়ে চলতে হবে ।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



মহামারীতে খাদ্য, ঔষধ ও চিকিৎসার উপর সরকারের কন্ট্রোল থাকার দরকার; বাংলাদেশে কতটুকু আছে, আপনারা ভালো বলতে পারবেন। ১ম করোনা ওয়েভে, আমেরিকার খাদ্য সরবরাহ ঠিক রেখেছিলো "মেক্সিকানরা" ও আফ্রিকান আমেরিকানরা।

এই মহামারী কন্রোলে শেখ হাসিনার ভুমিকা ছিল ন্যাক্কারজনক।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছর সকলের জন্য শুভ হোক।ভালয় ভালয় বিদায় নিক ট্রাম্প।বাইডেন বিশ্ববাসীর জন্য নতুন কোন সুখবর বয়ে আনুক এই কামনা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছে! বাইডেন বিশ্ব পরিস্হিতি বুঝার কথা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে! সুস্হ থাকুন।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনাকে সাথে সাথে সব ব্লগারকে নতুন বছরের শুভেচছা আর সবার সুস্থতা কামনা। সব জরা- দুঃখ- কস্ট বিদায় নিক ২০২০ সালে আর সুখ- সাফল্যে ভরে উঠুক সবার জীবন আগত ২০২১ সালে।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের ধর্ম কি ইংরেজী নতুন বছর পালন করতে বলেছে?

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৬

ঢাবিয়ান বলেছেন: কি যে ভয়াবহ একটা বছর গেল। আশায় আছি নতুন বছরটা ভাল বার্তা নিয়ে আসবে

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ৩/৪ মাস পরে ইউরোপ কিছুটা ভালো অবস্হানে যাবে। বাংলাদেশে কি ঘটবে, বলা মুশকিল, সরকার কি করছে সরকার নিজে জানে কিনা কে জানে!

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০

কল্পদ্রুম বলেছেন: আগামী বছর ভালো কাটুক আপনার। কোন নিউ ইয়ার রেজল্যুশন ঠিক করেছেন?

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে!
আপাতত সঠিক কোন প্ল্যান নেই।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

জাহিদ হাসান বলেছেন: ব্লগে থার্টি ফাস্ট নাইট, ভাস্কর্য ও অমুসলিমদের প্রতি ঘৃণা করে পোস্ট দেয়া হচ্ছে। এইসব পোস্ট সমাজে দুই-চারটা ফিদায়ী (আত্নঘাতী) বোমারু জঙ্গি বাড়াবে ছাড়া আর কিছুই হবে না। বলি, আপনারা কি ব্লগে মরেছেন? আমি একা-একা এইসব পোস্ট রিপোর্ট দেই। আমি ব্লগ ছেড়ে গেছি। তাই আমার পক্ষে সম্ভব না এদের পক্ষে একা কিছু করা। তাছাড়া আমি নিয়মিত ব্লগ ভিজিট করিও না।

আপনাদের উচিত এসব দমনে কাজ করা। ব্লগকে দায়েশ ও তালেবানের মুখপাত্র বানাবেন না। সমাজকে ধ্বংস করবেন না। এই আমার একান্ত অনুরোধ । আপত্তিকর পোস্ট মুছে ফেলতে সক্রিয় ভূমিকা পালন করুন। জনাব চাঁদগাজী সাহেব।

শুভ নববর্ষ- ২০২১

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



এগুলোর ব্লগ-সাইকেল ছোট, নিজের থেকে বিদায় হয়ে যাবে; নিক বদলায়ে ফেলবে।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২

ঊণকৌটী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সবাই কে,নতুন বছর সবার জন্য নিয়ে আসুক শুভ সংবাদ ভালোবাসা ও আমাদের ব্লগের সবার জন্য আসুক সুখবর all ready এসে গিয়েছে, সবাই ভালো থাকবেন

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে!
আশাকবি ব্লগারেরা ভালো করবেন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: যাদের ২০২০ এ কষ্ট গেছে, তাদের ২০২১ এ কষ্ট যাবে। ২২ এ তে কষ্ট যাবে।
আজ ঢাকা শহরে কমপক্ষে দুই কোটি টাকার বাজি ফুটানো হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ টাকা আয় করে না, টাকা ওদের দখলে আছে।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:১৯

বঙ্গদুলাল বলেছেন: আপনি ও আপনার ফ্যামিলির সকলের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা; হ্যাপি নিউ ইয়ার।আপনি আমাদের মাঝে দীর্ঘজীবী হোন।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আপনার পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছে!
পরিবার সতর্ক রাখুন।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

বঙ্গদুলাল বলেছেন: মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে বিশ্ব নেতৃত্বের (আমেরিকা, ব্রিটেন) গন্ডগোল জাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নবগঠিত ইসরায়েল নিয়ে;মনে হয়।এর আগে কি কোনোভাবে, কোথাও বৈরিতা ছিলো?

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল একটা ছোট ফ্যাক্টর; মুল সমস্যা সেটা নয়, মুল সমস্যা হচ্ছে, মুসলমান দেশগুলোর আভ্যন্তরীন সমস্যা, বিশ্বের সাংস্কৃতিক দ্বন্দ্ব, অন্য ধর্মীয়দের প্রতি অত্যাচার, সরকার ও দেশের মানুষগুলোর অনৈক্যই মুসলিমদের মুল সমস্যা

১৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৯

বঙ্গদুলাল বলেছেন: আচ্ছা।
আপনার দেখা একজন মোটামুটি সফল মুসলিম প্রেসিডেন্টের নাম বললে কার নাম আসতে পারে যিনি তাঁর সময়ে শিক্ষা, সংস্কৃতির উন্নয়ন ঘটিয়ে,অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক রেখে, সার্বভৌমত্ব ঠিক রেখে,শৃঙ্খলার সাথে(অন্যান্য ধর্মীয় ব্যাপার) দেশকে এগিয়ে নিয়েছেন?

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


মিশরের গামায়েল নাসের খুবই ভালো করছিলেন, তিনি মিশরে লেখাপড়া ও চাষবাসে মেকানাইজেশান, দেশে ইলেকট্রিসিটি ও সেঁচের ব্যবস্হা করেছিলেন; কিন্তু তিনি ভুল করেন, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে।

নিজের সময়ে ইন্দোনেশিয়ার ড: সোয়েকর্ণ ভালো করেছিলেন; কিন্তু দেশের মিলিটারী শক্তি বড় করে, মিলিটারীর হাতেই উনার পতন হয়।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৫৭

কালো যাদুকর বলেছেন: নতুন বছরে বাংলাদেশ অনেকটা সুবিধাজনক অবস্থায় থাকবে। টিকা কম দেয়া হলেও, বেকার অবস্থার পরিবর্তন হতে পারে।

জর্জিয়াতে পানির মত ডলার খরচ হচ্ছে। সবাই চাচ্ছে ডেমোকেট্রিকরা জিতুক।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা বেকার না হওয়া অবধি বেকারত্ব কমবে না।

আমেরিকানদের মাথায় মগজ কমে আসছে; করোনা এদেরকে বেকুবে পরিণত করেছে।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ২:২৩

বঙ্গদুলাল বলেছেন: ড. মাহাথিরের সফলতা এবং ব্যর্থতা বললে কী কী বলা যেতে পারে?
বর্তমান পরিস্থিতিতে উনাকে সফল নাকি ব্যর্থ বলবেন?

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আসল লোকের কথা মনেই আসেনি; মুসলিম ইতিহাসে উনার মতো সফল কোন ২য় মানুষ নেই।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




নববর্ষের শুভেচ্ছা রইল ।
কিছু চিহ্নিত ও বর্ণচোরা অশুভ শক্তি নিয়ন্ত্রনে থাকলে
এই বছরটা দুর্বিসহ অবস্থা অনেকটা সামাল দিতে পারবে ।

করোনার মাঝেও দেশে রেমিটেন্সের পরিমান ক্রমেই
বেড়ে চলেছে । গতকাল সংবাদে দেখলাম রেমিটেন্স
৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এটা একটা ইতিবাচক
দিক । উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশগুলি হতে রেমিটেন্স যা আসে তা
তা পরিমানে বেশী দেখা গেলেও তাতে নীট লাভ অনেক কম ।
কারণ যে পরিমান অর্থ ব্যয় করে মধ্যপ্রাচ্য ও মালএশিয়ায়
মানূষ যায় ,সে অর্থ উসুল করতেই তাদের সব উপার্জন ব্যয় হয়ে
যায় । তাদের রেমিটেন্স উপর দিয়ে আসে, নীচ দিয়ে চলে যায় ।
দেশে মুদ্রাস্ফিতি বাড়ে ।
তবে এই করোনা কালে ইউরোপিয় দেশসমুহ বিশেষ করে যুক্তরাজ্য ,
আমিরিকা , কানাডা , অস্ট্রেলিয়া হতে উচ্চ পারিশ্রমিকে কর্মরত
প্রবাসী ও নিবাসী বাংলাদেশীরা দেশে তাদের পরিবার পরিজনের
কাছে নীজেরা কষ্ট করে হলেও অধিকহারে রেমিটেন্স পাঠাচ্ছেন ।
এসমস্ত দেশ হতে মোট রেমিটেন্সের শতকরা প্রায় ২৫ ভাগ আসে ।
এই সমস্ত দেশ হতে আসা স্কীলড ক্যাটাগরীর মানুষদের প্রেরিত
রেমিটেন্স এর নীট বেনিফিট অনেক বেশী ।

করোনার কারণে মধ্যপ্রাচ্য হতে চাকুরী হারিয়ে লোকজন দেশে চলে
আসলে অর্থাৎ মধ্যপ্রাচ্য হতে লো স্কীল্ড ক্যাটাগরীর লোকজন দেশে ফেরত
এসে দেশের কৃষিকাজে নিয়োজিত হলে জাতীয় প্রবৃদ্ধি আরো বাড়বে ।
প্রায়ই বিভিন্ন সংবাদ ভাষ্যে দেখা যায় দেশে কৃষিখাতে প্রয়োজনীয় জনবল
পাওয়া যায়না । পেলেও বেশ উচ্চ মজুরীতে তাদেরকে কৃষিকাজে নিয়োগ
দিতে হয় । বিদেশ ফেরত শ্রমিক কিংবা করোনার কারনে বিদেশে যেতে
অপারক লোকজন হয়তবা কাজ না করে বেতন পাওয়ার চাকুরী পাবেনা
( তথা সরকারী চাকুরীআধা সরকারী চাকুরী , বিদেশী আনুদান আত্মসাতকারী
এনজিউতে চাকুরী হয়ত পাবেনা ) তবে নীজেদের যে স্বল্প সামর্থ ও সম্পদ
আছে তা দিয়ে সেল্ফ এমপ্লয়মেন্ট এ নিয়োজিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে নীজের
মুল্যবান শ্রম বিক্রির চেয়ে বেশী অবদান রাখতে পারবে বলে মনে হয় । করোনার
কারণে বিদেশে লোকসানী শ্রম পাচার বন্ধ হয়ে তা দেশে নিয়োগের
পরিমান বৃদ্ধি পেলে দেশের জন্য আখেরে মঙ্গল বয়ে আনতে পারে ।
পেটের টানে পড়ে শ্রমের/কাজের উচা নীচা মান চিন্তা না করে যেকোন কাজ
করে বা যে কোন ধরনের আয় উপার্জনকারী কাজে নিয়োজিত হতে তারা বাধ্য হবে ।
অমামাজিক ও লোটপাট কর্মকান্ড কিছু বাড়তে পারে তবে শক্ত হাতে দমন করে তা
নিয়ন্ত্রনে রাখতে হবে ।

অন্যদিকে দেখা যাচ্ছে করোনার আগে যারা white colour
job করতেন তাদের অনেকেই গ্রামে গিয়ে নীজের জমাজমিতে odd job করছেন,
কেও বা নীজের জমিতে কৃষি কাজে , যার জমি জমা নেই সতিনি ফেরী করে
কৃষিজাত পন্য বেচা কেনা করছেন । মোদ্দা কথা শহড়াঞ্চলে থেকে অনুৎপাদনশীল
white colour job এর পরিবর্তে উৎপাদনশীল তথাকথিত odd job করছেন যা
পরিনামে দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভুমিকা রাখছে ।

এটা অনেকটাই নিশ্চিত যে করোনার টিকা নিয়ে দেশে অনেক হযবরল হবে । এটা নিয়ে
মিডিয়া সোচ্চার হলেও সাধারন জনতা টীকার আশায় বসে নেই , তারা আছেন আল্লাহ ভরসাতে ।
করোনায় মারা গেলেও আল্লা ভরসা । সে কারণেই করোনায় আক্রান্ত ও মৃত্যুহার দুনিয়ের সেরা
অনেক ধনবান দেশগুলির তুলনায় অনেক কম । এটা আল্লা ভরসার একটি ফলতো অবশ্যই।
তা না হলে এতসব প্রতুকুল পরিবেশ ও দুর্বলতর স্বাস্থ্য সেবা অবকাঠামো ও অব্যবস্থানা
পরিস্থিতিতেও দেশে করোনা আক্রান্ত ও মৃত্যহার কম হতোনা ।

বৈশ্বিক নাজুক পরিস্থিতি বাংলাদেশের উপর বেশ প্রভাব ফেলবে, তবে সঠিক অর্থনৈতিক
ব্যবস্থা গ্রহণ করতে পারলে দেশ একেবারে স্থবির হয়ে যাবেনা । আমিরিকায় সাথে বন্ধ
হয়ে যাওয়া জিএসপি সুবিধা এবছর ফিরে ফিরে পাওয়া যাওয়ার প্রভুত সম্ভাবনা ,
এর সুফল দেখা যাবে দেশের তৈরী পোশাক শিল্প রপ্তানী খাতে।

তাই নিরাশ হওয়ার কারণ নেই ।
শুভ আশা করাই শুভ লক্ষন ।
আত্ম বিশ্বাস ও জাতীয় সম্বৃদ্ধি
এটাই হোক আমাদের মুলমন্ত্র ।
নিপাত যাক অশুভ শক্তি, মুলোৎপাটন
হোক আন্যায় , অনাচার . দুর্নীতি আর
মিথ্যাচার। সততার সহিত সকলেই
দেশ সেবায় নিয়োজিত হোন এটাই
হোক নববর্ষের দৃঢ় প্রতিজ্ঞা ।

সকলের প্রতি রইল শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছো নেবেন। আশাকরি, বৃটেন আগামী ৩/৪ মাসে টিকার কিছু সুফল দেখার শুরু করবে।

রেমিট্যান্সের যেই সংখ্যা দিয়েছেন, মনে হয় ইহাতে ভুল আছে, উহা ৪৩ বিলিয়ন ডলার হতে পারে না।

সরকার ও মানুষের মাঝে কোন বাঁধন নেই; আমার মনে হয়, দেশের সরকারের সাথে মানুষের সম্পর্কের তুলনা করলে ইহা অনেকটা ইয়েমেনের মতো, বা বৃটিশ কলোনীর মতো, মানুষ নিজের চেষ্টায় বাস করছে।

মানুষের হাতে কৃষি জমি নেই; ১৯৬০ সালে যেসব পরিবারের হাতে জমি ছিলো, সেগুলো কমপক্ষে ৪/৫ ভাগ হয়ে গেছে ভাইবোনদের মাঝে; এগুলোর বড় অংশ বিক্রয় হয়েছে এমন সব মানুষের কাছে, যারা চাষ করেনা।

২০| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:







রিজার্ভ রেকর্ড ৪৩ বিলিয়ন ডলার
সুত্র Click This Link
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ দিনের মধ্যে আরেকটি রেকর্ড ভেঙে ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কয়েকদিন পরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিলিয়ন ডলারের ঘর টপকে যাওয়া এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই প্রথম বৈদেশিক মুদ্রার মজুত ৪৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এই মজুত ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল।’
বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

দেশের রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
সুত্র : Click This Link

জমি জিড়াত নেই তাতে হয়েছেটা কি?
মানুষ নীজের চেষ্টায় ঘটি বাটি বেচে, ঝড় ঝঞ্জায় জীবনের বাজী ধরে নৌকায় চেপে বিদেশে পাড়ী জমাতে পারে ,
ঠিক তেমনি নীজের ভিটে মাটি ছাড়াও অধ্যাবসায় , পরিশ্রম আর সততার জোড়ে খোদার দান দুটি বাহু
আর বিধাতার দান নীজের বুদ্ধি ব্যবহার করে সরকারের দিকে চেয়ে না থেকে নীজের ভাগ্য নীজেই গড়ে
নিতে পারে । সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করার জন্য সকলের মনোবল জাগাতে হবে ।
শুধু হায় হায় আর নাই নাই করলে পরিনামে শুধু নাই ই হয়ে যেতে হবে ।
আশা আর অধ্যবশাই জীবন, কথাটা সকলকে মনে রাখতে হবে ।
মানুষ ঠেকে ঠেকে শিখে , যতই ঠেকিবে ততই শিখবে ।
আমি কুমিল্লার চান্দিনায় দেখেছি ৮০ বছরের এক অন্ধ বৃদ্ধা মহিলাও চড়কায় বেশ ভাল সুতা কাটতে পারে ।
সম্প্রতি কুমিল্লার হাসু আর নুরজাহান নামক অশিতিপর দুই অশিক্ষিত বৃদ্ধা বাংলার হারানো মসলিন তৈরীর
জন্য কারিগরী কৌশলের কিছুটা সন্ধান দিয়েছে ।

০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ডঃ এম এ আলী বলেছেন, "
করোনার মাঝেও দেশে রেমিটেন্সের পরিমান ক্রমেই
বেড়ে চলেছে । গতকাল সংবাদে দেখলাম রেমিটেন্স
৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। "

-স্যরি ড: আলী, ১৯ নং মন্তব্যে আপনার টাইপো আছে; আপনি " রিজার্ভ"এর যায়গায় ভুলে "রেমিট্যান্স" লিখেছেন; ওতে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেছি। যাক, সেটা আপনার টাইপো ছিলো।

-শেখ হাসিনার অন-অর্থনীতিবিদরা "রিজার্ভ"এর ব্যবহার জানে না; উনি কেরানী ফেরাণী ধরে নিয়ে আসেন ফাইন্যান্স'এ, যারা কথায় কথায় শেখ সাহেবের নাম উচ্ছারণ করে, কিন্তু আসলে গর্দভ।

২১| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৬:১২

সোহানী বলেছেন: যে ভয়াবহ অনিশ্চয়তার মাঝে এ বছরটা কাটলো সে তুলনায় ২০২১ অবশ্যই ভালো যাবে। ২০২০ এর ঘাটতি সব ব্যাবসায়িরা ২০২১ এ পুষয়ে নিতে চাইবে। তাই উৎপাদন বাড়বে, চাকরী সৃুষ্টি হবে, বাজার বাড়বে ও অর্থনৈতিক মন্দা কাটবে।

আমরা দেশে তেমন কিছুই করবো বলে মনে হয় না। আল্লাহ ভরসা বলে দিন পার করবো। নতুন কোন উদ্যোগ, চাকরী সৃষ্টি, শিক্ষা/চিকিৎসা খাতে খুব বেশী মনোযোগ দিবো বলে মনে হয় না।

০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকান কর্পোরেশন গুলোকে অকারণে যেই পরিমাণ ক্যাশ দিয়েছে, ওরা ২/৪ বছর সেগুলো লুকানোর জন্য ব্যস্ত থাকবে, তারা ১০ বছরে যেই পরিমাণ আয় করার কথা, সেই পরিমাণ ডলার অকারণে ক্যাশ হিসেবে পেয়েছে।

বাংলাদেশের মানুষ করোনায় শেখ হাসিনাকে ও উনার সরকারকে চেনার সুযোগ পেয়েছে; ১ জন মানুষও উনাকে সন্মান করবে না, উনার প্রতি কারো ১ পয়সারও আস্হা নেই।

২২| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন:


সরি আমার টাইপো হয়েছিল ।
রেমিটেন্সের পরিমানের গতি কমতির দিকে ।
ট্রেন্ড ইস নট গুড ।
ধন্যবাদ টাইপোটি ধরিয়ে দেয়ার জন্য ।
সেখানে রেমিটেন্স না হয়ে রিজার্ভ হবে ।
শুভেচ্ছা রইল

০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা রাজনীতি, অর্থনীতি জানার কথা নয়; এই সুযোগ নিচ্ছে ব্যুরোকরটরা ও দলের অসাধু ব্যবসায়ীরা; দেশ এখন চলছে স্পেনিশ, পর্তুগীজ কলোনীর মতো।

২৩| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

আকন বিডি বলেছেন: আপনিতো আমেরিকা থেকেও সাহায্য করতে পারেন। যেমন ঐ দেশী বায়ার ধরা, অর্ডার নেওয়া। এই দেশে যারা আছে তারা সেই অর্ডার অনুযায়ী মালামাল সরবরাহ করা।

০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ব্যবসা ঠিক ঐ রকম কিছু নয়; এখানে যারা কিনে, তাদের একটা সাপ্লাই চেইন আছে; বায়ার ধরার জন্য সেই ধরণের একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে হয়; আমি চাকুরী করেছি, এখন ঐ ধরণের ব্যবসায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

২৪| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বড় সমস্যা হচ্ছে একটি দেশের জনগণ অসচেতন হলে দেশের সরকার প্রশাসন আইন জনগণকে সচেতন করার চেষ্টা করেন। আমাদের দেশে সরকার আইন প্রশাসন সবাই অসচেতন। কারোও কিছুতে কোনো কিছু আসে যায় না। সবাই গা ভাসিয়ে দিয়েছেন। এই দেশটা কারো না, একটি সময় পর সবাই যার যার মতো প্রবাসে স্থায়ী হবেন।

কোনো কারণে খাবারের উপর যদি চাপ আসে আর কৃষি থেকে পর্যাপ্ত ফিডব্যাক না দেওয়া যায় তাহলে দূর্ভিক্ষ অভাব লেগে যাবে। দেশে কি পরিমান মানুষ খাবারের কষ্ট করছেন যারা ব্লগে ফেসবুকে টেবিল ভর্তি খাবারের নর্দমা ছবি দেন তারা অনুভব করতে পারবেন না। দেশে সিংহভাগ রেষ্টুরেন্ট হোটেল বন্ধ হয়ে গেছে চাকরি হারিয়েছেন এই সেক্টরের কর্মীরা।

০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে!

পশ্চিমের অনেকগুলো দেশ প্রতি শুক্রবার সকাল ৮ টায়, দেশবাসীকে জানায়, দেশে কতজন লোকের চাকুরী নেই, সরকার কি ব্যবস্হা নিচ্ছেন। শেখ হাসিনা, উনার সরকার, প্রশাসন, দেশে শিক্ষিত মানুষগুলো এতোই লিলিপুটিয়ান যে, এই সমান্য বুদ্ধিটুকু পুরো জাতির মাথায় আসছে না।

২৫| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভারতেও ইতিমধ্যে টিকা নেওয়া পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর টিকা নিয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ভারতের একজন টিকা নেওয়ার পর পরই গুরুতর অসুস্থ হাওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছেন।
তবে আশার যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় গতকাল সেকেন্ড ডোজ নিয়েছেন। বাংলাদেশ সোনালী ব্যাংকের লোন করোনা কালীন সময়ে প্রবৃদ্ধি পেয়েছে।

শীতকালীন করনা ওয়েব সম্পর্কে নতুন করে সর্তকতা জারি হয়েছে। আপনিও শরীরের যত্ন নিন লোকজন থাকে থেকে দূরে থাকুন।
নববর্ষের শুভেচ্ছা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে!
টিকা নেয়ার পর, উহা কাজ করবে ৩/৪ সপ্তাহ পরে; ফলে, টিকা নেয়ার পর, ৩ সপ্তাহের মাঝে মন্ত্রীর করোনা হলে, উহা স্বাভাবিক; তদুপরি, শতকরা ৮৫/৯০ ভাগ টিকা কাজ করবে মাত্র।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিছু মানুষ টাকা আয় করে না, টাকা ওদের দখলে আছে।

কিছু মানুষের ঘরে বস্তা বস্তা নগদ টাকা।
একজন তো দাবীই করে পুরো বাংলাদেশে নগদ টাকা তার কাছেই সবচেয়ে বেশী।

০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



এটা ভয়ংকর জাতীয় সমস্যা, ইহার অবসান হওয়ার দরকার; শেখ হাসিনার আমলে ইহা ঘটছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.