নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তেলের ব্যবহার কমে যাবে, বাংগালীদের দাস ব্যবসা কমে যাবে

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৮



আপনারা আমেরিকান গাড়ী কোম্পানী 'টেসলা'র নাম হয়তো শুনেছেন, ইহা ইলোন মাস্কের কোম্পানী; এই লোক মংগল গ্রহে মানুষের স্হায়ী বসবাসের কথা বলছেন; এদের গাড়ী ব্যটারী চালিত; আমেরিকা, ইউরোপ ও চীনে বিক্রয় হচ্ছে এসব গাড়ী; এখনো দাম একটু বেশী। 'টেসলা' একটু লোভী হয়ে চীনে তাদের কারখানা খোলার পরদিন থেকে চীনারাও উহা বানানোর শুরু করেছে নিজেদের ব্রান্ড হিসেবে; তাদের ৩টি কোম্পানী: নিও, লি মটরস ও এক্সপেং ইলেকট্রিক্যাল গাড়ী বাজারে নিয়ে এসেছে। শীঘ্রই জিএম, ফোর্ড, টয়োটা, হোন্ডা, মার্সেডিজ, কোরিয়া, ফোরিয়া, সব ধরণের গাড়ী ছাড়বে বাজারে; ১০ বছরে তেলের ব্যবহার অর্ধেক হয়ে যাবে; আরবদের আয় অর্ধেকের চেয়ে বেশী কমে যাবে।

ইহা বাংলাদেশের দাস ব্যবসায়ী সরকারের জন্য ও আদম ব্যাপারীদের জন্য ভালো খবর নয়; আরবের বাজার হঠাৎ করে ছোট হয়ে যাবে, তারা শুধু 'মেয়ে' কর্মী নেবে তখন; তবে, আরবেরা দাস ব্যতিত বাঁচতে পারবে না; তারা তখন মিশরীয়, ইয়েমেন, সিরিয়ানদের রাখবে, বাংগালীরা থাকতে পারবে না। এই ভবিষ্যত সমস্যা নিয়ে শেখ হাসিনা কিংবা ক্রিকেট কামাল সাহেব মাথা ঘামাচ্ছেন না, বিসিএস'রা এগুলো নিয়ে কোনদিন ভাবতে যাবেন না; ব্লগারেরা শুধু ১ মিনিট ভাবলেই হবে, আপনাদেরও কিছু করতে হবে না; আমার পোষ্টে কমেন্ট করলেই চলবে।

গতকাল থেকে, ইলেকট্রিক গাড়ী বাননোর তাড়া দেয়ার শুরু করেছে নতুন প্রেসিডেন্ট বাইডেন; তিনি বলেছেন, আগামী ৫ বছরের মাঝে কোন গ্যাসোলিন চালিত ডেলিভারী ভ্যান থাকতে পারবে না; গ্যাসোলিন-চালিত ভ্যানগুলো যায়গায় ইলেকট্রিক ভ্যান আসতে হবে। নিউইয়র্ক ও অনেক শহরে অনেক আগের থেকেই গ্যাস-চালিত বাস চলছে; গ্যাস-চালিত বাস মানুষের জন্য তেলের মতো খারাপ নয়; তবে, ইহাও গ্যাস ত্যাগ করে; বাইডেন চাচ্ছে, কোন গ্যাস যেন বাতাসে না যায়; আপনাদের যাদের গ্যাষ্টিক আছে, ভিসার দেয়ার আগে হয়তো এই ব্যাপারে প্রশ্ন করা হবে।

গ্রামের মফিজ মিয়ারা এতদিন দাস হয়ে অনেক খুশী ছিলেন; বাবার যায়গা-জমি, বউয়ের সোনাদানা বিক্রয় করে উট চরায়ে আসছিলো এতদিন; সামনের বছরগুলোতে এদের নিয়ে আপনারা কি করবেন? কিন্তু বিশ্বে মানুষের চাহিদা বাড়বে: জাপান, জার্মানী, কানাডা, রাশিয়ায় বাচ্চা বেশী জন্ম নিচ্ছে না; এরপরও ২০৪০/৪৫ সালে বিশ্বের লোকসংখ্যা বেড়ে ৯ বিলিয়ন হয়ে যাবে, কারা বউয়ের সাথে এতো সময় কাটাচ্ছেন?

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৬

আমি সাজিদ বলেছেন: কমেন্ট করলাম। কারা এত সময় কাটাচ্ছে? :``>>

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


বউয়ের সাথে সময় কাটাচ্ছে বাংগালী, ভারতীয়, পাকী, আফগানী, আরব ও আফ্রিকানরা।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৫

জুন বলেছেন: কিন্ত অনেকদিন ধরেই ইলন মাস্ক ব্যাটারির গাড়ি টেসলা নামানোর কথা বলে আসছিল । কিন্ত আমেরিকার ফোর্ড, জেনারেল মটরসের মত বড় বড় গাড়ি ব্যাবসায়ীরা বাধা দিয়ে আসছে । এবার যদি কাজ হয় । এতে পরিবেশ দুষনও কমবে ।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


গাড়ী মিলিয়ন মিলয়ন বিক্রয় হচ্ছে; আরবদের দু:খ আছে কপালে, সাথে সাথে বাংগালীদেরও; তবে, বাংগালীরা বউ'এর সাথে থাকার সময় পাবে, এটা জাতির স্বাস্হ্যের জন্য ভালো হবে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫

পদ্মপুকুর বলেছেন: পরিস্থিতি এত কম সময়ের মধ্যেই পাল্টাবে কি? সৌদি প্রিন্স এমবিএস বোধহয় এ বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছে। এজন্য ট্যুরিজমসহ বিভিন্ন বিষয়কে উৎসাহিত করছে। কদিন আগে দেখলাম, মদিনা স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে আবার গত পর্শুই দেখলাম সিআর সেভেন এবং এলএম টেনকে সৌদি পর্যটনের দুত হওয়ার প্রস্তাব করা হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



সৌদী রাজ পরিবারের কাছে আল্লাহের সমান সম্পদ আছে, তারা ব্যবসা শিখলে বেঁচে যাবে, না হয় ধরা খাবে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৪

ডঃ এম এ আলী বলেছেন:


তেলের দাম পড়ে গিয়ে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী কর্মী নিয়োগ কমে যাবে সত্য কথা ।
তবে ইদানিং স্টুডেন্ট ভিসায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী ছাত্র সরাসরি কিংবা একটু চেষ্টা করে
বিবিধ ভাবে যথা সহজ উপায়ে প্রথমে মধ্যপ্রাচ্যের দেশ সমুহ , ভারত , চীন , মালএশিয়া , জাপান , কোরিয়া
সিংগাপুর, তুরস্ক, ইকুয়েডরসহ আরো কিছু দেশে গিয়ে সেখান হতেও আমিরিকা, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, সুইডেন,
ইতালী, স্পেন , বুলগেরিয়া প্রভৃতি ইউরোপিয়ান দেশসহ , কানাডা , অস্ট্রেলিয়া , নিউজিলান্ডে যাচ্ছেন। এ সংখ্যা
ক্রমেই বাড়তে থাকবে । তাই মধ্যপ্রাচ্যে বাংলাদেশী অদক্ষ কর্মী প্রেরণ কমে গেলেও দেশ হতে বিপুলসংখ্যক মানুষ
বিদেশে পাড়ি জমাবেন ও দক্ষ কর্মী হিসাবে সংখ্যায় কম হলেও এখনকার চেয়ে বেশী পরিমানে রেমিটেন্স দেশে প্রেরন
করতে পারবেন। উল্লেখ্য দেশে এখন যে পরিমান রেমিটেন্স আসে তার মধ্যে শুধুমাত্র আমিরিকা, ইউরোপ, কানাডা আর
অস্ট্রেলিয়া হতে এক তৃতিয়াংশেরো বেশী আসে। তাই মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ হলেও তেমন কোন
ক্ষতি নেই । বাংলার দামাল ছেলেরা কামাল করে দিবে । তাতে অবাক হওয়ার কারণ নেই ।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



যেসব ছেলেরা ইউরোপ ও আমেরিকা অবধি পৌঁছবে, তাদের ৭০ ভাগ 'অড জব' করবে; এরা দেশে পরিবার রেখে যাচ্ছে না, মা-বাবা ও ভাইবোন রেখে যাচ্ছে; এরা দেশে সামান্য টাকা পয়সা পাঠাবে, বিদেশী মেয়ে বিয়ে করে কষ্টে পড়বে, বলতে পারেন "লষ্ট জেনারেশন"।

দেশ হার্ড কারেন্সী বরাবরই পেয়ে এসেছে (জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা ), আরো পাবে, সাধারণ মানুষের কোন প্রত্যক্ষ লাভ হবে?

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা আগেথেকে কিছুই ভাবি না।একমাত্র আখেরাতের চিন্তা ছাড়া।সমস্যা যখন ঘাড়ে এসে পড়বে তখন দেখাযাবে কি করা যায়।আগেথেকে ভাবার একটা জিনিসই আমাদের শিক্ষাদেয়া হয়েছে সেটা হল দোজখের আজাব।অন্যকোন শিক্ষা আমাদের দেয়া হয় নাই।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



আখেরাত হলো রূপকথা, যেকোন মফিজই উহা নিয়ে কল্পনার জাল বুনতে পারে; কিন্তু আজকের বিশ্বে মানুষ হিসেবে বাঁচতে হলে, জাতির বুদ্ধিমান অংশকে শেখ হাসিনা থেকে মুক্ত হতে হবে।

শেখার জন্য কোরিয়া, মালয়েশিয়া, ইয়েম্যান, আফগানিস্তান, সিরিয়া ভালো উদাহরণ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

ঢাকার লোক বলেছেন: টেসলার স্টক কিনবেন নাকি ভাই? আজ একটু কমে যাচ্ছে!কালকের থেকে ৩ থেকে ৪% কম!

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



উহাতে বহু লোকজন বিলিওনিয়ার, মিলিওনিয়ার হয়ে গেছে; তবে, উহা এখনো ইনভেষ্টেমেন্ট উপযোগী নয়, উহাতে ভয়ংকর বাবল আছে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: তেলের চাহিদা বাড়বে। অথচ আপনি বলছেন কমে যাবে।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


গাড়ী, ভ্যান ও ট্রাক যদি ব্যটারীতে চলে, তেলের চাহিদা কিভাবে বাড়ছে?

৮| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:২২

সাসুম বলেছেন: আপনার পোস্ট কঠিন সহমত। একটু ইনফরমেশান গ্যাপ আছে। চীনে ইলেক্ট্রিক কার বানানো শুরু হয়েছে টেস্লা চীনে আসার আগ থেকে। গত ৫ বছরে চীনের সব সিটি বাস ইলেক্ট্রিক হয়ে গেছে। BYD Automobile চীনের ইলেক্ট্রিক কার মার্কেট এর সব চেয়ে বড় পার্টি। তাদের বাস ছাড়াও সেডান, এস ইউ ভি, ভ্যান, ইভেন সাধারন মাল টানার ১ টনি ভ্যান ও আছে। এছাড়া মাইক্রো থেকে শুরু করে লরি , ১৬ চাকার হেভি ডিউটি মুভার সব ই ইলেক্ট্রিক।
চীনে দুনিয়ার সব চেয়ে বেশি ইলেক্ট্রিক মোটরসাইকেল চলে। মিলিয়ন মিলিয়ন। ২ বছর চীনে আছি, আজ তক কোন তেল চালিত মোটরসাইকেল চোখে দেখি নাই। টেস্লা চীনের নব্য ক্যাপিটালিস্ট দের টার্গেট করেই আসতেছে চীনে ফ্যাক্টরি দিতে। এমনি চাইনিজ ইলেক্ট্রিক কার কিনলে দাম কম, টেস্লা কিনতে চাইলে ২০০% ট্যাক্স দাও। মানুষ এর এত ডিমান্ড দেখেই এলোন চীনে ফেক্টরি দিতে চলে আসছে। এই ফেক্টরি তে উৎপাদিত কার চীনের জন্য, বাইরে এক্সপোর্ট করার জন্য না।

এই বার আসি, বাংগাল মলুক এর দাস দের কথায়। এরা না শিখবে লেখাপড়া, না শিখবে কোন কাজ। এই মজিদ রা তখন ইন্ডীয়া আর মায়ানমার যাবে কাজ করতে চোরা পথে। ৫০ এর দশকে যেত আসাম আর রেংগুন, সেটা আবার ফিরে আসবে। কিছু দাস চোরাই পথে পড়তে গিয়ে থেকে যাবে ইউরোপে। আর কিছু দাস মরবে সাগরে না খেয়ে পাচারকারীদের হাতে।

বেদুঈন রা তখন খালি মেয়ে নিবে কথা সত্য। কারন তাদের পোলার দরকার নাই। মহিলা হলেই হল।

এম বি এস এর সমস্যা নাই। সে জানে দুনিয়ার সব চেয়ে বড় আফিম ধর্ম আর তার কাছে দুনিয়ার সব চেয়ে বড় ধর্ম নিয়ে বিজনেস টা আছে। মক্কা, মদীনা। এই দুইটা দিয়াই এম বি এস খাইয়া যাইব। বছর বছর ফী বাড়াইব। সৌদি এয়ারলাইন্সের ভাড়া বাড়াইব হজের টাইমে। আর এই টেকা দিয়েই চল্ব তারা। বাকি বেদুঈন রা বিপদে পড়বে। দুবাই চেস্টা করতেছে এইটা অইটা কইরা। কাতার ও চেস্টা করতাছে আধুনিক হইতে। তাও দিনশেষে বেদুঈন রা তো মাথা মোটা ছাগল ই থাকব। তখন এম বি এস এর পা চাটব আর কি। তখন এম বি এস নিয়ম চালু করবে আমাদের জন্য, হজ করতে চাইলে মোটা অংকের টাকা দিবা আর প্রতিজন হাজীর বিনিময়ে একটা কইরা মেয়ে পাঠাইতে হবে নাইলে হজ করতে দিব না। আমাদের মর্দে মোসল্মান রা দরকার হলে ঘরের বউ বাচ্চা পাঠায় দিবে তাও হজ করতে যাবে। এম বি এস ভাল করেই জানে। চিন্তার কারন নাই।

২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



হজ্ব বিশ্বের সবচেয়ে বড় টুরিজমের ট্রেডিশন; অশিক্ষিত মানুষরা অন্য কোথায়ও যেতে পারে না, ইহাই জীবনের একমাত্র সুযোগ।
আরবদের যায়গা আছে, গায়ে খেটে চলতে পারবে; বাংগালীদের যায়গা নেই, দেশে থাকতে পারবে না।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দাসপ্রথার দুষ্টচক্র থেকে সহসা বের হয়ে আসতে পারবে না আমার প্রিয় দেশ - নেতা/আমলারা জাতিকে অশিক্ষিত ও কুশিক্ষিত রাখতেই উৎসাহী। কারণ জনগণ অশিক্ষিত থাকলে তাদেরই সুবিধা - বেকুব জনগণ সারাটাজীবনই দেশেবিদেশে দাস হয়ে নেতা/আমলাদের জি হুজুর জি হুজুর করে যাবে। বাংলাদেশ এই সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে কবে বের হতে পারবে তা আল্লাহ মালুম।

ডঃ এম এ আলী বলেছেন:স্টুডেন্ট ভিসায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী ছাত্র বিভিন্ন দেশে যাচ্ছেন। এ সংখ্যা
ক্রমেই বাড়তে থাকবে ।

সমস্যা হচ্ছে এই স্টুডেন্ট ভিসায় বিদেশে যাওয়া ছাত্র বৃদ্ধির হার ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের ছাত্র বৃদ্ধির তুলনায় অনেক পিছিয়ে - অনেকটা কচ্ছপ ও খরগোশের গল্পের মতোই। আর অনেক বাংলাদেশী প্রবাসে গিয়ে পড়াশোনা শেষ করতে পারে না - তাদের সংখ্যাও কম নয়।

২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



এখন বাংলাদেশ থেকে যারা বাইরে পড়তে যাচ্ছে, তাদের ৫০ ভাগ ড্রপ-আউট

১০| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১২

রানার ব্লগ বলেছেন: টেসলার দাম আকাশ ছোয়া, বাংলাদেশে আসতে আসতে আরো ৩০ বছর লাগবে।

২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা ভারতীয়দের চেয়ে বেশী।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০২

সাসুম বলেছেন: রানার ব্লগ বলেছেন: টেসলার দাম আকাশ ছোয়া, বাংলাদেশে আসতে আসতে আরো ৩০ বছর লাগবে

এক লোক শখ করে উগান্ডা তে একটা টেস্লা আনাইছিল। মাগার, উগান্ডার বি আর টি সি র কাছে এই টেস্লা কত সিসি এটা মাপার কোন সিস্টেম নাই সো যার কারনে গাড়ির রেজিস্ট্রেশান ও হচ্ছিল না।

পরে উগান্ডার বুয়েট এর কোন এক মেকানিকাল এর টিম টেস্লা মডেল এস এর সিসি ঠিক করছে ৫০০০ সিসি। এটা দেখে পুরা দুনিয়া বাসী হার্টফেল করার মত অবস্থা।

যাই হোক, দেশে ইলেক্ট্রিক কার আসতেছে অলরেডি। হুন্দাই এর আসবে, প্রোটন এর টা প্রোডাকশান চলতাছে। ইন্ডিয়ার টাটা নাকি জমি চাচ্ছে। কিন্তু অই যে একটা বেসিক কার কে ৫০০০ সিসি লিমিট হিসেব করলে আর কেউ কিনতে হবেনা,

ছাগলের বাচ্চা গুলা এভাবেই মারা খাবে।
যাই হোক, আমাদের কি। আমরা সাধারন পাব্লিক গরিব পকিন্নি। চুরি ডাকাতি না করলে টেস্লা কিনার উপায় নাই।

২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



৩৮ হাজার ডলার দামেও টেসলা আছে; অনেক বাড়ীর মালিকেরাও কিনতে পারবে।

১২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তেলের বিকল্প আসাটা এখন সময়ের দাবি।

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



উড়োজাহাজ ও সাগরের জাহাজ, মাইনিং এর ভারী যন্ত্রপাতি, ট্যাংক, ম্যাংক তেলে চলবে বেশ কিছু সময়।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭

রক বেনন বলেছেন: আরবদের ফুটানি কমে যাবে। প্রবাসীদের তখন দেশে ফিরে এসে ব্যবসা কিংবা চাষবাসে মনোযোগ দিতে হবে।

৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ভরে গেছে টং দোকানে, টিকা নিয়ে ব্যবসা করছে "বেক্সিমকো"।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




***রক বেনন বলেছেন: আরবদের ফুটানি কমে যাবে। প্রবাসীদের তখন দেশে ফিরে এসে ব্যবসা কিংবা চাষবাসে মনোযোগ দিতে হবে।

- কথা সত্যি চোখের সামনে সোনার লিবিয়া এখন খয়রাতি লিবিয়ায় পরিণত হয়েছে। লিবিয়ার মানুষের এই পরিণতি হবে এটি কে জানতো? এখন আমরা ধারণা করতে পারি আরব যদি এভাবে চলে লিবিয়ার পরিণতি হতে পারে যে কোনো দিন।

৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



ইয়েমেন, সিরিয়া, লেবানন, প্যালেষ্টাইন; বাকীরাও এই পথে আসবে

১৫| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:২৮

পুলক ঢালী বলেছেন: সুন্দর লিখেছেন সহমত।
ব্যাটারী চালিত গাড়ী চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুতের সোর্স হচ্ছে পানি বিদ্যুৎ,কয়লা বিদ্যুৎ, তেল বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, বায়ু চালিত টারবাইন ফ্যান বিদ্যুৎ এবং পারমানবিক বিদ্যুৎ। এই বিদ্যুৎ শুধু গাড়ীর জন্য নয়, শিল্প কারখানা থেকে শুরু করে (ইলেক্ট্রিক গাড়ীর মটর উৎপাদন হবে না বিদ্যুৎ ছাড়া) আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি পদে পদে দরকার। তেলের দাম কমে গেলে বিদ্যুৎ উৎপাদনে এটার ব্যবহার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে (খনির গভীর থেকে কয়লা উৎপাদন অনেক ঝুকিপূর্ন,পানি বিদ্যুতের ক্ষেত্রে কিছু প্রি-কন্ডিশন আছে সেগুলো প্রকৃতি নির্ভর, সোলার প্যানেল এখনও তত উন্নত নয়, উৎপাদনের তুলনায় ব্যাপক জায়গা ব্যাপক প্যানেল দরকার হয়,বায়ু বিদ্যুৎ উৎপাদনের তুলনায় জায়গা দখল করে বেশী ইনিশিয়াল ইনভেষ্টমেন্ট বেশী, গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী, পারমানবিক বিদ্যুৎ সাশ্রয়ী কিন্তু ঝুকিপুর্ন)। পরিবেশ দূষন রোধে টেক ব্যবহার করে স্বল্প-মূল্যের তেল ব্যবহার হতে পারে।

টেসলার সিসি দেখে অক্কা পাওয়ার দশা হয়েছে, এটা হর্স পাওয়ার বা কিলোওয়াটে মাপা যেতে পারে। :)

০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:



ব্যাটারী চার্জ করার জন্য যেই পরিমাণ বিদ্যুত ব্যব হার করা হয়, উহা সমস্যা হবে না; ২০০ মাইল যাবার জন্য চার্জ করতে ৭/৮ ডলারের মতো খরচ হচ্ছে, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.