নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গন্ডগোল করতে চাইলে গন্ডগোল নিজেই এসে উপস্হিত হয়?

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১



বয়স বাড়লে ঘনঘন ডাক্তারের কাছে যেতে হয়; বছর তিনেক আগে, এক সোমবার সকালে এক নতুন স্পেশালিষ্টের অফিসে যেতে হলো; রোগীদের বসার রুমে প্রবেশ করে দেখি সবগুলো বয়স্ক, হতাশ হওয়ার মতো ব্যাপার, কারো মুখ তেমন প্রশান্তি নেই; এক কোণে বসে এক আফ্রিকান আমেরিকান কালো চশমা চোখে, হাতে-ধরা একটা ডিভাইসে সিনেমা দেখছে; মনে হয়, ভয়ের সিনেমা, এক মেয়ের ভীতিপুর্ণ চীৎকার শোনা যাচ্ছে! তারপাশে গিয়ে বসলাম; মনে হয়, তার সাথে আলাপ জমানো যাবে!

-কেমন আছ, ভয়ের সিনেমা দেখছ?
-না, সাধারণ ডিটেকটিভ!
-কালো চশমা পরে, ডিটেকটিভ সিনেমা দেখছ, পুলিশ কি তোমাকে খুঁজছে?
-আরে না, পুলিশ টুলিশ না, সকালে ঘুম থেকে উঠে দেখি ডান চোখ ফুলে গেছে!
-বামহাতী গার্লফ্রেন্ড নিয়ে রবিবারে পার্টি করে বেড়ালে ডান চোখ তো ফুলবেই, সৌভাগ্য যে, একটা ভালো আছে!
-পার্টি মার্টি আরো ১০ বছর আগে ছেড়ে দিয়েছি!
-গতকাল তো ঠিকই কয়েক গ্লাস হুইস্কি চালান করে দিয়েছ; তারপর, অন্যের মেয়ে নিয়ে টানাটানি করেছ নিশ্চয়!
-আরে না, এখন সেই বয়স, আর সেই আয় আছে নাকি! ৪/৫টা বিয়ার খাইছি মাত্র।
-তো, ঘুষি কে মারলো, তোমার গার্লফ্রেন্ড, নাকি অন্য মেয়ের বয় ফ্রেন্ড?
-আরে না, সেই রকম কিছু ঘটেনি; ঘুম থেকে উঠে দেখি চোখ আপনা-আপনিই ফুলে গেছে!
-৪/৫ টা বিয়ারের পর এই অবস্হা, কে ঘুষি মারছে, সেটারও খবর নেই; চোখ আপনাআপনি ফুলে নাকি?

আমাদের আলোচনায় বাকী রোগীরা জেগে উঠেছে; আমাদের কথা শুনছে মনোযোগ দিয়ে, ২/১ জন হাসছে; আফ্রিকান মিয়ার ডাক পড়লো, ডাক্তার এসে তাকে ভেতরে নিয়ে গেলো; আমি এদিক ওদিক তাকিয়ে দেখালাম বাকীগুলোর সাথে জমবে না; আমার সামনে ৬/৭ জন রোগী, হাতে ঘন্টাখানেক সময় আছে; বাইরে গিয়ে হেঁটে আসি, সম্ভব হলে, ছোটখাট গন্ডগোল মন্ডগোল করা যাবে।

রাস্তার উল্টোদিকে একটি বেকারী, ভেতরে গেলাম; লোকজন তেমন নেই; দুইটি কিশোরী অর্ডার-লাইনে; তাদের পেছনে লাইনে দাঁড়ালাম; কাউণ্টারের কাছে, এক টেবিলে দুইজন বয়স্ক মহিলা কফি নিয়ে বসেছে; দুরের কোণে একটি তরুণ আইসক্রিম খাচ্ছে ও ফোন চেক করছে। কিশোরীদের অর্ডার সম্পুর্ণ হয়েছে, একজন ২ টি কেকের টুকরা নিয়ে এক টেবিলে গিয়ে বসলো; অন্যজন পয়সা দিয়ে, কোকের গ্লাস নেয়ার জন্য হাত বাড়ানোর সময়, হাতে লেগে গ্লাস পড়ে গেলো নীচে।

ক্যাশের মধ্যবয়সী মহিলা ছোট মেয়েটাকে ধমক দিলো,
-পংগু নাকি, হাত থেকে গ্লাস পড়ছে কেন?
-স্যরি! মেয়েটা হতাশ।
-সর, সামান্য কোকের গ্লাসও ধরতে জান না; মা কিছুই শিখায়নি?

মহিলা দ্রুত যায়গাটা পরিস্কার করে আমার অর্ডার নেয়ার জন্য ক্যাশে দাঁড়ালো। মেয়েরা বসে কেক খাচ্ছে। বয়স্ক মহিলা ২ জন ক্যাশিয়ারের আচরণে খুশী নন; কিন্তু কিছু বললেন না।

আমি বললাম,
-আমার অর্ডার নেয়ার আগে তুমি মেয়েদের কোক দাও!
-কিসের কোক? ওরা নতুন করে কোকের অর্ডার দিয়েছে নাকি?
-যেটা পড়ে গেছে, সেটা তুমি পুরণ করে দেবে না?
-এটা রেডক্রস নয়, এটা ব্যবসা! মেয়ে ফেলেছে কোক, আমি ফেলিনি!
-মেয়ের হাত থেকে কোক পড়েছে বলে তুমি মেয়েদের কোক দেবে না?
-দরদ লাগলে তুমি পয়সা দাও, আমি কোক দেবো।

আমি কোকের পয়সা দিলাম; কোক নিয়ে মেয়েদের টেবিলে রাখলাম; ২ জনই ধন্যবাদ দিলো। আমি ফিরে এসে মিডিয়াম কফির অর্ডার দিলাম। কফি কাউন্টারে রাখতেই, পয়সা দেয়ার আগেই আমি কফিতে চুমুক দিয়ে বললাম,
-এই বিশ্রী কফি তুমি বিক্রয় কর এখানে?
সে কিছু উত্তর দেয়ার আগেই আমি পাশের গার্বেজ ক্যানে কফিটা ফেলে দিলাম। মহিলার চোখ মুখ লাল হয়ে গেছে,
-তুমি কফি কেন ফেলেছ?
-উহা কফি নয়, উহা বলদের মুত্রের মতো বিস্বাদ!

মহিলা কাকে উঁচু গলায় ডাকলো,
-রিক এদিকে আস, এক লোক গন্ডগোল করছে।
কাউন্টারের পেছনে দরজা খুলে ৫০/৫৫ বছরের একটা লোক ক্যাশে আসলো; গায়ে আটা ময়দা লেগে আছে; মনে হয়, বেইকিং করছিলো। সে ক্যাশিয়ারকে বললো,
-কি হয়েছে?
-এই লোক কফির অর্ডার দিয়েছিল, আমি কফি দেয়ার পর, সে এক চুমুক খেয়ে, কফি ডাস্টবীনে ফেলেছে; বলছে, কফি নাকি বলদের মুত্রের মতো।

লোকটা আমাদে দিকে তাকালো। আমি বললাম,
-স্যরি, মহিলা আমাকে খুবই বিস্বাদ কফি দিয়েছে।
-তা বলে তুমি কফি ফেলে দেবে? তুমি চাইলে বদলে দেয়া যেতো শতবার! কফি ফেলা কিন্তু অপমানের সমান; এখান থেকে চলে যাও।
-আমি কোথায়ও যাচ্ছি না; আমি এখানে বসার জন্য এসেছি।
-ঠিক আছে, বসে থাক'গে!
-আমাকে এক কাপ চা দাও!

মহিলা বললো,
-তোমাকে কোন চা দেয়া হবে না।
লোকটা গিয়ে চা বানালো, জিজ্ঞাসা করলো, "দুধচিনি লাগবে?"
-না।
আমি পয়সা দিতে গেলাম; মহিলা ক্যাাশ থেকে সরে গেলো! লোকটা পয়সা নিলো।

মহিলা লোকটাকে বললো,
-তুমি তো কাহিনী জানো না!
-আমার জানার দরকার নেই; আমার কাজ আছে! তোমার কাজ তুমি করো।

আমি চা নিয়ে বসলাম; কিশোরীরা অনেক আগেই কেক শেষ করেছে; বসে আমাদের কান্ড-কারখানা দেখছিলো; যাবার সময় আমাকে হাত নাড়লো। মহিলা রেগেমেগ মেয়েদের দিকে তাকিয়ে বললো,
-এখানে তোমাদের আর যেন না দেখি!


মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভালো মেয়েদের সামনে হিরোগিরি করলেন! ওদের টেবিলে বসে আড্ডা দিলে ওদের ভালোই লাগতো!

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় কিশোরী মেয়েদের পেছনে লাগাটা মহাবিপদের কাজ।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তুমি ঠিক করেছো!!

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:



গন্ডগোল লাগলে, কোন না কোনভাবে আমি পার পেয়ে যাই বেশীরভাগ সময়।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: আমিও!!!!!!!!!!!! হা হা হা তবে আমি গন্ডগোল লাগাই না......... কেউ লাগালে ......রক্ষা রাখি না....... তারে পরপারে না পাঠানো পর্যন্ত!! :P

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমি জানি, অনেক অভদ্র ব্লগারের গায়ের পালক উড়েছে বাতাসে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

আমি সাজিদ বলেছেন: ভালো। আপনি আউট অব দ্যা বক্স চিন্তা করতে পারেন বেশ।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



বক্সের ভেতরে আছেন ব্লগার নুরু সাহেব।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: উচিৎ শিক্ষা । কিছু লোক আছে খামোখা ক্যাট ক্যাট করে।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:




ডাকতারের কাছে গেলে, আমার গন্ডগোল করতে ইচ্ছে হয়।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

সাসুম বলেছেন: চা এর সাথে দুধ চিনি নিতেন, তারপর হাতের ধাক্কায় সেটা টেবিলের উপর ফেলে দিয়ে আসলেই তাদের আসল শিক্ষা হয়ে যেত।

হাহাহ

আপনার কর্মকান্ড ভাল্লাগছে ,

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



দোকানের অনেক ক্যাশিয়ার বেশ ছোট লোক; মানুষকে খুশী করার কথা চিন্তা করে না।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯

রানার ব্লগ বলেছেন: এই রকম সোজাসাপটা জবাব বাংলাদেশে দিলে পিঠের হাড্ডি একটা ও আস্ত থাকতো না ।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ভালো মানুষ সব সময় বিপদে পড়ে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent!

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়ায় কফিশপের মালিক কারা?

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

রামিসা রোজা বলেছেন:

কফি কি আসলেই বিশ্রী ছিলো না রেগে ফেলে দিলেন?

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



গন্ডগোল করার জন্য ফেলে দিয়েছি।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: কবে যে আপ্নারে ছ্যাচা দিয়া দিব স্প্যানিশ মহিলা , টের পাবেন

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



স্পেনিশ মেয়েরা ভালো, এগুলো লেগে গেলে ২/৪ কথা বলে নিজে থেমে যায়, নালিশ টালিশের ধার ধারে না; ব্লগার 'ইফতেখার হোসেব' এদেরকে ভয় পায়; এরা ক্যাশে আছে সর্বত্র। করোনার মাঝে 'বার্গার কিং'এ একটার সাথে লেগেছিলাম।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৮

কালো যাদুকর বলেছেন: আপনার মজার মজার কাহিনী ভাল লাগে পড়তে। পুলিশ ডাকলে কি করতেন?

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



এখানে এসব ব্যাপারে পুলিশ ডাকে না; কারণ, এসব ব্যাপারে পুলিশ আসে না; আশেপাশে কম্যুনিটি পুলিশ থাকলে, সমস্যা হয়; তবে, পুলিশ এগুলোর জন্য দোকানদারদের ভদ্র হওয়ার জন্য চাপ দেয়।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

পদ্মপুকুর বলেছেন: গল্পতো আপনি বেশ ভালো লেখেন, এ ধরনের লেখা দেন না কেনো? সবসময় খটোমটো রাজনৈতিক-অর্থনৈতিক লেখা দিয়ে আপনার সম্পর্কে সবার পারসেপশনই বদলে দিয়েছেন। ভালো লেগেছে লেখা।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে সাহিত্যিক অনেক; তাঁরা মানুষের মন নিয়ে লেখেন, আমি সেখানে ঝামেলা করতে চাই না।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাধারন ঘটনা কিন্তু আপনি ঘটনায় উপস্থিত থাকায় অসাধারন হয়েগেছে ।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



ছোটখাট ব্যাপারগুলো জীবনের চিহ্ন রেখে যায়।
ব্লগে দাফনের কাপড়, মৃত্যুর কথা, আজরাইলের বার্তা, কবরের ছবিতে বিরক্ত হয়ে গেছি; মরা বাংগালী কতগুলো ব্লগে ঢুকে সবকিছু বিশ্রী করে তুলেছে।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশের টিভি চ্যানেলে মধ্যরাতের টকশোতে আপনি অংশগ্রহণ করলে ভালো হতো। আপনি কতোটুকু গন্ডগোল করতে পারছেন তা সরাসরি দেখার সুযোগ পাওয়া যেতো। বিএনপির ব্যারিষ্টার রুমিন ফারহানার সাথে আপনার গন্ডগোল হতে পারতো।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের সাথে শয়তানও গন্ডগোল বাঁধায় না ভয়ে।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

রাজীব বলেছেন: প্রায়শঃই গন্ডোগোল বাধান দেখছি। তবে যেগুলো থেকে ভালয় ভালোয় বেচে যান সেগুলোই ব্লগে লিখেন। বাকীগুলো......

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



বাকিগুলো চেপে যাই।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: হাতে সময় থাকলেই কি আপনি গন্ডোগোল করেন? না মেজাজ খারাপ থাকলে গন্ডোগোল করার ইচ্ছা হয়?
আপনার সহ্য শক্তি কি কম? আপনি কি হিরো হতে চান?
আপনি ডাক্তার দেখাতে গেছেন। সেখানে স্থির হয়ে বসে পত্রিকা বা ম্যাগাজিনে চোখ বুলাতে পারতেন।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


ডাক্তার কিংবা হাসপাতালে দেখাতে গেলে, রোগীদের অবস্হা দেখতে আমি কিছুটা হতাশ হয়ে যাই; ষেখানে আমি কিছুটা গন্ডগোল করতে চাই; এছাড়া মাঝে মাঝে এমনিতেই সামান্য গন্ডগোল করতে পছন্দ করি।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯

জুন বলেছেন: আপনার এই মনোভাব না শেষে বাংলাদেশীদের ব্র্যান্ড হিসেবে পরিগনিত হয়

২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা কিছু শিখতে পারে না সহজে; ব্লগার নীল আকাশ এখনো ব্যস্ত বেদুইনরা মানুষের জীবন নিয়ে কি বলেছে, সেটার ব্যাখ্যা করাতে; এদিকে কাতারে আর বেদুইনই নেই।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: ভালই তো ঝগড়া মগড়া করতে পারেন!
লেখা ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি যায়গা মতো লেগে যাই।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ডাক্তার কিংবা হাসপাতালে দেখাতে গেলে, রোগীদের অবস্হা দেখতে আমি কিছুটা হতাশ হয়ে যাই; ষেখানে আমি কিছুটা গন্ডগোল করতে চাই; এছাড়া মাঝে মাঝে এমনিতেই সামান্য গন্ডগোল করতে পছন্দ করি।

বিদেশের লোক ভালো, সভ্য বলে পার পেয়ে যান।
বাংলাদেশে এরকম করলে মারামারি কাটাকাটি, থানা পুলিশ হয়ে যেত।

ফকির ইলিয়াসকে চিনেন?
অতি দুষ্টলোক। সে আপনাকে উলটা পালটা কথা বলে।

২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:




ফকির ইলিয়াসের সাথে আগে এখানে সেখানে দেখা হতো, লিলিপুটিয়ান।

২০| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

রক বেনন বলেছেন: সব থেকে বড় কথা, আপনার প্রচুর সাহস। অবশ্য থাকতেই হবে, চিটাইংগা পোয়া, মাডিত পইরলে লোয়া!

ভালো থাকবেন শ্রদ্ধেয় ব্লগার।

২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



শহরে (চিটাগং ) পড়ার সময়, পুরো শহরের ত্রাস ছিলো 'আগ্রাবাদ কলোনীর' (অফিসার ও কেরানীদের বাসা ) ছেলেমেয়ারা, এরা দলে চলতো, ওদের সাথে গন্ডগোল লেগে যেতো; আগ্রাবাদ কলোনীতে চিটাগং'এর লোকজন ছিলো না মোটামুটি; বাইরের পরিবারের ছেলেমেয়েরা সব সময়ই কিছুটা হ্যাংলা টাইপের ছিলো।

২১| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন:



আলাপ জমাবার জন্য একের পর এক যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো খুব মজার ছিলো ।
সেই ভদ্রলোকও খুবই ফ্রেন্ডলি ছিলেন বোঝা যাচ্ছে ।

কিশোরী দুজনের কোকের ঘটনাটি চেনা চেনা লাগছে , এটা কি আগে লেখা হয়েছিলো !
বড় শপে এগুলো করেনা , ছোট ব্যক্তিমালিকানার শপে এরকম হয় ।
যেটা একচুয়াল কাস্টমার সার্ভিস না ।

একটা প্রাইভেট এশিয়ান গ্রোসারি শপে প্রায়ই একটা প্রোডাক্টের জন্য যেতে হতো যা অন্য কোথাও পাওয়া যায়না ।
নো গ্রিটিংস, নো স্মাই্ল, মুখটা পেঁচার মতন করে বসে থাকে । মাস্ট যেতে হয় বলেই যাওয়া ।
ওখানে একদিন একটা প্রোডাক্ট ট্রলি থেকে পরে ভেঙ্গে গেলো । সেটা চার্জ করলো ইভেন দো রেগুলার কাস্টমার বাট দে ডোন্ট কেয়ার । আই কুইট দ্যাট শপ । বলে এসেছি আই’ল নেভার বি ব্যাক , এতো বাজে সার্ভিস এন্ড রুড উইদ কাস্টমার ।

এখানে দেখেছি বড় বড় স্টোরে কখনোই এরকম সিচুয়েশনে কাস্টমার রেস্পন্সিবল না ।
তারা বিনাবাক্যে রিপ্লেস দিচ্ছে ।



২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ থেকে এক ক্লাশমেট এসেছিলো, সে MACYS (ষ্টোর ) দেখতে গিয়েছিলো এবং সেখানে একটা ক্রিষ্টাল ফুলদানী পছন্দ করে; আমি কিনে দিয়েছি। সেলস'এর মেয়েটা ওর হাতে দেয় প্যাকেটা, কিন্তু কিভাবে ওর হাত থেকে পড়ে যায়, ভেংগে যায়; আমি গিয়ে আরেকটা নিয়ে আসি; মেয়ে সেটার জন্য টাকা নেবে। আমি ওর সুপারভাইজারকে ডাকতে বললাম; সুপারভাইজার বললো, পুনরায় পে কারার দরকার নেই।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: বলদের মূত্রের মত বিস্বাদ! - :)
ভুলে কোন কিছু পড়ে ভেঙ্গে গেলে সেটার মাশুল দোকানেরই বহন করা উচিত, ক্রেতার নয়। এটাই সভ্য সমাজের নিয়ম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



এটা প্রায় সব যায়গায় প্রচলিত; কিন্তু কিছু মানুষ নিজের নিয়ম চালায়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.