নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রেসিডেনট বাইডেন প্রথমদিন মারাত্মক কিছু ভুল করেছেন।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৬



অভিষেকের দিন(২০ই জানু ), বিকেলবেলা হোয়াইট হাউসে ঢুকে জো বাইডেন ১৭ টি এক্সেকিউটিভ অর্ডার সাইন করেছেন; ইহা করে তিনি ভয়ংকর ধরণের বড় ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে! সংখ্যাটাই বিশাল, এত বেশী এক্সেকিউটিভ অর্ডার একসাথে সাইন করা বুদ্ধিমানের কাজ হতে পারে না; এক্সেকিউটিভ অর্ডার সাইন করা হয় ২টি কারণে (১) আগের সরকারের কিছু আইনকে রহিত করা (২) নিজের সবচেয়ে গুরুত্বপুর্ণ এজেন্ডাকে সাময়িকভাবে প্রথমদিন থেকে কার্যকরী করা।

বাইডেন আগের প্রেসিডেন্ট ট্রাম্পের ৩টি আইনকে প্রথনদিন রহিত করায়, উনার জনপ্রিয়তা কমেছে, কিংবা সমস্যার সৃষ্টি হয়েছে, সাথে সাথে ট্রাম্পের প্রতি মানুষের সহানুভুতি বেড়েছে। ১ম ভুল হলো, প্রথমদিন মেক্সিকোর বর্ডারে দেয়াল তোলা স্হগিত করা; যদিও সচেতন নাগরিকেরা জানে যে, এই দেয়াল গরীব মেক্সিকানদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য যথেষ্ট নয়; কিন্তু সবাই চায় যে, মেক্সিকানরা বেআইনীভাবে এভাবে দেশে প্রবেশ না করুক। ২য় ভুল হচ্ছে, যেসব মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় আসা ট্রাম্প বন্ধ করেছিলো, সেটা প্রথমদিন খুলে দেয়া; আমেরিকানরা বুঝে যে, ধর্ম বা সরকারের কারণে কোন জাতিকে ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করতে না দেয়া আমেরিকার ট্রােডিশন বিরোধী, তারপরও, ইয়েমেন, লিবিয়া, ইরান বা সিরিয়ার লোকজন সহজে এই দেশে আসুক, তা কেহ চাহে না। ৩য় ভুল হলো, প্রথমদিন "DACA" প্রোগ্রামের লোকদের সিটিজেনশীপ দেয়ার ব্যাপারে ইমিগ্রেশন এক্সেকিউটিভ অর্ডার সাইন করা; আজকাল কোন আমেরিকান নাগরিক দ: আমেরিকা ও এশিয়া থেকে কোন ধরণের ইমিগ্রেশনের পক্ষে নয়।

এই ৩ টি এক্সেকিউটিভ অর্ডার কয়েকদিন পর সাইন করার দরকার ছিলো, তখন মানুষের ফোকাস উনার উপর থাকতো না; ১ম দিন সবাই উনার প্রতিটি কাজের উপর লক্ষ্য রাখছিলেন। উনার দরকার ছিলো, উনার নিজের এজেন্ডার বড় ২টি এক্সেকিউটিভ অর্ডার সাইন করা, (১) করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত ১টি অর্ডার (২) চাকুরী ফিরায়ে আনার জন্য ১টি অর্ডার। প্রথমদিন ১৭টা ও ইহাতে মেক্সিকান দেয়াল, মুসলিম দেশ থেকে আসা ও ইমিগ্রেশন এক্সেকিউটিভ অর্ডার সাইন করা বেকুবী কাজ হয়েছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

জুন বলেছেন: true

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


বুড়োমিয়া বেকুবী করেছে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভিসা না দিলেও কি আসতে পারবে।
আমাদের লতিফুর রহমান করেছিলেন ১৮ টা। সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছিলেন,আমি হোমওয়ার্ক করে রেখেছিলাম।
বেকুবী কেবল শুরু।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



প্রাইমারী স্কুলে দেখেছেন, অনেকে হোম-ওয়ার্ক এমনভাবে করতো যে, শেষে শিক্ষকের মার খেতো। ভিসা না পেলে কেহ কোন দেশে যেতে পারে না।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: আমি আপনার সাথে একমত। তার এ কাজটা আমারও পছন্দ হয়নি। অতি উত্তেজনার ফল বলে মনে হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



উনি ৩য় বিশ্বের লোকদের মতো উত্তেজিত হয়ে গিয়েছিলেন; ট্রাম্পের বিচারের পর এগুলো করার দরকার ছিলো।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

ইলি বলেছেন: জো বাইডেনের ১৭ টি এক্সেকিউটিভ অর্ডার সাইন করেছেন এগুলো তার গুরুত্বপুর্ণ এজেন্ডা যা তিনি প্রথমদিন থেকে কার্যকরী করেছেন। এসবের ঘোষণা তিনি ভোটের আগে থেকেই দিয়ে আসছেন তাই আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। নেটিভ আমেরিকান কি মনে করছে তা বিষয় নয়, কারন গনতন্ত্রে এক ভোট বেশি পেলেই সেই নির্বাচিত অতয়েব বাইডেন আশা করি আমেরিকান প্রবাসী দের ভালই করবেন। তবে আমেরিকার পররাস্ট্র নিতি খুব বেশি পরিবর্তন হবে বলে মনে করিনা। ট্রাম পাগলা আর যাই করুক নতুন কোন যুদ্ধ শুরু করেনি কিন্তু বাইডেন কাক্কু মনে হয় নতুন কিছু করার ফন্দি করতেছে। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



এজেন্ডা ঠিক রাখা সম্ভব, সময় একটা ফ্যাক্টর।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: নতুন পরিবেশ, নতুন দায়িত্ব- প্রথম প্রথম কিছুটা 'বেগ' পেতেই হবে। বাইডেন খুব শ্রীঘই গা ঝারা দিবেন।

বাইডেন নির্বাচনে জয়ী হবার পর আমি সামুতে একটা ফান পোষ্ট দিয়েছিলাম।
বাইডেনের নাম বাতেন। তিনি বাংলাদেশের মানুষ। ফেসবুকে একটা ভিডিও দেখলাম- এক হুজুর বলছে বাইডেন বাংলাদেশের মানুষ। তার নাম বাতেন।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, হুজুর সামুতে আছেন!

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১১

এস এম মামুন অর রশীদ বলেছেন: ব্লগ থেকে কিছু অ্যাডভাইজার নিয়োগ দেয়া দরকার ছিল বাইডেন প্রশাসনের:

https://abcnews.go.com/Politics/early-indications-show-honeymoon-period-biden-administration-poll/story?id=75448820

Early indications show honeymoon period for Biden administration: POLL
President Joe Biden is held in high regard by most Americans in a new poll.


Poll results released today

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



সামু থেকে কোন কারণে, কারো জন্য, কোন এডভাইজার নিযুক্তি পেলে, সেটা আপনি হওয়ার সম্ভাবনা নেই।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

চুন্নু মিয়া বলেছেন: হ্যাঁ,ঠিক বলছেন।একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন বাইডেন সাহেব।তবে সময়ের ব্যাপার,দেখা যাক কি হয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


যেসব রিপাবলিকান সিনেটর ও কংগ্রেসম্যান ট্রাম্পের হয়ে, জাল ভোটের কথা বলে সম্প্রতি বিপদে ছিলো, এখন তারা দেয়াল, মুসলিম দেশগুলো ও ইমিগ্রেসন নিয়ে কুমীরের কান্না শুরু করবে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৪

স্প্যানকড বলেছেন: ভুল তাইলে আমরা করি না! আসলে উত্তেজনা জিনিস টাই এমন কেউ ঠিক থাকে না। আমেরিকার নীতি সবার একই বা কাছাকাছির। খালি ঘুরাইয়া খাওয়া এই আর কি!দেহি বাইডেন বার্ডেন কত সইতে পারে!

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



রিপাবলিকানদের কথা বলার সুযোগ করে দিয়েছে: মানুষ বেআইনী প্রবেশের বিপক্ষে; মানুষ ইযয়েমেন, লিবিয়া, সিরিয়া ও ইরানীদের বিপক্ষে; মানুষ দ: আমেরিকা ও এশিয়ান ইমিগ্রেশানের পক্ষে নয়।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাড়ে সাত কোটি মার্কিনি নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছে তার নানান ভুলভ্রান্তি সত্বেও। বাইডেন এখন তারের উপর হাঁটছেন, একটু বেসামাল হলে তার সমস্যা বাড়বে বই কমবে না। সংখ্যালঘু ভোটব্যাংকে সন্তুষ্ট করার জন্য তাড়াহুড়া করে কোনো অর্ডার সই করা ঠিক হয় নাই। এসব তিনি পরে করলেও পারতেন। মার্কিনিদের মূল সমস্যা কোভিড নিয়ন্ত্রণ ও বেকারত্ব কমানো দিয়ে তার যাত্রা শুরু করা উচিত।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


সেটাই সঠিক হতো; মুল সমস্যা নিয়ে অর্ডার সাইন করলেই চলতো; রিপাবলিকনরা নিজেদের "জাল" ভোটের পাগলামী নিয়ে চাপে থাকতো, সিনেটে ট্রাম্পের বিচার সহজ হতো।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার জানা মতে ১৭টি অর্ডার সাইন করার কথা থাকলে ও ১৫টি স্বাক্ষর করেছিলো ।
............................................................................................................
তিনি যে সব এজেন্ডা বাস্তবায়ন করবেন বলে ভোট করেছেন, তাই করছেন
এতে কেউ কেউ অসন্তষ্ট হলে ও তার ওয়াদা ঠিক রেখেছেন , সেজন্য ধন্যবাদ ।
এতবড় রাজনৈতিক প্লাটফরমে সবাই কে খুশী করার যুক্তি নাই ।
তার প্রশাসনিক টীম ডেমক্রেট প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে , এটাই
অধিকাংশ ভোটারের কাম্য ।

২৫ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কৌশল করে, আপনারা তাতে চলেন; সেজন্য 'ওয়াদা', পাইক পেয়াদার দরকার; বুড়ামিয়া ভয়ংকর ভুল করেছে, সেটা বাংলাদেশের ওয়াদা ফোয়াদার ব্যাপার নয়; আমেরিকা ওয়াদায় চলে না।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৩

এমেরিকা বলেছেন: মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা আমাএরিকাএ স্বার্থের জন্যই জরুরী। অতীতে কন পরাশক্তিই আমেরিকার মত মুসলিমদের সাথে এত বৈরি আচরণ করেনি। ভবিষ্যত পৃথিবী যেহেতু মুসলিমদের, তাই তাদের সাথে সম্পর্ক উন্নয়ন বুদ্ধিমানের মত কাজ।

তো চাচা, বেদুঈনদের দেশের একটা নামজাদা শহর তো আপনাদের জাতে উঠে গেল। এ ব্যাপারে আপনার মতামত কি?

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজতন্ত্র ফিরে আসছে?

১২| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাজনীতি হল বিলিয়ে দেয়ার জায়গা।বিলিওনিয়ার হবার জায়গা নয়। আফসোস, একথা বাংলাদেশের নেতারা যদি মানতেন!

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগে, ইউনিভার্সিটিতে, শেখ হাসিনার দলে, কোথায়ও সঠিক রাজনীতি নিয়ে কথা বলার মানুষও নেই।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

পুলক ঢালী বলেছেন: অন্যদেশের নীতি বিশেষ করে আমেরিকার বিষয় নিয়ে বলার মত স্পর্ধা নেই। আমেরিকা সারাবিশ্বের জন্য গনতন্ত্রের মডেল যা ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় অনেকটাই ব্যাহত হয়েছে । (তৃতীয় বিশ্বের মত রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাক্তি চরিত্র ক্ষুন্ন করার জন্য কাদা ছোড়াছুড়ির মত ঘটনা আমেরিকায় কল্পনাতীত ছিল। যদিও এটা ট্রাম্পের কূট-কৌশলতার ঘাটতি প্রমান করে কিন্তু আমেরিকার ভাবমুর্তি ক্ষুন্ন যা হওয়ার তা হয়েই যায় )।
আমেরিকায় দেশ জাতী ধর্ম বর্ন ইত্যাদি বিবেচনা কর ইমিগ্রেশন আইন চালু ছিলনা। সেখানে মানবিকতাকে মানবিক প্রয়োজনকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। এর সুযোগ নিয়ে যদি ক্রিমিনাল এক্টিভিটির জন্য কেউ বা কারা এসেই যায় সেটা দেখার জন্য পুলিশ, এফবিআই,সিআইএ এর মত শক্তিশালী প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে।
যদি কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটে তাহলে ঐ সংস্থার ব্যার্থতাই চিহ্নিত হয়।
কারো ব্যাক্তি/দলগত কার্যক্রমের জন্য সেই দেশ সেই জাতী দায়ী নয়। বিদেশী অনেক গুপ্তচরই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশের এ্যাম্বাসিতে কাজ করে। একই নেটওয়ার্ক আমেরিকারও আছে।
টুইনটাওয়ার ধ্বংসের জন্য শুধুমাত্র মুসলমানদের দায়ী না করে আমেরিকানদের ঘুমিয়ে থাকাকেও দায়ী করা যায়।
ওবামা বলেছেন, "বিভিন্ন কালারের (সাদা কালো হলুদ বাদামী) মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমেরিকা গড়ে উঠেছে এটাই আমেরিকার বিশেষত্ব।"
বাইডেন যা করেছেন সামনে তার ফলাফল কি হয় দেখার জন্য অপেক্ষা করতে হবে। আপাতঃ দৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে বৈরীতা প্রশমনের জন্য এটা একটা বাহ্যিক উদ্যোগ হতে পারে।
ভিসা দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে ফিলট্রেশন আরো জোরদার করা হতে পারে। ভিতরের খবর যেহেতূ জানা যায়না তাই তড়িঘড়ি করে কোন মন্তব্যও করা যায় না।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৫

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকাকে টেনে নীচে নামায়েছে; বিশেষ করে আমেরিকার গণতান্ত্রিক সংস্হাগুলোর বিপক্ষে অমুলক মিথ্যা বলে, দেশের মানুষকে কনফিউজড করেছে। তা'ছাড়া করোনার নামে যেভাবে টাকা ধনী কর্পোরেশন গুলোকে দিয়ে দিয়েছে, আমেরিকা দীর্ঘ সময় ভুগবে।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: (১) করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত ১টি অর্ডার (২) চাকুরী ফিরায়ে আনার জন্য ১টি অর্ডার।

---এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর উর্ধ্বতন কর্মকর্তা-রা কি বাংলাদেশ থেকে ট্রেনিং নিছে মনে হয়। তাই এরকম সিদ্ধান্ত নিতে পেরেছে।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, উনি আমেরিকার বর্তমান পরিস্হিতিতে বড় ধরণের ভুল করেছেন।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তবে আমার কেন যেন মনে হচ্ছে বারাক ওবামার মতো উনিও খুব তাড়াতাড়ি নোবেল পুরস্কার পেয়ে যাবেন।

কেন পেয়ে যাবেন?

বারাক ওবামাও জানতেন না ।
উনিও জানবেন না!

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



বারাক ওবামা মনে প্রানে চেষ্টা করেছিলেন, ইরাক ও আফগানিস্তানের মানুষগুলোকে সাহায্য করতে; কিন্তু হিলারী সব উলটপালট করে ফেলেছিলো।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:
আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি। প্রথম দিনে হুট করে এতো সিদ্ধান্ত নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সেনসেটিভ কিছু বিষয়ে সময় নিলে ভালো হতো।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কেমন আছেন, ব্লগে খুব কম আসছেন।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



আমার কথা মনে আছে জেনে ভালো লাগলো। ব্যস্থতা বেড়ে যাওয়ায় ব্লগে কম আসা হয়। তবে সময় পেলে আপনাদের সুচিন্তিত লেখাগুলো পড়ি। এতে ভাবনার খোরাক পাই। সব পোস্টে কমেন্ট করা হয়ে উঠে না। ভালো থাকুন। আমার জন্য আশীর্বাদ করবেন।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমার লেখার লেজ মাথা নেই; আমি ব্লগে, কিংবা মিডিয়ায় চলমান কিছু নিয়ে নিজের মতামত দিই, কোন বিষয়ের উপর লিখি না; যাঁরা বিষয়ের উপর লেখেন, সেই রকম ব্লগারের সংখ্যা কমে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.