![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
প্রায় পুরোদিন কেটে গেছে চক্ষু হাসপাতালের আউটডোরে; বাসায় ফিরছি 'পিক-টাইমে'(কাজের লোকেরা যখন বাসায় ফেরে), ট্রেনে ভীড়। ট্রেনের দরজার দুইপাশে ২টি আফ্রিকান আমেরিকান মেয়ে বাহিরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে একজন করে যাত্রী এঁকেবেঁকে উঠছে; মেয়ে ২টির কানে এয়ারফোন লাগানো, কিছু বললে শোনার সম্ভাবনা নেই। দরজা বন্ধ করার ঘোষণা শুনলাম, আমি কোনভাবে উঠলাম; বামপাশের মেয়েটার গায়ে ধাক্কা লেগেছে, সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাচ্ছে; আমি বললাম,
-এক মিনিট অপেক্ষা কর, আমি দাঁড়ানোর ব্যবস্হা করে নিই।
আমি তার সামনে দাঁড়ানোর যায়গা পেলাম। বললাম,
-এবার বলো!
-তুমি উঠার সময় আমাকে ধাক্কা দিয়েছ, স্যরি ম্যরি কিছু তো বললে না, মেয়েটি বললো।
- ঠিক আছে , আমি স্যরি; তুনি দরজা ব্লক করে দাঁড়ায়ে আছ, মানুষ কিভাবে উঠানামা করছে?
- মানুষ ঠিকই উঠেছে, কই কেহ তো ধাক্কা দেয়নি, শুধু তুমি ধাক্কা দিয়েছ!
-আমি ধাক্কা দিইনি, বরং তোমার পেছনভাগে ধাক্কা লেগে আমার কোমরের বামদিকে ব্যথা পেয়েছি, তোমার পেছনের পকেটে শক্ত লোহা টোহা আছে নাকি?
সে নিজের পেছনের পকেট দেখায়ে বললো:
-দেখ আমার পকেটে কিছুই নেই!
-ম্যান, তা'হলে তো বেশ ভাবনার বিষয়; তুমি সম্ভব হলে ঘনঘন ম্যাসেজ পার্লারে যেয়ো ও রুটির সাথে বেশী করে মাখন খেয়ো! না হয়, কারো ভাগে শক্ত কিছু পড়বে!
-হেই, হেই, এটা কিন্তু সেক্সুয়েল এসাল্ট!
-তুমি সিরিয়াস?
আমি বললাম,
-শোন, আমি তোমাকে স্পর্শ করছি না, শুধু কথা বলছি, এতে সেক্সুয়েল এসাল্ট হচ্ছে কিভাবে?
-শোন, তোমরা কোন দেশ থেকে আস কে জানে, আমাকে মাখন খেতে বলা কিন্তু ভালো হয়নি; স্যরি বলো!
-ঠিক আছে, স্যরি। আমি অন্য ওয়াগণে যাচ্ছি, না হয় স্যরি স্যরি চলতে থাকবে।
-কথা কিন্তু শেষ হয়নি!
-কথা শেষ, তুমি অন্য লোক খুঁজতে থাকো।
পরের ষ্টেশনে আমি সামনের একটি ওয়াগণে উঠলাম, ভীড়। মাঝখানে একটা মেয়ের কাঁধে বিরাট ব্যাগ, হাতে আরেক ব্যাগ; সে নড়লো, কাঁধের ব্যগটা আমার মেরুদন্ডে আঘাত করলো। আমি তার দিকে তাকাতে সে বুঝতে পারলো, বললো,
-স্যরি, আজকে তোমার দিনটা ভালো যাচ্ছে না।
-তুমি কি করে জানো?
-কিছুক্ষণ আগে আমিও পেছনের ওয়াগণে ছিলাম। তোমার ও এক সুন্দীর ডায়ালগ শুনেছি।
আমার সামনে একটা সিট খালি আছে; কিন্তু পাশের সীটের মেয়েটি এই সীটের অর্ধেক দখল করে বসে আছে; তার পায়ের বিস্তার ১২০ ডিগ্রির মতো, এবং কোটটি ছড়ায়ে ছিটায়ে আছে। আমি ট্রেনে মোটামুটি বসি না; ব্যাগ-ওয়ালা মেয়েটাকে বললাম,
-এদিকে একটা সীট আছে, বসে পড়, ব্যাগ নিয়ে তুমি সমস্যায় আছ!
-তুমি বয়স্ক, তুমি বস, তাতে কিছুটা যায়গা বাড়বে।
পা-ছড়ানো মেয়েটা কোট টোট সরায়ে আমাকে বসতে দিলো; বসে বুঝলাম, উহার কোটের সামান্য কোণার উপর আমি বসেছি। মেয়েটি বললো:
-সর্বনাশ, তুমি আমার পুরো কোটটা নষ্ট করে দিয়েছ! সে একটু টানতেই কোণটুকু মুক্ত হলো। সে আবার বললো,
-আমার দামী কোটটা একেবারেই শেষ।
-তোমার কোটের একটু কোণার উপর বসাতে পুরো কোট নষ্ট হয়ে গেছে? শোন, এত পুরোনো কোট পরে পাবলিক ট্রেনে উঠাই ঠিক হয়নি!
-তোমার কোটের চেয়ে আমার কোট অনেক দামী! কোট কি তুমি কিনে দিয়েছ?
-আমি যখন কিনে দেবো, সবচেয়ে দামী কোটই কিনে দেবো; এটা ফেলে দিও, না হয় তোমার কোট থেকে মানুষের গায়ে ছারপোকা উঠবে!
-কি বললে? আমার কোটে ছারপোকা আছে? তুমি আমাকে অপমান করেছ।
-ওকে, স্যরি; তোমার কোটে ছারপোকা নেই!
ব্যাগ-ওয়ালা মেয়েটা বললো,
-শোন, তোমার সামনের ওয়াগণে যাবার সময় হয়েছে। স্যরি, আজকে তোমার দিনটা কিছুতেই ভালো যাচ্ছে না।
ট্রেন থামার সাথে সাথে নেমে গেলাম; পরের ট্রেনে যবো!
৩০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকান আমেরিকান ও স্পেনিশ মেয়েরা কঠিন ব্যাপার; আমি খেয়াল রাখি।
২| ৩০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৬
ঢাকার লোক বলেছেন: যাক আপনার চোখ এখন কেমন আছে? বেশ কিছুদিন আগে আপনাকে অকুভাইট্ নামে একটা ঔষধ খেতে বলেছিলাম, খোঁজ নিয়েছিলেন?
৩০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আপনি ভালো কথা মনে রায়ে দিয়েছেন, আমি ভুলে গিয়েছিলাম। চোখের সমস্যা রয়ে গেছে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:০১
কালো যাদুকর বলেছেন: একটু আগে হেরাসমেন্টের কোর্স শেষ করলাম (সব বছরই এই সময় সবাইকে করতে হয়)। মুখে বলাও হ্যারাসমেন্ট, তবে আপনার ব্যাপারে জানি না, আমি তো আর ওখানে ছিলাম না। সাবওয়েতে যাওয়া আসলেও মেলা ক্যাচালের ব্যাপার। এই জন্যই নিউ ইয়র্ক ভাল লাগে না।
আপনার দিনটি মোটেই ভাল যায়নি। এখনো কি সাবওয়েতে যাচ্ছেন? করোনা মরোনা চলছে।
সময় খারাপ গেলেই নুরু ভাইয়ের কথা মনে হল?
৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন এলাকায় আছেন?
নুরু সাহেবর দুনিয়াটা ২০০০ বছর আগেকার।
না, এখন সাবওয়েতে যাচ্ছি না; এই ঘটনা আগের।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৮
কালো যাদুকর বলেছেন: অস্টিন । টেক্সাস ৷ এখানে ট্রেন নেই। লোকজন সব গাড়ী চালায়।
৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
ভালো, নিউইয়র্ক শহর করোনায় ক্লান্ত হয়ে গেছে।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবে একদিন কার সাথে ধরা খেয়ে যাবেন ঠিক নাংই।
৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
ধরা যে একেবারে খাচ্ছি না তা'নয়; সেগুলো তো বলা হয় না।
৬| ৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার অম্ল মধুর অভিজ্ঞতার কথা শুনতে ভালো লাগে।আমি আপনার এই জাতীয় লেখার বিরাট ভক্ত।
৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীর বিদেশ অভিজ্ঞতা
৭| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এই বাংলায় এইস অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় না।
৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলার মেয়েরা কাউকে কঠিনভাবে ধরে না।
৮| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার মেমোরী অত্যন্ত শার্প। এটি আমার আগে পড়া, আপনি হয়তো দু তিন বছর আগে পোস্ট দিয়েছিলেন।
যাক সে কথা - ঢাকা থেকে আপনাদের চট্টগ্রামে যেতে রাতের ট্রেনে ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তোলায় আমি টিটিকে বলেছিলাম - জানালা দিয়ে ঢিল মেরে আস্ত মানুষ টিটিকে ট্রেনের বাইরে ফেলে দিবো। ভদ্রলোক মনে এতো কষ্ট পেলেন যে কান্না কান্না অবস্থা, তাঁর জীবনে এমন কথা নাকি কেউ বলেনি। শেষে টিটিকে নিয়ে ট্রেনের অখাদ্য চপ কাটলেট চা আপ্যায়ন করে তাঁকে খুশি করতে হয়েছে। - বর্তমানে তিনি আমার একজন প্রিয় বন্ধু মানুষ।
৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, এটা আগের ঘটনা, ২০১৮ সালে ইহা সামুতে লিখেছিলাম।
আমি নিউইয়র্ক শহরে চাকুরী করার সময় ট্রেনে যাওয়া-আসা করতাম; অনেক কিছু দেখার অভিজ্ঞতা হয়েছিলো।
৯| ৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ হলে এতক্ষনে আপনার ছাল চামড়া তুলে নিতো পাব্লিক।
৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমরা কথায় কথায় বাংলাদেশের মানুষকে "পাবলিক" বলে থাকি; আমাদের ব্যুরোক্রেটরা এদেরকে কি নামে ডাকে?
১০| ৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
ঢাকার লোক বলেছেন: "ধরা যে একেবারে খাচ্ছি না তা'নয়; সেগুলো তো বলা হয় না।" মনে পড়ল, বেশ অনেকদিন আগে একবার নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলাম,এক সন্ধ্যায় যার বাসায় ছিলাম তার সাথে তার পরিচিত একজনের বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে একজন বলছিলেন," আমরা সব কথা বলি না, তবে নিউইয়র্কে খুব কম সংখ্যক বাংগালী আছেন যারা কোন না কোন দিন আফ্রিকান আমেরিকান বা স্প্যানিস গুন্ডা পান্ডাদের হাতে কিল ঘুষি খান নি, আমরা ওদের ইজি টার্গেটে।" শুনে একটু ভয়ই পেয়েছিলাম!
৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
এটা নিয়ে আমার বক্তব্য আছে; শুধু কিলঘুষি নয়, অনেক বাংগালী প্রাণ হারায়েছেন! কে কখন আক্রান্ত হবে, কেহ জানে না; তবে, চিন্তা করে চলাফেরা করলে, ইহাকে এড়িয়ে যাওয়া যায়; আমি বিবিধ সময় নিউইয়র্ক শহরে চাকুরী করেছি, এবং সময় আক্রান্ত হওয়ার ( আনুমানিক ) কাছাকাছি পর্যায়ে পড়েছি; কিন্তু আক্রান্ত হইনি, আমি সতর্কতার সাথে ব্যবস্হা নিয়েছি; আপনি যেখানে থাকবেন, উহাকে বুঝতে হবে।
৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন আগে, একজন পুর্ব ইউরোপিয়ান মহিলার সাথে দোকানে জোক করতে গিয়ে ধরা খেয়েছি; আমি মনে করেছিলাম, সে জন্মগতভাবে আমেরিকান, সে ইংরেজী কম জানাতে আমার অসুবিধা হয়েছিলো; কিন্তু আবার এমন কোন অসুবিধা হয়নি, যা আমাকে অন্যদের সামনে বেকুব প্রমাণ করবে; আশপাশে যারা ছিলেন, তারা ধরে নিয়েছে যে, আমি ভুল মানুষের সাথে জোক করেছি।
১১| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৭
ঢাকার লোক বলেছেন: রাত বিরাতে অন্ধকারে, নির্জন পথে একা চলাফেরা এড়িয়ে চলা এ ধরনের বিপদ থেকে বেঁচে থাকার একটা উপায়। আপনি নিরাপদ আছেন, ভবিষ্যতেও নিরাপদ থাকুন, এই কামনা।
সবাই জোককেও জোক হিসেবে নিতে পারে না, সে খেয়াল রাখাও বুদ্ধিমানের কাজ!
৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমি মোটামুটিভাবে সময় ও আশপাশের লোকজনকে বুঝার চেষ্টা করি।
১২| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: যাক পোতাইয়া আছিলাম , আপনার লেখা পাঠ কইরা জাগিয়া উঠিলাম । নুরু ভাই কি চিল্লায় গেল নাকি ।
৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেবের মহাদেশ, বরিশালে আমরা উৎসব চলছে মনে হয়।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: আপনার গাড়ি কই? ট্রেনে চড়তে হলো কেন?
৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
ম্যানহাটনে গাড়ী নেয়া যায় না, পার্কিং পাওয়া অসম্ভব।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ম্যানহাটনে গাড়ী নেয়া যায় না, পার্কিং পাওয়া অসম্ভব।
টাকা দিয়েও কি গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যায় না?
জ্যাকসন হাইটসও নাকি গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যায় না? আড্ডা দিতে আসা প্রবাসীরা বিরাট বপদে পড়েন?
৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৫১
চাঁদগাজী বলেছেন:
আমি সম্প্রতি ১কাজে গিয়ে ম্যানহাটনে ২ ঘন্টা টাকা দিয়ে রেখেছিলাম, ২৬ ডলার দিতে হয়েছে; ইহা আমার জন্য বেশী।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:২৩
রানার ব্লগ বলেছেন: জনগন বা আম জনতা আর একটু যদি ভাব ওয়ালা হন তা হলে দেশবাসী
৩১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:০১
চাঁদগাজী বলেছেন:
১৯৬৬-১৯৭২ সালে আমাদের গ্রামের লোকদের মানুষ মনে হতো, এখন মনে হয় ভেঁড়া ও দাস।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১২
খায়রুল আহসান বলেছেন: ঠাকুরমাহমুদ এর মত আমারও মনে হচ্ছিল, এটা আমি আগেও পড়েছি। আপনার প্রতিমন্তব্য পড়ে সে ব্যাপারে নিশ্চিত হ'লাম।
নুরু সাহেবের কপাল, আপনি উঠতে বসতে তাকে স্মরণ করেন!
৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেে মেশিনের মতো লিখে যান, উনি ভালো মানুষ।
আজকাল টাইপ করতে ইচ্ছে হচ্ছে না, পাঠক নেই; নতুন ব্লগারদের বুঝার চেষ্টা করছি।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরু সাহেব এক জন হুজুর মানুষ ।
তিনি আপনার এই রম্যের মর্মকথা নাও বুঝতে পারেন।
খুবই উপভোগ্য একটি রচনা পড়লাম ।
পড়ে আমি বিমোহিত।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব কমবুদ্ধিমান লোকদের সাথে চলেন।
মাঝেমাঝে আমি মানুষের সাথে হাউকাউ কথা বলতে ভালোবাসি
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি স্বীকার করতে আমি কার্পণ্য করিনা।
আসলেই আমি কম বুদ্ধিমান মানুষ। তাই
আমার চলা ফেরা কম বুদ্ধিমান মানুষদের
সাথে। কারণ কম বুদ্ধিমান মানুষরা শঠতা,
হটকারীতা কম বুঝে যেটা বেশী জানে
বুদ্ধিমানেরা।
আপনাকে একটা পরামর্শ দেই বিপরীত
লিঙ্গের মানুষের সাথে বেশী লাগতে যাবেন না।
সবসময় ললনাদের সাথে আপনার ধাক্কা লাগে
কেন? এটাকি স্বভাবজাত নাকি চোখের সমস্যা !!
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নুরু সাহেব এক জন হুজুর মানুষ । তিনি আপনার এই রম্যের মর্মকথা নাও বুঝতে পারেন। আপনার ধারণা হুজুর যারা তারা নির্বোধ, যদিও আমি নিজেকে হুজুর মনে করিনা।
আপনি আমাকে সর্বদা স্মরণ করেন সে কারনে আমি আপনার প্রতি কৃতজ্ঞ।
ভ্রম সংশোধন আপনার জন্য্ঃ আমি উনিশ শতকের মানুষ ২০০০ সালের না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগে না থাকলে, ব্লগারদেরকে আপনার কথা মনে করায়ে দিতে হয়।
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৫
মিরোরডডল বলেছেন:
সে কি ! এতো দেখছি ভার্বাল এবিউজ
আই নো ওটা ফান ছিলো । কবে যে খেলাঘর একটা ধরা খাবে ।
সেদিন কিন্তু একটা মাইরও মাটিতে পরবে না ।
ওরা যা স্ট্রং হয় ! বাঙালী তিনটা ছেলে সমান ওদের একটা মেয়ে
ওয়াচ ইউরসেল্ফ !
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকান আমেরিকান মেয়েরা একটু এগ্রেসিভ হয়; আমার সাথে এরা বরাবরই ভালো ছিলো; ছাত্র থাকা অবস্হায়আমি একজন বাংগালীর ব্যবসায় কাজ করতাম, মুল ক্রেতা ছিলো আফ্রিকান আমেরিকান মেয়েরা; ওরা এসে আমার কাছে আসতো।
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৮
মিরোরডডল বলেছেন:
কমেন্টে দেখলাম করোনার পর কাজ শুরু করবে ।
কি ধরণের কাজ, প্ল্যানিং হয়েছে ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমার শরীরের অবস্হা বুঝে, আমি একটা ফাইন্যান্সিয়াল গ্রুপ করে চাকুরী সৃষ্টির চেষ্টা করবো।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
মিরোরডডল বলেছেন:
ভালো প্ল্যান । ফান্ডিং কে বা কারা করবে ?
আন্ডার প্রিভিলেজ ছিন্নমূলদের নিয়ে এনি প্ল্যান ?
এরকম প্ল্যান থাকলে মাস্ট নটিফাই মি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি শুরু করতে পারলে, ফান্ডিং পেয়ে যাবো; আমি শুধু মাত্র আন্ডার প্রিভিলেজ ও ছিন্নমূলদের কথা ভাবছি; বাকীরা হয়তো কষ্ট করে হলেও পথে বের করতে পারবেন। আমি কিছু করতে পারলে জানাবো।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৩
ঢাকার লোক বলেছেন: সাবওয়েতে চুপ চাপ থাকা ভাল। নয়ত নুরু সাহেবের ভাষায় "কপাল" আরো খারাপ হওয়াও অসম্ভব নয়, সব মেয়েই আপনার জোককে জোক হিসেবে নাও নিতে পারে!