নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা দীর্ঘ সময় নিজের ঘর নিয়ে ব্যস্ত থাকবে।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০



বুধবার কিংবা তার আগে ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করবে; তাকে বিদায় জানানোর জন্য নিজের ক্যাবিনেটের ও হোয়াইট হাউসের অনেকেই থাকবে না; আসলে, হোয়াইট হাউসের উচ্চ-পদস্হ বেশীরভাগ কর্মচারীরা গত সপ্তাহ থেকে কাজে আসছে না। নিজের বিদায়কে সরব করার জন্য ২১টি কামানের গোলা ছোঁড়ার ব্যবস্হা করেছে ট্রাম্প। সে তার নিউইয়র্কের বাড়ীতে আসবে না, এখানে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহন করার উৎসাহ কেহ দেখায়নি, সে ফ্লোরিডা চলে যাবে; ওখানকার কিউবান ইমিগ্রেন্টরা তাকে নাকি স্বাগতম জানাবে; ফ্লোরিডার কিউবান ইমিগ্রেন্টরা মাদক ব্যবসার জন্য বিখ্যাত।

ট্রাম্প যেই সমস্যার সৃষ্টি করে যাচ্ছে, উহার সমাধান হতে অনেক অনেক সময় লাগবে; আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে, পার্লামেন্ট ভবনের চারিপাশে কখনো দেয়াল দেয়া হয়নি, উহা "মানুষের ভবন"; এই সপ্তাহে ওখানে ও উহার বাহিরেও অনেক এলাকায় জরুরীভাবে বেড়া দেয়া হয়েছে, ২৫ হাজার ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছে; ইহা শুধু শুরু। সিভিল-ওয়ারের পর, আমেরিকায় এই প্রথমবার মানুষ সরকারী অফিস দখল করেছে; ইহা সময়ের সাথে খারাপের দিকে গেলে, দেশে সন্ত্রাসী সংস্হা গড়ে উঠতে পারে।

ট্রাম্প তার মানসিক কোন কারণে করোনা কন্ট্রোল করেনি, সে ও তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছিলো; এই পরিবার করোনায় আক্রান্ত হওয়া স্বাভাবিক ব্যাপার নয়, তাদেরকে ভাইরাস মুক্ত রাখার মতো ক্ষমতা আছে সরকারের; পরিবারটি লজ্জাহীন ও আমেরিকার সরকারের মান-সন্মান রক্ষার কথা ভাবেনি। করোনায় আমেরিকা যেভাবে আক্রান্ত হয়েছে, ইহা লজ্জাস্কর ব্যাপার।

আমেরিকার শতকরা ৪৬ ভাগ মানুষ অনেকভাবে নাগরিক অধিকার থেকে বন্চিত হচ্ছে, তারা যদি একদিন পার্লােমন্ট ভবন দখল করতো, ভালোই হতো, কংগ্রেসের টনক নড়তো। দু:খের বিষয়, যারা ৪ ঘন্টার জন্য পার্লামেন্ট দখল করেছিলো, তারা ভুল মানুষের জন্য, ভুল কারণে দখল নিয়েছিলো। এখন তাদের অনেকের বিচার হবে, ভুল কারণের জন্য জেল খাটবে। এটাও নতুন করে ক্ষোভের সৃষ্টি করবে; যা আমেরিকাকে নিজের ঘর নিয়ে অনেকদিন ব্যস্ত রাখতে পারে। আজকে আমেরিকান সরকারকে নতুন এক সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সুযোগে যে যার মতো বেড়ে উঠবে।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



সেটা একটা একটা সমস্যা হবে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৪

মিরোরডডল বলেছেন:

সে বা তার পরিবার আক্রান্ত হয়েছিলো ঠিক কিন্তু করোনায় তার অবহেলার জন্য আমেরিকার লক্ষ লক্ষ সাধারণ মানুষের যে ক্ষতি হয়ে গেছে, হি ডিজার্ভস পানিশমেন্ট ।


১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার খারাপ নিয়ম, খারাপ প্রেসিডেন্টরাও শাস্তি পায় না, ক্যাপিটেলিজমের খারাপ দিক।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

জুন বলেছেন: থাকুক তারা নিজেদের ঘর নিয়ে ব্যাস্ত , বহু যুগ ধরে তারা অন্য মানুষের ঘরবাড়ি নিয়ে বাড়াবাড়ি রকম ব্যস্ত থেকেছে

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



ওদের বদলে যারা আসবে, তারা চেংগিস খানের মতো হবে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৯

স্প্যানকড বলেছেন: বহুত পরের ঘরে মই দিছে এবার নিজেরটা দেয়া শুরু করুক। শুভ কামনা রইল মার্কিনীদের জন্য আর আপনি শরীরের দিকে খেয়াল রাইখেন।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, বিশ্বের সবচেয়ে বেশী সংক্রমণের শহরে আছি; চেষ্টা করে যাচ্ছি করোনা সাথে দেখা না করতে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ট্রাম্পের পূর্ব পুরুষ কোন দেশের জানা সম্ভব? ইতালীয়ান বা এরাবিয়ান হবার কোনো সম্ভবনা আছে?
করোনা সংকট ছাড়া অর্থাৎ ২০১৯ এর আগে ট্রাম্পের দোষ কি ছিলো?

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের পুর্ব-পুরুষ জার্মান থেকে এখানে এসেছে; তবে, তারা জার্মান ছিলো না, সেখানেও ইমিগ্রেন্ট হিসেবে ছিলো; সেনাবাহিনীতে না গিয়ে পালিয়ে আমেরিকা এসেছিলো।

ট্রাম্প আনুমানিক ৩০০ কন্ট্রাকটর/সাব-কন্ট্রাকটরের টাকা মেরে দিয়েছে আগে।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: বহুত পরের ঘরে মই দিছে এবার নিজেরটা দেয়া শুরু করুক।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


ওরা যদি অন্যদের সাহায্য না করে, বিশ্ব কলোনিয়ালিজমের কাছাকাছি চলে যাবে আবার।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: বেচারা ট্রাম্প বিশ্ববাসীর কাছ থেকে খুব অবহেলা অপমান পেয়ে গেলো।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান ক্যাপিটেলিজম ওকে রক্ষা করছে, অন্য দেশে হলে এখুনি জেলে চলে যেতো।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি সেফ আছেন, আপনাদের ওখানে তো ভ্যাকসিন শুরু। আপনি নিয়েছেন ? অভিজ্ঞতা কেমন ?

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমি এখনো নিইনি, ভাবছি; আমার সামান্য সমস্যা আছে, চেভেচিন্তে নেবো; পরিচিতরা নিয়েছেন, অসুবিধা হয়নি। আমেরিকায় গন্ডগোল হবে, মানুষ বন্চিত হয়ে আসছে দীর্ঘ সময় ধরে।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: আমার বোনের পরিবার নিয়েছে, আমার মা এর বয়স হয়েছে বিধায় ভেবেচিন্তে দেবার কথাই ভাবছে আমার বোন।
আমেরিকায় গণ্ডগোল হলে আসলে, আমরাও এর ভুক্তভোগী।

টেক কেয়ার!

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


বয়স হলে, এবং শরীরে বিশেষ কোন সমস্যা না থাকলে টিকা নিলেই ভালো হবে।

বড় বড় ধনীরা সবকিছু কন্ট্রোল করছে; সাধারণ মানুষ ভালো আছে, তবে সিষ্টেমের কাছে অসহায়

১০| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ট্রাম্প ভায়া অনেক কিছুই পরিবর্তন করে যাচছে যার মেরামত করতে আমেরিকানদের অনেক কাঠখড় পোড়াতে হতে পারে।

সবচয়ে বড় ক্ষতি করে যাচছে জাতীর মাঝে বিভাজন তৈরী করে।এ বিভাজন তার আগেও হয়ত ছিল তবে সে যেভাবে তা তৈরী এবং বিস্তার করে যাচছে তাই ভয়ের। এ থেকে বের হওয়ার জন্য নতুন করে অনেক কিছু করার দরকার হতে পারে।

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানদের বিভাজনের মুল কারণ কি বলে আপনার মনে হয়?

১১| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রানার ব্লগ বলেছেন: আমেরিকার গণতন্ত্রের যে ক্লিন ইমেজ ছিলো তা ক্ষতিগ্রস্থ হোল।

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

চাঁদগাজী বলেছেন:



মানুষ ক্যাপিটেলিজমের সমস্যায় ভুগছিলো, সে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মিথ্যা বদনাম করে, মানুষকে ভুল পথে ধাবিত করেছে।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: লেখক বলেছেন -আমেরিকানদের বিভাজনের মুল কারণ কি বলে আপনার মনে হয়?

আমার মনে হয় - আসলে আমেরিকা অভিবাসীদের দেশ ।আমেরিকা সারা দুনিয়ার প্রায় সকল জাতীর মানুষকে নিয়ে ,তাদের শ্রমে-ঘামে আজকের এ অবস্থানে এসেছে। আর আমেরিকার উন্নয়ন ও অগ্রগতিতে সবাই অবদান রেখে চলছে। আর এতদিন
রাষ্ট্রীয় ভাবে সবার কাজের মর্যাদা বা মূল্যায়ন ই করা হয়েছে বা মূল্যায়নের চেষ্টা করেছে।

ট্রাম্প ভায়া আসার পরেই এ ধারা পরিবর্তনের চেষ্টা করেছেন তার ব্যক্তিগত স্বার্থে। একসময় ব্রিটিশরা যেমন "ডিভাইড - রুলস " মেনে সারা দুনিয়া শাসন করত ঠিক সেভাবে ট্রাম্প সাদা-কালো,অভিবাসী-অনাবাসী ইত্যাদি নানা ভাবে বিভাজন করে তার শাসন
দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছেন।তবে আমেরিকায় তা সফল হবার সুযোগ নেই বললেই চলে।

১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:




আপনি গরুর রচনা লিখেছেন; আমেরিকানদের বিভক্তির মুলে ক্যাপিটেলিজম ও রেসিজম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.